সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশ্যামনগরে জনসভা- গণমিছিলের মধ্য দিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরুতালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবেরআদালত চত্বরে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হলো জব্দকৃত হরিণের মাংসসাংবাদিক আকরামুলের উপর হামলা : সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দাপাইকগাছায় বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের উদ্যোগে দশ গ্রামের দুস্থদের মাঝে তিন সহস্রাধিক কম্বল বিতরণবিএনপি থেকে ডা: শহীদুল আলম বহিস্কারসংগ্রামের গল্পে ঢাবি জয় দিহানেরতালায় লার্নিং শেয়ারিং ওয়ার্কশপসাতক্ষীরায় ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার : ৪টি আসনে প্রতিদ্বন্দ্বী ১৮

উষ্ণতার পারদ চড়ালেন বিপাশা-করণ

বিনোদন ডেস্ক : নিঃসন্দেহে বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের একজন বিপাশা বসু। একটা সময় বলিপাড়ায় সাহসী, বোল্ড অভিনয়ে সবাইকে ছাড়িয়ে যান এ অভিনেত্রী।
বেশ কিছুদিন হল অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ে হয়েছে তার। সম্প্রতি কন্ডোমের বিজ্ঞাপনের এক ছোট্ট ভিডিওতেই দেখা গেল এ দম্পতিকে, স্বামী করণ সিং গ্রোভারকে সঙ্গে নিয়ে বিজ্ঞাপণ ভিডিওতে উষ্ণতার পারদ চড়িয়ে দিলেন বিপাশা বসু।
বিপাশা-করণের এই ভিডিও এখন টক অফ দ্য টাউন। ছবি থেকে ভিডিও- যে প্যাশন দুজনের মধ্যে ধরা দিয়েছে তার তুলনা মেলা ভার। ছোট্ট ভিডিও দেখার পর নেটদুনিয়ায় অনেকেই বলছেন, এ শুধু বিপাশার পক্ষেই সম্ভব।
তবে শুধু কামনা-বাসনার গাথা হয়েই থাকেনি এ বিজ্ঞাপন। বিপাশা নিজে জানিয়েছেন, যে দেশে জনসংখ্যা এখনও মাথাব্যথার কারণ, সুস্থ যৌনতার স্বার্থে কন্ডোমকে আরও বেশি করে দাম্পত্যের অংশীদার করে নেওয়ার ডাক দিয়েছেন বিপাশা ও করণ দুজনেই।

https://www.youtube.com/watch?v=xFV7ttU1YvA

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সময় চাইলেন অপু…

সময় চাইলেন অপু…

কর্তৃক Daily Satkhira

‘আমি তো কাউকে না করিনি, আমার আরেকটু সময় দরকার, শারীরিক ফিটনেস এখনো পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। এমন মেদবহুল শরীর নিয়ে অভিনয় করলে সেই ছবি কী দর্শক দেখবে? নির্মাতাদের ভালোর জন্যই বলছি, যারা সাম্প্রতিক সময়ে আমার কাছে ছবিতে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসছেন তাদের বলছি আমাকে আর কিছুটা সময় দিন, সবার কাজ করে দেব।
আমি তো একজন শিল্পী। অভিনয় করাই আমার কাজ। আর কাজটা ভালোভাবেই করতে চাই। সম্প্রতি মিডিয়ায় আমাকে নিয়ে দুই ধরনের খবর প্রকাশ হচ্ছে। একটি খবরে দেখছি বলা হচ্ছে আমি অমুক ছবিতে কাজ করতে যাচ্ছি। পরক্ষণেই আরেকটি খবরে দেখছি অপু বিশ্বাস বলছে এটি আসলে গুঞ্জন। এ নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই আবারও বলছি সবার ছবিতে আমি কাজ করব। তবে ফিটনেস ফেরাতে কিছুটা সময় চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপদ সংকেত’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে- দুই সংস্করণেই দলের বাজে পারফরম্যান্সে বাংলাদেশ ক্রিকেটে বড় বিপদ সংকেত দেখছেন মাশরাফি বিন মুর্তজা। হতাশা টাইগার অধিনায়ক সতীর্থদের দিয়েছেন জেগে উঠার ডাক।

টেস্টে বাজে খেলায় হোয়াইওয়াশ হওয়ার পর প্রত্যাশা ছিল ওয়ানডেতে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। কিন্তু প্রথম দুই ম্যাচে ১০ উইকেট ও ১০৪ রানে হারের পর শেষ ওয়ানডেতে ২০০ রানে হার। সিরিজ শেষে মাশরাফি জানান, নিজেদের খেলায় ক্রিকেটাররা নিজেরাই সবচেয়ে হতাশ।

দলের এমন পারফরম্যান্সে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গে তুলনা করলে সব জায়গায় আমরা পিছিয়ে ছিলাম। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচগুলো হেরেছি। এটা আমাদের খুবই শিক্ষণীয় হল। যদিও চ্যাম্পিয়নস ট্রফি থেকে এটা হয়ে আসছে। এ বিষয়গুলো ঠিক না করলে সামনের সিরিজ-টুর্নামেন্টে ভালো করা কঠিন হয়ে যাবে।’

ম্যাশ বলেন, ‘আমার কাছে মনে হয়, এই যে সময়টা গেল, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই বিপদ সংকেত। এ থেকে খেলোয়াড়দের শিক্ষা নিতে হবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা মটরস্ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : কেক কাটা ও আলোচনা সভা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মটরস্ শো-রুমের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে শহরের ফুড অফিস মোড়ে সাতক্ষীরা মটরস্ এর স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসেন বনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আজহার হোসেন। এসময় তিনি বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করলে সফলতা আসবে। সততাই ব্যবসার মূলধন। তাই সকল মানুষ যদি সততার সাথে ব্যবসা করে দিন দিন তার ব্যবসার প্রসার লাভ করবে।’
জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রঞ্জন কুমার বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী এম. এম. মজনুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শাহিনুর রহমান, ডাবলু, বদরুজ্জামান বদু, কমল বিশ^াস, শরিফুল ইসলাম, আলমগীর হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আনিছুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সাতক্ষীরা শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা সাতক্ষীরা শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শহরের রসুলপুর আট পুকুর গেট সংলগ্ন এলাকায় র‌্যাংগস্ মটরস্ লিমিটেড যশোর জোনাল হেড এস.এম গোলাম মোত্তর্জার সভাপতিত্বে¡ প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এন মঈনুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন র‌্যাংগস্ মটরস্ এর সিইও দীলিপ ব্যানার্জী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার ইন্ডিয়া সার্ভিস কান্ট্রি ম্যানেজার ভাদুরিয়া গৌরব, সৌম্য চ্যাটার্জী, র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের ডিজি এম মো. ইকবাল হোসেন, র‌্যাংগস্ মটরস্ লিমিটেডের হেড প্রডাক্ট ম্যানেজার রাজেশ কুমার দত্ত, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড সাতক্ষীরা ডিলার মো. শেখ শফি উল্লাহ মনি, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড জোনাল হেড-ডি মো. গালিবুল ইসলাম, র‌্যাংগস্ মটরস্ লিমিটেড ব্রাঞ্চ ইনচার্জ মো. তানভীর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি ও আল ফেরদৌস আলফা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম বিল্লাহ শাহীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৈয়দ আশরাফের স্ত্রী শিলার শারীরিক অবস্থা অপরিবর্তিত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি এখনও সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শিলা ইসলামের সঙ্গে সৈয়দ আশরাফ, তার মেয়ে ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা রয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে অহেতুক কান না দিয়ে সৈয়দ আশরাফের স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিরাটের সেঞ্চুরি বৃথা, নিউজিল্যান্ডের কাছে  ভারতের হার

২০০তম ওয়ানডে ম্যাচ। ঝুলিতে আস্ত একখানি সেঞ্চুরির সঙ্গে একগুচ্ছ রেকর্ড।
কিন্তু তাও মুখে হাসি ফুটল না বিরাট কোহলির। সেটাই স্বাভাবিক। দল হারলে যে ব্যক্তিগত পারফরম্যান্সও ফিকে হয়ে যায়। তাই অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েও দর্শকদের মন জয় করা হল না ভারত অধিনায়কের। রবিবার সেই ওয়াংখেড়েতেই বিরাজ করল একরাশ হতাশা।

ম্যাচে ব্যাট-বল-ফিল্ডিং সবদিকেই নজর কাড়লেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরা। দুই কিউই বোলার টিম সাউদি (৩) এবং বোল্ট (৪) মিলেই ছারখার করে দিলেন ভারতীয় ব্যাটিং লাইন-আপ। দুই ওপেনার রোহিত-ধাওয়ানের ব্যর্থতা একা হাতে অনেকটাই ঢেকে দিয়েছিলেন বিরাট। কিন্তু উল্টো দিকে সেইভাবে কাউকে না পাওয়ায় ব্যাটিং উইকেটেও ৩০০-র গণ্ডি পেরনো হল না।
তার উপর রাহানে আর মনীষ পাণ্ডে ছাড়াই লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া।

উইলিয়ামসনদের বিরুদ্ধে শুরুতেই ০-১-এ পিছিয়ে পড়ল বিরাট অ্যান্ড কোম্পানি। ফলে ওয়ানডেতে শীর্ষস্থান ফিরে পেতে আরও খানিকটা অপেক্ষা করতে হবে তাদের। তবে এই ফল যে সিরিজের শুরুটা থ্রিলিং করে দিল তা বলাই বাহুল্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুমিরায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কুমিরায় ট্রাক ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন ভ্যান চালক ফজলুল হক (৩৫) নিহত হয়েছেন। রোববার বিকাল ৪ টার দিকে তালা উপজেলার কুমিরা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল হক সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া গ্রামের নুর ইসলাম হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন ভ্যান চালক ফজলুল হক তালা থেকে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে তালা উপজেলার কুমিরা নামক স্থানে পৌছালে খুলানাগামী পাথর বোঝাই একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইঞ্জিন ভ্যানচালক ফজলুল হকের মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ নিহত ফজলুল হকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest