সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তি গ্রেফতারআশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনপ্রথম আলো বন্ধুসভার ইফতার মাহফিলতালার আলোচিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালেসাতক্ষীরায় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ : ২০ হাজার টাকা জরিমানাসরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ সাতক্ষীরা জজ কোর্টের পেশকারের বিরুদ্ধেদেবহাটায় পানিতে ঝাঁপ দিতে গিয়ে শিশুর মৃত্যুসাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে প্রান্তিকে সম্মাননাথানাঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদুর গণসংযোগসদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদু’র গণসংযোগ

শ্যামনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে  কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্যামনগর উপজেলায় এক জেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
আজ বুধবার ভোরে পুলিশ ইয়াসিন গাজী নামের ওই জেলের লাশ সুন্দরবনের জঙ্গল থেকে উদ্ধার করে। তাঁর দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ণ ছিল।
ইয়াসিন গাজী (৩৫) পূর্ব কৈখালী গ্রামের মুজিবর গাজীর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, ইয়াসিন গাজী গ্রামের কয়েকজনের কাছে টাকা পেতেন। সোমবার রাতে প্রতিবেশী ফারুক হোসেন, বিল্লাল হোসেন, আমিনুর রহমান ও ফিরোজ গাজী পাওনা টাকা দেওয়ার কথা বলে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ইয়াসিনের বাবা এ ব্যাপারে পাঁচজনের নাম উল্লেখ করে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকে তাঁরা পলাতক আছেন।
ওসি আরো জানান, আজ ভোরে জেলে-বাওয়ালিরা সুন্দরবনের ভীমরুলখালি খাল এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয়দের খবর দেন। পরে লাশটি উদ্ধার করে কৈখালী ঘাটে আনা হলে স্বজনরা ইয়াসিনকে শনাক্ত করেন।
শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মনির নামের এক যুবককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লন্ডনে এক কক্ষে পাওয়া গেল ৪২ মৃতদেহ!

ইংল্যান্ডের রাজধানী লন্ডনের পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ারের একটি কক্ষ থেকে একসঙ্গে ৪২টি মৃতদেহ উদ্ধারের কথা জানা গেছে। ২৪তলা ভবনটির বেঁচে যাওয়া এক বাসিন্দা বিষয়টি ইউটিউবে পোস্ট করা ভিডিওতে এ তথ্য জানিয়েছেন।

লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর জানায়, পুড়ে কালো হয়ে যাওয়া বহুতল ভবনে অভিযান চালিয়ে এ ভয়াবহ দৃশ্যটি দেখতে পায় ফায়ার ব্রিগেডের কর্মীরা। এই বাহিনীতে থাকা একজন বন্ধুর বরাত দিয়ে ওই বাসিন্দা বিষয়টি জানিয়েছেন।

বাসিন্দা আরো বলেন, ‘আমার এক বন্ধু ফায়ার ব্রিগেডের হয়ে কাজ করেন, ঠিক আছে? গতকাল ফোনে তিনি আমাকে বলেন তারা একটি কক্ষে ৪২টি মৃতদেহ পেয়েছেন।

(জীবন বাঁচাতে) তারা একইসঙ্গে লুকিয়ে ছিল। কেউ জানে না।’ তিনি বলেন, ‘এর কারণ হলো আমরা ওই ভাইকে (বন্ধু) চিনি, যিনি ফায়ার সার্ভিস কর্মী। তিনি আমাদের বলেছেন—কিন্তু তিনি আপনাদের বলতে  পারবেন না। তাঁর পরিচয় প্রকাশ পেলে তিনি চাকরিচ্যুত হতে পারেন বা এ রকম কিছু হবে। তবে তিনি বলেন, তাঁরা ৪২টি মৃতদেহ একটি কক্ষে পেয়েছেন। এদের মধ্য শিশু থেকে বৃদ্ধ সবাই রয়েছে।’

লন্ডনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চারদিন আগে গ্রেনফেল টাওয়ারে লাগা আগুনে ৭৯ নিহত হয়েছে। তবে এ সংখ্য আরো বাড়তে পারে।

এদিকে, পপ তারকা লিলি অ্যালেন মৃত্যুর সংখ্যা কম দেখানোয় কর্তৃপক্ষ ও টেলিভিশনের সমালোচনা করেছেন। তাঁর দাবি, নিহতের সংখ্যা ১৫০-এর কাছাকাছি হবে। অনানুষ্ঠানিকভাবে এ তথ্য আমি পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজনের কাছে জেনেছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৮তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

২০২৪টি শূন্যপদের বিপরীতে ৩৮তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মঙ্গলবার বিকেলে পিএসসি’র ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আগামী ১০ জুলাই থেকে এর জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট। নতুন বিভাগ ময়মনসিংহসহ মোট আট বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া এবারই প্রথম লিখিত পরীক্ষায় দুজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে। ২০ শতাংশের বেশি পার্থক্য দেখা দিলে তা পুনরায় মূল্যায়ন করা হবে।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের ৮০ বছর পেরিয়েও একসঙ্গে

গ্রেট ব্রিটেনের ওয়ালেসের বাসিন্দা কেন হ্যারিস। বয়স ১০২ বছর। তাঁর স্ত্রী মার্গারেটের বয়স ৯৯। হ্যারিস দম্পতি এ বছর তাঁদের ৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। আর এটাই গ্রেট ব্রিটেনের সবচেয়ে দীর্ঘতম দাম্পত্য বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

৮০তম বিবাহবার্ষিকীর মাত্র ছয় মাস আগেই হ্যারিস কোমর ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এটাই হয়তো শেষ। প্রিয় স্ত্রীর সঙ্গে হয়তো তাঁর আর দেখা হবে না।

কিন্তু ১৯৩৭ সালে বিয়ের পিঁড়িতে বসা হ্যারিস দম্পতি আবারও পাওয়েসের একটি নার্সিং হোমে একত্রিত হয়েছেন। ভাগ্যই হয়তো তাঁদের টেনে এনেছে এই মাহেন্দ্রক্ষণে। উদযাপন করেছেন তাঁদের ৮০তম বিবাহবার্ষিকী।

যদিও মার্গারেটও এখনো একটি নার্সিং হোমে রয়েছেন। তিনি স্মৃতিবিভ্রমে ভুগছেন।

হ্যারিসের পুত্রবধূ প্যাট বলেন, ‘তাঁরা এখনো হাত ধরে পাশাপাশি চলছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিচ্ছেদের স্মৃতি এখনো তাঁদের তাড়া করে বেড়ায়। যুদ্ধে গিয়েছিলেন কেন। আর মার্গারেট চিকিৎসকের সহকারী হিসেবে দেশেই থেকে গিয়েছিলেন। কিন্তু তিনি সব সময় মার্গারেটের ছবি তাঁর মানিব্যাগেই রাখতেন। এরপর হ্যারিস যখন হাসপাতাল ভর্তি হন, তিনি ভেবেছিলেন তাঁর আর কখনো মার্গারেটের সঙ্গে দেখা হবে না। ভাগ্যই আবার তাঁকে মার্গারেটের কক্ষে নিয়ে এসেছে।’

প্যাট আরো বলেন, ‘তাঁরা একে অপরকে খুব ভালোবাসেন। আমরা তাঁদের ৮০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে পেরে সত্যিই আনন্দিত।’

হ্যারিস দম্পতির অ্যালান ও অ্যান নামের দুটি সন্তান রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গৃহকর্মীর সঙ্গে প্রতারণা, জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা গ্রেপ্তার

বাংলাদেশ থেকে নিয়ে আসা গৃহকর্মীর সঙ্গে ভিসা, কর্মী নিয়োগ চুক্তি এবং সেই কর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে কর্মরত একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা যাচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে হামিদুর রশীদ নামের জাতিসংঘের ইউএনডিপিতে কর্মরত ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে তোলা হয় এবং দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।

তবে বিষয়টি নিয়ে হামিদুর রশীদ কিংবা ইউএনডিপির কোনো প্রতিক্রিয়া এখনো জানতে পারেনি গণমাধ্যম।

এর আগে গত সপ্তাহে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কের বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেলকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে তীব্র আলোচনার মধ্যেই আরেক বাংলাদেশি গ্রেপ্তারের খবর এলো।  অল্প সময়ের ব্যবধানে দুই বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তারের ঘটনা দেশটির গণমাধ্যমে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

নিউইয়র্কের একজন বাংলাদেশি সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন, হামিদুর রশিদ জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশনের প্রধান হিসেবে কর্মরত। গ্রেপ্তারের পর তাঁকে ম্যানহাটন ফেডারেল আদালতে তোলা হয় এবং দীর্ঘ শুনানি শেষে জামিন পান তিনি।

ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা যাচ্ছে, হামিদুর রশিদ বাংলাদেশ থেকে আনা গৃহকর্মীর জন্য প্রযোজ্য জি-৫ ভিসার নিয়ম অনুযায়ী যে মজুরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন, তা পরবর্তী সময়ে আর মানা হয়নি।

সাপ্তাহিক ৪২০ ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তিপত্র পররাষ্ট্র দপ্তরে দাখিল করা হলেও ২০১৩ সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন একটি চুক্তিপত্রে সই নেন। সেখানে সাপ্তাহিক মজুরি দেখানো হয় ২৯০ ডলার। এ ছাড়া চুক্তি অনুযায়ী গৃহকর্মীকে সাপ্তাহিক ৪০ ঘণ্টার বেশি সময় কাজ করানোর অভিযোগও আনা হয়।

এসব অভিযোগ প্রমাণিত হলে হামিদুর রশীদের সর্বোচ্চ ২৯ বছরের কারাদণ্ড হতে পারে। তবে ওই গৃহকর্মী চার বছর আগেই হামিদুর রশীদের কাজ ছেড়ে দেন বলে জানা যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌরসভা ও সদরের পুনর্বাসিত ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার পুনর্বাসিত ব্যক্তির (যারা পূর্বে ভিক্ষুক ছিলেন) সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ রমজান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, সদর সহকারী কমিশনার ময়নুল ইসলাম, স্বজন মোল্যা, একি মিত্র চাকমা, এনডিসি মো. আবু সাঈদ, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথি, সৈয়দ মাহমুদ পাপা, শহিদুল ইসলাম, শফিকুল আলম বাবু, কাজী ফিরোজ হাসান, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, অনিমা রাণী ম-ল, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইফতারের আগে অতিথিবৃন্দ আগত পুনর্বাসিত ভিক্ষকদের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে দেখেন ও খোজ-খবর নেন এবং তাদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল জলিল। পরে পুনর্বাসিত সকল ভিক্ষুকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, তেল ও মসল্যাসহ ঈদ সামগ্রি প্রদান করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার

আসাদুজ্জামান : রমজানের শেষ মুহুর্তে সাতক্ষীরায় জমে উঠেছে ঈদ বাজার। শহরের অভিজাত শপিং মল থেকে শরু করে ফুট পাতের দোকান গুলোতে তিল ধরনের ঠাই নেই। ঈদে চাই নতুন পোশাক। তাইতো সাধ আর সাধ্যের মধ্যে না থাকলেও প্রিয় জনের উপহার দিতে ধনী ও মধ্যবিত্তদের পাশাপাশি কেনা কাটায় ব্যস্থ সময় পার করছে নি¤œ বিত্তের মানুষও। আর কয়েকদিন বাদেই ঈদ।  শেষ মূহুর্ত্বে কেনা কাটা সারতে ব্যস্থ সময় পার করছেন ক্রেতারা। আর সেকারনে সাতক্ষীরা শহরের নিউমার্কেট, চায়না-বাংলা শপিং সেন্টার, আল বারাকা সিটি কমপ্লেক্স, বসুন্ধরা টাওয়ার, মেহেরুন প্লাজা, লন্ডন পালাজা, মেহেদি সুপার মার্কেট, আমিনিয়া মার্কেট, সুলতানপুর বড় বাজার ও থানা সড়কের দোকান গুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা এ মার্কেট থেকে ও মার্কেট ঘুরছেন নিজেদের পছেন্দের পোশাক কিনতে। সাধ্যের মধ্য থেকে কেনা কাটা করতে অনেকে আবার শপিং মল ছেড়ে ফুটপাতের দোকান গুলোতে ভিড় করছেন। এদিকে ঈদ উপলক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন মার্কেট গুলোতে ভারতীয় পোষাকে ছেয়ে গেছে। তবে এসব মার্কেটে মান সম্মত দেশীয় পোষাক সামগ্রী থাকলেও ক্রেতাসাধারনের চাহিদা ভারতীয় পোশাকের প্রতি একটু বেশী। এবার ঈদে মেয়েদের জন্য আকর্ষনীয় পোশাকের মধ্যে রয়েছে বাহুবলি টু, রাখিবন্ধন, পটল কুমার, বাজরাঙ্গি ভাইজা, ফ্লোর টার্চ, লাসা, লং স্কট, শর্ট স্কটসহ বিভিন্ন নামের থ্রি-পিস ও ফোর পিস পোশাক। তবে, দেশী অনেক পোশাক ক্রেতাদের আকৃষ্ট করেছে। আকৃষ্ট করেছে দেশীয় পণ্য টাঙ্গাইল শাড়ি, জামদানী, খদ্দর, মনীপুরী, রাজগুরু, বালুচুরী, জর্জেট শাড়ি ইত্যাদি। গত বছরের তুলনায় এবার পোশাকের দাম বেশি হওয়ায় নিম্নবিত্তরা পড়েছেন বিপাকে। অবশ্য নিম্নবিত্তদের কথা চিন্তা করে ইতোমধ্যে থানা মসজিদের সামনে ফুটপাতে বেশ কয়েকটি পোশাকের দোকান দিয়েছে স্বল্প পুঁজির ব্যবসায়ীরা। বড় বড় মার্কেটের চেয়ে এই সব মার্কেটে জমে উঠেছে বেচাকেনা। তাছাড়া জুতার দোকানেও ভিড়ের কমতি নেই, বেড়েছে কসমেটিকসের বেচা কেনাও। বড়দের সাথে পাল্লা দিয়ে পছেন্দের জুতা, স্যান্ডেল, প্যান্ট, জামা কিনছে শিশুরা। সব ধরনের ক্রেতাদের চাপে দোকানীদের এখন দম ফেলার ফুরসত নেই বললে চলে। শহরের মিম গামের্ন্টেসের সত্ত্বাধিকারী শাহিনুর রহমান বলেন, তিনি শূন্য থেকে সাত বছরের শিশুদের পোশাক বিক্রি করছেন। ঈদ উপলক্ষে বিক্রি বাড়লেও লাভ কম হচ্ছে। পণ্যের দাম গত বছরের তুলনায় বেশি হওয়া এবং ক্রেতাদের গত বছরের দাম ধরে রাখার চেষ্টার কারণে এবার লাভ কম হচ্ছে। সাত রং বস্ত্র বিপনীর সত্তাধিকারী আকবার হোসেন বলেন, ঈদের বাজারে শাড়ির প্রতি আকর্ষণ কম। তারপরও কিছু শাড়ি বিক্রি হচ্ছে। তার দোকানে টাঙ্গাইল শাড়ি ৬০০ টাকা থেকে ১২০০ টাকা, জর্জেট শাড়ি ১২০০ টাকা থেকে তিন হাজার টাকা, সিল্ক শাড়ি দুই হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। নবরূপা ফ্যাশনের সত্ত্বাধিকারী মো: জহিরুল ইসলাম বাবু ও ফ্যাশন এশিয়ার সত্তাধিকারী রুহুল কুদ্দুস বাবলু বলেন, তার দোকানে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট বিক্রি হয়। পাঞ্জাবির মধ্যে সূতি পাঞ্জাবি ৩০০ টাকা থেকে ২১০০ টাকা, জর্জেট পাঞ্জাবি দেড় হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা, সিল্ক পাঞ্জাবি (ভারতীয়) দুই হাজার থেকে আড়াই হাজার টাকা, জামদানি পাঞ্জাবি ৭০০ টাকা থেকে ১৬০০ টাকা, টিস্যু পাঞ্জাবি সাড়ে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা, মটকা পাঞ্জাবি ১২০০ টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, ঈদের আগেই পুলিশ প্রশাসন সাতক্ষীরা শহরে ইঞ্জিন ও ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকসহ অবৈধ যান চলাচল বিরোধী অভিযানে নামায় শহরের বড় বড় বিপনী গুলোতে এবার ক্রেতার সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কমে গেছে। ফলে তারা অনেকটা দূশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েছেন। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারনের জানমালের নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যাহাতে সাধারণ মানুষ ঈদের কেনাকাটা করে নির্বিঘেœ বাড়িতে ফিরতে পারে সে জন্য জেলা শহরের চারটি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় উপজেলা পরিষদের মিটিং চলাকালীন ভাইস চেয়ারম্যানকে মারপিট!

নিজস্ব প্রতিবেদক : দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান সমর্থকদের হাতে প্রহৃত হয়েছেন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে পরিষদের মিটিং চলাকালে এ ঘটনাটি ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি কামাল ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, উপজেলা চেয়ারম্যান আবদুল গনির অফিসে উপজেলার বিভিন্ন প্রকল্প বিষয়ক একটি মিটিং চলছিল। এতে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার হাফিজ আল আসাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান মুজিবর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটার চেয়ারম্যান মো. আবুবকর, ইঞ্জিনিয়ার আবদুল হামিদসহ অন্যরা। তারা জানান, প্রকল্প বিষয়ক কথাবার্তা চলাকালে চেয়ারম্যানের দেহরক্ষী বাবু ও তার সহযোগী মামুন ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম খোকনের ওপর হামলা করে। তারা তাকে কিল ঘুষি মেরে অফিসের মধ্যেই নাজেহাল করে। এতে তিনি মেঝেতে পড়ে যান। দেহরক্ষী বাবু এ সময় অস্ত্র বের করে গুলি করতে উদ্্যত হলে তাতে বাধা দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি। তিনি দ্রুত তার হাত থেকে অস্ত্রটি কেড়ে নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর পুলিশের উপস্থিতিতে মিটিং চলে। এ বিষয়ে জানতে চাইলে দেবহাটা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা এ নিয়ে আলোচনায় বসেছি। এখন উভয় পক্ষ শান্ত রয়েছে। তিনি আরো জানান, আগে থেকেই চেয়ারম্যানের সাথে ভাইস চেয়ারম্যান ও কয়েকজন চেয়ারম্যানের মধ্যে প্রকল্প নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest