সর্বশেষ সংবাদ-
জেলা ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের ত্রি-বার্ষিকী নির্বাচনসাতক্ষীরায় শীর্ষ সন্ত্রাসী মাদক চোরাচালানের হোতাসহ তিনজন গ্রেফতারনাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভদৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা  দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়

রোনালদোর গোলে রক্ষা রিয়ালের

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদের লড়াইটা জার্মানির অন্যতম সেরা ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গেই হবে- টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই হয়তো ভেবেছিলেন এমনটা। কিন্তু দারুণ নৈপুণ্য দেখিয়ে রিয়ালের সঙ্গে পাল্লা দিচ্ছে অন্য আরেকটি ক্লাব। ইংল্যান্ডের টটেনহাম। নিজেদের সর্বশেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়েও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে রিয়াল ও টটেনহামের। ১-১ গোলে ড্র করে দুই ক্লাবই ভাগাভাগি করে নিয়েছে একটি করে পয়েন্ট।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়েছিল রিয়াল। ২৮ মিনিটে এগিয়ে যাওয়া গোলটির পেছনে অবশ্য টটেনহামের কোনো খেলোয়াড়ের অবদান নেই কাগজে-কলমে। নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেলেন রিয়ালের ডিফেন্ডার রাফায়েল ভারনে।

প্রথমার্ধেই অবশ্য গোলটি শোধ করে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোলটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদ-টটেনহামকে।

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপে পাল্লা দিয়ে লড়ছে রিয়াল ও টটেনহাম। তিন ম্যাচ শেষে দুই দলই পেয়েছে দুটি করে জয় ও একটি ড্র। দুই দলের ঘরেই জমা হয়েছে ৭ পয়েন্ট।

এইচ গ্রুপের অপর ম্যাচের ফলাফলও একই। ১-১। পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে বরুশিয়া ও অ্যাপোয়েল। দুই দলেরই এটি প্রথম পয়েন্ট। এর আগের দুটি ম্যাচেই হেরেছিল বরুশিয়া ও অ্যাপোয়েল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইউটিউবে ঝড় তুলেছে ‘টিকাটুলি’

আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ ছবির আইটেম গান ‘টিকাটুলি’র ভিডিও অবশেষে ইউটিউবে ছাড়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ছাড়ার পর এরইমধ্যে তিন লাখ ৩০ হাজারেরও বেশি বার গানটি দেখা হয়েছে।
মতিন চৌধুরী গাওয়া গানটিতে নেচেছেন মিমো ও সাঞ্জু জন। ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ, নায়িকা মাহি ও ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবিএম সুমনও।

এর আগে ‘টিকাটুলি’র লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। জনপ্রিয় গানটি নতুন করে সুর ও সংগীত আয়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। শাহীন কামালের সুরে সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।

বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন-থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ারের গল্পে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার, স্প্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জামিনের জন্য খালেদা জিয়া বৃহস্পতিবার কোর্টে যাবেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে আগামীকাল বৃহস্পতিবার জামিন নেওয়ার জন্য আদালতে যাবেন। তিনি আজ বিকেলে ঢাকায় আসছেন।

সাবেক প্রধানমন্ত্রী এমন এক সময়ে দেশে ফিরছেন যখন তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকায় দুটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন ও খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আজ খালেদা জিয়া ঢাকায় আসছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

এ দিকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ১৫ মিনিট) খালেদা জিয়াকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি (ইকে-৫৮৬) হিথ্রো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে ছাড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি দুবাই বিমানবন্দরে পৌঁছে। বিএনপি চেয়ারপারসন বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে বিশ্রাম নিচ্ছেন।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় খালেদা জিয়াকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিকেল সোয়া ৫টায় সেটি ঢাকা হযরত (রহ.) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

লন্ডন থেকে বিমানে ওঠার আগে বিমানবন্দরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন খালেদা জিয়া। ভিআইপি টার্মিনাল থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে এই বক্তব্য দেন তিনি। নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে দলীয়প্রধানের বক্তব্য শুনেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে খালেদা জিয়াকে দলীয় ঊর্ধ্বতন নেতাকর্মীরা স্বাগত জানাবেন। বিএনপি এ নিয়ে কোনো কর্মসূচি না রাখলেও দলের নেতাকর্মীরা বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের অনুরোধে খাদ্য ঘাটতির রিপোর্ট গোপন করেছে জাতিসংঘ!

রোহিঙ্গা সংকট ইস্যুতে নিত্য নতুন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার একটি বিশেষ প্রতিবেদনে জানিয়েছে তেমনই একটি তথ্য।
মিয়ানমার সরকারের অনুরোধে জাতিসংঘ দেশটিতে শিশুদের ভয়াবহ খাদ্য সংকটের কথা গোপন করেছে। গত জুলাইয়ে এ ঘটনা ঘটেছে।

জাতিসংঘের খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) একটি রিপোর্টে উঠে আসে ‘রাখাইনের কমপক্ষে ৮০ হাজার শিশু ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে। তাদের ওজন ক্রমাগতভাবে কমছে যা উদ্বেগজনক। ‘ পরে মিয়ানমার সরকারের অনুরোধে সেই রিপোর্ট আর প্রকাশ করেনি ডব্লিউএফপি।

এ রিপোর্টটি প্রকাশ না করার কারণ জানতে চাইলে ডব্লিউএফপি জানায়, মিয়ানমার সরকারের অনুরোধে তারা এমনটি করেছে। কারণ সে দেশের সরকার দাবি করে, এ বিষয়ে ডব্লিউএফপির সঙ্গে একটি যৌথ রিপোর্ট প্রকাশ করবে তারা। এ ক্ষেত্রে মিয়ানমারের বিভিন্ন মন্ত্রণালয় ডব্লিউএফপির সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকার নয়, খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আদালত : কাদের

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে সরকার নয়, যেকোনো আইনি ব্যবস্থা আদালত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে রাজধানীর বনানীতে শেখ রাসেলের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চিকিৎসা শেষে আজ বুধবার বিকালে লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে খালেদা জিয়ার। এর আগে দেশের কয়েকটি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ফলে দেশে ফিরলেই খালেদা জিয়া গ্রেফতার হতে পারে এমন আশঙ্কার মধ্যে সেতুমন্ত্রী একথা জানিয়েছেন।

আজ শেখ রাসেলের জন্মদিন। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সামাজিক সংগঠন শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এদিকে, দেশে ফেরার পর খালেদা জিয়াকে সংবর্ধনা দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগানিস্তানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪, আহত ১৭৩

আফগানিস্তানের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র ও নিরাপত্তা কম্পাউন্ডে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী মুরাদ আলী মুরাদ।

গতকাল মঙ্গলবার গাজনি ও পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। পাকতিয়া প্রদেশে নিহত ৪১ জনের মধ্যে ২০ জনই বেসামরিক নাগরিক। বাকি ২০ জন পুলিশ কর্মকর্তা। আহত হয়েছেন ৪৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১১০ জন বেসামরিক নাগরিক।

গাজনি প্রদেশর আন্দার জেলার নিরাপত্তা কম্পাউন্ডে হামলায় ২৫ কর্মকর্তা ও ৫ বেসামরিক নাগরিক নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যার ১০ জনই পুলিশ সদস্য। তালেবান এ বোমা হামলার দায় স্বীকার করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

কিম্বার্লিতে তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে লজ্জাজনক হারের পর আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ বাঁচার মরার লড়াইয়ে আজ ইনজুরি কাটিযে একাদশে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এদিকে, তামিম প্রবেশ করায় একাদশ থেকে ছিটকে যেতে পারেন লিটন দাশ অথবা ইমরুল কায়েসের যেকোনো একজন। আবার স্পিনার একজন বেশি খেলাতে চাইলে সেক্ষেত্রে সাইফুদ্দিনের জায়গায় আসতে পারেন মিরাজ।

বাংলাদেশে সম্ভাব্য সেরা একাদশ:
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস/লিটন দাস
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদুল্লাহ রিয়াদ
৬. সাব্বির রহমান
৭. নাসির হোসেন
৮. মোহাম্মদ সাইফুদ্দিন/মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. রুবেল হোসেন
১১. তাসকিন আহমেদ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে দরিদ্র কমে ২৪.৩ শতাংশ ; অতি দরিদ্র ১২.৯

অনলাইন ডেস্ক : ছয় বছরে দেশে দারিদ্র্যের হার কমে ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। ২০১০ সালে দারিদ্র্যের হার ছিল ৩১ দশমিক ৫ শতাংশ।
ছয় বছরের ব্যবধানে দারিদ্র্যের হার ৭ দশমিক ২ শতাংশ কমেছে।
মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বিভাগে (বিবিএস) হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০১৬ এর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস হিসেবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জরিপের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় বিশ্বব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিবেদন অনুসারে মোট দারিদ্র্যের পাশাপাশি অতি দারিদ্র্যের হারও আগের তুলনায় কমেছে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে অতি দরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশ। ছয় বছর আগে যা ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া বর্তমানে গ্রামে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৪ শতাংশ, শহরে এই হার ১৮ দশমিক ৯ শতাংশ। পরিসংখ্যান ব্যুরো জানায়, সারা দেশের ২ হাজার নমুনা এলাকায় ৪৬ হাজার ৮০টি খানায় (পরিবার) এ জরিপ অনুষ্ঠিত হয়।
২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত এক বছর ধরে বিবিএস দেশব্যাপী সর্বশেষ জরিপটি পরিচালনা করে। খানা আয় ব্যয় জরিপে এটাই সবচেয়ে বড় নমুনা। বিবিএসের জরিপ অনুযায়ী, ১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৫৬ দশমিক ৭ শতাংশ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী, ওই হার ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বাংলাদেশ তিন বছর আগেই ২০১২ সালে লক্ষ্যমাত্রা অর্জন করে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অনুযায়ী ২০৩০ সাল নাগাদ অতি দারিদ্র্য বিদায় করতে চায় বাংলাদেশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest