সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় ভ্যান চালকের মৃত্যুকোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যু

মাহফিজুল ইসলাম আককাজ : অসহায় পানিবন্দী মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে সরেজমিন পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার বিকালে পৌর এলাকার বদ্দিপুর কলোনী এলাকায় যান এবং গাড়ি রেখে পায়ে হেটে পানিবন্দি অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তিনি বলেন, কিছু অসাধু ব্যক্তির অপরিকল্পিত ঘের তৈরি ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রতি বছর এই এলাকার মানুষ বর্ষা মৌসুমে পানিবন্দি হয়ে পড়ে মানবেতর জীবন-যাপন করে যা আমাকে খুবই কষ্ট দেয়। এই এলাকার মানুষ এবারো আমাকে বৃহস্পতিবার জানিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মোবাইল ফোনের মাধ্যমে সাকলা স্লুইস গেটের পাটা সরিয়ে পানি নিষ্কাষণের নির্দেশ দিয়েছি। আমার এলাকার জনগণ কষ্ট পেলে আমিও কষ্ট পাই। যারা কিছু পয়সার জন্য সাধারণ মানুষকে এভাবে কষ্ট দেয় তারা কখনও শান্তি পাবেনা। গরিব অসহায়দের ক্ষতি করলে মহান আল্লাহ-তায়ালা তাদের ক্ষমা করবেননা। দীঘ দেড় মাস যাবৎ এই এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঋষি পাড়া এলাকার মানুষ খুবই বেশি পানিবন্দি হয়ে পড়েছে। দীর্ঘদিন পানিবন্দি হয়ে পড়ায় ঐ এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কোথাও হাটু সমান আবার কোথাও বুক সমান পানি। কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সুপেয় খাবার পানি ও পশু খাদ্য জরুরি হয়ে পড়েছে। এসময় মীর মোস্তাক আহমেদ রবি এমপি অসহায় পানিবন্দি মানুষের দুঃখ দেখে ব্যথিত হন এবং তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পানি নিষ্কাষণের ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বলিউডে এ বছর অন্যতম ছবির নাম ‘টয়লেট : এক প্রেম কথা’। স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে যোগ্য সম্মান দিয়ে গিয়ে বিপাকে পড়া এক সাধারণ ব্যক্তির কাহিনী নিয়ে নির্মিত ছবিটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।
ছবির পর্যালোচনা করে ভারতের প্রধানসারির সংবাদমাধ্যমগুলো বেশ ভালো ভালো মন্তব্য করছে।

অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি প্রযোজনা করেছেন তার স্ত্রী টুইঙ্কল খান্না। অভিনেত্রী থেকে লেখিকা বনে যাওয়া টুইঙ্কেলও ছবিটির প্রশংসায় মেতেছেন। জানিয়েছেন, তিনি ‘টয়লেট’ দেখার পর স্বামীকে নিয়ে গর্বিত।

ভারতের স্যানিটেশন অবস্থার বেহাল দশা নিয়ে বিদ্রুপাত্মক এ ছবিটি দেখার পর টুইঙ্কের টুইট, ‘টয়লেট : এক প্রেম কথা’ দেখেছি। অনেক ভালো লেগেছে। জনাব কে (অক্ষয়) নিয়ে গর্বিত। ছবিটি বিনোদনে ভরপুর এবং একই সঙ্গে শিক্ষামূলক।

শ্রী নারায়ন সিং পরিচালিত ‘টয়লেট : এক প্রেম কথা’ ছবিতে অক্ষয়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করছেন ভূমি পেদনেকার। ২০১৫ সালে বলিউডে তার অভিষেক হয় ‘দাম লাগাকে হাইশা’ ছবির মাধ্যমে। দুই বছর পর অক্ষয়ের সঙ্গে ফিরেছেন। জানিয়েছেন, ছবিটির মাধ্যমে বলিউডে ফের অভিষেক হচ্ছে তার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবারাত্রির টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মার্ক স্টোনম্যান ও ম্যাসন ক্রেন।

বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ওপেনার কেটন জেনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজে জেনিংসের ব্যাটিং গড় ছিল মাত্র ১৫.৮৭। দলে ফিরেছেন অলরাউন্ডার ক্রিস ওকস।

আগামী ১৭ আগস্ট এজবাস্টনে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে প্রথম দিবারাত্রির টেস্ট।

প্রথম টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেন, ডেভিড মালান, টবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলি, ক্রিস ওকস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভুল করে আবিষ্কার হয়েছিল যে জিনিসগুলো!

সবসময় সঠিক কাজ করলেই তবে সুনাম পাওয়া যায়। কিন্তু ভুলের জেরেও কেউ কেউ বিখ্যাত হয়ে যেতে পারেন। এমন বহু জিনিস রয়েছে যা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। আবার কিছু জিনিস রয়েছে যা দৈনন্দিন প্রয়োজনে না এলেও এর গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু অবাক হয়ে যাবেন যখন জানবেন সেই অতি পরিচিত জিনিসগুলির আবিষ্কার কীভাবে হয়েছে।

ভুলের মাঝেই তৈরি হয়ে গিয়েছে এমন কিছু জিনিস যা আমাদের কাছে শুধু পরিচিত নয় মানবজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। চোখ বুলিয়েই দেখে নিন ভুলের মাঝে তৈরি হওয়া সেসব জিনিস গুলোঃ

১। আলুর চিপসঃ আবিষ্কার করেছিলেন জর্জ ক্রাম। তিনি সাধারণ আলুভাজা তৈরি করতে গিয়েছিলেন। কিন্তু একদিন এক কাস্টমার প্লেটভর্তি আলুভাজা ফেরত পাঠিয়ে দেন। বলেন, তিনি আরও পাতলা ও ভাজা ভাজা আলু চান। তিন-চারবার এইভাবে ফেরত পাঠানোর পর মেজাজ হারান ক্রাম। ভয়ানক পাতলা করে আলু কেটে তা গরম তেলে একেবারে কুড়কুড়ে করে ভাজেন ক্রাম। এভাবেই সৃষ্টি হয়েছিল আলুর চিপস।

২। মাইক্রোওয়েভ ওভেনঃ পার্সি স্পেনসার নামের এক ইঞ্জিনিয়ার মাইক্রোওয়েভ ওভেন ভুল করে আবিষ্কার করে ফেলেন। একদিন স্পেন্সার রেডার সম্পর্কিত একটি গবেষণা করছিলেন একটি নতুন ভ্যাকুম টিউব দিয়ে। হঠাৎ তিনি দেখেন তার পকেটে রাখা ক্যান্ডি বারটা গলতে শুরু করে। তখনই স্পেনসার বুঝতে পারেন একটি যুগান্তকারী আবিষ্কার ততক্ষণে তিনি করে ফেলেছেন।

৩। ইঙ্ক জেট প্রিন্টারঃ ক্যাননের এক ইঞ্জিনিয়ার ভুল করে গরম ইস্ত্রি নিজের কলম এর উপর রেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পরেই কলমের মুখ থেকে কালি বেরতে শুরু করে। আর এই বিষয়টিকে মাথায় রেখেই আবিষ্কার করা হয় ইঙ্ক জেট প্রিন্টারের।

৪। আতশবাজিঃ রান্নাঘরে আবিষ্কার হয়েছে আতশবাজির ভাবতে পারেন? চিনে একটি রেস্তোরাঁর কিচেনে এক শেফ পরীক্ষানিরিক্ষা করছিলেন। তখন বাঁশের মধ্যে উপকরণ ঢুকিয়ে রান্না করার যুগ ছিল। ওই শেফ কাঠকয়লা, সালফার এবং সল্টপিটার নামে একটি উপকরণ একসঙ্গে মিশিয়ে বাঁশের মধ্যে ঢোকানোর চেষ্টা করেন। ব্যস বিস্ফোরণ।

৫। কর্ন ফ্লেক্সঃ জন এবং উইল, দুই কেলগ ভ্রাতা ভুলবশত কর্ন ফ্লেক্স-এর আবিষ্কার করে ফেলেন। রোগীদের জন্য শস্যদানা সিদ্ধ করার জন্য আঁচে রেখে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখেন শস্যদানাগুলির জরাজীর্ণ অবস্থা। শস্যদানা ফেলে না দিয়ে উইল ভেবেছিলেন বেলন দিয়ে বেলে নিয়ে রুটির মতো বানিয়ে দেবেন। কিন্তু তৈরি হয়ে গেল ফ্লেক্স। তারপর তা টোস্ট করেই রোগীদের খেতে দেওয়া হয়েছিল। এভাবেই তৈরি হয় কর্ন ফ্লেক্স। সূত্রঃ বিজনেস ইনসাইডার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ’র স্ত্রী সামিরাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে সম্প্রতি সালমান হত্যা মামলার অন্যতম আসামী রুবি সামিরাকে অভিযুক্ত করেন।
দাবি করেন, সালমানের হত্যার পেছনে আছে এই সামিরার হাত। আবার নিজের এসব বক্তব্য অসংলগ্ন এবং মানসিক চাপ থেকে বলেছেন বলে পুনরায় ভিডিওবার্তা দিয়েছেন রুবি। এটাও বলেছেন, তিনি যা বলেছেন তা সঠিক নয়। তবে তার বক্তব্য সত্য না মিথ্যা যা-ই হোক না কেন সালমান শাহ’র মৃত্যু নিয়ে নিত্য নতুন ইস্যু তৈরি হচ্ছে।

এরইমাঝে সামিরার সঙ্গে সালমান হত্যা মামলার আরেক আসামী ঢালিউডের খল অভিনেতা ডনের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে সামিরাকে। ‘ডিভোর্স’ শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ- এই শিরোনামে ‘অপরাধ চক্র’ সাময়িকীতে বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন করেন মঞ্জুশ্রী বিশ্বাস। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেয়া হয়। তার মধ্যে ডন-সামিরার ওই ছবিটিও ছিল। যা সম্প্রতি ভাইরাল হয়েছে। কেউ কেউ বলছেন, এ ধরনের ছবি কী ইঙ্গিত দেয় তা এখন স্পষ্ট। সম্পর্ক থাকতে পারে তাই বলে এরকম সম্পর্কের ছবি কখন তোলা হয়-এমন প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ছবিটি ভাইরাল হওয়ার পর সালমান শাহ হত্যা ইস্যু আরও বেগবান হচ্ছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমানের। নায়কের পরিবারের দাবি, তিনি খুন হয়েছেন। আর খুনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত। তবে সামিরা ও তার পরিবারের দাবি সালমান আত্মহত্যা করেছেন। ২১ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড/আত্মহত্যা নিয়ে কোনো কুলকিনারা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

১২ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয় ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহকে। বৃহস্পতিবার দেশের একটি বেসরকারি স্যাটেলাইট নিউজ চ্যানেলে এক প্রতিবেদনে নতুন করে এ তথ্য উঠে এসেছে।
সালমান শাহ হত্যা মামলার আসামি রিজভী ১৯৯৭ সালের জুলাইয়ে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতেই ‘১২ লাখ টাকার’ বিষয়টি জানিয়েছিলেন।

জবানবন্দীতে রিজভী বলেন, সালমানকে হত্যা করতে সামিরার মা লাতিফা হক, ডন, ডেভিড, ফারুক, জাভেদের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি করেন। তাতে উল্লেখ করা হয়, সালমানকে শেষ করতে কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ দেয়া হবে।

রাতে সালমানের বাসায় প্রবেশ করে আসামিরা। জবানবন্দীতে রিজভী বলেন, সালমানকে ঘুমাতে দেখে আসামিরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ফারুক পকেট থেকে ক্লোরোফোমের শিশি বের করে এবং সামিরা তা রুমালে দিয়ে সালমানের নাকে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে মামলার তিন নম্বর আসামি আজিজ মোহাম্মদ এসে সালমানের পা বাঁধে এবং খালি ইনজেকশন পুশ করে। এতে সামিরার মা ও সামিরা সহায়তা করে। পরে ড্রেসিং রুমে থাকা মই নিয়ে এসে, ডনের সাথে আগে থেকেই নিয়ে আসা প্লাস্টিকের দড়ি আজিজ মোহাম্মদ ভাই সিলিং ফ্যানের সাথে ঝুলায়।

সংবাদ চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, জবানবন্দিতে ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও আসামি রিজভি ছাড়াও ছাত্তার ও সাজু নামে আরো দু’জনের নাম উল্লেখ করা হয়। কিন্ত প্রত্যক্ষ আসামির এই জবানবন্দির পরও যাদের নাম পাওয়া যায় তারা সবসময়ই ছিলো ধরাছোঁয়ার বাইরে। হত্যার এক বছর পর সিআইডির রিপোর্টে বলা হয়- এটি আত্মহত্যা। ১২ বছর পর দেয়া জুডিশিয়াল ইনকোয়ারির রিপোর্টে একই কারণ দেখানো হয়। কিন্তু কোন আসামি বা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কোন অস্তিত্ব নেই রিপোর্টগুলোতে। দু’বারই নারাজি দেন সালমানের পরিবার। ২০১৫ সালে র‌্যাবকে এই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হলে আইনী জটিলতায় তাও বন্ধ থাকে। ২০১৬ সালে মামলাটি নিম্ম আদালতে পাঠানো হলে তদন্তভার দেয়া হয় পুলিশ পিবিআইকে। এদিকে সালমানকে হত্যার পরিকল্পনা জানার বিষয়টি যে আগে থেকেই রুবি জানতেন তা বোঝা যায় রিজভির জবানবন্দিতে। হত্যার আগে রুবির বাসায় যান হত্যাকারীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের মূল ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। টার্মিনাল-২ থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।
তবে এ ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ধারনা করা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে অনেক হজ যাত্রীসহ অন্যান্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বের করে দেয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই ফ্লাইট বিলম্ব হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরিচালনা পরিষদের প্রথম সভায় বক্তব্যে এমপি রবি বলেন, প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভালবাসা দিয়ে শিক্ষা দিতে হবে। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক পরিচয় পত্র দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভায় বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মকসুমুল হাকিম, অধ্যক্ষ আল- আমিনুর রশিদ, সৈয়দ নাজমুল হক বকুল, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা ফারজানা নাহিদ নিগার রুনা, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, হামিদা খাতুন, ফারজানা সুলতানা, রাজমিতা মন্ডল, অফিস সহকারী মো. কামরুজ্জামান ও এম.এল.এস.এস ইশারাত আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest