কলারোয়া ডেস্ক : কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে আর্সেনিক ও আয়রণমুক্তকরণ ফিল্টার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কয়লা ইউনিয়নের গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলে ৩২টি ফিল্টার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, গণমৈত্রী এনজিওর পরিচালক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান।

অপরদিকে, কলারোয়া পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাধারণ সম্পাদক গ্রুপের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আ.লীগ নেতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান ভুট্রোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ.লীগ নেতা মসিয়ার রহমান, যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিকলীগ সভাপতি মুঞ্জুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সৈনিকলীগ নেতা রুবেল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
