সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে টানা বৃষ্টিপাতে ভয়াবহ জলাবদ্ধতাআশাশুনিতে জুলাই শহীদদের স্মৃতি স্মারক স্থাপন স্থান পরিদর্শনে জেলা প্রশাসকসাতক্ষীরা সদর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠনসাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনে সাতক্ষীরায় সভাপণ্যগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিবৃতিসাতক্ষীরায় গৃহবধু গণধর্ষণের মামলার আসামী গ্রেপ্তারআশাশুনি বাজারের পাশে বসবাসকারীরা নদী ভাঙ্গনে উদ্বিগ্ন: ইউএনওর পরিদর্শণসাতক্ষীরায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় ৩৩ জনের জামিনসাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ছয় দিন, থানার সামনেই প্রকাশ্যে ঘুরছেন আসামিরা

আনিসুল হকের অবস্থার আরো উন্নতি, অন্য হাসপাতালে স্থানান্তর

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের শারীরীক অবস্থার আরো উন্নতি হয়েছে। ফিজিওথেরাপির জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, আপাতত তিনি ঝুঁকিমুক্ত রয়েছেন।

গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ডিএনসিসি মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হন বলে পরিবার ও ব্যক্তিগত কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইরান সফরে রুশ প্রেসিডেন্ট

পারমাণবিক চুক্তি সিরিয়া সঙ্কটসহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে ইরানে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন তিনি।

পারমাণবিক চুক্তি ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান বিপরীতমুখী। ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ছয় জাতি রাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধরত ইরান এবং রাশিয়া। এ দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধীদের সমর্থক। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, রাশিয়া, ইরান এবং আজারবাইজানের ত্রি-পক্ষীয় একটি সম্মেলনেও অংশ নেবেন পুতিন। সূত্র: রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ২০

ভারতের উত্তরপ্রদেশে একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত হয়েছেন ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

আজ বুধবার বিকেল রাজ্যের রায়বেরিলি জেলার উনচাহারে ন্যাশানাল থারমাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) তাপ বিদ্যুৎকেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে।

এনটিপিসির পক্ষ জানানো হয়েছে, ৫০০ মেগাওয়াটের ওই তাপ বিদ্যুৎকেন্দ্রে দুর্ভাগ্যজনকভাবে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়েছে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এই ঘটনায় উত্তরপ্রদেশের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার জানিয়েছেন, বিস্ফোরণের পরই দ্রুত উদ্ধারকাজ চলছে।

রায়বেরিলির পুলিশ সুপার শিবহরি মিনা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার কথা জানার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারপিছু দুই লাখ রুপি করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ৫০ হাজার রুপি এবং সামান্য আহতদের ২৫ হাজার রুপি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনদিনের সফরে বর্তমানে মরিশাসে রয়েছেন। সেখান থেকে বিস্ফোরণের খবর জানার সঙ্গে সঙ্গেই এই সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসায় যাতে কোনো ত্রুটি না হয় তার নির্দেশও দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, তাপ বিদ্যুৎকেন্দ্রের যে বয়লারটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি প্রায় ৩০ বছরের পুরোনো ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিষপানে বাবা-মা ও মেয়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী-স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৩ জন বিষপানে আত্মহত্যা করেছে।

বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এঘটনা ঘটে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সানজিদা (৯) একই সাথে বিষপান করে। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পরে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।

প্রতিবেশীরা জানায়, তাদেরকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্না বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়।

স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কি কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছে তার সঠিক কারন কেউ বলতে পারছেনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুঃস্থ নারীদের লক্ষ টাকা বদহজম হলো দেবহাটার ভাইস চেয়ারম্যান খোকনের!

নিজস্ব প্রতিবেদক : দেবহাটায় এডিপি প্রকল্পের আওতায় ৩০ জন দুঃস্থ অসহায় মহিলার কর্মসংস্থান সৃষ্টির জন্য বরাদ্দকৃত ১ লক্ষ টাকা আত্মসাৎ করার পর নানামূখী চাপে সেই টাকা ফেরত দিতে হয়েছে দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন। টাকা ফেরত দেওয়ার শোক সহ্য করতে না পেরে তিনি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন ও তার সহচর মুন্না দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারকে লাঞ্চিত করার চেষ্টা করেন। পরবর্তীতে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের স্টাফরা এগিয়ে আসলে ভাইস চেয়ারম্যান খোকন গালিগালাজ করতে করতে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস থেকে বেরিয়ে যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে এ ঘটনা ঘটে।
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার জানান, ‘এডিপি প্রকল্পের আওতায় ৩০ জন দুঃস্থ, অসহায় মহিলার কর্মসংস্থান সৃষ্টি তথা জীবনমান ও ভাগ্য উন্নয়নে সাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রয়াসে ২০১৬ অর্থবছরে সরকারিভাবে প্রশিক্ষণ দেয়া হয়। কিন্তু ওই প্রকল্পের সরকারী বরাদ্দকৃত ১ লক্ষ টাকা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন উত্তোলন করেন এবং পরবর্তীতে সেই টাকা অসহায় মহিলাদের না দিয়ে তিনি হজম করে ফেলেন। বিষয়টি আমি অন্তত ১০ বার উপজেলা স্বমন্বয় কমিটির সাধারণ সভা ও স্টান্ডিং কমিটির সভায় উপস্থাপন করেছি। ওই ১ লক্ষ টাকা ফেরত চাওয়া হলে ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন আত্মসাতকৃত অর্থ ফেরত না দিয়ে সুদীর্ঘ তালবাহানা শুরু করেন। বিষয়টি নিয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি, মহিলা ভাইস চেয়ারম্যান ও তার সহচর আমার অফিসে প্রবেশ করেন। এ সময় তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকেন এবং জোর করে তালিকা করানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আমার অফিসের স্টাফরা এগিয়ে এসে মারমূখী হলে তিনি ও তার সহচরেরা আমাকে গালিগালাজ করতে করতে চলে যান।

এ ঘটনার সত্যতা স্বীকার করে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল গনি বলেন, এডিপি প্রকল্পের ১ লক্ষ টাকা তিনি মহিলাদের না দিয়ে আত্মসাৎ করেন। তাকে বার বার টাকা ঢেরৎ দেওয়ার কথা বলা হলেও তিনি এ ব্যাপারে কোন কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে আমি ও উপজেলা নির্বাহী অফিসার তাকে বরাদ্দকৃত টি এ ডি এর ৮৮ হাজার টাকা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। এতেই ক্ষিপ্ত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীনের কু-পরামর্শে ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে যেয়ে গালিগালাজ করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যা মাহবুব আলম খোকন অভিযোগের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, প্রকল্প ও টাকা নিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। তবে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্রহ্মরাজপুরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার ব্রহ্মরাজপুর সার্বজনীন পূজা মন্ডপে বুধবার (১ নভেম্বর) রাত ৯টায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস,এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম শহিদুল ইসলাম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা) ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, মেম্বার ও সাংবাদিক রেজাউল করিম মিঠু, মেম্বার রেজাউল করিম মঙ্গল, মেম্বার কুরবান আলী, জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য কানাইলাল সাহা, সুবীর সাহা, তনুপ সাহা, বিশ্বজিৎ চৌধূরী, শংকর বৈরাগী, দেবাশীষ মল্লিক, আদিত্য প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জগদ্ধাত্রী পূজা কমিটির সদস্য প্রবীর হাজারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘শুরুতেই শেষ‘ কলারোয়ায় যুব দিবসের র‌্যালি!

কলারোয়া ডেস্ক : ‘শুরু না হতেই শেষ’ হলো কলারোয়ায় যুব দিবসের র‌্যালি। ক্ষোভ প্রকাশ করা হয়েছে ওই ঘটনায়।
র‌্যালিতে বেশিসংখ্যক লোক না যাওয়ায় ক্ষোভে বহিঃপ্রকাশ ঘটে র‌্যালি বানচাল হলো পথিমধ্যেই। কলারোয়ায় জাতীয় যুব দিবসের র‌্যালিতে এমনই ঘটনা পরিলক্ষিত হয়।
দিবসটি উপলক্ষ্যে বুধবার আলোচনা অনুষ্ঠানের পূর্বে র‌্যালি বের হয় উপজেলা পরিষদ চত্বর থেকে। প্রায় ১’শ গজ অদূরে শহিদ মিনার মোড় আসতে না আসতেই র‌্যালির সম্মুখভাগে কিছু সংখ্যক নেতৃবৃন্দ ছাড়া পিছনে ফাঁকা হয়ে যায়। এসময় র‌্যালি দাড়িয়ে যায়। সামনে থেকে উচ্চস্বরে যুব উন্নয়ন অফিসারকে বলা হয় যে, মাইকে বলতে লোক আসার জন্য। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সেখানেই র‌্যালি শেষ করে ফিরে যায় উপজেলা অডিটোরিয়ামে -এমনই চিত্র ফুটে ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা। আলোচনা সভায় কয়েক জনের বক্তব্যেও এমন ক্ষোভ ও তিরষ্কারের সুর চলে আসে।
যুব দিবসের অনুষ্ঠানে প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত কয়েকজন এমনই চিত্র তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। ছবি, ভিডিও ফুটেজ ও ভয়েস রেকর্ড সংরক্ষণ করে ক্ষোভের চিত্র ও র‌্যালি ‘শুরু না হতেই শেষ’ করার প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান- জাতীয় যুব দিবস ২০১৭ দেশব্যাপী পালিত হলো ০১ নভেম্বর। কিন্তু কলারোয়া উপজেলায় জাতীয় যুব দিবস হলো লজ্জাষ্করভাবে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় আবেদন করা কলারোয়া উপজেলার ২২০০ যুবক-যুবতী যথারীতি উপজেলা অডিটোরিয়ামের সামনে উপস্থিত ছিল। মাইকিং করা হচ্ছে বারংবার র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য। কিন্তু সাড়া না পেয়ে ৩০/৪০ জনকে সাথে নিয়ে শুরু হলো র‌্যালি। প্রায় ১০০ গজ যেতে না যেতেই দেখা গেল র‌্যালিটির সামনের কিছু সংখ্যক ব্যাতীত পিছনে জনশুন্য হয়ে গেছে। রাগে এবং ক্ষোভে শহিদ মিনার সংলগ্ন রাস্তার মোড়ে দাড়িয়ে যায় কর্মকর্তারা। আবারও মাইকে আহবান করা হচ্ছে র‌্যালিতে যোগদান করার জন্য। দুঃখজনক হলেও সত্য যে, বারংবার ডাকা সত্বেও কেউ সাড়া না দেয়ায় র‌্যালি অসমাপ্ত রেখে সেখান থেকেই ঘুরে উপজেলা চত্বরে ফিরে আসে।
এ ঘটনার পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার একপর্যায়ে কয়েকজন বক্তাও উপস্থিত যুবক-যুবতীদের প্রতি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন র‌্যালিতে অংশগ্রহণ না করার জন্য।

এদিকে, কলারোয়ায় জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ -স্লোগানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কলারোয়া প্রেসক্লাবের একাংশের সভাপতি সহকারী অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এমএ মাসুদ রানা, নির্বাহী সদস্য আব্দুর রহমান, সাংবাদিক রুহুল আমীন, শরিফুল ইসলাম, রাজিবুল ইসলামসহ ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আবেদনে উত্তীর্ণরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অফিসার সঞ্জিব কুমার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল ঘোষিত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল

এম বেলাল হোসাইন/ মো. বশির আহমেদ : ইউনেস্কো ঘোষিত “ঐতিহাসিক ৭ই এর মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ঐতিহাসিক দলিল ঘোষিত হওয়ায়” সাতক্ষীরায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে জেলা যুবলীগের আয়োজনে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পার্কে এসেই শেষ হয়।

জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গনি পিপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, যুবলীগ নেতা শেখ সাগরসহ জেলা, সদর, পৌর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ৭ই মার্চের ভাষণ ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার ভাষণ। এই ভাষণের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেছিল। ৩০ লক্ষ বাঙালি ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না। তিনি ৭মার্চের এই ভাষণের মাধ্যমে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest