সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধারসাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুজিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টসাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণশ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’

ন্যাশনাল ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলেই নিজে প্রধান বিচারপতি হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে দেশের কে কী হতে পারতেন জানি না, তবে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। তিনি দেশ স্বাধীন না করলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অভাবনীয় উন্নয়নও হতো না।’
বৃহস্পতিবার দুপুরে পৌর মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে জেলা বারের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন।
দেশের প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের আইনে পরিবর্তন আসছে। গ্লোবালাইজেশনের ফলে মেধার বিকাশ ঘটছে। এ পরিস্থিতিতে সাইবার আইনসহ বিভিন্ন আইনের সংস্কার ও উন্নয়নে গুরুত্ব দেওয়া জরুরি।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার পেশাগত জীবন শুরু করেছিলেন মৌলভীবাজারে। সেই মৌলভীবাজারের জেলা বারের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনটিকে নিজের জীবনের স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
এসময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘মৌলভীবাজারসহ দেশের সব জেলার আইনজীবীদের মেধার বিকাশ ঘটাতে আরও বেশি পড়ালেখা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রয়েছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের সব আদালতে ঝুলে থাকা ৩০ লাখ মামলার নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা জরুরি। সরকারি সম্পদ রক্ষায় সরকারি প্রসিকিউটরদের আরও সচেতন হতে হবে। আদালতের কার্যক্রম গতিশীল করতে বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পারিক সমন্বয়ে গুরুত্ব দিতে হবে।’ কোনও কারণে বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের অভাব হলে আদালত বর্জন না করে তার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে মৃদ ভুমিকম্প অনুভূত হয়েছে। জামালপুর ও শেরপুরে বেশি অনূভূতি হয়েছে।

জানা যায়, ভারতের মেঘালয়ে এই ভুমিকম্পের উৎপত্তিস্থল। এর মাত্রা ছিল ৭.৪। তবে দেশের উত্তরাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবণা রয়েছে। ভারত থেকে জামালপুর ও শেরপুর কাছে হওয়ায় এই দুই জেলায় বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্প টের পেয়ে অনেকে ঘর থেকে বের হয়ে আসে। তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

তবে এই ভূমিকম্পে ভরতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাহী

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানান যে, সাতক্ষীরা জেলা ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে মোঃ রায়হানুল ফেরদৌস (রাহী)-কে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ধলবাড়িয়ায় তাঁতী লীগের কমিটি গঠন

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ধলবাড়িয়া চৌমুহনী বাজার চত্ত্বরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি আমির আলী খাঁনের সভাপতিত্বে শেখ আব্দুল কাদেরকে আহবায়ক, আবু সাঈদ, নজরুল ইসলাম ও প্রহল্লাদ সরকারকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ধলবাড়িয়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লায়লা বেগম, নাজমুল হোসেন বাচ্চু, রাকিব তানভীর, ইউসুফ সানা, ইয়াসিন সরদার, আব্দুল মজিদ, আব্দুল কুদ্দুস, আল-মামুন, মনিরুল ইসলাম মিলন, সাহিনুর ইসলাম, এছাদুল ইসলাম, রিয়াজুল সানা, কোহিনুর ইসলাম, সুজন ইসলাম, সলেমান, রিপন, রাজু, রাশেদুল, মিজান, সাহিনুর, ইনজামুল, রুবেল, আল-আমিন, আনছার গাজী, মুকুল গাজী, আরিজুল গাজী, শান্ত মন্ডল। উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস.কে আব্বাসের সঞ্চালনায় সম্মেলনে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা থানা তাঁতী লীগের সহ-সভাপতি ময়নুদ্দীন খাঁন মনি, আবু বক্কার সিদ্দিক, সাহেব আলী, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি অলিয়ার রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের সভাপতি আমিনুর রহমান, ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক সুমন ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলের দোকান, মিষ্টির দোকান ও ফার্মেসিতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সাফায়াত হোসেন, দেবহাটা থানার এসআই আব্দুল কাদের, নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী শ্যামা প্রসাদ মিস্ত্রী। ভ্রাম্যামাণ আদালতে সখিপুর বাজারের আবুল ফার্মেসিতে কর্মচারীদের ট্রেনিং না থাকায় ৭ হাজার টাকা, মাবিয়া ফার্মেসিতে ৩ হাজার টাকা ও রবীন্দ্র মিষ্টি ভা-ারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিএসটিআই নিবন্ধন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ফলের দোকান গুলোতে ফরমালিন ও বিষাক্ত প্রতিক্রিয়া আছে কি না পরীক্ষার জন্য খুলনা বিএসটিআই ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক ও নির্বাহী কমিটির সদস্যদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, ইঞ্জিনিয়ার ফারিয়া কামাল লস্কর, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ইম্মানুয়েল মোল্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আব্দুস সবুর, নুরনাহার, রেবেকা পারভিন, নূর জাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ ইলিয়াস আটক

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দিকে পৌরসদরের তুলশিডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াস হোসেন (২৭)। সে উপজেলার লাঙ্গলঝাড়া কারিগর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ জানতে পারেন যে, আটককৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস ফেন্সিডিল নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ওই স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াসকে ৫বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াসকে আসামি করে তার থানায় একটি মাদক মামলা নং (৪) ৬/৯/১৭ দায়ের করা হয় এবং আটক ইলিয়াসকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে মুঘল ইতিহাস বাদ, এসেছে হিন্দু শাসকদের কথা

ভারতের মহারাষ্ট্রের স্কুল পাঠ্যবই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস।

ভারতের একটি বড় অংশে প্রায় তিনশ বছর রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য।

মুঘল সুলতানদের ইতিহাস সরিয়ে দিয়ে সেখানে নিয়ে আসা হচ্ছে হিন্দু শাসক ছত্রপতি শিবাজীর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ইতিহাস।

এ নিয়েই সে রাজ্যে শুরু হয়েছে বিতর্ক।

ভারতের বেশীরভাগ সৌধ মুঘল আমলে তৈরি হয়েছিল। প্রায় তিনশো বছর রাজত্ব করা মুঘল সাম্রাজ্য দেশের ইতিহাসের একটা অতি গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু মহারাষ্ট্রের অনেক স্কুল পড়ুয়াদের কাছে সেই ইতিহাসের কোনও গুরুত্ব নেই।

তাদের সিলেবাস থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে মুঘল আমলের ইতিহাস।

পরিবর্তে ইতিহাস বইগুলিতে ছত্রপতি শিবাজীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

সপ্তদশ শতকে শিবাজী মুঘলদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।

সেই রাজত্ব মহারাষ্ট্র্রের সীমা ছাড়িয়ে আরও বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছিল।

ছত্রপতি ছিলেন হিন্দু। আর মুঘলরা ছিলেন মুসলমান।

কিন্তু ইতিহাস পাঠ্যপুস্তক কমিটি বলছে, এই সিদ্ধান্তের পেছনে ধর্মীয় বা রাজনৈতিক কোনও কারণ নেই।

কমিটির চেয়ারম্যান সদানন্দ মোরে জানাচ্ছিলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা মহারাষ্ট্রের বাসিন্দা। তাই মারাঠা ইতিহাসের সঙ্গে তাদের সরাসরি যোগ আছে। সমস্যাটা হল বইয়ে পৃষ্ঠা সংখ্যা সীমিত। তাই দুটো ইতিহাসই রাখা কঠিন, আবার মুঘল ইতিহাস রেখে মারাঠা ইতিহাস তো সরিয়ে দেওয়া যায় না!”

দক্ষিণ-পন্থী রাজনৈতিক দলগুলি মুঘলদের ‘মুসলিম আক্রমণকারী’ হিসাবে চিহ্নিত করে। তাদের কথায়, হিন্দুদের ওপরে অনেক অত্যাচার করেছে মুঘলরা।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এই বক্তব্য আরও জোরালো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কিছু মুঘল শাসক ইসলামের প্রসারের চেষ্টা করেছেন ঠিকই কিন্তু বাকিরা সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজত্বগুলির ওপরে শান্তিতেই কর্তৃত্ব করেছেন।

এদের কথায়, মুঘল সম্রাটদের শাসন ক্ষমতা বা দক্ষতার নিরিখেই তাদের বিচার করা উচিত, ধর্মের ওপর ভিত্তি করে নয়।

সূত্র : বিবিসি বাংলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest