সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে শহীদের স্মরণে দুঃস্থদের মাঝে জামায়াতের খাবার বিতরণদেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে থানায় মামলাস্বৈরাচার ঠেকিয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার এনসিপিরসাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনও

কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার, হেলপার আটক ১

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় ট্রাকভর্তি মোবাইল টাওয়ারের চোরাই ব্যাটারি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়। বুধবার ভোরে পৌর সদরের তুলশীডাঙ্গাস্থ ইউরেকা ফুয়েল পাম্প এলাকার যশোর-সাতক্ষীরা মহাসড়ক থেকে এ আটকের ঘটনা ঘটে।
কলারোয়া থানা সূত্র জানায়- থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেব নাথের নির্দেশনায় হাইওয়ে ডিউটি চলাকালে বুধবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই আজম মাহমুদ পিপিএম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রুহুল আমিন রুবেলের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামস্থ সাতক্ষীরা-যশোর মহাসড়ক সংলগ্ন ইউরেকা তেল পাম্পের সামনে পাঁকা রাস্তায় একটি মিনি ট্রাক (ঝিনাইদহ ট-০৪০২) আটক করে তল¬াশী করে। এসময় ওই ট্রাকের ডালার মধ্য থেকে ২৪টি মোবাইল টাওয়ারে ব্যবহৃত ব্যাটারি উদ্ধার করা হয়। তখন গাড়ির ড্রাইভার ও হেলপার কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চালক পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার মতিয়ার রহমান (৩৩)কে আটক করে পুলিশ। আটক মতিয়ার যশোর জেলার অভয়নগর থানার কাপাশহাটি (মসজিদের পার্শ্বে) গ্রামের মৃত আল-আমিন বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যৌতুকের দাবিতে গৃহবধুসহ পাঁচজনকে পিটিয়ে জখম

এম বেলাল হোসাইন : বাপের বাড়ি থেকে যৌতুকের এক লাখ টাকা আনতে অপারগতা প্রকাশ করায় দু’ সন্তানের জননীসহ পাঁচজনকে পিটিয়ে জখম করেছে তার শ্বশুর বাড়ির লোকজন। বুধবার দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া গ্রামের সিরাজুল ধাবকের মেয়ে ও একই গ্রামের আমিনুর ইসলামের স্ত্রী বেবী খাতুন (২৭), সেলিম ধাবকের স্ত্রী নাজমা বেগম (২২), সিরাজুল ধাবকের ছেলে সেলিম ধাবক (২৭), বাবুরালি ধাবকের ছেলে সিরাজুল ধাবক (৫৫) ও করিম বক্স ধাবকের ছেলে শাহারুল ধাবক (৩৮)।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বেবী খাতুন জানান, নয় বছর আগে তার সঙ্গে একই গ্রামের রজব আলীর ছেলে আমিনুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের দু’টি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বাপের বাড়ি থেকে তাকে যৌতুক হিসেবে দু’ লাখ টাকা আনতে বলতো। কোন উপায় না থাকায় সংসার করার স্বার্থে নগদ টাকা ও জিনিসপত্রসহ এক লাখ টাকার মালামাল দেওয়া হয়। এরপরও তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের চাহিদার শেষ ছিল না। একপর্যায়ে বুধবার সকালে তাকে বাপের বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুকের টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে আমিনুর ও তার পরিবারের সদস্যরা। বাপের বাড়ি পাশে হওয়ায় তিনি বাবাকে খবর দিয়ে টাকার কথা বললেও তিনি যোগাড় করতে পারেননি। একপর্যায়ে দুপুর একটার দিকে তার স্বামী আমিনুর রহমান, তাদের আত্মীয় মোজাহার সরদারের ছেলে মতিয়ার রহমান, হিমচাঁদ সরদারের ছেলে রজব আলী ও জয়নাল হোসেন, শ্বাশুড়ি রাবেয়া খাতুনসহ কয়েকজন তাকে দা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকালে বাবা সিরাজুল ইসলাম, ভাই সেলিম, ভাবী নাজমা ও চাচাত ভাই শাহরুল ধাবক ছুঁটে এলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল ইসলাম জানান, ভর্তি থাকা চার জনের মধ্যে বেবী খাতুনের অবস্থা আশঙ্কাজনক। শাহারুলের বাম হাতের কনিষ্ট আঙুল ভেঙে যাওয়ায় তিনি ভর্তি থাকতে না চাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মারুফ আহম্মদ জানান, এ ঘটনায় বেবী খাতুন বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে সর্বহারা পরিচয়ে চাঁদা দাবি, থানায় জিডি

ডেস্ক রিপোর্ট : কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিদের মোবাইলে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় ভূক্তভোগী ব্যক্তিদের মধ্যে ৩ ব্যক্তি কালিগঞ্জ থানায় উপস্থিত হয়ে সাধারণ ডাইয়েরী করেছে।

তথ্য অনুসন্ধ্যানে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ০১৮৫৫-৪৮৫৭৮০ নম্বর মোবাইল থেকে উপজেলার সোনাটিকারী গ্রামে সিরাজুল হকের ছেলে কাপড় ব্যবসায়ি মাহবুবুল হক, নলতা গ্রামের ব্যবসায়ি ইব্রাহীমের ছেলে হাবিবুল্লাহ একই গ্রামের সামছুর রহমানের ছেলে মাহবুবুর রহমানকে ঐ নাম্বার থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবী করা হয়। এছাড়াও আরো একাধিক ব্যক্তির নিকটে একই নাম্বার থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে কিছু ব্যক্তি ইতিমধ্যে বিকাশের মাধ্যমে টাকা দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে ভূক্তভোগিরা জানান। এঘটনায় থানায় এসে ভূক্তভোগি মাহবুবুল হক, হাবিবুল্লাহ ও মাহাবুবুর রহমান পৃথক পৃথকভাবে সাধরণ ডাইয়েরী করেছেন, থানার জিডি নং ৬৪৪, ৬৪৫, ৬৫০।
কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ লস্কর জায়াদুল হকের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বাইরে আছি বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের মিলাদ ও দোয়ানুষ্ঠান

মো: বশির আহমেদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে সুলতানপুর আজাদী সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়্যারমান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়্যারমান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, পৌর আ’লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু ও সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, পৌর আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আ. রাজ্জাক, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আ: রশিদ ও আশরাফুল কবির খোকন, পৌর আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: হারুন অর রশিদ, পৌর আ’লীগের কার্যকরী সদস্য কামরূল ইসলাম ও সবুর খান, মহিলা নেত্রী রোকেয়া পারভীন, ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ন আহবায়ক কুরবান আলী, পৌর তাঁতী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ৪ নং ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো: মুনাইম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোককে শক্তিতে পরিণত করাই নেতা-কর্মীদের কাজ -ডা. রুহুল হক এমপি

আমিনুর রহমান, চাম্পাফুল : জাতীয় শোক দিবস উপলক্ষে কালিগঞ্জ চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বুধবার সকাল ১০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মাদ আলীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের এম.পি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ. ফ. ম রুহুল হক। প্রধান অতিথি তার আলোচনায় উপস্থিত নেতাকর্মীদের শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। আর তার জন্য সাতক্ষীরা-৩ আসনের শেখ হাসিনার বাছাইকৃত প্রার্থীকে পুনরায় নির্বাচনের আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান সেলিম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমান, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ সিদ্দিক বিশ্বাস, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ সাহরিয়ার, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, বেলাল হোসেন প্রমুখ। সবশেষে দোয় ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আবু সাঈদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনুর্ধ-১৪ জেলা মহিলা ফুটবলার বাছাই ও প্রশিক্ষণ উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ জেলা মহিলা ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাবেক ফুটবলার আফসার আলী মাষ্টার, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, গোলাম ফারুক বাবু, আবুল কাশেম বাবর আলী প্রমুখ। আগামী ২০ আগস্ট খুলনা আঞ্চলিক ভেন্যুতে যশোর স্টেডিয়ামে জেএফএ কাপ জাতীয় অনুঃ ১৪ মহিলা ফুটবল খেলার উদ্বোধন করা হবে। আগামী ২১ আগস্ট জেএফএ কাপ জাতীয় অনুর্ধ-১৪ জেলা মহিলা ফুটবল খেলায় সাতক্ষীরা জেলা দল খুলনা জেলা দলের মোকাবেলা করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আলহাজ্ব কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক,  যুগ্ম-সম্পাদক কাজী সিরাজুল হক, সহ-সম্পাদক মুজিব হোসেন নান্নু, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবু দাউদ, সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, এ.এস.এম আজিজ হাসান, কাজী ছুফীউল্যা ফারুকী (আবু কাজী), আলহাজ্ব আব্দুস সাত্তার, মোঃ গোলাম মোস্তফা, মো. হাদিউজ্জামান, আলহাজ্ব এড. মোনায়েম খান চৌধুরী, কাজী আমিরুল হক (আহাদ), আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য ¯্রষ্টার ইবাদত ও সৃষ্ট্রের সেবা করা। জেলা প্রশাসক আরো বলেন, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনে একটি মাল্টিকমপ্লেক্স করা হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মিশনের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শোক দিবসে ৪নং ওয়ার্ড আ ‘লীগের আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কুরআন তেলাওয়াত, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় সুলতানপুর ক্লাব চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল।

সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমানের মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন ইর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আসাদুজ্জামান বাবু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, এড. আজাহার হোসেন, পৌর আ ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, কাজী আক্তার হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest