সর্বশেষ সংবাদ-
হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জ হিন্দু যুব মহাজোটের কমিটি: সভাপতি দেবাশীষ, সম্পাদক নিত্যানন্দ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয় হিন্দ যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির মৌখিক নির্দেশ মোতাবেক ৩০অক্টোবর’১৭ তারিখে সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মিহির কান্তি সরকার ও সদস্য সচিব সঞ্জীব বৈরাগী স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, উপদেষ্টা পিযুষ কান্তি সরকার, চিত্তরঞ্জন সরদার, ডা: প্রভাষ চন্দ্র সরকার, সভাপতি দেবাশীষ সরদার, সহ-সভাপতি রনজন দেবনাথ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ধনঞ্জয় রায় সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত সরদার, সাংগঠনিক সম্পাদক রাজকুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক দিপস্কর দেবনাথ, দপ্তর সম্পাদক কল্যাণ চন্দ্র সরকার, সহ-দপ্তর সম্পাদক অমল রায়, প্রচার সম্পাদক হরসিত সরদার, সহ-প্রচার সম্পাদক দেবদাস মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গৌরঙ্গ সরকার, সহ- সাংস্কৃতিক সম্পাদক সুমন মন্ডল, সদস্যযথাক্রমে সংকর, চঞ্চল, দিবস, দিপঙ্কর, আশুতোষ, তারক, রনজিত, পরিমল, পস্কোজ, সঞ্চয়, গৌর, নয়ন, নিত্যানন্দ, মিলন, প্রসেনজিত, সুবল ও প্রসেনজিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন উপকারভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের মাধ্যমে চলতি অর্থ বছরে এলাকাবাসীর মধ্যে রেইন ওয়াটার হারভেষ্টার এবং অগভীর নলকূপ বরাদ্দ করা হয়। সূত্রমতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব শেখ মোঃ নুরুল হকের সুপারিশকৃত ২১ জনকে রেইন ওয়াটার হারভেস্টার হিসাবে পানির ট্যাংক ও ১৪ জনকে অগভীর নলকূপ। অনুরূপভাবে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলীর সুপারিশকৃত ১৬ জনকে রেইন ওয়াটার হাভেস্টিং ও ৬ জনকে অগভীর নলকূপ প্রদান করা হয়। প্রদানকৃত সকল উপকরণ প্রত্যেক উপকারভোগীদের বাড়িতে পৌছানো এবং টিউবওয়ালের স্থান পাকা করণের বিষয়টি সরকারী ভাবে করার কথা থাকলেও পরিবহন ও পাকা করণ খরচ বাবদ জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী উপকারভোগীদের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পরিতোষ সরকারের স্ত্রী জয়ন্তী রানী সরকার জানান, আমি এমপি মহোদয়ের কোটা থেকে একটি পানির ট্যাংক বরাদ্দ পাই। এ জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অরুণ ঢালীর নিকট আমাকে ২ হাজার ৫শত টাকা জমা দিতে হয়। এমনকি গোড়া পাঁকা করণের সমস্ত মালামাল আমাকেই কিনতে হয়। যদিও অফিসের রেজাউল মিস্ত্রী মালামাল ক্রয়বাবদ অফিসের কথা বলে আমাকে ২ হাজার টাকা ফেরত দেয়। একই অভিযোগ করেন কাটিপাড়া গ্রামের কাজল দাশের স্ত্রী সুমিতা দাশ, মৌখালী গ্রামের এসনেয়ারা খানম ও জামিয়া ইসলামীয়া শামছুল উলুম মাদ্রাসার মুহতামীম মুফতী উয়াইস আহম্মেদ। এ ব্যাপারে অফিসের অরুণ ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা উপকারভোগীদের নিকট থেকে ১৫-১৬শ টাকা করে নিয়েছি ভ্যাট বাবদ। এছাড়া অতিরিক্ত কোন টাকা নেয়া হয়নি বলে তিনি জানান। উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, অফিসের কোন কর্মচারীর বিরুদ্ধে এ ধরণের কোন অভিযোগ যদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী বলেন, শুনেছি প্রত্যেক উপকারভোগীর নিকট থেকে দেড় থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এটা যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে তাহলে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় এলজিএসপি প্রকল্পের ফ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৬-১৭ অর্থ-বছরের ১ম কিস্তির ২২ শিক্ষা প্রতিষ্ঠানে ১২০ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগর থেকে ইট-ভাটায় কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদের

নুরনগর প্রতিনিধি : শিশু শ্রম বন্ধে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে শ্যামনগর প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্নের উদয় হয়েছে। শিশু শ্রম থেমে নেই শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নে বিভিন্ন গ্রামে। প্রতিনিয়তই শিশুদের কে বিভিন্ন শ্রমে নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে ইট ভাটায় শিশু নিয়োগ চলছে ভাটার মৌসুমে। সরকারি নীতিমালা উপেক্ষা করে ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে শত শত শিশু। কিছু অর্থ লোভী ইট ভাটার সরদারের খপ্পরে পড়ে গরিব ও অসহায় পরিবারের স্কুল পড়–য়া শিশুদের অর্থের লোভ দেখিয়ে ইট ভাটায় কাজে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এভাবেই হাজার হাজার শিশু ঝরে পড়ছে লেখাপড়া থেকে। এবিষয় জানতে চাইলে নাম প্রকাশে অনইচ্ছুক শিশুর অভিভাবক বলেন একটি শিশুর এক মৌসুমের জন্য ৪০থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এই শিশুদের বয়স ১০থেকে ১৪ বছরের ভিতরে হওয়ায় ইট ভাটার কাজ তাদের জন্য অনেক কষ্টকর। ভাটায় যাওয়ার পর কেউ অসুস্থ্য হলে তার উপর চলে অমানবিক অত্যচার। এমন কি লোহার শিকল দিয়ে বেধে রাখা হয় এমনটা বল্লেন এক জন পূর্ণ বয়সের ভাটা শ্রমিক। এভাবে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন এলাকার সচেতন মহল। এই শিশুদের ইট ভাটায় নিয়ে যাওয়ার জন্য ভিন্ন্ পথ অবলম্বন করছে ভাটা সরদার চক্র। এক দুদিন পর পর একটি করে বাস নুরনগর এলাকা থেকে ভাটা শ্রমিকদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এর মধ্যে শিশু শ্রমিকরাও থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিংড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রবিবার বিকালে ফিংড়ী পাইওনিয়র ক্লাবের আয়োজনে ফিংড়ী কাছারি বাড়ি মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো: সামসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আ’লীগ এর কৃষি ও সমবায় বিষায়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন (মাসুম), ফিংড়ী ইউনিয়ন আ’লীগ এর সভাপতি মোঃ লুৎফর রহমান, ইউনিয়ন আ’লীগ এর সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম (রবি), ফিংড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সোহাগ হোসেন, মোঃ আব্দুর রকিব ঢালী, মোঃ আশরাফ হোসেন ইউপি ৬নং ওয়াড, ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ডাঃ গবিন্দ বাছাড়। আয়োজক মোঃ বিল্লাল ঢালী সভাপতি পাইওনিয়ার ক্লাব ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান (সোহাগ)। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাদাকাটি একাদশ ও রার্নাসআপ হয়েছে চাঁদপুর একাদশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জয়শ্রীর আত্মহননে প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানবন্ধন ও আল্টিমেটাম

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার শ্যামনগরের নওয়াবেকী মহাবিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়শ্রীর চক্রবর্তীর আতœহননের প্ররোচনাকারী বখাটে শেখর মন্ডলসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের সামনে আয়োজিত উক্ত মানববন্ধনের কর্মসূচির আয়োজন করে কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। নওয়াবেঁকী মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এড. জহুরুল হায়দারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, কলেজ অধ্যক্ষ ইকরামুল কবির বাবলু, শিক্ষক রবিন্দ্র নাথ মাঝি, কোমল কান্তি মন্ডল, তাপস কুমার মন্ডল, কলেজ ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
মানব বন্ধন কর্মসূচি থেকে বক্তারা অভিযুক্ত বখাটে শেখর মন্ডলসহ তার বন্ধুদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
উল্লেখ্য, ২৫ অক্টোবর শ্যামনগরের নওয়াবেঁকী মহাবিদ্যালয় থেকে একাদশ শ্রেণির ছাত্রী জয়শ্রী চক্রবর্তী বাড়ি ফেরার পথে বড়কুপোট গ্রামের রঞ্জন মন্ডলের ছেলে শেখর মন্ডলসহ তার ৩/৪ জন সহযোগী স্থানীয় বাঁশের হাটের সামনের রাস্তায় তার পথ রোধ করে। এ সময় তাঁরা জয়শ্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ও কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। চুল কেটে দেওয়ার পর জয়শ্রী কাঁদতে কাঁদতে বাড়ির ফেরে। পরে বাড়ি ফিরে সে সন্ধ্যায় আত্মহত্যা করে। নিহত জয়শ্রী চক্রবর্তী (১৭) আটুলিয়া ইউনিয়নের বয়ারসিং গ্রামের মাখন চক্রবর্তীর মেয়ে। এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৭ অক্টোবর শুক্রবার নিহত কলেজ ছাত্রীর বাবা মাখন চক্রবর্তী বাদি হয়ে বখাটে শেখর মন্ডলসহ তাঁর তিন-চারজন সহযোগীর বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, ঘটনাটি ২৫ অক্টোবর হলেও ২৭ অক্টোবর থানায় মামলা দিয়ে আমাদের জানানো হয়েছে। জয়শ্রীর পরিবার দেরিতে জানানোর সুযোগে আসামিরা পালিয়ে গেছে। তবে, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা আ ’লীগের যৌথ সভায় জেল হত্যা দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার বিকাল ৪টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাতক্ষীরা জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদের পরিচালনায় সাতক্ষীরা জেলা আ ’লীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই দিন সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জেলা ছাত্রলীগ কার্যালয়ে দিনব্যাপী কুরআন খানী ও বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা আ ’লীগের আহবানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা আ ’লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। জেলা শহরে বসবাসরত সকল নেতৃবৃন্দ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য জেলা আ ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম আহবান জানিয়েছেন। যৌথ সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদকদ্বয় আবু আহমেদও শেখ সাহিদ উদ্দীন, আইন সম্পাদক এড. ওসমান গনি পিপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক এস এম শাহাজাহান আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডাঃ মুনসুর আহমেদ, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আ হ ম তারেক উদ্দীন, জেলা তাতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা তরুণ লীগের আহবায়ক মোমিন উল্লাহ মোহন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন রাসেল, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, আতিয়ার রহমান, তানজিমুল রহমান টুটুল, নাসির উদ্দীন, শেখ আজিম হাসান ও সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ‘বাড়াতে চাষের শক্তি আধুনিক কৃষি প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কৃষি হাট-২০১৭ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফুলস্টপ সলুশনের আয়োজনে এ মেলা ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপি এ চাষাবাদ উপকরণ ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে সকল সরকারি-বেসরকারি কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবন করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য প্রান্তিক পর্যায়ে সকল কৃষককে প্রযুক্তিগত শিক্ষা দিতে হবে।’ আলোচনা সভায় লাল তীর সীড লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের এরিয়া ম্যানেজার ফকরুদ্দিন, কৃষি টিম লিডার আয়শা খাতুন, জেলা নার্শারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন ও মো. আলাউদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শণ করেন। এসময় জেলার কৃষক ও দর্শাণার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest