সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধনবেগম জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়াবারসিকের উদ্যোগে পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশনজামায়াত শুধু নিজেদের মানুষকেই চাকরি দেয়, তারা সার্বজনীন হতে শেখেনি: কাজী আলাউদ্দিনদেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ

ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মজেছেন মুস্তাফিজ!

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হচ্ছে টাইগাররা।
এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা।
কিন্তু দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও ক্রিকেট ছেড়ে অন্য খেলায় মন দিচ্ছেন কাটার মাস্টার মোস্তুফিজুর রহমান। আর সেটি হল লুকোচুরি খেলা। যার প্রমাণও তিনি হাজির করেছেন ফেসবুকে। লুকোচুরি খেলার সময়কার তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন এই কাটার মাস্টার।
তবে তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ পুরো ঘটনাটাই মজার জন্য করেছেন মোস্তাফিজ। লুকোচুরি নিয়ে নয় বরং ক্রিকেট নিয়েই ব্যস্ত আছেন মুস্তাফিজ। অনুশীলনের সময় তোলা একটি ছবি শেয়ার করেই মজার একটি শিরোনাম জুড়ে দিয়েছেন তাতে। আর সাথে আরও জুড়ে দিয়েছেন, যদিও আমি এটা পছন্দ করি না।
র‌্যাংকিংয়ে নিজেদের চতুর্থ অবস্থান ধরে রাখতে অজিদের সিরিজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে, টাইগারদের সামনে অষ্টম স্থানে ওঠার হাতছানি!
জয় ছাড়া অন্য কোনো ফলাফলে অস্ট্রেলিয়ার অবনমন নিশ্চিত। সিরিজ ড্র কিংবা বাংলাদেশ ১-০ তে জিতলে নেমে যেতে হবে পাঁচে। স্বাগতিকদের কাছে দুই ম্যাচই হেরে গেলে ষষ্ঠ স্থানের লজ্জা হজম করতে হবে স্মিথ-ওয়ার্নারদের।
আগামী ২৭ আগস্ট মিরপুরে প্রথম টেস্ট ও চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ও শেষ ম্যাচ। এদিকে, চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের সিরিজও র‌্যাংকিংয়ে প্রভাব ফেলবে। এজবাস্টনে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হার মানে ক্যারিবীয়রা। পরের ম্যাচ (২৫ আগস্ট শুরু) হারলেই আটে উঠে যাবে বাংলাদেশ। দু’দলের রেটিং পয়েন্টের পার্থক্য এখন মাত্র ৬। যথাক্রমে ৭৫, ৬৯।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাখাইনে সংঘর্ষ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ৭১

মিয়ানমারের রাখাইনে জঙ্গি হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জন সদস্যসহ ৭১ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে পুলিশের ২০ টির বেশি ফাঁড়িতে হামলা চালিয়েছে দেড় শতাধিক অজ্ঞাত লোক।

মিয়ানমারের সেনাবাহিনী বলছে, জঙ্গিদের অনেকের কাছেই বন্দুক থাকলেও, বেশিরভাগ লোক হামলা চালিয়েছেন বাড়িতে বানানো বিস্ফোরক দিয়ে।

জঙ্গিরা ২৪টি পুলিশ ফাঁড়িতে হামলার চেষ্টা করে। তারা সেনা ঘাঁটিতে ঢুকে পড়ারও চেষ্টা চালায়। এদিকে, চলতি মাসে রাখাইন প্রদেশে সেনা মোতায়েন করার পর থেকেই ওই এলাকা থেকে পালাচ্ছে রোহিঙ্গা মুসলিমরা।

দেশটির সেনাবাহিনী বলছে, কিয়ার গ্যাং টং এবং নাট চাং গ্রামে এখনও সংঘর্ষ চলছে। সেনাবাহিনী এবং পুরিশ সদস্যরা যৌথভাবে বিদ্রোহী বাঙালিদের পিছনে হটিয়ে দেয়ার চেষ্টা করছে।’ রোহিঙ্গা মুসলমানদের বরাবরই বাঙালি বলে দাবি করে থাকে মিয়ানমার।

শান্তিতে নোবেল বিজয়ী দেশটির নেত্রী অং সান সুচি বলেন, ‘নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ১২ জন সদস্য এবং ৫৯ জন জঙ্গি নিহত হয়েছে।’

সেখানকার একজন রোহিঙ্গা মোবাইলে এএফপির প্রতিনিধিকে জানান, ‘এখনও গুলির শব্দ শুনতে পাচ্ছি। মারা যাওয়ার ভয়ে আর বাড়িতে যেতে পারছি না।’

চলতি সপ্তাহে কমপক্ষে তিন হাজার পাঁচশ রোহিঙ্গা বাংলাদেশে পৌঁছেছে। বাংলাদেশ-মিয়ানমারকে বিভক্ত করা নাফ নদীর কাছাকাছি কক্সবাজার এলাকায় ইতোমধ্যেই শরণার্থী ক্যাম্পগুলোতে অতিরিক্ত লোকজনে গাদাগাদি করে থাকছে। সেখানে আরও রোহিঙ্গা এসে আশ্রয় নিচ্ছে; ফলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১০ লাখের বেশি মুসলিম রোহিঙ্গার বসবাস। সরকার ওই অঞ্চলে জাতিগত নিধন চালাচ্ছে এমন অভিযোগে সেখান থেকে পালিয়ে বেড়াচ্ছে আতঙ্কিত রোহিঙ্গারা।

ওই অঞ্চলে সেনাবাহিনী ব্যাপক নিপীড়ন, হত্যা, গণধর্ষণ এবং গ্রামের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ এনেছে রোহিঙ্গারা।

এর আগে গত বছরের অক্টোবরে একই ধরনের হামলায় ১০ পুলিশ সদস্য নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই রাখাইনে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। সেনাবাহিনীর অত্যাচার, নিপীড়ন থেকে বাঁচতে রোহিঙ্গারা প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসছে।

সূত্র : এএফপি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশের ‘মিস ফায়ারে’ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব আহত

পুলিশের শটগান থেকে ‘মিস ফায়ারে’ বের হওয়া রাবার বুলেটে আহত হয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো.সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতে সচিব মহোদয় হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন বেশ দূরে অবস্থান করা পুলিশ সদস্যদের শটগান লোড-আনলোডের সময় অসতর্কতাবশত ‘মিস ফায়ার’ হয়।’
তিনি বলেন, ‘শটগান থেকে বের হওয়া রাবার বুলেটের  ভেতরের বলসদৃশ অংশগুলো সাধারণত ছড়িয়ে যায়। এর চার-পাঁচটি গিয়ে  শাহেদুল খবির চৌধুরীর শরীরে লাগে। তিনি হাত-পা ও পেটে আঘাত পান ।’
সালাউদ্দিন মিয়া বলেন, ‘শুরুতে তিনি নিজেও আহতের  বিষয়টি বুঝতে পারেননি। পরে যখন হালকা ব্যাথা অনুভব করেন, তখন দেখতে পান আঘাতপ্রাপ্ত জায়গা সামান্য ফুলে গেছে। পরে আমরা তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করি। তিনি এখন সুস্থ আছেন ।’ আঘাত সামান্য হলেও পুলিশের ভুলের কারণে যেহেতু হয়েছে, তাই বিষয়টি আমরা খতিয়ে দেখছি বলে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া।

শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

ডিএমপি’র গুলশান জোনের ডিসি এসএম মোস্তাক আহমেদ বলেন, ‘ এ ঘটনায় আমরা প্রাথমিকভাবে দুই পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছি।  তারা হলেন- কন‌স্টেবল ইমরান ও আশরাফুল। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহেদুল খবির চৌধুরী বর্তমানে কেবিনে শঙ্কামুক্ত আছেন। তার চিকিৎসা চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণে অভিযুক্ত ভারতীয় ধর্মগুরুর রায় ঘিরে সহিংসতায় নিহত ৫

বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-এর রায় ঘিরে উত্তাল হয়ে পড়েছে ভারতের উত্তরাঞ্চল। নিজ আশ্রমে দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) একটি আদালত। এরপরই পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে তাণ্ডব শুরু করে তার অনুসারীরা। তারা রাস্তায় যানবাহন ভাঙচুর এবং অন্তত দুটি রেলওয়ে স্টেশনে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের গুলিতে রাম রহিমের পাঁচ অনুসারী নিহত হন। সংঘর্ষ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঞ্জাবের বিভিন্ন এলাকায় টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে রাম রহিমের ক্ষুব্ধ সমর্থকদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনীগুলো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুই রাজ্যের নিরাপত্তা রক্ষায় মাঠে নেমেছে ৫৭ হাজার পুলিশ সদস্য। তাদের সঙ্গে রয়েছে সামরিক ও আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য।

আগামী সোমবার রাম রহিমের সাজা ঘোষণা করবেন উচ্চতর আদালত। এতে তার সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেই হরিয়ানার আদালত এলাকায় পৌঁছেছেন দুই লক্ষাধিক রাম রহিম সমর্থক। এর মধ্যে শুধু আদালতের কাছাকাছি এলাকাতেই জড়ো হয়েছেন তার প্রায় ৪০ হাজার ভক্ত। হাতে মোটা বাঁশের লাঠি বা হকিস্টিক নিয়ে শহরজুড়ে মহড়া দিচ্ছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিবিআই কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর অবশ্য অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন গুরমিত রাম রহিম সিং। এরইমধ্যে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে হরিয়ানার পুলিশ। তবে তাকে সেনা হেফাজতে পাঠানো হবে বলে জানা গেছে।

গুরমিত রাম রহিম সিং-এর ধর্মীয় সম্প্রদায়ের নাম রাখা হয়েছে তার হরিয়ানার আশ্রমের নাম অনুসারে। এ সম্প্রদায়ের নাম ‘ডেরা সাচ্চা সৌদা’। এ সম্প্রদায়ের অনুসারীর সংখ্যা পাঁচ কোটি। প্রশাসনের আশঙ্কা, প্রত্যাশিত রায় না পেলে রাম রহিমের অনুসারীরা দুই রাজ্যে আরও ব্যাপক আকারে তাণ্ডব চালাতে পারে। কারণ ইতোপূর্বে তাদের দাঙ্গা বাধানোর রেকর্ড রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মধ্যে চলাচলকারী দুই শতাধিক ট্রেন চলাচল পরবর্তী তিনদিনের জন্য স্থগিত করা হয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামী ৭২ ঘণ্টা মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। পাঁচকুলা আর চন্ডীগড়ের স্টেডিয়াম ও স্কুলগুলোকে প্রশাসন নিজেদের দখলে নিয়ে অস্থায়ী কারাগার তৈরি করেছে, যাতে প্রচুর সংখ্যায় ওই ‘গুরু’র ভক্তদের গ্রেফতার করতে হলে তাদের রাখার ব্যবস্থা করা যায়।

প্রায় ১৫ বছর আগে রাম রহিমের এক সাবেক নারী অনুসারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ২০০২ সালে করা ওই মামলায় বলা হয়, হরিয়ানার রাম রহিমের নিজ আশ্রমেই তার হাতে ধর্ষণের শিকার হন ওই নারী। গত ১০ বছরে প্রায় ২০০টি শুনানির পর শুক্রবার রায় দেন (সিবিআই)-এর আদালত।

প্রশাসন প্রথমে আদালত সংলগ্ন এলাকায় রাম রহিম ভক্তদের বিপুল সংখ্যায় জমায়েত নিয়ে ব্যবস্থা না নিলেও বৃহস্পতিবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশে রাত থেকে নিরাপত্তার কড়াকড়ি করে। এজন্য চণ্ডীগড়-পাঁচকুলা পৌঁছানোর সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়, তল্লাশি চলতে থাকে সব গাড়িতে। রাতভর পুলিশ কর্মকর্তারা মাইক হাতে রাস্তায় ঘুরে বেড়েয়েছেন জমায়েত হওয়া ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়ে।

অনেক রাতে গুরমিত রাম রহিম সিং-এর একটি ভিডিও বার্তা ইন্টারনেটে প্রকাশ করা হয়, যাতে তিনি শান্তি বজায় রাখার এবং ভক্তদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় বেশিরভাগ ভক্তর কাছেই সেই বার্তা পৌঁছায়নি বলে প্রশাসন মনে করছে।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি-র প্রতি সমর্থন দিয়েছিলেন গুরমিত রাম রহিম সিং। বিজেপির অনেক নেতা-মন্ত্রী-সংসদ সদস্যই ওই ধর্মগুরুর সঙ্গে ঘনিষ্ঠতার কথা সামাজিক মাধ্যমে নানা সময়ে প্রকাশ করেছেন। ভারতের অজস্র গডম্যান বা ধর্মগুরুর মধ্যে রাম রহিম ব্যতিক্রম। তিনি একাধারে ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, গায়ক, সিনেমার নায়ক ও পরিচালক। সেই সব চলচ্চিত্রে নানা রকম স্টান্ট দেখান তিনি। হরিয়ানার সিরসায় তার ডেরা সাচ্চা সৌদা আশ্রমের প্রাঙ্গণে নিয়মিত বসে পপ কনসার্ট। সেখানে গান রাম রহিম সিং নিজেই। তার তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ইউ আর মাই লাভ চার্জার’।

‘এমএসজি: মেসেঞ্জার অব গড সিরিজে’র যে সিনেমাগুলোতে বাবা রাম রহিম নিজেই নায়ক গুরুজির অভিনয় করেছেন, হাজার হাজার গাড়ির কনভয় নিয়ে সেই ছবি দেখতে এসে তার ভক্তরা একাধিকবার দিল্লির কাছে গুরগাঁও অচল করে দিয়েছেন! শিখ, হিন্দু, মুসলিম সব ধর্মের চেতনার মিশেলে তৈরি হয়েছে তার ধর্মীয় সম্প্রদায় ‘ডেরা সাচ্চা সৌদা’।

সূত্র: বিবিসি, এনডিটিভি, রয়টার্স।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতি নিয়ে একটি অশুভ চক্র খেলছে — সভাপতির প্রেস ব্রিফিং

আসাদুজ্জামান : সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতি নিয়ে একটি অশুভ চক্র খেলা খেলছে উল্লেখ করে সংগঠনটির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, শিল্প ও বণিক সমিতিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা আলাপ আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে চাই। আর এর সভাপতিও হবেন এমন একজন ব্যক্তি যিনি রাজনৈতিক নয় বরং চেম্বারের সহায়তায় কাজ করবেন।
শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক অনির্ধারিত প্রেস ব্রিফিংয়ে নাসিম ফারুক খান মিঠু একথা বলেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বারের সাবেক সভাপতি আবদুল মান্নান, মো. গোলাম আাযম, মনিরুল ইসলাম মিনি, সৈয়দ শাহিনুর আলি, মো. মনিরুজ্জামান মুকুল, মহসিন হোসেন প্রমুখ পরিচালকবৃন্দ।
মিঠু খান আরও বলেন, আগামী ডিসেম্বরে সাতক্ষীরা চেম্বারের নির্বাচন। আমরা ভোটাভুটি না করে সমঝোতা সৃষ্টির লক্ষ্যে কর্মকর্তা তাহমিদ শাহেদ চয়ন, আবদুল মান্নান, মনিরুল ইসলাম মিনি ও সৈয়দ শাহিন আলির ওপর সমিতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তাদের সব প্রচেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, কিছু সদস্য বলছেন তাহমিদ শাহেদ চয়নকে সভাপতি করা হলে সমঝোতা হবে, অন্যথায় নয়। তিনি আরও বলেন, এটা কোনো সমঝোতামূলক প্রস্তাবনা হতে পারে না।
নিজে পর পর তিনবার সাতক্ষীরা চেম্বারের সভাপতি ছিলেন উল্লেখ করে মিঠু খান বলেন, চেম্বার পরিচালিত হয় ট্রেড অরগানাইজেশন রুল ও গঠনতন্ত্র অনুযায়ী। সরকার এখানে ১০০ টাকাও দেয় না জানিয়ে তিনি বলেন, সব টাকা আসে সদস্যদের নবায়ন ফিসের মাধ্যমে। তিনি বলেন এখানে দুর্নীতির মাধ্যমে অর্থ লোপাট করার কোনো সুযোগ নেই। সাতক্ষীরা চেম্বারে ১০০০ থেকে ১২০০ সদস্য ও ২০ জন পরিচালক রয়েছেন। আমি প্রতিশ্রুতি দিয়ে বলছি আগামি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী হবো না। বরং একজন জ্যেষ্ঠ পরিচালককে আমরা আলাপ আলোচনার মাধ্যমে সভাপতি বানাতে চাই। তিনি বলেন, তার সময়কালে সাতক্ষীরা বিসিকে ৭১ লাখ টাকা এসেছে। মিঠু খান বলেন, ভোমরা বন্দরের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ শহিদ স ম আলাউদ্দিনের প্রতিটি মৃত্যুবার্ষিকী চেম্বারে পালিত হয়েছে। ভোমরা বন্দর নানাভাবে বৈষম্যের শিকার উল্লেখ করে তিনি বলেন, ভোমরা বন্দরে সব পণ্য আমদানি রফতানির সুযোগ নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশুরার দিনে দুর্গা প্রতিমা বিসর্জন নয় : মমতা

এবার হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী ৩০ সেপ্টেম্বর। এর পরদিন ১ অক্টোবর মুসলিমদের শোকের দিন পবিত্র আশুরা।

এ অবস্থায় আশুরার দিন পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জন না করার নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

দেশের জনপ্রিয় একটি গণমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যায়, বুধবার দুর্গাপূজার আয়োজক, মুসলিম ও অন্য ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন মমতা।

তিনি বলেন, বিজয়া দশমীর দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিমা বিসর্জন চলবে। তবে পরদিন আশুরা উপলক্ষে বিসর্জন বন্ধ থাকবে। এর পরদিন ২ অক্টোবর থেকে প্রতিমা বিসর্জন চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

মুখ্যমন্ত্রী বলেন, আশুরার দিনের শোক পালনের প্রস্তুতি আগের দিন সন্ধ্যা থেকেই শুরু হয়। পরদিন চলে তাজিয়া মিছিলসহ নানা ধর্মীয় কর্মসূচি। এসময় যেকোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেই দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ থাকবে।

এদিকে মমতা ব্যানার্জীর এ সিদ্ধান্তের পরপরই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া আসতে থাকে। কেউ কেউ তাকে সংখ্যালঘু তোষণকারী মুখ্যমন্ত্রীও বলেছেন। বিষয়টি নিয়ে রাজনীতির মাঠও বেশ গরম হয়ে উঠেছে।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান দিলিপ ঘোষাল রূঢ় প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ কি তালেবানি শাসনের দিকে ধাবিত হচ্ছে? স্কুলে স্কুলে স্বরস্বতী পূজা বন্ধ করা হচ্ছে, দুর্গা পূজায় প্রতিমা বিসর্জন বারবার বাধাগ্রস্ত হচ্ছে, বাংলায় উর্ধু-আরবি শব্দের (আব্বা, আম্মা, আসমানি) ব্যবহার বাড়ছে… এসব তো তারই প্রমাণ। এরপর দিদিমনিকে (মমতা ব্যানার্জি) আমাদের উর্দুতে আপা বলতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩৯ মণের ষাঁড় রাজা বাবুও উঠবে কোরবানির হাটে

ঈদুল আজহার কোরবানির হাটে ওঠাতে খুব আদর-যত্নে রাজা বাবুকে বড় করেছেন স্কুলছাত্রী ইতি আক্তার ও তার বাবা-মা। এক বছরেই ষাঁড়টির ওজন বেড়ে হয়েছে প্রায় ৩৯ মণ!

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের বাসিন্দা ইতির বাবা খান্নু মিয়া গত বছর ঢাকার কেরাণীগঞ্জ থেকে ফিজিয়ান জাতের ষাঁড়টি কিনে আনেন। বাড়িতে ঢোকামাত্রই ইতি সেটির নাম দেয় রাজা বাবু।
এখন সেই রাজা বাবুই সাটুরিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুতে পরিণত হয়েছে। ইতিদের পরিবারের জীবন-জীবিকার অবলম্বন ষাঁড়টিকে বিক্রি করে ভালো লাভবান হওয়ার আশা করছেন তার বাবা খান্নু মিয়া।
দশম শ্রেণির শিক্ষার্থী ইতি বাবা-মায়ের পাশাপাশি অবসর সময়ে বেশ যত্ন নেয় রাজা বাবুর। ঈদের বাকি মাত্র আর সপ্তাহ খানেক। এ সময়ের মধ্যেই বিদায় দিতে হবে আদরের ষাঁড়টিকে। তাই বছরের অন্য সময়ের চেয়ে রাজা বাবুকে নিয়ে এখন অনেক বেশি ব্যস্ত ইতি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে সরেজমিনে গেলে ইতি আক্তার জানায়, রাজা বাবু নামে ডাকলেই সাড়া মেলে ওই ষাঁড়টির। ওর প্রতিদিনের খাবারেই ব্যয় হয় হাজার টাকার বেশি। তালিকায় থাকে কুড়া, ভূষির পাশাপাশি মিষ্টি লাউ, দেশি লাউ, সবরি কলা ও বিচি কলা, ছোলা, ভূট্টা, খড় ও কাঁচা ঘাস।
ইতির মা পরিস্কার বিবি জানান, রাজা বাবুর মাথার ওপরে সব সময়ই ঘোরে বিদ্যুৎ চালিত দু’টি ফ্যান। বিদ্যুৎ না থাকলে নিজেরাই হাতপাখা দিয়ে বাতাস করেন। সকালে একবার পরিষ্কার করতে হয়, দুপুরে প্রতিদিন একই সময়ে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে পুরো শরীর মুছে দিতে হয় খুব ভালোভাবে। দিনের বিভিন্ন সময়ে ব্যায়ামও করাতে হয় তাকে।
খান্নু মিয়া জানান, গরু-ষাঁড় লালন-পালন ও দু’টি গাভির দুধ বিক্রি করেই চলে তার সংসার। রাজা বাবু ছাড়াও ছোট ছোট আরও দু’টি ষাঁড় গরুও রয়েছে তাদের।
সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, কোরবানিতে বিক্রি করতে প্রায় ৭ হাজার গরুকে মোটা-তাজা করা হয়েছে। সর্বশেষ পরিমাপ অনুসারে রাজা বাবুর ওজন প্রায় ৩৯ মণ, যা উপজেলার সর্বোচ্চ।
সাটুরিয়া উপজেলায় এমন বড় আকৃতির আর কোনো ষাঁড় নেই বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুর্নীতির দায়ে ‘স্যামসাং প্রধান’র ৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে স্যামসাং গ্রুপের ‘আপাতত-প্রধান’ লি জি ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই দুর্নীতির অভিযোগেই ক্ষমতাচ্যুত হয়েছিল প্রেসিডেন্ট পার্ক জুন-হাইকে।
শুক্রবার (২৫ আগস্ট) বিচারিক আদালত এ রায় দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest