সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

শ্যামনগর কালিন্দি নদীতে পতাকা বৈঠক : ১৭ বাংলাদেশি জেলেকে ফেরত

নিজস্ব প্রতিবেদক : ট্রলার নষ্ট হয়ে ভারতীয় জলসীমানায় আশ্রয় নেওয়া ১৭ বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে পুলিশের কাছে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ ও বিএসএফ। এ সময় নষ্ট ট্রলার এমবি জিন্দাপীরও হস্তান্তর করা হয়। রোববার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের কালিন্দি নদী পথে ভারতের হেমনগর ও নামখানা থানার পুলিশ তাদেরকে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা জেলেদের সবারই বাড়ি বাগেরহাট ও কক্সবাজার জেলায়।
হস্তান্তর প্রক্রিয়ায় এ সময় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নানসহ ২৫ সদস্য এবং ভারতের পক্ষে হেমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চন্দ্রসহ সে দেশের পুলিশ ও বিএসএফ এর ২৫ সদস্য অংশ নেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গত ২৭ সেপ্টেম্বর নদীতে মাছ ধরার সময় ১৭ বাংলাদেশী জেলেকে বহনকারী ট্রলার এমবি জিন্দাপীর বিকল হয়ে পড়ে। এরপর তারা ভারতীয় জেলে ও নামখানা থানার সহায়তায় ভারতীয় সীমান্তে আশ্রয় নেয়। আজ দুপুরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে শ্যামনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া সীমান্তে থেকে নারী ও পুরুষসহ আটক ৫

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার দুপুরে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পিরলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লাহু শেখ (৩২), মৃত কাশেম শেখের ছেলে সেলিম শেখ (৩৫), সেকেন্দার শিকদারের স্ত্রী আদুরী বেগম (৩৩), কওছার বিশ্বাসের মেয়ে তানিয়া খাতুন (২৬) ও যশোর জেলার নওয়াপাড়া এলাকার ইছামতি গ্রামের আশরাফুল শিকদারের স্ত্রী রিপা খাতুন (২৮)।

বিজিবির কাকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার পথে টহলরত বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ সংলগ্ন রিভার পিলারের কাছ থেকে উক্ত ৫জনকে আটক করা হয়। তবে, এসময় পাচারকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিজিবি সদস্য সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের নামে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদক সেবীর সাজা

তরিকুল ইসলাম লাভলু : ৩ মাদক সেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে। আটককৃত মাদক সেবীরা হলো দেবহাটা উপজেলা নাংলা গ্রামের গোলাম বিশ্বাসের পুত্র আতিক হাসান বাপী (২২), মাজেদ বিশ্বাসের পুত্র ইয়াছিন বিশ্বাস (২৮) ও একই গ্রামের আইয়ুব গাজীর পুত্র বাপ্পী গাজী (২৭)। রবিবার সকালে কালিগঞ্জ থানার এসআই ফনি ভুষন সরকার ও এসআই আলগীর হোসেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার সাদবসু এলাকা থেকে মাদ্যপান অবস্থায় বেসামাল ৩ যুবককে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেষ্ট্রেট নূর আহম্মেদ মাছুম নলতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে মাদক দ্রব্য আইনে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল হাজত প্রদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নানা আয়োজনে সাতক্ষীরায় প্রথমআলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : প্রথমআলোর সাহসী ১৯-এ স্লোগান নিয়ে সাতক্ষীরায় প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার,বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও পিয়ার’ এ গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার ১১টায় সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা কলেজ শিক্ষক ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ সুপার মো: আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য অ্যাড, শাহনেওয়াজ পারভিন মিলি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপধাক্ষ্য আব্দুল হাদী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহি, জেলা ন্যাপের সভাপতি কাজী সাইদুর রহমান, দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি এম, কামরুজ্জামান ও বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত। স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরায় প্রথমআলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
বক্তরা বলেন, হাজার গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলাম প্রথমআলো। দেশেকে এগিয়ে নিতে প্রথমআলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রথমআলো মুক্তিযুদ্ধের চেতনায় একটি টগবগে দৈনিক। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজ উন্নয়নে ভূমিকার রেখে চলা প্রথমআলো যুগ যুগ জিয়ে থাকবে এ আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বন্ধুসভার সদস্য তানিয়ার ‘সূর্যোদয়ে তুমি সূর্য অস্তে তুমি ও আমার বাংলাদেশ’- দেশাত্ববোধক গান দিয়ে শেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যেভাগে বন্ধুসভার সদস্য অন্যান্য নৃত্য সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে প্রথমআলোর জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদা জাহান। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠান শেষে বন্ধুসভার সদস্যরা সাতক্ষীরা সদর হাসপাতালে যেয়ে রোগীদের সচেতনতা সৃষ্টি ও সাতক্ষীরা শহরের প্রাণ প্রাণসায়ের খাল রক্ষার জন্য জন্য ক্যাম্পেন করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিপিএ সম্মেলনের উদ্বোধন: মিয়ানমারকে চাপ প্রয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন এবং তাদের দেশ ছাড়তে বাধ্য করা শুধু এ অঞ্চলে নয়, এর বাইরেও অস্থিরতা তৈরি করছে। মিয়ানমার সরকারের এমন আচরণের জন্য সেখান থেকে ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে আসা আরও প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।’

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িকভাবে আমরা এই বিপুল সংখ্যক রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছি। আপনাদের অনুরোধ জানাবো রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনা করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জাতীয় সংসদ, বিভিন্ন স্তরের স্থানীয় সরকারসহ আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছি।’

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যানবাহনে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

এরই মধ্যে দেওয়া রাজধানীতে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনার অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদনের পর আজ রোববার এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

গত ৮ অক্টোবর ঢাকায় মালিক-চালকদের কাছে থাকা যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ঢাকার সঙ্গে সঙ্গে সারা দেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।

ওই রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দদূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

শুনানি শেষে গত ২৩ আগস্ট রাজধানীতে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ২৭ আগস্টের পর কোনো গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হলে ওই পরিবহন জব্দেরও নির্দেশ দেন আদালত।

এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭৮

আসাদুজ্জামান : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৫ জন, কলারোয়া থানা ১৯ জন, তালা থানা ৮ জন, কালিগঞ্জ থানা ৮ জন, শ্যামনগর থানা ৭ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতিপক্ষের স্বেচ্ছাচারিতায় সর্বোচ্চ আদালতের রায় সত্বেও জমির দখল পাচ্ছে না প্রকৃত মালিক

নিজস্ব প্রতিবেদক : প্রতিপক্ষের স্বেচ্ছাচারিতায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় থাকা সত্বেও জমির দখল পাচ্ছে না ক্রয়কৃত জমির প্রকৃত মালিক। সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো. আবুল হাসেম জানান, তিনি ৪৪ বছর ধরে ক্রয়কৃত জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু ২০০৬ সালে মৃত মাদার সরদারের ছেলে মো. আব্দুস সালাম পাটিশন মামলা করেন। মামলার প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট কোর্ট আব্দুস সালামের পক্ষে রায় দিলে আদালতের নির্দেশে তিনি জমির দখলদারিত্ব ছেড়ে দেন। এরপর তিনি ক্রয়কৃত জমি ফেরত পেতে জেলা জর্জ কোর্টে ৭৮/০৬ নম্বর মামলা দায়ের করেন। জেলা জর্জ কোর্ট আবুল হাসেমের পক্ষে রায় দিলে প্রতিপক্ষ আব্দুস সালাম ২০১৪ সালে জর্জ কোর্টের রায়ের বিপক্ষে হাইকোর্টে  মামলা করেন। হাইকোর্ট আবুল হাসেমের পক্ষে রায় দিলে রায়কে চ্যালেঞ্জ করে আবারো বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলা করেন প্রতিপক্ষ আব্দুস সালাম। কিন্তু বরাবরের মত বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় পুনঃবহাল রাখে।

ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি ডা. মো. সামছুজ্জামান বলেন, আবুল হাসেম তার ক্রয়কৃত জমির দখলদারিত্ব ফিরে পেতে পুলিশিং কমিটির নিকট লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে  শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে আদালতের রায় অনুযায়ী আবুল হাসেমের জমির দখল দিতে প্রতিপক্ষ আব্দুস সালামকে অনুরোধ করা হয়। কিন্তু জনতার রায় ও উচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে শুরু করে টালবাহানা।

ইউপি সদস্য ও ওয়ার্ড পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান ময়না বলেন, উচ্চ আদালতের রায়কে মেনে নিয়ে স্থানীয়ভাবে শালিস করা হয়। জনতার রায় ও উচ্চ আদালতের রায়কে সম্মান জানিয়ে প্রতিপক্ষ আব্দুস সালামকে জমির প্রকৃত মালিক আবুল হাসেমকে ভোগ দখল করতে দিতে বলা হয়। কিন্তু তারা কারো কথা এবং কোর্টের রায় তাচ্ছিল্য করে। জমির প্রকৃত মালিক আবুল হাসেম জানান, তাকে জমিতে না যাওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি দিতে থাকে প্রতিপক্ষরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest