সর্বশেষ সংবাদ-
ক্রেতা সুরক্ষা আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্যদের শপথ অনুষ্ঠিতসাতক্ষীরায় ১৪ লাখ টাকা ব্যয়ে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপনবিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে টাকা নিয়ে লাপাত্তা সাতক্ষীরা এক্সপ্রেস এর মালিক মিজানঅসাধু ও প্রতিহিংসাপরায়ন শিক্ষক সিন্ডিকেটের কবলে দিশেহারা কলারোয়ার হাজীনাছির উদ্দীন কলেজের শিক্ষকচাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে- এড. আকবর আলীসাতক্ষীরায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জনসাতক্ষীরায় আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাইয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগবাংলাদেশে চাঁদাবাজদের কোনো জায়গা হবে না: নাহিদ ইসলামসাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

৭ পুলিশের ডোপ টেস্ট; দুজনকে মাদকাসক্ত পেলেন পুলিশ সুপার!

অনলাইন ডেস্ক : মাদক সেবন করলে জানা যাবে এমন একটি পরীক্ষা চালু হয়েছে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে। এটিকে বলে ‘ডোপ টেস্ট’। এই পরীক্ষায় প্রথমেই দাঁড়াতে হয়েছে জেলা পুলিশের সন্দেহভাজন সাত সদস্যকে। এর মধ্যে দুজনই মাদক সেবনের সঙ্গে জড়িত বলে প্রমাণ মিলেছে।

আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব বলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘আমার জেলাতে অপরাধের সঙ্গে যেই যুক্ত হোক, তার কোনো ছাড় নেই।’ মাদকাসক্ত এমন দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জায়েদুল আলম বলেন, ‘জেলার ৬৪টি ইউনিয়ন পর্যায়ে এই ল্যাব টেস্ট স্থাপন করা হবে শিগগিরই। সন্তান মাদকাসক্ত হলে বা মাদক বিক্রি করলে মা-বাবা এবং ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের জবাবদিহিতার আওতায় আনা হবে। সন্তান যদি মাদক বিক্রেতা বা সেবনকারী হয় তাহলে মামলা ছাড়াই আবেদনের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের সহায়তা দিবে পুলিশ। মুন্সীগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ড সিসি ক্যামেরা আওতায় আনা হবে। সিসি ক্যামেরা স্থাপন করতে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাছ থেকে সাংবাদিকদের কাছে বেশি সহায়তা পেয়ে থাকি, যা জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভূমিকা পালন করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঋণের দায়ে কিডনি বিক্রি করতে চান সাতক্ষীরার রহিম !

নিজস্ব প্রতিবেদক : নাম আব্দুর রহিম। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার মৃত. মোসলেম শেখের ছেলে সে। তার এক চোঁখ অন্ধ। অভাব অনটনের সংসারের ভরণপোষণে তিনিই একমাত্র ভরসা। বিভিন্ন এনজিও সংগঠন থেকে ঋণ নিয়ে বিয়ে দিয়েছিলেন মেয়েকে। সেই ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা তিনি। বাড়িতে স্ত্রী ও আরেকটি কন্যা রয়েছে। এখন নিজের কিডনি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও তা আইনসিদ্ধ নয়।
নিজের এমন দূরাবস্থার কথা জানিয়ে আব্দুর রহিম বলেন, সংসারের অভাবের কারণে তালার কৃষি ব্যাংক, বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ও উত্তরণ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলাম। পারিবারিকভাবেও রয়েছে অনেক ঋণের বোঝা। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা ঋণের বোঝা আমাার মাথার উপরে। ঋণ পরিশোধ করতে নিজের কিডনি বিক্রি করা ছাড়া আমার আর কোন উপায় নেই।
আব্দুর রহিমের ব্যাপারে পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, ‘অসহায় এই মানুষটি ঋণের টাকা পরিশোধ করার জন্য নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রতিবন্ধী অসহায় এই মানুষটিকে সরকারি বা বেসরকারিভাবে সাহায্য করা যায় অথবা সংস্থাগুলো যদি ঋণের টাকাগুলো মওকুফ করে দেয় তবে অসহায় এ পরিবারটি চিরতরে বেঁচে যাবে।
অন্যদিকে, আব্দুর রহিম বলেন, আপনারা সম্ভব হলে ঋণের টাকাগুলো মহকুফের ব্যবস্থা করে দেন অথবা আমার কিডনি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করেন। ঋণের বোঝা মাথায় নিয়ে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। বাড়িতে থাকা কোন কিছু বিক্রি করবো এমন অবস্থাও আমার নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও হোস্টেল পরিদর্শন করলেন রিফাত আমিন এমপি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও হোস্টেল পরিদর্শন করলেন রিফাত আমিন এমপি। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় তিনি কলেজ ও হোস্টেল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শশী ভূষণ পাল, সহকারি অধ্যাপক শ্যামা প্রসাদ ঘোষ, সহকারি অধ্যাপক আয়শা সিদ্দিকা, দর্শন বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল হাই সিদ্দিকী, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ আজিজুর রহমান, প্রাণিবিজ্ঞান বিভাগের ৃসহকারি অধ্যাপক মোঃ অলিউর রহমান, উচ্চতর গণিত বিভাগের প্রভাষক এম.এম কামরুজ্জামান,
ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ শাহিনুর রহমান, প্রভাষক ওলিউল্লাহ আল মামুন, প্রভাষক সোহানা রুম্মান। শেষে তিনি সরকারি মহিলা কলেজ হোস্টেল পরিদর্শন করেন। এসময় হোস্টেলের শিক্ষার্থীরা তাদের তুলে ধরে বলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ জেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এ কলেজে একটি মাত্র হোস্টেল আছে ছাত্রীদের থাকার জন্য। হোস্টেলে আসন সংখ্যা সিমিত থাকায় একসিটে দুজন করে থাকতে হয় যা অনেক কষ্টকর। এখানে আবাসন সংকট, ক্রীড়া সামগ্রী সংকট, কমন রুমের সমস্যা, ডায়েনিং রুমের সমস্যা, যেখানে রান্না হয় সেখানেও পানি পড়ে, এখানে যারা কাজ করে তারাও অত্যন্ত সীমিত বেতনে কাজ করে, এছাড়া নানা সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় রিফাত আমিন এমপি বলেন, সমস্যা থাকবে তার মধ্যদিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। তিনি বলেন, নারীরা সকল দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। এসময় তিনি হোস্টেলের ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, সহকারি হোস্টেল সুপার শাহিনুর রহমান, হোস্টেল মনিটর সুশীলাসহ হোস্টেলের সকল ছাত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে : খালেদা জিয়া

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া বলেছেন, ‘আমার মাঝেমধ্যে মনে হয়, শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। সেই জাদুর কাঠির ছোঁয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম-চাঁদাবাজিসহ সব মামলা সরকারে আসার পর উঠে গেছে অথবা খারিজ হয়ে গেছে। আমাদের কারো হাতেই তেমন কোনো জাদুর কাঠি নেই। কাজেই আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সচল হয়েছে এবং আরো নতুন নতুন মামলা হয়েছে।’

‘অথচ দেশে কত গুরুত্বপূর্ণ মামলা বছরের পর বছর ঝুলছে। শুধু আমার বিরুদ্ধে মামলাগুলো রকেটের গতিতে ছুটে চলছে। যেন কেউ পেছন থেকে তাড়া করছে—শিগগির শেষ কর, একটি রায় দাও। অনেক মন্ত্রীদের বলতে শুনেছি, আমাকে দণ্ড দিয়ে কাশিমপুর কারাগারে পাঠাবে’, যোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

দুপুরে সাবেক এ প্রধানমন্ত্রী বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠের বিশেষ আদালতে পৌঁছান। আদালতে হাজিরা দেওয়ার পর তাঁর আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেন। পরে এই আবেদনের ওপর শুনানি শুরু হয়। শেষে বিচারক স্থায়ী জামিনের আবেদন নাকচ করে দিয়ে মামলার আগামী শুনানির দিন ৯ নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

আজ খালেদা জিয়ার আইনজীবী এ দুটি মামলার নয়জনের পুনর্জেরা ও দুজনের জেরা-সংক্রান্ত এবং মামলাটি স্থগিত চেয়ে করা আবেদন হাইকোর্টের আপিল বিভাগে বিচারাধীন অবস্থায় রয়েছে বলে আদালতকে অবহিত করেন। সেই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশেষ আদালতে মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়। কিন্তু ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়ার সেই আবেদনও নামঞ্জুর করে দেন।

এরপর দুপুর ১টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য উপস্থাপন শুরু করেন। তিনি ১৫ মিনিটের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার পর মুলতবি প্রার্থনা করেন।

আত্মপক্ষ সমর্থনের সময় বিএনপির চেয়ারপারসন আরো বলেন, ‘আত্মপ্রচারের জন্য আমি এই বক্তব্য দিচ্ছি না। বাড়তি কোনো সুবিধা ও মার্যাদা দাবি আদায়ের কোনো অভিপ্রায়ও অমার নেই। আমি শুধু বলতে চাই, একই মামলায় অভিযুক্ত হয়ে আরেকজন নেত্রী যে সুবিধা ভোগ করছেন, আমি কখনো আদালতের কাছে তেমন সুবিধা দাবি করিনি। দেশের সাধারণ সিনিয়র সিটিজেন হিসেবে অধিকার পেলেই আমি খুশী।’

এর আগে গত ২৬ অক্টোবর রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে দ্বিতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর পর আদালত মামলার শুনানির জন্য আজ দিন দেন।

গত ১৯ অক্টোবর দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করে বিশেষ আদালতে প্রথম বক্তব্য উপস্থাপন করেন খালেদা জিয়া। ওই দিন জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতে আত্মসমর্পণ করে এক লাখ টাকার মুচলেকায় জামিন পান সাবেক এই প্রধানমন্ত্রী।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন। এ সময়ই খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি।

এ ছাড়া বাসে পেট্রলবোমা হামলা মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। আর ১২ অক্টোবর মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও সরকার বলেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের ব্যাপার।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলার অন্য আসামিরা হলেন—খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জয়শ্রী আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান : সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়শ্রী চক্রবর্তীকে আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটে শেখর মন্ডলসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নওয়াবেঁকী-মুন্সিগঞ্জ সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

স্থানীয় হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক প্রতিরাম মন্ডল, ইউপি সদস্য আব্দুর সালাম, সিবিও এ্যালায়েন্স কমিটির সভাপতি সোহেলী পারভীন ঝর্ণা, স্কুল ছাত্রী রুপা খাতুন, সুশীলন প্রতিনিধি কাজী মোহম্মাদ গিয়াস উদ্দীন, তাপস কুমার মিত্র প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযুক্ত শেখর মন্ডলসহ সকল আসামীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বড়কুপোট গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে শেখর মন্ডলসহ তার ৩/৪ জন সহযোগী স্থানীয় বাঁশের হাটের সামনে জয়শ্রী চক্রবর্তীর পথরোধ করে। এ সময় বখাটেরা জয়শ্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সন্ধ্যায় সে আত্মহত্যার পথ বেছে নেয়। নিহত জয়শ্রী চক্রবর্তী (১৭) আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে ও নওয়াবেকী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় গত ২৭ অক্টোবর জয়শ্রীর বাবা মাখন চক্রবর্তী বাদী হয়ে বখাটে শেখর মন্ডলসহ তাঁর তিন-চারজন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক আয়-ব্যয় ও বিগত দিনের কর্মপরিকল্পনা ও বর্তমান কর্মপরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু ইজ্ঞিনিয়ার কবীর উদ্দিন আহম্মেদ, মো. মুজিবুর রহমান ও জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘শুধু সমালোচনা করলে হবেনা, সম্মিলিতভাবে উত্তণের উপায় খুজে বের করতে হবে। ভুল-ভ্রান্তি তুলে ধরে সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলাদলি ও রেষা রেষি থাকলে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। জেলা ক্রীড়া সংস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জয়-পরাজয় আছে। জয় পরাজয় মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অচিরেই সাতক্ষীরা স্টেডিয়াম পুণাঙ্গ স্টেডিয়ামে রুপ নেবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়েব হাসান, কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর্জা মনিরুজ্জামান কাঁকন, ইকবল কবির খান বাপ্পি, মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস বাবু, মো. আলতাপ হোসেন, মো. রুহুল আমিন, হাফিজুর রহমান খান চৌধুরী বিটু, সৈয়দ হায়দার আলী তোতা, কবিরুজ্জামান রুবেল, জয়নুল আবেদীন জসি, স.ম সেলিম রেজা, কাজী কামরুজ্জামান ও কাজী সেতারা জামানসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও অন্তভূক্ত ক্লাব সমূহের নেতৃবৃন্দ। বিভিন্ন বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব সমূহের নেতৃবৃন্দ। সাধারণ সভায় মোট আয় উল্লেখ করা হয়েছে ৩১ লক্ষ ৪১ হাজার ৩শ’ ২ টাকা, আগত তহবিল ৬ লক্ষ ১৮ হাজার ৯ টাকা, সর্বমোট জমা ৩৭ লক্ষ ৬০ হাজার ২শ’ ৩ টাকা, খরচ ধরা হয়েছে ২৭ লক্ষ ৩৯ হাজার ১শ’ ৩৭ টাকা এবং উদ্বৃত্ত আছে ১০ লক্ষ ২১ হাজার ৬৬ টাকা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরের কাটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় লম্পট আনারুল আটক

আসাদুজ্জামান : কদবেল খেতে দেওয়ার কথা বলে সাড়ে ছয় বছরের এক কন্যা শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে গিয়েছিল এক যুবক। পরে সে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্ষা করে। এরপর পুলিশ এসে ধর্ষণ চেষ্টাকারী লম্পট যুবক আনারুল ইসলামকে (৩০) আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায়। আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরো জানান, সাড়ে ছয় বছরের কন্যা শিশুটি মধ্যকাটিয়ায় তার খালা মাহফুজা বেগমের বাসায় থাকে। প্রতিবেশি আনারুল ইসলাম তাকে কদবেল খেতে দেওয়ার প্রলোভন দেখায়। মেয়েটি সরল বিশ্বাসে তার কাছে গেলে সে তাকে ঘরে ডেকে নিয়ে যায়। সেখানেই সে তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এতে মেয়েটি শারীরিকভাবে আহত হয়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে আনারুল তাকে ছেড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে আটক করে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতের শীর্ষ ধনীর স্ত্রী হয়েও ৮০০ টাকার বেতনে চাকরি!

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির স্ত্রী তিনি। তবে স্বামীর পরিচয়ের বাইরে গিয়ে ক্রিকেট, ফুটবল-সহ বিভিন্ন ক্ষেত্রে পা রেখে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে ফেলেছেন নীতা আম্বানি।
শুধু তাই নয়, ভারতের প্রথম নারী হয়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন তিনি। গতকাল বুধবার ছিল নীতা আম্বানির জন্মদিন। এ উপলক্ষে সম্প্রতি ভারতের একটি হিন্দি দৈনিকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে এমন কিছু তথ্য জানিয়েছেন যা শুনলে চোখ কপালে উঠার কথা সকলেরই।

ভারতীয় গণমাধ্যম এবেলার খবর, মুকেশ আম্বানির সঙ্গে বিয়ের আগে থেকেই শিশুদের পড়াতে ভালবাসতেন নীতা। একটি বেসরকারি স্কুলে পড়াতেনও তিনি। স্কুলে শিক্ষকতার কাজ যে তিনি চালিয়ে যেতে চান, বিয়ের পরে সেকথা মুকেশকে জানান নীতা। আপত্তি করেননি মুকেশও। তবে ৮০০ টাকা মাসিক বেতনে চাকরি করাটাই অবাক করছে সকলকেই।
আসলে শিক্ষকতা তিনি ভালোবাসতেন, তাই পেশা ছাড়তে চাননি।

সাক্ষাৎকারে নীতা আম্বানিআরও জানান, স্কুলে পড়ানোর সময়ই নীতার এক ছাত্রের অভিভাবক ১৯৮৭ সালের বিশ্বকাপের দু’টি টিকিট তাঁকে দিতে চেয়েছিলেন। কিন্তু নীতা তা ফিরিয়ে দেন। সেই বিশ্বকাপের স্পনসর ছিল রিলায়েন্স গ্রুপ (প্রতিষ্ঠাতা নীতার স্বামী মুকেশ আম্বানি)। কিন্তু খেলার দিন ভিআইপি বক্সে নীতাকে দেখে অবাকই হয়ে যান সেই অভিভাবকরা। পরে তাঁরা নীতাকে প্রশ্ন করে জানতে পারেন নীতা মুকেশ আম্বানির স্ত্রী। যেটা শুনে তারা আবারও অবাক হয়ে যান।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest