সর্বশেষ সংবাদ-

আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর হাসপাতালের সাইকেল শেড ও প্রায় সাড়ে ৬’শ আম গাছ কোন প্রকার নিলাম বিজ্ঞপ্তি ছাড়াই কতিপয় কর্মকর্তার যোগসাজশে মাত্র দুই লাখ পনের হাজার টাকায় ইজারা দেয়ার কাজ সম্পন্ন করা উদ্যোগ নেয়া হয়েছে। সদর হাসপাতাল রুগি কল্যাণ সমিতির নামে গত মঙ্গলবার এক বছরের জন্য এ ইজারা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যা নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে উম্মুক্ত নিলাম হলে কমপক্ষে ৫ লাখ টাকা রুগি কল্যাণ সমিতির তহবিলে জমা হতো বলে জানিয়েছেন নিলাম বঞ্চিত ঠিকাদাররা।
উল্লেখ্য, এই ইজারার টাকা গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার সহায়তার জন্য ব্যায় করার নিয়ম রয়েছে। তাই সর্বোচ্চ মূল্যে ইজারা দেয়া হলে অধিক সংখ্যক দরিদ্র রোগীরা এ তহবিল থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেতে পারতেন। কিন্তু গরিবদের বঞ্চিত করে ইজারাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে খোদ এই তহবিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরদ্ধ্।ে
এবিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান ও সদর হাসপাতালে নিয়োজিত সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল নিলাম না হওয়া এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি না দেয়ার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, “আমরা পুরনো ধারাবাহিকতায় আলোচনার ভিত্তিতে একজনকে বাগান ও সাইকেল শেড বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। রোগী কল্যাণ সমিতির এ সংক্রান্ত কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যেহেতু এ বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে তাই বিজ্ঞপ্তি দিয়ে উম্মুক্ত নিলামের আয়োজন করা হবে। বৃহস্পতিবার এ কথা বললেও শনিবার সেটি নিয়ে তারা আবারও তালবাহানা করছেন আবারও অভিযোগ উঠেছে।
জানা গেছে, কোন প্রকার প্রচার ও বিজ্ঞপ্তি ছাড়াই ছাড়াই গোপনে এ কাজটি করতে সহায়তা করেছেন সদর হাসপাতালের বহুলাচোতি দুর্নীতিবাজ কর্মচারী ফার্মাসিস্ট কামরুজ্জামান।এই কামরুজ্জামানের মাধ্যমে তালা উপজেলার জনৈক নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলামকে সাইকেল শেড ও আমবাগান স্বল্প টাকায় ইজারা দিয়ে সেখান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। জনশ্রুতি আছে তিনি নাকি সাতক্ষীরা সদর হাসাপাতালের সবকিছুই নিয়ন্ত্রণ করেন। আর এ কারণে তিনি এখন জিরো হিরো হয়েছেন এবং নামে বেনামে বহু সম্পত্তির মালিকও বনে গেছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্মচারী কামরুজ্জামান অবশ্য বলেন, “আমি রোগী কল্যাণ সমিতির সদস্য নই, তবে সমাজসেবা অফিসারের ডাকে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে সিভিল সার্জন স্যার এ বিষয়ে আমার পরামর্শ চেয়েছিলেন।”
এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জ ডা. তওহীদুর রহমান বলেন, “আসলে বিজ্ঞপ্তি দিয়ে নিলাম করতে হলে অনেক খরচ হবে তাই কমিটির সদস্যরা আলোচনার ভিত্তিতে ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত অল্প টাকার বিষয় নিয়ে সংবাদপদত্রে লেখালেখি না করাই ভালো।”
এ ব্যাপারে ফার্মাসিস্ট কামরুজ্জামান জানান, আমি একজন কর্মচারী মাত্র। আমি এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারিনা। তিনি আরো বলেন, আমি এমনিতেই বিপদের মধ্যে আছি আমাকে নিযে আর টানা হ্যাছড়া করবেননা বলে এই প্রতিবেদককে অনুরোধ জানান। তবে, তিনি জানান, রোগী কল্যাণ সমিতির কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেখানে আমি উপস্থিত ছিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চা দোকানীদের ঝলসে দেয়া সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার!

দুই চা দোকানীকে ঝলসে দেয়া নাটোর এন এস সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে বহিষ্কার করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। ছাত্রলীগের নিজস্ব ওয়েবসাইটেও শুক্রবার (১১ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন রিয়নকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস ও এন এস সরকারী কলেজ শাখা সভাপতি এস এম শাহাদাত রাজীব বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রলীগের ওয়েবসাইটের মাধ্যমে তারা বিষয়টি জেনেছেন।

উল্লেখ্য, গত ১০ই আগস্ট নাটোরের এন এস সরকারী কলেজে শিবিরের বিরুদ্ধে এক মিছিল শেষে কলেজ সংলগ্ন এক চায়ের দোকানে চা না দেয়ায় রিওন ও তার সমর্থকদের সাথে চা দোকানীর ধস্তাধ্বস্তি ও ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে রিওন কেতলির গরম পানি ছুড়ে মারলে চা দোকানী রুস্তম ও তার ভাই মোস্তফার শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ রিওনকে বহিষ্কার করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ন্যাশনাল ডেস্ক : হবিগঞ্জের বাহুবলে একটি মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মাজহারুল হক।
নিহতরা হলেন মুককান্দি গ্রামের সাবু মিয়ার ছেলে লন্ডন প্রবাসী কবির মিয়া আখুঞ্জি (৫৫) ও একই গ্রামের মতিন মিয়া (৫০)। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার জুম্মার নামাজে দু’গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত হয়।
এরই জের ধরে শনিবার সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পরে তারা। এ ঘটনায় আহতদের মধ্যে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মিয়া এবং সিলেটে নেওয়ার পথে মতিন মারা যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে মৌসুমী বায়ু। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে চলমান বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‌’প্রত্যাশার চেয়ে ভালো আছে মুক্তামনি’, হাতে আরও ৬টি অস্ত্রোপচার করা লাগবে

অপ্রতিম রহমান : মুক্তামনির হাতে আরও ছয়টি অস্ত্রোপচার করা লাগবে বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন। শনিবার সকালে অপারেশনের পর পুরো প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি ও বার্ন ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম।

শনিবার সকাল ৯টার দিকে মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। ২০ জন চিকিৎসকের একটি দল অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করে তার হাত থেকে তিন কেজি মাংসপিণ্ড ফেলে দেওয়া হয়েছে। এগুলো পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

ডা. সামন্ত লাল বলেন, ‘অপারেশনের সফল হয়েছে। মুক্তামনি ভালো আছে। তার হাতের ডিজিজ পোরশন (রোগাক্রান্ত অংশ) কেটে ফেলতে আমরা সক্ষম হয়েছি। তবে এক অপারেশনেই এটা শেষ হবে না। আরও অন্তত ছয়টি অপারেশন করা লাগবে। আর জ্ঞান ফিরেছে, কথা বলেছে। এ সাফল্য আমাদের একার না। বার্ন ইউনিটসহ জাতীয় হৃদরোগ ইন্সটিটিউ (এনআইসিভিডি) সমন্বিত সফলতা এটা। তার হাত ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। প্রাথমিক সাফল্য বললেও এটা এখানেই শেষ নয়। ইটস লং ওয়ে টু গো।’

ঝুঁকি ও রক্তক্ষরণের আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঝুঁকিমুক্ত কখনোই বলা যাবে না। ডেফিনেটলি ঝুঁকি কমে এসেছে।

ভয় রয়েছে কিনা-জানতে চাইলে বার্ন ইউনিটের পরিচালক ডা. আবুল কালাম বলেন, ‘ডেফিনেটলি আছে।’

মুক্তামনির আবারও এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তার হাতের বেশিরভাগ অংশটুকু ফেলে দিয়েছি। আপনারাও জানেন ওর শরীরের বেশ কিছু অংশে রোগ ছড়িয়ে পড়ছে। সেগুলো আমরা রিমুভ করবো। আমরা এটুকু বলতে পারি, হাতের রোগাক্রান্ত যেটুকু অংশ ফেলে দিয়েছি সেখানে আর এ রোগ হওয়ার সম্ভাবনা নেই।’

মুক্তামনি কেমন আছে এ প্রশ্নের জবাবে ডা. আবুল কালাম বলেন, ‘আমরা যতটা প্রত্যাশা করেছিলাম মুক্তামনি তার থেকেও ভালো আছে। তবে সে ঝুঁকিমুক্ত না। অন্তত ৫-৬ সপ্তাহ সে আমাদের অবজারভেশননে থাকবে।’

পরবর্তী অস্ত্রোপচার কবে হবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেকজন মানুষের শরীরের মেকানিজম একেক রকম। ওর একটা অপারেশন হয়েছে। শরীরের কিছু ডিঅ্যারেজমেন্ট আছে। ওর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে পরবর্তী অপারেশন কবে করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেনিন বলেন, ‘মুক্তামনির ব্যাপারে প্রধানমন্ত্রী সব সময় খোঁজখবর রেখেছেন। তিনি আজকের বিষয়ও সব কিছু জানেন। আমাদের দিক থেকে যতদিন প্রয়োজন হবে ততদিন সব ধরনের সহায়তা দেওয়া হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ভারতের আগ্রায় অবস্থিত অন্যতম বিশ্ব ঐতিহ্য ও পর্যটনকেন্দ্র তাজমহল মোগল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের সমাধি, নাকি হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা শিবের মন্দির, তা দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়কে পরিষ্কার করতে বলেছে ভারতের ভারতের কেন্দ্রীয় তথ্য কমিশন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের তথ্য কমিশনার শ্রীধর আচার্য জানান, অনেকেই দাবি তুলেছেন, বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই নিদর্শনটি শিবমন্দির হিসেবে মোগল সম্রাজ্যকে উপহার দিয়েছিলেন এক রাজপুত রাজা। এই বিতর্কে ইতি টানার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে বিষটি পরিষ্কার করতে হবে।

এর আগে দেশটির ইতিহাসবিদ পি এন ওয়াক ও আইনজীবী যোগেশ সাক্সেনা তাজমহলকে শিবের মন্দির দাবি করে একটি মামলা করেন বলে জানান তথ্য কমিশনার শ্রীধর।

শ্রীধর আরো বলেন, তাজমহলের উৎপত্তি নিয়ে বিভিন্ন মামলা নানা সময়ে ভারতের সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালতে খারিজ করে দেওয়া হয়। তবে এ সংক্রান্ত কয়েকটি মামলা এখনো আদালতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ রহস্য উদঘাটনের ভার এবার ভারত সরকারকে হাতে নিতে হবে বলে জানান তিনি।

প্রচলিত ইতিহাস অনুযায়ী, আগ্রা শহরে যমুনা নদীর তীরে ১৬৩২ সালে নির্মাণ করা হয় তাজমহল। সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মৃতিস্বরূপ সাদা মার্বেল পাথর দিয়ে সমাধিটি নির্মাণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ সকাল সোয়া ৮টায় তাকে দ্বিতীয় তলার অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যাওয়া হয়। বেলা সোয়া ১১টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে ব্রিফ করা হবে।

হাসপাতালের ওটির বারান্দায় মুক্তামনির বাবা-মা ও আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছেন। তাদের সঙ্গে সেখানে গণমাধ্যমকর্মীরাও আছেন।

গত মঙ্গলবার মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

এক সপ্তাহ আগে গত ৫ আগস্ট সকালে মুক্তামনির বায়োপসি করা হয়। ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও একই প্রতিষ্ঠানের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অস্ত্রোপচারে অংশ নেন।

গত মাসে সাতক্ষীরা থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তামনিকে সরকারি উদ্যোগে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বিরল রোগে আক্রান্ত শিশুটির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী চিকিৎসার খরচ বহনের কথা জানান।

মুক্তামনিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার চিকিৎসকরা টেলি কনফারেন্সের মাধ্যমের তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষা প্রতিবেদন দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে সিঙ্গাপুরের চিকিৎসকরা এ ধরনের জটিল অস্ত্রোপচারে করতে আগ্রহী নন বলে জানান। তখন ঢামেকের চিকিৎসকরাই সাহস করে মুক্তামনির অস্ত্রোপচারে এগিয়ে আসেন।

মুক্তামনি সাতক্ষীরার সদর উপজেলার কামারবায়সা গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে। তার এখন ১২ বছর বয়স। ছয় মাস বয়সে তার ডান হাতে একটি গোটা দেখা দেয় এবং ধীরে ধীরে তা বাড়তে থাকে। একপর্যায়ে সেটি তার হাত থেকে বড় হয়ে যায়। ফলে চলাফেরা করতে সমস্যা দেখা দেয়। গত প্রায় তিন বছর ধরে সে বিছানায় ছিল। গণমাধ্যমে এ খবর আসার পর সবাই মুক্তামনির রোগটির ব্যাপারে জানতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাওনা টাকা না মেটানোয় হাসপাতালে অক্সিজেন বন্ধ করে দিল সরবরাহকারী প্রতিষ্ঠান, এতেই অক্সিজেনের অভাবে নির্মম মৃত্যু হয়েছে ৩০ শিশুর। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের নির্বাচনী কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে। মৃত ওই ৩০টি শিশুই এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে আনন্দবাজার জানিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী হাসপাতালটিতে দু’দিন আগেই ঘুরে গিয়েছিলেন। তখন সবই ঠিক ছিল। গোলমাল শুরু হয় তিনি বেরিয়ে যাবার পরেই।

অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লাখ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা মিটিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও টাকা মেটাচ্ছিল না হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় ওই সংস্থা। তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছে, ওই বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest