সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

রাখাইনে চীনের গুরুত্বপূর্ণ তিনটি অর্থনৈতিক স্বার্থ

মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমে, যেখান থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে দেশটির সেনাবাহিনী ক্লিয়ারেন্স অপারেশন চালাচ্ছে, সেখানেই রয়েছে চীনা বিনিয়োগে কাইয়ুকফাইয়ু বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড)। ২০১৩ সালে মিয়ানমার ও চীনা সরকার যৌথভাবে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করার লক্ষ্যে শিল্প ও অবকাঠামো তৈরির জন্য এই শিল্পাঞ্চল গড়ে তোলা হয়। এই শিল্পাঞ্চলটি ১ হাজার ৭০০ হেক্টর এলাকা নিয়ে গঠিত। শিল্পাঞ্চলটির জন্য মূল বিনিয়োগ সরকারি পর্যায়ে হলেও এতে বিভিন্ন বেসরকারি কোম্পানিও জড়িত হয়। এদের মধ্যে রয়েছে চীনের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটিক গ্রুপ।

ই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তিনটি বৃহৎ প্রকল্প রয়েছে। যেগুলোর সঙ্গে চীনের স্বার্থ জড়িত।

গভীর সমুদ্র বন্দর

কাইয়ুকফাইয়ুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে এই গভীর সমুদ্র বন্দর। এই প্রকল্পে ব্যয় হচ্ছে ৭ কোটি ৩০ লাখ ডলার।

চলতি বছরের মে মানে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, সিটিক কনসোর্টিয়ামে তিনটি বড় চীনা কোম্পানি ও থাইল্যান্ডের একটি কোম্পানি রয়েছে। এই বন্দরটির ৭০-৮৫ শতাংশ মালিকানা চেয়েছে সিটিক গ্রুপ। বাকি অংশের মালিকানা থাকবে মিয়ানমার সরকারের কাছে।

অঞ্চলটিতে একটি বন্দর রয়েছে। যদিও এটি মূলত দেশীয় পণ্য রফতানির ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বন্দর আকারেও ছোট। বন্দরটি গভীর সমুদ্র বন্দর হিসেবে পুনর্নির্মিত হলে এর বার্ষিক ক্ষমতা দাঁড়াবে  ৭দশমিক ৮ মিলিয়ন টন কার্গো এবং ৪ দশমিক ৯ মিলিয়ন টিইইউ।

এই বন্দরটি চীনের বেল্প অ্যান্ড রোড উদ্যোগের সামুদ্রিক অবকাঠামোর জন্য কৌশলগভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের গোয়াদর ও শ্রীলংকার কলম্বো বন্দরের সঙ্গে সম্পর্কিত হবে।

বন্দরটি পশ্চিমা দেশ থেকে পণ্য পরিবহনের জন্য চীনের  বিকল্প রুট হিসেবে কাজ করবে। এখন চীনকে তেল আমদানি করতে হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথ মালাকা প্রণালী দিয়ে। বন্দরটি হলে এই প্রণালী এড়িয়ে যেতে পারবে চীন।

তেল-গ্যাসের পাইপলাইন

থেলং মিয়ানমার-চীনা তেল ও গ্যাস পাইপ লাইন প্রকল্প বলে পরিচিত এই প্রকল্পটি ২ কোটি ৪৫ লাখ ডলারে নির্মিত হচ্ছে।  রাখাইনের উপকূল থেকে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুনান প্রদেশে পর্যন্ত ৭৭১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন। ২০১০ সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং চলতি বছরের এপ্রিলে তা চালু করা হয়।

পাইপলাইনটির ৫১ শতাংশ মালিকানা চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের এবং মিয়ানমারের অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজের ৪৯ শতাংশ। এই পাইপলাইন দিয়ে ২২ মিলিয়ন টন তেল পরিবহন করা হবে। বর্তর্মানে ১৩ মিলিয়ন টন তেল পরিবহন করা হচ্ছে। এছাড়া ১২ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাসও বহন করা হবে এই পাইপ লাইন দিয়ে।

এসব তেল আমদানি করা হয় আরব দেশ থেকে। বঙ্গোপসাগর হয়ে জাহাজে এসব তেল-গ্যাস এসে পৌঁছায় কাইয়ুকফাইয়ুতে।

শিল্পাঞ্চল

রাখাইনে দ্বিতীয় বৃহত্তম যে উন্নয়ন প্রকল্প সিটিক কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত হচ্ছে হচ্ছে শিল্পাঞ্চল। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ২.৩ বিলিয়ন ডলার। রয়টার্সের খবর অনুসারে, এই প্রকল্পের ৫১ শতাংশ মালিকানা সিটিক গ্রুপের। ২০১৬ সালের শুরুতে প্রকল্পটির কাজ শুরু হয়।

২০-৩০ বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হতে পারে। ১০০ হেক্টর এলাকাজুড়ে শিল্পাঞ্চলটি গঠিত হচ্ছে। প্রথম ধাপে কৃষি, ইকোট্যুরিজম এবং শিল্প-কারখানা স্থাপন করা হবে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ত্রাণ বিতরণে শৃঙ্খলা আনল সেনাবাহিনী

ন্যাশনাল ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে কাজ শুরু করেন সেনাসদস্যরা।
সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরই রাস্তার ওপর ত্রাণ বিতরণে এতদিন যে বিশৃঙ্খলা দেখা যেত, তা আর দেখা যায়নি। ফলে সড়ক যোগাযোগের দুর্ভোগ থেকে রক্ষা পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয়রা।
এ ছাড়া মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য সরকার উখিয়ায় যে দুই হাজার একর জমি নির্ধারণ করে দিয়েছে, সেখানে সেনাবাহিনী তৈরি করবে ১৪ হাজার শেড (তাঁবু)। এসব শেডের প্রতিটিতে ছয়জন করে ৮৪ হাজার পরিবারকে বসবাসের সুযোগ করে দেওয়া হবে।
এর আগে শুক্রবার সেনাবাহিনীর সংশ্লিষ্টরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এসে চলমান প্রতিটি কাজ পর্যবেক্ষণ করে প্রাথমিক ধারণা নেন। এরপর কোথায় কী করতে হবে তা নির্ধারণ করে ফিরে যান।
শনিবার দুপুরে ৩৬ বীর, ২৪ বেঙ্গল ও ৬৩ বেঙ্গল নামে সেনাবাহিনীর তিনটি দল রোহিঙ্গাদের আশ্রয়স্থল উখিয়ার কুতুপালং ও বালুখালী যায়।
সেখানে কাজ করতে আসা সেনাদের ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ রাশেদ আকতার জানান, পূর্ব সিদ্ধান্তমতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এসে সেনাসদস্যরা প্রথমে সড়কে যত্রতত্র ত্রাণ বিতরণ বন্ধ করে সড়কে শৃঙ্খলা আনতে কাজ শুরু করেন। অনিয়ন্ত্রিত যানবাহন দাঁড়ানো, রাস্তায় রোহিঙ্গাদের অহেতুক জটলা সরিয়ে দিয়ে সড়ক যোগাযোগ নির্বিঘœ করা হচ্ছে।
এরপর নিয়ন্ত্রণকক্ষে জমা হওয়া দ্রুত পচনযোগ্য তাজা খাবারগুলো আলাদা করে বিতরণের জন্য নেওয়া হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা। তিনি জানান, বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আসা রোহিঙ্গারাই এসব ত্রাণের আওতায় আসছে। এর মাধ্যমে বায়োমেট্রিকের সুবিধার তথ্যটা রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছেন বলেও জানান তাঁরা। তিনি বলেন, ‘যাতে কচ্ছপ গতি থেকে চলমান এ নিবন্ধন প্রক্রিয়াটা খরগোশ গতিতে আসে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতিটা সেরে নিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে বাংলাদেশের তিনদিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। বেনোনির উইলোমুর পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে খুব ভালো করেছে সেটা বলা যাবে না। নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
তবে হতাশার কথা প্রথম ইনিংসের শুরুতে পেশিতে চোট পান তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে কাঁধে ব্যথা পান আরেক ওপেনার সৌম্য সরকার।
প্রথম ইনিংসে মুমিনুল হক (৬৮), মুশফিকুর রহিম (৬৩) ও সাব্বির রহমান (৫৮) দারুণ তিনটি ইনিংস খেলেছিলেন। সৌম্য ও ইমরুলও খুব একটা খারাপ করেননি।
তবে দ্বিতীয় ইনিংসে সাব্বির ও ইমরুল কায়েস ছাড়া সবাই হতাশ করেন। সাব্বির সর্বোচ্চ ৬৭ রানের একটি ইনিংস খেলেন। ইমরুল ৫১ রান করে সাজঘরে ফিরে যান। আর মুমিনুল ৩৩ রান করেন। তাই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে করে নয় উইকেট হারিয়ে ২৩৫ রান।
তবে বল হাতে কেউই খুব একটা ভালো কিছু করতে পারেননি। পেসার শফিউল ইসলাম দুই উইকেট পেলেও মুস্তাফিজ, শুভাশীষ, মিরাজ ও তাইজুল পান একটি করে উইকেট।
প্রস্তুতিটা শেষ হয়েছে, প্রথম টেস্ট খেলতে আজ রোববারই পচেফ্স্ট্রুমের উদ্দেশে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। ২৮ সেপ্টেম্বর থেকে সিরিজের প্রথম টেস্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ে রোহিঙ্গা ঠেকাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য দেশটির সীমান্ত বাহিনী তাদের ওপর মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে।
ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে। তার মধ্যে ১৬ হাজার নিবন্ধিত শরণার্থী। তাঁরা দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কাশ্মীরসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। সম্প্রতি সরকার তাদেরকে ফের মিয়ানমারে পাঠানোর জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলোকে।
এর মধ্যে যাতে জোর করে দেশ থেকে বের করে না দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দুই মুসলিম নাগরিক। পাশাপাশি ভারত সরকার আদালতকে চিঠি দিয়ে জানিয়েছে, এসব রোহিঙ্গা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ, তাই তাদের দেশে রাখা ঠিক হবে না।
এর মধ্যে বাংলাদেশ সংলগ্ন পূর্বাঞ্চলের সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। ভারতের সঙ্গে মিয়ানমারের এক হাজার ৬০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে।
শুক্রবার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) নয়াদিল্লির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা রোহিঙ্গাদের গুরুতর জখম কিংবা গ্রেপ্তার করতে চাই না। কিন্তু ভারতের মাটিতে আমরা তাদের দেখতেও চাই না।’
‘১০০ জনেরও বেশি রোহিঙ্গা যখন ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তখন আমরা তাদের লক্ষ্য করে মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছি’, যোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের সীমান্তের একটি বড় অংশের দায়িত্বে থাকা বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আর পি এস যশওয়াল জানিয়েছেন, তাঁর বাহিনীর সদস্যদের মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করতে বলা হয়েছে।
মরিচের গুঁড়া সাধারণত চোখে অসম্ভব জ্বালা ধরায় এবং স্টান গ্রেনেড বিকট শব্দ ও ঝলকানি দিয়ে বিস্ফোরিত হয়। এতে কখনো কখনো মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যেতে পারে।
ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি নরেন্দ্র মোদির বিজেপি সরকার খুবই বিরাগ। গত বৃহস্পতিবারও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রোহিঙ্গাদের ‘অবৈধ অভিবাসী’ বলে উল্লেখ করেছেন। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সুপ্রিম কোর্টকে বলা হয়েছে, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলো এসব রোহিঙ্গাদের প্রভাবিত করার চেষ্টা করছে।
রোহিঙ্গা নাগরিকদের ওপর নজদারি বাড়াতে এর আগে দেশটির মুসলিম ধর্মীয় নেতাদের সহযোগিতা চেয়েছিল ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
কিছুদিন আগে নিরাপত্তা বাহিনী সদস্যরা আল-কায়েদার সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, ওই যুবক মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টা করছিলেন। বিভিন্ন অপরাধে বর্তমানে ভারতের কারাগারে ২৭০ জন রোহিঙ্গা আটক রয়েছেন।
নয়াদিল্লি পুলিশের কর্মকর্তা প্রমোদ সিং খোসাল রয়টার্সকে বলেন, ‘আমাদের কাছে রিপোর্ট আছে যে, আল-কায়েদা ভারত ও বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মিয়ানমারের বিরুদ্ধে লড়াই শুরু করতে চাচ্ছে।’
‘আর এ কারণেই এটা পরিষ্কার যে, রোহিঙ্গারা ভারতের জন্য হুমকিস্বরূপ’ যোগ করেন দিল্লি পুলিশের ওই কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাটি খুঁড়ে, চুলা থেকে মিলল ১২ লক্ষাধিক টাকা; তাপ-বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে একটি প্রকল্পের ৫৩ লাখ টাকা লুটের অভিযোগে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে গ্রেপ্তারের পর ওই প্রহরীর গ্রামের বাড়ি থেকে লুটের ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া নিরাপত্তা প্রহরীর নাম আল আমিন (২৫)। তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের ৭ নম্বর ইউনিটে চীনের অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ওই প্রকল্পের লকার ভেঙে ৫৩ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় পরদিন প্রকল্প ব্যবস্থাপক মার্টিন টাকা লুটের ঘটনায় প্রকল্পের নিরাপত্তা প্রহরী আল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

ওসি আরো জানান, শুক্রবার রাতে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এবং কিছু টাকা তাঁর গ্রামের বাড়িতে রয়েছে বলে জানান। রাতেই কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাটি গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আল আমিনের বাসার ওয়ারড্রপ ও মাটির চুলা থেকে এবং মাটি খুঁড়ে ১২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

আবুল কালাম আজাদ জানান, আল আমিন জানিয়েছেন, টাকা লুটের ঘটনায় ওই প্রকল্পের গাড়িচালক আলমও জড়িত। বাকি টাকা আলমের কাছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পর থেকে চালক আলম পলাতক। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্র্যান্ডি। শনিবার তিনি এসব শিবির পরিদর্শন করেন।

গত ২৫ আগস্টের পর নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। কুতুপালংয়ের পাশাপাশি বালুখালী ও থাইংখালীতেও আশ্রয় শিবির স্থাপন করা হয়।

কুতুপালংয়ে ফিলিপো গ্র্যান্ডি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি উখিয়ার বালুখালী ও থাইংখালী রোহিঙ্গা শিবিরও ঘুরে ঘুরে দেখেন।

গ্র্যান্ডি তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি কাল রোববারও কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা যায়। আগামী সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গুড়পুকুর মেলায় নারী পকেটমার আটক

নিজস্ব প্রতিবেদক : শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড় পুকুর মেলা থেকে এক নারী পকেটমার আটক করা হয়েছে ।মেলায় ঘুরতে আশা এক মহিলার ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় দোকানদারা তাকে দেখতে পেয়ে হাতেনাতে আটক করে। আটক নারী পকেটমারের নাম মোছা. হালিমা খাতুন (২৬)। তিনি শ্যামনগর উপজেলার ইসমাইলপুর গ্রামের মো. বেল্লাল হোসেনের স্ত্রী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব জানান, স্থানীয় দোকানদারদের সহযোগিতায় খবর পেয়ে নারী পকেটমারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর থানার এস আই হাফিজ, এএসআই তৌফিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা কলেজে শান্তি দিবস উপলক্ষে আলোচনা ও র‌্যালি

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে পিস কনসোর্টিয়ামের বাস্তবায়নে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, জেসমিন নাহার, নাসিমা খাতুন, গোপাল চন্দ্র সরদার, পরিমল কুমার ঘোষ, প্রভাষক মো. অহিদুল ইসলাম, আখতারুজ্জামান, মনিরুজ্জামান, রিনা সালমা, ননী গোপাল মন্ডল, পরমেশ চন্দ্র ঘরামি প্রমুখ। আলোচনায় অধ্যক্ষ মো. খলিলুর রহমান মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বের মুসলমানদের এক হওয়ার কথা বলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে শিক্ষার্থী মোছা. তানিয়া সুলতানা, ২য় স্থান অধিকার করে সুপ্রিয়া শর্মা, ৩য় স্থান অধিকার করে ফাতেমা তুজ জোহরা। কলেজের সকল ছাত্র-ছাত্রীদের রালির মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest