সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে কর্মশালা  সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্নকলারোয়ায় মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না কিশোর নয়নেরসাতক্ষীরায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনবৃত্তি উৎসবের নামে সাতক্ষীরায় চলছে কোচিং সেন্টারের রমরমা বাণিজ্য: প্রশাসনের হস্তক্ষেপ কামনাসাতক্ষীরায়পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ৩ লাখ ৯৮ হাজার টাকার চেক হস্তান্তরসাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণসাতক্ষীরার প্রাণসায়ের খাল রক্ষায় যুব সমাজের দাবি আশাশুনি উপজেলা যুব দলের যুগ্ম আহবায়কের পিতার দাফন দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটক

যে খাবারগুলো পরপর খাওয়া ঠিক নয়

অনেকে বলে থাকেন, শরীরে কোন কাটা-ছেঁড়ার পর টক খাওয়া ঠিক নয়। কারণ টক খেলে ক্ষত বাড়বে, যদিও এটি ঠিক নয়।
আবার কেউ বলে থাকেন, ফল খাওয়ার পরে পানি খাওয়া উচিত নয়। এ কথাটা ঠিক। কারণ, ফল খাওয়ার পর এটা হজম হতে সময় লাগে। আর হজমে যেন অসুবিধা না হয়, সে জন্য যেকোনো ফল খাওয়ার পর পানি না খাওয়াটা ভালো। আরও জেনে নিন-

* সকালের খাবারের পরই চা পান করা ঠিক নয়। ভরপেট সকালের নাশতা খাওয়ার পরে চা খেলে কিডনিতে সমস্যা হয়। নাশতা খাবার ১৫ থেকে ২০ মিনিট পর চা পান করা উচিত।

* কলা এবং দুধ: কলা এবং দুধ একসঙ্গে সবাই খাই ঠিকই, কিন্তু এতে বিষক্রিয়া সম্ভাবনা প্রচুর।

* মাংস এবং আলু: মাংসের সঙ্গে ম্যাসড আলু খেলেই বিপদ।
কেন না ফাইবারের স্বল্পতায় শরীরে নানা রকম ক্ষতিকারক প্রতিক্রিয়া ঘটতে পারে।

* ডিম এবং বেকন: ডিমে রয়েছে হাই প্রোটিন আর বেকনে প্রচুর পরিমাণে ফ্যাট। যা এক সঙ্গে খেলে হজম হতে বেশ সমস্যা দেখা দেয়। এমনকী শরীর থেকে বেমালুম এনার্জি উধাও হয়ে যেতে পারে।

* বার্গার এবং ভাজাভুজি: বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই-ই খাওয়া হয় সাধারণত। ডুবো তেলে ভাজার কারণে এই দুই খাবার একসঙ্গে খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। পাশাপাশি রক্তচাপ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেয়।

* পিৎজা এবং সোডা: পিৎজায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তার সঙ্গে সোডা জাতীয় পানীয় গ্রহণ করা হলে মুশকিলে পড়তে পারেন। কেন না সোডায় প্রচুর পরিমাণে সুগার থাকে। যার জেরে হজমে বেশ সমস্যা দেখা যেতে পারে।

* অলিভ অয়েল এবং বাদাম: বাদামে প্রচুর প্রোটিন রয়েছে। আর অলিভ অয়েলে ফ্যাট। যা হজমে বেশ সমস্যা করতে পারে। শরীর বিগড়েও যেতে পারে।

* মাফিন এবং জুস: মাফিনে রয়েছে কার্বোহাইড্রেট। তার সঙ্গে জুস খেলে শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা আরও বেড়ে যায়। এই কারণে রক্তচাপ বেশ বেড়ে গিয়ে গোল বাধে।

* টোমেটো এবং পাস্তা: পাস্তা প্রচণ্ড ভারী খাবার এবং টোমেটোর মধ্যে অ্যাসিডিক উপাদানও ভরপুর। দুইয়ে মিলে শরীর বিগড়ে যাওয়ায় প্রভূত সমস্যা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পারফিউমের সুগন্ধ দীর্ঘ সময় ধরে রাখার উপায়

পারফিউম বা বডি স্প্রে ব্যবহারের পর কিছুক্ষণ যেতেই হালকা হতে থাকে সুগন্ধ। তাই দিনের শেষ পর্যন্ত পারফিউমের সুগন্ধ ধরে রাখবেন যেভাবে-

* গোসলের ঠিক পর: গোসলের পরই পারফিউম বা ব়ডি স্প্রে ব্যবহার।
এক্ষেত্রে জামা কাপড় পরার পর পারফিউম ব্যবহার করবেন।

* ঘষবেন না: অনেকেই পারফিউম স্প্রে করার পর দুই কব্জি ঘষে নেন, বা আঙুলের মাথা দিয়ে কানের পিছনে ঘষতে থাকেন। এটা করলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না।

* ময়াশ্চারাইজ: পারফিউম ব্যবহারের পর ময়াশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ থাকবে বেশিক্ষণ। ত্বকের যে অংশে পারফিউম বা সুগন্ধী লাগিয়েছেন তার উপর নন-সেন্টেড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

* ঠাণ্ডা জায়গা: গোসলের পর ব্যবহারের জন্য অনেকেই পারফিউম বাথরুমে রাখেন। কিন্তু আলো জ্বালালে, গোসল করলে গরম বাষ্পে সুগন্ধ নষ্ট হয়ে যায়। অন্ধকার, ঠাণ্ডা, শুকনো জায়গায় পারফিউম রাখুন। এতে সুগন্ধ ধরে রাখতে পারবেন।

* ভেসলিন: পারফিউম ব্যবহারের আগে কব্জি বা ত্বকের অন্যন্য অংশে ভেসলিন লাগিয়ে নিন। এতে আর্দ্র ত্বকে সুগন্ধ আটকে যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোন থানার ওসি সাহেবগিরি করলে তাকে সরানো হবে-আইজিপি

যদি কোন থানার ওসি সাহেব গিরি করে তাহলে তাকে সরানো হবে এবং প্রতিটি থানাকে দালাল মুক্ত করতে হবে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মো: শহীদুল হক (বিপিএম, পিপিএম) এ কথা বলেন।

তিনি আরো বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও সাধারণ মানুষকে একসাথে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চাঁপাইনবাবগঞ্জের সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান এ সময়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘আ’লীগ ছাড়া নির্বাচন করলে কী পরিস্থিতি হবে সবই জানেন ইনু’

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে কী পরিস্থিতি হবে সবই জানেন হাসানুল হক ইনু। তিনি (হাসানুল হক ইনু) এর আগেও আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করেছেন তখন কী পরিস্থিতি শিকার হয়েছিলেন তা ইনু ভুলে যাননি।

উল্লেখ্য, বুধবার (৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদের এক জনসভায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলে‌ছেন, আপনারা ৮০ পয়সা থাকতে পারেন। আপনি এক টাকার মালিক না। যতক্ষণ একটাকা হবে না ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনি ৮০ পয়সা আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন আর ইনু মিললে তবেই এক টাকা হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা যদি না থাকি তাহল ৮০ পয়সা নিয়ে রাস্তায় ফ্যা ফ্যা কর ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখ‌বেন না। সুতরাং ঐক্য করছি জাতির জন্য, দেশের জন্য, মানুষের জন্য। সবই ঐক্যের ফসল হিসাবে আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারী হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা বলেন। বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সম্বনয়ক মোহাম্মদ নাসিমের কাছে ইনুর বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ থেকে জানতে চাওয়া হবে।

তিনি আরও বলেন, ১৪ দল আমাদেরই একটি অঙ্গ সংগঠন। দলের নেতাকর্মীদের মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। তার বক্তব্যে কারণ কী তা জানা গেলে সব ঠিক হয়ে যাবে। অনেক সময় তিনি আত্মতৃপ্তির জন্য ডেকু তোলেন। পরে আবার ঠিক হয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডা. রুহুল হক এমপিকে গর্বিত সাতক্ষীরাবাসীর উষ্ণ সংবর্ধনা

মো. বশির আহমেদ : ‘বাংলাদেশের প্রথম পরমাণু প্রকল্পÑ রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অসামান্য অবদান রাখায়’ গর্বিত সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্্রতী বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা ম-লীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপিকে উষ্ম সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজের হল রুমে সর্বস্তরের পেশাজীবীদের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. বশির আহমেদের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের চিত্রের সম্পাদক আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ওসমান গনি পিপি, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা আ ’লীগ নেতা শেখ মাসুম, সাংবাদিক মনিরুল ইসলাম মিনি, শরিফুল্লাহ কায়সার সুমন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান টিটু, হিরণ, ফারিব আজমীরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধিত বলেন, বর্তমানে বাংলাদেশ পৌছে গেছে উন্নয়নের মহাসড়কে। সরকার অন্যান্য বিভাগের মতো বিদ্যুৎ বিভাগেও এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। তার অনন্য প্রমাণ বাংলাদেশের প্রথম পরমাণু প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন। যা বর্তমান সরকারের অধিনেই সম্পন্ন হতে চলেছে। এটি স্বাধীনতার পর আমাদের দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার আজবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম ডা. আ ফ ম রুহুল হক এমপি’র প্রশংসা করে বলেন, “রুহুল হক সাহেবের যোগ্যতাই তাকে জননেত্রী শেখ হাসিনার এত আস্থাভাজন করে তুলেছে। ডা. রুহুল হক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাই তিনি শুধু সাতক্ষীরা বা বাংলাদেশের নন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। আমরা সাতক্ষীরাবাসী তাকে পেয়ে গর্বিত। আমরা চাই আগামীতেও তার মাধ্যমে সাতক্ষীরার অসম্পূর্ণ উন্নয়ন কর্মকা- সম্পন্ন হোক।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, “আমি নিজে দেখেছি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. রুহুল হককে কতটা গুরুত্ব দেন এবং বঙ্গবন্ধু পরিবারের কাছে ডা. রুহুল হকের গুরুত্ব কতটা। আমরা সাতক্ষীরাবাসী এমন একজন নেতাকে পেয়ে সত্যিই গর্বিত। ডা. রুহুল হক এমপি সাতক্ষীরা জেলার সবচেয়ে সম্মানিত মানুষ। আমরা তাকে আরও সম্মানিত দেখতে চাই।”

অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডা. আ ফ ম রুহুল হক এমপিকে সম্মাননা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পদত্যাগ পত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটবিশ্বের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছেন মাশরাফিরা।

হাথুরু প্রায়ই বলেন, ২০১৯ সালের বিশ্বকাপে এই বাংলাদেশকে দিয়ে তিনি ক্রিকেট বিশ্বকে আরেকবার চমকে দিতে চান। যাওয়ার আগে এই বাংলাদেশকে ১৯৯৬ সালের ‘শ্রীলঙ্কা’ বানিয়ে যেতে চান।

তবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিতে বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। খবরটি প্রকাশ পেয়েছে ক্রিকইনফোতে।

প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড চন্ডিকা হাথুরুকে কোচ হিসেবে পেতে চায়। দুপক্ষ ইতিমধ্যে সমঝোতায় এসেছে। তবে গত বছর অক্টোবরেও পদত্যাগ করতে চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।

মার্চে শ্রীলঙ্কা সফরে যেয়ে হাথুরু আবার নিজ দেশে ফেরার কথা বলেন। ওই সময় ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘যদি শ্রীলঙ্কা আমাকে স্মরণ করে, তাহলে অবশ্যই আমি ফিরবো।’

বিসিবি এই পদত্যাগপত্র গ্রহণ করবে কী না, সে বিষয়ে কিছু জানা যায়নি। কোচ এবং কর্মকর্তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ক্রিকইনফোর শ্রীলঙ্কা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিনিধির নামে প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে এমন দাবি করা হয়েছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুস্মিতা সেনের ছবি ভাইরাল

কেউ বা সিক্স প্যাক আবার কেউ বা এইট প্যাক। এভাবেই পেটের মাংসপেশি বা সুগঠিত অ্যাবস তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে বলিউডে। যে প্রতিযোগিতায় নেমেছিলেন সালমান খান, জন আব্রাহাম, শাহরুখ খান, আমির খানের মতো তারকারা। সুঠাম দেহের পাশাপাশি এই অ্যাবস যেন শরীরে যোগ করে বাড়তি আকর্ষণ। এবার নায়ক নন, বলিউডের নায়িকাও নেমেছেন সেই প্রতিযোগিতায়। প্রতিযোগী হলেন ‘বিবি নাম্বার ১’ খ্যাত তারকা সুস্মিতা সেন। এনডিটিভির খবরে প্রকাশ, শরীরচর্চার মাধ্যমে নিজের সুগঠিত পেটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়।

ইনস্টাগ্রামে শেয়ার দেওয়া ছবির ক্যাপশনে সুস্মিতা লেখেন, ‘আমার ৪২তম জন্মদিনের মাস শুরুর আগেই, আমি আমার শরীরকে যেমনভাবে চাই, ঠিক তেমনভাবে তৈরি করার জন্য আবারও প্রশিক্ষণ নেওয়া শুরু করেছি। অনেকে বলবেন এটা সম্ভব নয়। আমি এটাকে খুবই সহজ মনে করি এবং শুধু করে দেখাতে চাই। আমার শরীর… আমার আইন। প্রত্যেকটি বছর আমি উদযাপন করতে চাই একটি লাইন দিয়ে। সেটা আমার শরীরের ওপর হতে পারে অথবা আমার চেহারার ওপর। আমি তাদের অর্জন করেছি।’

বর্তমানে আরব আমিরাতের শারজাতে অবস্থান করছেন সুস্মিতা। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা সুস্মিতা একজন ‘সিঙ্গেল মাদার’। তাঁর দুই মেয়ে আলিশা ও রিনি। সুস্মিতা সেন এ পর্যন্ত অভিনয় করেছেন ‘বিবি নাম্বার ১’, ‘ফিলহাল’, ‘ম্যায় হু না’-এর মতো বেশকিছু জনপ্রিয় ছবিতে। তাঁকে সর্বশেষ দেখা গেছে একটি বাংলা চলচ্চিত্রে। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের নির্বাক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে আপাতত এই তারকার হাতে কোনো ছবি নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে বৃটিশ সরকারের প্রতি আহ্বান

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বৃটেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদে মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলমের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকায় সফররত বৃটেনের লেবার পার্টির এমপি লাকি মারিয়া পাওয়েলের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধিদল। সেখানে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আলম বৈঠকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক জান্তার নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে কথা বলার জন্য বৃটিশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা জনগণের ওপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে বৃটিশ সরকারকে উৎসাহিত করতে অনুরোধ জানান এবং আগামী ১৩ই নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমার ইস্যুতে তৃতীয় কমিটির প্রস্তাবের প্রতি সমর্থন প্রদানের আহ্বান জানান।

বৃটিশ প্রতিনিধিদলটি বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে এ বিষয়ে সমস্যা সমাধানে তাদের সরকার, হাউজ অব কমনস অ্যান্ড পিপল’র সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করে। পাশাপাশি বৈঠকে দু’দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, ২০১৮ সালের প্রথমদিকে লন্ডনে অনুষ্ঠিতব্য আসন্ন কমনওয়েলথ শীর্ষ সম্মেলন, ব্রেক্সিট ইস্যু এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের অর্থনীতিতে বাংলাদেশের উল্লেখযোগ্য ভূমিকার বিষয় নিয়েও আলোচনা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest