সর্বশেষ সংবাদ-
অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভালাপা প্রকল্পের জেলা পর্যায়ে স্টেকহোল্ডার পরামর্শ সভাসাতক্ষীরায় যৌথবাহিনির অভিযানে অস্ত্র-মাদকসহ তিনজন আটকসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

শ্যামনগর যুবলীগের বাংলা ও মিজান বাহিনীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর সন্ধ্যার পর শ্যামনগর সোনার বাংলা শপিং মলের সামনে যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা বাংলা ও মিজান বাহিনীর সংঘষ হয়। জানা যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা বাংলা ও সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে কয়েকটি ইউনিয়ন সভাপতি, সম্পাদক ও যুবলীগ নেতাদের নিয়ে একটি ঘরোয়া আলোচনা শুরু হয়। আলোচনায় তর্কবিতর্কের এক পর্যায়ে মিজান গ্রুপের আক্রমণের শিকার হয় গোলাম মোস্তফা বাংলা। ঘটনা জানার পর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরই মধ্যে গোলাম মোস্তফা বাংলার গ্রাম থেকে আসা কিছু লোকজন লাঠি হাতে জংঙ্গী মিছিল করে শ্যামনগর বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুর জন্য ক্ষতিকর তিন খাবার

শিশুদের খাবারের বিষয়ে সচেতন থাকা জরুরি। বিশেষ করে যখন তারা নতুন নতুন খাওয়া শুরু করে। কিছু খাবার রয়েছে যেগুলো খুব ছোট শিশুদের না দেওয়াই ভালো।

যেমন মধুর কথাই ধরুন। মধু বেশ উপকারী একটি খাবার। তবে জানেন কি কোনো শিশুর বয়স এক বছর হওয়ার আগ পর্যন্ত এটি খাওয়ানো ঠিক নয়? কারণ, এর মধ্যে থাকা উপাদান থেকে শিশুর ফুড পয়জনিং হতে পারে। এই সময়টায় আপেল বা কলার মতো ফল শিশুকে দিতে পারেন।

শিশুদের জন্য ক্ষতিকর এ ধরনের কিছু খাবারের নাম জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. চিনি

বিশেষজ্ঞরা বলেন দাঁত ওঠার আগে শিশুদের বেশি চিনি বা মিষ্টিজাতীয় খাবার না দেওয়াই ভালো। কারণ এই সময় অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার দাঁতের ক্ষতি করতে পারে।

২. স্ন্যাকস

চিপস, কাটলেট, সমুসা এগুলো অনেক মজার। আর শিশুরাও এগুলো খেতে বেশ পছন্দ করে। তবে এসব খাবারের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ স্যাচুরেডেট ফ্যাট ও কম পুষ্টি। এ ধরনের খাবার পেট ভরলেও পুষ্টি দেয় না। তাই এসব খাবার শিশুকে দেওয়া থেকে বিরত থাকতে পারলে ভালো।

৩. চা, কফি

চা-কফি মধ্যে রয়েছে ক্যাফেইন। এর মধ্যে থাকা টেনিন আয়রনের শোষণ ব্যাহত করে। তাই এ ধরনের পানীয় শিশুকে দেওয়া থেকে বিরত থাকুন। এর বদলে দুধ বা ঘরে তৈরি জুস খাওয়াতে পারেন। এক বছর বয়সের শিশুদের জন্য জুস বেশ ভালো একটি খাবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাহুবলি’র রেকর্ড ভাঙল ‘টাইগার জিন্দা হ্যায়’

সালমান খানের কাছে তাঁর ভক্তদের চাওয়া সব সময় একটু বেশি। ‘টিউবলাইট’-এর মুক্তির আগে ভক্তরা আশা করেছিলেন, এ ছবিটিই হয়তো বক্স-অফিসে বাহুবলিকে টপকে যাবে। কিন্তু বক্স-অফিসে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি ‘টিউবলাইট’। তবে আশা হারাননি সালমানভক্তরা। সালমানের আসন্ন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে তাঁরা আবারও বাজি ধরেছেন। এই ছবিটিই বক্স-অফিসে ‘বাহুবলি’র রেকর্ড ভাঙবে। তবে বক্স-অফিসে রেকর্ড ভাঙার আগে ইউটিউবে ‘বাহুবলি’র রেকর্ড ভেঙেছে ‘টাইগার জিন্দা হ্যায়’।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইউটিউবে সবচেয়ে বেশি লাইক দেওয়া ছবির ট্রেইলারটি ছিল ‘বাহুবলি : দ্য কনক্লুশন’-এর, যা ইউটিউবে লাইক পেয়েছিল পাঁচ লাখ ৫১ হাজারটি। আর সম্প্রতি মুক্তি পাওয়া তিন মিনিট ১৪ সেকেন্ড দৈর্ঘ্যের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির ট্রেইলারটি লাইক পেয়েছে ছয় লাখ ৫৩ হাজারটি। মাত্র পাঁচ দিনেই যা বিশাল অর্জন ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির জন্য। এই একটি জায়গায় সালমানের কাছে হার স্বীকার করতে হলো প্রভাসকে।

‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটির কাহিনী নেওয়া হয়েছে বাস্তব ঘটনা থেকে। ২০১৪ সালে ইরাকে ৪৬ ভারতীয় সেবিকাকে অপহরণ করে ইসলামিক স্টেট (আইএস)। কীভাবে টাইগার ও জয়া সেবিকাদের উদ্ধার করে এবং উদ্ধার করতে গিয়ে কী কী প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটিই দেখানো হয় ট্রেইলারে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। যার শুটিং হয়েছে আবুধাবি, অস্ট্রিয়া, গ্রিস ও মরক্কোয়। ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর আবার একসঙ্গে পর্দায় অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

আসন্ন বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই তানহার সঙ্গে কাজ করবেন না শাকিব

শাপলা মিডিয়া প্রযোজিত ‘কেউ কথা রাখে না’ ও ‘মামলা হামলা ঝামেলা’—এ দুই ছবির জন্য দুই নায়িকাকে চুক্তিবদ্ধ করানো হয় সেপ্টেম্বরে। রাহা তানহা খান ও তানহা মৌমাছি ছবির শুটিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শাকিব খান জানান, এ দুই নায়িকাকে তিনি চেনেন না। এমনকি তাঁদের সঙ্গে কোনো ছবিও করছেন না তিনি।

শাকিব খান বলেন, ‘আমি শুনেছি, আমার সঙ্গে অভিনয়ের জন্য দুই নায়িকাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। তাঁদের কাউকে আমি চিনিও না, কাজও করছি না। আসলে কেউ এসে যদি বলে, অমুকের সঙ্গে কাজ করতে হবে, আর আমি কাজ শুরু করব, আসলে বিষয়টা এমন নয়। তা ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও এদের বিষয়ে আমার কোনো কথা হয়নি।’

মাঝে কয়েকটি অনলাইন পোর্টালে খবর এসেছিল, শাপলা মিডিয়ার ছবিতে কাজ করবেন না শাকিব খান। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘এমন একটি নিউজ আমি পড়েছি অনলাইনে। পরে শুনেছি, কিছু সংবাদমাধ্যম আছে, যারা বিভিন্ন সূত্র দিয়ে নিউজ লিখে, আমাদের সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করে না। ইচ্ছামতো লিখে দেয়। এসব আসলে ভুয়া নিউজ।’

শাকিব আরো বলেন, ‘আমি শাপলা মিডিয়ার ছবিতে কাজ করছি না, মানে কী? এখনো তাদের দুই ছবির শুটিং চলছে। একটি প্রায় শেষ। আমি অবশ্যই শাপলা মিডিয়ার ছবিতে কাজ করব। তবে আমি চাই, এখন ভালো প্রোডাক্শন। যে ছবি দিয়ে দেশের সম্মান রক্ষা হবে। কারণ, আমাদের দেশে অনেক ছবিই আছে, যার মান খুব খারাপ, এতে করে আমাদের ইন্ডাস্ট্রির দুর্নাম হবে। অবশ্যই এমন ছবি চাই, যা শুধু আমাদের দেশে নয়, বিশ্বব্যাপী মুক্তি দেওয়া যাবে। এরই মধ্যে আমি সে লক্ষ্য নিয়েই কাজ করছি।’

‘কেউ কথা রাখে না’ ও ‘মামলা হামলা ঝামেলা’—এ দুটি ছবিই উত্তম আকাশের পরিচালনা করার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের হিন্দু গ্রামে হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক : রংপুরের গঙ্গাচড়ায় কয়েকশো মানুষ একটি হিন্দু গ্রামে হামলা করার সময় পুলিশের পাল্টা গুলিতে অন্তত এক জন নিহত হয়েছে। পুলিশ বলছে, ঐ হিন্দু গ্রামের একজন ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দিয়েছেন বলে অভিযোগ করে সেখানে হামলা করা হয়।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, যার বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হচ্ছে সেই টিটু রায়ের বাড়ি গঙ্গাচড়ার ঠাকুরতাড়ি গ্রামে হলেও তিনি সেখানে থাকেন না। নারায়ণগঞ্জে বসবাস করেন।
টিটু রায়ের কথিত এক ফেসবুক পোস্ট নিয়ে সেখানে কদিন ধরে উত্তেজনা চলছিল। কয়েকদিন আগে তথ্য প্রযুক্তি আইনে এ নিয়ে একটি মামলাও করা হয়। স্থানীয় প্রশাসন এবং পুলিশ আসামীকে ধরা হবে বলে কথা দেন।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ স্থানীয় কিছু মানুষ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে রাস্তা অবরোধ করেছে। একটি মিছিলের বড় অংশ গিয়ে হিন্দু পাড়ায় আক্রমণ করে। হিন্দু পাড়ার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তখন বাধা দেয়। বাধা না মেনে যখন তারা দুএকটি বাড়ি-ঘরে আগুন দেয়ার চেষ্টা করে, তখন পুলিশ শটগানের গুলি চালায়।”
খন্দকার গোলাম ফারুক জানান, পুলিশের গুলিতে একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে তারা খবর পাচ্ছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।
তিনি জানান হামলাকারীদের সংখ্যা ছিল কয়েকশো।
যার কথিত ফেসবুক পোস্টের সূত্র ধরে এই ঘটনা, সেটি আসলেই তার কিনা, জানতে চাইলে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, “সেই তদন্তের সুযোগ তো আমাদের দেয়া হয়নি। আমরা মামলা নিয়েছি। এখনো তদন্ত চলছে। আসামী গ্রেফতারের জন্য নারায়ণগঞ্জে লোক পাঠানো হয়েছে। তাকে ধরা গেলে, ফেসবুক বিশ্লেষণ করলে তার পর বিস্তারিত জানা যাবে।”

উল্লেখ্য, ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে সংখ্যালঘুদের গ্রামে হামলার এরকম ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘটেছে। ২০১২ সালে কক্সবাজারের রামুতে এক বৌদ্ধপল্লীতে একই অভিযোগ তুলে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। আর গত বছর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অনেকটা একই কায়দায় একটি হিন্দু পল্লীতে হামলা চালানো হয় একই ধরণের অভিযোগ তুলে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেইমার-হেসুসকে ছাপিয়ে ব্রাজিলের জয়ের নায়ক মার্সেলো

বাঁ পায়ের খেলোয়াড় মার্সেলো। ডান পা’টা তার বেশ দুর্বলই। অথচ এই পা দিয়েই করলেন তিনি অনেকদিন মনে রাখার মতো এক গোল। জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের হাইলাইট বক্সের অনেকটা বাইরে থেকে মার্সেলোর করা গোলটি। অসাধারণ এই গোলের দিনে ব্রাজিলও মাঠ ছেড়েছে জয় নিয়ে। লিলের ম্যাচে জাপানকে সহজেই হারিয়েছে সেলেসাও’রা ৩-১ গোলে।

নেইমার গোল পেয়েছেন, লক্ষ্যভেদ করেছেন ফর্মের তুঙ্গে থাকা গাব্রিয়েল হেসুসও; তবু জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আলোচনায় মার্সেলো। রিয়াল মাদ্রিদ লেফটব্যাক ২০ গজ দূর থেকে আচমকা এক শটে করেছেন দেখার মতো এক গোল। বাঁ পায়ের খেলোয়াড় ডান পায়ের বুলেট গতির শটে গোলটি করায় তাকে নিয়ে আলোচনাটা আরও বেশি।

ওটা ছিল ব্রাজিলের দ্বিতীয় গোল। জাপানের জালে ‘উদ্বোধন’টা করেছিলেন অবশ্য নেইমার। ম্যাচ ঘড়ির দশম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড। নিজেদের বক্সের ভেতর জাপানের খেলোয়াড় মায়া ইয়োশিদা ফেলে দিয়েছিলেন ফের্নান্দিনিয়োকে। ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি) প্রযুক্তি ব্যবহার করে মাঠ রেফারি দেন পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সহজেই লক্ষ্যভেদ করেন নেইমার।

মিনিট সাতেক পর আবারও পেনাল্টি থেকে গোলের সুযোগ আসে নেইমারের সামনে। হেসুসকে ফাউল করায় রেফারি পেনাল্টি দিলেও স্পট কিক থেকে এবার আর লক্ষ্যভেদ করতে পারেননি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তার কিক ঝাঁপিয়ে প্রতিহত করা জাপানিজ গোলরক্ষক কাওয়াশিমার উল্লাস কয়েক সেকেন্ড পরই হাওয়ায় মিলিয়ে দেন মার্সেলো ওই অসাধারণ গোলটি করে।

২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিলের আক্রমণের ধার কমেনি। ৩৮ মিনিটে তিন নম্বর গোলটি করে প্রথমার্ধেই আসলে জয়টা নিশ্চিত করে ফেলে লাতিন আমেরিকার দেশটি। এবার স্কোরশিটে নাম তোলেন হেসুস। দানিলোর চমৎকার ক্রস ছোট বক্সের ভেতর থেকে পায়ের আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে ব্রাজিলের জার্সিতে ১২তম ম্যাচে পান তিনি অষ্টম গোলের দেখা।

দ্বিতীয়ার্ধে অবশ্য জাপান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে শুরু থেকে। এই অর্ধে তুলনামূলক বেশি সুযোগ তৈরি করেছে এশিয়ান দলটি। গোলের দেখাও পায় তারা ৬৩ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে জাপানের খেলায় ফেরার সম্ভাবনা তৈরি করেছিলেন তোমোওকি মাকিনো। পরে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল জাপান, একবার তো বল জালেও জড়িয়েছিল! যদিও অফসাইডের কারণে বাতিল হয় তা।

শেষ পর্যন্ত কোনও দলই আর লক্ষ্যভেদ করতে না পারলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্ব শেষে দল গুছিয়ে নেওয়ার প্রথম ধাপটা ভালোভাবেই সেরে নিলেন ব্রাজিল কোচ তিতে। গোল ডটকম

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় তাঁতীলীগের নামে জমি দখলের চেষ্টা; বাঁধা দেওয়ায় ভূমি কর্মকর্তা-কর্মচারী লাঞ্ছিত

নিজস্ব প্রতিনিধি : তাঁতীলীগের সাইনবোর্ড ঝুলিয়ে প্রাণসায়র খালের চর দখল করা হয়েছে। শুক্রবার সরকারি অফিস ছুটির দিনে কৌশলে সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের বাড়ির সামনে খালের পূর্ব পাড়ে এ দখল প্রক্রিয়া শুরু করা হয়।
এদিকে প্রাণসায়র খালের চর দখল করে ঘর নির্মাণে বাধা দিতে আসা এক ভূমি কর্মকর্তা ও দু’ কর্মচারী তাঁতীলীগের নেতা-কর্মীদের কাছে লাঞ্ছিত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাতটার দিকে শহরের রাধানগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের বাড়ির সামনে প্রাণসায়র খালের পূর্ব পাশের একটি দোকান ঘরের পিছনে বাংলাদেশ তাঁতীলীগের সাতক্ষীরা জেলা শাখার একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এরপর কাঠের স্যাঁকোর দক্ষিণ দিকে খালের চরভরাটি জায়গা দখল করে বাঁশের খুঁটি পুঁতে সেখানে কয়েকটি চৌকি বসানো হয়। এ জায়গা দখলের নেতৃত্ব দেন জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজাহার আলী শাহীন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান ও আওয়ামী লীগ নেতা কুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আসাদুল ইসলামের ছেলে সেলিম রেজা বাবু। দখল প্রক্রিয়ায় অংশ নেয় তাঁতীলীগ পরিচয়দানকারী ৩০/৩৫জন।

সাতক্ষীরা সদর উপজেলার পৌর ভূমি সহকারী কর্মকর্তা কান্তি লাল সরকার জানান, উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পেয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি অফিস কর্মী সুরেন রায় ও আব্দুল গফুরকে নিয়ে তাঁতী লীগের সাইনবোর্ড টাঙিয়ে অবৈধ দখল ও নির্মাণে বাধা দেন। এ সময় সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন কর্মী তাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তারা তাদেরকে মারতে উদ্যত হন। পরিস্থিতি বেগতিক দেখে তারা ফিরে আসতে বাধ্য হন। একপর্যায়ে তিনি বিষয়টি সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিনকে অবহিত করেন।

সরেজমিনে শুক্রবার বিকেল চারটার দিকে সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের বাড়ির সামনে কাঠের স্যাঁকোর পূর্ব পাশে যেয়ে দেখা গেছে ২০০ হাত বাই ২৫ হাত জায়গা দখলে নিয়ে দলীয় সাইনবোর্ড টাঙিয়ে তাঁতী লীগের সভাপতি মীর আজাহার আলী শাহীনের নেতৃত্বে জবরদখল পরবর্তী বাঁশের খুঁটি দিয়ে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তাঁতী লীগের সাইনেবোর্ডে সেখানে বেশ কয়েকটি কাঠের চৌকি বসিয়ে ছোট ছোট স্টলের মাধ্যমে তা ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন।

জানতে চাইলে তাঁতীলীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান এ প্রতিবেদককে বলেন, অনেকেই প্রাণসায়র খালের চর দখল করে ব্যবসা করছেন। এ কারণেই তারা চর দখল করে দলীয় অফিস নির্মাণ করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে স্টল দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কোন সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ঠিক নয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন জানান, সকাল ১০ টার দিকে পৌর সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে যেয়ে সাইনবোর্ড নামিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে এসেছেন। এখন কাজ চললে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারের উন্নয়ন তুলে ধরতে আশাশুনির প্রত্যন্ত অঞ্চলে ডা. রুহুল হক এমপি

তোষিকে কাইফু/তরিকুল ইসলাম লাভলু/মোস্তাফিজুর রহমান, আশাশুনি থেকে : বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকার জনগণ বান্ধব সরকার। জনগণের যে কোন সমস্যায় বর্তমান সরকার সচেতন। আমাদেরকে শুধু উন্নয়নের জোয়ারে বর্তমান সরকারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জাতীর পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনি নিজেই জনগনের যে কোন বিষয় নিয়ে অতিশয় সোচ্চার। শুধু দেশেই নয় সারা বিশ্বে আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলো জ্বলজ্বল করছে,সারা বিশ্ব আমাদের নেত্রীর গুনকীর্তন করছে। বিশ্বেও বিভিন্ন মিডিয়াতে আমাদের প্রধানমন্ত্রীর সুনাম ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যায় প্রধানমন্ত্রীর মানবিক বিবেচনার প্রশংসা করে আন্তর্জাতিক বিশ্ব তাকে মাদার অফ হিউমিনিটি আক্ষা দিয়েছে। আমরা আমাদের এ সুযোগ্য নেত্রীর উপর নির্ভর করে অদূর ভবিষ্যতে উন্নত দেশে পরিনত হব। উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগনকেই এ উন্নয়নের প্রবাহ ধরে রাখতে হবে। উন্নয়নের এ ধারাকে আরো বেশি বেগবান এবং শিখরে পৌছে নিয়ে যাওয়ার জন্য আওয়ামীলগকে আবার নির্বাচিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। ১০ নভেম্বর শুক্রবার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে তৃণমূল পর্যায়ে মতবিমিয়কালে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এসব কথা বলেন।
তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন-বর্তমান সরকার বয়ষ্ক ভাতা, বিধাব ভাতাসহ বিভিন্ন প্রকারের ৬৪ পর্যায়ে আপনাদের বিভিন্ন ভাতা প্রদান করছে। বর্তমান সরকার মাতৃত্ব মৃত্যুরহার রোধে খুব জোরালোভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আপানদের এলাকায় সুপেয় পনি এবং বেড়ি বাধ নির্মান যাতে খুব দ্রুত পৌছে যায় তারও ব্যাবস্থা করবে এই উন্নয়নবান্ধব সরকার।
এসময় উপস্থিত ছিলেন-সংসদ প্রতিনিধি সম্ভুজিৎ মন্ডল, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য এস এম আসাদুর রহমান সেলিম, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাধারণ বিপুল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, বড়দল ইউপি বিভিন্ন আব্দুল আলিমসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest