সর্বশেষ সংবাদ-
আটুলিয়া ও কাশিমাড়িতে তরমুজের বাম্পার ফলন।প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার সাতক্ষীরার এক যুবকসাতক্ষীরায় সময় টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাশ্যামনগরে প্রেমিকাকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যাসাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাফরিদপুরে দুর্ঘটনায় নিহত ১৩: পাঁচজনই এক পরিবারের সদস্যনিজস্ব অর্থায়নে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করলেন ডা: রাজুজরিমানা ব্যাতীত মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ করার সময় বৃদ্ধিউপজেলা নির্বাচনে লড়তে পদত্যাগ করলেন খাজরা ইউপি চেয়ারম্যান ডালিমপুরাতন সাতক্ষীরায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল খেলা

জমি সংক্রান্ত বিরোধ: মামলা করায় বাদিপক্ষকে মারপিট: বাদ যায়নি বেড়াতে আসা কন্যাও

নিজস্ব প্রতিবেদক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় মামলা করা করায় বাদিপক্ষে লোকজনকে মারপিটে অভিযোগ উঠেছে।
রোববার বিকাল ৪টায় সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে। এতে মহিলাসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
আহত গোলাম রসুল জানান, জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত আবু বক্কর শেখের পুত্র আনছার আলী, আকবর আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ সূত্র ধরে গত ১৯ জুলাই ’১৭ তারিখে পুত্র আনছার আলী, আকবর আলী, মৃত মোবরক শেখের পুত্র পুত্র জামাল উদ্দীন, আনছার আলীর পুত্র রিপন শেখ, স্ত্রী মর্জিনা খাতুনসহ কয়েকজন দলবদ্ধ হয়ে আমাকে ও আমার স্ত্রী শরবানুকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা পালিয়ে যায়। এঘটনায় আমি বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করি। মামলায় ৩ জনকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করে। সম্প্রতি আসামীরা জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরে মামলা তুলে নিতে আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। একপর্যায়ে রোববার বিকালে মৃত মোবারক শেখের পুত্র কামাল শেখ, আবু বক্করের পুত্র আকবর শেখ, আনছার শেখের পুত্র রিপন, লিটন শেখ, আনছার শেখের স্ত্রী মর্জিনা খাতুন, আকবরের স্ত্রী হাছিনা খাতুন, জামাল শেকের স্ত্রী আকলিমা খাতুন, লিটন শেখের স্ত্রী চুমকি খাতুন ও আলাউদ্দিনের স্ত্রী হালিমা খাতুন দলবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করে। এসময় তারা বেড়াতে আসা গোলাম রসুলের কন্যা আমেনা খাতুন, ছেলে সিদ্দিকুল, গোলাম মোস্তফা ও গোলাম রসুলকে মারপিট করে গুরুতর আহত করে। তবে আমেনার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে উল্লেখিত আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বিক্রয় করে থাকে। এ ঘটনায় আসামিদের জামিন বাতিল পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিছেন আহত গোলাম রসূল ও তার পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অসাধু বাবাদের তালিকা বানাল সাধুদের পরিষদ

ফাঁস হচ্ছে একের পর এক স্বঘোষিত বাবা’দের অপকর্ম। আসারাম বাপু, নারায়ণ সাই, রামপাল, গুরমিত রাম রহিম।
প্রতিদিনই লম্বা হচ্ছে তালিকাটি। তাই অসাধু বাবাদের ‘কালো তালিকা’ ভুক্ত করার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিল অখিল ভারতীয় আখড়া পরিষদ। তালিকায় প্রাথমিক ভাবে ১৪ জন ভুয়া বাবা’র নাম এই তালিকায় রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি, এ দিনই বাবাদের চেনাতে পরিচয়পত্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে সন্ন্যাসীদের এই সংগঠনটি।

পরিষদের সভাপতি স্বামী নরেন্দ্র গিরি রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ জমা হচ্ছিল। যাতে সাধারণ মানুষ ওই সব ভুয়া বাবাদের ফাঁদে না পড়েন সে জন্যই এই তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় বাপু, গুরমিত, সাই, রামপালের নাম রয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে পরিষদ।

এর পরই আমজনতার প্রতি আবেদন জানিয়ে গিরি বলেছেন, ‘‘সবাইকে অনুরোধ করব, কোন সাধুর কাছে যাওয়ার আগে যেন তার সম্পর্কে ভাল ভাবে খোঁজ নিয়ে নেন। যদি সংশ্লিষ্ট সাধুর বিরুদ্ধে কোন অভিযোগ বা তার কাজকর্মের বিষয়ে সন্দেহজনক কিছু দেখেন, তাহলে পরিষদে বিষয়টা যেন জানানো হয়। ’’

আসারাম, রাম রহিমের মতো স্বঘোষিত বাবাদের যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসায় অস্বস্তি বেড়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। কারণ এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত। পরিস্থিতির চাপে এ দিনই সঠিক ‘বাবা’ চেনাতে আই কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টেস্ট থেকে ৬ মাসের বিশ্রাম চাইছেন সাকিব!

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াতে ভূমিকা ছিল সাকিব আল হাসানের। আর সেই বিশ্বসেরা অলরাউন্ডারই কিনা ৬ মাসের বিশ্রাম নেওয়ার কথা ভাবছেন টেস্ট থেকে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে এমন আলোচনাও করেছেন সাকিব। এখন শুধু বাকি আনুষ্ঠানিক পত্র চালা-চালি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এই প্রসঙ্গে নিশ্চিত করেই বলেন সেসব কথা,  ‘আসলে আনুষ্ঠানিক চিঠি দিলেই এ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা শুধু শুনেছি, তবে এখনও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি।’

সাকিব অবশ্য সীমিত ওভারের ম্যাচগুলো খেলে যেতে চান।  কিন্তু বিপত্তি টেস্ট নিয়ে।  মূলত চাপ কমাতে আপাতত সাদা পোশাকের এই ফরম্যাট থেকে বিরত থাকতে চান তিনি।  ধারণা করা হচ্ছে সেই লক্ষ্যে আগামীকালই এ নিয়ে হয়তো আনুষ্ঠানিকভাবে কিছু জানাবেন। শনিবার ইতোমধ্যে বিসিবি সভাপতি এ নিয়ে তার বাসায় আলোচনাও করেছেন। জানা গেছে, ক্লান্তিজনিত অবসাদ আর নিজেকে উজ্জীবিত করতেই আপাতত টেস্ট খেলতে চাইছেন না তিনি। এই অবস্থায় স্কোয়াড নিয়ে ঝামেলাতেই রয়েছে বিসিবি।  কারণ সোমবার দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করবে বিসিবি।

এমন জটিলতায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করছেন সাকিব হয়তো মত পাল্টাবেন, ‘আমার মনে হচ্ছে সাকিব আসন্ন সফরে টেস্ট খেলবে। আর সে আনুষ্ঠানিকভাবে কিছু জানালেই আমরা বদলি নিয়ে ভাববো। তাই আপাতত আমাদের মনে হচ্ছে সে টেস্ট দলের একজন সদস্য হয়েই থাকছে।’

সাকিব যদি মত নাই পাল্টান তাহলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ও ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলবেন না তিনি। সেটা হলে টাইগারদের টেস্ট পারফরম্যান্সে শূন্যতাই তৈরি করবে!-ক্রিকবাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলে হঠাৎ ওবামা, বিস্মিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি বিদ্যাপীঠ ম্যাককিনলে টেক হাই স্কুল। স্কুলটির শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ শুরু হয় শুক্রবার। বিশেষ সেই দিনটিতে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্কুলে হাজির যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। হঠাৎ তাঁকে দেখে বিস্ময়ের ঘোর কাটছিল না শিক্ষার্থীদের।

ওয়াশিংটনের স্কুলের শ্রেণিকক্ষে ওবামার আকস্মিক ঢুকে পড়ার একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তাঁর এক সহকারী। এতে দেখা যায়, ওবামাকে দেখে বিস্ময়ে হা করে আছে শিক্ষার্থীরা।

ওবামার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিক্ষার্থীদের সঙ্গে কুশলবিনিময়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এরপর ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। ১২ ঘণ্টার কম সময়ের মধ্যে এটি দেখা হয়েছে ১৭ লাখ বারের বেশি।

ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে হাস্যোজ্জ্বল ওবামা শিক্ষার্থীদের বলছেন, ‘সব কিছু কেমন চলছে?’

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে ওবামা লেখেন, ‘ম্যাককিনলে টেক হাই স্কুলে আজ আমি যেসব তরুণের সঙ্গে দেখা করেছি, তাদের কারণেই ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। দেশজুড়ে স্কুলগামী সব তরুণ আমাকে গর্বিত করে। তোমরাই পরবর্তী প্রজন্মের নেতা, আমরা তোমাদেরই চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিবিয়ার মরুভুমিতে ২০ মিসরীয় অভিবাসীর পচে যাওয়া লাশ

লিবিয়ার সীমান্তবর্তী মরুভুমিতে ২০ জন মিসরীয় অভিবাসীর লাশ ও তাঁদের পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।

আলওয়াসাত নিউজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অবৈধ মিসরীয় অভিবাসীদের লাশগুলো লিবিয়ার সীমান্তবর্তী এলাকা তবরুকের জাঘবুব মরুভূমিতে।

লিবিয়া সেনাবাহিনীর একজন সদস্য জানান, জাঘদুবের মরুভূমিতে লাশ পাওয়ার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে ১৩ টি লাশ এবং তাঁদের পাসপোর্ট উদ্ধার করা হয়।

উদ্ধার করা লাশগুলো অর্ধেক পচে ছিল। এজন্য ধারণা করা হচ্ছে,ইসলামিক শরিয়া আইন অনুযায়ী শাস্তির বিধান মেনেএভাবে কবর দেওয়া হয়েছিল।

লিবিয়া রেড ক্রিসেন্ট ও তবরুকের প্রশাসন তাদের শরীর থেকে আলামত সংগ্রহ করেছে এবং অভিবাসীদের পরিবারকে বিষয়টি জানাবে।

ইউরোপের পথে পাড়ি দিতে লিবিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে মিসরীয়রা। চলতি বছরের শুরু থেকে ইউরোপ যাওয়ার লক্ষ্যে ঝুঁকি নিয়ে সাগর পথে এসেছে প্রায় এক লাখ অভিবাসী। তাদের মধ্যে লিবিয়া হয়ে ইতালি এসে পৌঁছেছে প্রায় ৮৫ হাজার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক পরিসংখ্যানে জানা গেছে এ তথ্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুধবার বিদেশি রাষ্ট্রদূতরা রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন

রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশা সরেজমিনে দেখার জন্য বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূতদের কক্সবাজার নিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে সংবেদনশীল করার অংশ হিসেবে রাষ্ট্রদূতদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিদেশি রাষ্ট্রদূতদের আগামী বুধবার কক্সবাজার নিয়ে যাবেন।

এর আগে বৃহস্পতিবার তুরস্কের ফার্ষ্ট লেডি এমিন এরদোগান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভোসুগলু কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের বাংলাদেশ প্রতিনিধি শিনজো কুবো জানিয়েছেন, আগামী মঙ্গলবার শরণার্থী বিষয়ক হাইকমিশনার অফিসের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জর্জ অকোথ-উবু ঢাকায় তিনদিনের সফরে আসছেন। শিনজো কুবো বলেন, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এরপর শুক্রবার তিনি রোহিঙ্গা বিষয়ে আলোচনার জন্য থাইল্যান্ড যাবেন। যেখানে জাতিসংঘের মিয়ানমার ও থাইল্যান্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, যেসব রোহিঙ্গা আসছে তাদের খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা। সে লক্ষ্যে আমরা কাজ করছি।’ জাতিসংঘের পক্ষ থেকে শনিবার প্রাথমিকভাবে ৭৭ মিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়। এটি পরে আরও বাড়তে পারে বলে জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাইন করে যুবতীদের গণধর্ষণ বয়স্কা ও বৃদ্ধদের নির্যাতন; খোলা আকাশের নিচে সন্তান জন্ম

মিয়ানমারের বুরাইঙ্গা পাড়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে লম্বা বিল হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন ইয়াসমিন সুলতানা নামের এক যুবতী। পাঁচ দিন হেঁটে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি লাম্বা বিলে আসেন।

তিনি অকপটেই জানালেন, সেখানকার করুণ কাহিনী। বললেন, তার গ্রামে বৃদ্ধা ও তরুণীদের পৃথক লাইনে দাঁড় করানো হয়েছিল। সেখানে তরুণী যুবতীদের আলাদা একটি বাড়িতে নিয়ে বার্মিজ আর্মিরা গণধর্ষণ করেছে। তিনি নিজেও ধর্ষণের শিকার হয়েছেন। তবে শুধু ধর্ষণই নয়, তার সামনেই তিন তরুণীকে গুলি করে হত্যাও করা হয়। নিজেকে অসুস্থ বলে হাতে ধরে পায়ে পড়ে কোনোমতে বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন ইয়াসমিন। শারীরিকভাবে দুর্বল থাকা ইয়াসমিনকে লম্বা বিলের একটি খালের কিনারে বসে থাকতে দেখা যায়। তিনি জানান, তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে। এক স্বজনের জন্য অপেক্ষা করছেন তিনি।  শুধু ইয়াসমিনই নন, তার মতো অসংখ্য যুবতী তরুণী মিয়ানমারে বার্মিজ আর্মি ও উগ্রপন্থি বৌদ্ধদের দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন। শুধু নির্যাতনই নয়, অনেক তরুণীকে হত্যাও করা হয়েছে। চোখের সামনে বয়োবৃদ্ধ ও বৃদ্ধাদের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা যুবকদের হত্যার পাশাপাশি পুড়িয়ে ফেলা হচ্ছে।   হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে শিকদারপাড়ার বিধবা জয়নাব আক্তার (২২)। তিনি জানালেন, তার স্বামী ও ভাইকে সেনাবাহিনীর সদস্যরা সাত দিন আগেই পুড়িয়ে হত্যা করেছে। তাকেও দেশ ছাড়তে বাধ্য করেছে। চার সন্তান নিয়ে ছয় দিনে তিনি বাংলাদেশে এসেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখন এই ছেলে সন্তান নিয়ে কোথায় যাব, কী করব?  সরেজমিন লম্বাবিল ও আঞ্জুমানপাড়া সীমান্ত ঘুরে দেখা গেছে, রাখাইনের আকাশে হেলিকপ্টার চক্কর দেওয়ার পর ওপারের পোয়াখালী, নাইচাডং, শিকদারপাড়া, নাইছাপ্রু, হাতিপাড়া এলাকায় বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে। আগুনের লেলিহান শিখায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে গোটা এলাকা। বাংলাদেশে আসা একাধিক রোহিঙ্গা নারী ও পুরুষ জানান, এ পর্যন্ত সহিংসতায় অন্তত ৫ হাজার যুবতী নারী ধর্ষণের শিকার হয়েছে। তাদের অনেককেই নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। এ ছাড়া ১০ হাজার যুবককে গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তবে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সহস াধিক যুবককে হত্যা করা হয়েছে রাখাইন রাজ্যে। দলে দলে ছুটে আসা রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। গতকাল পর্যন্ত একই চিত্র লক্ষ্য করা যায়। মিয়ানমারের পোয়াখালী এলাকার হাবিবুল্লাহ (৫০) বলেন, তার ছেলে এরফানকে (৫) হত্যার উদ্দেশে পাহাড় থেকে নিচে নিক্ষেপ করে ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার কোমর ভেঙে গেছে। মিয়ানমারের ঢেঁকিবুনিয়া এলাকার জয়নাল আবেদীন (৩৩) বলেন, অতর্কিত অবস্থায় তাদের বাড়িঘর লক্ষ্য করে গুলি ছুড়লে স্ত্রী ছৈয়দা খাতুন (২৯), ছেলে হাসান (৭), মো. ইছা (৫), মেয়ে মাহিদাকে (২) সঙ্গে নিয়ে এদেশে চলে আসেন।   জলপাইতলি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে আসা ঢেঁকিবুনিয়া এলাকার বাসিন্দা লোকমান হাকিম (৫০) ও তার ভাই মো. নোমান (৪৫) বলেন— স্ত্রী, পুত্র, জায়গা-জমি, গরু, ছাগল, হাঁস, মুরগি ফেলে জীবন বাঁচাতে চলে এসেছে বাংলাদেশে। এদের প্রত্যেকের অভিযোগ, মিয়ানমার সেনা ও বিজিপির সদস্যরা রাখাইনে যুবক-যুবতী চিহ্নিত করে হত্যায় মেতে উঠেছে। বয়োবৃদ্ধদের দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে বলে তাদের অভিযোগ।

সন্তান জন্ম দিলেন হাসিনা বেগম : মিয়ানমারের টম বাজার এলাকা থেকে ছয় দিন হেঁটে গতকাল উখিয়ার আঞ্জুমানপাড়া বিলে আশ্রয় নেন হাসিনা বেগম নামে এক রোহিঙ্গা গর্ভবতী নারী। গতকাল দুপুর ১২টার দিকে খোলা আকাশের নিচে জন্ম দিলেন এক ছেলে সন্তান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ছিল না কোনো তাঁবু। প্রসব বেদনায় যখন কাতরাচ্ছিলেন, তখন তার পাশে তেমন কেউ ছিল না। স্বামীর সহযোগিতায় ফুটফুটে এক বাচ্চার জন্ম দেন হাসিনা বেগম। বেলা ১টার দিকে কথা হয় তার সঙ্গে। তিনি জানালেন, সুস্থ আছেন। তবে ক্ষুধার্থ। এ নিয়ে তার পাঁচ সন্তান। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেও সুস্থ বাচ্চা জন্ম দেওয়ায় চরম খুশিও তিনি। বাচ্চার নাম কী রাখবেন, জানতে চাইলে বাবা নাসির মোহাম্মদ বলেন, জিহাদ হোসেন। জিহাদ কেন নাম এমন প্রশ্নে তিনি বলেন, অনেক যুুদ্ধ করে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে বাংলাদেশে তিনি পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই বাচ্চার নাম জিহাদ হোসেন রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফ্লোরিডায় আরমার আঘাত, বিশ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মূল ভূখণ্ডে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আরমা। অতি বর্ষণে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে মিয়ামি, রাস্তাঘাট থেকে বাড়িঘর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ফ্লোরিডার নেপলস ও মার্কো আইল্যাণ্ডে স্থানীয় সময় রবিবার বিকালে ৩ নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ে এ ঝড়। এসময় দ্বিতীয়বারের মতো ভূমিধস হয় সেখানে। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্তত বিশ লাখ মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট দুর্ঘটনা থেকে এ পর্যন্ত চার ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে ফ্লোরিডার মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ প্রায় ৬৫ লাখ মানুষকে অন্যত্র সরে যেতে বলা হয়েছিল। ফ্লোরিডার পশ্চিম উপকূলের বিভিন্ন স্থানে প্রবল বাতাসে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানি প্রায় ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় ফ্লোরিডা কিজ-এ ৪ নম্বর ক্যাটাগরির ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতিতে আঘাতে হানে আরমা। এরপর তা ফ্লোরিডার টাম্পা ও সেন্ট পিটার্সবুগের দিকে এগিয়ে যায়। আরমার আঘাতে ফ্লোরিডার বিশাল এলাকাজুড়ে টর্নেডো বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে আশঙ্কা করা হয়েছিল। জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে এখন তিন ফুট পর্যন্ত বেশি রয়েছে। সেখানে টের্নেডো সতকর্তা জারি করা হয়েছে।

ফ্লোরিডার দিকে ধেয়ে আসার আগে আরমা ক্যারাবিয়ান অঞ্চলে বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে। এ পর্যন্ত আক্রান্ত এলায় প্রায় ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেডারেল এমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির প্রশাসক ব্রক লং এক সাক্ষাৎকারে বলেছেন, জলোচ্ছ্বাসের ফলে অনেক মানুষ প্রাণ হারাতে পারেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচটি রাজ্যের গভর্নরদের সঙ্গে আলোচনা করেছেন। ফ্লোরিডার পাশাপাশি আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলিনা ও টেনেসির গভর্নরদের সঙ্গে ট্রাম্প কথা বলেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। সূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest