সর্বশেষ সংবাদ-
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসা

লঙ্কান বোলাদের সামনে অসহায় ভারত গুটিয়ে গেল ১৭২ রানে

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ঘরের মাটিতে ১৭২ রানে গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া। কলকাতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চেতেশ্বর পূজারা ছাড়া ভারতের প্রথম সারির কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে চেন্নাইয়ে ১৬৭ রানে অলআউট হয়েছিলো স্বাগতিক দেশটি।

যদিও ভারতের প্রথম ইনিংস শেষ হতে অবশ্য তৃতীয় দিন লেগে যায়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দু’দিন মাত্র ৩২ ওভারের মতো খেলা হয়েছিলো। তাতেও বর্তমান আইসিসির টেস্টর তালিকায় শীর্ষ দেশ ভারত হার এড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে।

লঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছে সুরাঙ্গা লাকমাল। এছাড়া লাহিরু গামাগে ও দাসুন সানাকা দুটি করে উইকেট পান। তবে দুই ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি লঙ্কানদের সেরা বোলার রঙ্গনা হেরাথ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সফলভাবে মানুষের মাথা প্রতিস্থাপন, দাবি বিতর্কিত বিজ্ঞানীর

সফলভাবে প্রতিস্থাপিত মানুষের মাথা প্রতিস্থাপন করেছেন ইতালির বিতর্কিত শল্যচিকিৎসক সের্গিও কানাভেরো ও চীনা চিকিৎসক রেন শিওয়াপিং। চীনের হারবিন মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষণাগারে মানুষের মাথা প্রতিস্থাপনে সময় লেগেছে ১৮ ঘণ্টা।

সম্প্রতি অস্ট্রিয়ার ভিয়েনায় সাংবাদিক সম্মেলন করে কানাভেরো এসব তথ্য দিয়েছেন। কানাভেরো বলেন, এক মানুষের শরীরে অন্য মানুষের মাথা সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে। এক জনের ধড়ে অন্য এক জনের মাথা বসিয়ে মেরুদণ্ড, স্নায়ু এবং ব্লাড ভেসেলগুলি সফলভাবে জুড়ে দেওয়া সম্ভব হয়েছে।

এই পরীক্ষামূলক প্রতিস্থাপন জীবিতদের শরীর ব্যবহার করে হয়নি। এর পরে সেই ধাপের দিকেই তিনি এগোচ্ছেন। কানাভেরো জানান, খুব শীঘ্রই কোনও ব্রেন ডেথ হওয়া ব্যক্তির শরীরে অন্য ব্যক্তির মাথা বসিয়ে প্রমাণ করে দেওয়া হবে, মানুষের মাথা প্রতিস্থাপনও সম্ভব।

চীনা চিকিৎসক রেন শিওয়াপিং গত বছর সফলভাবে বানরের শরীরে মাথা প্রতিস্থাপন করেছিলেন। শিওয়াপিং-কে সঙ্গে নিয়ে কানাভেরো শীঘ্র জীবিত মানুষের মাথা প্রতিস্থাপন করতে চলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ মাঠে নামছেন গেইল-ম্যাককালাম, উম্মুখ ক্রিকেটপ্রেমীরা

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে আজ শনিবার মাঠে নামছেন ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের সবচেয়ে ভয়ঙ্কর দুই ব্যাটসম্যান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল ও সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এর আগে, দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় দিনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

তবে রংপুরে শুধু গেইল কিংবা ম্যাককালাম নয়, রয়েছেন লাসিথ মালিঙ্গা, থিসারা পেরারা ও জনসন চার্লস ও রবি বোপরার মতো তারকা ক্রিকেটাররা।

আবার দিনের প্রথম ম্যাচে তারকা সমৃদ্ধ ঢাকাও। তাদের রয়েছে কুমার সাঙ্গাকারা, শহীদ আফ্রিদি ও কাইরন পোলার্ড ও এভিন লুইসের মতো তারকা। তাই ম্যাচ দুটি উপভোগ করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এদিন সকালে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে তাই টিকিটের জন্য দেখা গেল মানুষের দীর্ঘ লাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি, বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ

অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাড়ির সামনে। রাজপুতদের সংগঠন কর্নি সেনার রাজস্থান শাখা কর্তৃক দীপিকার নাক কেটে দেওয়ার হুমকি পরিপেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়।

‘পদ্মাবতী’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করার কারণে হুমকির সম্মুখীন হন দীপিকা পাড়ুকোন।

বৃহস্পতিবার কর্নি সেনার সভাপতি মহিপাল সিং মাকরানা চলচ্চিত্রে রানি পদ্মিনীকে অসম্মান করার অভিযোগ তুলে দীপিকার নাক কেটে দেওয়ার এ হুমকি দেন। আর পর্দার ‘পদ্মাবতী’কে ‘নর্তকী’ বলেও সম্বোধন করেছেন সংগঠনটির আরেক নেতা লোকেন্দ্র সিং কালভি। পাশাপাশি ‘পদ্মাবতী’র মুক্তি রুখতে আগামী ১ ডিসেম্বর ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন তিনি।

এদিনই চলচ্চিত্রের নির্মাতা সঞ্জয় লীলা বানসালী ও দীপিকার মুণ্ডুচ্ছেদের জন্য ৫ কোটি রুপির পুরস্কার ঘোষণা করেছে উত্তর প্রদেশের আরেক উগ্র সংগঠন ক্ষত্রিয় সমাজ।
উল্লেখ্য, ৭০০ বছর আগের চিতোরের রানি পদ্মিনীর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘পদ্মাবতী’। আগামী ১ ডিসেম্বর ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা থাকলেও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট, হরিয়ানাসহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে নানা ধর্মীয় সংগঠন। নানা জায়গায় বিক্ষোভে কণ্ঠ মেলাচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতারাও।

‘পদ্মাবতী’তে নাম চরিত্রের অভিনেত্রী দীপিকার সহশিল্পী হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রণবীর সিং।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ট্রাক চাপায় হেলপারের মৃত্যু

 

দেবহাটা ব্যু‌রো : সাতক্ষীরার দেবহাটায় ট্রাক চাপায় একজনের মৃত্যু ঘটেছে। শনিবার সকাল ৫ টার দিকে উপজেলার পারুলিয়া সেকাই মোড় এলাকায় এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের রজব আলীর পুত্র ২ সন্তানের জনক রফিকুল ইসলাম ট্রাক হেলপার সেকাই মোড়ে ট্রাক রেখে পানি আনতে যায়। পানি নিয়ে রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জ থেকে আসা একটি ট্রাক ধাক্কা পড়ে যেয়ে চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।তবে ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি। দেবহাটা থানার ওসি কাজী কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসুস্থ অপু কলকাতায়; ছেলের দেখা পেলেন না শাকিব খান

চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিকেতনের বাসায় রেখে সকালে (শুক্রবার) কলকাতা গেছেন অপু বিশ্বাস। জানানো হয়েছে, অপু অসুস্থ; চিকিৎসা নিতে কলকাতা গেছেন তিনি। অপুর কলকাতা যাওয়ার বিষয়টি জানার পরও ছেলেকে দেখতে গিয়েছিলেন শাকিব। তবে ছেলের দেখা পাননি তিনি।

জানা গেছে, আজ রাত (শুক্রবার দিনগত) সাড়ে ৯টার দিকে রাজধানীর নিকেতনের বাসায় ছুটে যান শাকিব। তবে ১৪ মাস বয়সী ছেলে জয়ের দেখা পাননি তিনি।

এ ব্যাপারে শাকিব খান বলেন, আমি নিকেতনের বাসায় গিয়ে দেখি ঘর তালাবন্ধ। এরপর ফিরে আসি। স্থানীয় হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অপু কলকাতায় গেছে এটা লোকমুখে শুনেছি। শুনে অবাক হয়েছি। এতটুকু বাচ্চাকে রেখে সে হঠাৎ কলকাতায় চিকিৎসা নিতে কেন গেল এটাও আমার জানা নেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু বিশ্বাস। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। সেখানকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিটাগং ভাইকিংস’র বিরুদ্ধে খুলনার দাপুটে জয়

হারের বৃত্তে আবদ্ধ হয়ে পড়েছে চিটাগং ভাইকিংস। ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।
চলমান বিপিএলের ১৮তম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় খুলনা টাইটান্স এবং চিটাগং ভাইকিংস। মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স ৫ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংসকে।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। টস হেরে ব্যাট করা লুক রঞ্চির চিটাগং নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৬০ রান। জবাবে ১৮.২ ওভার ব্যাট করে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইটান্স।

এদিন ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দলের প্রধান ব্যাটসম্যান লুক রঞ্চি ফিরে যান প্রথম ওভারেই। এরপর দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। দ্বিতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৯৫ রান।
দলীয় ১০১ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৩৪ বলে ৩২ রান করে আউট হন সৌম্য সরকার। সৌম্য ফেরার পর পরই বিজয় ও সিকান্দার রাজাকে হারিয়ে বসে দলটি। ৪৭ বলে পাঁচটি ও তিন ছয়ে ৬২ রান করেন এনামুল হক বিজয়। শেষ পর্যন্ত ভ্যান জাইলের ১৫ বলে ২৩ ও নজিবুল্লাহ জাদরানের ১৫ বলে ২৪ রানে ভর করে ১৬০ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।

খুলনার পক্ষে দুর্দান্ত ফর্মে থাকা আবু জায়েদ ৪ ওভার বল করে ২৬ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন একটি উইকেট।

১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরকার্ডে ১৫ রান যোগ করতেই ফিরে যান মাইকেল ক্লিঙ্গার। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে চার রান করেই সাজঘরে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ। তবে উইকেটের একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন বাঁহাতি প্রোটিয়া ব্যাটসম্যান রুশো। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার ২৬ বলে পাঁচ চার ও তিন ছয়ে করেন ৪৯ রান।

রুশোর বিদায়ের পর ১৯ রানের ব্যবধানে বিদায় নেন নাজমুল হাসান শান্তও। এরপর খুলনাকে পথ দেখান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। পঞ্চম উইকেটে দু’জন মিলে গড়েন ৭০ রানের জুটি। আরিফুল হককে ৩৪ রানে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এরপর কার্লোস ব্রাথওয়েটের এক চার ও এক ছয়ে সমতায় আসে খুলনা। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডানের বলে মাহমুদউল্লাহর বাউন্ডারিতেই নিশ্চিত হয় খুলনার জয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রদলের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক বলেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক পল্টন থানার দু’টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর অন্যান্য থানাতেও একাধিক মামলা রয়েছে।’

ছাত্রদলের ক্রিড়া বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ বলেন, ‘প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের একটি অনুষ্ঠান ছিল। সেখানে অংশগ্রহণ করতে যাওয়ার পথে পল্টন মোড়ে ছাত্রদলের সাধারণ সম্পাদককে ডিবি পুলিশ  গ্রেফতার করেছে।’

এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতি তিনি বলেন, ‘সারাদেশে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় আকরামকে গ্রেফতার করা হয়েছে। মূলত বর্তমানে চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই সরকার ছাত্রদল নেতাদের গ্রেফতার করছে। তারই শিকার হলো আকরাম।’ ছাত্রদল নেতা আকরামের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest