সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটক

আশাশুনি সরকারি কলেজে প্রথম অধ্যক্ষের যোগদান

আশাশুনি ব্যুরো : আশাশুনি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি কলেজটি জাতীয়করণের পর প্রথম অধ্যক্ষ। ৯ নভেম্বর তিনি কলেজে যোগদান করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (প্রেসনে) কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে আশাশুনি কলেজে বদলি করা হয়েছে। আশাশুনি সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) রুহুল আমিন নবাগত অধ্যক্ষের কাছে দাপ্তরিক দায়িত্ব অর্পণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালতলায় কবি ও শিক্ষক গাজী শাহাজানের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের উপকণ্ঠে শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে তালতলা (ময়ূরপোতা) এলাকার মৃত দৌলত আলী গাজীর পুত্র সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজের বাড়িতে এঘটনা ঘটে।
এঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে পরিবাররের সকল সদস্য ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা শিক্ষক শাহাজান সিরাজের ঘরে ঢুকে চেতনা নাশক দিয়ে সকলকে অজ্ঞান করে। এসময় ওই চোরেরা ঘরে থাকা ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি এইচ পি ব্রান্ডের ল্যাপটপ, নগদ ১২ হাজার ২শত টাকাসহ অন্যান্য অনেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ৮টি অনুমোদিত সীম কার্ড নিয়ে যায়। সোমবার ভোরে ঘুম ভেঙে তারা ঘরের দরজা খোলা এবং সব কিছুই তছনছ করা দেখেন। ঘটনা জানতে পেরে এলাকাবাসী এসে উপরোক্ত মালামাল চুরির বিষয়টি প্রত্যক্ষ করেন।
এঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমলার ডজন ৩০ টাকা

এবারও রাঙামাটির পাহাড়ে রসালো কমলার ব্যাপক ফলন হয়েছে। উৎপাদিত এসব কমলা স্বাদে মিষ্টি। পাহাড়ে এসব রসালো কমালার চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতি বছরের মতো এ বছর জেলার বিভিন্ন স্থানে কমলার চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন পাহড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ফিকে হলুদ রঙের কমলা। রাঙামাটি জেলায় সাধারণত দুটি প্রজাতির কমলার চাষ হয়ে থাকে। একটি হলো সাজেক অন্যটি খাঁশিয়া।

রাঙামাটি জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটির জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর উপজেলা ও সদর এ ৪টি উপজেলায় এসব কমলার চাষ করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় প্রতিটি টিলায় রসালো আর মিষ্টি কমলার বাগান গড়ে তুলেছে চাষিরা।

পাহাড়ের এক একটি টিলায় ২০০ থেকে ৩০০ কমলার গাছ রয়েছে। এসব বাগানে এ বছর কমলার ফলন হয়েছে খুব ভালো। তবে এখনও ভালোভাবে পাকেনি। আবার কোনো কোনো বাগানে কমলায় রঙ ধরেছে। এসব উৎপাদিত কমলায় বর্তমানে বিভিন্ন হাট-বাজার সয়লাব।

এছাড়া দামও কম হওয়ায় এর চাহিদা প্রচুর। এ বছর রাঙামাটি জেলায় ব্যাপক কমলার চাষ হয়েছে। এর মধ্যে রাঙামাটির নানিয়ারচর উপজেলার উৎপাদিত কমলা এখন বাজারের শীর্ষস্থান দখল করেছে। এসব মিষ্টি ও টসটসে রসালো কমলা পাহাড় ছেড়ে রফতানি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

ফলে স্থানীয় হাট-বাজারে প্রতি ডজন কমলা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে মাত্র ৬০ টাকায়। সাম্প্রতিক বছরগুলোয় পার্বত্য তিন জেলায় ব্যাপক হারে কমলার বাগান গড়ে ওঠে। এবারের মৌসুমে পাহাড়ে কমলার উৎপাদন বেশি হওয়ায় দাম সহনীয়। তবে উন্নত জাতের কমলার ডজন ১০০ টাকাও বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগেও পার্বত্য অঞ্চলে কমলা আমদানি করা হতো রাজশাহী, সিলেটসহ দেশের অন্য অঞ্চল থেকে। আর এখন পাহাড়ের কমলা বাজারজাত হয়ে যাচ্ছে পার্বত্য জেলার বাইরে। উৎপাদন বেশি, তাই স্থানীয় বাজারে কমলার দাম সহনীয়।

খোঁজ নিয়ে জানা যায়, ফলন ভালো দেখে বর্তমানে পার্বত্য অঞ্চলে অনেকে কমলা চাষে ঝুঁকছেন। এরই মধ্যে তিন পার্বত্য জেলায় কমলার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ে সরকারিভাবেও কমলা চাষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে পার্বত্য তিনটি জেলায় মিশ্রফসল চাষের মাধ্যমে চাষিদের সহায়তা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রকল্পটির সফল বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি কমলার চাষাবাদ হচ্ছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ছাড়াও পার্বত্য তিন জেলাসহ দেশের ১০ জেলায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি কমলা চাষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশে কমলা চাষের প্রচুর সম্ভাবনা কাজে লাগাতে পাহাড়ি এলাকার এসব জেলার ৪০ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

জিওবি ফান্ডের অর্থায়নে ২০ কোটি টাকা ব্যয়ে সরকারের কৃষি বিভাগ কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০০৬-০৭ অর্থবছর শুরু করা পাঁচ বছর মেয়াদের প্রকল্পটি শেষ হয় ২০১২ সালে। প্রকল্পে আশানুরূপ সাফল্য পাওয়া গেছে। বর্তমানে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় ব্যক্তি উদ্যোগে নিজস্ব জায়গায় প্রচুর কমলার চাষ হচ্ছে। ফলন পাওয়া যাচ্ছে ভালো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯ বলে ডি ভিলিয়ার্সের ৫০

থামানো যাচ্ছে না এবি ডি ভিলিয়ার্সকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর প্রথমবার নেমেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। সেঞ্চুরিয়নে কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় লায়ন্সের বিপক্ষে প্রোটিয়া ব্যাটসম্যান তুললেন ঝড়। যে ঝড়ে ডি ভিলিয়ার্স ১৯ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। তার হার না মানা ৫০ রানের ওপর ভর দিয়ে টাইটানস পায় ৮ উইকেটের বড় জয়। আলোর স্বল্পতায় ১৫ ওভারে নেমে আসা ম্যাচে লায়ন্স ৬ উইকেটে করেছিল ১২৭ রান। জবাবে ২২ বল আগেই টাইটানস জয় নিশ্চিত করে ২ উইকেট হারিয়ে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ২০ রান করলেও প্রথমটিতে ২৭ বলে ডি ভিলিয়ার্স করেছিলেন ৪৯ রান। টাইগারদের বিপক্ষে সিরিজের পর প্রথমবার মাঠে নেমে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। মাত্র ১৯ বলেই করে ফেলেন হাফসেঞ্চুরি। লায়ন্সের বোলারদের ওপর ঝড় বইয়ে ২৭ মিনিটের ইনিংসটি সাজান তিনি ৩ চার ও ৫ ছক্কায়।

তার মতো ভয়ঙ্কর ছিলেন টাইটানস অধিনায়ক অ্যালবি মরকেলও। এই অলরাউন্ডার ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন ৪১ রানের টর্নেডো ইনিংস। ওপেনার কুইন্টন ডি ককও তাণ্ডব চালিয়েছেন লায়ন্স বোলারদের ওপর। প্রোটিয়া উইকেটরক্ষক ২০ বলে করেন ৩৯ রান। এমন ব্যাটিংয়ের পর ১১.২ ওভারেই জয় নিশ্চিত করে টাইটানস। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ইউপি সদস্য পেটালেন পুলিশকে, মামলা দায়ের

কৃষ্ণ দাস, তালা : সাতক্ষীরার তালায় এক পুলিশ সদস্যকে কর্মস্থলে যাওয়ার পথে গতিরোধ করে পিটিয়েছে তালা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বার) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই পুলিশ সদস্য বাদী হয়ে তালা থানায় মামলা মামলা করেছেন।
ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার আহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানায় কর্মরত আছেন। ঘটনার সময় স্থানীয় এলাকাবাসি পুলিশ সদস্যকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান বলে দাবী করেন পুলিশ সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্যের নাম ইয়াছিন সরদার। তিনি তালা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত পুলিশ সদস্য আলমগীর হোসেন জানান, তিনি খুলনা জেলা পুলিশ অফিস থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থল পাইকগাছা থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে তাকে গতিরোধ করে মারপিট করে ইউপি সদস্য ইয়াছিন সরদার। এসময় স্থানীয় এলাকাবাসি ইউপি সদস্যের হাত থেকে তাকে রক্ষা করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় তিনি তালা থানায় মামলা করেছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. আবু সাইদ রিপন বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এবিষয়ে ইউপি সদস্য ইয়াসিন সরদার বলেন,‘ওই পুলিশ সদস্য আমার এলাকার দুই যুবককে মারপিট করছিলেন। এসময় তাদের মিমাংসা করতে গেলে ওই পুলিশ সদস্য আমাকে মারপিট করে। এসময় তার সাথে আমার বাকবিতন্ডা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনায় তালা থানায় মামলা হয়েছে। মামলা নং-৮।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্যাক্স আইডি কার্ড পেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার ইনকাম ট্যাক্স আইডি কার্ড (আয়কর পরিচয়পত্র) হস্তান্তর করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান প্রধানমন্ত্রীর হাতে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ট্যাক্স কার্ড হস্তান্তরের কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী ১৯৮২-৮৩ করবর্ষ থেকে নিয়মিতভাবে আয়কর দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি স্বীকৃতি ফলক তৈরি করে তাতে অভিনন্দন জানিয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে সরবরাহ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজ ব্যবহার করে করদাতাদের জন্য একটি ইনকাম ট্যাক্স আইডি কার্ড প্রচলন করেছে। এই কার্ডটি করদাতাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত ঢাকার আয়কর মেলা থেকে ইনকাম ট্যাক্স আইডি কার্ড নেয়ার সঙ্গে সঙ্গে করদাতারা এটিকে উন্নয়নে তাদের অংশীদারিত্বের পরিচয় বলে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

এ বছর বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আয়করা মেলা পরিদর্শন করেছেন এবং ইনকাম ট্যাক্স আইডি কার্ড গ্রহণ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বহেরায় যুবতীকে ধর্ষণ চেষ্টাকালে যুবক আটক

কেএম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটা থানাধীন বহেরা গ্রামে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা এক যুবককে আটক করেছে। ঘটনা সূত্রে জানায়, সোমবার ভোররাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি গ্রামের রফিকুল ইসলামের কন্যার বসত বাড়ির শয়ন কক্ষে একই এলাকার শফিকুল ইসলামের পুত্র ইব্রাহিম হোসেন সুমন (২১) ঢুকে ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা যুবতীর চিৎকারে ছুটে এসে সুমনকে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দিলে যুবক ও যুবতীকে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় ভিকটিম বাদী হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করে। তথ্য প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় বিষয়টি ১৩/১১/২০১৭ তারিখে মামলা-৮ রুজ্জু করিয়া আসামি সুমনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী কামাল হোসেন বিষয়টির সত্যতা স্বিকার করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৪ হাজার ৩৭৫ কোটি টাকায় নেইমারকে কিনতে মরিয়া রিয়াল!

বার্সার প্রাণ ভোমরা নেইমার এখন পিএসজিতে। রেকর্ড ট্রান্সফার ফিতে কাতালোনিয়া ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন এ ব্রাজিলীয়।
এবার শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে পারেন নেইমার। আর তাকে দলে ভেড়াতে টাকার পাহাড় বরাদ্দ দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো ব্যয়ে তাকে কিনতে চায় তারা। বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য প্রায় ৪ হাজার ৩৭৫ কোটি ৮৯ লাখ টাকা।

আগামী জানুয়ারিতে দলবদলের মৌসুমে এ টাকা ব্যয়ে নেইমারকে কিনতে পারে রিয়াল। তবে যদি পিএসজি নেইমারকে ছাড়ে। অথবা নেইমার পিএসজিকে ছাড়েন।

আর পিএসজি থেকে ব্রাজিলিয়ান এই তারকাকে ছিনিয়ে নেওয়ার চূড়ান্ত পরিকল্পনা রিয়াল মাদ্রিদ এরই মধ্যে করে ফেলেছে বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাবটির মুখপাত্র হিসেবে বিবেচিত ক্রীড়া দৈনিক মার্কা।

একের পর এক খবর বের হচ্ছে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে রীতিমতো আফসোস করছেন নেইমার। এজন্য তিনি অনুতপ্তও!

মার্সেলো বেকলার নামের এক সাংবাদিক মুখ খোলার পর গুঞ্জনের পালে আরো জোর পেয়েছে।

ব্রাজিলীয় এই ফুটবল সাংবাদিকই প্রথম নেইমারের বার্সেলোনা ছাড়ার সংবাদ দেন। তিনি জানিয়েছেন, বার্সেলোনা ছাড়া নিয়ে নেইমারের আফসোসের মাত্রা এতটাই যে ব্যাপারটি নিয়ে কথা বলেছেন সাবেক সতীর্থ পিকে আর সুয়ারেজের সঙ্গেও।

স্পেনের অন্যতম রেডিও স্টেশন ওন্ডা সেরোকে বেকলার জানিয়েছেন, নেইমার এখনো ড্রেসিংরুমে সতীর্থদের মন জয় করতে পারেননি। এরপরও পিএসজি আশাবাদী, নেইমারের দল ছাড়ার আগে অন্য কাউকে দল ছাড়তে হবে।

বেকলার মনে করেন, নেইমারের রিয়ালে যাওয়াও অসম্ভব কিছু নয়। বার্সেলোনায় ফিরে যাওয়ার চেয়ে তার জন্য রিয়ালে যাওয়া সহজ। এটাকে নেইমার পেশাদারি দৃষ্টিকোণ থেকেই দেখে। তবে বেকলার অনেক কিছুই ধারণা থেকে বলছেন। অনেক তথ্যেরই সত্যতা নিশ্চিত করা যায়নি।

রিয়াল স্কোয়াডের খেলোয়াড়দের মুভমেন্ট পর্যবেক্ষণ করছে এবং ট্রান্সফার মার্কেটও পর্যালোচনা করছে। সঠিক সময়েই রোনালদো অ্যান্ড কোংয়ের সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে বেশ কিছু তারকা খেলোয়াড়কে সংযোজন করার ইচ্ছা রয়েছে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নদের। নতুন মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি রিয়ালের। স্পেন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পুরো আক্রমণভাগই একসঙ্গে দুঃসময়ের শিকার।

রোনালদো, বেনজেমারা লিগে গোল করাটাই যেন ভুলে গেছেন। সঙ্গে গ্যারেথ বেল ভুগছেন চোটে। ২০১৩ সালে রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই ওয়েলস তারকা রিয়ালের হয়ে সর্বশেষ ৬০ ম্যাচের মাত্র ২০টিতে খেলতে পেরেছেন। তাই কোচ জিদানকে একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে।

জানুয়ারি থেকেই ব্রাজিলের তরুণ উদীয়মান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে লস ব্লাঙ্কোসরা। তাই নতুন কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর পরিকল্পনা ছিল না রিয়ালের। কিন্তু ইনজুরি রিয়ালকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।

মার্কার দাবি, ১০০ বা ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে মধ্যম সারির খেলোয়াড় কেনার ইচ্ছা নেই রিয়ালের। তাদের লক্ষ্য-পরিকল্পনা, একেবারে ‘সেরা’ একজন। আর সেই ‘সেরা’র পরিকল্পনায় রিয়ালের প্রথম টার্গেট নেইমার! আর নেইমারের মতো ‘সেরা’ একজনকে কেনার জন্য রিয়াল এরই মধ্যে নাকি ২০০ মিলিয়ন ইউরো জমিয়েও রেখেছে!

গত মৌসুমে রিয়াল অন্যতম সেরা তরুণ উদীয়মান তারকা কিলিয়ান এমবাপ্পের জন্য মোটা অঙ্কের অর্থ খরচ করতে রাজি ছিল। এমবাপ্পে নিজেও রিয়ালে যোগ দিতে চেয়েছিলেন। তবে এই ফরাসি তারকার পরিবার অর্থনৈতিক এবং অন্যান্য কারণে সেই চুক্তিতে রাজি হননি।

নেইমারের উপর রিয়ালের নজর সেই ছোটবেলা থেকেই। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার প্রতিভা-দক্ষতায় এক কথায় মুগ্ধ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু ভাগ্যের দোষেই হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও এই শিকার করতে পারছে না রিয়াল। আগামী মৌসুমে তাই কোমর বেঁধেই নামার পরিকল্পনা হাতে নিয়েছে মাদ্রিদ জায়ান্টরা।

কিন্তু মাত্র ২০০ মিলিয়ন ইউরো দিয়েই কি নেইমারকে শিকার করতে পারবে রিয়াল? বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নিয়েছে পিএসজি। ফলে তাকে ২০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার আশা একটু বাড়াবাড়িই মনে হতে পারে।

এডিনসন কাভানি ও পিএসজির স্প্যানিশ কোচ উনাই এমেরির সঙ্গে নেইমারের সম্পর্কটা তিক্ততায় রূপ নিয়েছে বলেই খবর। একদিন আগে নেইমার সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সেই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু কান্নাভেজা কণ্ঠে তার দাবির পেছনে অন্য কারণই দেখছেন অনেকে।

এরই মধ্যে নেইমার ও রিয়ালকে জড়িয়ে গুঞ্জনও উঠেছে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বলেছেন নেইমারের রিয়ালে যাওয়ার সম্ভাবনার কথা। গণমাধ্যমের গুঞ্জনকে উসকে দিয়ে রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এমনও বলে রেখেছেন, ‘নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা। ’ এবার খবর, রিয়ালের কর্তারা ভবিষ্যত পরিকল্পনাও করছে নেইমারকে ‘টার্গেট’ করে!

শুধু ট্রান্সফার ফি বাবদই বরাদ্দ রেখেছে ২০০ মিলিয়ন ইউরো। সঙ্গে বেতন-বোনাস মিলিয়ে ‘নেইমার-সওদার’ জন্য রিয়ালের মোট বরাদ্দ নাকি ৪৫০ মিলিয়ন ইউরো!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest