সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় প্রতারক তফুরার হাত থেকে রক্ষা পেতে গ্রামবাসীর মানববন্ধনসাতক্ষীরায় ধর্ষনের অভিযোগে রমজান আলী নামের এক ব্যক্তি গ্রেফতারআশাশুনির চেউটিয়া নদী উন্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনপ্রথম আলো বন্ধুসভার ইফতার মাহফিলতালার আলোচিত দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি প্রশান্ত ঘোষ আবারো ভোক্তা অধিদপ্তরের জালেসাতক্ষীরায় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ : ২০ হাজার টাকা জরিমানাসরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ সাতক্ষীরা জজ কোর্টের পেশকারের বিরুদ্ধেদেবহাটায় পানিতে ঝাঁপ দিতে গিয়ে শিশুর মৃত্যুসাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকর ফোরামের পক্ষ থেকে প্রান্তিকে সম্মাননাথানাঘাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদুর গণসংযোগ

পর্তুগালে দাবানলে নিহত ২৪

পর্তুগালের মধ্যাঞ্চলে এক দাবানলে ২৪ জনের প্রাণহানি ও আরো অন্তত ২০ জন আহত হয়েছে। এদের অধিকাংশই গাড়ি দিয়ে পালানোর সময় হতাহত হয়।

স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে লিরিয়া জেলার পেদ্রোগাও গ্র্যান্ডে দাবানলের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে প্রায় ৫শ দমকল কর্মী ও ১৬০টি গাড়ি মোতায়েন করা হয়।

দেশটির উর্ধ্বতন সরকারি কর্মকর্তা জর্জ গোমেজ বলেন, ‘দাবানলে ২৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এদের সকলেই বেসামরিক নাগরিক। এদের মধ্যে তিন জন ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছে।

১৬ জন তাদের গাড়িতে আগুনে পুড়ে মারা গেছে। তারা ফিগুয়েইরো ডোস ভিনহোস থেকে ক্যাস্টানহিরা ডি পেরায় যাওয়ার পথে তারা দাবানলের কবলে পড়েন।’

তিনি আরো বলেন, এই ঘটনায় ১৪ বেসামরিক লোক আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৬ দমকল কর্মী রয়েছে। এছাড়া আরো দু’জন নিখোঁজ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪০, মাদক উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩৬ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন,কলারোয়া থানা ০৪ জন,তালা থানা ০৯ জন, কালিগঞ্জ থানা ০৩ জন,শ্যামনগর থানা ০৬ জন, আশাশুনি থানা ০৩ জন,দেবহাটা থানা ০২ ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগামী নির্বাচন ; মনোনয়ন পাচ্ছেন না আ’লীগের আরও ৫০ এমপি

নানা দুষ্কর্ম আর দলবিচ্ছিন্ন হয়ে বিতর্কিত বর্তমান এমপিদের তালিকা দীর্ঘ হচ্ছে। তাই আরও ৫০ জন আওয়ামী লী‌গের দ‌লিও এম‌পির ম‌নোনয়ন হাত ছাড়া হ‌চ্ছে। তিন মাসে আগে এর তালিকায় ৮০ জন থাকলেও এখন তা বেড়ে অন্তত ১৩০ জনে দাঁড়িয়েছে। দলীয় সর্বোচ্চ নীতিনির্ধারকদের তথ্য, সাংগঠনিক ও প্রশাসনিক স্তরের সর্বশেষ জরিপে ১৩০ সংসদ সদস্যের বিরুদ্ধে অন্তত ১০ ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠেছে। এসব সংসদ সদস্যদের আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ার বিষয়ে দল সিদ্ধান্ত নিয়েছে। আভাস দেয়া হয়েছে এ তালিকা আরো বাড়তে পারে। চূড়ান্ত মনোনয়নের আগ পর্যন্ত তিন মাস পরপর এ জরিপ চলবে।

সূত্র জানিয়েছে, জরিপে যে ১০ ধরনের অভিযোগে ম‌নোনয়ন দি‌চ্ছে না তা হল:

এলাকায় গডফাদারের ভূমিকা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো, নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে সম্পর্ক না রাখা ও এলাকায় খুবই কম যাওয়া, নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে গ্রুপিং করে তৃণমূলে নেতাকর্মীদের বিভক্ত করে রাখা, স্বজনপ্রীতি ও অযোগ্যদের দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া, বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দলে ভিড়ানো, চাকরি দেওয়ার কথা বলে নেতাকর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে চাকরি না দেওয়া ও টাকা ফেরত না দেওয়া, বিরুদ্ধে বললেই হামলা-মামলা দিয়ে হয়রানি বা পঙ্গুত্ববরণ অথবা জীবন নিয়ে নেওয়া, ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং বিদ্যুতের লাইন দেওয়ার নাম করে জনসাধারণের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া। এ ছাড়াও স্থানীয়ভাবে পুলিশকে ব্যবহার করে নিজ দলীয় নেতা-কর্মীদের হয়রানির মত অভিযোগও আছে কোনো কোনো এমপির বিরুদ্ধে। বর্তমান এমপিদের মধ্যে কেউ কেউ হত্যা, সন্ত্রাস ও দুর্নীতির দায়ে জেলে গেছেন। আবার কারো বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কয়দিন আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কক্সবাজারের বিতর্কিত এমপি বদিউর রহমান বদি মনোনয়ন পাবেন না বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন।

জানা যায়,আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক বছর আগে থেকেই প্রার্থী বাছাইয়ে কাজ শুরু করে দিয়েছেন। বর্তমানে মন্ত্রী-এমপিদের কে কি করছেন সে তথ্য ছাড়াও তিনি সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া অব্যাহত রেখেছেন। অনেককে ডেকে এনে সংশোধন হওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরও যারা সংশোধন হননি তারা আর সুযোগ পাবেন না। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কাজে শত ব্যস্ততার মাঝেও নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, কে বাদ পড়বেন এটি যেমন দেখছেন, তেমনি বর্তমান এমপিদের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আগামী নির্বাচনের ফলাফলে কী প্রভাব পড়তে পারে সেই বিষয়টিও তিনি পর্যালোচনা করছেন। সব হিসাব মিলিয়ে ৩শ’ আসনে কারা মনোনয়ন পাবেন তার প্রাথমিক তালিকা করে রেখেছেন। তবে তিন মাস অন্তর জরিপ হালনাগাদ করা হচ্ছে।

জানা গেছে, নেতাকর্মীদের কাছে ভালো ভাবমূর্তি ও জনসাধারণের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, এলাকায় সুপরিচিত, মানুষের কল্যাণে কাজ করেন, সংগঠক হিসেবে দক্ষ, সত্, নিষ্ঠাবান ও শিক্ষিতরাই দলীয় প্রতীক পাবেন। সাংগঠনিক কাজে সংশ্লিষ্ট না থাকলেও দলীয় আদর্শ ধারণ করে অন্যান্য পেশার কাউকে কাউকেও মনোনয়ন দেয়ার সম্ভাবনাও আছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসব যোগ্যতাসম্পন্ন নেতাদের সারাদেশ থেকে বাছাই করছেন। এবার এমন প্রার্থী দেয়া হবে যারা লড়াই করে বিজয় নিশ্চিত করতে পারবেন। আবার ক্ষেত্রবিশেষে বিএনপির প্রার্থীর প্রভাব, গ্রহণযোগ্যতার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন নির্ভর করবে। প্রায় শতাধিক আসনে বিএনপির প্রার্থী কারা হচ্ছে সেটিও পর্যবেক্ষণ করা হচ্ছে। আওয়ামী লীগের এক নেতা জানান, আগামী নির্বাচনে প্রার্থী বাছাইকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। যেসব এমপি তৃণমূল নেতাকর্মী থেকে অনেক বিচ্ছিন্ন, এলাকায় গ্রহণযোগ্যতা নেই, ক্ষমতার দাপট দেখান ও জনসাধারণের সঙ্গে খারাপ আচরণ করেন, প্রশাসনের ওপর ভর করে নিজস্ব আলাদা বলয় সৃষ্টি করেছেন তারা এবার আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না।

বিতর্কিত এমপি এবং সম্ভাব্য এমপি প্রার্থীদের আমলনামা এখন শেখ হাসিনার হাতে :

নাম প্র্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন নেতা জানান, নৌকার প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির প্রার্থী কারা হচ্ছে সেটি দেখা হবে। যারা বিএনপি প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার মত জনপ্রিয় তাদের মনোনয়ন দেওয়া হবে। আর এ লক্ষ্য বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকবেন দলের হাইকমান্ড। ‘জনবিচ্ছিন্ন’, ‘গডফাদার’ ও ‘বিতর্কিত’ এমপি-মন্ত্রীদের কপালে এবার খারাপি আছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী মহল মনে করছেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে অনেক প্রতিযোগিতামূলক। এ কারণে চুলচেরা বিশ্লেষণ করে দলীয় মনোনয়ন দিতে হবে। স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে ভোটের আগেই এক ধাপ এগিয়ে থাকতে চায় সরকারি দল।

মনোনয়ন পাচ্ছেন না যারা:
উল্লিখিত ১০ কারণে মনোনয়ন ঝুঁকিতে থাকা এমপিদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, ঢাকায় ৪ জন, খুলনায় ৩ জন, টাঙ্গাইলে ১ জন, গাইবান্ধায় দু’জন, নীলফামারীতে ১ জন, সাতক্ষীরায় ১ জন, দিনাজপুরে ১ জন, নওগায় ১ জন, রাজশাহীতে ১ জন, পাবনায় ২ জন, মেহেরপুরে ১ জন, কুষ্টিয়ায় ১ জন, যশোরে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন, বাগেরহাটে ১ জন, বরগুনায় ১ জন, পিরোজপুরে ১ জন, পটুয়াখালীতে ১ জন, বরিশালে ১ জন, ঝালকাঠিতে ১ জন, জামালপুরে ১ জন, শেরপুরে ১ জন, ময়মনসিংহে ১ জন, নেত্রকোনায় ১ জন, মানিকগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, ফরিদুপুরে ১ জন, শরীয়তপুরে ১ জন, সুনামগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন, হবিগঞ্জে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২ জন, কুমিল্লায় ২ জন, চাঁদপুরে ২ জন, ফেনীতে ১ জন, নো‌মি‌নেশন পা‌বে না ব‌লে জানাযায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

musa-big20170618002954পাপুয়া নিউগিনির সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করতে গিয়ে আটকা পড়েছেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। গত শনিবার তাদের খাবার শেষ হয়ে গেছে। বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না বলে জানা গেছে।

মুসার বোন নূর আয়েশার বরাত দিয়ে শনিবার রাতে এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে কর্মরত মোহাম্মদ আব্দুল মান্নান।

গত ২৯ মে সোমবার ইন্দোনেশিয়ার বালির উদ্দেশ্যে দেশ ছাড়েন মুসা। বাংলাদেশের কৃষিখাতের অন্যতম প্রতিষ্ঠান নীলসাগর গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুসা ইব্রাহীমের এবারের অভিযানের নাম হচ্ছে ‘নীলসাগর গ্রুপ মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড অভিযান।’

অভিযানে মুসার সঙ্গে রয়েছেন ভারতের এভারেস্টজয়ী পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। মোট তিনজনের পর্বতারোহী দলের নেতা মুসা ইব্রাহীম।

ফেসবুক পোস্টের মাধ্যমে আবদুল মান্নান জানান, ‘ওশেনিয়া (পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া) মহাদেশের সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড জয় করার জন্য বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মূসা ইব্রাহীম। মাউন্ট কার্সটেঞ্জ জয় করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ায় বেস ক্যাম্পে অটকা পড়ে আছেন তিনদিন ধরে। খাবার সংকটে ভুগছে পুরো টিম।’

তিনি আরও লিখেছেন ‘আজ সকালে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করার কথা থাকলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে কী ঘটতে যাচ্ছে তাও জানা নেই তার। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ এম্বাসেডরের সহায়তা চেয়েছেন তিনি। সেখান থেকে তাকে জানানো হয়েছে আগামী সোমবার পাপুয়া নিউগিনির সঙ্গে তারা যোগাযোগ করবেন। ততক্ষণে অনেক দেরি হয়ে যায় কি না সেটিই আমার বড় আশঙ্কা। রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি সহযোগিতা দরকার এই পর্বতারোহীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

যে অভিযানে আটকে আছেন মুসা

ইন্দোনেশিয়ার নাবিরে থেকে পাঁচ থেকে ছয় দিন ট্রেকিং শেষে অভিযাত্রীরা ১৬ হাজার ২৩ ফুট উঁচু মাউন্ট কার্সটেঞ্জ পিরামিড চূড়া জয় করার কথা রয়েছে। গত ৬ জুন ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিজের প্রস্তুতির কথা জানিয়েছিলেন মুসা।

মুসার অ্যাডভেঞ্চার জীবন

মুসা ইব্রাহীম ২০১০ সালে ২৩ মে বিশ্বের সর্বোচ্চ পর্বত (২৯ হাজার ৩৫ ফুট) মাউন্ট এভারেস্ট, ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আফ্রিকার সর্বোচ্চ পর্বত (১৯ হাজার ৩৪১ ফুট) মাউন্ট কিলিমানজারো, ২০১৩ সালের ২৬ জুন ইউরোপের সর্বোচ্চ (১৮ হাজার ৫১০ ফুট) পর্বত মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের ২৩ জুন উত্তর আমেরিকার সর্বোচ্চ (২০ হাজার ৩২০ ফুট) পর্বত মাউন্ট ডেনালি জয় করেন। তবে ২০১২ সালের ফেব্রয়ারিতে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ (২২ হাজার ৮৪১ ফুট) পর্বত মাউন্ট অ্যাকঙ্কাগুয়া অভিযানে আবহাওয়া খারাপ থাকায় ২১ হাজার ফুট উচ্চতা থেকে ফিরতে বাধ্য হয়েছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

London-fireলন্ডনে আগুনের ঘটনায় নিখোঁজ ৫৮ জনের সবাই নিহত বলে ধারণা করছে পুলিশ। ইতিপূর্বে, ১৭ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলো কর্তৃপক্ষ।

আজ লন্ডন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি এক বিবৃতিতে বলেছেন: দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওই রাতে গ্রিনফেল টাওয়ারে থাকা অন্তত ৫৮ জন এখনও নিখোঁজ এবং ধারণা করছি তারা মৃত।

তবে এখনই উদ্ধার কাজ শেষ হচ্ছে না। সম্পূর্ণ উদ্ধার কাজ শেষ হচ্ছে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্টুয়ার্ট। তিনি  বলেন: হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা যত দ্রুত সম্ভব আমাদের প্রিয় মানুষদের সন্ধান করতে চাই।

এদিকে, নিহতের প্রকৃত সংখ্যা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগী অনেকেই।

এর আগে,  গত মঙ্গলবার  ২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় দুই শতাধিক কর্মী আগুন নেভাতে কাজ শুরু করে।

১৯৭৪ সালে গ্রেনফেল টাওয়ার নির্মাণ করে কেনসিংটন অ্যান্ড চেলসি বরোহ্‌ কাউন্সিল। গত বছরই ভবনটির মেরামতের পেছনে ১ কোটি ব্রিটিশ পাউন্ড ব্যয় করা হয়।  ওই আবাসিক এই ভবনে ১২০টি ফ্ল্যাট ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1497715180বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নৌকা ডুবে গেছে। নৌকাকে আপনার লোকজন আর টেনে তুলতে পারবেন না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এ দেশে হবে না। হতে দেওয়া হবে না।’

শনিবার রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।

আওয়ামী লীগ দেশবাসীকে দুঃশাসন উপহার দিয়েছে, মন্তব্য করে খালেদা জিয়া বলেন, এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। জনগণের ভোটের অধিকার আদায়ে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনরা ভরাডুবি ঠেকাতে পারবে না দাবি করে খালেদা জিয়া বলেন, ‘জোর করে আর একতরফা নির্বাচনও করতে পারবে না আওয়ামী লীগ।’

খালেদা জিয়া বলেন, ‘আমি বলব যে একটা নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন সে (শেখ হাসিনা) করতে পারবে। কিন্তু তাঁর অধীনে কোনো নির্বাচন হবে না।’

জনগণের কাছে কোনো দায় নেই, তাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে সরকারের নজর নেই বলে মন্তব্য করেন খালেদা জিয়া। ক্ষমতায় গেলে ‘ভিশন টোয়েন্টি-থার্টি’তে দেওয়া প্রতিশ্রুতির সব বাস্তবায়ন করা হবে বলেও জানান বিএনপির চেয়ারপারসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1497710457ঢাকা শিক্ষা বোর্ডে হাতে-কলমে কাজ শেখানোর কথা বলে নারী সহকর্মীকে নিয়ে রিকশায় চেপে যাওয়ার পথে সেই নারীর গায়ে হাত দেওয়াসহ বিভিন্নভাবে যৌন নির্যাতন করেছেন একটি স্কুলের প্রধান শিক্ষক।
পরিস্থিতির আকস্মিকতায় প্রথমে হতবুদ্ধি হয়ে পড়লেও পরে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা নারী। এই মামলার পরিপ্রেক্ষিতে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া এই শিক্ষকের নাম সরদার হেলাল উদ্দিন। তিনি রাজধানীর খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাইস্কুলের প্রধান শিক্ষক।
সরদার হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলা করা ওই শিক্ষিকা জানান, স্কুলের প্রধান শিক্ষক হওয়ায় ক্ষমতা খাটিয়ে শিক্ষিকা ও ছাত্রীদের অনেক কিছু করতে বাধ্য করেন।
ওই শিক্ষিকা আরো বলেন, “গত মার্চ মাসের ২১ তারিখে স্কুলটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর থেকেই প্রধান শিক্ষকের অশালীন প্রস্তাব পেয়ে আসছিলেন তিনি। যেমন এই শিক্ষিকাকে ফোন করে সরদার হেলাল উদ্দিন বলতেন, ‘এই পোশাক ভালো না, চলো আমি তোমাকে পোশাক কিনে দেব, জুতা কিনে দেব। প্রায় দিনই সন্ধ্যায় সে আমাকে ফোন দিত। ফোন দিয়ে বলত তোমাকে নিয়ে বলধা গার্ডেনে যাব, হাতিরঝিলে যাব, পার্কে যাব। তোমাকে ফোন দিলে তুমি চলে এসো।” প্রধান শিক্ষকের ফোন দেখলেই আতঙ্কে থাকতেন বলেও জানান ওই নারী।
ওই শিক্ষিকা বলেন, স্কুলটিতে যোগদানের সময় তিনি হিজাবসহ বোরকা পরতেন। কিন্তু স্কুলটিতে যোগদানের দিনই সরদার হেলাল উদ্দিন তাঁকে জানান, এই স্কুলে বোরকা পরা যাবে না। তখন তিনি খেয়াল করেন, স্কুলটির অন্য শিক্ষিকারাও বোরকা পরেন না। পরে তিনি বিষয়টি মেনে নেন এবং হিজাব-বোরকা ছাড়াই কাজ শুরু করেন।
স্কুল ছুটি হওয়ার পর ওই প্রধান শিক্ষক তিনজন শিক্ষিকাকে অকারণে বসিয়ে রাখতেন বলেও অভিযোগ করেন ওই নারী। তিনি বলেন, ‘আমাকে কোনো কাজ ছাড়াই বসিয়ে রাখত। বলত, আমি মোটা হয়ে যাচ্ছি, আমাকে দেখতে এমন লাগছে। আমি যতদূর সম্ভব ছুটির পর স্কুল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতাম। তাঁর আচরণ সম্পর্কে স্কুলের দুজন শিক্ষিকাকে অল্প অল্প কিছু বলেছিলাম।’

ওই নারী বলেন, ‘১৩ জুন সকাল ১০টার সময় প্রধান শিক্ষক সরদার হেলাল উদ্দিন আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলেছে তোমার টাকা জমা দেওয়ার বইটা নিয়ে বের হও, তোমাকে নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাব। কাজ শেখানোর জন্য বোর্ডে কীভাবে এসে কাজ করতে হয় তা শিখে যাও। শিক্ষা বোর্ডে যাওয়ার পথে রিকশায় করে শিক্ষা বোর্ডে নিয়ে যায়। ’

তবে ফেরার পথে প্রধান শিক্ষক রিকশার হুড তুলে দেন জানিয়ে ওই শিক্ষিকা বলেন, ‘আমি তাকে বলি স্যার হুড ওঠানোর দরকার নাই, আমি এভাবে বসতে পারছি না। রোদ নেই তবে কেন হুড উঠিয়ে দিচ্ছেন? রিকশায় কিছু দূর যাবার পর সে আমার সাথে…। অনেক বাজেভাবে অশালীন আচরণ করেছে। সে আমার মোবাইলটাও হাতে রাখতে দেয় নাই, আমাকে জোরে চেপে ধরে রেখেছে। এমন সব বাজে বাজে কাজ করছিল যা বলা অসম্ভব। এ সময় আমি লোকলজ্জার ভয়ে কিছুই বলতে পারছিলাম না। রিকশা থেকে নামার পর সে আমাকে বলে শুক্রবার আমাকে ফোন দিলে যেন আমি বের হই, সে আমাকে নিয়ে গাজীপুর যাবে। সেখানে গিয়ে তাঁর সাথে আমাকে সময় কাটাতে হবে। সে বলে ১৭ লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে দিবে আমাকে।’

রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মামলার সিদ্ধান্ত নেন ওই নারী। তিনি বলেন, ‘আমার কাছে স্কুলের অনেক ছাত্রী বলেছে যে তার চরিত্র ভালো না। সব কিছু মিলিয়ে আমি ১৪ জুন মামলা দায়ের করেছি। এ সময় স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ছিল আমার সাথে। পিটি করাতে গিয়ে মেয়েদের গায়ে হাত দেওয়া, পিঠে হাত দেওয়াসহ ক্লাস এর ভেতরেও সে অনেক খারাপ কাজ করেছে। অনেক শিক্ষার্থী এগুলো আমাকে বলেছে এবং অনেক শিক্ষার্থী এসব ঘটনার বিষয়ে থানাতেও অভিযোগ করেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

374798ba30445ff46903ecabb9a688de-59451e5ae6c44ফাইনাল সবসময়ই বিশেষ। তবে এবারের মতো এতটা বিশেষ সম্ভবত আগে হয়নি কখনও। ওয়ানডে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে উত্তেজনাকর ফাইনাল মঞ্চায়িত হয়েছে অনেক, তবে নিঃসন্দেহে বলে দেওয়া যায় ম্যাচ শুরুর আগে এমন উত্তেজনা আগে কখনও ছড়ায়নি। ভারত-পাকিস্তানের ‘সাধারণ’ ম্যাচ যেখানে উত্তেজনার আগুন ছড়ায় ক্রিকেটের অলিগলিতে, সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ফাইনালে উত্তেজনার পারদ কোথায় উঠতে পারে, সেটা বলার খুব বেশি দরকার পড়ে না। ওভালে রোমাঞ্চের রেণু ছড়াতে থাকা এই ফাইনাল বাজিকরদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। মোটা অঙ্কের টাকা ‘বিনিয়োগ’ করছে তারা, ভারতীয় রুপিতে অঙ্কটা ২০০০ কোটি!

ভারত-পাকিস্তান ফাইনালে সবকিছুতেই যেন আগুন! মাঠের লড়াইয়ের আগে লেগে গেছে টাকার যুদ্ধও। বিজ্ঞাপনের কথাই ধরুন না। ভারতে চ্যাম্পিয়নস ট্রফি সম্প্রচার করছে ‘স্টার স্পোর্টস’, ফাইনাল ম্যাচের জন্য তারা বিজ্ঞাপনের দাম বাড়িয়ে দিয়েছে ১০ গুণ! সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর খবর, ফাইনাল ম্যাচের প্রতি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানকে দিতে হবে ১ কোটি রুপি। যেখানে অন্য সময় দিতে হয় ১০ লাখ রুপি। বিজ্ঞাপনের দাম বাড়ালেও চাহিদা কিন্তু আকাশমুখী। ইতিমধ্যে প্রায় সব ‘স্লট’ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ‘স্টার স্পোর্টস’-এর একটি সূত্র।

এ তো গেল বিজ্ঞাপনে টাকার ঝনঝনানি। বাজির ‘বাজারে’ তো আরও আগুন! ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ২০০০ কোটি রুপির বাজি ধরা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। শনিবার পত্রিকাটির খবর, অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন (এআইজিএফ) জানিয়েছে মোটা অঙ্কের এই বাজিতে শিরোপা জেতার লড়াইয়ে ফেভারিট ভারত।

‘বেটফেয়ার’ ওয়েবসাইটের উদ্ধৃতিও ছেপেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। যেখানে জানানো হয়েছে, ‘ভারতের পক্ষে ১০০ রুপির বাজি ধরলে পাওয়া যাবে ১৪৭ রুপি, আর পাকিস্তানের পক্ষে ৩০০ রুপি পাওয়া যাবে প্রতি ১০০ রুপিতে।’ অর্থাৎ বাজিকরদের হিসেবে ভারতের পক্ষে জয়ের পাল্লা ভারি।

রবিবারের ফাইনাল দেখতে মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তা তো হবেই। ১০ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত হারিয়ে দিয়েছিল পাকিস্তানকে। তবে আইসিসির ৫০ ওভারের টুর্নামেন্টে এবারই প্রথম সাক্ষাৎ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে আগেই, অপেক্ষা এখন আসল লড়াইয়ের। ওয়ান ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest