সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

মালিতে বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

আজ রোববার এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় গতকাল শনিবার বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। শান্তিরক্ষীরা সফলভাবে সন্ত্রাসীদের প্রতিহত করে। এরই ধারাবাহিকতায় আজ রোববার দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে তাঁরা আবার আরো শক্তিশালী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হন। সাহসিকতা ও সফলতার সঙ্গে তাঁরা পুনরায় সন্ত্রাসীদের প্রতিহত করেন। তবে, সংঘর্ষের একপর্যায়ে সন্ত্রাসীদের পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ (আইইডি) বিস্ফোরণে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও চারজন আহত হন।

নিহত শান্তিরক্ষীদের নাম হলো সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা), সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহতরা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) ও সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

মালিতে নিয়োজিত বাংলাদেশি অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে আইএসপিআর জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সংবাদমাধ্যমে সাকিবকে নিয়ে ব্যঙ্গ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও।

ক্রিকেটে যেটা খুবই স্বাভাবিক। ভারতের ক্রিকেট ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার থেকে রবি শাস্ত্রী সবাই অন্য দেশের ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিয়মিতভাবে কথা বলেন। কিন্তু সাকিবের দেয়া বক্তব্য নিয়েই বেঁধেছে যত ঝামেলা। এটিকে নিয়ে ব্যঙ্গ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা। তারা সাকিবের পরামর্শকে অযাচিত আখ্যা দিয়েছে। তাদের দাবি, ভারত টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে। তাই সাকিবের পরামর্শের দরকার নেই ভারতীয় দলের।

শনিবার  ‘বিশ্বের একনম্বর দলকে ‘পরামর্শ’ দিয়ে হাসির খোরাক সাকিব, আপনিও হাসবেন’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটি হুবুহু তুলে ধরা হল :

‘টেস্ট ও ওয়ান ডে- আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে এখন ভারত। অস্ট্রেলিয়াকে টানা দু’ম্যাচে বধ করে টিম কোহলি এখন সেরা ফর্মে। ঘরের মাটিতেই অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে রয়েছে ভারত। তবে অস্ট্রেলিয়ার এই খারাপ ফর্মের রিংটোন বেঁধে দিয়েছিল বাংলাদেশ সফরই। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে স্পিনে কুপোকাত হয়েছিল ক্যাঙারু বাহিনী।

তবে এমন সময়েই কিছুটা অযাচিত ভাবে অস্ট্রেলিয়াকে হারানোর টিপস দিয়ে দিলেন সাকিব আল হাসান। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে রয়েছেন তারকা বাংলাদেশি অলরাউন্ডার। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীনই তিনি কীনা বিরাট কোহলিদের ‘পরামর্শ’ দিলেন অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে!

বাংলাদেশের এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, ‘‘ভারত সবসময় একটা আলাদা সুবিধা পাবে। অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে কিছুটা চাপে রয়েছে। দেখুন, ভারতের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। এখন খুব ভালো ছন্দেও রয়েছে। ফলে ব্যাটিংয়ে কোনও ভুলভ্রান্তি যেন না হয়। এই ব্যাপারটা মাথায় রাখলেই, ভারতকে আর কোনও চাপ নেওয়ার দরকার নেই। ’’

পাশাপাশি তিনি আরও বলেছেন, “ঘরের মাটিতে ভারত বরাবরই দুর্ধর্ষ ফর্মে থাকে। আমি আর বেশি কিছু বলব না। কারণ ভারত ইতিমধ্যেই অস্ট্রেলিয়াকে হারানোর পরিকল্পনা করে ফেলেছে। চেন্নাইয়ে দলের জয়ে হার্দিক যেভাবে সাহায্য করেছিল, এটা দলের ব্যাটিং গভীরতার কথা স্পষ্ট জানান দেয়। ”

প্রশ্ন উঠছে, ভারত ভালভাবেই জানে কীভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারাতে হয়। সেজন্য ভারতীয় স্কোয়াডে রয়েছে একাধিক ক্রিকেট মস্তিষ্ক। হঠাৎ সাকিব ভারতকে পরামর্শ দিতে গেলেন কেন! ভারতও বা সাকিবের পরামর্শ খোলা মনে গ্রহণ করবে, তারও বা নিশ্চয়তা কী! সাকিব বরং নিজের খেলার উন্নতির দিকে নজর দিন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মজা করে বলছেন, ব্যাপারটা অনেকটা ‘বিড়ালকে মাছ খাওয়া শেখানোর মতো’।

যাই হোক, সাকিবের পরামর্শ শুনে ভারতীয় ক্রিকেটাররাও যে হেসে ফেটে পড়বেন না, এমনটা কে বলতে পারে!’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় মার্কিন হামলায় নিহত ২,৬১৭ বেসামরিক লোক

সিরিয়ায় ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী হামলায় মোট দুই হাজার ৬১৭ বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে ৬১৫ শিশু ও ৪৪৩ জন নারী।

শনিবার সংস্থাটি আরও জানায়, হাসাকা, রাকা, আলেপ্পো, ইদলিব ও দেইর আল জৌর প্রদেশে এসব লোক প্রাণ হারায়।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বিরোধী হামলায় কুর্দি বাহিনীকে সহায়তা করে আসছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। অন্যদিকে, সিরীয় সরকার বরাবরই তার দেশে এ জোটের হস্তক্ষেপকে অবৈধ দাবি করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক ভোটের ব্যবধানে আবারও দলের প্রধান নওয়াজ শরীফ

পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে পাস হওয়া বিলের কল্যাণে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার দল মুসলিম লীগের প্রধান হিসেবে আবার দায়িত্ব নিতে যাচ্ছেন। বিলটি সিনেটে পাস হয়েছে মাত্র একটি ভোটের ব্যবধানে।

পাক সংবিধানের ২০৩ নম্বর অনুচ্ছেদ শুক্রবার সংশোধন করার মাধ্যমে ‘নির্বাচনী সংস্কার বিল ২০১৭’ পাস হয়। বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৮ জন সিনেটর আর বিপক্ষে পড়েছে ৩৭টি ভোট। মজার বিষয় হচ্ছে, এ বিল তোলার পারমর্শ দিয়েছিলেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র সিনেটর আইতাজ আহসান।

সংশোধনের আগে ২০৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল, জাতীয় পরিষদের সদস্য ছাড়া কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না।

এর আগে গত মাসে পাক সংসদের নিম্নকক্ষ বিলটিকে অনুমোদন দিয়েছিল। নতুন বিলে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারী বাদে দেশের যেকোনো নাগরিকেরই রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার রয়েছে।

গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিমকোর্ট পানামা পেপার্স মামলায় নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে। ওই রায়ের ফলে নওয়াজ শরীফ তার দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতাও হারান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফিঞ্চের সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের বিপক্ষে গত জুনে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন অ্যারন ফিঞ্চ। তিন মাস পরে দলে ফিরে সেঞ্চুরি পেলেন এই অজি ওপেনার।
একই সঙ্গে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার ১২৪ রানের ওপর ভর করে অস্ট্রেলিয়াও পেয়েছে লড়াকু টার্গেট।

সিরিজে প্রথম দু’টি ওয়ানডেতে পরাজিত হওয়ায় সিরিজ হার এড়াতে আজ জয়ের কোনো বিকল্প নেই স্মিথদের। এদিন ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। বিনা উইকেটেই তুলে ফেলেন ৭০ রান। এসময় ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৪ বলে করেন ৪২ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তার ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার আর ৫টি ছক্কায়। ফিঞ্চকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক স্মিথ। আউট হওয়ার আগে ৭১ বলে ৬৩ রান করে সাজঘরে তিনি।

ভারতের জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন। ভুবেনশ্বর কুমার কোনো উইকেট না পেলেও একটি করে উইকেট দখল করেন যুভেন্দ্র চাহাল এবং হারদিক পান্ডে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পর্ন তারকার মুখে ঘুষি মারলেন শেন ওয়ার্ন!

ক্যারিয়ারজুড়ে তার তকমাই ছিল ‘ব্যাড বয়’। ক্রিকেট ছেড়েছেন। এখন পুরোদস্তুর ধারাভাষ্যকার। তবে পিছু ছাড়েনি সেই ‘ব্যাড বয়’ তকমা। বিতর্ক যেন পায়ে পায়ে সঙ্গী শেন ওয়ার্নের। নতুন করে বিতর্কের মুখে পড়েছেন কিংবদন্তি অজি লেগ স্পিনার। এক পর্ন তারকার মুখে ঘুষি মারার অভিযোগ উঠেছে ওয়ার্নের বিরুদ্ধে!

ব্রিটিশ পত্রিকা দ্যা সান সূত্রের বরাতে জানাচ্ছে, লন্ডনের ওয়েস্টমিনিস্টারের লু-লু নাইটক্লাবে পর্ন তারকা ভ্যালেরি ফক্সের সঙ্গে তর্ক করতে দেখা গেছে ওয়ার্নকে। তর্কের এক পর্যায়ে ভ্যালেরিকে ঘুষি মেরে বসেন ওয়ার্ন।

সেদিনই নিজের টুইটার পেজে চোখের ওপর কালসিটে পড়া এক ছবি প্রকাশ করেন ভ্যালেরি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘খুব গর্ববোধ হচ্ছে? একজন নারীকে ঘুষি মেরে? জঘন্য প্রাণী কোথাকার।’

একইসঙ্গে ওয়েস্টমিনিস্টার পুলিশের কাছে করা অভিযোগ পত্রের একটি ছবিও পোস্ট করেছেন ভ্যালেরি। তাতে লিখেছেন, ‘আমি কোনও মিথ্যা বলছি না। শুধু তারকাখ্যাতির জোরে কেউ কোনও নারীকে আঘাত করে পার পেয়ে যাবে, তা হবে না।’

বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি ওয়ার্নার বা তার মুখপাত্র। তবে অভিযোগ প্রমাণিত হলে বড় বিপদ অপেক্ষা করছে টেস্টে ৭০০ উইকেট পাওয়া অস্ট্রেলীয় কিংবদন্তি স্পিনারের সামনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহিলা ওসির যৌন লালসার শিকার নারী কনস্টেবল!

যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় ওয়াটগঞ্জ মহিলা থানার কনস্টেবল আজিজা বেগমকে দিনের পর দিন মানসিক ও শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল ওই থানারই মহিলা ওসি সুচিস্মিতা মিশ্রের বিরুদ্ধে। এমনকী, রবিবার আজিজাকে ঘণ্টার পর ঘণ্টা থানায় আটকে রেখে তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে। এই অত্যাচারে আজিজা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণামাধ্যম সংবাদ প্রতিদিন।

এই অত্যাচার সহ্য করতে না পেরে ওয়াটগঞ্জ মহিলা থানার ওসি সুচিস্মিতা মিশ্রের বিরুদ্ধে পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিসি (বন্দর) সৈয়দ ওয়াকার রাজার কাছে অভিযোগ জানিয়েছেন অত্যাচারিতা কনস্টেবলের বাবা মহম্মদ বরকতুল্লা। এই বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে কোনও মন্তব্য করতে চাননি মহিলা ওসি সুচিস্মিতা মিশ্র। ডিসি (বন্দর) সৈয়দ ওয়াকার রাজা জানান, ‘বিষয়টি এখনও পর্যন্ত আমার জানা নেই। এই বিষয়ে কোনও অভিযোগপত্রও এখনও পর্যন্ত আমার হাতে আসেনি। অভিযোগ হাতে পেলে কে প্রকৃত দোষী তা নিশ্চয় তদন্ত করে দেখা হবে।’

কোলাঘাটের ছাতিন্দা গ্রামের তরুণী আজিজা। কয়েক বছর আগে তিনি কলকাতা পুলিশে চাকরি পান। প্রথমে তিনি ওয়াটগঞ্জ সাধারণ থানাতেই পোস্টিং ছিলেন। কয়েক বছর আগে ওয়াটগঞ্জ মহিলা থানা তৈরি হলে তিনি ওই থানাতেই বদলি হয়ে আসেন। পরিবারের একমাত্র উপার্জনকারী আজিজা। তাঁর বাবা মহম্মদ বরকতুল্লা অভিযোগে জানিয়েছেন, “মহিলা থানাতে বদলি হয়ে আসার পরেই সেই থানার ওসি সুচিস্মিতা মিশ্র আজিজাকে প্রথমে যৌন প্রস্তাব দেন। তাতে রাজি হয়নি আজিজা। এরপরই শুরু হয় তার উপর ওসির নানা ধরনের নির্যাতন। মাঝরাতে ডিউটি চলাকালীন মদ কিনে আজিজাকে ওসির খালি কোয়ার্টারে আসতেও বলা হয়। সেই সময় বলা হয়, পুলিশের উর্দি ছেড়ে টাইট জিনস ও টি শার্ট পরে যেন আজিজা ওসির কোয়ার্টারে আসে। কিন্তু আজিজা ওসির সেই কথা শোনেনি।”

কথা না শোনার জেরেই আজিজার উপর ওসির অত্যাচার আরও বাড়তে থাকে বলে অভিযোগ। মহম্মদ বরকতুল্লার অভিযোগ, ‘ওসির অত্যাচার সহ্য করতে না পেরে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে আজিজা। এই অবস্থায় আমরা আজিজাকে চাকরি ছেড়ে দিতে বলি। এমনকী, বলি তাকে অন্য থানায় বদলি নিয়ে নিতে। নিজের বদলির জন্য চেষ্টাও করে আজিজা। কিন্তু সেই কথা কোনওভাবে ওসি জানতে পেরে আমার মেয়ের উপর অত্যাচার আরও বাড়িয়ে দেন। তা সহ্য করতে না পেরে আজিজা এমএ পড়ে অন্য কোনও ভাল চাকরি নেওয়ার জন্য ওসির কাছে ছুটির দরখাস্ত নিয়ে যায়। কিন্তু সেই দরখাস্ত ওসি ছিঁড়ে ফেলে দিয়ে চরম গালিগালাজ করেন। এই অত্যাচারে আজিজা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য ছুটি চাইতে গেলেও তা দেওয়া হয় না। এই অবস্থায় অসুস্থ আজিজাকে আচমকা বিহারে তল্লাশিতে পাঠাবার উদ্যোগ নেন ওসি। এমনকী, পুলিশ হাসপাতালের চিকিৎসকদেরও ওসি জানিয়ে দেন, আজিজার কোনও রোগ নেই। সবটাই ওর অভিনয়। সেইভাবেই ওকে দেখুন।’

মহম্মদ বরকতুল্লা জানান, ‘এই অবস্থায় রবিবার আজিজাকে থানায় আটকে রেখে মারধর করেন ওসি। আমার মেয়ে আরও অসুস্থ হয়ে পড়লে তাকে বাধ্য হয়ে প্রথমে পুলিশ হাসপাতাল ও পরে ক্যালকাটা মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করে দেওয়া হয়। ওসির অত্যাচারে আমার মেয়ে এখন মানসিক ও শারীরিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার সংবাদ ভিত্তিহীন; প্রধানমন্ত্রীর কার্যালয়

গণমাধ্যমে প্রকাশিত ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার খবর ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রবিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিমের পক্ষে উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিগত ২৪ আগস্ট একটি প্রাণনাশী হামলার ব্যর্থ চেষ্টার খবর প্রকাশ করে। প্রধানমন্ত্রীর ওপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর ওপর হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যেকোনো দায়িত্বশীল ব্যক্তি ও সচেতন গণমাধ্যমের পক্ষ থেকে মোটেও কাম্য নয়। এ-রূপ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার-বিবেচনাপ্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest