সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলামসাতক্ষীরা সদরের দত্তবাগ টাইগার ক্লাবের নাইট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

শ্যামনগরে জেলা পরিষদ সদস্যের অফিস উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিশেষ তহবিল থেকে সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের উদ্যোগে অসহায়, গরীব, দুঃস্থ রোগীদের মাঝে আর্থিক সাহায্য চেক বিতরণ করা হয়েছে। গত ১৬ নভেম্বর শ্যামনগরে ডাকবাংলা মোড়ে আনুষ্ঠানিকভাবে ১৫ জনকে ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস, এম আতাউল হক দোলন, বিশেষ অতিথি রমজাননগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ আল-মামুন, কৈখালী সাবেক ইউপি চেয়ারম্যান সাহাজান সিরাজ, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান টুটুল, সাবেক যুবলীগ নেতা কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া, চেক বিতরণ, সরকারি সাফল্য তুলে ধরে বক্তব্য ও জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্যের অফিস উদ্বোধন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নুরনগরে ভ্যান থেকে পড়ে এক শিশু গুরুতর আহত

পলাশ দেবনাথ : শ্যামনগর উপজেলার নুরনগর টু দুরমুজখালী সড়কে ব্যাটারী চালিত মটর ভ্যান থেকে এক শিশু পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। প্রত্যাক্ষদর্শীরা জানায় নুরনগর থেকে একটি ব্যাটারী চালিত মটর ভ্যান মহিষের মাংস বিক্রয়ের প্রচার মাইক নিয়ে ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটি ঐ ভ্যানের পিছনে ঝুলতে ঝুলতে স্কুল অভিমুখে যাচ্ছিল এসময় হঠাৎ পড়ে গিয়ে মারাক্তক ভাবে আহত হয়েছে। শিশুটির নাম মোঃ সাব্বির হোসেন (৭) পিতা আবুল কালাম গ্রাম দুরমুজখালী। সে দুরমুজখালী ভবানী সুন্দরী সরঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা জানিয়েছে তাৎক্ষনিক তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় ডাঃ উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটিতে গ্রাম আদালতের সেবাসচেতনতা র‌্যালি

আশাশুনি ব্যুরো : আমাশুনি উপজেলার কাদাকাটিতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাদাকাটি ইউনিয়ন পরিষদের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যায় গ্রাম আদালতে” স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের আর্থিক ও কারিগরি সহায়তায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ র‌্যালির আয়োজন করা হয়। ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, ইউপি সচিব মনজুরুল ইসলাম, গ্রাম আদালত সহকারী মহেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুশীল সমাজের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশবৃন্দ, দরিদ্র নারী, প্রান্তিক জনগোষ্ঠি, মিত্র তেঁতুলিয়া হাইস্কুলের স্কাউট সদস্যবৃন্দসহ ১৭৫ জন অংশগ্রহনকারী বিভিন্ন প্লাকার্ড ও বাদ্যযন্ত্র সহকারে র‌্যালিতে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে গ্রাম আদালতের সার্বিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২ নাশকতা মামলার আসামি ভোমরা জামাতের সেক্রেটারি মহিউদ্দীন আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন(৫৮) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে ওই ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বৃহষ্পতিবার রাতে তার নিজ বাড়ির এলাকা থেকে পুলিশ আটর করে।
সাতক্ষীরা সদর থানার ওসি (পরিদর্শক) মারুফ আহম্মদ জানান, নাশকতার পরিকল্পনার মিটিং হচ্ছে এমন খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল রাতে চৌবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ভোমরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মহিউদ্দিনের বাড়ির পাশেই পুলিশের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারীরা পালিয়ে যায়। তবে পুলিশ মহিউদ্দিন কে আটক করতে সক্ষম হয়। ওসি আরো জানান, আটক মোঃ মহিউদ্দিনের নামে থানায় ১২ টি নাশকতা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থেকে জামায়াতের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। তিনি আরো জানান, আগামী কাল আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ শিক্ষার্থীকে জুতাপেটা করায় সাতানী ভাদড়া প্রাইমারির  প্রধান শিক্ষক মান্নান অবরুদ্ধ!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের সাতানী ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে জুতা দিয়ে পিটানোয় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন অভিভাবকেরা। পরে কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল ও সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বিদ্যালয়ে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অভিভাবকেরা প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে বদলি করতে হবে এইমর্মে অভিযোগ আনেন। এ সময় প্রধান শিক্ষককে বদলি করা হবে এমন আশ্বাস দিয়ে চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তা অভিভাবকের শান্ত করেন।
জানা যায়, মঙ্গলবার টিফিনের পরে ক্লাসের ছেলে-মেয়েরা হইচই করছিল। এ সময় প্রধান শিক্ষক অফিস থেকে বেরিয়ে এসে ৩য় শ্রেণির তিন শিক্ষার্র্থী রাকিব আর্জিনা ও সারিয়াকে জুতা দিয়ে পিটাতে শুরু করেণ। পরে ওই শিক্ষার্থীরা বাড়ি যেয়ে অভিভাবকদের জানালে বিষয়টি প্রকাশ্যে আসে এবং অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন।
এ ব্যাপারে একাধিক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক আব্দুল মান্নান আগে যে বিদ্যালয়ে ছিলেন সেখানেও এমন ঘটনা ঘটিয়েছিলেন। তার আচার আচরণ মোটেও ভালো না। তিনি এখানে আসার আগে এই বিদ্যালয়ের অনেক সুনাম ছিল কিন্তু আসার পর থেকে বাচ্চাদের লেখাপড়ায় চরম অবণতি হয়েছে। আমরা প্রধান শিক্ষকের বদলিসহ শাস্তি দাবি করছি।
কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, ‘অভিভাবকেরা বিষয়টি আমাকে ফোনে জানায়। সেজন্যে আজ আমি, উপসহকারী শিক্ষাকর্মকর্তাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি তার অপরাধের কথা স্বীকার করেন এবং সকলের কাছে ক্ষমা চান। বিষয়টি নিয়ে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটি গঠণ করা করা হয়েছে। রোববার ওই কমিটি তাদের সিদ্ধান্ত প্রদান করবেন।’
প্রধান শিক্ষক আব্দুল মান্নান ঘটনার আংশিক স্বীকার করে বলেন, ‘ছেলে মেয়েদের ভয় দেখানোর জন্য আমি জুতা তুলেছিলাম কিন্তু কাউকে আঘাত করিনি।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘কোমলমতি বাচ্চাদের শারিরীক ও মানষিকভাবে নির্যাতনের কোন সুযোগ নেই। কোন শিক্ষক যদি এমন ঘটনা ঘটায় তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। তবে এমন ঘটনা কোন শিক্ষক ঘটালে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাশিয়া বিশ্বকাপে খেলবে এই ৩২টি দল

২০১৮ বিশ্বকাপের জমজমাট আসর বসবে রাশিয়ায়। শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে পেরু।
এর ফলে রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত লড়াইয়ে ৩২ দলের পরিবার পূর্ণ হল।

তবে বিশ্বকাপের টিকিট পায়নি ইতালি, নেদারল্যান্ডস, চিলি, ইউরো মাতানো ওয়েলসের মতো বিশ্ব ফুটবলের বড় বড় দেশ।

৩৬ বছরের অপেক্ষার অবসান শেষে ৩২তম দেশ হিসেবে রাশিয়ার টিকিট কাটে পেরু। আন্তঃকনফেডারেশন প্লে অফে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপে উঠলো দেশটি। আগামী ১ ডিসেম্বর আয়োজক রাশিয়ার মস্কোতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ৩২ দলের ড্র অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই ৩২ দলকে নিয়ে চারটি গ্রুপ বা পট সাজানো হয়েছে।

আফ্রিকা অঞ্চলের ৫৩ দলের ১২৭ ম্যাচ আর ৩১৫ গোলের লড়াইয়ে পাঁচটি দেশ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। দলগুলো হলো- মিশর, মরোক্কো, নাইজেরিয়া, সেনেগাল আর তিউনিশিয়া। এশিয়া অঞ্চলের ৪৬ দলের লড়াইয়ে অনুষ্ঠিত হয় ২২৬টি ম্যাচ।
যেখানে গোলের সংখ্যা ৬৬৫। এই অঞ্চল থেকে উঠেছে পাঁচটি দেশ। এশিয়ার দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সৌদি আরব।

এদিকে, রাশিয়ার টিকিট কাটতে ইউরোপ থেকে অংশ নেয় ৫৪ দল। ২৭৮ ম্যাচ আর ৮০৭ গোলের দেখা পাওয়া এই অঞ্চল থেকে উঠেছে সর্বোচ্চ ১৪টি দেশ। ইউরোপের দেশগুলো হলো: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। রাশিয়া বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে অটোমেটিক চয়েজে ছিল।

নর্থ, সেন্ট্রাল এবং ক্যারিবীয়ান অঞ্চল থেকে ৩৫ দলের লড়াইয়ে রাশিয়ার টিকিট পায় তিনটি দেশ। ১১২ ম্যাচ আর ৩১৯ গোলের এই অঞ্চল থেকে উঠেছে কোস্টারিকা, মেক্সিকো এবং পানামা। ১১ দেশের, ৩৫ ম্যাচ আর ১০৬ গোলের লড়াইয়ের পর ওশেয়ানিয়া অঞ্চল থেকে নিউজিল্যান্ডের সুযোগ ছিল রাশিয়া বিশ্বকাপে যাওয়া। তবে, পেরুর বিপক্ষে কিউইরা হেরে গেলে এই অঞ্চল থেকে কোনো দেশ খেলছে না ২০১৮ বিশ্বকাপের মেগা ইভেন্টে।

এছাড়া, ১০ দলের, ৯০ ম্যাচের আর ২৪২ গোলের জমে ওঠা লড়াইয়ে দক্ষিণ আমেরিকা থেকে উঠেছে পাঁচটি দেশ। সবশেষ উঠেছে পেরু। এর আগে অন্য চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। পেরু ছাড়া বাকি চারটি দেশ হলো ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বৃষ্টি কেড়ে নিল বাংলাদেশের ফাইনাল স্বপ্ন

পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে পা রাখার স্বপ্নটা উজ্জ্বল করে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেটি কেড়ে নিল বৃষ্টি। সেমিফাইনালে বৃষ্টি আইনে ২ রানে জিতে ফাইনাল উঠে গেছে পাকিস্তান।

বৃহস্পতিবার ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে থাকা পাকিস্তানিদের ৫ উইকেট তুলে নিয়ে নিজেদের স্বপ্নটা বেশ চওড়াই করেছিল টাইগার যুবারা। পাকিস্তান ইনিংসের ১১ ওভার বাকি থাকতে বৃষ্টি বাগড়া দেয়। তখনও ৬৬ বলে ৭৬ রান দরকার ছিল তাদের। পরে আর খেলাই হয়নি।

মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। সাইফ-আফিফরা ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ব্যাটিংয়ে আসার অপেক্ষায় পাকিস্তানের টেলএন্ডাররা, বাংলাদেশই হয়ত এগিয়ে তখন! কিন্তু বাকি ৫ উইকেট তুলে নেয়ার সুযোগটাই মিলল না।

ব্যাটের পর বল হাতে শুরুটা দুর্দান্তই করে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম তিন উইকেট তুলে নেয় ৫০ রানের মধ্যেই। দলীয় ৮, ২৬ ও ৫১ রানে উইকেট হারায় পাকিস্তানিরা। কাজী অনিক ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট। তিন নম্বর উইকেটটি রানআউট।

সেখান থেকে ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন মোহাম্মদ তাহা ও রোহাইল নাজির। ২৬ রান করা নাজিরকে ফেরান শওকত। আর ৯২ রানে থাকা তাহাকে আউট করে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে ফেরান অনিক। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সব চেষ্টা ব্যর্থ করে দিল বৃষ্টি।

আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন দুই টাইগার ওপেনার পিনাক ঘোষ এবং নাঈম শেখ। দুজনে মিলে তোলেন ৫১ রান। নাঈম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। এরপর ফিফটি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও। এই দুজনের জুটিতে অবদান ১০৫ রানের।

সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। আর ৮২ রান করে আউট হন পিনাক। শেষের দিকে বাংলাদেশকে টেনে তোলেন আফিফ হোসেন ও নাঈম। নাঈম ২২ ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেটে পৌনে তিনশ জমাতে পারে বাংলাদেশ।

নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোন রান না দিয়ে ৬ ওভারে ভারতের ৩ উইকেট নিলেন লাকমাল!

বৃষ্টিতে খেলা শুরু হতে হতে দুই সেশন পেরিয়ে গেল। তৃতীয় সেশনে যা একটু বল গড়াল মাঠে, সেটি ১২ ওভারের কোটাও পেরোয়নি। আলোকস্বল্পতায় আগেভাগেই বন্ধ হয় যায় খেলা। কলকাতা টেস্টে স্বল্প সময়ের মধ্যেই আবার ভারতের টপঅর্ডারকে নাড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমাল।

বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি বিভ্রাটের পর ১১.৫ ওভারে ১৭ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসেছে ভারত। তিনটি উইকেটই নিয়েছেন লাকমাল। ৬ ওভারে ৩ উইকেট নিতে কোন রান খরচ করেননি এই লঙ্কান পেসার, সবকটি ওভারই মেডেন।

ইডেন গার্ডেনসে উদ্বোধন করতে এসেছিলেন শেখর ধাওয়ান ও লোকেশ রাহুল। লাকমালের মুখোমুখি হওয়া প্রথম বলেই ডিকেভেল্লার গ্লাভসে জমা পড়ের লোকেশ, গোল্ডেন শূন্য!

ধাওয়ানের সঙ্গে যোগ দিয়ে চেতেশ্বর পূজারা মেরামতের কাজটা শুরু করেছিলেন। কিন্তু ৮ রান করা ধাওয়ানের স্টাম্প উপড়ে জুটিটা ক্ষণস্থায়ী করে দেন লাকমাল।

পরে ১১ বল খেলেও রানের খাতা খুলতে না পারা বিরাট কোহলিকে এলবিডব্লিউ করে লাকমালই দিনের নায়ক।

দিনশেষে ৮ রানে অপরাজিত থাকা পূজারা পরের দিনের ইনিংস মেরামতের ভার বইবেন, সঙ্গী আরেক অপরাজিত আজিঙ্কা রাহানে এখনও রানের খাতা খুলতে পারেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest