সর্বশেষ সংবাদ-
অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে সাতক্ষীরার ডিসি’র সতর্কতাআলীপুর ইউপিতে বিএনপির বহিস্কৃত নেতা রউফ বিজয়ীআশাশুনির মরিচ্চাপ সেতুর অধিকরনকৃত জমি জবরদখল: অবৈধ স্থাপনা নির্মানের হিড়িকসাতক্ষীরায় ঘরে-বাইরে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত: বিপাকে নি¤œ আয়ের মানুষকালিগঞ্জে রাসায়নিক দ্রব্যে পাকানো ৪শ’ কেজি আম জব্দব্যবসায়ীকে মারধরের ঘটনার ভিডিও করায় সাংবাদিকদের মারপিটের অভিযোগ ডা; ফয়সালের বিরুদ্ধেতাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতরণআন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে মরা শিশু গাছে ঝুঁকি বাড়ছেকলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুর গণ সমাবেশ

চাল, ডিমের পর এবার প্লাস্টিকের আটা!

চাল, চিনি, ডিম নিয়ে একাধিক অভিযোগ আগেই উঠেছিল। এবার আটাতেও প্লাস্টিক মেশানোর অভিযোগ উঠল ভারতে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বীরপাড়া চা-বাগানে। অভিযোগ, রাজ্য সরকার দু’টাকা প্রতি কেজি দরে যে আটা দেয়, তাতে প্লাস্টিক জাতীয় কিছু মেশানো হচ্ছে। আলিপুরদুয়ার ছাড়াও এই অভিযোগকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি চা বাগান, ডুয়ার্স ও তরাই অঞ্চলেও।

চা বাগানের শ্রমিকরা বলছেন, রেশনের আটার তৈরি রুটি আগুনের সামনে ধরলে নাকি প্লাস্টিকের মতো পুড়ে যাচ্ছে। এমনকি, পানি মিশিয়ে মাখার সময়ও নাকি প্লাস্টিকের মণ্ড তৈরি হচ্ছে। অনেকেই এই অভিযোগ তুলে সরকারি আটা ফেলে দিচ্ছেন বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। এর আগে রাজ্যে প্লাস্টিকের ডিম, চাল, চিনি নিয়েও অভিযোগ উঠলেও কোন ক্ষেত্রেই তার সারবত্তা প্রমাণিত হয়নি। শুধু এই রাজ্যেই নয়াদিল্লি, অন্ধ্র ও তেলেঙ্গানাতেও একই অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় এরকম বহু ছবি ছড়িয়ে পড়ে। যদিও বিশেষজ্ঞদের দাবি, ওই সব ছবিই ভুয়া। বেশিরভাগ ক্ষেত্রেই রেশনের খাদ্যসামগ্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে। সূত্র: সংবাদ প্রতিদিন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মডেল তুলনা ও তার ভাইকে গ্রেপ্তার

তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় মডেল ও উপস্থাপিকা তুলনা আল হারুন ও তার ছোট ভাই লায়েক আলীকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। শুক্রবার তাদের বনানীর নিজ বাসা আটক করা হয়।

বনানী থানার পরিদর্শক আব্দুল মতিন জানান, মডেল তুলনার এক নারী সহকর্মী তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

বাদীর অভিযোগ, প্রযুক্তি ব্যবহার করে আসামিরা বাদীকে সামাজিকভাবে হেয় করেছেন। তবে মামলার বাদীর পরিচয় জানায়নি পুলিশ।

মডেল তুলনা আল হারুন নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনের ভাতিজী। ২০০৭ ‘ইউ গট দ্যা লুক’নামের এক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিনোদন মিডিয়ায় নাম লেখান তুলনা।

ওই বছরই তিনি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। তিনি বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় ও টেলিভিশনে উপস্থাপনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাশরাফির নাচ!

মাশরাফির নাচ!

কর্তৃক Daily Satkhira

স্টেডিয়াম নয়, কোনো ক্রিকেট ম্যাচ নয়। একটি গান ভিডিও। শিরোনাম ‘উৎসবের বাংলাদেশ’। বাংলাদেশের নানা রঙ, বৈচিত্র আর উৎসবের রূপ—সবই আছে এখানে। গেয়েছেন বুশরা শাহরিয়ার। গানের কথা লিখেছেন, সুর করেছেন তিনিই।

গানটির প্রথম কয়েকটি পংক্তি হলো—‘এই দেশ, নানা রঙের দেশ, উৎসবের বাংলাদেশে, আমরা আছি বেশ।’ এই গানের সঙ্গে ক্যামেরা ঘুরে বেড়িয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু এই গানে রয়েছে বড় চমক! এই গানের গান ভিডিওতে নেচেছেন মাশরাফি বিন মর্তুজা; ক্রিকেট তারকা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। মাশরাফির এই নাচ দেখে যে কেউ অবাক হবেন। যেন উৎসবের সঙ্গে শতভাগ মিলে যায় মাশরাফি!

বৃহস্পতিবার বিকাল চারটায় গান ভিডিওটি প্রথম আনুষ্ঠানিক উন্মোচন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর ইউটিউবে ২৪ ঘণ্টার আগেই গানটি দেখা হয়েছে ৩ লাখ ২৫ হাজার বার। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে গান ভিডিওটি। শোনা যাচ্ছে, এবার ঈদে নাকি গান ভিডিওটি খুব জনপ্রিয় হবে।

বুশরা শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশটা খুব সুন্দর। এটা আমরা অনেকেই জানি না। এর অন্যতম কারণ প্রচারণার অভাব। এই গান ভিডিওতে আমরা সেই সুন্দরকেই তুলে ধরতে চেয়েছি।’

‘উৎসবের বাংলাদেশ’ গান ভিডিওটি পরিচালনা করেছেন নোমান রবিন।

‘উৎসবের বাংলাদেশ’ গান ভিডিও:

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষের নাটকে সিরিজে ফিরল ভিলিয়ার্সরা

কাউন্টির মাঠ টনটনের একটা আক্ষেপ ছিল। সেই ১৯৯৩ সালে এখানে পুরুষদের শেষ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ইংল্যান্ডের জাতীয় দল এই মাঠে শেষ খেলেছে ১৯৮৩ সালে। ৩৪ বছর পর ইংলিশরা এখানে খেলতে নেমে শেষ ওভারে ৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানের সমীকরণ করেছে।  অলিখিত ফাইনালটি অনুষ্ঠিত হবে ২৫ জুন, কার্ডিফে।

আন্তর্জাতিক ম্যাচের আক্ষেপ ঘোচানোর দিনে টনটনে সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অভিষিক্ত টম কুরান বল হাতে তিন উইকেট নিয়ে নিজের আগমনী বার্তা ছড়িয়ে দেন। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সাউথ আফ্রিকা। কুরান তিন উইকেট নিতে ৩৩ রান খরচ করেন।

শেষ তিন ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২৯ রান। দলটি শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায়।

সাউথ আফ্রিকা দলীয় ২৫ রানের মাথায় রেজা হেনড্রিকসকে (৭) হারায়। এরপর জেজে স্মুটস ৩৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। তিনি ফিরলে অধিনায়ক ভিলিয়ার্স চেষ্টা করেন স্কোর বড় করার। ২০ বলে ৪৬ রানের ছোট একটা ঝড়ে শেষ হয় তার লড়াই। এরপর ফারহান বেহারদিয়েন এলবিডব্লিউ হওয়ার আগে ৩২ করে যান।

জবাব দিতে নেমে ইংল্যান্ড ১৫ রানের মাথায় বিলিংসকে (৩) হারায়। কিন্তু অভাব বুঝতে দেননি জ্যাসন রয়। জনি বেয়ারস্টোকে নিয়ে ১১০ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। বেয়ারস্টো  মরিসের বলে  বেহারদিয়েনের হাতে  ধরা পড়েন। যাওয়ার আগে ৩৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে যান।

রয় যখন ফেরেন তখন তার সংগ্রহ ৬৭। বিরল আউট হয়ে ফিরতে হয় তাকে। ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’।

১৬তম ওভারে লিভিংস্টোন মরিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে মারেন। রয় অন্য প্রান্ত থেকে রানের জন্য ছোটেন। এক পর্যায়ে তিনি ক্রিজে ফেরত যাওয়ার চেষ্টা করেন। তখন ফিল্ডারের কাছ থেকে আসা বল ‘ইচ্ছা করে’ নিজের শরীরে লাগিয়ে রানআউট থেকে বাঁচতে চেষ্টা করেন। মাঠের দুই আম্পায়ার থার্ড আম্পায়ারের সাহায্য নিয়ে আউট ঘোষণা করেন। এরপর একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

১৮তম ওভারে বাটলার ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এই ওভার থেকে আসে ৮ রান।

পরের ওভারে ডেন প্যাটারসন ইয়ন মরগানকে (৬) ফেরালে খেলা আরও জমে ওঠে। শেষ ওভারে ইংলিশদের দরকার পড়ে ১২ রান। ক্রিজে ছিলেন লিয়াম ডসন এবং লিয়াম লিভিংস্টোন।  পঞ্চম বলে ডসন চার হাঁকিয়ে ইংলিশদের আশা দেখান। শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে আরও চার। ফেলুকাওর করা অফস্টাম্পের বাইরের বলে হাঁটুগেড়ে খেলতে যেয়ে মিস করেন ডসন। তাতেই হার দেখতে হয় তাদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলচ্চিত্রে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন শাকিব খান

চলচ্চিত্র শিল্পী সমিতি আর বরেণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আজীবনের জন্য নিষিদ্ধ হলেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। একই সঙ্গে নিষিদ্ধ করা হয় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যক্তিগত স্বার্থে ভারতের নির্মাতাদের সঙ্গে হাত মিলিয়ে দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করছেন, আর পরিচালনা না করেও যৌথ প্রযোজনার ছবিতে পরিচালক হিসাবে নিজের নাম ব্যবহার করছেন। তাদেরকে আর এফডিসিতে ঢুকতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট।

আজ শুক্রবার বিকালে বিএফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত চলচ্চিত্র ঐক্যজোটের সংবাদ সম্মেলনে এমটাই জানানো হয়। এখানে লিখিত বক্তব্য পাঠ করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর, ফারুক, রোজিনা, অঞ্জনা, রিয়াজ, মিশা সওদাগর, জায়েদ খান, পপি, খোরশেদ আলম খসরু, ডিপজলসহ আরও অনেকে।

এর আগে গত এপ্রিল মাসে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১২টি সংগঠন শাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর ৩০ এপ্রিল চিত্রনায়ক আলমগীরের মধ্যস্থতায় চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে নিজের মন্তব্য, আচরণ এবং ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন শাকিব খান। তিনি সবার কাছে ক্ষমা চান। এরপর তার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এ ব্যাপারে আজ চিত্রনায়ক আলমগীর বলেন, ‘আমি বুঝতে পারিনি শাকিব এতটা বেয়াদপ! তার শিক্ষার অভাব আছে।’ তিনি ৩০ এপ্রিল ওই মধ্যস্থতা করার জন্য দুঃখপ্রকাশ করেন।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র ঐক্যজোটের এই সিদ্ধান্তের সঙ্গে আমরাও একমত। এটা চলচ্চিত্র শিল্পী সমিতিরও সিদ্ধান্ত। শাকিব খান যেমন ঔদ্ধত্বপূর্ণ আচরণ করছে, তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।’

শাকিব খান এখন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’–এর শুটিংয়ে লন্ডনে আছেন। শাকিব খান আর শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং আটকে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস। সংগঠনটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। জানা গেছে, সেখানেও ছবির শুটিং স্থগিত আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাতারে সামরিক ঘাঁটি রাখবে তুরস্ক

সৌদি আরবসহ চারটি দেশের দাবি সত্ত্বেও কাতারে সামরিক ঘাঁটি বন্ধ করবে না বলে জানিয়েছে তুরস্ক। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও কাতারের সঙ্গে সম্পর্ক রক্ষার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওই সিদ্ধান্তের কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

ফিকরি বলেন, কাতারে সামরিক ঘাঁটি বন্ধের বিষয়ে তাঁদের কাছে কোনো অনুরোধ আসেনি। ২০১৪ সালে কাতারের সঙ্গে  চুক্তি অনুযায়ী  ঘাঁটিগুলো চালু থাকবে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, কাতারে অবস্থিত তাঁর দেশের সামরিক ঘাঁটি নিয়ে কারো মাথাব্যথা থাকা উচিত নয়। সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর পক্ষ থেকে ঘাঁটি বন্ধের অনুরোধ হবে কাতার ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর পক্ষ থেকে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার পর একরকম একঘরে কাতারের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে তুরস্ক। সৌদি আরব সীমান্ত বন্ধের পর মধ্যপ্রাচ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ছোট দেশটিতে দুধ, দই ও মুরগি পাঠিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার কাতারে পাঁচটি সাঁজোয়া যান ও ২৩ সেনাসদস্যকে পাঠায় দেশটি। সেনা প্রশিক্ষণের অংশ হিসেবে তাঁদের পাঠানো হয়েছে বলে জানায় তুরস্ক।

কাতারে তুরস্কের সেনা রয়েছে ৮৮ জন। সেনার সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ‘হুরিয়েত’ নামের একটি সংবাদপত্র।

সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয়টিসহ সাত দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের পাশাপাশি অন্য দেশগুলো হচ্ছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইয়েমেন, লেবানন, মিসর ও দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ। এসব দেশের অভিযোগ, সন্ত্রাসবাদে সমর্থন জুগিয়েছে কাতার। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করেছে কাতার।

চলমান সংকট নিরসনে কাতারের কাছে ১৩ দফা দাবি জানায় চার আরব দেশ। সেখানে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বন্ধসহ দেশটি থেকে তুরস্কের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার কথাও বলা হয়।

১৩ দফা দাবির তালিকা কুয়েতের মাধ্যমে দোহার কাছে পাঠানো হয়েছে। কুয়েত কাতার-সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের কথা জানিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দাবিনামা পূরণের জন্য কাতারকে ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রংপুরে ট্রাক উল্টে ১৭ জন নিহত

রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ৬ জনসহ মোট ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।  শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রাকটিতে সবাই বিভিন্ন জায়গা থেকে ঈদ করতে বাড়ি যচ্ছিলেন। কলাবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ৬ জন মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম  এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকে আরও যাত্রী ছিল। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।’

বিস্তারিত আসছে…

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঈদের কেনা-কাটা ; শেষ মূহুর্তে টুপি ও আতরের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়

মাহফিজুল ইসলাম আককাজ : আর মাত্র একদিন। এরপরই ঈদের খুশিতে মেতে উঠবে সকলে। এর মধ্যেই প্রায় শেষ হয়ে এসেছে ঈদের সকল কেনাকাটা। শেষ মুহুর্তে এখন অনেকে ছুটছেন টুপি আর সুগন্ধি আতরের খোঁজে। তাই ভীড় বেড়েছে টুপি ও আতরের দোকানে। ইতোমধ্যেই ঈদকে ঘিরে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অস্থায়ী টুপি-আতরের দোকান। তবে শহরের থানা মসজিদ সড়কের পুথিঘর লাইব্রেরি, মাদ্রাসা লাইব্রেরি, ছালেহিয়া লাইব্রেরিসহ বিভিন্ন ফুটপাতেও আছে টুপি, জায়নামাজ ও আতরের কেনাবেচা চলছে। টুপি ও আতরের বেচাকেনা সারা বছর তেমন বেশি না হলেও ঈদ-উল-ফিতরকে ঘিরেই চলছে সবচেয়ে বেশি। এমনটাই জানালেন দোকানিরা। শুক্রবার ছুটির দিনে থানা মসজিদ সড়কের পুথিঘর লাইব্রেরিতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। এখানে রয়েছে নতুন ডিজাইনের টুপি। যেমন, বুগিস, তুর্কি, ভেলভেট, কুশিকাটা, ঝুঁটি, গুজরাটি, চায়নিজ টুপি, আলআজিম, আল কাদির , জিন্নাই, রুমি, চুমকি হাজী নামের বাহারি টুপির সমাহার। ক্রেতারা জানান, পুথিঘরে আমাদের পছন্দ এবং চাহিদা মতো সকল প্রকার জিনিস পাই বলে এখানে আসি। প্রতি বছর পরিবারের সকলের জন্য এখান থেকে টুপি, আতর, জায়নামাজ ও তসবি ক্রয় করি। পুথি ঘর এর সত্বাধিকারী আলহাজ্ব মো. মহিদুর রহমান জানান, দেশীয় বিভিন্ন প্র্রতিষ্ঠানের তৈরি টুপির চাহিদা থাকলেও তুর্কি টুপির চাহিদা একটু বেশি। দোকানে ঈদ আকর্ষণ বুগিস টুপির চাহিদা বেশি। ডিজাইনভেদে ১৫ টাকা থেকে শুরু করে ১৫০০ শ টাকা পর্যন্ত দামের  টুপি আমাদের কাছে আছে। তিনি আরো জানান, ভারত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফ্রান্স থেকে আসে বিভিন্ন ব্র্যান্ডের আতর। ঈদে আতরের আমদানিও বাড়ে কয়েকগুণ। বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রয়েছে আল-হারামাইন, আল-রিহ্যাব, আল-নাঈম, তায়েবা, অটরি, সুইস অ্যারাবিয়ান আতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest