সর্বশেষ সংবাদ-
গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়াসাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওর জন্য মতবিনিময় Master Your Game with These Winning Strategies at Kyngs Casinoসাতক্ষীরার চারটি আসনই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে – হাবিবুল ইসলাম

উয়েফার বর্ষসেরা রোনালদো

গত মৌসুমে তার পারফরম্যান্সের কাছে ছিল না কেউ। লা লিগা তারপর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়। তাই আগে থেকে তার উয়েফার বর্ষসেরা হওয়া নিয়ে কোনও সংশয়ও ছিল না। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার হাতে তুললেন তিনি।

এই পুরস্কার জিততে হারাতে হয়েছে বার্সেলোনা তারকা লিওনেল মেসি ও জুভেন্টাস তারকা জিয়ানলুইজি বুফনকে। এ নিয়ে তৃতীয়বার পুরস্কার হাতে তুললেন পর্তুগিজ তারকা।  এই পুরস্কার দুবার জিতেছেন লিওনেল মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।
গত মৌসুমে রোনালদোর পারফরম্যান্সই বলে দেয় সব কথা। লা লিগা জিততে করেছেন ২৫ গোল, চ্যাম্পিয়নস লিগ জেতাতে দলের হয়ে ১৩ ম্যাচেই গোল করেছেন ১২টি।

বুফন উয়েফার বর্ষসেরায় কিছু অর্জন করতে না পারলেও হয়েছেন বর্ষসেরা গোলরক্ষক। সেরা ডিফেন্ডার সার্হিও রামোস, সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ, সেরা ফরোয়ার্ড সেই রোনালদোই। অবশ্য এক্ষেত্রে মেসি-দিবালাকে টপকেই জিতেছেন এই পুরস্কার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীকে যৌন নিপীড়ন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

খুলনা প্রতিনিধি : ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিতের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
রেজিস্ট্রার সরদার শফিকুল ইসলাম জানান, বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার রেজিস্ট্রারের কার্যালয় থেকে ওই শিক্ষককে বরখাস্তের চিঠি ইস্যু করা হয় বলে জানান তিনি। বরখাস্ত ড. মো. শরীফ উদ্দিন গণিত ডিসিপ্লিনের অধ্যাপক।
রেজিস্ট্রার শফিকুল ইসলাম জানান, ৬/৭ মাস আগে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক ছাত্রী শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ করেন।
“বিষয়টি তদন্তে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোসাম্মৎ হোসনে আরা বেগমকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত কমিটি শিক্ষক শরীফ উদ্দিনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পায়।”
এ ব্যাপারে গণিত ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. হায়দার আলী বিশ্বাস বলেন, “আমি লোকমুখে শুনেছি শিক্ষক শরীফ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। এর বেশি কিছু জানা নেই।”
তদন্ত কমিটির প্রধান মোসাম্মৎ হোসনে আরা বেগম বলেন, সাত সদেস্যর কমিটি অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে মাছের পোনা অবমুক্ত

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্রবলভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৬‘শ ৫২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদে পুকুরে মাছের পোনা অবমুক্তির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, মৌতলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ। এছাড়া উপজেলা বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ও লেভেল পরীক্ষায় উপজেলা চেয়ারম্যান বাবুর কন্যা ইকরা’র সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি : পারশা নাওয়ার ইকরা ও লেভেল পরীক্ষায় সব ক’টি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছে। ঢাকা সাউথ ব্রিজ স্কুল থেকে পরীক্ষা দিয়ে সে এ সাফল্য অর্জন করেছে।
ইকরা রসায়নে ১৫৯(১৮০’র মধ্যে), ছেপদার্থবিদ্যায় ১৫৮(১৮০’র মধ্যে) ইংরেজিতে ৯৪,  অর্থনীতিতে ৯৭ এবং পিওয়র ম্যাথমেটিকসে ৯৭ নম্বর পেয়েছে। সে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও ডা. রেহমুমা জেবীন রাখির একমাত্র কন্যা। ইকরা বড় হয়ে অর্থনীতিতে পিএইচডি করতে চায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাচারের শিকার নারীদের কালিগঞ্জে সেলাই মেশিন প্রদান

কালিগঞ্জ ব্যুরো : পাচরের শিকার হওয়া নারীদের সমাজের মানুষ বাঁকা চোখে দেখলেও তাদের কোন দোষ নেই। এক ধরনের প্রতারক ও দালাল চক্র দেশের বিভিন্ন স্থান এই কাজ করে থাকে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন ধরনের ঘটনা প্রায় সময় ঘটে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন ঘাবড়ানোর কোন কারণ নেই, আপনারা প্রশিক্ষণ শেষে বাড়িতে ফিরে দর্জি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসারের হাল ধরলে সকল সমস্যার সমাধান হবে। এক শ্রেণির নরপশুরা সহজ সরল মা বোনদের প্রলোভন দেখিয়ে বিদেশে মোটা অংকের টাকার চাকরির কথা বলে তাদের কে বিভিন্ন দেশে পাঁচার বা বিক্রি করে। এছাড়া উচ্চবিলাসী অভিবাসনের লোভ দেখিয়ে বিদেশে নিয়ে তাদের উপর বিভিন্ন ধরণের নির্যাতনের খবরও পাই আমরা পত্র পত্রিকার মাধ্যমে। আমরা যদি সচেতন হই তাহলে এ ধরনের কাজ সমাজ থেকে নির্মূল করা সম্ভব। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের হলরুমে পাচারের শিকার মানুষদের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। রূপান্তরের কালিগঞ্জ ম্যানেজার শেখ সাব্বির আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান পান্না, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আওএম) এর প্রতিনিধি শেখ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, (ভারপ্রাপ্ত) যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে পাচারের শিকার সাত জন নারীকে সেলাই মেশিক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলাম মাঈনউদ্দিন হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও আশ্রায়ন প্রকল্প কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও আ: আলিম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষি অফিসার শামিউর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাব রেজিস্ট্রার ও বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় খরিয়াটি শ্মশান ঘাটের ১৯ শতক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শেষে শ্মশানের জন্য ১৯ শতক জমি রেখে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহীতার দলিল ভ্রম সংশোধন করে পুনরায় দলিল সম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদরে সমন্বয় সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অফিসার রাজিবুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ: গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, মহিউদ্দিন গাজী, সুকদেব কুমার সাধু, দিপক কুমার মল্লিক, আবু জাফর, ইকবাল হোসেন, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রোপা আমন ধানের ফসল কর্তন, চলতি আমন মৌসুমে পাতা ও রোপন কাজের অগ্রগতি, ফসলে পোকা মাকড়ের আক্রমণ রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটি স্কুলে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার ৩৪ নং কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও আশাশুনি প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বিদ্যালয় হলরুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ২০১৬-১৭ অর্থ বছরের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে স্কুল ইফেকটিভনেস মডেল (এসইএম) সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্টেক হোল্ডারদের অংশ গ্রহণে সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি একেএম মোতাহারুল হক সজল। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার। মেম্বর আবু হাসান বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাছরুরা খাতুন। এসময় ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব ডা: গাওছুল হক, সাবেক মেম্বর ইয়াকুব আলী বেগ, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খাঁন, সাবেক প্রধান শিক্ষক আ: খালেক, রেজাউল হক, হাফিজউদ্দীন মালী, সমাজসেবক আলহাজ্ব এ কে এম মোজ্জাম্মেল হক, এ কে এম জহুরুল হক, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, এসএমসি সহ-সভাপতি আ: হাকিম বেগ, তুহিনউল্লাহ তুহিন, ইউপি সদস্যা শাশ্বতী রাণী সরকার, এসএমসি সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্কুলকে আরও সুন্দর ও আকষর্ণীয় করে গড়ে তুলতে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest