সর্বশেষ সংবাদ-
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দাসাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছেমুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভাআশাশুনি বকচরে মানবতার আলোর শীতবস্ত্র বিতরণসাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ

কমিটি ঘোষিত হতে না হতে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগ; বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : জেলা সম্মেলনের মাত্র কয়েকদিন আগে প্রেস রিলিজের মাধ্যমে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের কোন প্রকার মিটিং ছাড়াই সভাপতি-সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঘোষিত ওই কমিটিতে নাম থাকা সাধারণ সম্পাদকের প্রতি অনাস্থা জানিয়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের একাংশ।
শনিবার বিকেলে কলারোয়া সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে কলেজ ক্যাম্পাসে আয়েজিত সমাবেশ বক্তারা বলেন- ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালামকে কখনো কলেজে ক্যাম্পাসে দেখা-ই যায়নি। এমনকি কলারোয়ার ছাত্রলীগের কোন কর্মসূচিতে এর আগে কখনোই তৎপরভাবে তাকে পাওয়া যায়নি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসায় সাধারণ নেতাকর্মীরা বিষ্মিত। কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি থেকে সাধারণ সম্পাদক পদে পরীক্ষিত ও নিবেদিত বঙ্গবন্ধুর সৈনিককে দেখতে চায় কর্মীসমর্থকরা।
বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঘোষিত নয়া কমিটি সহ.সভাপতি মাসুদ পারভেজ হৃদয়, যুগ্ম সম্পাদক আবিদ হাসান রাসেল, শাহরিয়ার ইসলাম, সাংগঠনিক সম্পাদক অন্তিক ইসলাম প্রমুখ।
সমাবেশটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা রেজওয়ান জামিল।
এদিকে, শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন স্বাক্ষরিত জেলা শাখা ছাত্রলীগের প্যাডের মাধ্যমে জানা যায়- মেহেদী হাসান ফাহিমকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়। ঘোষিত ওই কমিটিতে আছেন- সহ.সভাপতি সবুর হোসেন, মাসুদ পারভেজ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রাসেল, শেখ শাহারিয়া ইসলাম, শামসুজ্জামান টিটু, সাংগঠনিক সম্পাদক অন্তিক ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ, নাহিদ হাসান ইমরান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে আনন্দ উৎসব ও শোভাযাত্রা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার এ অন্তুর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্য স্বীকৃতি উপলক্ষে আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারের মধ্যদিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিসৌধ পাদদেশে আনন্দ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সরদার নাজিম উদ্দিন, শামছুল হুদা, আঃ করিম, নুরুল হুদা, ইউনিয়ন কমান্ডার আহাদ আলি, আঃ হক, আকের আলি, জি এম কওছার আলি, আঃ গফফার, এবাদুল মোল্যা, মোক্তার হোসেন, মোফাজ্জেল হোসেন প্রমুখ।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধু ৭মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি; শ্যামনগরে আনন্দ শোভা যাত্রা ও সভা

শ্যামনগর প্রতিনিধি : বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে” বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় শ্যামনগরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে ১৮ নভেম্বর মুক্তিযোদ্ধা কম্পেক্স হতে একটি আনন্দ র‌্যালি বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফিরে আসে। আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান। এসময় আরও উপস্থিত ছিলেন ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জি.এম আবুল হোসেন, মাস্টার নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবৈধভাবে বালু উত্তোলন; ড্রেজার মেশিনসহ ট্রলার আটক, মুচলেকায় মুক্তি

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া বড়কুপট এলাকার খোলপেটুয়া নদী থেকে ব্যবসায়ী জামান এর লোকজন অবৈধভাবে বালু উত্তোলন কালে জেলা প্রশাসকের নির্দ্দেশে শ্যামনগর ইউএনও ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের ৪টি ট্রলার আটক করে নওয়াবেঁকী খেয়া ঘাটে নিয়ে আসে। আটকের সময় ট্রলার মালিকগণ নদী সাতরিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে স্থানীয় বাসার মেম্বর এর সহযোগিতায় ইউএনও ট্রলার মালিকগণের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেন। স্থানীয় বাসার মেম্বর ও এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান এর উপস্থিতিতে জানান, নওয়াবেঁকী ব্যবসায়ী জামান তার এক কর্মচারী রমজান আলীর নামে পাতাখালীর চর ইজারা নিয়ে মেম্বরের বাড়ির সামনে বড়কুপট খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জামান ট্রেডিং ব্রিকস এর সামনে নদীর চরে সবুজ বনায়নের মধ্যে স্থুপ্ত করে বিক্রি করে আসছে। বালু উত্তোলন কারি ট্রলার মালিকরা স্বীকার করলেও ইউএনও উক্ত বালি জব্দ না করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট দেবেন বলে জানান। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও নদীর চরে গাছ কেটে বালু স্তুপের বিষয়ে জামানের ম্যানেজার খোকন ও কর্মচারী রমজান এর নিকট জিজ্ঞাসা করলে, তারা জানান, নদীর চরে বালু রাখার জন্য আবেদন করেছি ও নদীর চরে বনায়ন করার অনুমতি পেয়েছি। কিন্তু কিছু দেখাতে পারেনি। ইউএনও বলেন, নদীর চরে বনায়নের অনুমতি পেয়ে বনায়ন না করে বালুর ব্যবসা হাকিয়ে দিয়েছেন। তিনি আর কোন বালু বা ইট না রাখার জন্য জামানের ম্যানেজারকে নির্দ্দেশ দিয়েছেন। সাথে সাথে তিনি উক্ত এলাকা মাপ জরিপের জন্য আগামী ২৫ নভেম্বর নির্ধারন করেছেন। উক্ত দিনে অবৈধ দখলকারীদের কাগজপত্রাদিসহ এবং স্থানীয় জন প্রতিনিধি, সাংবাদিক ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, যেহেতু তাহাদের মালিকের নামে ইজারা রয়েছে সেহেতু অবৈধ বালু উত্তোলনকারীদের মুচলেকার মাধ্যমে এবার ক্ষমা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পণ

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অর্ন্তভুক্তির মাধ্যমে” বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ র” স্বীকৃতি লাভ করায় বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পু®স্তাবক অর্পন ও কবর জিয়ারত করা হয়েছে। শনিবার বেলা ১২টায় বঙ্গবন্ধুর সমাধীস্থলে উপস্থিত হয়ে এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি বুকল সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিরু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন সহ সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের মুন্সীগঞ্জে ধরা পড়েছে ১ কেজি ৭শ গ্রামের একটি কাঁকড়া

মাহফুজুর রহমান তালেব : সুন্দরবনের গহীন থেকে ১কেজি ৭শ গ্রাম ওজনের একটি কাঁকড়া জেলেদের জালে ধরা পড়েছে। মুন্সীগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালীনগর গ্রামের ইসলাম গাজীর পুত্র জাহাঙ্গীর গাজী ৩ জন সঙ্গীসহ গভীর সুন্দরবনের খালে মাছ ধরতে যায়। ১৮ নভেম্বর তারিখে জাল ফেললে তার জালে একটি বৃহদাকার কাঁকড়া ধরা পড়ে। ঐ দিন সন্ধ্যায় সে কাঁকড়া টি নিয়ে হরিনগর বাজারে পৌঁছলে শত শত উৎসুক জনতা কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমায়। অনেকে কাঁকড়াটি উচ্চ মূল্যে ক্ষরিদ করার আগ্রহ প্রকাশ করলেও জাহাঙ্গীর কাঁকড়াটি বিক্রয় না করে মুন্সীগঞ্জ আকাশলীনা ইকো পার্কের ফিস এ্যকুরিয়ামে দান করার সিদ্ধান্ত নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক প্রধান শিক্ষক ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বেলা ১১ টায় স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু ব্যোমকেশ চাটার্জীকে সংবর্ধনা ও তাঁর নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি মো. তারিকুল ইসলাম।
সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মো. আসাদুর রহমান সেলিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ বিশ্বাষ, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল গফুর গাজী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, আইপি সদস্য আহম্মেদ আলী,বাপ্পীসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন-আমাদের সন্তানদের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা জাগিয়ে তুলতে হবে। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে এসব শিক্ষার্থী নিজেদের মেধার পূর্ণ বিকাশ ঘটাবে। তিনি পড়ালেখার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, বিতর্কসহ সকল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু ছাত্র জীবন থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একইভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এখন থেকেই স্বপ্ন দেখতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিনেডাঙ্গা স্কুলে পিইসি পরীক্ষার্থীদের বিদায়

দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুর ইউনিয়নাধীন চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় ও গরীব, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। শনিবার বেলা ১১ টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য মোনাজাত আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ঠ ব্যাবসায়ী শেখ শরিফুল ইসলাম পলাশ, আব্দুল গফ্ফার, আছিয়া বেগম, সালমা পারভীন, সোনালী খাতুন, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম, মিজানুর রহমান, নাসির উদ্দীন, মোস্তফা আলী সহ সকল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। এবছর উক্ত বিদ্যালয় থেকে ৩৭জন ছাত্র-ছাত্রীর পিএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। এদিকে, উক্ত বিদ্যালয়ে ২০১৬-১৭ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় অসহায়, গরিব ও মেধাবী ৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest