সর্বশেষ সংবাদ-
বৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটকবিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদ

সাতক্ষীরায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারি ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধসহ সাত দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরায় দেশপ্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা দেশ প্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, মানবতার তরুণ সংস্থার সহ-সভাপতি রাসেল মোল্লাহ, সহ-সভাপতি নাজমুল সাকিব, সাধারণ সম্পাদক হাসেম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারনে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারনে ভুল চিকিৎসায় অনেক রুগীর মৃত্যুও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। নার্সদের দিয়ে হাসপাতাল পরিচালনা করা, বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে রোগীদের সাথে প্রতারোনা করা হচ্ছে। অবিলম্বে সরকারের এ সকল বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের অবিভাবক সমাবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সকালে সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় ৬০ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ হাবিব, সহকারি শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দ। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে নওয়াবেঁকীতে জয়শ্রীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে আরিফুল (২২) নামের এক লম্পট তার ইচ্ছার বিরুদ্ধে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রীর আত্মীয়রা প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করে আহত করে। ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। থানা পুলিশ ১ নং আসামীকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ছফুরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (প্রয়াত সাংবাদিক) লুৎফার রহামনের নাতনী। স্কুল ছাত্রী ¯ু‹লে যাওয়া আসার পথে লম্পট আরিফুল ও তার সঙ্গীরা প্রায় সময় তাকে উত্যক্ত করত। সোমবার স্কুলের কোচিং থেকে বাড়ি ফেরার পথে জনৈক মজিবর রহমানের বাড়ির সামেনে পৌঁছালে পূর্বে থেকে ওতপেতে থাকা লম্পট আরিফুল ও তার সঙ্গীদের নিয়ে ছাত্রীর গতিরোধ করে। এক পর্যায়ে তার পরিহিত ওড়না কেড়ে নেয় এবং তাকে ঝাপটে ধরে টানা হেঁচড়া করে ধর্ষনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সবজি খেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীর আত্মচিৎকারে তার নানী সহ অন্যান্য মহিলারা ছুটে এসে প্রতিবাদ করলে লম্পট ও তার আত্মীয় স্বজন সহ সঙ্গীরা তাদেরকে মারপিট করে। আহত স্কুল ছাত্রী বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, এ ধরনের ঘটনা আমি কখনও প্রশ্রয় দেব না। আমি যতদিন শ্যামনগর থানায় দায়িত্ব পালন করব ততদিন যেন জয়শ্রীর মতো আর কোন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু না ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভাসহ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে ওই মাসিক সভাগুলো অনুষ্ঠিত হয়।
সেখানে পৃথক অনুষ্ঠানে পিইডিপি-৩ এর অর্থানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসেসটিভ (হুইল চেয়ার, চশমা, বিশেষ ধরণের জুতা, ক্রাচ, শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘এডভোকেসি সভা’র আয়োজন করা হয় বিনামূল্যে শিশুদের চোখের ছানি ও অন্যান্য অপারেশনের সুযোগ এর জন্য। সেটি সাইটসেভার্স এর অর্থায়নে ব্রাক ও সদর হাসপাতাল, সাতক্ষীরার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
তাছাড়া উপজেলার মাসিক এনজিও সমন্বয় সভাও অনুষ্ঠিত হয় সেখানে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে সভা ও অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, শেখ ইমরান হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, কাকডাঙ্গা, মাদরা, হিজলদি ও চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডারগন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সরকারি কলেজে প্রথম অধ্যক্ষের যোগদান

আশাশুনি ব্যুরো : আশাশুনি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি কলেজটি জাতীয়করণের পর প্রথম অধ্যক্ষ। ৯ নভেম্বর তিনি কলেজে যোগদান করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (প্রেসনে) কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে আশাশুনি কলেজে বদলি করা হয়েছে। আশাশুনি সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) রুহুল আমিন নবাগত অধ্যক্ষের কাছে দাপ্তরিক দায়িত্ব অর্পণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালতলায় কবি ও শিক্ষক গাজী শাহাজানের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের উপকণ্ঠে শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে তালতলা (ময়ূরপোতা) এলাকার মৃত দৌলত আলী গাজীর পুত্র সুন্দরবন টেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক গাজী শাহাজান সিরাজের বাড়িতে এঘটনা ঘটে।
এঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে সোমবার বেলা ১২টায় সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাতে খাওয়া দাওয়া শেষ করে পরিবাররের সকল সদস্য ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা শিক্ষক শাহাজান সিরাজের ঘরে ঢুকে চেতনা নাশক দিয়ে সকলকে অজ্ঞান করে। এসময় ওই চোরেরা ঘরে থাকা ২টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন ফোন, ১টি এইচ পি ব্রান্ডের ল্যাপটপ, নগদ ১২ হাজার ২শত টাকাসহ অন্যান্য অনেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ৮টি অনুমোদিত সীম কার্ড নিয়ে যায়। সোমবার ভোরে ঘুম ভেঙে তারা ঘরের দরজা খোলা এবং সব কিছুই তছনছ করা দেখেন। ঘটনা জানতে পেরে এলাকাবাসী এসে উপরোক্ত মালামাল চুরির বিষয়টি প্রত্যক্ষ করেন।
এঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কমলার ডজন ৩০ টাকা

এবারও রাঙামাটির পাহাড়ে রসালো কমলার ব্যাপক ফলন হয়েছে। উৎপাদিত এসব কমলা স্বাদে মিষ্টি। পাহাড়ে এসব রসালো কমালার চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

প্রতি বছরের মতো এ বছর জেলার বিভিন্ন স্থানে কমলার চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। এখন পাহড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে ফিকে হলুদ রঙের কমলা। রাঙামাটি জেলায় সাধারণত দুটি প্রজাতির কমলার চাষ হয়ে থাকে। একটি হলো সাজেক অন্যটি খাঁশিয়া।

রাঙামাটি জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটির জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, নানিয়ারচর উপজেলা ও সদর এ ৪টি উপজেলায় এসব কমলার চাষ করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঢালু জায়গায় প্রতিটি টিলায় রসালো আর মিষ্টি কমলার বাগান গড়ে তুলেছে চাষিরা।

পাহাড়ের এক একটি টিলায় ২০০ থেকে ৩০০ কমলার গাছ রয়েছে। এসব বাগানে এ বছর কমলার ফলন হয়েছে খুব ভালো। তবে এখনও ভালোভাবে পাকেনি। আবার কোনো কোনো বাগানে কমলায় রঙ ধরেছে। এসব উৎপাদিত কমলায় বর্তমানে বিভিন্ন হাট-বাজার সয়লাব।

এছাড়া দামও কম হওয়ায় এর চাহিদা প্রচুর। এ বছর রাঙামাটি জেলায় ব্যাপক কমলার চাষ হয়েছে। এর মধ্যে রাঙামাটির নানিয়ারচর উপজেলার উৎপাদিত কমলা এখন বাজারের শীর্ষস্থান দখল করেছে। এসব মিষ্টি ও টসটসে রসালো কমলা পাহাড় ছেড়ে রফতানি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

ফলে স্থানীয় হাট-বাজারে প্রতি ডজন কমলা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে মাত্র ৬০ টাকায়। সাম্প্রতিক বছরগুলোয় পার্বত্য তিন জেলায় ব্যাপক হারে কমলার বাগান গড়ে ওঠে। এবারের মৌসুমে পাহাড়ে কমলার উৎপাদন বেশি হওয়ায় দাম সহনীয়। তবে উন্নত জাতের কমলার ডজন ১০০ টাকাও বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগেও পার্বত্য অঞ্চলে কমলা আমদানি করা হতো রাজশাহী, সিলেটসহ দেশের অন্য অঞ্চল থেকে। আর এখন পাহাড়ের কমলা বাজারজাত হয়ে যাচ্ছে পার্বত্য জেলার বাইরে। উৎপাদন বেশি, তাই স্থানীয় বাজারে কমলার দাম সহনীয়।

খোঁজ নিয়ে জানা যায়, ফলন ভালো দেখে বর্তমানে পার্বত্য অঞ্চলে অনেকে কমলা চাষে ঝুঁকছেন। এরই মধ্যে তিন পার্বত্য জেলায় কমলার চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। পাহাড়ে সরকারিভাবেও কমলা চাষ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পে পার্বত্য তিনটি জেলায় মিশ্রফসল চাষের মাধ্যমে চাষিদের সহায়তা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। প্রকল্পটির সফল বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছে, বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি কমলার চাষাবাদ হচ্ছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে।

রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ছাড়াও পার্বত্য তিন জেলাসহ দেশের ১০ জেলায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি কমলা চাষ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। দেশে কমলা চাষের প্রচুর সম্ভাবনা কাজে লাগাতে পাহাড়ি এলাকার এসব জেলার ৪০ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

জিওবি ফান্ডের অর্থায়নে ২০ কোটি টাকা ব্যয়ে সরকারের কৃষি বিভাগ কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০০৬-০৭ অর্থবছর শুরু করা পাঁচ বছর মেয়াদের প্রকল্পটি শেষ হয় ২০১২ সালে। প্রকল্পে আশানুরূপ সাফল্য পাওয়া গেছে। বর্তমানে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় ব্যক্তি উদ্যোগে নিজস্ব জায়গায় প্রচুর কমলার চাষ হচ্ছে। ফলন পাওয়া যাচ্ছে ভালো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯ বলে ডি ভিলিয়ার্সের ৫০

থামানো যাচ্ছে না এবি ডি ভিলিয়ার্সকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর প্রথমবার নেমেছিলেন তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্ট রাম স্ল্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জে। সেঞ্চুরিয়নে কুড়ি ওভারের এই প্রতিযোগিতায় লায়ন্সের বিপক্ষে প্রোটিয়া ব্যাটসম্যান তুললেন ঝড়। যে ঝড়ে ডি ভিলিয়ার্স ১৯ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। তার হার না মানা ৫০ রানের ওপর ভর দিয়ে টাইটানস পায় ৮ উইকেটের বড় জয়। আলোর স্বল্পতায় ১৫ ওভারে নেমে আসা ম্যাচে লায়ন্স ৬ উইকেটে করেছিল ১২৭ রান। জবাবে ২২ বল আগেই টাইটানস জয় নিশ্চিত করে ২ উইকেট হারিয়ে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ২০ রান করলেও প্রথমটিতে ২৭ বলে ডি ভিলিয়ার্স করেছিলেন ৪৯ রান। টাইগারদের বিপক্ষে সিরিজের পর প্রথমবার মাঠে নেমে হয়ে উঠলেন আরও ভয়ঙ্কর। মাত্র ১৯ বলেই করে ফেলেন হাফসেঞ্চুরি। লায়ন্সের বোলারদের ওপর ঝড় বইয়ে ২৭ মিনিটের ইনিংসটি সাজান তিনি ৩ চার ও ৫ ছক্কায়।

তার মতো ভয়ঙ্কর ছিলেন টাইটানস অধিনায়ক অ্যালবি মরকেলও। এই অলরাউন্ডার ১৬ বলে ১ চার ও ৫ ছক্কায় খেলেন ৪১ রানের টর্নেডো ইনিংস। ওপেনার কুইন্টন ডি ককও তাণ্ডব চালিয়েছেন লায়ন্স বোলারদের ওপর। প্রোটিয়া উইকেটরক্ষক ২০ বলে করেন ৩৯ রান। এমন ব্যাটিংয়ের পর ১১.২ ওভারেই জয় নিশ্চিত করে টাইটানস। ক্রিকইনফো

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest