সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জে পুকুরের পানিতে দুই শিশুর মৃত্যুদেবহাটায় ৪০ জন উপকার ভোগীর মাঝে ছাগল বিতরণদেবহাটার সরকারি কর্মকর্তা-সুধীজনদের সাথে ডিসির মতবিনিময়সাতক্ষীরার ১৮৫টি ভোটকেন্দ্রের স্কুল সংস্কারে বরাদ্দ প্রায় ৬৪ লাখ টাকাসাতক্ষীরা জেলা রোভারের ৪১ তম কোর্স ফর রোভারমেট এর মহাতাঁবু জলসাশ্যামনগরে বুনো শাকের রান্না প্রতিযোগিতাসাতক্ষীরায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধনতারেক রহমানের জন্মদিনে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণদেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভামহেশ্বরকাটি বাজারে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ

চতুর্থবারের মতো ফের চ্যান্সেলর মেরকেল

জার্মানির সাধারণ নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টি (সিডিইউ) আবারও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে। আর এতে করে চতুর্থবার চ্যান্সেলর হলেন ‘ইউরোপের নেত্রী’ মেরকেল।

স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের ১৯তম সাধারণ নির্বাচনে মোট ৬৫টি দল অংশ নিয়েছে। দেশটিতে প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেছেন।

নিয়ম অনুযায়ী, প্রতিজন ভোটার দু’টি করে ভোট দিয়েছেন। একটি সংসদীয় আসনের প্রার্থীকে, অপরটি দলকে। জার্মানিতে কোনো দল মোট ভোটের ৫ শতাংশ না পেলে সেই দল সংসদে (বুন্দেসতাগ) প্রতিনিধিত্ব করতে পারে না। বুন্দেসতাগের মোট ৫৯৮ আসনের মধ্যে ২৯৯টি আসনে রোববার সরাসরি নির্বাচন হয়েছে। বাকি ২৯৯ আসনে দলীয় ভোটপ্রাপ্তির শতাংশের হিসাব অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থী তালিকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিকভাবে জানানো হয়েছে, নির্বাচনী ফলাফলে মেরকেলের দল প্রায় ৩৩ শতাংশ ভোট পেয়েছে। আর ক্ষমতাসীনদের প্রতিদ্বন্দ্বী এসপিডি পেয়েছে ২০-২২ শতাংশ ভোট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বরিশালের প্রয়োজন ৩৭১ রান, খুলনার ১০ উইকেট

১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচ জিততে শেষ দিনে আরও ৩৭১ রান করতে হবে বরিশাল বিভাগকে। পক্ষান্তরে ১০ উইকেট শিকার করতে হবে খুলনাকে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ৪৪৪ রান করেছিল খুলনা। জবাবে ২৫৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। ফলে ১৮৬ রানের লিড পায় খুলনা। সেই লিডকে দ্বিতীয় ইনিংসে আরও বড় করেছে খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বরিশালের সামনে ৪০৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় খুলনা।

ম্যাচ জয়ের জন্য পাওয়া টার্গেটে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৩২ রান করেছে বরিশাল। তাই শেষ দিনে ম্যাচ জয়ের জন্য আরও ৩৭১ রান করতে হবে বরিশালকে। দলের দুই ওপেনার ফজলে মাহমুদ ১৫ ও রাফসান আল মাহমুদ ১৩ রান করে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে করেন নুরুল হাসান ও তুষার ইমরান। এই ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২ হাজার ৫০০বছর আগে কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

অতীতে নানা ঘটনায় প্রচুর জাহাজ ডুবে গিয়েছিল কৃষ্ণ সাগরে। গবেষকদের তিন বছরের প্রচেষ্টায় বহু বছর আগে ডুবে যাওয়া কৃষ্ণ সাগরের তলদেশে পাওয়া গেছে ৬০ টি জাহাজের ধ্বংসাবশেষ।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে সাগরতলে ডুবে যাওয়া জাহাজ অনুসন্ধানে যথেষ্ট অগ্রগতি হচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, তারা যে জাহাজগুলোর ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন, সেগুলোর কোনো কোনোটি আড়াই হাজার বছরেরও পুরনো। কোনো কোনো জাহাজ পানির নিচে অনেকখানি অক্ষত অবস্থাতেই রয়েছে।

২০১৫ সালে গবেষকরা একটি প্রকল্প শুরু করেন। এতে রয়েছেন যুক্তরাজ্য, বুলগেরিয়া, সুইডেন, যুক্তরাষ্ট্র ও গ্রিসের গবেষকরা। তারা এ প্রকল্পে জাহাজের অনুসন্ধান ছাড়াও সাগরে পরিবেশের প্রভাব নিয়ে অনুসন্ধান চালান। কিন্তু কিভাবে এত দ্রুত পুরনো জাহাজগুলোর সন্ধান পাওয়া যাচ্ছে যা আগে যায়নি? এ প্রশ্নে অভিযানটির উদ্যোক্তারা জানান, তারা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এ অগ্রগতি অর্জন করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের পাশে সাকিব

রোহিঙ্গাদের পাশে সাকিব

কর্তৃক Daily Satkhira

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন দক্ষিণ আফ্রিকা সফরে, তখন দেশের মাটিতে বিশ্রামে সাকিব আল হাসান। ক্লান্তির কারণে সিরিজের দুই টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। তবে এ সময়েও মানবতার ডাকে সাড়া না দিয়ে পারেননি দেশের অন্যতম সেরা এই তারকা। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, মানবেতর জীবনযাপন করা রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের ফেসবুকে পেজে এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান সাকিব। ইউনিসেফের হয়ে তিনি বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই, আপনারা সবাই সাহায্য করুন।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শুরুতে সেনা তৎপরতা বাড়ায় পালিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকতে শুরু রোহিঙ্গা মুসলিমরা। প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার রোহিঙ্গা। এখন পর্যন্ত চার লাখ ৩০ হাজার মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা বলা হলেও স্থানীয় সূত্রমতে এই সংখ্যা আরো বেশি বলে জানা যায়।

Rohingyas need your support: Shakib

(Please see English translation below)"#রোহিঙ্গা শরণার্থী, বিশেষ করে শিশুদের আপনার সাহায্য দরকার। এদের সাহায্যার্থে আসুন আমরা সবাই এগিয়ে আসি", Shakib Al Hasan ক্রিকেটার এবং ইউনিসেফ বাংলাদেশ-এর শুভেচ্ছাদূত।রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য করার জন্য ইউনিসেফ-এর ওয়েবসাইট https://unicefbangladesh.org -এ যান এবং ক্লিক করুন 'অনুদান দিন'।"#Rohingya refugees, especially children need your support. Please come forward and donate", Shakib Al Hasan, cricketer and UNICEF National Goodwill Ambassador.Please visit #UNICEF Bangladesh website www.unicef.org.bd and click 'Donate Now'.

Posted by UNICEF Bangladesh on Saturday, 23 September 2017

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ রানের আক্ষেপ গেইলের

৬ রানের আক্ষেপ গেইলের

কর্তৃক Daily Satkhira

২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে দলে সুযোগ পান ক্রিস গেইল। তবে ব্যাটে যে মরিচা ধরেনি সেটা প্রথম ম্যাচেই বোঝা গিয়েছিল।
আর আজ তৃতীয় ওয়ানডে তো প্রায় সেঞ্চুরিই করে ফেলেছিলেন। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থামতে হয়েছে মারকুটে এই ওপেনারকে।

ইংল্যান্ডের ৩৬৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের শুরুটা ভালো না হলেও ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিস গেইল। এক প্রান্তে সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও আশার প্রতীক হয়ে ছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব। তবে শেষ রক্ষা হয়নি, ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল ভারত

দারুণ শুরু এনে দিয়েছিলেন অজিঙ্কা রাহানে-রোহিত। শেষ করলেন হার্দিক পান্ডিয়া।
১৩ বল বাকি থাকতে ৫ উইকেটে তৃতীয় ওয়ান ডে জিতে সিরিজ পকেটে ভারতের। হাতে রয়েছে আরও দুটো ম্যাচ।

বড় রানের লক্ষ্যে নেমেছিল ভারত। পরে ব্যাট করে ভারতকে করতে হত ২৯৪ রান। প্রথম দুই ওয়ান ডেতে আগে ব্যাট করে জয় এসেছে। এবার রান লক্ষ্য করে জয় ছিনিয়ে নিতেও প্রস্তুত ছিলেন বিরাট কোহলিরা।

যেমন ভাবা তেমনই কাজ। লক্ষ্যে পৌঁছাতে বেশি খাটতে হল না। রাস্তাটা মসৃণ করে দিয়েছিলেন দুই ওপেনারই। শেষটা করলেন চার নম্বরে ব্যাট করতে নামা হার্দিক। তাঁতে যোগ্য সঙ্গত মণীশের।

এই পিচে প্রথম ইনিংসে যেভাবে রান উঠেছে সেই গতিতে যে দ্বিতীয় ইনিংসে উঠবে না সেটা স্বাভাবিক। কিন্তু ভারতের আত্মবিশ্বাসের জায়গা তাঁদের ব্যাটিং। যাঁরা যে কোনও সময় বদলে দিতে পারে ম্যাচের রঙ।

শুরুটা দারুণভাবেই করেছিল ভারতের দুই ওপেনার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মা। দু’জনের ব্যাট থেকেই এল হাফ-সেঞ্চুরি। ৭৬ বলে রাহানের ৭০ রানের ইনিংস সাজানো ছিল ৯টি বাউন্ডারিতে।

অন্যদিকে রোহিত ৬২ বলে খেললেন ৭১ রানের ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিও। দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অধিনায়ক কোহালি ও হার্দিক। মাত্র ২৮ রানেই প্যাভেলিয়নে ফিরে যান বিরাট কোহলি।

তাঁর জায়গায় নেমে কেদার যাদব মাত্র ২ রান করে আউট হন। পুরো চাপ এসে পরে হার্দিকের উপর। চাপ সামলাতে সফল তিনি। এর পর মণীশ পাণ্ড্যকে সঙ্গে নিয়ে জয়ের পথে দলকে নিয়ে যান হার্দিকই।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচে টস জয়ের পাশাপাশি ম্যাচও জিতে নিয়েছিল ভারত। তৃতীয় ম্যাচে তাই টস জয়কে সামনে রেখেই ম্যাচ জয়ের স্বপ্ন নিয়েই ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলে কোনও পরিবর্তন করা হয়নি। উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন বিরাট কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১২ বলে ৫০ রান তুলে শতক মঈনের!

ক্যারিবীয় দ্বীপে এবার উঠলো মঈন আলী ঝড়। ৫৩ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন এ ইংলিশ অলরাউন্ডার।
কিন্তু প্রথম অর্ধশতক খেলতে ৪১ বল খেললেও। পরের অর্ধশতক করতে খেলেছেন মাত্র ১২টি বল। শুরুর দিকে হলে তো একটা বিশ্ব রেকর্ড হয়ে যেত। তবে রেকর্ড একটা হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি।

মঈন-ঝড়ের ইঙ্গিত মিলেছিল বেশ আগেই। ইনিংসের শুরু থেকেই বাউন্ডারি মারাতেই নজর ছিল তাঁর। তবে পাঁচটি চারের পরও প্রথম ৩৯ বলে ৩৯ রান করেছেন মঈন। আসল ঝড় শুরু হলো ৪৫তম ওভারে। মিগুয়েল কামিন্সকে টানা দুই ছক্কা মেরে পৌঁছালেন ফিফটিতে। পরের তিন বলে ২, ৪, ৬।

আসল ঝড়টা গেল উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের ওপর দিয়ে। পরের ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইক পেলেন মঈন। এবার ছক্কার হ্যাটট্রিক! পরের ওভারেই কামিন্সকে ফিরে পেতেই আবার দুই ছয়। তাতেই পেয়ে গেলেন সেঞ্চুরি, মাত্র ৫৩ বলে।

ঝড়ের শুরুটা আর এক-দুই ওভার আগে হলেই, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জশ বাটলারের ৪৬ বলের রেকর্ডটি আজ ভেঙে যেতে পারত।

মঈন-ঝড়েই মাত্র ২১৭ রানে ৬ উইকেট হারিয়েও ৩৬৯ রানের পাহাড় গড়তে পারল ইংল্যান্ড। ৫৭ বলে ৭ চার ও ৮ ছক্কা মেরে ১০২ রানে আউট হয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু এর আগেই দল সাড়ে তিন শ পেরিয়ে গেছে। এর আগে ৭৯ বলে ৮৪ রান করেছেন জো রুট, ৬৩ বলে ৭৩ রান বেন স্টোকসের।

শেষ ১০ ওভারে ১২৩ রান করেছে ইংল্যান্ড। মানে প্রথম ৪০ ওভারে যে রান করেছিল, এর অর্ধেক রান শেষ ১০ ওভারেই তুলে নিয়েছে দলটি!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্কুলের ঘন্টা বাজালেন ইরানের প্রেসিডেন্ট রোহানি!

ইরানের স্কুলে নিজ হাতে ঘন্টা বাজিয়ে ক্লাশের বর্ষশুরু ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। সেপ্টেম্বর মাসের ২৩ তারিখখে ওই স্কুলের ফার্সি ক্লাসের বছর শুরু হয়ে থাকে। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রেসিডেন্ট হাসান রুহানি ছাত্রদের প্রতি বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেন এবং তার কাছে এসব প্রশ্নের উত্তর পাঠাতে বলেন। এধরনের প্রশ্ন ইরানি সপ্তম মাস মেহর’এর নামে ‘মেহর কোশ্চেন’ হিসেবে পরিচিত।

ছাত্রদের প্রতি প্রেসিডেন্ট রুহানির এমন একটি প্রশ্ন ছিল, ‘কিভাবে আমরা স্কুলকে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করতে পারি যাতে আমরা একে অপরকে ও পারস্পরিক মতামতকে শ্রদ্ধা এবং ধৈর্যের সঙ্গে বিনিময় করতে পারি। কিভাবে আমরা নৈতিকতা, সৌজন্যতা এবং ধৈর্য ধরে অনুশীলন করতে পারি?

রুহানি বলেন, যদি আমরা কারো মতামতকে হেসে উড়িয়ে দেই বা তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমরা পরস্পরকে কখনো সহানুভূতির সঙ্গে সহ্য করতে শিখব না। তিনি ছাত্রদের অন্যের কথা বা অভিমতকে গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দেন। সৃষ্টিশীল কাজের সঙ্গে ঘনিষ্ট হবার পরামর্শ দিয়ে ছাত্রদের প্রতি রুহানি বলেন, এতে তারা বড় হয়ে সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে শিখবে।

রুহানি বলেন, ছাত্রদের প্রশ্ন করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। তাদের সকল প্রশ্নের উত্তর ধৈর্যের সঙ্গে দেওয়ার জন্যে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, স্কুলের পরিবেশ সৃষ্টিশীল ও দক্ষতায় পরিপূর্ণ করে তুলতে পারলে ছাত্ররা চিন্তাশীল ও জ্ঞানের ধ্যানধারণা লাভ করবে। তিনি বলেন, একজন ছাত্র স্কুলে ১২ বছরের শিক্ষার পর তার অর্জিত জ্ঞান কাজে লাগানোর মত সঠিক কাজ যাতে পায় তাও জরুরি। দেশটির গণমাধ্যম তেহরান টাইমস খুব গুরুত্বের সাথে এ খবর প্রকাশ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest