সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিতসাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি’র মনোনয়নের দাবিতে সড়ক অবরোধগ্রীন কোয়ালিশন সাতক্ষীরা জেলা ইউনিটের কমিটি গঠনগণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভসাতক্ষীরায় প্রকাশ্যে চেতনানাশক স্প্রে করে এক নারীর গহনা ও মোবাইল ছিনতাইসাতক্ষীরায় উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিসড়ক দুর্ঘটনায় আহত জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারিসাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন : জামায়াত সমর্থিত ৫টি পদে বিজয়সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগে চাকুরিচ্যুত দুই শিক্ষক ভ্রাতা চাকুরি ফিরে পেতে মরিয়া

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ; ফয়সালের হ্যাটট্রিক

অনূর্ধ্ব–১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হয়েছে অসাধারণ এক জয় দিয়ে। আজ নেপালে শুরু হওয়া টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন ফয়সাল আহমেদ। অন্য গোলটি এসেছে নাজমুল বিশ্বাসের পা থেকে।

২৮ মিনিটে গোলের খাতা খোলা ফয়সাল হ্যাটট্রিক পূরণ করেছেন ৭৪ মিনিটে। তাঁর দ্বিতীয় গোলটি ৩২ মিনিটে। দলের তৃতীয় গোলটি এসেছে ৪৪ মিনিটে, নাজমুল বিশ্বাসের পা থেকে। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এক বছর কমিয়ে টুর্নামেন্টটির নতুন নাম অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ। সূত্র: গোল নেপাল ডট কম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারত, বাংলাদেশ ও নেপালে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা রেডক্রসের

বাংলাদেশ, ভারত ও নেপালে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এ তথ্য জানিয়েছে। আগামী দিনগুলোতে মানবিক বিপর্যয় আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাটি।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আইএফআরসির এশিয়া অঞ্চলের উপপরিচালক মার্টিন ফ্যালার বলেন, দক্ষিণ এশিয়ায় মানবিক বিপর্যয় ক্রমেই বাড়ছে। এ অঞ্চলে বহু বছরের মধ্যে এটিই প্রথম বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঘটনা হতে চলেছে। প্রলয়ঙ্করী এ বন্যার হাত থেকে লাখ লাখ মানুষকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ফ্যালার বলেন, বন্যায় বাংলাদেশ, ভারত ও নেপালে লাখ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। এমনকি দূষিত পানির কারণে নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে।

বাংলাদেশ বন্যা পরিস্থিতি এরই মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। ১৯৮৮ সালের মহাপ্রলয়ঙ্করী বন্যাকে অতিক্রম করছে এই বন্যা।

ফ্যালার আরো বলেন, ‘বন্যায় বাংলাদেশ ও নেপালের এক-তৃতীয়াংশের বেশি ডুবে গেছে। আমাদের শঙ্কা হচ্ছে, সামনের দিন ও সপ্তাহগুলোতে এই মানবিক বিপর্যয় আরো ভয়াবহ আকার নেবে।’

ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে নেপালের অনেক এলাকায় ফসল কাটা থেকে বিরত রয়েছেন কৃষকরা। বিভিন্ন গ্রাম ও সম্প্রদায়ের মানুষজন খাবার, পানি ও বিদ্যুৎ সংকটের কারণে মানবেতর জীবনযাপন করছেন।

নেপাল রেডক্রস সোসাইটির সেক্রেটারি জেনারেল দেব রত্ন ধাকওয়া বলেন, ভয়াবহ এই বন্যায় দেশটিতে ১২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৩৩ জন মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

দেবরত্ন আরো বলেন, রেড ক্রস সোসাইটির পাঁচশর বেশি স্বেচ্ছাসেবী দেশটিতে বন্যার্তদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তারা বন্যাকবলিত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়, খাবার ও পানির ব্যবস্থা করছে।

আইএফআরসি জানায়, নেপালে তারা বন্যার্তদের সহায়তার জন্য দুর্যোগে জরুরি ত্রাণ তহবিল (ডিআরএফএফ) থেকে পাঁচ লাখ সুইস ফ্রাঁ দিয়েছে।

ভারত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। দেশের প্রায় ৩০ লাখ ৯০ হাজার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে।

ভারতের উত্তরাঞ্চলে এক কোটি ১০ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীতে ওই অঞ্চলে আরো ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতীয় রেডক্রস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্যরা বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন।

ভারতের পূর্বাঞ্চলে বন্যার্তদের সহায়তার জন্য আইএফআরসি গত জুলাইয়ে তিন লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ সহায়তা দিয়েছে বলেও জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সানি লিওনকে দেখতে রাস্তা বন্ধ, ‘অবরোধ’

ভারতে সানি লিওনের শুরুটা হয়েছিল টিভি শো ‘বিগ বস’-এর মাধ্যমে। এখানে আসার পর পরই তাঁর জনপ্রিয়তা বেড়ে যায় এবং তাঁকে নিয়ে ভারতে হইচই শুরু হয়ে যায়। এতে দুদিনে তাঁর টুইটারে আট হাজার নতুন ফলোয়ার যোগ হয় এবং সানি লিওনকে এত খোঁজা হয় যে গুগল এটাকে ‘ব্রেকআউট’ (প্রাদুর্ভাব) হিসেবে উল্লেখ করে।

‘বিগ বস’-এর ঘরেই প্রযোজক মহেশ ভাট সানি লিওনকে ‘জিসম-২’ ছবিতে অভিনয় করার প্রস্তাব দেন এবং সানি রাজিও হয়ে যান। ‘জিসম-২’ ছবির পরে সানিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

যতই দিন যাচ্ছে, সানি লিওনের জনপ্রিয়তা বেড়েই চলছে। গতকাল সানির এই জনপ্রিয়তা দেখা গেলে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে। হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেল, কোচিতে সানি লিওন গিয়েছিলেন স্মার্টফোন ব্র্যান্ডের শো-রুম উদ্বোধন করতে। আর এই খবর শুনে সানিকে দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে সেখানে। সানিকে দেখতে আসা মানুষগুলোর ভিড়ে কোচির রাস্তা বন্ধ হয়ে অবরোধের সৃষ্টি হয় এবং মানুষের এই ঢল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় পুলিশকে। এসব মানুষের ভিড়ের কারণে কোচির রাস্তায় বেশ ভালোই হট্টগোল হয় এবং পরে পুলিশ ওই শো-রুমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

সানি লিওনও নিজে তাঁর টুইটার অ্যাকাউন্টে ভিডিওসহ বেশ কিছু ছবি আপলোড করেছেন। সানি টুইটারে আপলোড দেওয়া ছবিতে লিখেছেন, ‘কোচিতে আমার গাড়ি জনসমুদ্রে ভাসছিল এবং এখানকার ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’ সানির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছার আগে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল এবং তাঁর গাড়িতে আসতে বেশ হিমশিম খেতে হয়েছিল।

সানি অবশ্য টুইটারে হাজার হাজার মানুষের মাঝে তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য কোচি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে মজার বিষয় হচ্ছে, সানি লিওনের স্বামী ডেনিয়েল ওয়েবার টুইটারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনে মানুষের ঢলের সঙ্গে সানি লিওনের গতকালকের কোচির মানুষের ঢলের তুলনা করেছেন।

সম্প্রতি সানিকে ‘বাদশাহো’ ছবিতে ইমরান হাশমির সঙ্গে ‘প্রিয়া মোরে’ আইটেম গানে দেখা গেছে। সঞ্জয় দত্তের ‘ভূমি’ ছবিতেও ‘ট্রিপি ট্রিপি’ আইটেম গানেও সানি লিওন বেশ ভালোভাবেই নাচের ঝঙ্কার তুলেছেন। এই দুই আইটেম গান সানি লিওনকে আরো জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে।

এই অভিনেত্রী ও তাঁর স্বামী কিছুদিন আগে ২১ মাসের এক শিশুকে দত্তক নিয়েছেন। ভারতের মহারাষ্ট্রের লাতুর থেকে দত্তক নেওয়া এই শিশুর নাম রাখা হয়েছে নিশা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অন্তঃসত্ত্বার কারণে দ্রুত বিয়ে করলেন অভিনেত্রী রিয়া

হুট করেই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে সাত পাঁকে বেঁধে ফেললেন টালিউড ও বলিউডের তারকা রিয়া সেন। বিয়েতে পরিবারের খুব ঘনিষ্টজনেরা ছাড়া ছিল না কেউ। কিন্তু কেন এমন হঠাৎ তাড়াহুড়ো করে বিয়ের পিড়িতে বসলেন রিয়া? উত্তরটা অবশ্য জানা গেছে। আর সেটা হলো রিয়া সন্তান সম্ভবা। আর ‘প্রেগনেন্সি’র কারণেই দ্রুত বিয়েটা সেড়ে ফেলতে হলো তাকে।

শিবমের সঙ্গে রিয়ার পরিচয় অনেক দিনের । তবে তার ব্যাপারে খুব বেশি কিছু জানা যায়নি। শুধু জানা গেছে শিবম ফটোগ্রাফিটা খুব ভালোবাসেন।

এদিকে রিয়া সেনের সাবেক প্রেমিকদের তালিকাটাও দীর্ঘ। এর আগে জন এব্রাহাম ও অস্মিত প্যাটেলের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন রিয়া।

রিয়াকে প্রথম পর্দায় দেখা যায় ১৯৯১ সালে শিশুশিল্পী হিসেবে। তার পরিবারের প্রায় সবাই অভিনয়ের সঙ্গেই আছেন। সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের নাতনী রিয়ার মা মুনমুন সেন। আর বড় বোন আরেক অভিনেত্রী রাইমা সেন। ডেকান ক্রনিকল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা

ন্যাশনাল ডেস্ক : রাজধানীর শাহবাগ এলাকায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর আবারও হামলা করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে এই হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এর আগে গতকাল বিকেলে শাহবাগ মোড়ে হামলার শিকার হয়েছিলেন ইমরান। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারে নিষ্ক্রিয়তার প্রতিবাদ ও ত্রাণ জোরদারের দাবিতে শাহবাগে মানববন্ধন শেষে তাঁর ওপর হামলা করা হয়েছিল।
ইমরান এইচ সরকার বলেন, গতকালের হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। কিন্তু পুলিশ তাদের সেই কর্মসূচি পালন করতে দেয়নি। কর্মসূচি পালন করতে না পেরে তাঁরা ১০-১২ জন যখন হেঁটে পরিবাগের দিকে যাচ্ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আসার সঙ্গে সঙ্গে ১৫-২০ জন লোক অতর্কিতে তাঁদের ধাওয়া দেয়। তাঁরা দৌড়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেন।
ইমরান এইচ সরকার বলেন, হামলাকারীরা ইটপাটকেল ছুড়েছে। তবে কেউ আহত হননি।
ইমরান এইচ সরকার বলেন, এর আগে আদালত প্রাঙ্গণে তাঁর ওপর হামলার করেছিলেন ছাত্রলীগের কর্মীরা। তাঁরা হুমকি দিয়ে রেখেছিলেন, যেখানে তাঁকে পাবেন, টুকরো টুকরো করা হবে। ইমরান বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই বৃহস্পতিবার ও শুক্রবার তাঁর ওপর হামলা করেছেন।
এদিকে বৃহস্পতিবার ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানায় একটি মামলা করেছেন গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে ওই মামলা করা হয়। ঘটনাটি তাঁরা খতিয়ে দেখছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় দলিতের মৎস্য খাদ্য বিতরণ

তালা প্রতিনিধি : দরিদ্র চাষীদের মাছ চাষের মাধ্যমে স্বাবলম্ভী করার লক্ষ্যে বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি পরিবাকে মাছের খাদ্য দেয়া হয়েছে। দাতা সংস্থা সিইআই এর অর্থায়নে এবং এল আলবেরু ডিলা ভিটা অনলুস (এফএডিভি) এর সহ-অর্থায়নে, বৃহস্পতিবার সকালে স্থানীয় সুজনশাহা বাজারে উপকারভোগীদের মাঝে উক্ত খাদ্য বিতরণ করা হয়।
দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোষ্টাল এরিয়া অব সুন্দরবনস্- বাংলাদেশ” প্রকল্পের আওতায় মাছের খাদ্য বিতরন অনুষ্ঠানে- স্থানীয় ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তালা রিপোটার্স ক্লাবের সদস্য সচিব বি. এম. জুলফিকার রায়হান, ইউপি সদস্য সোহরাব হোসেন, দলিতের সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল ও কমিউনিটি মোবিলাইজার জুয়েল সরকার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ প্রতিনিধি, গ্রামবাসী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। দলিত’র প্রকল্প ব্যবস্থাপক রবিতা মন্ডল জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নে এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে দলিতের “ওয়াটার ফর ফুড ইন দ্য কোস্টাল এরিয়া অব সুন্দরবনস- বাংলাদেশ” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায়, ইসলামকাটি ইউনিয়নের ৪৭টি দরিদ্র পরিবারকে মাছের খাদ্য হিসেবে ৯০১ কেজি করে যথাক্রমে খৈল ও ভূষি দেয়া হয়। এরপূর্বে একই উপকারভোগীদের মাঝে রুই, কাতলা ও মৃগেল জাতীয় কার্প মাছের পোনা বিতরণ করা হয়েছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় চোরাই মটরসাইকেলসহ সেলিম খাঁ আটক, জনমনে স্বস্তি

তালা প্রতিনিধি : মটরসাইকেল চুরি, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সখ্যতা গড়ে আতংক সৃষ্টি, সংখ্যালঘু পরিবারের উপর হামলা এবং হুমকি প্রদানসহ বহু অপকর্মের হোতা সেলিম খাঁ অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। তালা থানা পুলিশ দুর্বৃত্ত সেলিমকে আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সে উপজেলার মাগুরা গ্রামের মৃত. নওয়াব আলী খাঁ এর পুত্র। আটক সেলিমের বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে মাগুরা এলাকায় রাতের ডিউটি করার সময় তালা থানা পুলিশ সেলিম খাঁ’র নসিমন ভাড়া নিতো। সেই সূত্রে সেলিম পুলিশের সাথে সখ্যতা গড়ে তোলে এবং পুলিশের নাম ব্যবহার করে মাগুরা এলাকায় ব্যপক চাঁদাবাজি শুরু করে। এসময় সে এলাকার আরো একাধিক দুর্বৃত্তকে সাথে নিয়ে স্থানীয় নীরিহ মানুষদের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি শুরু করে। এছাড়া তদন্তাধীন মামলায় রায় করিয়ে দেবার কথা বলেও ব্যপক অর্থ বানিজ্য শুরু করে। এলাকার মাদকসেবি, মাদক ব্যবসায়ী, থেকে শুরু করে চিহ্নিত দুর্বৃত্ত ও চরমপন্থীদের দলবদ্ধ করে মটরসাইকেল চুরি-ছিনতাই, বিল থেকে বোরো ধানচাষের বোরিং মেশিন চুরি, চাঁদাবাজি, মাগুরা গ্রামের সংখ্যালঘু মলয় বিশ্বাসের পরিবারের উপর হামলা ও হুমকি প্রদান সহ সীমাহীন অপকর্ম শুরু করে। স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করায় সাধারণ মানুষ সেলিম ও তার লোকজনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়নি। সূত্রে জানা গেছে, চরমপন্থী ও মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তোলার পর সেলিম খাঁ’র নিয়ন্ত্রণে আগ্নেয়াস্ত্র চলে আসে। বিষয়টি জানার পর তালার থানার তৎকালিন ওসি মো. ছগির মিয়া থানা পুলিশের রাত্রিকালীন ডিউটির কাজে ব্যবহারের জন্য সেলিমের নসিমন নেয়া বন্ধ করে দেন। এছাড়া সেলিমের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান চালান। কিন্তু সেলিম বিষয়টি বুঝতে পেরে এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রায় ৫/৬ মাস পালিয়ে থাকার পর সেলিম এলাকায় ফিরে আবারও মটরসাইকেল চুরি ও চাঁদাবাজিসহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। এবিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ বুধবার রাতে সেলিমকে আটক করে এবং তার নিয়ন্ত্রণ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করে। চুরি করে আনা উক্ত মটরসাইকলেটি চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে সেলিম এবং তার দুর্বৃত্ত সঙ্গীরা ব্যবহার করতো বলে এলাকার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
এদিকে, বহু অপকর্মের হোতা সেলিম খাঁ আটক করে জেল হাজতে প্রেরণ করায়- এলাকার শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৯নং কোচ প্রত্যাহার কর – অতিথি পাখি

১২ আগস্ট। রাতের গাড়িতে ঢাকা থেকে সাতক্ষীরায় ফিরবো। প্রথমে টিকিট কাটলাম এ কে ট্রাভেলসে। আব্দুল্লাহপুর থেকে রাত ১০টায় গাড়ি। সন্ধ্যার দিকে কাউন্টার ফোন করে বললো আব্দুল্লাহপুর থেকে গাড়ি যাবে না। যে কোন সময় এসে টিকিট দিয়ে টাকা নিয়ে যাবেন। পড়লাম বিপদে। রাতে ফিরতেই হবে- এই চিন্তা থেকেই ওদের বললাম আপনাদের শ্যামলী কাউন্টার থেকে এ কে ট্রাভেলসের দুটি টিকিট কনফর্ম করে দিন। তাই দিলো। উত্তরা থেকে শ্যামলী পৌঁছে সঙ্গীসহ রাত ১১টায় গাড়িতে (এ কে ট্রাভেলস, ১৯নং চেয়ার কোচ) উঠলাম। বাসে উঠেই বিপদ শুরু!
বসলেই সিট শুয়ে পড়ছে। সিটের চাবি (গিয়ার কি) নষ্ট। সিটটি ছিল ই-১, ই-২। আমি ই-২’তে। আমারটির গিয়ার কি নষ্ট। আর ই-১ এর গিয়ার কি ঝালাই করে ফিক্সড করা। কোন নড়ন-চড়ন নেই। আশপাশে তাকিয়ে দেখলাম ১৯ নং কোচের অধিকাংশ যাত্রীই একই কারণে বিরক্ত। সুপারভাইজারকে ডেকে গাল মন্দ করছে।
আমার সামনের সিটেরও একই অবস্থা। সামনের যাত্রী বসলেই সিট এসে পড়ছে আমার মুখে। আমি বসলেই সিট শুড়ে পড়ে পড়ছে পিছনের যাত্রীর মুখে। আবার আমার পাশের সিট চেষ্টা করেও উঠানো-নামানো করা যাচ্ছে না।
আমি ওইদিন ছিলাম এ কে ট্রাভেলসের যাত্রী। কিন্তু লিখতে বসেছি শুধু এ কে ট্রাভেলসের বিরুদ্ধে ক্ষোভের কারণে নয়। সাতক্ষীরার যতগুলো পরিবহন কোম্পানি রয়েছে- প্রত্যেকটিরই রয়েছে এমন অসংখ্য কোচ। যেগুলো রাস্তায় নেমেছে পরিবহন কোম্পানিগুলো উদ্বোধনের সময় ৫, ১০, ১৫, ২০ বছর আগে। তারপর থেকে ওই সব কোচের আর কোন সংস্কার করা হয়নি। তবে, চলাচলের অযোগ্য এসব কোচ রাস্তায় খাটিয়ে মালিক পক্ষ ঠিকই মুনাফা করছে।
ঠিক একইভাবে সরকারের যেসব কর্তৃপক্ষের এসব দেখার কথা, যে কর্তৃপক্ষ গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেয় মাল পেয়ে তারাও থাকে নিশ্চুপ। ফলশ্রুতিতে যাত্রীদের ভোগান্তির শেষ থাকে না। কিন্তু পরিমানমত ভাড়া দিয়ে ভ্রমণ করবো, অথচ কাক্সিক্ষত সেবা পাব না- তা কি সহনীয়। অনেক সময় এসব নিয়ে যাত্রীদের সাথে গাড়ির হেলপার-সুপারভাইজারদের হাতাহাতিও হয়। কিন্তু মালিক পক্ষও দেখে না, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও দেখে না। সাধারণ মানুষ যাবে কোথায়? আর বেশি কিছু লিখব না। শুধু এতটুকুই বলতে চাই- এ কে ট্রাভেলসসহ অন্যান্য কোম্পানিতে বিদ্যমান ১৯নং মার্কা কোচগুলো ট্রিপ সিডিউল থেকে অনতি বিলম্বে প্রত্যাহার কর। লেখক: সংবাদ কর্মী, (১৮.৮.১৭/সাতক্ষীরা)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest