সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

বার্সেলোনাকে নেইমারের ‘কাউন্টার-অ্যাটাক’

নেইমারের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করার দায়ে মামলা করে বিপাকেই পড়তে যাচ্ছে বার্সেলোনা। গত বছর চুক্তি নবায়নের কারণে নেইমারকে বোনাস দেয়ার কথা ছিল বার্সার। তবে আগস্টের প্রথম দিকে এই ব্রাজিলিয়ান তারকা পিএসজিতে চলে যাওয়ায় কাতালানরা বোনাস আটকে যায়। এই অভিযোগে ফিফার কাছে কাউন্টার মামলা করেন নেইমার। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এটি নিশ্চিত করেছে।

গত বছরের অক্টোবরে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার ব্যাপারে চুক্তিবদ্ধ হন নেইমার। চুক্তির অংশ হিসেবে ২৬ মিলিয়ন ইউরো বোনাস দেয়ার কথা ছিল বার্সা। তবে পিএসজিতে চলে যাওয়ায় সেই বোনাস আটকে দেয় ন্যু-ক্যাম্পের দলটি।

নেইমার চুক্তির শর্ত ভঙ্গ করায় গত মঙ্গলবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা। বিষয়টি এখন স্প্যানিশ ফুটবল কমিটির কাছে বিচারাধীন। শর্ত ভঙ্গ করায় লয়ালিটি বোনাস হিসেবে নেইমার যেই ৮.৫ মিলিয়ন ইউরো নিয়েছিলেন ১০ শতাংশ জরিমানাসহ সেটি ফেরত চেয়েছে বার্সা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিল্পী সমিতিতে মৌসুমীর বদলে আসছেন নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটিতে জায়গা পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ। তিনি প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জায়েদ বলেন, মৌসুমী আপা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবারের নির্বাচনে। কিন্তু তিনি দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করে আবেদন করেছেন। তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু তিনি আর সমিতিতে কোনো দায়িত্ব পালন করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সর্বসম্মতিতে নিপুণকে বাছাই করা হয়েছে।
এদিকে আজকের সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা গেছে। মৌসুমীসহ বেশ কয়েকজনের সদস্যপদ স্থগিত করা হতে পারে। চলচ্চিত্র পরিবারের ঘোষণা অমান্য করে শাকিব খানের সঙ্গে কাজ করায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতি।
ফলে সমিতিতে নির্বাচিত হওয়া কমল ও জাকিরও তার পদ হারাতে পারেন। তাদের জায়গায় দেখা যেতে পারে নতুন দুই মুখ।
উল্লেখ্য, গেল ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে বিপুল ভোটে বিজয়ী হন মৌসুমী। কিন্তু পরে তিনি সমিতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদে ভালোবাসার ৬ নায়িকা

প্রতিবারের মতো এবারও ঈদে লাক্স নিয়ে আসছে মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প। দেশের সেরা তারকাদের অভিনয় এবং সেরা নির্মাতাদের পরিচালনায় দর্শকদের জন্য থাকছে ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’। তারকাদের মধ্যে থাকছেন পূর্ণিমা, তিশা, মিথিলা, মেহজাবিন, মারিয়া নূর ও সাফা কবির।

উল্লেখ্য, দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে লাক্সের এই ঈদ আয়োজন প্রতিবারই দর্শকের দৃষ্টি কেড়েছে। এবারের প্রতিটি ভালোবাসার নাটক ভিন্ন মাত্রায় দেখানো হবে এবং আয়োজকেরাও আশা করছেন যে বরাবরের মতো এবারো দর্শকদের আকর্ষণ করবে। ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ পরিচালনায় থাকছেন সাত গুণী নির্মাতা।

এরা হলেন তৌকীর আহমেদ, তানিয়া আহমেদ, শিহাব শাহিন, রেদওয়ান রনি, সাফায়াত মনসুর রানা, মাবরুর রশিদ বান্না ও ইমরাউল রাফাত। ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’ প্রচার হবে ঈদের সাত দিন রাত ১০টা ১০ মিনিটে আরটিভির পর্দায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাস্তি পেলেন ওমর সানি-মৌসুমী

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে যে বা যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—আগেই এমন ঘোষণা দিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র পরিবার। কিন্তু এই ঘোষণাকে তেমন গুরুত্ব দেননি তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী। সম্প্রতি তারা শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হব’ ছবির শুটিং করেছেন। এই অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

জানা গেছে, সংগঠনটি ওমর সানি ও মৌসুমীর সদস্য পদ স্থগিত করেছে। বৃহস্পতিবার রাতে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় আরও ৮ জন শিল্পীর বিরুদ্ধেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই শিল্পীরা চলচ্চিত্র পরিবারের ঘোষণা অমান্য করে  ‘আমি নেতা হব’ ছবির শুটিং করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২৩ জুন শাকিব খানকে আজীবনের জন্য নিষিদ্ধ করে চলচ্চিত্র পরিবার। এরপর গত ১৮ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয় চলচ্চিত্র পরিবার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার বাদীকে হত্যাচেষ্টা

রাজধানীর যাত্রাবাড়ীতে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বাদী বদর আজিমউদ্দিন (৫৩) হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

শুক্রবার  ভোর চারটার দিকে এ ঘটনা ঘটলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মল্লিক আব্দুল হালিম (টিএসআই) গণমাধ্যমকে বলেন, ‘আহত আজিমউদ্দিন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার একজন বাদী।’

চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ভোরে বাসা থেকে বের হন তিনি। যাত্রাবাড়ীর মূল রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাত, পা, মুখ ও বুকে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি। আজিমউদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়ার পূর্ব শেখদিতে সপরিবারে বসবাস করেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার।

তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। এ ছাড়া এ হামলায় আরো ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে পুলিশ পোস্টে সমন্বিত হামলা, নিহত ১২

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য ও সাতজন রোহিঙ্গা বিদ্রোহী। শুক্রবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে।

সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদ্রোহীরা সমন্বিতভাবে ২৪টি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। এছাড়া তারা আরো একটি সেনা ঘাঁটির নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। রোহিঙ্গা বিদ্রোহীদের গুলিতে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে।

গত বছরের অক্টোবরে সীমান্ত সংলগ্ন কয়েকটি চৌকিতে হামলা চালিয়ে বিদ্রোহীরা  ৯ পুলিশ সদস্যকে হত্যা করেছিল। এর জের ধরে রাখাইন রাজ্যে নির্বিচারে দমন অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। হত্যা, ধর্ষণ বা নির্যাতনের হাত থেকে বাঁচতে ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার এই নতুন দাবি এমন সময় করা হলো যখন মাত্র একদিন আগে বৃহস্পতিবার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশন রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি সদস্য নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবি’র সদস্য আরমান আলী (৪২) নামে এক জঙ্গি নিহত হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গি সন্দেহে অভিযানের আটককৃত জঙ্গি টলি বেগমের স্বামী। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারালো চাপাতি উদ্ধার করেছে। শুক্রবার রাত ৩ টার দিকে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে ৩ রাস্তার মোড়ে বটতলায় এ ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, একদল দুষ্কৃতিকারী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের মধ্যে ৩ রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গি সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক জঙ্গি গুলিবিদ্ধ হলে অপর জঙ্গি সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জঙ্গি সন্ত্রাসীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘বন্দুকযুদ্ধে’ আহত এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদকে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত জঙ্গি সন্ত্রাসী নব্য জেএমবি’র সদস্য এবং তার বিরেুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে  বলে পুলিশ জানিয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য আরমান আলী পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।

উল্লেখ্য, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা মসজিদের সামনে একটি বাড়িতে জঙ্গি অস্তানা সন্দেহ করে অপারেশন টেপিড পাঞ্চ নামে অভিযান চালায় কাউন্টার টেররিজম, বোমা নিস্ক্রিয়কারী টিম, সিআইডির ক্রাইম সিন ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিট।

অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত আরমানের স্ত্রী টলি বেগমসহ আরো দুজনকে দুইটা সুইসাইডাল ভেস্ট, ১টি পিস্তল, বোমা, ৪টি ম্যাগজিন ও গান পাউডারসহ আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইটাগাছা ন্যাশনাল হাসপাতালের বর্জ সরাসরি রাস্তায়, দূষিত হচ্ছে পরিবেশ

শেখ তহিদুর রহমান ডাবলু : শহরের ইটাগাছায় অবস্থিত ন্যাশনাল হাসপাতালের নোংরা পানি ও আবর্জনায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। অসুস্থ হয়ে পড়ছেন অনেক পথযাত্রী। কিন্তু এ বিষয়টি নিরসনে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি একাধিকবার জানিয়েও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেন দিয়ে হাসপাতালের টয়লেটের নোংরা পানি ও আবর্জনা, ড্রেসিংয়ের পুঁজ, রক্তমাখা বিষাক্ত পানি সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের উপর সরাসরি ফেলা হচ্ছে। অথচ ওই সড়ক দিয়ে হাজরো মানুষ যাতায়াত করে। স্কুলে যাতায়াত করে কোমলমতি শিশুরাও। প্রতিদিন রাস্তার উপরে ওই বিষাক্ত পানি ও আবর্জনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন অনেকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখির সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক হাফিজুল ইসলামের সাথে কথা বলার জন্য তার অফিসে গেলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে অবশ্য তার ব্যবহৃত ০১৭১১-৩৩২৬৫২ নম্বরে একাধিকবার ফোন দিলেন তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালের একজন কর্মচারী বলেন, এ বিষয়ে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ধরনের ন্যাক্কারজনক কাজের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। কিন্তু তাতেও কোন কর্ণপাত করছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে স্থানীয় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, আমি বিষয়টি জানতে পেরে পৌরসভার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি সড়কের উপর যেন এ ধরনের পুঁজ, রক্ত ও দূষিত পানি না ফেলে। কিন্তু তারা সে নিদের্শনা উপেক্ষা করে এ কাজ চালিয়ে যাচ্ছে। তবে আগামী রবিবারে তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest