সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

দেবহাটায় ইসমাইলের সংসার চলছে মাছ ও মাঁচায় সবজি চাষে

দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুর ইউনিয়নের ইসমাইলের সংসার চাষ ও সবজি চাষে নির্ভর। সে উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের মৃত. এজাহার সরদারের পুত্র। সংসারের অভাবের তাড়নায় পড়ালেখা করতে পারেনি ইসমাইল। তাই জীবন-জীবিকা পরিচালনার উৎস্য হিসাবে প্রথমে মাছ চাষ শুরু করেন। পরে একই মৎস্য ঘেরের বেড়িতে নানান সবজি চাষ করে আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরেছে। তার মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব ঘটেছে। এ পদ্ধতিতে লাউ, কুমড়া, শিম, খিরাই, পুঁইশাক, ধুন্দুল, বরবটি ও করলার বাম্পার ফলন হয়েছে। এতে আয় যেমন কয়েক গুণ বেড়েছে তেমনি দেশে সবজির চাহিদা মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহযোগীতা করছে। একই সাথে মৎস্য ঘেরের ভেড়িতে ঢেঁড়শ, কলা, টমেটোসহ বিভিন্ন সবজির চাষ হচ্ছে।
উপজেলার দক্ষিণ সখিপুর গ্রামের কৃৃষক ইসমাইল হোসেন জানান, তিনি তার ৬ বিঘা জমির ঘেরে মাচা পদ্ধতিতে এ চাষাবাদ করেছেন। বছরের বিভিন্ন মাস অনুযায়ী এভাবেই মাছের পাশাপাশি সবজি উৎপাদন চলবে।
ঘেরের পানি শুকিয়ে গেলে রোপণ করা হবে ধান। তার ৬ বিঘা ঘেরে নেট, বাঁশ ও কট সুতা দিয়ে মাচা তৈরিতে দশ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু বাম্পার ফলনে ইতোমধ্যে ৭০ হাজারের বেশি টাকা আয় করেছেন। সামনে আরও আয় হবে। পাশাপাশি ১৫বিঘা জমিতে পানিফল চাষ করেছেন। যা মৌসুমী চাষ হিসাবে ব্যপক সাফল্য এনেছে। সংসার জীবনে প্রবেশের আগে থেকে মাছ চাষ এবং ৫/৬ বছর ধরে তার ভেড়িতে সবজি চাষ। কিন্তু সরকারি কোন সুযোগ সুবিধা না পেয়ে নিজ উদ্যোগ আর ঋণের মাধ্যমে মাছ ও সবজি চাষ করে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। সরকারি বেসরকারি ভাবে ঋণের সুবিধা পেলেই কৃষিতে আরো বিপ্লব বয়ে আনতে পারবেন বলে জানিয়েছেন ইসমাইল।
কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন জানান, যে পরিমাণ সবজি উৎপাদন হয়ে থাকে তার অধিকাংশ উৎপাদিত হয় মৎস্য ঘেরের আইলে অথবা মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে। যা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। মাঁচা পদ্ধতিতে সবজি চাষ লাভজনক হওয়ায় এ পদ্ধতিতে চাষাবাদ দিন দিন বাড়ছে

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা সংকটে তালা হাসপাতাল: সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৬ চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক : নামে তাল পুকুর কিন্তু ঘটি ডোবে না। সাতক্ষীরার তালা উপজেলার প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের চিকিৎসা সেবার জন্য স্থানীয় সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত রয়েছেন মাত্র ৬ জন ডাক্তার। পর্যাপ্ত ওষুধ বরাদ্দ থাকলেও তা ঠিকমত বন্টন হয়না রোগীদের মাঝে। খাদ্য তালিকাতেও রয়েছে শুভংকরের ফাঁকি। অফিস টাইমেও হাসপাতাল কোয়ার্টারে বসে প্রাইভেট রোগী দেখেন একাধিক ডাক্তার। ফলে উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন আগত শত শত রোগী চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যান বাড়িতে। পক্ষান্তরে দীর্ঘ দিন একই স্থানে কর্মরত কর্মচারীরা বস্ স্টাইলে থাকেন পুরনো স্টাইলে, চড়েন ভিআইপি গাড়ি, খবরদারী করেন বহিরাগত কর্মকর্তা-কমচারীদের উপর। সব মিলিয়ে তালা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় চলে এসেছে হ-য-র-ব-ল অবস্থা। হাসপাতাল সূত্র জানায়, তালা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির জন্য ৩৪ জন ডাক্তারের পদ থাকলেও পোস্টিং রয়েছে মাত্র ৬ জনের। ২৩১ জন কর্মচারীর পদ থাকলেও আছে ১৫৫ জন।
হাসপাতালে নেই কোন অভিজ্ঞ ডাক্তার, নেই কোন সার্জন, এ্যানেসথেসিয়া, গাইনি, চক্ষু, কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ পোস্টিং নেই। এক্সরে মেশিনটিও বিকল রয়েছে মাসাধিককাল। এই অসংখ্য নেই এর ভিড়ে ভাল নেই জনপদের লক্ষ লক্ষ সাধারণ মানুষ। যে কারণে হাসপাতালে কোন জটিল রোগী আসলেই খুলনা মেডিকেল অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে চরম ডাক্তার সংকট ও অসংখ্য নেই এর কারণে চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানান সেখানকার ডাক্তাররা। নাম প্রকাশে অনিচ্ছুক ডাক্তার থেকে শুরু করে ভূক্তভোগী রোগী সাধারণের একটি বড় অংশের অভিযোগ, তালা হাসপাতালের ক্যশিয়ার হাফিজুর রহমান (বর্তমানে প্রধান সহকারী) চাকরির শুরু থেকে অদ্যবধি প্রায় ৩০ বছর যাবৎ কর্মরত রয়েছেন হাসপাতালটিতেই। প্রতিমাসে নানা অজুহাতে ডাক্তার থেকে শুরু করে কর্মচারীদের বেতনের বড় একটি অংশ চলে যায় তার পকেটে।
এ ব্যাপারে অভিযুক্ত ক্যাশিয়ার হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে দাম্ভিকতার সাথে বলেন, ৩০ বছর চাকুরী জীবনে মাত্র ৯ মাসের জন্য শ্যামনগর বদলি হয়েছিলাম বাকি জীবন তালা হাসপাতালেই আছেন, কেউ তাকে কিছু করতে পারেননি।
তালা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কুদরত-ই-খূদা জানান, প্রায় সকল হাসপাতালে একই রকম ডাক্তার সংকট চলছে। ডাক্তার স্বল্পতার কারণে চিকিৎসা সেবা কিছুটা হলেও বিঘিতœ হচ্ছে, তবে তারা যথাসাধ্য চেষ্ট চালিয়ে যাচ্ছেন মানিয়ে নিতে।
স্থানীয় প্রভাবশালী কর্মচারীদের প্রসঙ্গে তিনি জানান, অন্যান্য দপ্তরে স্ব-স্ব এলাকায় পোস্টিংয়ের নিয়ম না থাকলেও তাদের দপ্তরে এনিয়ে কোন বিধি নিষেধ নেই।
এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক ডাক্তার কর্মচারীরা জানান, নিয়োজিত ডাক্তারদের মধ্যে একমাত্র রাজীব সরদারই সারাক্ষণ ডিউটি করেন। বাকিদের মধ্যে ডাঃ আবু সাঈদ রিপন সপ্তাহে ৩ দিন ডিউটি করেন তালায় বাকি ৩ দিন অন্যত্র ডিউটি করেন। ডাঃ সাহারুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া ও সপ্তাহের সব দিন হাসপাতালে থাকেননা। ডাঃ বন্যা দাশের পোস্টিং তালা হাসপাতালে থাকলেও তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালেই আসেননা। এছাড়া ডাঃ পুষ্পাঞ্জলী রায় সপ্তাহে ১/২ দিন হাসপাতালে আসলেও বাকী দিন গুলি তিনি কাটান অন্যত্র। কি এমন যাদু জানেন ঐ ডাক্তাররা? এছাড়া তাদের খুঁটির জোরটাই বা কোথায়? এমন প্রশ্ন এখন তালাবাসীর মুখে মুখে।
তালা হাসপাতালের ফার্মাসিস্ট বিকাশ কুমার পাল ওষুধ বন্টনে অনিয়মের ব্যাপারটি কৌশলে এড়িয়ে যান।
এ প্রসঙ্গে কথা হয়, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানমের সাথে। তিনি জানান, ডাক্তার সংকট থেকে শুর করে বিভিন্ন অনিয়মের কারণে উপজেলাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এটা নিতান্তই দুঃখজনক ব্যাপার। এসব ব্যাপারে তিনি উর্ধ্বতন কতৃপক্ষের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, আমরা বারংবার বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কাজ নাহওয়ায় তিনি নিজেও হতাশ।
ভুক্তভোগী এলাবাসী সকল সংকট কাটিয়ে তালা হাসপাতালে গতিশীলতা ফেরাতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা

দেবহাটা ব্যুরো : দেবহাটায় “জেলা প্রশাসক কাপ” ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুরিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান বিকাশ সরকার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এসময় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে সঠিক নিয়ম মেনে দক্ষতার সাথে বিজয় অর্জন করতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের আঞ্চলিক কমিটি গঠনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি : রবিবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরার বাঁকাল কোল্ডস্টোর মোড়ে ৬নং ওয়ার্ড আ ’লীগের কার্যালয়ে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর ইসলাম এর সভাপত্বিতে পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের বাঁকাল (মেডিকেল কলেজ) এলাকার আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের বিল্পবী সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৭নং আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা শের আলী, আনছার আলী, কামরুল ইসলাম, ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল আজিজ। আরো ও উপস্থিত পৌর ৬নং ওয়ার্ড আ’লীগের আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি ছিলেন আবুল কাশেম, রওশন আলী, আশরাফুল ইসলাম, রানা, হারুন, হাসান উল্লাহ বাবু, পিয়ার মুন্সি প্রমূখ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলন এর মাধ্যমে বাঁকাল আঞ্চলিক কমিটি গঠন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতা দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকরা পরীক্ষার হলে উত্তর লিখে দেন! ২ শিক্ষক বহিষ্কার

মো. বশির আহমেদ : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষার ডিউটিরত শিক্ষকরা নিজেরাই পরীক্ষা চলাকালীন ব্লাকবোর্ডে প্রশ্নের উত্তর লিখে দিচ্ছেন! আর তা দেখে দেখে পরীক্ষার্থীরা উত্তরপত্রে উত্তর লিখছে! এ যেন ৮০ ও ৯০’র দশকের সেই নকল উৎসবের কাল! প্রশ্ন উঠেছে এধরনের পরীক্ষা কেন্দ্র থাকার প্রয়োজন আছে কিনা।
উল্লেখ্য, ৫ নভেম্বর রবিবার জেডিসি আরবি ২য় পত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী ও ২ মাদ্রাসার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাদ্রাসার সুপার শেখ শফিউল্লাহ হাবিবী জানান, এ কেন্দ্রে ১১ টি মাদ্রাসার ৩৮৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৩জন। রবিবার আরবী ২য় পত্র পরীক্ষায় কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আহম্মেদ মাছুম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ৪ শিক্ষার্থী ও ২জন শিক্ষককে বহিস্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নলতা আহছানিয়া দারুল উলুম মাদ্রাসার ৩ ছাত্রী তাদের রোল নং যথাক্রমে ২৬৭৬১৭, ২৬৭৪৯৯, ২৬৭৪৫০০ ও ঘোনা মাদ্রাসার ছাত্র ১জন রোল ২৬৭৪৩০। পরীক্ষার হলে ব্লাক বোর্ডে উত্তর লিখে নকলে সহযোগিতার অভিযোগে কাশিবাটি মহিলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস ও জাফরপুর মাদ্রাসার সহকারী শিক্ষক এমদাদুল হককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। এদিকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণ পরীক্ষার ১ম দিন থেকে পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত থাকায় শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়া নলতা আহছানিয়া দারুল উলুম আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষকবৃন্দ কেন্দ্রের মধ্যে অবস্থান করে থাকেন। এসব শিক্ষকরা এই কেন্দ্রটিতে নকলের স্বর্গ হিসেবেই দেখছেন।
শিক্ষা সংশ্লিষ্ট উদ্বিগ্ন সচেতন শিক্ষাবিদরা এই পরীক্ষা কেন্দ্রটির বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়ার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুদক দুর্নীতিমুক্ত নয় : টিআইবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিমুক্ত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। এ ছাড়া সংস্থাটি সবক্ষেত্রে প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজও করতে পারে না বলেও জানানো হয়।

রোববার ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলনে। ঢাকায় ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইবির গবেষণায় উঠে এসেছে ব্যাংকিং সেক্টর, রিয়েল এস্টেট কোম্পানিসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবমুক্ত হয়ে দুদক সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে- এমনটা বলা যাবে না। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পারছে না দুদক।

ইফতেখারুজ্জামান বলেন, ‘যে অভিযোগগুলো আমরা দুদকের কাছে সুনির্দিষ্ট প্রস্তাবসহ পরামর্শ দিয়ে থাকি, সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য। কোনো কোনো ক্ষেত্রে তা হয়, কিন্তু সার্বিকভাবে হয় না। এমন একটা পর্যায়ে দুদক দুর্ভাগ্যক্রমে যেতে পারেনি যে, দুদককে সম্পূর্ণ ক্লিন একটা প্রতিষ্ঠান, সেটা বলা যাবে না। তবে সেদিকে যাওয়ার চেষ্টা হচ্ছে সে সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নেই।’

টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, ‘মানুষ যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে বা নিয়ে আসবে বলে সম্ভাবনা সৃষ্টি করা হয়েছে তিনি যদি আবার বিচারকের আসনে বসেন, তিনি নিজে এবং নিজের অধীনস্তদের একাংশকে সুরক্ষা করার চেষ্টা করবেন। এ প্রবণতা হওয়াটা মোটেও অস্বাভাবিক না।’

২০১৪ সালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুদককে দুর্নীতি প্রতিরোধে গণশুনানি করার আদেশ জারি করে। পরে ২০১৬ সাল পর্যন্ত সংস্থাটি ৩৫টি শুনানি করে। ২০১৬ সালের জুন পর্যন্ত ১৭টি শুনানির কার্যকারিতা নিয়ে গবেষণা চালায় টিআইবি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার সঙ্গে শ্যাননের বৈঠক সোমবার

যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাল সোমবার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। বেলা পৌনে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে।

চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

শামসুদ্দিন দিদার আরো জানান, কানাডিয়ান পার্লামেন্টের একটি প্রতিনিধিদল কাল সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করবেন। এতে কানাডিয়ান হাইকমিশনারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খুলনাকে হারিয়ে ঢাকার প্রথম জয়

দলে একাধিক বিদেশি তারকা, তারপরও প্রথম ম্যাচটা হেরে যায় ঢাকা ডায়নামাইটস। সিলেটের বিপক্ষে আগের ম্যাচটা হেরে বেশ চাপে ছিলেন সাকিব আল হাসান। তবে আপাতত চাপমুক্ত ডায়নামাইটসের অধিনায়ক। নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পেল তাঁর দল।

টস হেরে ব্যাটিং করতে নেমে খুলনার বোলারদের পিষ্ট করে ২০২ রানের বড় স্কোর দাঁড় করে ঢাকা ডায়নামাইটস। জবাবে ১৩৭ রানেই শেষ হয় খুলনার ইনিংস।

২০৩ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে কখনই সপ্রতিভ ছিলেন না খুলনার ব্যাটসম্যানরা। শুরুতেই জোড়া আঘাত করে খুলনার ইনিংস কাঁপিয়ে তোলেন সাকিব আল হাসান। ৮ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও কার্লোস ব্রাফেটকে ফেরান এই স্পিনার। চ্যাডউইক ওয়ালটন কিছুটা হাত খোলার চেষ্টা করেছিলেন। তাঁকেও ফেরান সাকিব।

৪৩ রানে তিন উইকেট ফেরান খুলনা আর কখনই ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১৩৭ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। জফরা আর্চার করেন সর্বোচ্চ ৩৬ রান। এ ছাড়া ওয়ালটন ৩০ ও রিলে রুশো করেন ২৩ রান।

আবু হায়দার রনি তিনটি উইকেট নেন। এ ছাড়া সাকিব ও খালিদ আহমেদ নেন দুটি করে উইকেট।

এর আগে আজ টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিল ঢাকা ডায়নামাইট। উদ্বোধনী জুটিতে আসে ৩৬ রান। সেখানে কুমার সাঙ্গাকারার অবদান ১২ বলে ২০ রান। এই ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৯ ওভারে ১১৬ রান যোগ করেন ক্যামেরন দেলপোর্ট ও এভিন লুইস। ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দেলপোর্ট। দলীয় ১৫৬ রানে লুইস ফিরে যান। ৪০ বলে ৬৬ রান করেন তিনি। এরপর ১৫তম ওভারে ৬৪ রান করা দেলপোর্ট ফিরে গেলে ঢাকার রানের চাকাটা স্থবির হয়ে পড়ে। সাকিব আল হাসান, কাইন পোলার্ডরা তেমন কিছুই করতে পারেননি। সাকিব এক ও পোলার্ড করেন পাঁচ রান। শেষে দিক সুনীল নারাইন ১১ বলে ১৬ রান করলে শেষ পর্যন্ত ২০২ রানের বড় সংগ্রহ পায় ঢাকা ডায়নামাইটস।

খুলনা টাইটানসের আবু জায়েদ ও শফিউল ইসলাম নেন দুটি করে উইকেট।

ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন দেলপোর্ট।

খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আরিফুল হক, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest