সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

ষোড়শ সংশোধনী বাতিলের রায় : রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠকে বসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বঙ্গভবনের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য জানা যায়। বৈঠকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আলোচনা হবে বলেও জানা যায়। বঙ্গভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের অসংগতি এবং প্রধান বিচারপতির অসদাচারণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতেই বঙ্গভবন এই বৈঠকের আয়োজন করেছে। রাষ্ট্রপতি কী করবেন, সেটাই এখন দেখার বিষয়।

প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠ রাষ্ট্রপতি যেকোনো সাংবিধানিক পদের ব্যক্তি বা কর্মকর্তাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানাতে পারেন।

এদিকে, গত ৩ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ে সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল এবং অবৈধ ঘোষণা করে। এই রায়ের ফলে, ৭২ এর সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে থাকার যে বিধান বর্তমান সংসদ প্রতিস্থাপন করেছিল, তা বাতিল হয়ে যায়। এর স্থলে সামরিক শাসনামলে করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানকে পুন:স্থাপিত করা হয়। রায়ে কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ববি-রোশানের ‘বেপরোয়া’

এবার জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে জুটিবদ্ধ হলেন ববি ও রোশান। ছবির শিরোনাম ‘বেপরোয়া’।

ছবিটি পরিচালনা করবেন কলকাতার চলচ্চিত্র পরিচালক রাজা চন্দ। তবে এটি যৌথ প্রযোজনার ছবি নয় বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা জাজ। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে জাঁকজমকপূর্ণভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, শুধু পরিচালক ছাড়া এ ছবির গল্প, চিত্রনাট্য, শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান সবাই বাংলাদেশি। বিগ বাজেটের ছবিটি নির্মাণ করা হবে এবং শুধু বাংলাদেশে নয়, ভারত ও বিশ্বের অন্যান্য স্থানে মুক্তি দেওয়া হবে। ঈদের পরই ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ, ভারত ও ইউরোপের কয়েকটি দেশে ছবির দৃশ্যায়ন চলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাজ মাল্টিমিডিয়া অথবা সৃজিত মুখার্জিকে প্রশ্নটি করুন : মিম

এই বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। এটা নিয়ে কী বলব? প্রশ্নটি আপনি জাজ মাল্টিমিডিয়া অথবা পরিচালক সৃজিত মুখার্জিকে করুন।

যৌথ প্রযোজনার ছবি ‘ইয়েতি অভিযান’-এর ট্রেলার প্রকাশ সম্পর্কে জানতে চাইলে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত ‘কাকাবাবু’ সিরিজ থেকে নির্মিত চলচ্চিত্র ‘ইয়েতি অভিযান’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে অভিনয় করছেন প্রসেনজিৎ, ফেরদৌস, যিশু সেনগুপ্ত, মিমসহ এক ঝাঁক দুই বাংলার তারকা।

তবে ছবির ট্রেলারে ছাপ নেই বাংলাদেশি শিল্পীদের। ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলার। যেখানে কিনা একটি বার দেখানো হয়েছে দুই বাংলার জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা ফেরদৌসকে। আর পুরো ট্রেলারে একবারের জন্যও চোখে ধরা পড়েনি আরেক বাংলাদেশি শিল্পী মিমের। তাই ওপরে মিমের কথাগুলো যে এই কারণেই তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে মিম যাই বলুক, পুরো ট্রেলারে বাংলাদেশি অভিনেত্রীকে উপেক্ষা করায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু হয়ে গেছে। অনেকেই বলছেন, মিমরা ওই দেশের ছবি করতে যতই ঢাক-ঢোল পিটিয়ে যান না কেন, যৌথ প্রযোজনার ছবিতে তাদের মূল্যায়ন কেমন সেটা ‘ইয়েতি অভিযান’ ট্রেলার না দেখলে বোঝা যাবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

ডাম্বুলাতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ম্যাচ জিতল ৯ উইকেটে।
ম্যাচের নায়ক শিখর ধাওয়ান। প্রথমে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তুলল শ্রীলঙ্কা। টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকওয়ালা এবং গুনতিলকা। ডিকওয়ালা আউট হন ৬৪ রান করে। গুনতিলকা করেন ৩৫ রান।

মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে। এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শিখর ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৮ রানে। তাকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট অপরাজিত থাকেন ৮২ রান করে। রোহিত শর্মা রান আউট হন ৪ রান করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১৮

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলে একটি সেতুর কাছে বাস উল্টে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। রবিবার পিটারমারিজবার্গ এলাকার বাইরে এ ঘটনা ঘটে।

ইআর টুয়েন্টিফোর নামে একটি জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বাসটি পিটারমারিজবার্গ এলাকার বাইরের একটি সেতুর রেলিংয়ে আঘাত হানে। এরপরই বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা পরে বাসের আরো ১২ যাত্রীকে কাছের হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। কী কারণে রেলিংয়ের সঙ্গে বাসটি ধাক্কা খেয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয় কর্মকর্তারা ছুটে গেছেন। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বন্যা পরিস্থিতি ধামাচাপা দিতেই হামলা: ইমরান

গণজাগরণ মঞ্চের আন্দোলনকে বাধাগ্রস্থ করতে ও জনদুর্ভোগ থেকে মানুষের দৃষ্টি সরিয়ে ব্যাপারটিকে (বন্যা পরিস্থিতি) ধামাচাপা দিতেই সরকার হামলা-মামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, এই হামলার পর কোনো ব্যবস্থা না নেওয়াটা প্রমাণ করে এর পেছনে সরকারের যোগসাজশ ও ইন্ধন রয়েছে।
রবিবার বিকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন ইমরান এইচ সরকার এসব কথা বলেন।

ইমরান আরও বলেন, ঘটনার পর একটি মামলা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়নি। যদিও হামলাকারীদের চিহ্নিত করার উপাদান হিসেবে আক্রমণকারীদের ফেলে যাওয়া একটি সচল মোবাইল ফোন ও ছবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই অব্যাহত এ হামলা-মামলার প্রেক্ষিতে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার সরকার ও প্রশাসনকেই নিতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. অজয় রায়, মানবাধিকারকর্মী খুশী কবির, ডাক্তার নাজিমুদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুম্মন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জিলানী শুভ প্রমুখ।

ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. অজয় রায় বলেন, এ হামলার নিন্দা জানানোর ভাষা নেই। আমি বরং প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সরকারি গুদাম থেকে কিছু খাদ্যদ্রব্য ও বস্ত্রাদি দিয়ে এই হামলাকারীদের দুর্গত এলাকায় পাঠিয়ে দিন। এতে একটি সুবিধা হবে এদের শরীরে জমা মেদ আর গুণ্ডামি করে ঝরাতে হবে না, আর বানভাসি মানুষের দুঃখকষ্ট কিছুটা লাঘব হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুরো চীন টার্গেট করতে পারবে ভারতের মিসাইল!

চীনকে সামনে রেখে নিত্য নতুন অস্ত্রে নিজেদের ভাণ্ডার সাজাচ্ছে ভারত। সেইসঙ্গে পাকিস্তানকে সামনে রেখে নিউক্লিয়ার স্ট্র্যাটেজি তৈরি করছে ভারত।
সম্প্রতি দুই মার্কিন পরমাণু বিশেষজ্ঞ জানিয়েছেন, পাকিস্তানের কথা মাথায় রেখে ভারতের শক্তি বৃদ্ধি এবার কাজে আসবে চীনের ক্ষেত্রেও। ভারতের উন্নত পরমাণু শক্তির প্রশংসা করে তাঁদের লেখায় এ সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন ওই দুই মার্কিন বিশেষজ্ঞ। একটি জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের মিসাইল এতোটাই উন্নতমানের করা হচ্ছে যে, তা দক্ষিণ ভারত থেকে সমগ্র চীনের ওপর টার্গেট করতে পারবে।

ওই দুই মার্কিন বিশেষজ্ঞের মতে, পাকিস্তানের বিষয়ে ভারতের পরমাণুনীতি এবার কাজে আসবে চীনের জন্য। চীনের দিকেই কড়া নজর রয়েছে ভারতের। আগামী দিনে ভারত যে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এমনটাও মনে করেন তাঁরা। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারত আনুমানিক ৬০০ কিলোগ্রাম প্লুটোনিয়াম উৎপন্ন করেছে। যা থেক অন্তত ১৫০-২০০টি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করতে পারে। যদিও পুরো প্লুটোনিয়াম থেকেই অস্ত্র তৈরি করা হয় না। তবু ১২০-১৩০টি ওয়ারহেড তৈরি করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কেয়ামত থেকে কেয়ামতের প্রস্তাব পেয়েছিলেন বিপাশা-তৌকীর

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন নায়ক সালমান ও অভিনেত্রী মৌসুমী। এখন যে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে একটি মাইলফলক হয়ে আছে।

জানা যায়, বিপাশা হায়াত-তৌকীর আহমেদের কাছেও গিয়েছিল এই ছবিতে অভিনয়ের প্রস্তাব। তবে নিজেদের মূলধারার বাণিজ্যিক ছবিতে দেখতে চান না বলেই দুই জন এ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সম্প্রতি একটি চ্যানেলের ঈদ অনুষ্ঠানে এমন চমকপ্রদ তথ্য দিয়েছেন তারকা দম্পতি বিপাশা-তৌকীর। উক্ত অনুষ্ঠানে সফল জুটি বিপাশা-তৌকীর তাদের না বলা অনেক কথা জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest