সর্বশেষ সংবাদ-
আশাশুনির আনুলিয়া ও কাপসন্ডায় সড়ক নির্মান কাজে দুর্নীতির অভিযোগবাঁশদহে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়াকেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার’: সাতক্ষীরা শহর ছাত্রদলের নিন্দাসাতক্ষীরার আপন প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড অর্জন করেছেমুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা দেবহাটা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভাআশাশুনি বকচরে মানবতার আলোর শীতবস্ত্র বিতরণসাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগ

আমিই শাকিবের প্রিয়তমা : বুবলী

কেমন আছেন?

বেশ ভালো আছি। কিছুটা ব্যস্তও বটে।

কী নিয়ে এত ব্যস্ততা?

বর্তমানে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ নিয়ে ব্যস্ত রয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রাথমিক কথা-বার্তাও চলছে।

শোনা যাচ্ছে, শাকিব খানের প্রিয়তমা ছবিতে আপনি অভিনয় করছেন…

হ্যাঁ, কথাটা সত্য। আসলে এই ছবির প্রস্তাব পেয়েছিলাম ছয় মাস আগে। হিমেল আশরাফ তখন ছবির কাহিনী শুনিয়ে ছিলেন। পাশাপাশি ইচ্ছা পোষণ করেছিলেন শাকিব খান ও আমাকে নিয়ে এটি নির্মাণের। এর মধ্যে শাকিব খানও বেশ ব্যস্ত হয়ে পড়েন। তাই চিত্রনাট্য হাতে পাননি তিনি। সম্প্রতি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ শুটিংয়ের ফাঁকে শাকিব খান গল্পটি শোনেন।

তারও মনে ধরে এটি। একটা পর্যায়ে ছবিটি প্রযোজনার সিদ্ধান্ত নেন। সত্যি বলতে কি ছবিটির কাহিনীতে ভিন্নতা রয়েছে।

ছবি তৈরির আগে বেশির ভাগ সময় কাহিনীর ভিন্নতা কথাটা শোনা যায়…

আপনার কথাটা ফেলে দিতে পারব না। কিছুটা হলেও সত্য। তবে ‘প্রিয়তমা’ ছবিটির কাহিনী সত্যি একটু ভিন্ন। বাকিটা না হয় পর্দা উঠলেই  বোঝা যাবে। এ ছাড়া শাকিব খানের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করা যে কোনো নায়িকার জন্য বড় পাওয়া বলে মনে করি।   সেখানে তার নিজের প্রোডাকশন হাউস থেকে কাজের সুযোগ পাওয়া আরও সৌভাগ্যের। এটি আমার জন্য অন্যতম মাইলফলক হবে।

তার মানে শাকিব খানের প্রিয়তমা আপনি?

হা. হা.. হা… সিনেমাটিক ওয়েতে বললে তাতো বলতেই হয়। ছবিতে শাকিব খানের ‘প্রিয়তমা’ আমি।

আর হার্টর্িবট প্রোডাকশনের ছবিটা…

আশিক ভাইয়ের কাজ এক কথায় দুর্দান্ত। ইতিমধ্যে বেশ কয়েকটি ভালো কাজ করেছেন তিনি। তা ছাড়া তাপসী ম্যাডাম একজন সিনেমাপ্রেমী মানুষ। তাই এই প্রোডাকশনের কাজ করা মানে আরও ভালো কিছু শেখা। এই ছবিতেও শাকিবের বিপরীতে দর্শকরা পাবেন আমাকে। তবে শিগগিরই তাদের (দর্শকদের) জন্য চমক রয়েছে সামনে।

চমক, একটু পরিষ্কার করে বলবেন কি?

শিগগিরই নতুন নায়কের বিপরীতে দেখা যাবে আমাকে। এ ছাড়া একটি ধারণা পরিষ্কার করতে চাই। আমার এবং শাকিবের যে ছবিগুলো নির্মিত হচ্ছে বা সামনে হবে সেগুলো তো আর এক সঙ্গে মুক্তি পাচ্ছে না। আরও ২ থেকে ৩ বছর লেগে যাবে এগুলো ফাঁকে ফাঁকে পর্দায় উঠতে। আমাদের ছবি মুক্তি পেয়েছে মাত্র ৪টি। আসলে অন্য নায়কের সঙ্গে এখনো ছবি মুক্তি না পাওয়ায় মনে হচ্ছে আমরা যেন জুটি বেঁধে কত ছবি করে ফেলেছি।

এই স্বল্প ক্যারিয়ারে প্রত্যাশা ও প্রাপ্তি…

কোনো অনুষ্ঠানে দর্শকরা যখন আমাকে চেনে, সেলফি তুলতে চায় তখন বিষয়টা সত্যি আনন্দের। চেষ্টা করছি অভিনয়ের সেরাটা নিংড়ে ঢেলে দিতে। এ ছাড়া পরিচালক হিসেবে নবীন এবং প্রবীণের সঙ্গে কাজের সুযোগ হচ্ছে আমার। তরুণরা নিত্যনতুন আইডিয়া ছবিতে আনছেন। যা সিনেমার জন্য পজেটিভ। আর  প্রবীণদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। দুই প্রজন্মের পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরুষের সাজে সানি লিওন

শরীর জুড়ে কালো পোশাক। জামার উপরে জ্যাকেট।
রাগী দৃষ্টিভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছেন। মুখের কাছেই একটা মাইক্রোফোন রাখা। দেখার পর যে কেউই মনে করবে এটা কোনো একজন পুরুষ মানুষের ছবি। কিন্তু আসলে তা নয়। ছবিটি মূলত সানি লিওনের; তিনি তার এই পুরুষ বেশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

ইন্টারনেট দুনিয়াতে সানির যত সব হট লুকের ছবি ঘোরাফেরা করে বেড়ায়। তবে এবারই প্রথম সে পুরুষ লোকের কোনো ছবি শেয়ার করলেন।

কিন্তু হঠাৎ করেই এই নায়িকা কেনো পুরুষ সাজতে গেলেন তা নিয়ে তার ভক্তরা ইনস্টাগ্রামে হামাগুড়ি দিয়ে নেমেছেন। তবে সানি সেখানে কোন উত্তরই দেয়নি।
তার ছেলে সাজার ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন যে, পুরুষ হওয়া খুব সহজ কাজ নয়।

সানি তেরা ইন্তেজার ছবিতে আরবাজ খানের সাথে অভিনয় করেছেন। সেখানে সানিই ছবির নায়িকা। সম্প্রতি কয়েকদিন পূর্বেই সেই ছবির আইটেম গানটি উন্মুক্ত হয়। গানটিতে সানি লিওনকে দেখা গেছে আইটেম ডান্সারের চরিত্রে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সদর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষকলীগ সদর উপজেলা শাখার বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স.ম তাহমিনুর রহমান টুটুল। প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনঞ্জুর হোসেন, সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, পৌর কৃষকলীগের আহবায়ক শামছুজ্জামান জুয়েল প্রমুখ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি- সম্পাদক, আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষকলীগ নেতা শাহ আলম শাহীন। উক্ত বর্ধিত সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সাংগঠনিক আলোচনা এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের পতাকাতলে একতা বদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সরকারি ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধসহ সাত দফা দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরায় দেশপ্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা দেশ প্রেমিক পরিষদ ও মানবতার তরুণ সংস্থার প্রতিষ্ঠাতা আলাউদ্দিন, মানবতার তরুণ সংস্থার সহ-সভাপতি রাসেল মোল্লাহ, সহ-সভাপতি নাজমুল সাকিব, সাধারণ সম্পাদক হাসেম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারনে রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যে কারনে ভুল চিকিৎসায় অনেক রুগীর মৃত্যুও হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। নার্সদের দিয়ে হাসপাতাল পরিচালনা করা, বিশেষজ্ঞ ডাক্তারদের সাইনবোর্ড লাগিয়ে রোগীদের সাথে প্রতারোনা করা হচ্ছে। অবিলম্বে সরকারের এ সকল বিষয়ে গুরুত্ব দেয়ার আহবান জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের অবিভাবক সমাবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সকালে সাতক্ষীরা পৌরসভার ব্যবস্থাপনায় ৬০ জন কোমলমতি প্রতিবন্ধী শিক্ষার্থীকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, শিক্ষক প্রতিনিধি হাবিবুল্লাহ হাবিব, সহকারি শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামানসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং অবিভাবকবৃন্দ। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আটক ১

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে নওয়াবেঁকীতে জয়শ্রীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে একই এলাকার দশম শ্রেণির এক ছাত্রীকে আরিফুল (২২) নামের এক লম্পট তার ইচ্ছার বিরুদ্ধে ঝাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রীর আত্মীয়রা প্রতিবাদ করলে তাদেরকেও মারপিট করে আহত করে। ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। থানা পুলিশ ১ নং আসামীকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ছফুরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (প্রয়াত সাংবাদিক) লুৎফার রহামনের নাতনী। স্কুল ছাত্রী ¯ু‹লে যাওয়া আসার পথে লম্পট আরিফুল ও তার সঙ্গীরা প্রায় সময় তাকে উত্যক্ত করত। সোমবার স্কুলের কোচিং থেকে বাড়ি ফেরার পথে জনৈক মজিবর রহমানের বাড়ির সামেনে পৌঁছালে পূর্বে থেকে ওতপেতে থাকা লম্পট আরিফুল ও তার সঙ্গীদের নিয়ে ছাত্রীর গতিরোধ করে। এক পর্যায়ে তার পরিহিত ওড়না কেড়ে নেয় এবং তাকে ঝাপটে ধরে টানা হেঁচড়া করে ধর্ষনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী সবজি খেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। ছাত্রীর আত্মচিৎকারে তার নানী সহ অন্যান্য মহিলারা ছুটে এসে প্রতিবাদ করলে লম্পট ও তার আত্মীয় স্বজন সহ সঙ্গীরা তাদেরকে মারপিট করে। আহত স্কুল ছাত্রী বর্তমানে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা শাহাদাৎ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামী করে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেন, এ ধরনের ঘটনা আমি কখনও প্রশ্রয় দেব না। আমি যতদিন শ্যামনগর থানায় দায়িত্ব পালন করব ততদিন যেন জয়শ্রীর মতো আর কোন ছাত্রীর মর্মান্তিক মৃত্যু না ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা এবং চোরাচালান নিরোধ কমিটির সভাসহ উপজেলা পরিষদের বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে ওই মাসিক সভাগুলো অনুষ্ঠিত হয়।
সেখানে পৃথক অনুষ্ঠানে পিইডিপি-৩ এর অর্থানের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসেসটিভ (হুইল চেয়ার, চশমা, বিশেষ ধরণের জুতা, ক্রাচ, শ্রবণ যন্ত্র) বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
‘এডভোকেসি সভা’র আয়োজন করা হয় বিনামূল্যে শিশুদের চোখের ছানি ও অন্যান্য অপারেশনের সুযোগ এর জন্য। সেটি সাইটসেভার্স এর অর্থায়নে ব্রাক ও সদর হাসপাতাল, সাতক্ষীরার বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।
তাছাড়া উপজেলার মাসিক এনজিও সমন্বয় সভাও অনুষ্ঠিত হয় সেখানে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে সভা ও অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, শেখ ইমরান হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, কাকডাঙ্গা, মাদরা, হিজলদি ও চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডারগন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি সরকারি কলেজে প্রথম অধ্যক্ষের যোগদান

আশাশুনি ব্যুরো : আশাশুনি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন মোঃ মিজানুর রহমান। তিনি কলেজটি জাতীয়করণের পর প্রথম অধ্যক্ষ। ৯ নভেম্বর তিনি কলেজে যোগদান করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে (প্রেসনে) কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে আশাশুনি কলেজে বদলি করা হয়েছে। আশাশুনি সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অফিসার ইনচার্জ (অধ্যক্ষ) রুহুল আমিন নবাগত অধ্যক্ষের কাছে দাপ্তরিক দায়িত্ব অর্পণ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest