সর্বশেষ সংবাদ-
বৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটকবিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদ

রংপুরে হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ঃ রংপুর সদরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটকারিদের গ্রেফতার ও বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাবন পরিষদ ও জেলা মন্দির সমিতি এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোষ্ঠ বিহারি মন্ডলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, উন্নয়ন কর্মী মাধব দত্ত, অরুণ কুমার ঘোষ ও শিবপদ গাইন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে একের পর এক সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা পাচ্ছে না সংখ্যালঘুরা। নাম মাত্র কমিটি করে দায় এড়াচ্ছে প্রশাসন। আসল অপরাধিরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। বক্তরা অবিলম্বে রংপুরে হিন্দু সম্প্রাদায়ের বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও হামলাকারিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ কাটিয়া প্রাইমারি স্কুলে মিড ডে মিল ও মা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ২০১৭ ও মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের কার্যকরী কমিটি’র সহযোগিতায় শিক্ষকম-লীর নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির ৭০ জন শিক্ষার্থীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক শিশু যাতে স্কুলে খাবার এনে খায়, সে অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই এ ‘মিড ডে মিল’ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা বিদ্যালয় মুখী হয়ে খাবারের প্রতি আগ্রহের সৃষ্টি হবে।’ কোমলমতি শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে মিড ডে মিল অগ্রণী ভূমিকা রাখবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ভাল ছাত্র-ছাত্রী তৈরী করা শুধু শিক্ষকের একার দায়িত্ব নয়। মায়েদেরকে বেশি ভূমিকা রাখতে হবে তারা ঠিকমত স্কুলে আসছে কিনা তা নিয়মিত তদারকী করতে হবে। তিনি আরো বলেন, এই স্কুলের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাই তারই হাত ধরে বিদ্যালয়টি সাফল্যের সাথে আরো এগিয়ে যাবে বলে আমরা আশা করি। আলোচনা সভা শেষে তিনি কোমলমতি শিশুদের প্লেটে খাবার পরিবেশনের মধ্য দিয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং শিক্ষকদের নিজস্ব অর্থায়ণে এ খাবার দেয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গৌরাঙ্গ গাইন, জেলা আওয়ামীলীগ নেতা মীর মোশারফ হোসেন মন্টু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, সাবেক যুবলীগের সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামছুন্নাহার, সহকারি শিক্ষক নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু হোসনে আরা প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা ‘মিড ডে মিল’ এবং বিদ্যালয়ের ক্লাসরুমসহ বিভিন্ন কার্যক্রম অতিথিদেরকে ঘুরিয়ে দেখান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাল্যবিবাহ প্রতিরোধ ও হাইজেনিক সচেতনতায় ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে আলোচনা সভা

ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ো:সন্ধিকালীন হাইজেনিক সমস্যায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার স্কুলের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেন সজল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান। স্কুলের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, ব্রেকিং দ্য সাইলেন্স’র শরিফুল ইসলাম, সহকারি শিক্ষক হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা আখি, শিমলা বিশ্বাস, জাকিয়া সুলতানা প্রমুন। আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে সাবান ও ন্যাপকিন প্রদান করেন অতিথিবৃন্দ। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
থানাতে নারী সহকর্মীকে দিয়ে পুলিশ অফিসারের মাসাজ ভিডিও ভাইরাল

থানাতে নারী সহকর্মীকে দিয়ে মাসাজ করাচ্ছেন পুলিশ অফিসার! ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। আর এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

বেঞ্চের ওপর গেঞ্জি পরে উপুর হয়ে শুয়ে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। আর তাঁকে মাসাজ করছেন উর্দি পরা এক নারী পুলিশকর্মী। আর মাসাজের পুরো আরাম নিচ্ছেন ওই এএসআই। থানার মধ্যেই দৃশ্যত মাসাজ পার্লার খুলে বসেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এক পুলিশ স্টেশনের অভিযুক্ত ওই এএসআইয়ের নাম হাসান। জেলা সদর দফতরে আর্মড রিজার্ভ ইউনিটে কর্তব্যরত তিনি। অভিযোগ, পুরুষ ব্যারাকের বেঞ্চে শুয়ে এক মহিলা হোম গার্ডকে দিয়ে মাসাজ নিচ্ছিলেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন হাসান।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।
এসপি বিজয় কুমার এবিষয়ে এএসপি ভাস্করকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। কিন্তু কর্তব্যরত থাকাকালীন পুলিশের এমন আচরণে সোশ্যাল মিডিয়া জুড়েই উঠেছে সমালোচনার ঝড়।

https://www.youtube.com/watch?v=6bGlULZ8N-I

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নাটকীয় ম্যাচে খুলনাকে হারালো ঢাকা

শেষ ওভারে জয়ের জন্য ঢাকা ডায়নামাইটসের দরকার ছিল ৬ রান। হাতে ৬ উইকেট।
এর মধ্যে ক্রিজে রয়েছে সেট হওয়া ব্যাটসম্যান জহুরুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। কার্লোস ব্রাথওয়েটের প্রথম তিনটি বল থেকে কেবল একটি রান নিতে পারলেন জহুরুল। স্ট্রাইক প্রান্তে গিয়ে মোসাদ্দেকও একটির বেশি রান নিতে পারলেন না। স্ট্রাইকে আবারও জহুরুল। প্যাভিলনে তখন দেখানো হচ্ছিল হেলমেট পরা পেসার আবু হায়দার রনিকে। যেন তিনি নামতে পারলেও ম্যাচটি বের করে আনতে পারতেন।

২ বলে দারকার ৪ রান। টান টানা উত্তেজনা।
কিছুক্ষণ আগে যে ম্যাচ ছিল ঢাকার দিকে। সেই ম্যাচই এখনও খুলনার দিকে হেলে পড়েছে। তবে জয়ের জন্য একটি বলই যথেষ্ট ছিল। আর তাই কঠিন পরিস্থিতিতে কৌশলী হলেন এবার জুহুরুল। ব্রাথওয়েটের পঞ্চম বলটি একটু ফুলটস বানিয়ে স্যুইপ করলেন। ক্যাচ উঠার সম্ভাবনা জাগিয়ে তা চলে গেল সীমানার বাইরে। এক বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পেল ঢাকা। আর আশা জাগিয়েও ম্যাচটা ফসকে গেলে খুলনার হাত থেকে।

এর আগে, কার্লোস ব্রাথওয়েটের ২৯ বলে ৬৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে খুলনা। জবাব দিতে নেমে ৪১ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। সেখান থেকে জহুরুল ইসলামকে সাথে নিয়ে মিরপুরে ঝড় তোলেন কাইরন পোলার্ড। ২৪ বলে ৫৫ রানে আউট হওয়ার আগে ম্যাচটিকে ঢাকার জয়ের দিকেই এগিয়ে রাখেন এই ক্যারিবীয়ান। শেষ দিকে ওই নাটকীয়তার পর ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় ঢাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতায় প্রশংসিত আইরিনের ‘একজন কবির মৃত্যু’

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে বাংলাদেশের ছবি ‘একজন কবির মৃত্যু’। গত রবিবার উৎসবে আবু সাইয়ীদের পরিচালনায় নিরীক্ষাধর্মী ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং আইরিন সুলতানা।

ছবিটি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজ’ এ সিলেক্টেড হয়েছে। বাংলা ভাষায় নির্মিত একমাত্র ছবি হিসেবে প্রতিযোগিতায় লড়াই করছে ছবিটি। গণ-অর্থায়নে নির্মিত এ ছবিটি তৈরিতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী ১০০ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন।
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে পরিচালকসহ জয়ন্ত চট্টপাধ্যায় ও আইরিন বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। ১৮ নভেম্বর দেশে ফিরবেন বলে মুঠোফোনে জানালেন আইরিন। তিনি বলেন, ভিন দেশের দর্শকদের সাথে বসে আনন্দ ছিল অন্যরকম। তারা ছবিটির অনেক প্রশংসা করেছেন। সরাসরি উপভোগ করেছি তাদের উচ্ছ্বাস ও প্রশংসা। গত ১৫ই অক্টোবর সেন্সর বোর্ড ছবি দেখে আনকাট সেন্সর সার্টিফিকেট দেয়। ভারতের গণমাধ্যমেও ছবিটি প্রশংশিত হয়েছে। আনন্দবাজার লিখেছে, ছবির গল্পে অদ্ভুত একটা সারল্য আছে। গল্প বলার মধ্যে আছে সততা। কিন্তু, বলার কৌশল প্রচণ্ড ভাবে এক্সপেরিমেন্টাল। সারল্য আর এক্সপেরিমেন্টের এই মিশেল বাংলা ছবিতে প্রায় দেখাই যায় না। আর সততা নামক শব্দটাও বাংলা ছবি থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এমত অবস্থায় আবু সাইয়ীদের এই ছবি আমাদের নতুন একটা পথ দেখায়। সাহস দেয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডায়াবেটিস দিবসে রসগোল্লার স্বত্ব পেল বাংলা

রসগোল্লা তুমি কার? বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে লড়াই চলে আসছিল বাংলা (পশ্চিমবঙ্গ) আর ওড়িষ্যার মধ্যে। অবশেষে রসগোল্লার স্বত্ব পেল বাংলা। তাও আবার বিশ্ব ডায়াবেটিস দিবসে (১৪ নভেস্বর) রসগোল্লাকে বাংলার বলার অধিকার পাওয়া গেল।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বাংলার নিজস্ব পাঁচ উৎপাদনের ‘জিআই’ ট্যাগ পেতে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তবে সীতাভোগ, মিহিদানা, তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ চাল নিয়ে সমস্যা খুব না হলেও রসগোল্লাকে নিয়ে গোল বেধে যায়।

ওড়িষ্যা রসগোল্লাকে তাদের নিজস্ব বলে দাবি করে। তাদের দাবি, পুরীর মন্দিরে রসগোল্লা মিষ্টিই নাকি জগন্নাথদেবকে ভোগ দেওয়া হত। এই যুক্তিতে রসগোল্লা নামের অধিকারের দাবি করে তারা। এমনকি রসগোল্লা দিবস পালনও শুরু করে ওড়িষ্যা।

অন্যদিকে ওড়িষ্যার দাবি উড়িয়ে দেয় বাংলা। রাজ্যের দাবি, রসগোল্লা বাংলার সৃষ্টি। জগন্নাথকে যে মিষ্টি ভোগ দেওয়া হয় তার সঙ্গে রসগোল্লার কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে বেশ লড়াই শুরু হয়। দু’রাজ্যই নিজস্ব দাবির সপক্ষে জিআই কর্তৃপক্ষের কাছে যুক্তি পেশ করে।

দীর্ঘ লড়াইয়ের পর ওড়িষ্যাকে হারিয়ে রসগোল্লার স্বত্ব পেল বাংলা। আজ ১৪ নভেম্বর (মঙ্গলবার) বাংলাকেই রসগোল্লার স্বত্ব দিল জিআই কর্তৃপক্ষ। জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) জানিয়ে দিয়েছে, রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি, ওড়িষ্যার নয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিটু রায় গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে টিটু রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার হরকলি মাদ্রাসা মাঠে রংপুর জেলা পুলিশ আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে’র আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া এলাকার গ্রামের মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ৫ নভেম্বর ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ স্ট্যাটাস দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন এবং আহত হন সাত পুলিশ সদস্যসহ ২৫ জন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করলে মেনে নেওয়া হবে না, কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, রংপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির কোনো অভিযোগ পাওয়া যায়নি। পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে টিটু রায়কে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, গত রাতে তাঁকে নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। সমাবেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত আছেন। প্রথম আলো

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest