সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় স্মার্ট মেডিকেল সেন্টারে ‘জুলাই বিপ্লব ফ্রি মেডিকেল ক্যাম্প’কলারোয়ায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধারসাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যুজিপিএ-৫ প্রাপ্তদের সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সংবর্ধনাসাতক্ষীরায় আসছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা : চলছে প্রস্তুতির শেষ মুহূর্তের কাজসাতক্ষীরায় নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে : আহত ১৪তালায় জুলাই আহত ও নিহতদের স্মরণে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টসাতক্ষীরার বারটি মাধ্যমিক বিদ্যালয় লাইব্রেরি উন্নয়নে বই বিতরণশ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

বলিউডে নতুন পরিচয়ে আসছেন মাধুরী

বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি মারাঠি অভিনেত্রী হিসেবেই পরিচিত পান সিনেমা জগতে।
আর সেই মারাঠি সিনেমার মাধ্যমেই প্রযোজনায় নাম লেখালেন বলিউডের কুইন।

গেলো ১ বছর সিনেমাটি নির্মাণ নিয়ে নানা জল্পনাকল্পনা চলছিল। মাধুরী এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান আরএনএম পিকচার্স প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করতে যাচ্ছে। আগে প্রতিষ্ঠানটি অনলাইনে পড়াশোনা বিষয়ক কিছু কাজ প্রযোজনা করেছিল।

এ বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরুর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। তবে সিনেমার নাম কি হবে তা এখনো ঠিক হয়নি। ‘মুম্বাই মেরি জান’, ‘টেন্ডুলকার আউট’ সিনেমাটির কাহিনিকার যোগেশ বিনায়ক জোশি চিত্রনাট্য লিখছেন, পরিচালনা করবেন স্বপ্ননীল জয়কর।

সেপ্টেম্বরে সিনেমার অভিনেতা-অভিনেত্রী কলাকুশলী নির্ধারণ করা হবে। পারিবারিক বিনোদনধর্মী সিনেমা হবে জানা গেছে। নতুন বছরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

মাধুরী দীক্ষিত বলেন, আরএনএম পিকচার্স খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সিনেমাটির কাজ শুরু করার। পারিবারিক বিনোদনধর্মী সিনেমায় যারা কাজ করছি, সবাই অসাধারণ। যত দ্রুত সম্ভব শুটিং শুরুর জন্য চেষ্টা করছি।

১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। ১৯৮৮ সালে ‘তেজাব’র মাধ্যমে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলেন। ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে অভিনেত্রী ও শীর্ষস্থানীয় নৃত্যশিল্পী হিসেবে একচ্ছত্র প্রভাব বিস্তার করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশংসিত ‘ঢাকা অ্যাটাক’র টিজার (ভিডিও)

‘অগ্নি’, ওয়ার্নিং’এর পর ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় ফিরছে আরিফিন শুভ-মাহিয়া মাহি জুটি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর।
শনিবার ইউটিউবে মুক্তির পর ছবিটির টিজার বেশ সাড়া ফেলেছে। টিজারটি দেখার পর বেশিরভাগ দর্শকই ইতিবাচক মন্তব্য করেছেন।

একজন মন্তব্য করেছেন, এখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি নি। তবে এই ছবিটা দেখবো অনেক আগ থেকেই ঠিক করে রাখছি।

অন্য একজন লিখেছেন, ‘বাংলা মুভির সেরা টিজার দেখলাম। এককথায় অস্থির। ‘ ‘আয়নাবাজি’ ছবির পর ‘আরেকটি ধামাকা আসছে’ বলেও মন্তব্য করেছেন এক ব্যক্তি।

রানা নামের একজন লিখেছেন, ‘অসম্ভব ভাল লাগার একটা টিজার। ঢাকা অ্যাটাক টিমকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটা টিজার উপহার দেওয়ার জন্য। ‘

রাশেদ জিসান টিজারটি দেখার পর মন্তব্য করেছেন, ‘রেকর্ড হবে। রেকর্ড! ‘ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ!!! যেন হলিউড এর টিজার দেখছিলাম। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মূত্র থেকে খাবার তৈরির চেষ্টায় নাসা

মানুষের মূত্র ‘রিসাইক্‌ল’ করে পুনর্ব্যবহারযোগ্য জিনিস তৈরি করার চেষ্টা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যাতে মহাকাশে বিপদে পড়লে নভশ্চরেরা নিজেরাই তাঁদের মূত্রের অণু-পরমাণু বিশ্লেষণ করে তা থেকে এক দিকে খাবার ও অন্য দিকে গবেষণার প্রয়োজনীয় যন্ত্রাংশ তৈরি করে নিতে পারে।

আসলে লালগ্রহে ‘মিস কৌতূহল’-এর (নাসার মঙ্গলযান কিউরিওসিটি) যাত্রা সফল হওয়ার পর থেকেই মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনাটা ঘুরপাক খাচ্ছে মহাকাশ বিজ্ঞানীদের মাথায়। মঙ্গল ঘুরে আসতে যে লম্বা সময় লাগবে, তত দিন নভশ্চরদের ‘খাইয়ে-পরিয়ে’ রাখা নিয়েই সব চেয়ে চিন্তিত নাসা।

মহাকাশযানে যথেষ্ট খাদ্যসামগ্রী নিয়েই পাড়ি দেবেন যাত্রী। কিন্তু যদি কোনও কারণে ভান্ডারে টান পড়ে! তা ছাড়া, নির্দিষ্ট পরিমাণের বেশি খাদ্যসামগ্রী মহাকাশযানে তোলাই তো দায়। সামান্য ওজনও যদি বেড়ে যায়, পৃথিবীর মায়া (অভিকর্ষ বল) কাটানোই কঠিন হয়ে পড়বে।

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেও (আইএসএস) এ ধরনের গবেষণা চলছে। মার্কিন মহাকাশচারী স্কট কেলিই যেমন গবেষণাগারে ফুল ফুটিয়েছিলেন। পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা মানুষের বসবাসযোগ্য এই কৃত্রিম উপগ্রহটিতে (আইএসএস) ছ’মাস অন্তর এক দল মহাকাশচারী যায়, আর এক দল ফিরে আসে। ফলে খাবার কখনও বাড়ন্ত হয় না।

কিন্তু লালগ্রহ অভিযানে বছরের পর বছর মহাকাশে কাটাতে হবে নভশ্চরকে। যথেষ্ট খাবার সঙ্গে থাকলেও বিপদের কথা বলা যায় না। ‘‘সেই পরিস্থিতিতে বেঁচে থাকতে হলে, ‘রিইউস’ ও ‘রিসাইক্‌ল’ ছাড়া উপায় নেই,’’ বলছেন ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্ক এ ব্লেনার। তা ছাড়া, মহাকাশে বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার উপায়ও থাকে না। ফলে মানুষের মূত্রের অণু-পরমাণুকে যদি পলিয়েস্টার ও পুষ্টিকর উপাদানে বদলে ফেলা যায়, তা হলেই কেল্লা ফতে। কী ভাবে তা করা যায়, সেটা নিয়েই গবেষণা চালাচ্ছে ক্লেমসন বিশ্ববিদ্যালয়।

ব্লেনার উদাহরণ দিয়ে বলেন, বিভিন্ন ধরনের ইস্ট ফলানোর জন্য প্রয়োজন নাইট্রোজেন ও কার্বন। এখন গবেষণায় দেখা গেছে, সরাসরি ‘ইউরিন’ (মূত্র)-এ উপস্থিত ইউরিয়া থেকেই নাইট্রোজেন গ্রহণ করতে পারে ইস্ট। আবার নভশ্চরদের শ্বাস-প্রশ্বাসে ছাড়া কার্বন-ডাই-অক্সাইড থেকে কার্বন পেয়ে যাবে ইস্ট। তা ছাড়া, মঙ্গলের হাওয়া-বাতাসেও কার্বন-ডাই-অক্সাইড আছে। তবে সে ক্ষেত্রে এক জন ‘মধ্যস্থতাকারী’ প্রয়োজন, যে কার্বন-ডাই-অক্সাইড থেকে কার্বন গ্রহণে সাহায্য করবে ইস্টকে। সেটি হল মহাকাশযাত্রীদের সঙ্গে থাকা সালোক সংশ্লেষকারী সায়ানোব্যাকটেরিয়া বা শৈবাল।

এক ধরনের ইস্ট আবার ‘ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড’ তৈরি করে। এটি হৃদযন্ত্র, চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই ভাল। আর এক ধরনের ইস্ট আবার পলিয়েস্টার পলিমার তৈরি করে। এই পলিমার ব্যবহার করেই মহাকাশচারীরা থ্রিডি-প্রিন্টারের সাহায্যে প্রয়োজনীয় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরি করে নিতে পারবেন।

তবে সবটাই এখনও পরীক্ষা-সাপেক্ষ। যেমন, ইস্টের সাহায্যে পলিমার তৈরি করা গেলেও তার পরিমাণ খুবই কম। সেই খামতিটা কমাতে এখন জোরদার গবেষণা চলছে পরীক্ষাগারে। মঙ্গলে যাতে কোনও অমঙ্গল না হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই স্বামীকে নিয়ে মম’র বসবাস!

দুই স্বামীকে নিয়ে নানা টানাপড়েনের মধ্য দিয়ে সংসার করছেন আলোচিত অভিনেত্রী জাকিয়া বারী মম। না এটা বাস্তব নয়।
‘ভাঙ্গন’ নামের একটি নাটকে এই চরিত্র দেখা যাবে মমকে। নাটকে তার স্বামী হিসেবে থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও আজাদ আবুল কালাম।

দুই স্বামী আর এক বধূর গল্প নিয়েই নির্মিত হয়েছে ঈদের এই নাটক। এতে দেখা যাবে সামান্য ভুলেই আজাদ আবুল কালামের হাতে নির্যাতিত হতে হয় মমকে। সাজিদ আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

এ ব্যাপারে মম বলেন, ‘গল্পটি চমৎকার। টানাপড়েনের সংসারে ভাঙনের গল্প বলা হয়েছে। পাশাপাশি একজন নারীর নানা চড়াই-উতরাইয়ের গল্পও বলা হয়েছে। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে। ’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাকিবের পর ৫০তম টেস্টে তামিমেরও অর্ধশতক

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব।
সাকিবের পর ৫০তম টেস্টে অর্ধশতক তুলে নিলেন তামিম ইকবালও।

বর্তমানে তামিম ৫০ রানে অপরাজিত আছেন। তিনি ২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন। অপরপ্রান্তে সাকিব ৬৩ রানে অপরাজিত আছেন। তামিম সাকিব জুটি ইতোমধ্যেই ১১৮ রান যোগ করেছেন। দলের স্কোর বর্তমানে ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান।

উল্লেখ্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুই ভরসার নাম। তারা দুজনেই তাদের ক্যারিয়ারের ৫০ তম টেস্ট খেলতে চলেছেন। এর আগে মাত্র তিনজন বাংলাদেশি ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তারা হলেন মহম্মদ আশরাফুল, হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চব্বিশ ঘন্টার মধ্যে সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে যশোর সার্কিট হাউজে সড়ক বিভাগের খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময়কালে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, বর্ষা-বাদলেও সংস্কার কাজ বন্ধ রাখা যাবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে হবে। সেজন্য রোদের অপেক্ষায় থাকা যাবে না। বৃষ্টির মধ্যেও কাজ করতে হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কান্নাকাটি ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই। এজন্য আদালতের একটি পর্যবেক্ষণকে তারা ইস্যু হিসেবে নিয়ে রাজনীতি শুরু করেছে। এ রায়কে পুঁজি করে তারা এখন ক্ষমতায় যাওয়ারও স্বপ্ন দেখছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির অবস্থা এখন ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দারের মতো।

মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরা ছাড়াও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের অপসারণ দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ঘুষখোর, দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও তার সহযোগীদের অপসারণ এবং প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও প্রতিবন্ধী সংগঠনের ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। সংগঠনটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, জেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন উন্নয়ন সমিতির সভাপতি আব্দুস ছাত্তার, কালিগঞ্জ প্রতিবন্ধী পুর্নাবসন উন্নয়ণ সমিতির সভাপতি আব্দুল খালেক, জেলা ভুৃমিহীন সমিতির সভাপতি কওছর আলী, প্রতিবন্ধী নারী উন্নয়ন সমিতির সহ-সভানেত্রী নূর জাহান খাতুন, রেহেনা পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও এ সমাজের কোন বোঝা নয়। তাদেরও স্বাধীন ভাবে বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু বর্তমানে সমাজের প্রতিটি মানুষের কাছে তারা লাঞ্চিত, অপমানিত হয়ে থাকে। তারা তো নিজের ইচ্ছায় কেউ প্রতিবন্ধী হয়নি। তাহলে তাদের উপর কেন এ বৈষম্য। বক্তারা আরোও বলেন, সাতক্ষীরা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান একজন ঘুষখোর, দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি প্রতিবন্ধীদের যে সকল সুযোগ সুবিধা আছে সেটা না দিয়ে টাকা খেয়ে সুবিধাভোগীদের নামে তালিকা করে থাকেন। তাই অবিলম্বে এই দুর্নীতিবাজ সমাজসেবা কর্মকর্তার অপসারণ করা না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে তারা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কলারোয়া থানার এসআই অমিত কুমার দাসসহ সঙ্গীয় সদস্যরা শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ফেনসিডিল উদ্ধার করেন। থানা সূত্র জানায়া, উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের পূর্ব ভাদিয়ালি গ্রামের ভোজন আলির ছেলে রুহুল কুদ্দুসের বাড়ির পিছনে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest