সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালনসাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়াফেসবুক পোস্ট মুছে ফেলাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সংঘর্ষতালায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর তরুণীকে হত্যার অভিযোগক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমানোর দাবিতে শ্যামনগরে মানববন্ধনবেগম জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়াবারসিকের উদ্যোগে পরিবেশ সাংবাদিক ফোরামের ওরিয়েন্টেশনজামায়াত শুধু নিজেদের মানুষকেই চাকরি দেয়, তারা সার্বজনীন হতে শেখেনি: কাজী আলাউদ্দিনদেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আহাদ আলীর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ

পাচারের শিকার নারীদের কালিগঞ্জে সেলাই মেশিন প্রদান

কালিগঞ্জ ব্যুরো : পাচরের শিকার হওয়া নারীদের সমাজের মানুষ বাঁকা চোখে দেখলেও তাদের কোন দোষ নেই। এক ধরনের প্রতারক ও দালাল চক্র দেশের বিভিন্ন স্থান এই কাজ করে থাকে। বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন ধরনের ঘটনা প্রায় সময় ঘটে। প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উদ্দেশ্যে তিনি বলেন ঘাবড়ানোর কোন কারণ নেই, আপনারা প্রশিক্ষণ শেষে বাড়িতে ফিরে দর্জি কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসারের হাল ধরলে সকল সমস্যার সমাধান হবে। এক শ্রেণির নরপশুরা সহজ সরল মা বোনদের প্রলোভন দেখিয়ে বিদেশে মোটা অংকের টাকার চাকরির কথা বলে তাদের কে বিভিন্ন দেশে পাঁচার বা বিক্রি করে। এছাড়া উচ্চবিলাসী অভিবাসনের লোভ দেখিয়ে বিদেশে নিয়ে তাদের উপর বিভিন্ন ধরণের নির্যাতনের খবরও পাই আমরা পত্র পত্রিকার মাধ্যমে। আমরা যদি সচেতন হই তাহলে এ ধরনের কাজ সমাজ থেকে নির্মূল করা সম্ভব। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেসক্লাবের হলরুমে পাচারের শিকার মানুষদের সমন্বিত স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। রূপান্তরের কালিগঞ্জ ম্যানেজার শেখ সাব্বির আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপান্তরের পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান পান্না, আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আওএম) এর প্রতিনিধি শেখ জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, (ভারপ্রাপ্ত) যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
১৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে পাচারের শিকার সাত জন নারীকে সেলাই মেশিক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গেলাম মাঈনউদ্দিন হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও আশ্রায়ন প্রকল্প কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার ও আ: আলিম মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষি অফিসার শামিউর রহমান পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পিআইও সেলিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সাব রেজিস্ট্রার ও বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় খরিয়াটি শ্মশান ঘাটের ১৯ শতক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শেষে শ্মশানের জন্য ১৯ শতক জমি রেখে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহীতার দলিল ভ্রম সংশোধন করে পুনরায় দলিল সম্পাদন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে কৃষি কর্মকর্তাদরে সমন্বয় সভা

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমানের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অফিসার রাজিবুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আ: গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, মহিউদ্দিন গাজী, সুকদেব কুমার সাধু, দিপক কুমার মল্লিক, আবু জাফর, ইকবাল হোসেন, রামকৃষ্ণ দেবনাথ, আকিকুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রোপা আমন ধানের ফসল কর্তন, চলতি আমন মৌসুমে পাতা ও রোপন কাজের অগ্রগতি, ফসলে পোকা মাকড়ের আক্রমণ রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাদাকাটি স্কুলে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলার ৩৪ নং কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ও আশাশুনি প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বিদ্যালয় হলরুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ২০১৬-১৭ অর্থ বছরের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের অর্থায়নে স্কুল ইফেকটিভনেস মডেল (এসইএম) সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্টেক হোল্ডারদের অংশ গ্রহণে সভায় সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি একেএম মোতাহারুল হক সজল। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুন্নাহার। মেম্বর আবু হাসান বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাছরুরা খাতুন। এসময় ওয়ার্ড আ’লীগ সভাপতি আলহাজ্ব ডা: গাওছুল হক, সাবেক মেম্বর ইয়াকুব আলী বেগ, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান খাঁন, সাবেক প্রধান শিক্ষক আ: খালেক, রেজাউল হক, হাফিজউদ্দীন মালী, সমাজসেবক আলহাজ্ব এ কে এম মোজ্জাম্মেল হক, এ কে এম জহুরুল হক, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, এসএমসি সহ-সভাপতি আ: হাকিম বেগ, তুহিনউল্লাহ তুহিন, ইউপি সদস্যা শাশ্বতী রাণী সরকার, এসএমসি সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্কুলকে আরও সুন্দর ও আকষর্ণীয় করে গড়ে তুলতে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সকল ষড়যন্ত্র ফাঁস করবো: প্রধান বিচারপতি

রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা ও জেল হত্যা মামলার অনেক কিছুই তদন্তে উঠে আসেনি, তাই একদিন আমি লিখে সবকিছু প্রকাশ করে যাবো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘জুডিসিয়াল ইন্টারপ্রিটেশন গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, শোকের মাস চলছে। বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করতে গিয়ে ব্যথিত হয়েছি। বাচ্চা ছেলে রাসেলকেও (শেখ রাসেল) পর্যন্ত হত্যা করা হয়েছে। এটা পশুর থেকেও …

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তে ও প্রসিকিউশনে অনেক ত্রুটি ছিলো। বিচারপতি হওয়ায় তা বলতে পারিনি। এ নিয়ে আমি ভবিষ্যতে কিছু লেখার চেষ্টা করছি। জেল হত্যা মামলা ও বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে লিখবো। মামলা দুটিতে অপরাধমূলক ষড়যন্ত্র ছিলো। ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রে যারা ছিলো তারা সবাই দায়ী। এরা ওই রাত্রে ষড়যন্ত্র করেছে, মার্চ করেছে। আমি লিখে যাবো। দেখিয়ে যাবো কারা কারা ছিলো (ষড়যন্ত্রকারী)। সেনাবাহিনীতে অনেকেই সুযোগ নিয়ে চলে গিয়েছে (দেশের বাইরে)। ওসব লিখে যাবো।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার উদ্দেশ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আপনাদের কাছে আমার আবেদন, আমাকে মিস কোট (ভুলভাবে উদ্ধৃত বা ব্যাখ্যা) করবেন না। এতে আমাকে বিব্রত হতে হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরো বলেন, আমাকে মিডিয়ায় মিস কোট করা হলে আমার পক্ষে সংবাদ সম্মেলন করা সম্ভব হয়না। আমি কোর্টে মামলা চলাকালে আইনজীবীদের অনেক কথাই বলতে পারি। কিন্তু সংবাদ মাধ্যমে বলতে পারিনা। এ বিষয়ে আপনারা খেয়াল রাখবেন।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার গরীব-অসহায় আইন প্রত্যাশীদের কাছে আইনের ন্যায্য সুবিধা পৌঁছে দেবেন।

বিচারপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জীবনে অনেকেই অনেক ধরণের রাজনীতি করেছেন। কিন্তু বিচারপতি হবার পর আপনারা অতীত ভুলে যাবেন। সঠিক বিচারের চেষ্টা করবেন।

উক্ত অনুষ্ঠানে ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সহ অসংখ্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পলিটেনিকে মেধাবী শিক্ষার্থীদের খাতা-কলম দিল ছাত্রলীগ

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পলিটেনিক ছাত্রলীগের পক্ষ থেকে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ খাতা কলম বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। প্রধানবক্তা ছিলেন, অধ্যক্ষ প্রকৌশলী জি এম আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক ইনচার্জ ড. এম এম নজমুল হক, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন, লাবসা ইউনিয়ন সভাপতি শেখ রিজভী আহমেদ, সিটি কলেজ ছাত্রনেতা মো. মইদুল হোসেন, পলিটেকনিক ছাত্রলীগের সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি মো. আরিফ হোসেন, সহ-সভাপতি মো. আরাফাত হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক নয়ন সাকলাইন, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ারিস হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালিতে শিউলি শিশু কেন্দ্রের উদ্বোধন

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার কুশখালিতে শিউলি শিশু কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলবাজার মোড়ে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। কুশখালি ইউপি চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কেন্দ্রের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশু সুরক্ষা ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে অগ্রনী ভুমিকা রাখতে হবে। বর্তমানে সদর উপজেলা পরিষদ শিশুদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। ক্রিকেটার মুস্তাফিজ, সৌম্য সরকার, ফুটবলার সাবিনা আজ সাতক্ষীরা তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বর্তমান সময়ের আলোচিত শিশু মুক্তামনির চিকিৎসার জন্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ও প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের অবদানের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বঙ্গবন্ধু’র আত্মত্যাগের কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। এসময় বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক মো. ইমামুল হক, ইউপি সদস্য মো. ফারুক হোসেন রিপন, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ডা. আনছার আলী, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, জিসিসি প্রকল্পের মনিটরিং অফিসার রাকিব হোসাইন, কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিপঙ্কর মল্লিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দরিদ্র চাষীদের মাঝে সার বিতরণ

তালা প্রতিনিধি : তালা উপজেলার ইসলামকাটী ইউনিয়নের দরিদ্র ৪৩জন কৃষককে চলতি আমন মৌসুমে ধান চাষে লাভবান করার লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় উক্ত সার প্রদান করা হয়।
দাতা সংস্থা সিইআই’র অর্থায়নে এবং এল’ আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে সার প্রদান উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার বিতরন উদ্বোধন করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. সামছুল আলম, ইসলামকাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান। এসময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব শাহানারা বেগম, ইউপি সদস্য সঞ্জয় কুমার দে, মো. এজাহার আলী, রফিকুল ইসলাম, আব্দুল হাকীম, সোহরাব হোসেন, রবিউল ইসলাম, আল আমীন, আশুরা করিম, ইসলামকাটী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহাকারী কৃষি অফিসার মো. মোমিনুর ইসলাম, কমলেশ কুমার ও দলিতের সংশ্লিষ্ট প্রকল্প’র কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের আমন ধান চাষী ৪৩ জন দরিদ্র কৃষকের মাঝে ৯২৭ কেজি ইউরিয়া, ৬০৯ কেজি টিএসপি, ৪০৯ কেজি এমওপি, ৪১ কেজি দস্তা ও ২০৬ কেজি জীপসাম বিতরন করা হয়। উল্লেখ্য, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে এবং আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে দলিত’র “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপকারভোগী নির্দিষ্ট দরিদ্র ও হতদরিদ্র চাষীদের মাঝে ইতোপূর্বে মাছের পোনা এবং খাদ্য বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest