সর্বশেষ সংবাদ-
দেবহাটায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধনসাতক্ষীরায় জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাতক্ষীরার মিঠু খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপিকালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন

মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্যসহায়তা দেবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাৎকালে এ কথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

উভয়েই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্যসহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও অন্তঃসত্ত্বা মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে বলে মন্ত্রীকে জানান।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালককে মন্ত্রী জানান, ইউনিসেফ রোহিঙ্গা শিশুদের শিক্ষার ব্যবস্থা করবে। এ সময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে বাংলাদেশে রাখা সম্ভব না। মিয়ানমারকে তার নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। বর্তমানে বাংলাদেশে এমনিতেই খাদ্যমূল্য ঊর্ধ্বমুখী। তাই দ্রুত এই নাগরিকদের ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জানান মন্ত্রী।

ডেভিড বিসলে মন্ত্রীকে জানান, খাদ্যসহায়তা অব্যাহত রাখতে এরই মধ্যে তিনি বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করেছেন। কূটনৈতিক তৎপরতা মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে ৩২০ রানে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। টাইগারদের চেয়ে ১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে প্রোটিয়ারা। তামিম-মুশফিকেরদের সামনে রানের পাহাড় দাঁড় করাতে চেষ্টার কোনো কমতি রাখবে না এলগার-মার্করামরা। প্রথম ইনিংসের চেয়ে ভালো ব্যাটিং-বোলিং করতে না পারলে এই টেস্টে বাংলাদেশের হারটা মোটামুটি অবশ্যম্ভাবীই বলা যায়।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৪৯৬ রান করে ইনিংস ঘোষণা করে। এর জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি, ৩৬ রানেই দুই উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৭ রান। তারা উইকেট হারায় তিনটি।

তৃতীয় দিনের শুরুতে ভালোই খেলছিলেন তামিম ও মুমিনুল। চতুর্থ উইকেট জুটিতে ৫৫ রান যোগ করেন তাঁরা। ৪৬তম ওভারে অভিষিক্ত ফেলুকায়োর বলটা তামিমের ব্যাটে লেগে জমা হয় কুইন্টন ডি ককের গ্লাভসে। ৩৯ রান করেন দেশসেরা এই ব্যাটসম্যান। এরপর আবার প্রতিরোধ গড়েন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। ৬৯ রান যোগ করেন তাঁরা। শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে পারেননি মুমিনুল। কেশব মহারাজের বলে আউট হন তিনি।

এই ম্যাচে দারুণ খেলেছেন মাহমুদউল্লাহও। সাব্বির রহমানকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন তিনি। কিন্তু জুটিটা ভাঙেন অলিভেয়র। দলীয় ২৯২ রানে উইকেটের ওপর দিয়ে বেরিয়ে যাওয়া একটি বল টেনে আনতে গিয়ে বোল্ড হন সাব্বির। তখন তাঁর ঝুলিতে ছিল ৩০ রান। অল্প কিছুক্ষণ পর মাহমুদউল্লাহ ফিরে যান মরকেলের বলে সরাসরি বোল্ড হয়ে। তার আগে ৬৬ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন তিনি। মাহমুদউল্লাহ আউট হওয়ার তিন রানের ব্যবধানে দুটি উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩২০ রানের বেশি করতে পারেননি সফরকারীরা।

এর আগে গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে ইনিংসের পঞ্চম ওভারেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। রাবাদার বুলেট-গতির শর্ট বলে আউট হন ইমরুল। স্লিপে দারুণ ক্যাচ নেন এইডেন মার্করাম। এরপর ভালোই খেলছিলেন লিটন দাস। দ্রুতই কয়েকটি চার মেরে ২৫ রানে পৌঁছে যান তিনি। তবে ১১তম ওভারে মরকেলের আউট সুইংগারে হাশিম আমলার কাছে ধরা পড়েন তিনি।

প্রোটিয়া পেসারদের দাপটে দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন অধিনায়ক মুশফিকুর রহিম। তৃতীয় উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন তাঁরা। তবে ইনিংসটাকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি মুশি। দলীয় রান যখন ১০৩, কেশব মহারাজের বলটাকে ভালোভাবে ঠেকাতে পারেননি তিনি। বলটা ব্যাটের কোনো ছুঁয়ে জমা হয় এইডেন মার্করামের হাতে। ৫৭ বলে ৪৪ রান করেন বাংলাদেশ দলপতি। এরপর তামিম ও মুমিনুল দিনের বাকি সময়টাতে আর কোনো বিপদ ঘটতে দেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদ ১৩নং ওয়ার্ড সদস্য এবং শিক্ষা বিভাগ স্থায়ী কমিটির সভাপতি এস এম দেলোয়ার হোসাইন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্র্যন্ত আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার, হামকুড়া, মহাজনপুর ও গুনাকরকাটি সার্বজনীন দূর্গা মন্দিরে পরিদর্শন কালে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং নগদ ৫হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে যে অনুদান প্রদান করা হয়েছে তা উল্লেখ করে আগামীতে পূজা মন্ডপ ও শ্মশানে অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া বুধহাটা কুল্যা, কচুয়া ও মহিষাডাঙ্গা দূূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মেম্বর আলমগীর হোসেন আঙ্গুর, রুহুল আামিন, নজরুল ইসলাম, ইব্রাহিম গাজী, আব্দুর রশিদ, মহিলা মেম্বর আনোয়ারা খাতুন, সমাজ সেবক বশির আহম্মেদ টুকু, সাবেক মেম্বর কাজল মালী, ফিরোজ মালী, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক ফারুক, কৃষকলীগ সভাপতি আক্তারুল ইসলাম, সেক্রেটারী জাহারুল ইসলাম, তরুণলীগ সভাপতি আশরাফুল আলম রানা, সেক্রেটারী আরিফুল ইসলাম মিলন, মাষ্টার পরিমল দাশ, মাষ্টার নীল কমল মন্ডল, সমাজ সেবক খোকন, মোগফুর, আছাফুর, শহিদুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডম পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা বিএনপি’র সভাপতি ও কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম। শুক্রবার আশাশুনির মহেশ্বরকাটি পূজা মণ্ডপ, সোদকোনা পূজা মন্ডপ, বুধহাটা পূজা মন্ডপ, কুল্যা আশ্রমমাঠ পুজা মণ্ডপ, গুনাকরকাটি পূজা মণ্ডপ ও কচুয়া পূজা মণ্ডপ সহ বড়দল, দরগাহপুর, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, শোভনালী ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদশন করেন। পরিদর্শন কালে বিভিন্ন মণ্ডপে মতবিনিময়ে তিনি বলেন ধর্ম যার যার উৎসব সবার এবং অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির উদয় হোক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায়। পূজা মন্ডব পরিদর্শনকালে মধুসুধন সানা , শাহাজান আলী শিকারী, আহসান উল্লাহ, ইশারাত আলী সানা, কুল্যা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি পরিমল কুমার দাশ, সাধারণ সম্পাদক এড. দেবাশীষ মুখার্জী প্রমুখ তার সফর সঙ্গী ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কাদাকাটিতে ৮দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যদুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যদুয়ারডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে উত্তেজনা পূর্ণ খেলার ফাইনালে কাদাকাটি ৯নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড ফুটবল দল জোর প্রতিদ্বন্দ্বিতা করে। উত্তেজনা পুর্ণ খেলায় ৭নং ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে ৯নং ওয়ার্ড জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শিক্ষক নিশিকান্ত সরকার। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক ইউপি সদস্য রমজান আলী চ্যাম্পিয়ান ট্রফি এবং ৭নং ওয়ার্ড দলের অধিনায়ক মেম্বর আইয়ুব আলী রানার্সআপ ট্রফি গ্রহন করেন। উত্তেজনা পূর্ণ খেলায় মাঠে দর্শক ছিলো চোখে পড়ার মত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ৮টি থানা থেকে ২১জন আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৯জন, কলারোয়া উপজেলায় ৩জন, তালা উপজেলা ২জন, কালিগঞ্জ উপজেলায় ২জন, শ্যামনগরে ২জন, আশাশুনিতে ২জন ও পাটকেলঘাটায় ১জন। তাদের বিরুদ্ধে আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নলতা প্রতিনিধি: মানবতার কল্যাণে দেশজুড়ে কাজ করে চলেছে শিল্পী ঐক্যজোট। নতুন প্রতিভা অন্বেষণ ও দুস্থদের সেবায় বিশেষ ভূমিকা রেখেছে শিল্পী ঐক্যজোট। আর এ লক্ষ্যে দেশের ৪২ টি জেলা ও প্রায় ৪০ টি উপজেলায় শিল্পী ঐক্যজোটের কমিটি গঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলায় ৪ টি ইউনিয়ন নিয়ে শিল্পী ঐক্যজোটের নলতা শাখা গতকাল বিকাল ৫ টায় নলতা করিম সুপার মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শিল্পী ঐক্যজোটের নলতা শাখার সচিব, সঙ্গীত শিক্ষক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নলতা শাখার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নাট্যপরিচালক জি.এম সৈকত। এরপর নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জি.এম সৈকত শিল্পী ঐক্যজোটের আদর্শ, উদ্দেশ্য এবং কার্যক্রম সদস্য ও উপস্থিত ব্যক্তিবর্গের সামনে তুলে ধরেন। প্রধান অতিথির সৃষ্টিশীল বক্তব্যে নলতা শাখার সদস্য ও উপস্থিত সুধীবৃন্দ মুগ্ধ হন। এসময় উপস্থিত ছিলেন-শিল্পী ঐক্যজোটের নলতা শাখার আহবায়ক ও প্রবীণ সংস্কৃতিকর্মী শান্তি চক্রবর্তী, বেতার কন্ঠশিল্পী আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা শাখার সমন্বয়ক ডাঃ আব্দুস সালাম খান, দেবাহাটা উপজেলা শাখার সমন্বয়ক নিলয় আহমেদ সবুজ, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, আহছানিয়া দরবেশ আলি ক্যাডেট স্কুলের উপ-অধ্যক্ষ শাহিনুর রহমান, শষী, আকরাম হোসেন, কন্ঠশিল্পী সুদর্শন বিশ্বাষ, পূর্নিমা বিশ্বাষ, কবি সন্তষ কুমার বিশ্বাষ, ডাঃ জাহিদুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভিন্ন স্বাদের সংবাদ : জার্মানিতে একটি দামি স্পোর্টস কারের একজন মালিক একটি গাধার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি জয়লাভও করেছেন।
মার্কাস জাহ্ন নামের ওই ব্যক্তি গত বছর সেপ্টেম্বর মাসে তার বহুমূল্য ম্যাকলারেন স্পাইডার স্পোর্টস কারটি ভোগেলসবার্গ শহরের একটি আস্তাবলের কাছে পার্ক করেন। ফিরে এসে তিনি দেখেন যে গাড়ির পেছন দিকের অংশটি কেউ চিবিয়ে খেয়ে ফেলার চেষ্টা করেছে। খোঁজ খবর নিয়ে তিনি বুঝতে পারেন যে এই কাজটি ছিল ওই আস্তাবলের ভাইটাস নামের এক ক্ষুধার্ত গাধার।
স্থানীয় পুলিশের ধারণা, কমলা রঙের গাড়িটিকে ওই গাধা একটি বিশাল গাজর বলে ভুল করে থাকতে পারে। এরপর ওই গাড়ির মালিক গাধার মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
মামলার রায়ে আদালত ৬৮০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার জন্য ভাইটাসের মালিককে আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে গাধার মালিক আপিল করবেন বলে জানা যাচ্ছে।
তার যুক্তি, এই ঘটনায় ভাইটাসের কোন দোষ নেই। আর তিন লাখ ১০ হাজার ইউরো দিয়ে কেনা ওই গাড়িটিকে আস্তাবলের পাশে পার্ক করে রাখা গাড়ির মালিকের মোটেই উচিত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest