সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

রংপুরে হিন্দুদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

আসাদুজ্জামান : রংপুর জেলা সদরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রাদায়ের উপর বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখা এই মানববন্ধন কর্মসুচি পালন করে।
জেলা জাতীয় হিন্দু যুব মহাজোট সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মিহির কান্তি সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, দেবাশীষ সরকার, উত্তম কুমার বৃন্দাবন গাইন, সুব্রত মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রাদায়ের উপর বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারি প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে শুধু গ্রেফতার করলে হবেনা এর মুল ইন্ধনদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা অভিলম্বে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি রূপা জব্দ

আসাদুজ্জামান : সাতক্ষীরা কুশখালি সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান থেকে উক্ত রুপাগুলো জব্দ করা হয়। এসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
কুশখালি বিজিবির হাবিলদার আলহাজ্ব আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া নামকস্থানে অভিযান চালায়। এসময় সেখান থেকে চটের ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কেজি রুপা জব্দ করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে উক্ত রুপাগুলো চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদরের লাবসা এলাকায় পুলিশ পরিচয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের লাবসা জমিদার বাড়ি এলাকার বাসিন্দা কাজী আমিরুল ইসলামের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ পরিচয়ে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল পরিবারের এক সদস্যের মাথা ফাটিয়ে দিয়ে মালামাল লুট করে নিয়ে গেছে। আহতকে ঐ রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় কাজী আমিরুল ইসলাস বলেন, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় পাকা ঘরের জানালার কাঠ ভেঙে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমার স্ত্রী জোহরা খাতুনকে বলে আমরা পুলিশ তোর ছেলে কই? এর পর তার চোখ বেঁধে ফেলে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে আমার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় সশস্ত্র ডাকাত দল।

এব্যাপারে সচেতন মহল ও এলাকাবাসী জানায় গত কয়েকদিনে লাবসা এলাকায় ডাকাতি ও চুরি সংগঠিত হচ্ছে। এছাড়া রাজধানীসহ সারাদেশে আই্ন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়য়ে অপরাধ প্রবণতার মাত্রা বেড়েছে আংশকাজনক হারে। সারাদেশে প্রায় দুশতাধিক ঘটনার তথ্য রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এ নিয়ে জনমনে আতংক,উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ডিবি-সিআইডি,র‌্যাব তথা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি, ছিনতাই,অপহরনের মতো ঘটনা বাড়ছে। গত কয়েকদিনের মধ্যে লাবসা এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় ঐ এলাকায় জনমনে আতংঙ্ক বিরাজ করছে। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ও সচেতন মহল। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরা বন্দরে বাংলাদেশ-ভারত সংযোগ সড়কের উপর কালভার্ট নির্মাণ কাজ বিএসএফের বাঁধার বন্ধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের সংযোগ সড়কের উপর নির্মিত কালভার্টের কাজ বিএসএফের বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে। বর্তমানে হুমকির মুখে বাংলাদেশী সীমানায় এ কালভার্টটি ভেঙ্গে যে কোন সময় ভোমরা স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্য্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি সমাধানের জন্য বিজিবির মাধ্যমে বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার বরাবর পত্র পাঠানো হলেও আজও কোন জবাব পাওয়া যায়নি। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি নিরসনের ব্যবস্থা নেয়া হয়েছে, আগামী ১০/১২ দিনের মধ্যে আবারও কাজ শুরু করা যাবে।
বন্ধর সংশ্লিষ্ট শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী গন ব্রীজটি দ্রুত পুনঃনির্মান করতে সরকারের কাছে দাবি জানিয়েন। অন্যথায় একদিকে যেমন হাজার হাজার শ্রমিক, কর্মচারী বেকার হয়ে পড়বে, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে।
কাস্টমস্ রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেছেন, আমদানি-রপ্তনির পরিমান অর্ধেকে নেমে এসেছে। যে কারনে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। আগামীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পুরন নিয়ে উদ্বিগ্ন কাস্টম।
মোঃ মুনহ্জুরুল কবির, নির্বহী প্রকৌশলী, সড়ক ও জনপদ বিভাগ, মোঃ মুনহ্জুরুল কবির, জানান ভোমরা কানেক্টেট বাইপাস সড়ক সহ ১৭টি কালভার্ট নিমানের কার্যাদেশ গত মার্চ মাসে দেওয়া হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে। তবে ভোমরা স্থল বন্দরের ওই তিন বেন্টের কালভার্টটি নির্মান করতে দুই মাস লেগে যাবে।
জেলা প্রশাসক, সাতক্ষীরা আবুল কাসেম মোঃ মহিউদ্দীন, জানান ভারতীয় বিএসএফের বাঁধার মুখে কাজটি বন্ধ রয়েছে স্বীকার করে জানান, আগামী ১০/১২ দিনের মধ্যে বিষয়টি নিরসন হয়ে যাবে।

গত ৪মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২০৯ কোটি টাকা নির্ধারন করা হয়। সেখানে আদায় হয়েছে, ২১৩ কোটি টাকা টাকা। ৪ কোটি টাকা বেশী আদায় হলেও বর্তমানে রাজস্ব আদায় নিয়ে সংশয় বেঁধে দেখা দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিংহাসন ছাড়ছেন সৌদি বাদশাহ!

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ পদত্যাগ করার পরিকল্পনা করছেন। আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করে তাঁর ছেলে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে নতুন বাদশাহ ঘোষণা করবেন।
ছেলেকে ক্ষমতা দিয়ে ৮২ বছর বয়সী সালমান আলংকারিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পবিত্র স্থানগুলোর (মক্কা-মদিনা) তত্ত্বাবধায়ক থেকে যাবেন। রাজপরিবারটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন এ দাবি করেছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত ডেইলি মেইলের ‘এক্সক্লুসিভ’ প্রতিবেদনটিতে বলা হয়, চলতি মাসের শুরুতে রাজপরিবারের ৪০ জন যুবরাজ ও মন্ত্রীকে গ্রেপ্তার নির্দেশ দিয়ে ক্ষমতা গ্রহণের চূড়ান্ত পদক্ষেপটি নেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। আর বাদশাহর দায়িত্ব নিয়েই প্রথমে শত্রুরাষ্ট্র ইরানের মনোনিবেশ করবেন তিনি। শিয়া দেশটিকে শায়েস্তা করতে এরই মধ্যে ইসরায়েলকে জোট বাঁধার প্রস্তাব দিয়ে রেখেছেন সম্ভাব্য বাদশাহ মুহাম্মদ বিন সালমান, যাঁকে পশ্চিমা গণমাধ্যম সংক্ষেপে ‘এমবিএস’ লিখে থাকে।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘যদি নাটকীয় কিছু না ঘটে, তাহলে বাদশাহ সালমান আগামী সপ্তাহে এমবিএসকে সৌদি আরবের বাদশাহ হিসেবে নিয়োগের ঘোষণা দেবেন। আর পদত্যাগের পর বাদশাহ সালমান ইংল্যান্ডের রানির মতো (আলংকারিক রাষ্ট্রপ্রধানের) দায়িত্ব পালন করবেন। তবে তিনি বর্তমান উপাধি ‘পবিত্র স্থানগুলোর জিম্মাদার’ পদে থেকে যাবেন।

৩২ বছর বয়সী মুকুটধারী যুবরাজ মুহাম্মদ বিন সালমান (এমবিএস) চলতি মাসের শুরুতে সিংহাসনে বসার পথে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ৪০ জন যুবরাজ ও মন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। গ্রেপ্তারের পর তাঁদের রাজধানী রিয়াদের বিলাসবহুল পাঁচতারা হোটেল রিজ কার্লটন হোটেলে রাখা হয়েছে। প্রকাশিত একটি স্থিরচিত্রে দেখা গেছে, ওই হোটেলের মেঝেতে বিছানার চাদরহীন খালি তোশকে ঘুমিয়ে আছেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত রাজপরিবারের সদস্যরা।

রাজপরিবারের শীর্ষস্থানীয় সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইল দাবি করেছে, ‘যুবরাজ মুহাম্মদ বাদশাহর দায়িত্ব নেওয়ার পর তিনি মনোযোগ ঘুরিয়ে দেবেন ইরানের দিকে। মধ্যপ্রাচ্যের তেলসাম্রাজ্যে সৌদি আরবের দীর্ঘদিনের শত্রু ইরানকে তিনি শায়েস্তা করতে চান। আশঙ্কা রয়েছে, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। ’ মুহাম্মদ এ জন্য ইসরায়েলকে নিজেদের পক্ষভুক্ত করতে চান। তাঁর ইচ্ছা ইসরায়েলের সামরিক বাহিনীর সহায়তায় ইরান সমর্থিত লেবাননি মিলিশিয়া হিজবুল্লাহকে ধ্বংস করা।

রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রটি ডেইলি মেইলকে বলেছে, “এমবিএস মনে করেন, তাঁকে অবশ্যই ইরান ও হিজবুল্লাহর ওপর আঘাত হানতে হবে। আর এমবিএস তাঁর এই পরবর্তী টার্গেটের জন্য রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পরামর্শও উপেক্ষা করছেন। তাঁর এই চরিত্রের কারণেই কুয়েতের শাসক একবার তাঁকে ‘অদম্য ষাঁড়’ বলেছিলেন। ”

এমবিএস লেবাননে হামলার পরিকল্পনা করছেন। তবে এ জন্য তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর সহায়তা নিতে চান। এরই মধ্যে তিনি ইসরায়েলকে কয়েক কোটি ডলারের একটি প্রস্তাব দিয়েছেন, যদি রাজি হয়। কারণ এমবিএস ইসরায়েল ছাড়া লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রাজি নন। আর তাঁর প্ল্যান বি (দ্বিতীয় পরিকল্পনা) হচ্ছে সিরিয়ায় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করা।

গত সপ্তাহে লেবাননের প্রধানমন্ত্রী সৌদি টেলিভিশনে বিবৃতির মাধ্যমে পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, যুবরাজ মুহাম্মদ ডেকে এনে তাঁকে পদত্যাগে বাধ্য করেছেন। সৌদি টেলিভিশনে সাদ আল হারিরি ওই পদত্যাগী ভাষণে বলেছিলেন, তিনি গুপ্তহত্যার আশঙ্কায় রয়েছেন। এ জন্য তিনি ইরান ও হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। গত ৪ নভেম্বর রাজধানী রিয়াদে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়; যদিও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

প্রসঙ্গত, এর আগে গত ১২ নভেম্বর ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি বাদশাহ সালমানের সিংহাসন ত্যাগের গুজব সত্য নয়। সৌদি সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লুমবার্গে একটি চিঠির জবাবে বলেছিলেন, ৮২ বছর বয়সী বাদশাহ সালমান ‘যথাযথ’ শারীরিক স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন। তিনি বলেন, যারা এ ধরনের কথা বলে তারা রাজকীয় রীতি-নীতি বোঝে না।

অর্থের বিনিময়ে মুক্তি পাচ্ছেন যুবরাজরা : সৌদি সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারকৃত যুবরাজ, মন্ত্রী, ব্যবসায়ী ও ধনকুবেরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে কাজ করছে। সৌদি সরকার তাঁদের কাছে মুক্তির বিনিময়ে সম্পদ ও নগদ অর্থ চেয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে যুবরাজ আলওয়ালিদ বিন তালালও রয়েছেন। তিনি রাজপরিবারের সুপরিচিত ও ধনাঢ্য ব্যবসায়ীদের একজন।

সূত্র মতে, এরই মধ্যে একজন ব্যবসায়ীর চুক্তিতে স্বাক্ষর করার পর তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ সৌদি রিয়াল উত্তোলন করা হয়েছে। এ ছাড়া অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাও ব্যবসার কয়েক বিলিয়ন রিয়ালের শেয়ারের মালিকানা ছেড়ে দিতে সম্মত হয়েছেন। তবে এ ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া সমঝোতা চুক্তির কথাটি প্রকাশও করা হয়নি। এরই মধ্যে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত ২০৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেট সিক্সার্সের পরাজয়ের ধারা অব্যাহত

এবারের আসরে টানা তিন ম্যাচ জিতে উড়ন্ত সিলেট সিক্সার্সের হঠাৎই যেন ছন্দপতন। সেখান থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি নাসির-সাব্বিরের দল।
শুক্রবারের ম্যাচে রাজশাহী কিংসের কাছে সিলেট তৃতীয় হারের স্বাদ পেল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিলেটের দেয়া ১৪৭ রানের লক্ষ্যটা ৭ উইকেট ও ১৫ বল হাতে রেখে টপকে গেছে রাজশাহী।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক স্যামি। অধিনায়কের সিদ্ধান্তকে মাঠে দারুণভাবে যৌক্তিক প্রমাণ করেছেন রাজশাহীর বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে সিলেট সিক্সার্সকে ১৪৬ রানেই বেঁধে রাখেন মেহেদী হাসান মিরাজ-জেমস ফ্রাঙ্কলিনরা।

এদিন বাজে ভাবেই শুরুটা হয়েছিল সিলেটের। চোট কাটিয়ে ফেরা আন্দ্রে ফ্লেচারকে ম্যাচের প্রথম ওভারেই ফিরিয়ে দেন মোহাম্মদ সামি। এরপর সামিকেই পরে এক ওভারে চার-ছক্কা মারেন উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাথিলাকা। কিন্তু অসাধারণ এক ডেলিভারিতে থারাঙ্গাকে বোল্ড করে দেন মেহেদি হাসান মিরাজ।

এই ম্যাচে চারে ব্যাট করার সুযোগ পান নুরুল হাসান সোহান। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। জীবন পেয়েও আরও একবার ব্যর্থ অধিনায়ক নাসির হোসেন। সিলেটের ভরসা হয়ে এক পাশ আগলে রেখেছিলেন গুনাথিলাকা। নাসিরের মত জীবন পেয়েছিলেন তিনিও। কিন্তু ফেরেন ৩৭ বলে ৪০ রান করে।

১৭ ওভার শেষে সিলেটের রান ছিল ৯২। রান খরায় থাকা সাব্বিরকে ব্যাটিং অর্ডার বদলে নামানো হয় ছয়ে। সেই সাব্বিরই শেষ ৩ ওভারে চালান তাণ্ডব। তাণ্ডবের শুরুটা টিম ব্রেসনানের হাতে। ফরহাদ রেজাকে ওড়ান লং অনের ওপর দিয়ে। ওই ওভারেই দুটি বিশাল ছক্কা, একটি চার মারেন সাব্বির। উনিশতম ওভারে সামিকে টানা দুই চার মারেন ব্রেসনান। শেষ ওভারে কেসরিক উইলিয়ামসকে টানা দুই ছক্কায় ওড়ান সাব্বির। পরের বলে আউট হন ২৫ বলে ৪১ রান করে। ব্রেসনান অপরাজিত থাকেন ১৭ বলে ২৯ করে। শেষ ৩ ওভারে সিলেট তোলে ৫৪ রান।

জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৬৫ রান তুলে নেয় রাজশাহী কিংস। নবম ওভারে ২২ বলে ২৪ রান করে আউট হন রনি তালুকদার। পরের ওভারে সামিত প্যাটেলকে ফিরিয়ে খেলায় ফিরেছিল সিলেট। তবে উইকেটে বিপক্ষে দাঁড়িয়ে যান মুমিনুল। জাকিরকে নিয়ে যোগ করেন ৩১ রান। ৩৬ বলে ৪২ রান করে মুমিনুল ফিরলেও বাকি কাজটুকু বেশ দায়িত্বের সঙ্গেই শেষ করেন মুশফিকুর রহিম ও জাকির। মুশফিক ২৫ ও জাকির ৫১ রান করে অপরাজিত থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌন হয়রানির শিকার হয়েছিলেন বিল গেটসের স্ত্রীও!

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মিলিন্দা গেটসও হয়েছিলেন যৌন হয়রানির শিকার। তার স্বামী বিল গেটসের সঙ্গে এই সেবামূলক কাজ শুরুর আগে তিনি মাইক্রোসফটে কাজ করতেন এবং বিষয়টি শিল্পক্ষেত্রে ব্যাপকভাবেই বিস্তৃত।

একটি সুইডিস সংবাদপত্রে সাক্ষাৎকতার দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন বিল গেটসের স্ত্রী। তিনি বলেন, কাজ করতে গিয়ে যৌন হয়রানির মত ব্যক্তিগত অভিজ্ঞতা আমার রয়েছে। এই ঘটনা পশ্চিমা ও মার্কিন দুনিয়ায় রয়েছে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু তার মধ্যে একটা প্রযুক্তি ক্ষেত্র। যুক্তরাষ্ট্রে সমান অধিকারের তথ্য ঘাটলে দেখা যাবে ৮৫ শতাংশ নারীই যৌন হয়রানির শিকার এবং আমার ক্ষেত্রেও বিষয়টি অন্যদের থেকে আলাদা নয়।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে জঞ্জাল সাফাই এবং নারীদের স্বাস্থ্যের জন্য কাজ করতে মিলিন্দা গেটস এবং বিল গেটস যারা এই সপ্তাহে ভারত ভ্রমণে এসেছিলেন। এই কাজের জন্য ফাউন্ডেশন ভারত সরকারের সঙ্গে জড়িত। গেটস ফাউন্ডেশন ভারতে বড় রকমের লগ্নি করলেও, মিলিন্দা গেটস জানিয়েছেন আর্থ-সামাজিক সূচকগুলোর উন্নতির জন্য বেসরকারি লগ্নি কখনও সরকারি বিনিয়োগের বিকল্প হতে পারে না। তিনি পাশপাশি উদ্বিগ্ন বিদেশি ত্রাণ কমে যাওয়ায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নগ্ন দৃশ্যে অভিনয় করে তোপের মুখে জনি ডেপ!

জনি ক্রিস্টোফার ডেপ। হলিউডের অ্যাকশন সিনেমার জনপ্রিয় অভিনেতা।
একাধারে তিনি একজন পরিচালক, প্রযোজক ও মিউজিসিয়ান। পাইরেটস অব ক্যারিবিয়ানে তার মনোমুগ্ধকর অভিনয় সবাইকে বিমুগ্ধ করেছিল। কিন্তু এবার ৫৪ বছর বয়সে নগ্ন দৃশ্যে অভিনয় করে তোপের মুখে পড়েছেন এ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ী।

সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে নগ্ন হয়ে আবেদনময়ী দুই নারীর সঙ্গে বিছানার দৃশ্যে অভিনয় করেছেন জনি। আর তাই বেশ সমালোচিতও হয়েছেন এই হলিউড তারকা।

জনি অভিনীত ওই মিউজিক ভিডিও এর প্রায় প্রতিটি দৃশ্যই ছিল প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। এরকম ভিডিওটিতে সম্পূর্ণ পোশাকহীনভাবে জনি ডেপকে দেখার জন্য প্রস্তুত ছিলেন না অনেকেই। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রক সঙ্গিতশিল্পী মেরিলিন ম্যানশন এর একটি গানের ভিডিওতে এরকম বেপরোয়া নগ্ন ভিডিওর কারণেই বিতর্কিত হলেন এই হলিউড অভিনেতা।

জানা গেছে, মেরিলিন ম্যানশনের সঙ্গে জনি ডেপের বহু বছরের ঘনিষ্ট বন্ধুত্ব।
তিনি মূলত বন্ধুত্বের খাতিরেই ভিডিওটিতে অন্তর্বাসহীন দুই নারীর সঙ্গে ওই নগ্ন দৃশ্যে অংশ নেন।

নিজের সেই ‘কিল ফর মি’ (Kill4Me) গানটির মিউজিক ভিডিওটি সম্পর্কে মেরিলিন ম্যানশন বলেন, আমি এই ভিডিওটিকে শৈল্পিক ভাবে তুলে ধরারা চেষ্টা করেছি। তবে হ্যাঁ, এভাবে দুই-দুইটি নারীর সামনে এভাবে নগ্ন হতে গিয়ে আমি যেমন ইতস্তবোধ করেছি ঠিক তেমনি আমার বন্ধু জনি ডেপও বেশ লজ্জা পেয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest