সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার সাবেক পিপি লতিফের ৪ দিন : ছেলে রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুরসাতক্ষীরায় মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনীতালায় আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধারআশাশুনিতে আশা ব্রিক্সের লেলিহান শিখায় জনজীবন বিপর্যস্তসাতক্ষীরায় উন্নয়ন কাজে নিরব চাঁদাবাজী: পুলিশ পাহারায় কাজ শেষ করলো ঠিকাদারস্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষরদেবহাটায় হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরনসাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবস পালনতালায় সেতু আবুলসহ ৩ জন আটকসাউথ-এশিয়ান পিপলস ডায়ালগে জলবায়ু সংকট মোকাবিলায় এগ্রোইকোলজির গুরুত্বারোপ

ভূমিহীন নেতা এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষীকি পালিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ভূমিহীন আন্দোলনের নেতা এড. আব্দুর রহিমের ৫ম মৃত্যুবার্ষীকি উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত স্মরণ সভার আয়োজন করে জেলা নাগরিক কমিটি। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক আনিসুর রহিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয়পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা জেএসডির সংগঠক সুধাংশ কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা জাসদের সাধারন সম্পাদক সুধাংশ শেখর সরকার, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ম-লীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, কৃষিজোটের সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, জেলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মরহুম এড.আব্দুর রহিমের ছেলে জাতীয়পার্টির নেতা আবু জাহিদ তপন প্রমুখ।
বক্তারা গণমানুষের নেতা ও ভাষা সৈনিক মরহুম এড. আব্দুর রহিমের স্মৃতি বিজড়িত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্য খাতের উন্নয়নসহ গণমানুষের কল্যানে আব্দুর রহিম জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। জেলায় পুলিশ কর্তৃক সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে কথা বলার কোন লোক নেই। অথচ প্রয়াত আব্দুর রহিম বেঁচে থাকলে পুলিশ এত নিষ্ঠুর হতে পারতো না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘটায় সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচনা ও মতবিনিময়

নাজমুল হক : পাটকেলঘাটায় সাতক্ষীরা সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় শীর্ষক আলোচন ও মতবিনিময় সভা গত কাল পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির পাটকেলঘাটা থানার আহবায়ক ও সাতক্ষীরা জজকোর্টের এ.পি.পি এ্যাডভোকেট আব্দুস সামাদের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল হাইয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ল-কলেজের অধ্যক্ষ এ্যাডঃ এস এম হায়দার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদ পত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনিবার্ণের সম্পাদক অধ্যক্ষ আলী আহম্মেদ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ এম শাহ আলম, বিশেষ অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুল মজিদ, সাতক্ষীরা জজকোর্টের পি.পি এ্যাডঃ ওসমান গনি, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসিন হোসেন বাবলু, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ আজহারুল ইসলাম, সুন্দরবন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির কলারোয়া উপজেলার আহবায়ক প্রফেসর এস এম ফারুক, তালা উপজেলা শাখার আহবায়ক এ্যাডঃ আ.ক.ম রেজাওয়ান উল্লাহ, সাতক্ষীরা জেলা ন্যাপ এর সভাপতি হায়দার আলী শাস্ত। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যাপক মোঃ নাজমুল হক, অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল, প্রধান শিক্ষক বাবলুর রহমান, প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ, বঙ্গবন্ধু আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভিন সেজুতি, সাংবাদিক উজ্জল হোসেন, এ্যাড. এবিএম সেলিম, আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, প্রত্যেকটি জেলাতে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য যে ঘোষনা দিয়েছেন, সেই প্রেক্ষাপটে সাতক্ষীরাতে সুন্দরবন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবী হয়ে দাড়িয়েছে। সাতক্ষীরার অর্থনৈতিক, রাজনৈতিক, ভৌগলিক সকল দিক থেকে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অনুকুল পরিবেশ। তাই অতি দ্রুত এর যৌক্তিক দাবী বাস্তবায়নের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সুমনা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সুমনা ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার আয়োজনে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাকাল মাধ্যমিক প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আরিফুর রহমান, মোঃ আব্দুস সালাম, শেখ মমতাজ উদ্দিন, সুমনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান, রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরা সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, শেখ তৌহিদুজ্জামান চপল, কাজী আব্দুল মতিন, মোঃ সোহরাব হোসেন, মোঃ তানভীর মুরাদ মুন্না প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, মানুষের অস্তিত রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এসময় তারা স্কুল চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশের মত বিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শনিবার বিকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম।

এসময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল (সাতক্ষীরা সদর) মেরিনা আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা সালাহউদ্দিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আলী আহমেদ হাশমী, সকল থানার অফিসার ইনচার্জগণসহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সকল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সেক্রেটারিসহ তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত ছিলেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা উদযাপন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে তাদের মতামত দেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে চলে আসা এই সম্প্রীতি আমরা যে কোন মূল্যে ধরে রাখব। কোন দুষ্কৃতিকারী বা স্বার্থান্বেষী মহলের যে কোন ধরনের অপচেষ্টা আমরা কঠোর হস্তে দমনে অঙ্গীকারাবদ্ধ। প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভক্ত ও দর্শনার্থীদের আগমনের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখতে হবে। এছাড়া তিনি বিজয়া দশমীর দিন অর্থ্যাৎ ৩০সেপ্টেম্বর সরকার কর্তৃক নির্ধারিত সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য আহ্বান জানান। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে পূজা উদযাপন কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আহ্বান জানান। দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা প্রস্তুত হতে বিসর্জন পর্যন্ত পূজা মন্ডপসমূহের আইন শৃংখলা রক্ষার্থে এবং স্বার্থান্বেষী মহলের দ্বারা যাতে কোন প্রকার গোলযোগ বা বিঘ্নের সৃষ্টি না হয় কিংবা কোন পূজা মন্ডপ ও প্রতিমার কোন প্রকার ক্ষতিসাধন না হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সকল পুলিশ সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও সর্তকতার সাথে পালনের নির্দেশ দেন।

পরিশেষে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপুজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবার আশাবাদ ব্যক্ত করে পুলিশ সুপার উক্ত মত বিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা’র সম্পাদক বরুণ ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, মৌতলা ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মৌতলা ইউপি’র সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মাহফুজা আক্তার, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কার প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, জাতীয় শ্রমিকলীগ কালিগঞ্জ শাখার আহবায়ক শেখ শাহাজালাল, যুগ্ম আহবায়ক আব্দুস সবুর, জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুস শাহাদাত জাকির, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রেদওয়ান ফেরদৌস রনি, উপজেলা তরুণলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক অসীত সেন প্রমুখ। এসময় দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো প্রধান শেখ আবু হাবিব, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মৌতলা ইউপি’র সদস্য নজরুল ইসলাম, ফেরদৌস মোড়ল, মীর্জা সাদেক হোসেন, সদস্য রাজিয়া সুলতানা, হামিদা খাতুন, মথুরেশপুর ইউপি’র সদস্য শওকাত হোসেন, কালিগঞ্জ তরুণ সংঘের সভাপতি ও যুবলীগ নেতা শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ আমজাদ হোসেন, অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি জিএম মামুন, যুগ্ম সম্পাদক মীর মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন খান, দপ্তর সম্পাদক মীর নাজমুজ্জামান সোহাগ, প্রচার সম্পাদক সেলিম হোসেন, কার্যনির্বাহী সদস্য হাফেজ রুহুল কুদ্দুসসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নব-নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের নব নির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আফরোজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুল লতিফ খান, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম পত্মী সৈয়েদা শামীমা সুলতানা আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের একাডেমিক ইনচার্জ মো. রবিউল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর ৫০ শতক জমির উপর নির্মিত সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের যাত্রা শুরু হয়। বিদ্যালয়ের ভবন নির্মাণ ও অবকাঠামো ব্যয় ৯০ লক্ষ টাকা। এ বিদ্যালয়ে বর্তমানে ১২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কর্মরত শিক্ষক রয়েছে ৯ জন। এসময় সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমাদের বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা-সাতক্ষীরায় মন্ত্রী পরিষদ সচিব

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জাতীয় শুদ্ধাচার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কয়েকটি নতুন প্লান নির্মাণ হলে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দুর করতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানদের প্রতিদিন শিক্ষার্থীদের শুদ্ধাচার নিয়ে আলোচনা করতে হবে এবং বিভিন্ন দপ্তরে শুদ্ধাচারের জন্য মনিটরিং বাড়াতে হবে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বিবেক জাগ্রত না হলে শুদ্ধাচার কখনও হবেনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এন. এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব সুলতান আহমদ, নবাগত খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আবদুল লতিফ খান, সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দীন হাসান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নান, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক দেবাষিস সরদার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, পিটিআই সুপারিটেনডেন্ট মহাদেব ব্যাণার্জী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ পরিচালক একেএম আবু সাঈদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার ভৌমিক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামিমা ইসমত আরা, সাতক্ষীরা টিএন্ডটি’র কর্মকর্তা প্রকৌশলী শোকর আনা রানা, ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খানসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাদিয়া আরেফিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিজে পার্টিতে নাচ করবেন মিম!

‘আমি নেতা হবো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিম। উত্তম আকাশ পরিচালিত ছবিটিতে গল্পের প্রয়োজনে মিমকে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। এমনটিই জানিয়েছেন পরিচালক উত্তম আকাশ।

উত্তম আকাশ বলেন, ‘আগামীকাল রোববার এফডিসিতে ৪ নম্বর শুটিং ফ্লোরে একটি ডিজে পার্টির সেট নির্মাণ করা হয়েছে। সেখানে মিমের আইটেম গানের শুটিং হবে। ডিজে পার্টিতে নাচ করবেন মিম।’

ছবির গল্প প্রসঙ্গে উত্তম আকাশ বলেন, ‘পরিবারে অভাব ঘোচাতেই মিম ডিজে পার্টিতে নাচ করে। শাকিব খানের সাথে পার্টিতে মিমের দেখা হয়। আশপাশের সবাই মিমকে খারাপ মেয়ে মনে করে। একসময় শাকিব জানতে পারে মিম খারাপ মেয়ে নয়, সে অনেক ভালো একজন ডান্সার।’

ছবির ভালো দিকের কথা ব্যাখ্যা করে উত্তম আকাশ আরো বলেন, ‘আমি ছবিটিতে সমাজের কিছু বিষয় তুলে ধরতে চাই। ছবিতে কিছু সামাজিক বার্তা আছে। ডিজে পার্টিতে যাঁরা নাচ করেন, আমাদের সমাজের মানুষ তাঁদের খারাপ মনে করে। আসলে তা নয়, অনেকেই আছেন যাঁরা নিজের প্রয়োজনে বা ভালোবাসা থেকে নাচ করেন। এই বিষযটাও গল্পে উঠে আসবে।’

শাকিব খান এখন কলকাতায় আছেন। আগামীকাল ঢাকায় ফিরবেন তিনি। পরশু মিমের সঙ্গে শুটিংয়ে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল মিম একাই শুটিংয়ে অংশ দেবেন।

আট বছর আগে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব ও মিম। দীর্ঘদিন পর আবার জুটি বেঁধে অভিনয় করছেন তাঁরা। তাঁদের জুটি সম্পর্কে উত্তম আকাশ বলেন, ‘ছবিটিতে দর্শক একটি পরিপূর্ণ জুটি পাবেন। তাঁরা অনেক ভালো অভিনয় করেছেন। সুন্দর গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য ভালো শিল্পী ছাড়া সম্ভব নয়। আমি মনে করি, দর্শক ভালো একটি ছবি উপহার পাবে।’

ছবিটিতে শাকিব ও মিম ছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর সানি ও মৌসুমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest