সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনারদেবহাটায় সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময়

শ্যামনগরে ২৫ লক্ষাধিক সরকারি টাকা আত্মসাৎকারী প্রতারক আটক

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে সরকারি ২৫ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারক আশরাফ হোসেনকে শ্যামনগর থানা পুলিশ আটক করেছে। সে রমজাননগরের সোরা গ্রামের ইশার আলী মোল্যার পুত্র। থানা সূত্রে প্রকাশ, ২০ নভেম্বর বেলা ১ টার দিকে শ্যামনগর থানার এস আই গোরাচাঁদ ও এ এস আই জিল্লুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী প্রতারক আশরাফ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ ব্যাংক, সরকারী অফিস ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকদের সাথে টাকা নিয়ে প্রতারনা করে আসছে। আশরাফ হোসেনের বিরুদ্ধে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সার্টিফিকেট আদালতে এর সি সি নং- ৭১/১৬-১৭, ৭৩/১৬-১৭ সহ সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একাধিক মামলা রয়েছে। আশরাফ হোসেন ভেটখালী হাটবাজার এর ইজারা বাবদ অনাদায়ে ১৬ লক্ষ ৭৬ হাজার ৩ শত এবং ওয়াকফ ষ্ট্রেট এর ৮ লক্ষ ৯২ হাজার ৯ শত টাকা সহ মোট ২৫ লক্ষ ৬৯ হাজার ২ শত টাকা আত্মসাৎ করায় তাকে আটক করা হয়। আটক করা কালে আশরাফ হোসেন পুলিশকে লক্ষ করে ইট ছুড়ে মারলে এস আই গোরাচাঁদ ও এ এস আই জিল্লুর রহমান আহত হন। সরকারি কাজে প্রতিবন্ধকতায় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনেন এস আই গোরাচাঁদ। আশরাফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও আর্থিক মালিকানা কয়েক লক্ষ টাকা পাওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইউএনও কার্যালয়ে আশরাফ হোসেনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল বলে জানা যায়।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ছাত্রলীগের কমিটি

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর সরকারি মহাসিন কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে আগামী ১ বছরের জন্য নতুন কমিটি অনুমোদন। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবিব অয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দ্বীপ কুমারকে সভাপতি, হাফিজুর রহমান, আরিফুল ইসলামকে সহ-সভাপতি, সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক, শেখ আনোয়ার হোসেন, মনিরুজ্জামান লিটনকে যুগ্ন-সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান আসাদ, জাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, শেখ আবু হাছনাত রনিকে দপ্তর সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় যুবদলের তারেক রহমানের জন্মবার্ষিকী পালন

ন্যাশনাল ডেস্ক : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কাটিয়াস্থ হালিমা খাতুন শিশু সদন কমপ্লেক্স ভবনে জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদীর সভাপতিত্বে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএপি’র সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তাঁতী দলের সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, আহবায়ক মো. আলী শহিীন, জেলা স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টো, আব্দুস সেলিম, মনিরুজ্জামান প্রিন্স, খোরশেদ আলম, গোলাম রব্বানী, মাহমুদুল হক, আলিম, ফরিদ, নজরুল, কামরুল, সবুজসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় অসহায় ব্যক্তিদের জেলা পরিষদের সহযোগিতা প্রদান

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ৩৬ জন অসহায় ব্যক্তিকে জেলা পরিষদের সহায়তা(নগদ) অর্থ প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৬জন ব্যক্তিকে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আল ফেরদাউস আলফা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল ইসলাম, সংরক্ষিত সদস্য সাবিনা পারভীন, রোকেয়া বেগম, শাহানাজ পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৪নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম মোল্যা, ৫নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মাসুম, ৬নং ওয়ার্ড সদস্য মাহবুব রহমান বাবলু, ৭নং ওয়ার্ড সদস্য আজগর আলী, ৮নং ওয়ার্ড সদস্য গোলাম মোক্তার, ৯নং ওয়ার্ড সদস্য আরমান হোসেন প্রমূখ। এসময় প্রতিটি ওয়ার্ড থেকে ৪জন দুঃস্থ, অসহায় ব্যক্তিদের প্রত্যেকে ৫শত টাকা করে মোট ১৮ হাজার টাকা করে প্রদান করা হয়। জেলা পরিষদের সহযোগিতা পেয়ে অসহায় ব্যক্তিদের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে ধন্যবাদ জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার নওয়াপাড়ায় কৃষি দিবস অনুষ্ঠিত

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে আইএফএমসি মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে উক্ত মাঠ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(শস্য) আজগর আলী, উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটাসহ আশে পাশের গ্রামগুলোতে শীতের আগমনের সাথে সাথে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন গাছিরা। শীতের ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই খেজুর রস সংগ্রহের প্রতিযোগিতায় মেতে উঠেছে গাছিরা। বেড়েছে অযতেœ অবহেলায় পড়ে থাকা সারা বাংলার গ্রাম-গঞ্জের খেজুর গাছের কদর। এখনো শীতের তীব্রতা দেখা না মিললেও এর মধ্যে খেজুর রস সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন অনেকেই। পাটকেলঘাটায় খেজুর গাছ সংকটের কারণে প্রতি বছরের মতো এ বছরও চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছেন সংগ্রহকারীরা। উপজেলার থেকে গ্রামগুলোতে জীবন বৈচিত্রের সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট বন বিভাগ সংরক্ষণ না করার কারণে সব অঞ্চলে দেশী খেজুর গাছ অনেকটা বিলুপ্তির পথে। এক সময় খ্যাতি থাকলেও কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্য খেজুরের রস ও গুড়। কয়েক বছর আগেও এলাকার প্রতিটি বাড়িতে, ক্ষেতের আইলের পাশে ও রাস্তার দুই ধার দিয়ে ছিল অসংখ্য খেজুর গাছ। খেজুর গাছ সচারাচর উপযোগী আবহাওয়ায় জন্ম হয়। এমনকি অনেক স্থানে একাধিক গাছ জন্ম নেয়ায় সৃষ্টি হয় দেশী খেজুর বাগান। এ সব গাছ বাড়ীর আঙ্গিনা, জমির আইল ও পতিত ভূমিতে জন্ম নেয় বেশী। খেজুর গাছ সারা বছর অযতেœ অবহেলায় পড়ে থাকলেও শীত মৌসুমে কদর বেড়ে যায় অনেকাংশে। কারণ প্রতি বছরে ৪ মাস খেজুর গাছ থেকে গুড় ও মিষ্টি রস সংগ্রহ করা হয়। এ রস অত্যন্ত সুস্বাধু ও মানব দেহের উপকারিতার কারণে মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে উঠে। শীতকালে শহর থেকে মানুষ দলে দলে ছুটে আসতো গ্রাম বাংলার খেজুর রস খেতে। সন্ধ্যাকালীন সময়ে গ্রামীণ পরিবেশটা খেজুর রসে মধুর হয়ে উঠতো। রস আহরণকারী গাছিদের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যেত সে সময়ে। রস জ্বালিয়ে পাতলা ঝোলা, দানা গুড় ও পাটালী তৈরি করতেন। যার স্বাধ ও ঘ্রাণ ছিল সম্পূর্ণ রুপে ভিন্ন। এখন অবশ্যই সে কথা নতুন প্রজন্মের কাছে রূপকথা মনে হলেও বাস্তব। যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুর গাছ। খেজুর গাছ ১৫ থেকে ২০ বছর পর্যন্ত রস দেয়। এটাই তার বৈশিষ্ট্য। শীতের পুরো মৌসুমে চলে রস, গুড়, পিঠা, পুলি ও পায়েস খাওয়ার পালা। এ ছাড়া খেজুরর পাতা দিয়ে আর্কষনীয় ও মজবুত পাটি তৈরী হয়। এমনকি জ্বালানি কাজেও ব্যাপক ব্যবহার হয়। কিন্তু জলবায়ু পরিবর্তন, কালেরর্বিতনসহ বন বিভাগের নজরদারী না থাকায় বাংলার ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব খেজুর গাছ এখন গ্রাম-বাংলা জুড়ে বিলুপ্তির পথে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালমা খাতুনের হয়রানি থেকে পরিত্রাণ পেতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পিতার দ্বিতীয় স্ত্রী পরিচয়ে কুচক্রী সালমা খাতুন কর্তৃক একাধিক অভিযোগ ও মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন শহরের পলাশপোল এলাকার মোঃ সাইদুর রহমান মুকুল এর ছেলে মোঃ ইমরান হাসান তুহিন।
সোমবার দুপুরে সাতক্ষীরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ঢাকায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের শেষ সেমিস্টারে ছাত্র। বাবা সাইদুর রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় মা বিউটি পারভীন আমার বোনকে নিয়ে সাতক্ষীরায় থাকে। এমতাবস্থায় গত রমজান মাসে রাজারবাগান এলাকার মৃতঃ গোলাম ওয়াহেদ সরদারের মেয়ে সালমা খাতুন আমাদের বাড়িতে গিয়ে একটি কাবিন নামা দেখিয়ে আমারা বাবার সাথে তার বিয়ে হয়েছে বলে দাবি করে। এসময় সে বলে, তোমার বাবাকে যোগাযোগ করতে বলো, নইলে মিথ্যা মামলা ও পুলিশ দিয়ে গ্রেফতার করানোর হুমকি দিয়ে চলে যায়। সালমার বিয়ের কথা বাবার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। এরপর সালমা নিজে ও তার আতœীয়দের দিয়ে সদর থানা, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে আমার ও মায়ের নামে একাধিক মিথ্যা অভিযোগ করে। বিষয়টি তদন্তের জন্য পুলিশ সদস্যরা আমাদের বাড়িতে যাওয়ায় কারণে আমার মা ও বোন ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। সালমা খাতুনের এধরনের হয়রানির কারণে তারা মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সাথে আমার ভবিষ্যত জীবন হুমকির মুখে পড়তে পারে বলে আমি আশংকা করছি।
তিনি আরো বলেন, ২৫ জুলাই সালমা খাতুন বাবা মুকুল, মা বিউটি ও আমার নামে সাতক্ষীরা আমলী আদালতে একটি মিথ্যে মামলা দায়ের করলে বিচারক শুধুমাত্র বাবার নামে সমন জারি করেন। এতে সালমা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মা ও আমাকে পুলিশ দিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয় দেখানোসহ আমাকে হত্যার হুমকি দিতে শুরু করেছে। এঘটনায় আমাদের নিরাপত্তা চেয়ে মা বিউটি পারভীন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি অভিযোগ করে বলেন, উক্ত সালমা খাতুন নিজেকে আমার বাবার স্ত্রী দাবি করলেও ইসতিয়াক আহমেদ পরাগের সাথে স্বামী-স্ত্রী রুপে ঘর সংসার করছেন। ইসতিয়াকের ঔরসে তার ২টি সন্তানও রয়েছে। এছাড়া বাবার সাথে কথিত বিয়ের কাবিনে ২৩/২/১৫ তারিখ দেখালেও তার ৪ মাস পর ২৯/৬/১৫ তারিখে বেকার পুর্নবাসন সংস্থার নির্বাচনে সালমা খাতুন তার স্বামীর নামের স্থানে পরাগের নাম দিয়েছিলেন। এছাড়া ১০ নভেম্বর সালমার বসভবন থেকে তার স্বামী পরাগকে সাতক্ষীরা সদর থানার পুলিশ গ্রেফতার করে। একজন নারী একই সাথে কিভাবে ২ জন ব্যক্তিকে স্বামী হিসাবে দাবি করতে পারেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আমার বাবা যদি অন্যায় করে থাকেন তার শাস্তি তিনি ভোগ করবেন। কিন্তু আমি এবং আমার অসহায় মা ও বোন কেন এর দায়ভার নেব, কেন আমাদের হয়রানি করা হবে? তিনি উক্ত সালমার হাত থেকে রক্ষা পেতে ও জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষ্যাপা কুকুরের কামড়ে আহত প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ক্ষ্যাপা কুকুরের কামড়ে আহত হয়েছেন সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী। সোমবার দুপুর ১২ টায় শহরের সরকারপাড়ায় ধোপাপুকুর পাড়ে তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সাংবাদিক সুভাষ চৌধুরী জানান, তিনি একটি ভ্যানে চড়ে শহর অভিমুখে আসছিলেন। এ সময় একটি কুকুর শাবক ভ্যানের চাকার নিচে পড়ে চিৎকার করে ওঠে। শাবকের কান্না শুনে পাশ থেকে শাবকটির মা দ্রুতবেগে ছুটে এসে তার পায়ে সজোরে কামড় বসিয়ে দেয়। ক্ষিপ্রতার সাথে তার বাম পায়ে কয়েকটি দাঁত বসিয়ে দেওয়ায় রক্তক্ষরণ শুরু হয়। কুকুরের কামড়ে তার পরনের প্যান্টও ছিড়ে যায়। মুহুর্তেই কোনো কিছু বুঝে উঠবার আগেই কুকুরটি অপর একজন পথচারীকে তাড়া করলে তিনিও মাটিতে পড়ে যান। পরে এলাকাবাসী কুকুরটিকে ধাওয়া দেয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
এদিকে সাংবাদিক সুভাষ চৌধুরী কুকুরের কামড়ে আহত হয়েছেন এই খবর পেয়ে হাসপাতালে সাংবাদিকরা তার চিকিৎসার খোঁজ খবর নিতে হাজির হন। তারা হাসপাতালে ও তার বাড়িতে উপস্থিত হয়ে তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest