সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

৭ বছরের শিশু যখন বিজ্ঞানী!

মাত্র ৭ বছর বয়সেই স্নায়ুবিজ্ঞানী হয়ে আলোড়ন সৃস্টি করেছেন এক মার্কিন কন্যা শিশু। তার নাম অময় আনতুনেত। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় থাকেন তিনি। তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। তিন বছর বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তার। বাবা দেভেন অ্যান্টোনিও শেফাড্রের গবেষণাগারটিতে তখন থেকেই তার অবাধ যাতায়াত।

বিজ্ঞানের প্রতি অময়ের ভালোলাগার একটি ভিডিও ২০১৫ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বাবা। যেখানে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ এতে লাইক দিয়েছে এবং মন্তব্য করেছে।

বাবা দেভেন অ্যান্টেনিও শেফার্ড বলেন, আমি চাই, মেয়ে যা করতে পছন্দ করে, সে তা-ই করুক। সে যদি রাধুঁনি হতে চাইতো তাহলে আমি তাকে রান্না শেখার ব্যাপারে সহায়তা করতাম। সে যেহেতু বিজ্ঞান পছন্দ করে তাই আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি তাকে সহায়তা করি।

বিজ্ঞানের প্রতি আগ্রহের কারণ জানতে চাইলে অময় বলেন, বিজ্ঞান এমন একটি চমৎকার বিষয় যেটা থেকে সবসময় নতুন কিছু শেখার থাকে। বিজ্ঞান সবসময়ই পরিবর্তনশীল এবং আমিও ব্যক্তিগতভাবে এই পরিবর্তনকে সমর্থন করি। সূত্র: বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রসুলপুর হাইস্কুলে ‘অযোগ্য’ প্রধান শিক্ষক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ‘অযোগ্য’ ব্যক্তিকে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও গ্রামবাসী। সোমবার সকালে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর এর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, একরামুল কবির খান, মো. হাফিজুর রহমান খান বিটু, নাসির খান, লিয়াকত হোসেন, গিয়াস উদ্দিন, মঈনুল আরেফিন, মেহেদী হাসান ও আব্দুল কাদের উজ্জল প্রমুখ। এসময় বক্তারা বলেন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় এ প্রতিষ্ঠানটি ২১ শে পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের একটি এহিত্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি রক্ষা করা গুরু দায়িত্ব অভিভাবকবৃন্দ ও এলাকাবাসীর। তাই ওই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দেওয়াসহ দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা নার্গিস ডেইজি বলেন, সংবাদ সম্মেলনে এবং মানববন্ধনে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আমি এই বিদ্যালয়ের শিক্ষক ছিলাম। প্রধান শিক্ষক পদে অংশ নিয়ে বিধি মোতাবেক স্কুল পরিচালনা পরিষদের সভাপতি নিজে নিয়োগ বোর্ডের সকলের সামনে ফলাফল ঘোষণা দেন। সভাপতি প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন। এব্যাপারে নিয়োগ বোর্ডের ডিজি প্রতিনিধি এস. এম আব্দুল্লাহ আল-মামুন জানান, শতভাগ বিধি মোতাবেক নিয়োগ সম্পন্ন করা হয়েছে। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও নিয়োগ বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে ও স্বাক্ষরে ফলাফল ঘোষণা করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি একরামুল কবির খান। লিখিত ৩৫ নম্বরের পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে নিয়োগ সম্পর্ন্ন করা হয়েছে। নিয়োগের ব্যাপারে এমপির নাম ব্যবহার করা হয়েছে এটা আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। বিষয়টিা সম্পূর্ণ মিথ্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘রাজরানি’র মতো কাটছে বুবলীর জন্মদিন

আজ শবনম বুবলীর জন্মদিন। এই দিনটি সাধারণত তাঁর বাসায় কাটে, পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে তাঁর।

বুবলী বলেন, ‘আমার আসলে ছোটবেলা থেকেই জন্মদিনটা পরিবারের সাথে কাটাতে ভালো লাগে। এবারও তাই করছি। গত রাতে বাসার সবাই আমাকে নিয়ে কেক কেটেছে। আত্মীয় ও বন্ধুরা বাসায় আসছে। চাচা, খালা, ভাইবোন সবাই মিলে দিনটি একসাথে কাটাব।’

অনেক সাধারণ মানুষের শুভেচ্ছা অনলাইনে পাচ্ছেন বুবলী। বলেন, ‘আগে বাসা আর টিভি চ্যানেলের সহকর্মীদের নিয়েই কাটত আমার বিশেষ দিনগুলো। চলচ্চিত্র যেহেতু অনেক বড় একটা জায়গা, এখানে কাজ শুরু করার পর থেকে সাধারণ দর্শকও আমার খবর নিচ্ছেন, জন্মদিনে উইশ করছেন। এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ফেসবুকে সবাই উইশ করছেন, কাছের মানুষরা ফোন দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। আমি তো ফোন নিয়ে বসেই আছি সবার সাথে কথা বলার জন্য, ফেসবুকে কেউ নক করলে, তার উত্তর দিচ্ছি। আমি দিনটিকে অনেক উপভোগ করছি।’

বুবলী আরো জানান, ‘আজকের দিনটিতে আমার তো বিছানা থেকে নামতেই হচ্ছে না। পারলে আমাকে বিছানাতেই খাবার এনে খাওয়াচ্ছে বাসার লোকজন। মনে হচ্ছে একেবারেই রাজরানির মতোই দিনটি পার করছি।’

পরিবারের বাইরে চলচ্চিত্র পরিবারের সঙ্গেও জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন বুবলী। তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে আমি চলচ্চিত্রকর্মী ও সাংবাদিক ভাইদের নিয়ে জন্মদিনের পার্টি দেব। সবাইকে দাওয়াত করে খাওয়াব, এক সঙ্গে আড্ডা দেব। সারাদিন সবার সাথে কাটাব।’

বুবলী বেসরকারি টিভি চ্যনেলে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। পরে শামিম আহম্মেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তাঁর। তিনি অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে। এরপর আরো তিনটি ছবি মুক্তি পায় শাকিব খানের বিপরীতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রকৃতি ও পুষ্টির গল্পের আসর

ডেস্ক রিপোর্ট: ‘তীত বেগুন এলার্জি দূর করে, কুলফি শাক রক্ত তৈরী করে, ফোলা রোগ উপশম করে। গাদোমনি শাক রক্ত আমাশয়ের প্রতিষেধক। বউটুনিতে রয়েছে আয়রণ। কলার থোড় হাই প্রেসার রোধে কাজ করে। গিমি শাকে দূর হয় ক্রিমি। বেলে শাক কোষ্টকাঠিন্য দূর করে। ডুমুর ডায়বেটিসের প্রতিষেধক। মালঞ্চ শাক শরীরের ক্ষত সারাতে কাজ করে, আর কচুর পাতা চোখের জন্য ভাল।
এছাড়া রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রাহ্মি, কলমি, দস্তা কচু, হেলাঞ্চ, সাঞ্চি, বেতশাক, কলার মুচা, ডুমুর, বউটুনি, শাপলা, ঘ্যাটকল, কাটানটি শাক পেপুলসহ নানা অচাষকৃত শাক লতা-পাতা।
স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকরা ‘এসো প্রকৃতিকে জানি, পুষ্টির গল্প শুনি’ শীর্ষক প্রকৃতি ও পুষ্টির গল্পের আসরে এসব শাক লতা-পাতার ওষুধি ও পুষ্টিগুণ মুগ্ধ হয়ে শুনছিলেন।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা মর্নিং সান-প্রি ক্যাডেট স্কুল ক্যাম্পাসে বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই গল্পের আসরের আয়োজন করে।
এতে সাতক্ষীরার পুষ্টির ফেরিওয়ালা খ্যাত যুব উদ্যোক্তা রুহুল কুদ্দুস ও বাবর আলী প্রকৃতিতে প্রাপ্ত শাক লতা-পাতার পুষ্টিগুণ তুলে ধরেন।
আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা মর্নিং সান-প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ আমিনুর রহমান কাজল, সহকারী শিক্ষক রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, লাকী আক্তার, সেলিনা খাতুন, শারমিন সুলতানা, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক ফজলুল হক, কমিউনিটি ফ্যাসিলেটর মাহিদা মিজান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন রাহুল, প্রস্তাব পাস

দলের সভাপতি পদে রাহুল গান্ধীকে বসানোর প্রস্তাব পাস করেছে ভারতের অন্যতম রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

আজ সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়িতে বৈঠক বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির। ওই বৈঠকেই রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে প্রস্তাব পাস হয়।

কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, ‘রাহুল সভাপতি হলে দল আরো শক্তিশালী হবে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ ডিসেম্বর সাংগঠনিক নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন পেশ করার শেষ দিন ৪ ডিসেম্বর। মনোনয়ন পরীক্ষা করা হবে ৫ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর। সাংগঠনিক নির্বাচন হবে ১৬ ডিসেম্বর। ভোট গণনা এবং ফল ঘোষণা হবে ১৯ ডিসেম্বর। তবে দলীয় সূত্রে জানা যায়, কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী ছাড়া আর কারো মনোনয়ন পেশ করার সম্ভাবনা নেই। ফলে, ৫ ডিসেম্বরই কংগ্রেসের সভাপতি হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করা হতে পারে।

কংগ্রেসের দলীয় সূত্রে খবর, আগামী ১৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন দলের দায়িত্ব নিতে চলেছেন রাহুল গান্ধী। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়গে, আহমেদ পটেলসহ কংগ্রেসের প্রথম সারির নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসপাতাল-ক্লিনিকে টাকার জন্য লাশ জিম্মি রাখা যাবে না: হাইকোর্ট

চিকিৎসা খরচ পরিশোধে ব্যর্থতার কারণে কোনো হাসপাতালে বা ক্লিনিকে মৃত ব্যক্তির লাশ জিম্মি (ধরে রাখা) করে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের এ নির্দেশনা অবহিত করে সকল ক্লিনিক ও হাসপাতালের প্রতি সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ এই রায় দিয়েছেন। রিট আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আরো জানান, গরীব রোগীদের অপরিশোধিত সব বিল পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন একটি নবজাতক মারা যায়। হাসপাতালে নবজাতক মৃত্যুর পর লাশ দ্রুত হস্তান্তরে ব্যর্থ হওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়। যার কারণে সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজর টাকা আঞ্জুমান মফিদুল ইসলামে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পাঁচ বছর পর আজ হাইকোর্টের রায়ে বলা হয়, চিকিৎসা বিল পরিশোধে ব্যর্থ হলে কোনো ক্লিনিক কিংবা হাসপাতাল লাশ জিম্মি করতে পারবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩০)। সে উপজেলার মুড়াকলিয়া গ্রামের ময়েজউদ্দীন শেখের পুত্র। সোমবার বিকাল ৩ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়ার সুকদেবপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় ঘাতক বাস পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়ার সুকদেবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস আলমগীরকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শীর্ষে কুমিল্লা

বিপিএলের ২১তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছয় ম্যাচে পাঁচ জয়ে কুমিল্লার পয়েন্ট ১০।
আর সাত ম্যাচ খেলে ৪ জয় ২ হার ও ১টি ড্রয়ে ঢাকার পয়েন্ট নয়। শোয়েব মালিকের ব্যাটিং দৃঢ়তায় ঢাকার দেওয়া ১২৮ রানের লক্ষ্যটা ২ বল বাকি থাকতেই টপকে যায় ভিক্টোরিয়ানসরা। জয় পেয়েছে ৪ উইেকেটে।

কুমিল্লার হয়ে শোয়েব মালিক ৫৩ বল খেলে সর্বোচ্চ ৫৪ রান করেছেন। যেখানে ১টি ছক্কা ও ৪টি চারের মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা ইমরুল কায়েসের ব্যাট থেকে (২০)। অার ঢাকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির ও সুনীল নারিন, একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি ও সাদ্দাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest