সর্বশেষ সংবাদ-
সংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ

লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতা সূচকে ক্ষেত্রে আবারও এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের তুলনায় এবার ২৫ ধাপ এগিয়ে গ্লোবাল জেন্ডার গ্যাপ র‍্যাংকিং ২০১৭-তে বাংলাদেশ ৪৭তম স্থানে অবস্থান করছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৭২তম।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত এই সূচকে বলা হয়েছে, বাংলাদেশ ৭২ শতাংশ লিঙ্গীয় অসমতা দূর করতে সক্ষম হয়েছে।

প্রতিবেদন অনুসারে, লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৭১৯ (০.৭১৯)। যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ১০৬ স্কোর নিয়ে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে মালদ্বীপ।

এবারের সূচকে ২১ ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১০৮তম স্থানে। এছাড়া দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা ১০৯, নেপাল ১১১, ভুটান ১২৪ এবং পাকিস্তান ১৪৩তম স্থানে রয়েছে।

২০১৭ সালের সূচকটি ১৪৪টি দেশের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। সূচকে লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে চারটি প্রধান বিষয়ের উপর জোর দেওয়া হয়। এই চারটি বিষয়ের মধ্যে রয়েছে- স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় আইএসের ‘সবচেয়ে শক্তিশালী ঘাঁটি’ দখলমুক্ত

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা।

স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের প্রাণকেন্দ্র এটি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সূত্র রয়টার্সকে বলেন, ‘যৌথ বাহিনীর সহযোগিতায় সেনারা সন্ত্রাসী সংগঠন দায়েশের (আইএস) হাত থেকে দেইর-আল জর সম্পূর্ণ মুক্ত করেছে।’

রাশিয়ার বোমারু বিমান ও শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় দেইর আল-জর দখলে নেওয়ার পর ইউফ্রেতিস নদীর পশ্চিম তীরে আইএসের আরেক ঘাঁটি আলবু কামালের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার সেনারা।

এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি ও আরব মিলিশিয়াদের একটি পক্ষ ইউফ্রেতিসের পূর্ব তীরে আইএসকে চেপে ধরেছে।

কয়েক বছর ধরে দেইর আল-জর দখলে নিয়েছিল আইএস। সেপ্টেম্বরের শুরুতে শহরটি দখলে নিতে লড়াই শুরু করে সেনারা।

সিরিয়ার সেনাবাহিনীর মিত্র শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহর সামরিক শাখার গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, বাশারের অনুগত সেনারা এরই মধ্যে আল-হামিদিয়া, শেখ ইয়াসিন, আল-আরজি ও আল-রাশিদিয়া জেলা আইএসের দখল মুক্ত করেছে। বর্তমানে আল-হাওইকা জেলাতেই আইএসের অবস্থান আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জোড়া খুন : আরজিনার প্রেমিক শাহিন খুলনায় গ্রেফতার

রাজধানীর উত্তর বাড্ডায় জোড়া খুনের ঘটনায় নিহতের স্ত্রী আরজিনার পরকীয়া প্রেমিক প্রধান সন্দেহভাজন ও দায়েরকৃত মামলার আসামি শাহিন মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে খুলনা থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। নিহত জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে নিহতের স্ত্রী আরজিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক শাহিন মল্লিককে আসামি করে বাড্ডা থানায় এ মামলা করেন। মামলা নং ৪। বৃহস্পতিবার রাতেই ৩০২/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত হয়।

মামলা নথিভুক্ত হবার পর নিহতের স্ত্রী আরজিনা বেগমকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকেই শাহিন মল্লিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শাহিন মল্লিক পেশায় রং মিস্ত্রি। মামলায় পরকীয়ার বিষয়টি উঠে এসেছে। নিহতের পরিবারও একই দাবি করেছে। স্ত্রী আরজিনা ও তার প্রেমিক শাহিনের যোগসাজশে জোড়া খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার ময়নারবাগের ৩০৬ পাঠান ভিলার ৩ তলার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় জামিল (৩৮) ও তার মেয়ের নুসরাতের মরদেহ।

পুলিশ জানায়, জামিলের বাড়ি গোপালগঞ্জ সদরের করপাড়া ইউনিয়নের বনপাড়া গ্রামে। পাঠান ভিলার ৩ তলায় দুটি কক্ষে ভাড়া থাকতেন বেসরকারি একটি অফিসের গাড়ি চালক জামিল। গত কোরবানীর ঈদের পর স্ত্রী আরজিনা (৩০), মেয়ে নুসরাত (৭) ও ছেলে আলফিকে(৩) নিয়ে ওই বাসায় উঠেন জামিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছায় জেল হত্যা দিবসের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি, সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, ছাত্রলীগনেতা রাফেজ উদ্দীন, আবীর আক্তার আকাশ, রাশেদুজ্জামান রাসেল, হুসাইন আহম্মেদ রানা, বিপ্লব মন্ডল, রাজেস সরদার, জাফরুল বাবু, ধর্মেন্দ্র সরকার, সৌরভ গাইন, সুমন আহম্মেদ, চন্দন সরকার, ইমরান হোসেন, তানভীর আহম্মেদ, মেহেদী হাসান নান্টু, অনিক মন্ডল, নাহিন, রাকেশ মন্ডল, সৈকত, রায়হান, মধু ও পল্লব। অনুরূপভাবে জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বক্তব্য রাখেন, পৌর আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, শ্রমিক লীগের পৌর সভাপতি শেখ হারুন অর রশিদ হিরো, সহ-সভাপতি শেখ আব্দুল জব্বার বাবলু, বাবুল হাসান, সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম, সহ-সম্পাদক শ্রমিক নেতা শেখ মিথুন মধু, মাহফুজুর রহমান, আবুল কালাম, আমিনুল ইসলাম, আব্দুল মজিদ ও জীবন কিশোর রায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উদ্বোধনী ম্যাচেই ১৩৬ ওয়াইড!

ক্রিকেট মানেই রেকর্ড। ক্রিকেট মাঠে খেলোয়াড়রা রেকর্ড গড়বে, আবার পরবর্তিতে সেই রেকর্ড ভেঙ্গে ইতিহাস গড়া হবে, এটাই স্বাভাবিক।
কিন্তু এরই মাঝে ২২ গজের ক্রিজে এমন কিছু ঘটনা ঘটে যা সত্যিই বিরল। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেটে উদ্বোধনী ম্যাচ। নাগাল্যান্ড ও মণিপুরের সেই ম্যাচে ১৩৬টি ওয়াইড বল গুণতে হয়েছে আম্পায়ারকে।

মণিপুর ৯৪টি ওয়াইড বল করেছে ম্যাচে। অর্থাৎ, ১৫.৪ ওভার অতিরিক্ত করেছে তারা। অন্যদিকে, নাগাল্যান্ড করেছে ৪২টি। অর্থাৎ, ৭ ওভার বাড়তি করা হয়েছে।

ধানবাদে বুধবার সীমিত ওভারের ম্যাচে নাগাল্যান্ড ১১৭ রানে হারিয়েছে মণিপুরকে। তবে জয়কে ছাপিয়ে দু’দলের অতিরিক্তর সংখ্যাই শিরোনামে উঠে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩০ বছর পর ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ নামাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে ৩০ বছর পর ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।
চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় ইউএসএস নিমিতজ-এর নেতৃত্বে রণতরী যাচ্ছে ভারত মহাসাগরে।

এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদমাধ্যম এশিয়ান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার তিনদিনের জন্য শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নোঙর ফেলবে নৌবহরটি। মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ১৯৮০ সালের পর এই প্রথম কোনো নৌবহর পাঠাচ্ছে তারা।

জানা গেছে, তিনদিনে মার্কিন নাবিকরা শ্রীলঙ্কা সফরের সুযোগ পাবেন। এখানকার মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া মার্কিন সেনারা, স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রমসহ অন্যান্য জনসেবামূলক কাজে অংশ নেবে। মূলত, স্থানীয় হাসপাতালগুলিতেই যাবেন তাঁরা।

এশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যম উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধে শক্তিমত্তা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এশিয়া সফর করছেন ট্রাম্প।
এছাড়া এটি শ্রীলঙ্কায় চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানানোর প্রক্রিয়াও হতে পারে।

অন্যদিকে, চীনকে ঠেকাতে প্রস্তুত ভারত। ভারত মহাসাগরের অন্তত ১০০টি যুদ্ধজাহাজ সাজিয়ে চীনের পথ আটকে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন দেশটির নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাংবা।

অ্যাডমিরাল সুনীল লাংবা বলেন, চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে, তা থামাতে ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগর ঘিরে ফেলেছে। যেকোন সময় চীনের নৌসেনাকে আটকাতে প্রস্তুত ওইসব যুদ্ধজাহাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেরা করদাতার তালিকায় রুনা লায়লা ও শাওন

বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে গত সোমবার গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা চিহ্নিত করে তাদের ট্যাক্সকার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
প্রতি ক্যাটাগরিতে তিনজনকে দেওয়া হবে কার্ড।

২০১৬-১৭ কর বর্ষে গায়ক-গায়িকা বিভাগে সেরা করদাতা হয়েছেন রুনা লায়লা, অভিনয়শিল্পী বিভাগে আছেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। তারা পাচ্ছেন ট্যাক্সকার্ড।

এ ব্যাপারে শাওন তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। জানা যায়, ট্যাক্সকার্ডের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সম্প্রতি তার বাসায় এসেছেন কয়েকজন কর্মকর্তা। এদিকে শাওনের পরের অবস্থানে আছেন অভিনেতা শাকিব খান ও জাহিদ হাসান।

আগের বছর একই বিভাগে শীর্ষ অবস্থানে ছিলেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। গায়ক-গায়িকাদের মধ্যে রুনা লায়লার পরের অবস্থানে রয়েছেন এস ডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আগেরবার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ সেরা করদাতা হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এবার র‌্যাম্পকন্যা অপু বিশ্বাস

নববধূর সাজে সম্প্রতি র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানের প্রেমস কালেকশনের ব্রাইডাল শো’র মঞ্চে র‌্যাম্পের স্টপার হিসেবে হাটেন অপু।

জানা যায়, প্রেমস ওয়েডিং কালেকশনের শোতে সন্ধ্যা থেকে আয়োজন শুরু হলেও অপু মঞ্চে উঠেন রাত সাড়ে ১০ টার পর। এ সময় অপুর সঙ্গে ছিলেন প্রেমস কালেকশনের কর্নধার প্রেম মুখার্জী। মাথায় টিকলি, নাকে নোলক, হাতে মেহেদী আর শরীরের আড়াগোড়া ঢাকা বিলাসবহুল ভ্যালভেট কাপড়ের গাউনে সেজে সবার মাঝে মুগ্ধতার আলো ছড়ান অপু

র‌্যাম্পে হেঁটে যে খুব ভালো লেগেছে তা অপুর হাস্যেজ্জল চেহারা দেখেই বোঝা গিয়েছিল। অপু ছাড়াও র‌্যাম্পে হেঁটেছেন চিত্রনায়ক নিরব, মডেল অভিনেত্রী ঈশানা খান, হিরা, শবনম ফারিয়া, বৃষ্টি ইসলাম, তৃণ, হুমাইরা খান ফারিন, দোয়েলসহ দেশের প্রথম সারির অনেক মডেল।

উল্লেখ্য, গত আগস্টে ভারতীয় ফ্যাশন হাউজ প্রেমস কালেকশন ঢাকার গুলশানে নতুন শাখা চালু করেছে। সে সময় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্না সেন ও বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস শো-রুমটি উদ্ধোধন করেন। তখন বিভিন্ন পোশাকের ফ্যাশন হলেও বৃহস্পতিবার ছিল ব্রাইডাল কালেকশনের শো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest