সর্বশেষ সংবাদ-
সাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮সাতক্ষীরায় খাদ্য মোড়কে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং প্রবিধানমালা চূড়ান্ত করার দাবিতে স্মারকলিপিসাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতারসাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা

টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো পাকিস্তান

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৫-০) হওয়ার পর টি-২০ সিরিজের শুরুতেও বিবর্ণ ‘নড়বড়ে’ টিম নিয়ে নামে শ্রীলঙ্কা। ফল যা হবার, হলো তাই।
সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল পাকিস্তান।

বৃহস্পতিবার রাতে আবু ধাবিতে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।

শেষ ওয়ানডেতে ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম টি-টোয়েন্টিতে তুলতে পারল তারা ১০২। বোলাররা শুরুতে একটু লড়াই করেছে। পাকিস্তান তবু শেষ পর্যন্ত সহজে জিতেছে ১৬ বল বাকি রেখে।

এই সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে লাহোরে। পাকিস্তানে যেতে ইচ্ছুক ক্রিকেটারদের নিয়েই কেবল গড়া হয়েছে শ্রীলঙ্কার স্কোয়াড। থিসারা পেরেরার নেতৃত্বে দলে আছেন অনেক দিন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা কয়েকজন আর কিছু নবীন ক্রিকেটার; এখনকার নিয়মিত মুখ কমই।

ফলে মাত্র ১০২ রানের পুঁজিতে চ্যালেঞ্জ জানানো কঠিন। শ্রীলঙ্কা তবু ১৮ রানে ২ উইকেট তুলে নিয়ে ইঙ্গিত দিয়েছিল লড়াইয়ের। কিন্তু অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে অনায়াসেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় পাকিস্তান।

৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মালিক। ২৩ বলে ২৫ রানে অপরাজিত হাফিজ।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২৩ রানে ৩ উইকেট নেন হাসান আলি। তবে ২০ রানে শুরু আর শেষে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা বাঁহাতি পেসার উসমান।

শুক্রবার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৮.২ ওভারে ১০২ (গুনাথিলাকা ১৮, মুনাবিরা ০, সামারাবিক্রমা ২৩, প্রিয়াঞ্জন ১২, উদাওয়াত্তে ৮, পাথিরানা ৪, শানাকা ০, প্রসন্ন ২৩*, থিসারা ৬, উদানা ০, সঞ্জয়া ৪; ইমাদ ১/২৬, উসমান ২/২০, হাসান ৩/২৩, আশরাফ ১/৬, শাদাব ১/১৪, হাফিজ ২/১০)।

পাকিস্তান: ১৭.২ ওভারে ১০৩/৩ (ফখর ৬, শেহজাদ ২২, বাবর ১, মালিক ৪২* হাফিজ ২৫*; সঞ্জয়া ২/২০, মুনাবিরা ০/৫, পাথিরানা ১/২৫, উদানা ০/১৮, প্রসন্ন ০/১৭, থিসারা ০/১৪, শানাকা ০/৩)।

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: উসমান খান

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই লাল কার্ডের ম্যাচে জিতল রিয়ালই

গোলশূন্য প্রথমার্ধের পর দুই লাল কার্ড ও দুই গোলের ম্যাচে উত্তাপ ছড়িয়েছে। শেষ পর্যন্ত অবশ্য জিতে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদই।

কোপা ডেল রের শেষ ৩২-এর প্রথম লেগে ফুয়েনলাব্রাডার মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছে রিয়াল মাদ্রিদ। স্পট কিকে করা গোল দুটি মার্কো আসেনসিও এবং লুকাস ভাসকেজের।

বৃহস্পতিবার রাতে তৃতীয় সারির দল ফুয়েনলাব্রাডার মাঠে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোল আদায় করতে পারেনি রিয়াল। প্রথম সুযোগটি আসেনসিও মেরেছেন বারের অনেকটা উপর দিয়ে।

বিরতির আগে আরও দুটি সুযোগ হাতছাড়া করে পানি পানে যায় রিয়াল। ফিরে খেলার ধার বাড়িয়ে দেয় জিদানের দল।

ম্যাচের ৬৩ মিনিটে এগিয়ে যাওয়া গোলটি আসে। স্কোর করেন আসেনসিও। সেসময় আশরাফ হাকিমিকে বাজেভাবে ফাউল করে অতিথিদের পেনাল্টি উপহার দেন ফ্রান গার্সিয়া।

আর ৮০ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি ভাসকেজের। তখন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের পাকো ক্যান্ডেলারকে। কর্নার কিকের সময় জটলার মাঝে থিও হার্নান্দেজকে ফেলে দিয়েছিলেন পাকো।

ম্যাচের ৮৯ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন রিয়ালের জেসাস ভাল্লেগোও। ক্লাবের হয়ে অভিষেকেই লাল কার্ড দেখলেন এই তরুণ সেন্টারব্যাক।

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেয়ার ম্যাচে তারপরও জয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি জিনেদিন জিদানের দলের। আসছে ২৯ নভেম্বর ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুদল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় যুবদল সভাপতি বাচ্চু আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে আটক করেছে পুলিশ। অবশ্য বাচ্চুর পরিবারের দাবি তাকে পিটিয়ে তারপর পুলিশে দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা। তবে, পুলিশ বলছে নাশকতার পরিকল্পনা করার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সরশকাটি বাজার এ ঘটনাটি ঘটে। আটক বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
বাচ্চুর পরিবারের দাবি, সন্ধ্যায় সরসকাটি বাজারের সোহাগের চায়ের দোকানে বসে যুবদল নেতা বাচ্চু ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীমসহ ৪/৫ জন কথাবার্তা বলছিল। এ সময় ১২নং যুগেখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজান সরদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুনছুরের নেতৃত্ব আওয়ামীলীগ নেতা-কর্মীরা যুবদল নেতা আব্দুল কাদেরকে বাচ্চুকে বেধড়ক মারপিট করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। পরে সরশকাটি পুলিশ ফাড়ির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বাচ্চুকে আটক করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে, এ ব্যাপারে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, নাশকতার পরিকল্পনা করার সময় যুবদল নেতা বাচ্চুকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার প্রস্তুতি

রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালানোর কারণে মিয়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে জাস্টিস ফর বেটার ওয়ার্ল্ড। ক্ষতিগ্রস্ত ছয় হাজার রোহিঙ্গা নারী-শিশুর কাছ থেকে গণহত্যাসহ মানবতার বিরুদ্ধে মিয়ানমারের সেনাদের অপরাধের তথ্য-প্রামাণাদি সংগ্রহ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু, তুলাতুলিসহ বিভিন্ন এলাকায় মুসলিম জনগোষ্ঠির বাড়িঘরে আগুন দিচ্ছে মিয়ানমারের সেনারা। সেই আগুন আর নির্বিচারে হত্যার শিকার হয়ে অনেকে হারিয়েছে সবকিছু। এমনই একজন কিশোরী হারিয়েছে পরিবারের ২২ সদস্যের মধ্যে বাবা-মাসহ ২০ জনকে।

আর বাবা-মাসহ ৭ ভাইবোনের সবাইকে হারিয়েছে এক কিশোর। অনেক কিশোরী বধূদের স্বামীরা আর ফিরে আসেনি। স্বামী আর ছেলেকে হারিয়েছেন এমন বৃদ্ধার সংখ্যাও কম নয়। এমন অসংখ্য হত্যা ও ধর্ষণের তথ্য প্রমাণ পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিবার সংস্থা জাস্টিস ফর বেটার ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে টেকনাফ উখিয়া ও নাইক্ষ্যাংছড়ির বিভিন্ন ক্যাম্পে গিয়ে এ পর্যন্ত ছয় হাজার ক্ষতিগ্রস্ত নারী-শিশু ও পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে মানবতা বিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। মিয়ানমার থেকেও সংগ্রহ করা আরো তথ্য-প্রমাণ। এই প্রমাণ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করা হবে।

এর আগে বসনিয়া, চিলি, উগান্ডাসহ বিশ্বের বিভিন্নপ্রান্তের গনহত্যাসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে মামলার অভিজ্ঞতা নিয়েই রোহিঙ্গা গণহত্যার মামলা করার কথা জানান বিভিন্ন দেশে আইনী লড়াইয়ে যুক্ত থাকা বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার ড. সাঈদ মহিউদ্দিন।

দেশে ফিরে যাওয়ার আলোচনা চললেও তাদের ওপর যে নির্মম নির্যাতন হয়েছে তা ভুলে যাবেন না রোহিঙ্গারা।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতায় ‘ডুব’-এর প্রিমিয়ার

ইরফান খানের ঝলমলে প্রাণবন্ত উপস্থিতিতে কলকাতার কোয়েস্ট মল সিনেপ্লেক্স এর আইনক্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ ও অভিনেতা ইরফান খান প্রযোজিত চলচ্চিত্র ‘ডুব’ এর প্রিমিয়ার। নিজের ফেসবুকে প্রিমিয়ার এর একাধিক ছবি পোস্ট করে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ইয়েস! দ্য প্রেস ইজ ডান। অ্যান্ড উই আর হেডিং টু দ্য প্রিমিয়ার নাউ।’

প্রিমিয়ারে ভারতীয় প্রযোজক এস কে মুভিজের হিমাংশু ধানুকা উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ প্রিমিয়ারে যাননি।

২৭ অক্টোবর দেশের ৪০টি সিনেমা হলসহ ভারতের ৩৪ টি ও অস্ট্রেলিয়ার ৮টি সিনেমা হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘আহারে জীবন’ গানের চলচ্চিত্র ‘ডুব’। মুক্তির আগেই নানা কারণে আলোচিত সমালোচিত ছবিটি সেন্সর বোর্ডের কিছু কর্তন নির্দেশ সাপেক্ষে সেন্সর পায়। একজন লেখকের জীবন ও সম্পর্ককে ঘিরে নির্মিত চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অফিনয় করেছেন ‘ব্রিকলেন’ অভিনেতা ইরফান খান। তাকে ঘিরে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা ও পার্ণো মিত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগর উপজেলাধীন ২নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আহাদুল্ল্যাহকে বহিষ্কার করা হয়েছে। কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি স.ম রেজাউল ইসলাম, সহ-সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মহসিন আলম পাড়, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ও জাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও শাহাজাহান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আহাদুল্ল্যাহকে সাময়িক বহিষ্কার করা হলো। একই সাথে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমানকে অসদাচরণ এর দায়ে সতর্ক করা হলো এবং অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের কোন সাংগঠনিক কার্যক্রম না থাকায় উক্ত কমিটি বিলুপ্ত করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নারীর গুরুত্ব শীর্ষক কর্মশালা

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন আশাশুনি ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অক্ষয় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবা অফিসার ইমাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, এসআই নয়ন চৌধুরী, পিএসআই পীযুষ কান্তি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান। উপজেলার ১১ ইউনিয়নের ২৮ জন মহিলা মেম্বারের অংশগ্রহনে কর্মশালায় গ্রাম আদালতের উদ্দেশ্য, গঠন ও কার্যাবলী, প্যানেল সদস্যদের ভূমিকা ও দায়িত্ব, গ্রাম আদালতের আইন, বিচারক প্যানেলের প্রয়োজনীয়তা, বিচারিক মূল্যবোধ নিয়ে আলোচনা এবং প্রকল্প কর্তৃক গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়া গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রবিবার বাঁকাল মিনু মার্কেটে ফ্রি চক্ষু শিবির

প্রেস বিজ্ঞপ্তি : রোগীদের বিনামুল্যে সেবা দেওয়ার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রবিবার বাঁকাল স্কুল সংলগ্ন মিনু মার্কেটে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা মার্চেন্ট কো অপাঃ সোঃ লিঃ ও সাইটসেভার্স এর আর্থিক সহযোগিতায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে রোগী দেখা হবে। শিবিরে সকল প্রকার চক্ষু রোগীকে পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাদি দেওয়া হবে। বাছাইকৃত ছানিপড়া চক্ষুরোগীদের স্বল্প খরচে অস্ত্রপাচারের জন্য ঐদিনই হাসপাতালের নিজস্ব গাড়ীতে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অপারেশন শেষ তাদেরকে অনুরূপভাবে বাঁকাল মিনু মার্কেট কেন্দ্রে পৌছে দেওয়া হবে। বিশেষ ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে চোখের ছানি অপারেশন করে লেন্স বসানো হবে। সে কারণে আগ্রহী রোগীদেরকে শিবিরের আসার সময় প্রয়োজনীয় কাপড় সঙ্গে আনার জন্য বলা হচ্ছে। উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে সেবা নেওয়ার জন্য ওইদিন সরাসরি স্বশরীরে বাঁকাল স্কুল সংলগ্ন মিনু মার্কেটে উপস্থিত হওয়ার জন্য গরিব, অসহায়, দুঃস্থ রোগীদের বিশেষভাবে অনুরোধ জনানো হয়েছে। এছাড়া প্রয়োজনে ০১৭১১ ৪২৬৫৯২, ০১৭১১ ৩৯১৩৮৪ নাম্বারে যোগাযোগ করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest