সর্বশেষ সংবাদ-
সংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে বিনামূল্যে আর্সেনিক ও আয়রণমুক্তকরণ ফিল্টার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কয়লা ইউনিয়নের গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলে ৩২টি ফিল্টার বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, গণমৈত্রী এনজিওর পরিচালক মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গণমৈত্রী প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলহত্যা দিবস উপলক্ষে কৃষকলীগের শোক র‌্যালি

প্রেস বিজ্ঞপ্তি : ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষকলীগ ও সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় উক্ত র‌্যালীতে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বাবু বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, যুগ্ম সম্পাদক শেখ হেদায়েত হোসেন, দপ্তর সম্পাদক আতিয়ার রহমান, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক স.ম. তাজমিনুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক আবু রায়হান, কৃষকলীগ নেতা শাহআলম শাহিন, আগরদাড়ি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক মুুকুল, ফিংড়ী ইউনিয়ন সভাপতি ডাঃ গোবিন্দ, মোস্তফা, আব্দুস সামাদ, আশরাফুল, কাদের, ওলিউর সহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আর নেই

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আর নেই।

শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলহত্যা দিবসেও কলারোয়ায় আ ’লীগের পৃথক মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : জেলহত্যা দিবসেও কলারোয়ায় পৃথক মিছিল-সমাবেশ করেছে উপজেলা আ ’লীগ।
শুক্রবার বিকেলে দিবসটি পালনের লক্ষ্যে দলটির উপজেলা সভাপতি গ্রুপ ও সাধারণ সম্পাদক গ্রুপ পৃথক মিছিল বের করে পৌর সদরে। পৃথক স্থানে আলোচনা সভাও করেন তারা।
উপজেলা পরিষদ চত্বরে সভাপতি গ্রুপের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সেখানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, শেখ ইমরান হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আলহাজ্ব আব্দুল হামিদ, আসলামুল আলম আসলাম, মাহবুৃবুর রহমান মফে, রবিউল হাসান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আসিকুর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী।
অপরদিকে, কলারোয়া পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সাধারণ সম্পাদক গ্রুপের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, আ.লীগ নেতা প্রাক্তন ইউপি চেয়ারম্যান ভুট্রোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, আ.লীগ নেতা মসিয়ার রহমান, যুবনেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, শ্রমিকলীগ সভাপতি মুঞ্জুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সৈনিকলীগ নেতা রুবেল মল্লিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।
উভয় সমাবেশে ১৯৭৫ সালে ৩ নভেম্বর কারাগারের মধ্যে নিহত জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমির নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক : জমির সীমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাছখোলা ক্লাব মোড় এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন মাছখোলা গ্রামের লিয়াকত আলীর পুত্র মো: আব্দুল আলিম(২৮) ও তার স্ত্রী সাবিনা সুলতানা।

আহত সাবিনা সুলতানা জানান, বিগত ১৫ বছর পূর্বে পৈত্রিক সম্পত্তির পাশে মৃত হামেজ উদ্দীন সরদারেরপুত্র রজব আলীর কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেন। কিন্তু জমির দখল নিতে গেলে রজব আলী ও তার পরিবারের সদস্যরা বাধা দেয়। এ নিয়ে স্থানীয়ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তারা সদর থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বিষয়টি তদন্ত করে তাদের উক্ত জমি সীমানা নির্ধারণের নির্দেশ দেন। সে মোতাবেক শুক্রবার সকালে উক্ত জমিতে গিয়ে সিমানা নির্ধারণ করতে গেলে রজব আলী, তার স্ত্রী শুককুলি বিবি, সেজ কন্যা নাজমা খাতুন, মেজ কন্যা আসমাসহ কয়েকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এসময় রজব আলী লোহার সাবল দিয়ে আব্দুল আলিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া তারস্ত্রী সাবিনাকেও বেধড়ক মারপিট করে তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল আলিমের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

তিনি আরো বলেন, জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে ইতোপূর্বেও ২ বার তাদের উপর হামলা করেছে রজব আলী ও তার পরিবারের সদস্যরা। এঘটনায় সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা

বিজয় ঘোষ : দেবহাটায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় পারুলিায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহিদের আতœার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
এসময় আরও বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিন্নুর), সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ওলামালীগের সভাপতি সফিকুর রহমান (সেজ খোকন)। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এই নির্মম হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় চার নেতার স্মৃতি চারণ করে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটে পর্দা উঠছে বিপিএলের

রাজধানী ছাড়াও ঢাকার একটি পুরনো পরিচয় আছে। তাহলো, ‘মসজিদের শহর’। চট্টগ্রামকে ডাকা হয় বন্দরনগরী। চা বাগান আর ছোট ছোট টিলার অনুপম প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা সিলেটের অপর নাম ‘পুণ্য ভূমি।’

দুই প্রসিদ্ধ সুফি-সাধক হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) রয়েছেন এ শহরেই শায়িত। দেশ-বিদেশের অগণিত মানুষ ওই দুই মহাপুরুষের মাজার ও দরগায় ফাতেহা পাঠ এবং জিয়ারত করতে আসেন। যে উদ্দেশ্যেই সিলেটে আসুন না কেন, হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহ পরান (রঃ) এর মাজার জিয়ারত না করে যান খুব কম সংখ্যক মানুষ।

এছাড়া ভ্রমণ পিয়াসি ও প্রকৃতিপ্রেমীরা সময় ও সুযোগ পেলেই চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে চলে আসেন সিলেটে।

সেই পুণ্য ভূমি সিলেটে এখন অন্যরকম প্রাণচাঞ্চল্য। শহরে একটা উৎসব-উৎসব আমেজ। শহরের প্রাণকেন্দ্র গুলোয় পা রাখতেই চোখে পড়বে বড় বড় তোরণ। স্কুল-কলেজে পড়া কিশোর, যুবা, তরুণ-তরুণীদের মাঝে একটা সাড়া পড়ে গেছে। সবাই ক্রিকেট উৎসব আর আনন্দে মাতোয়ারা। টিকিট পেতে ভোগান্তি, ব্যাংক না বিসিবি বুথ? এই করতে করতে নাভিঃশাষ ওঠার জোগাড়।

সঙ্গে কালোবাজারিদের দৌরাত্ম্য, ২০০ টাকা গ্যালারির টিকিট ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে দেদারছে। এ সব প্রাণ চাঞ্চল্য আর উৎসবের উপলক্ষ একটাই; বিপিএল। আগামীকাল শনিবার দুপুর দুটায় শুরু হয়ে যাবে চার-ছক্কার হৈ হৈ উৎসব, এ অঞ্চলের জনপ্রিয় ও সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর, বিপিএলের।

সবার জানা, বিপিএলের এটা পঞ্চম আসর; কিন্তু এবারের আসরে একটা নতুনত্ব আছে। তাহলো, রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের পর তৃতীয় শহরে বিপিএল। আগের চারবার শুধু ঢাকার শেরে বাংলা ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হয়েছে। এবার বিপিএল নগরি হলো সিলেট।

তৃতীয় শহরে খেলা গড়ানোর পাশাপাশি এবারের বিপিএলে আরও একটি নতুনের সংযোজন ঘটেছে। এই প্রথম বিপিএল শুরু হলো রাজধানী ঢাকার বাইরে। আরও একটি নতুন খবর আছে, এতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি খেলা দেখানো হতো। এবারের বিপিএল দেখা যাবে দুই টিভি চ্যানেল মাছরাঙ্গা ও গাজী টিভিতে।

আগের চারবারই শেরে বাংলায় পর্দা উঠেছে। এবার সে ধারা পাল্টে বিপিএল মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। হঠাৎ কি এমন হলো যে, রাজধানী ঢাকা এমনকি চট্টগ্রামেরও বাইরে খেলা শুরু? প্রশ্ন অনেকের মনে। কারণ, একটাই। তবে কোন ক্রিকেটীয় ব্যাপার-স্যাপার নেই সেখানে।

কারণ হলো, ঢাকায় ঠিক এই সময় হবে কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান্সের কনফারেন্স। গত ১ নভেম্বর থেকে তা শুরুও হয়েছে। সেই কনফারেন্স উপলক্ষে কমনওয়েলথভুক্ত দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি এখন ঢাকায়। রাজধানীর সব পাঁচ তারকা হোটেলে সেই প্রতিনিধিদের পাশাপাশি বিপিএলের সাত দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়ালস এবং আয়োজক-ব্যবস্থাপকদের থাকার জায়গা সংকুলান হবে না। মূলতঃ এই কারণে এবার ঢাকায় শুরু হচ্ছে না বিপিএল।

সে কারণেই এবার সিলেট দিয়ে শুরু আসর। সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে চার কিলোমিটার দূরে, লাক্কাতুরা চা বাগানের ভিতরে মাঠ। বাংলাদেশের কোন ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে যার নির্মান শৈলির মিল নেই। গ্র্যান্ড স্ট্যান্ড, মিডিয়া ভবন- সব কিছুতেই একটা বৃটিশ স্থাপনার ছোঁয়া।

মূল গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদ শেরে বাংলা কিংবা জহুর আহমেদ চৌধুরী বা শেখ আবু নাসের স্টেডিয়ামের মত নয়। লাল টালির ছাদ। এ মাঠে কোন টেস্ট হয়নি। একদিনের খেলাও হয়নি। তবে ২০১৪ সালে বাংলাদেশে হওয়া বিশ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এখানে।

কার্তিকের মাঝামাঝি, হেমন্তের আগমনী বার্তা বাতাসে। শীত না আসলেও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। তবে রাজধানী ঢাকার তুলনায় দিনের বেলা গরমের মাত্রা বেশি সিলেটে। রাতে খানিক ঠান্ডা। সব মিলে চমৎকার সহনীয় আবহাওয়া।

শহরের কোলাহল থেকে একটু দুরে নাজিমগড় রিসোর্ট, আর শহরের প্রাণকেন্দ্রে রোজ ভিউ হোটেল এখন দেশ বিদেশের তারকা ক্রিকেটারদের সরব উপস্থিতিতে ঠাসা। ভারতের আইপিএলের মত বিপিএল শুরু থেকে সাড়া জাগিয়েছে।

তবে প্রথম দুই আসর ছিল অনিয়ম ও অব্যস্থাপনায় ভরা। ক্রিকেটারদের পারিশ্রমিক পেতে নাভিঃশ্বাস উঠতো। ফিক্সিং বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছিল দ্বিতীয় আসরে।

মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনা ২০১৩ সালের দ্বিতীয় আসরে। শতভাগ নিশ্চিদ্র আর সাজানো-গোছানো ও সু-ব্যবস্থাপনার ছাপ না আসলেও সময় গড়ানোর সাথে সাথে বিপিএলে ভুল-ক্রুটি কমতে শুরু করেছে। আগের চেয়ে ব্যবস্থাপনায়ও এসেছে দক্ষতার ছাপ।

ভারতের আইপিএলের মত অত বেশি সংখ্যার শীর্ষ ও বিশ্ব তারকার সমারোহ নেই। তারপরও বিপিএলেও ভারত, অস্ট্রেলিয়া ছাড়া সব টেস্ট খেলুড়ে দেশের নামি-দামি তারকার মিলন মেলা বসেছে। এবার তো একঝাঁক বিশ্ব তারকার অংশ নেয়ার কথা।

ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককুলাম, কুমার সাঙ্গাকারা, আফ্রিদি, সুনিল নারিন আর মোহাম্মদ আমিরের মত তারকার দেখা মিলবে এবার। বিশ্বজোড়া টেস্ট ক্রিকেটের আবেদন কমেনি একটুও। টেস্ট এখনো ক্রিকেটের কুলিন ও আভিজাত্যের প্রতীক হয়েই রয়েছে। ওয়ানডের বাজার পড়েনি একটুও। বরং বেড়েছে। তবে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘টি-টোয়েন্টি ক্রিকেট।’

হবার যথেষ্ঠ কারণও আছে। মাত্র ২০ ওভারের ম্যাচ; কিন্তু পরিপূর্ণ প্যাকেজ। চার-ছক্কার ফুলঝুড়ি। দর্শক বিনোদনের খোরাক ও রসদে পরিপূর্ণ। ধৈর্য্য ধরে, কাজ কর্ম ফেলে পাঁচ দিন খেলা দেখায় যাদের উৎসাহ কম, সৃষ্টি-সৃজনশীল ও শৈল্পিক ক্রিকেটের চেয়ে যারা চার-ছক্কার ফুলঝুৃড়ি ও রানের ফলগুধারা বেশি দেখতে পছন্দ করেন- তাদের প্রথম পছন্দ এখন টি-টোয়েন্টি ক্রিকেট।

৫০ ওভারের ম্যাচের দর্শকপ্রিয়তা আগের মত থাকলেও টি-টোয়েন্টির মজাই আলাদা। ক্রিকেটের প্রথাগত, ব্যাকরণসম্মত ব্যাটিং-বোলিং এখানে অনুপস্থিত। তার বদলে অনেকটাই ধুমধাড়াক্কা মার-মার কাট-কাট; কিন্তু খেলা দেখায় আছে অন্যরকমের আনন্দ।

তাই তো ভারতের আ্ইপিএল এখন বিশ্বের অত্যম আকর্ষণীয় ক্রিকেট আসর। আকার, আয়তন আর বাজার ও বাজেট হয়ত অতবড় নয়, তারপরও বাংলাদেশের বিপিএলও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পর বিপিএল দেখতে মুখিয়ে সবাই।

সিলেট পর্বের আয়ুষ্কাল মোট পাঁচ দিন। তবে খেলা হবে ৪ দিন। ৪ ও ৫ নভেম্বর দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮ নভেম্বর রাতেই ইতি এ পর্বের। এরপর আবার দু’দিন বিরতি। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ ওই পর্ব শেষে শেষ রাউন্ড আবার শেরে বাংলায়। ১২ ডিসেম্বর ফাইনাল।

হবার যথেষ্ঠ কারণও আছে। মাত্র ২০ ওভারের ম্যাচ; কিন্তু পরিপূর্ণ প্যাকেজ। চার-ছক্কার ফুলঝুড়ি। দর্শক বিনোদনের খোরাক ও রসদে পরিপূর্ণ। ধৈর্য্য ধরে, কাজ কর্ম ফেলে পাঁচ দিন খেলা দেখায় যাদের উৎসাহ কম, সৃষ্টি-সৃজনশীল ও শৈল্পিক ক্রিকেটের চেয়ে যারা চার-ছক্কার ফুলঝুৃড়ি ও রানের ফলগুধারা বেশি দেখতে পছন্দ করেন- তাদের প্রথম পছন্দ এখন টি-টোয়েন্টি ক্রিকেট।

৫০ ওভারের ম্যাচের দর্শকপ্রিয়তা আগের মত থাকলেও টি-টোয়েন্টির মজাই আলাদা। ক্রিকেটের প্রথাগত, ব্যাকরণসম্মত ব্যাটিং-বোলিং এখানে অনুপস্থিত। তার বদলে অনেকটাই ধুমধাড়াক্কা মার-মার কাট-কাট; কিন্তু খেলা দেখায় আছে অন্যরকমের আনন্দ।

তাই তো ভারতের আ্ইপিএল এখন বিশ্বের অত্যম আকর্ষণীয় ক্রিকেট আসর। আকার, আয়তন আর বাজার ও বাজেট হয়ত অতবড় নয়, তারপরও বাংলাদেশের বিপিএলও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পর বিপিএল দেখতে মুখিয়ে সবাই।

সিলেট পর্বের আয়ুষ্কাল মোট পাঁচ দিন। তবে খেলা হবে ৪ দিন। ৪ ও ৫ নভেম্বর দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮ নভেম্বর রাতেই ইতি এ পর্বের। এরপর আবার দু’দিন বিরতি। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ ওই পর্ব শেষে শেষ রাউন্ড আবার শেরে বাংলায়। ১২ ডিসেম্বর ফাইনাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশে সন্ত্রাসী হামলার ‘বড় হুমকি’ দেখছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকি আছে—এমন বার্তা দিয়ে এ দেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এই সতর্কবার্তা তুলে ধরা হয়। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে সম্ভাব্য ওই সন্ত্রাসী হামলার লক্ষ্য হতে পারে পশ্চিমা দেশগুলোর নাগরিকেরা।
সতর্ক থাকার পরামর্শ দিয়ে অস্ট্রেলিয়ার নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে পারে—এমন স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে বিবেচনা করতে বলা হয়।

যদি অস্ট্রেলিয়ার কোনো নাগরিক বাংলাদেশ ভ্রমণে আসে, তবে তাকে দেওয়া ভ্রমণের সম্ভাব্য স্থান ও সেখানে নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত থাকতে বলা হয়েছে। বলা হয়, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

সতর্কবার্তায় গত ২৪ মার্চে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলাসহ ২০১৫ সালের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। এ ছাড়া চিকুনগুনিয়া, বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়।

সূত্র: প্রথমআলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest