সর্বশেষ সংবাদ-
চতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভা

পাকিস্তানের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর যাদের উপর হামলার জেরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়েছিল সেই শ্রীলঙ্কার হাত ধরেই ক্রিকেট ফিরছে দেশটিতে।

প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকেই পাকিস্তান সফর থেকে বিশ্বের শীর্ষ দলগুলো বিরত থাকে। তবে নিজ দলের উপর এমন মারাত্মক হামলার আট বছর পর সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডই (এসএলসি) দলের পাকিস্তান সফরের অনুমোদন দিয়েছে।

এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ২০০৯ সালের হামলায় আট ব্যক্তি নিহত হলেও বর্তমান নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নের পর লাহোরে ‘অন্তত একটি’ সহ তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দলকে অনুমতি দেয়া হয়েছে।

কোন দলকে বিদেশে পাঠাতে হলে যে কোন সফরের আগে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। লাহোর স্টেডিয়ামে যাওয়া পথে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে বন্দুকধারীদের হামলায় তাৎক্ষনিকভাবে অন্তত সাত ব্যক্তি নিহত হলে ২০০৯ সাল থেকে শীর্ষ ক্রিকেট দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত থাকে।

সুমাথিপালার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়,‘ ইতোপুর্বে আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা পাকিস্তান সফর করে একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছে এবং পুরো দেশের সার্বিক অবস্থা বিশেষ করে লাহোরের অবস্থা বেশ ইতিবাচক মনে হচ্ছে। ’

তিনি আরো বলেন,‘আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে আমাদের তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ রয়েছে এবং যার মধ্যে অন্তত একটি আমরা লাহোরে খেলতে চাই। ’

২০০৯ সালে লাহোর হামলার পর থেকে কেবলমাত্র দুর্বল জিম্বাবুযে দল ২০১৫ সালে লাহোরে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছে। আন্তর্জাতিক ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিজেদের ‘হোম’ বানাতে বাধ্য হয়েছে পাকিস্তান।

তবে গত মার্চে ব্যাপক নিরাত্তার মধ্যে পাকিস্তান সুপার লীগের(পিএসএল) ফাইনাল নিজ মাটিতে সফলভাবে আয়োজন করে আশাবাদী হয়ে ওঠে পাকিস্তান। গত সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) সভায় পাকিস্তানে নির্বাসন তুলে নিতে এবং সেখানে খেলার জন্য দেশগুলোর প্রতি আহবান জানান সুমাথিপালা।

এক সময় তামিল সমস্যার কারণে শ্রীলঙ্কাকেও দলগুলো বর্জন করত বলেও উল্লেখ করেন এসএলসি প্রধান। তবে সে সময় পাকিস্তান ও ভারতের লংকানদের পাশে দাঁড়ানোর কথাও স্মরণ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা আছে ৬,৮০০টি, উত্তর কোরিয়ার ১০টি!

এই মুহূর্তে গোটা বিশ্বে পরমাণু অস্ত্র রয়েছে মোট ১৫ হাজারটি। তার ৯০ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।
আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কোন দেশের কাছে কি পরিমাণ পরমানু বোমা মওজুদ আছে-

১। সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার হাতে। ৭ হাজারটি।

২। আমেরিকার হাতে রয়েছে ৬ হাজার ৮০০টি পরমাণু অস্ত্র।

৩। ভারত ও পাকিস্তানের ভাণ্ডারে রয়েছে যথাক্রমে ১৩০ ও ১৪০টি পরমাণু অস্ত্র।

৪। ফ্রান্সের হাতে রয়েছে ৩০০টি আর চিনের ভাণ্ডারে রয়েছে ২৭০টি পরমাণু অস্ত্র।

৫। যে দেশটি এখন প্রায় প্রতি মুহূর্তেই পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে, সেই উত্তর কোরিয়ার হাতে রয়েছে ১০টি পরমাণু অস্ত্র।

তবে সবচেয়ে বড় যে পরমাণু বোমাটি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে, তা ফেলা হলে, প্রথম ২৪ ঘণ্টায় কম করে ১৪ লক্ষ মানুষ প্রাণ হারাবেন। তার জেরে তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে যে ১৩ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা জুড়ে, তাতে গুরুতর জখম হবেন আরও ৩৭ লক্ষ মানুষ।

অপরদিকে রাশিয়ার হাতে থাকা ‘জার বোম্বা’ ফেলা হলে প্রাণ হারাবেন অন্তত ৭৬ লক্ষ মানুষ। তার তাপ বিকিরণ ছড়িয়ে পড়বে প্রায় ৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

স্প্যানিশ সুপার কাপ ফুটবলের প্রথম লেগে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ার সময় রেফারিকে ধাক্কা দেয়ার জন্য ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদোর ধাক্কা দেয়ার বিষয়টি নিয়ে ম্যাচের রেফারি রিকার্ডো ডি দে বার্গস বেনগোয়েক্সিয়ার দেয়া রিপোর্টের ভিত্তিতে ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শেষে এ সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয় যে, দুটো হলুদ কার্ড থাকায় ১ ম্যাচ ও রেফারিকে ধাক্কা দেয়ায় ৪ ম্যাচসহ মোট ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ৯৬ ধারা অনুযায়ী বলা আছে, ‘খেলা চলাকালীন বা খেলা শেষ হবার পর কোন খেলোয়াড় রেফারির প্রতি সামান্য উগ্র আচরণ করলে সেটি অপরাধ হিসেবে গন্য হবে। এছাড়া ম্যাচ পরিচালনাকারী রেফারিদের শরীর স্পর্শ বা ধাক্কা দিলেই শাস্তি পেতে হবে খেলোয়াড়দের। যেই শাস্তি সর্বনিম্ন ৪ ম্যাচ ও সর্বোচ্চ ১২ ম্যাচও হতে পারে।

গতরাতে বার্সেলোনার বিপক্ষে সুপার কাপের ম্যাচের ৮২ মিনিটে বল পেয়ে বার্সেলোনার সীমানায় ঢুকে পড়েন রোনালদো। এসময় বার্সেলোনার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান রোনালদো। মাটি পড়ে গিয়ে পেনাল্টির জন্য আবেদন করেন রোনালদো। কিন্তু রেফারির চোখে সেটি ছিলো ‘ইচ্ছাকৃত ডাইভ’। তাই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনালদো। প্রথমটি দেখেছিলেন গোলের পর জার্সি খোলার অপরাধে। তাই দুই হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদো।

অবশ্য কার্ড পর্যন্ত বিষয়টি সীমাবদ্ধ থাকলে, সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে নিষিদ্ধ থাকতেন রোনালদো। কিন্তু মাঠ ছাড়ার আগে রেফারির গায়ে ধাক্কা দিয়ে ৪ থেকে ১২ ম্যাচ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন তিনি। যদি ডিসিপ্লিনারি কমিটির সিদ্বান্তে ৪ ম্যাচ নিষিদ্ধ হন রোনালদো, তবে তা শুধু সুপার কাপের জন্য প্রযোজ্য হবে। আর যদি ৫-এর বেশি ম্যাচ নিষিদ্ধ হন, তবে স্প্যানিশ লিগে তা প্রযোজ্য হবে। আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে সুপার কাপের দ্বিতীয় লেগ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নতুন গানের অ্যালবাম প্রকাশ করলেন প্রিয়াঙ্কা (ভিডিও)

কয়েক দিন আগেই নিজের জন্মদিন কাটাতে ভারতের মুম্বাইয়ে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে ক’টা দিন ছুটি কাটিয়েই ফিরে গেছেন মার্কিন মুলুকে।
এক দিকে চলছে আগামী হলিউড ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’-এর কাজ। অন্য দিকে, চলছিল গায়িকা প্রিয়াঙ্কার অ্যালবাম রিলিজের শেষ মুহূর্তের প্রস্তুতি।

নিজের নতুন সিঙ্গেল অ্যালবাম ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ মুক্তির কথা জানিয়ে টুইট করলেন বলিউড ডিভা প্রিয়ঙ্কা চোপড়া। অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস-এর সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যালবাম প্রকাশ করলেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে গায়িকা প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনের এক অচেনা সময়ে এই গান লিখেছিলেন তিনি। তার বিশ্বাস, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন। মনের দিক থেকে ‘ইয়ং’ এবং ‘ফ্রি’ থাকলেই লড়াই করা সম্ভব। তাই তার এই নতুন অ্যালবামের গান নতুন প্রজন্মকে উৎসর্গ করছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর কত বয়স হলে ভাতার কার্ড পাবে করুনা দাসী?

কলারোয়া ডেস্ক : আর কত বয়স হলে বিধবা ভাতার কার্ড পাবে করুনা দাসী? সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড হলো গয়ড়া গ্রাম। ওই গ্রামের জেলে পাড়ার (স্থানীয় ভাষায়- পাড়ুই পাড়া) বাসিন্দা করুনা দাসী। বয়স ছুয়েছে প্রায় ৮০’র কোটায়। তার স্বামী ধীরেন দলপতি মারা গেছেন ২০ বছরের মতো।
করুনা দাসীর ৪৫বছর বয়সী ছেলে নিলকি দলপতি মাছ ধরার জাল টানার কাজে কামলা (জন) হিসেবে কাজ করেন। যখন কাজ থাকে না তখন পাশের একটি রাইসমিলেও কাজ করেন। জোটে যতসামান্য উপার্জন। মা করুনা দাসী ও স্ত্রী-সন্তানদের নিয়ে কোনরকম ‘দিন আনা দিন খাওয়া’ সংসার চলে পুত্র নিলকি দলপতির।
সংসারে একটু সাহায্য করতে করুনা দাসী বৃদ্ধ বয়সেও অন্যের দোকানে কাজ করেন অল্প কিছু টাকা আয়ের আশায়। গয়ড়া বাজারের কয়েকটি চায়ের দোকানে ঝাড়ু দিয়ে, কাপ কেটলি মেজে, পানি এনে দিয়ে, পরিষ্কার করাসহ কিছু হাতের কাজ করে দিয়ে সামান্য টাকা উপার্জন করেন তিনি। জীবিকা অর্জনে এটাই তার একমাত্র ভরসা।
অনেক চেষ্টা করেও কোন ভাতার কার্ড পাননি করুনা দাসী। বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্য যেকোন ভাতার কোন কার্ড-ই জোটেনি তার কপালে। চেষ্টা যে করেননি তা নয়, বরং বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।
কার্ড না পাওয়ার বিষয়ে করুনা দাসী বলেন- মেম্বর-চেয়ারম্যানের কাছে বহুবার গেলেও আমার নাম সিরিয়ালে আছে শুনেছি। কিন্তু কার্ড হয়নি। …দিলে হয়তো পেতাম, কিন্তু দেবো কী করে? আমার তো সেই রোজগার নেই। তিনি আক্ষেপ করে বলেন- ‘আর কত বয়স হলে ভাতার কার্ড পাবো?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

দেবহাটা ব্যুরো : “সাধুগনের পরিত্রাণ দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকৃঞ্চের এই বানীকে সামনে রেখে দেবহাটায় মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবিভাব তিথি শুভ জন্মষ্টমী উদযাপন হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেবহাটা পাটবাড়ী শ্রী শ্রী গোকুলানন্দ আশ্রম ও কোঁড়া দাশপাড়া সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎযাপিত হয়। শ্রী কৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মষ্টমী হওয়ায় এটি হিন্দু ধর্মমাবলম্বীদের অন্যতম প্রচীন ধর্মীয় উৎসব। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে। উক্ত শোভাযাত্রাটি দেবহাটা পাট বাড়ি হতে দেবহাটা কলেজ মোড় প্রদক্ষিণ করে মঙ্গল প্রদীপ প্রজ্জালন, আরতি কীর্ত্তন, ভজন কীর্ত্তন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন,দেবহাটা পাট বাড়ি মন্দির কমিটির সভাপতি ডাঃ বাবু দেবপ্রসাদ মন্ডল, সহ-সভাপতি ডাঃ সরজিৎ পাল, সাধারণ সম্পাদক প্রভাষক বাবু স্বপন মন্ডল, কোষাধাক্ষ লক্ষীকান্ত দত্ত, প্রচার সম্পাদক কর্ণদেব মন্ডল, সেবাহীত স্বপন গোস্বামী ও রতন গোস্বামী, কীত্তন দল ম্যানেজার কার্তিক দাস, সঞ্জয় গোস্বামী, গোপাল গোস্বামী, মোহন, বিশ্বনাথ দাস, নারায়ণ কৃষ্ণ দাস, দেবহাটা থানার উপরিদর্শক উজ্ঝল দত্ত, হাবিবুর রহমান, এসআই মাজরিহা হোসাইন, এসআই আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভিক্ষুকদের গবাদি পশু প্রদান

দেবহাটা ব্যুরো : ভিক্ষুকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে, ভিক্ষুক মুক্ত করণ কর্মসূচির আওয়তায় ভিক্ষুক মুক্ত করণ তহবিল থেকে দেবহাটায় ভিক্ষুকদের মাঝে গবাদী পশু বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু-বকর গাজী। অনুষ্ঠানে বিনা মূল্যে ৪জন ভিক্ষুককে ১টি করে গরু এবং ১৩জন ভিক্ষুককে ১টি করে ছাগল প্রদান করেন। উল্লেখ্য ইতিপূর্বে অনান্য ভিক্ষুকদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গাছ আমাদের আজীবন প্রাণবন্ধু- এমপি রবি

নিজস্ব প্রতিবেদক : ‘বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে’ ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন এবং বন ও কৃষি বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘গাছ আমাদের আজীবন প্রাণবন্ধু। আমাদের অস্তিত্ব, সুস্বাস্থ্য, আরাম-আয়েশ, আনন্দ-বিনোদন কোনো কিছুই এই বন্ধুর অভাবে সম্ভব নয়। শুধু মানুষ নয় সমগ্র প্রাণিজগতের অস্তিত্ব উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল। আমরা দমে দমে বায়ু থেকে যে অক্সিজেন গ্রহণ করি তা কিন্তু উদ্ভিদের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। গাছপালাই আমাদের বস্ত্র এবং আসবাবপত্রের উল্লেখযোগ্য যোগানদার। সৎ বন্ধুর সংস্পর্শে সৎ গুণে গুণান্বিত হওয়া যায়। অহংকারহীন উত্তরদাতা ফলবতী বৃক্ষ মাথা নিচু করে অকৃপণে ফলদান করে। এ থেকে আমাদের তো অনেক কিছু শেখার আছে। সুমিষ্ট ফল খেয়ে পথিক প্রাণ ভরে দোয়া করে। সে দোয়া সৃষ্টিকর্তা কবুল করেন বৃক্ষ রোপনকারীর জন্যে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী আব্দুল মান্নান, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। মেলায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশাররফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest