সর্বশেষ সংবাদ-
শোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাসাতক্ষীরা কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে মানহানি মামলা

নিজ দলের প্রধানের পদ থেকে বহিষ্কার মুগাবে

জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল জানু-পিএফের প্রধানের পদ থেকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট মুগাবে ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যানগ্যাগবাকে বরখাস্ত করেছিলেন। বরখাস্তকৃত এই ভাইস প্রেসিডেন্টকে দলটির প্রধান হিসাবে নিয়োগ দিয়েছে জানু-পিএফ।

ভাইস প্রেসিডেন্ট এমারসন ন্যানগ্যাগবাকে ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে নজিরবিহীন হস্তক্ষেপ করে ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবেকে গৃহবন্দী করে জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। দেশটির রাজনীতিকরা বলছেন, স্ত্রী গ্রেস মুগাবেকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করার পথ পাকা করতেই ভাইস প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেন মুগাবে।

রোববার জানু-পিএফের কেন্দ্রীয় কমিটির বৈঠকে মুগাবের পাশাপাশি ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকেও বহিষ্কার করা হয়েছে। রোববার দেশটির সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মুগাবের। বিবিসি বলছে, প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন থেকে মোটরগাড়ির শোভাযাত্রা বেরিয়ে যেতে দেখা গেছে।

এর আগে শনিবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে হাজার হাজার মানুষ মুগাবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এসময় অনেকেই সেনাবাহিনীর সদস্যদের জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করেন। মুগাবের হাত থেকে দেশটির নিয়ন্ত্রণ নেয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তারা।

মুগাবে এখনো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রয়েছেন; যদিও গত কয়েকদিনে তার নিজ দলের ভেতরেই প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের চাপ জোরালো হয়েছে।

দেশটির স্বাধীনতা যুদ্ধের প্রভাবশালী গেরিলা নেতা ক্রিস মুতসভ্যাঙ্গবা রয়টার্সকে বলেছেন, প্রেসিডেন্টের পদ থেকে মুগাবেকে সরিয়ে দিতে দলের ভেতরেও প্রক্রিয়া শুরু হয়েছে। জানু-পিএফের রোববারের বৈঠকের একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন বিবিসির প্রতিনিধি অ্যান্ড্রু হার্ডিং। এতে দেখা যাচ্ছে, মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের পর রাস্তায় উল্লাস প্রকাশ করছেন স্থানীয়রা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমিরাতের ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রি

১৯ বছর বয়সী মার্কিন মডেল গিসেলে অনলাইনে সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রির দাবি করেছেন। এর মূল্য ২০ লাখ পাউন্ড। বলেছেন, এমনি এমনি তিনি এমনটা করেননি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ মোটানোর জন্য তিনি এ পথ বেছে নিয়েছেন।

গিসেলে বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি এত মূল্য পাব। আমার স্বপ্ন সত্যি হলো।’ অনলাইনে কুমারীত্ব বিক্রি নারীর একান্ত নিজের ব্যাপার। এটা নিয়ে মানুষ কেন হইচই করে বা কেন এর বিরোধিতা করে, তা বোধগম্য নয় বলেও মন্তব্য তাঁর।

ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, সিনড্রেলা এসকর্টস নামের জার্মানিভিত্তিক একটি ওয়েবসাইট এই বাণিজ্যের মধ্যস্থতা করে। ওয়েবসাইটটি গত বছর রোমানিয়ার ১৮ বছর বয়সী মডেল আলেকজেন্ড্রা কেফরেনের ‘কুমারীত্ব’ বিক্রির ঘটনার মধ্য দিয়ে আলোচনায় আসে। ওই মডেল হংকংয়ের এক ব্যবসায়ীর কাছে ‘কুমারীত্ব’ বিক্রি করেছিলেন।

ওয়েবসাইটটির মালিক জার্মানির ডর্টমুন্ডের ২৭ বছরের যুবক জ্যঁ জ্যাকবিলস্কি। ফোর্বসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বেচাকেনায় যে লাভ হয়, তার ২০ শতাংশ তাঁর প্রতিষ্ঠান পায়। একই সঙ্গে তিনি জানান, যে মেয়ে মানসিকভাবে যথেষ্ট পরিপূর্ণ নন, কিংবা মানসিকভাবে সুস্থ নন, তাঁকে এই সুযোগ দেন না।

সিনড্রেলা এসকর্টসের একজন মুখপাত্র বলেন, ‘এই ওয়েবসাইটের মাধ্যমে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকাসহ সারা বিশ্বের মেয়েরা কুমারীত্ব বিক্রির আগ্রহ প্রকাশ করেন। তবে বেশির ভাগই এর মূল্য চাইতে পারেন না। গিসেলের ঘটনা দেখাল, কত চড়া মূল্যে মেয়েরা কুমারীত্ব বিক্রি করতে পারেন। আর এর জন্য কী বিপুল পরিমাণ অর্থ ব্যবসায়ীরা ব্যয় করে থাকেন। সূত্র : প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ভুয়া আইনজীবী রুহুল আমিনকে জরিমানা ও আইজীবী সহকারীর জেল

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে এক ভূয়া আইনজীবীকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন। ওই ভুয়া আইনজীবী শহরের চালতেতলা এলাকার আলহাজ্ব আব্দুস সাত্তারের ছেলে মোঃ রুহুল আমিন।
কোর্ট সূত্রে জানাগেছে, রুহুল আমিন নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে নামের আগে এডভোকেট ব্যবহার বিভিন্ন ব্যক্তিকে ব্লাক মেইল করে আসছিল। এছাড়া সম্প্রতি এড. রুহুল নামক ফেসবুক ও ই-মেইল আইডি খুলে তা ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে প্রতারণামূলক বার্তা পাঠান। এঘটনায় এক ভুক্তভোগী রুহুল আমিনের বিরুদ্ধে সাতক্ষীরা আইজীবী সমিতিতে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে আইনজীবী সমিতির সভাপতি তাকে আটক করে পুলিশে খবর দেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তাকে ৫শ টাকা জরিমানা করে প্রাথমিকভাবে ক্ষমা করে দেওয়া হয়।
এদিকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতির নাম ব্যবহার করে মোয়াক্কেল কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়ের অভিযোগে আইনজীবী সহকারীকে ৩দিনের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ওই আইনজীবী সহকারী বকচরা গ্রামের কওছার সরদারের ছেলে কামরুজ্জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে আফগানিস্তান চ্যাম্পিয়ন

এই কিছুদিন আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানিস্তান। এখনো টেস্ট অভিষেক ম্যাচও খেলা হয়নি তাদের। অবশ্য এরই মধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা। আফগান ক্রিকেটের ভবিষ্যৎ যে খুবই উজ্জ্বল, তার প্রমাণ পাওয়া গেছে যুব দলের সাফল্যেও। ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলগুলোকে টপকে যুব এশিয়া কাপের ফাইনালে উঠে তারা। দারুণ খবর হলো, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপাও জিতে নিয়েছে ক্রিকেটে নবীন সদস্য দেশটি।

ম্যাচে আফগানিস্তান টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪৮ রান করে। ইকরাম ফাইয়াজের হার-না-মানা সেঞ্চুরিতেই এই ফাইটিং স্কোর গড়ে তারা। এ ছাড়া রহমান গুল ৪০ ও ইব্রাহিম জাদরান ৩৬ রান করেন।

পাক বোলার মোহাম্মদ মুসা ৪৬ রানে তিনটি ও শাহীন আফ্রিদি ৪২ রানে দুই উইকেট নিয়েও আফগানদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা হতে পারেননি।

এই স্কোর তাড়া করতে নেমে পাকিস্তানের যুবারা শুরুতেই যে বিপর্যয়ে পড়ে, তা আর খুব একটা কাটিয়ে উঠতে পারেনি। দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায় তারা। মুজিব জাদরানের বোলিং তোপে ২২.১ ওভারে মাত্র ৬৩ রানে ইনিংসটাই গুটিয়ে নেয় তারা। মুজিব মাত্র ১৩ রান খরচায় পাঁচ উইকেট নিয়ে আফগানিস্তানকে জয়ের উল্লাসে মাতিয়ে তুলতে বড় ভূমিকা রাখেন। কায়েস আহমেদও কম যাননি, ১৮ রানে তিন উইকেট নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গলায় ছুরি ঠেকিয়ে ৫০ নারীকে ধর্ষণ!

ধর্ষণকে রীতিমতো পেশায় পরিণত করেছে ভারতের চেন্নাইয়ের এক যুবক। আর ধর্ষণ করতে তার প্রধান অস্ত্র ছুরি।
নিরীহ নারীদের টার্গেট করে প্রথমে ডাকাতি। তারপর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ। এই পন্থায় এ পর্যন্ত ৫০ জন নারীকে সে ধর্ষণ করেছে। এই অভিযোগে ২৮ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম মাধন অরিভালাগন। সে রাজ্যের কৃষ্ণাগিরির মথুরের বাসিন্দা। অভিযোগ, বাড়িতে একা থাকেন এমন নারীকদেরই টার্গেট করত সে। তারপর সেইসব নারীকেদের জিনিসপত্র লুঠের পর ধর্ষণ করত। এমনকি, ধর্ষণের ভিডিও করে রাখত নিজের মোবাইলে।
সেই ভিডিও দেখিয়ে ফের ধর্ষণের হুমকিও দিত অভিযুক্ত যুবক।

ধৃত মাধনের ফোন থেকে উদ্ধার হয়েছে এরকম বহু ভিডিও। জেরায় মাধন পুলিশকে জানিয়েছে, বেঙ্গালুরুতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত সে। ২০১৫-তে চাকরির জন্য চেন্নাইতে আসে। কিন্তু সেখানে সুবিধা না হওয়ার পরই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এ যুবক। টাকার জন্য প্রথমবার ডাকাতি করে সে। ডাকাতির পর নারীকেকে ধর্ষণও করে। তারপর থেকে নারীকেদের টার্গেট করে করে একাজ করতেই থাকে মাধন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বারী সিদ্দিকীর শারীরিক অবস্থার অবনতি

সংগীতশিল্পী বারী সিদ্দিকীর শারীরিক অবস্থা আগের চেয়ে আরও অবনতি হয়েছে। তিনি লাইফ সাপোর্টে অচেতন অবস্থায় রয়েছেন। বারী সিদ্দিকীর পারিবারিক সূত্র থেকে এমনটাই জানা গেছে। গেল শুক্রবার রাতে বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে যখন দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তিনি অচেতন ছিলেন। তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, তার দুটি কিডনি অকার্যকর। তিনি বহুমূত্র রোগেও ভুগছেন। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী বলেন, বছর দুয়েক যাবৎ বাবা কিডনির সমস্যায় ভুগছেন। গত বছর থেকে সপ্তাহে তিন দিন কিডনির ডায়ালাইসিস করছেন তিনি।

সাব্বির সিদ্দিকী জানান, বারী সিদ্দিকীর অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। চিকিৎসকরা কোনো আশার কথা বলতে পারছেন না। তিনি বারী সিদ্দিকীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

দীর্ঘদিন সংগীতের সঙ্গে জড়িত থাকলেও সবার কাছে বারী সিদ্দিকী শিল্পী হিসেবে পরিচিতি পান ১৯৯৯ সালে। ওই বছর হ‌ুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি ছয়টি গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন। তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি’, ‘পুবালি বাতাসে’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘ওলো ভাবিজান নাউ বাওয়া’, ‘মানুষ ধরো মানুষ ভজো’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিনেত্রী রীতা কয়রাল মারা গেছেন

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল মারা গেছেন। আজ (রোববার) সেখানকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কলকাতার একাধিক গণমাধ্যম। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ভারতীয় টিভি সিরিয়াল ও চলচ্চিত্রের পরিচিত এই অভিনেত্রী। আর সেটাই কেড়ে নিল এই তার প্রাণ।

টালিউডের অন্যতম জনপ্রিয় মুখ রীতা কয়রাল। দীর্ঘদিন ধরেই টেলিভিশন ও সিনেমা জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয় জীবনের বেশিরভাগ চরিত্রই ছিল নেগেটিভ। তবুও বাঙালীর ড্রয়িংরুমে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত। নয়ের দশক থেকে মূলধারার সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন।

বাংলা সিনেমার স্বর্ণযুগে ‘বেয়াদপ’ হোক কিংবা হালফিলের অঞ্জন দত্ত পরিচালিত ‘দত্ত ভার্সেস দত্ত’ বা ‘পারমিতার একদিন’, নিজস্ব অভিনয়ে জয় করেছেন দর্শকদের মন। তাঁর অভিনীত আরও বেশ কয়েকটি হিট সিনেমা হল- বড় বউ, অসুখ, গুন্ডা, জীবন নিয়ে খেলা, চিরদিনই তুমি যে আমার। ঋতুপর্ণ ঘোষের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শুধু সিনেমা নয়, সিরিয়ালের জগতেও বেশ নামডাক ছিল তাঁর। সম্প্রতি ‘রাখিবন্ধন’ সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তাঁর চরিত্র ছিল নেগেটিভ। সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় চুটিয়ে অভিনয় করেছেন বিভিন্ন যাত্রা এবং নাটকেও। কিন্তু গত আগস্ট মাস থেকেই লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। রোববার ফের শারিরীক অবস্থার অবনতি হলে ফের একবার ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু জীবন যুদ্ধের লড়াই সেখানেই শেষ হয়ে গেল। রীতাদেবীর মৃত্যুতে টালিগঞ্জে নেমেছে শোকের ছায়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো.মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, সরকারি পলিটেকনিক ইনস্টিটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম ছায়েদুর রহমান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক দেবাষিস সরদার, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মন্জুরুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, পাউবো’র কর্মকর্তা অপূর্ব কুমার ভৌমিক, কালিগজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা ইঞ্জিনিয়ার শোকর আনা, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ। শহর বাইপাস দ্রুত নির্মাণ প্রসঙ্গে, বিদ্যুৎ সমস্যার সমাধান, চলাচলের অনুপযোগি রাস্তা-ঘাট সংস্কার, বেড়িবাধ সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে সভায় আলোচনা করা হয়। এ সময় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest