সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

cd0f543fc8828b733eeaae8f3be6e2d0-57510a0b11727ন্যাশনাল ডেস্ক : আগামী ১৮ জুন সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তবে ওই দিন সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত থাকবে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠনটি। এছাড়াও কালোব্যাজ ধারণ এবং চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে তারা। রবিবার (২৮ মে) সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।
বিএমএ মহাসচিব জানান, বিএমএ’র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জুন সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ ১৯ জুন সকাল ৬টা পর্যন্ত সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা। আগামী মঙ্গলবার (৩০ মে) উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexন্যাশনাল ডেস্ক : আপন জুয়েলার্সের প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কারের মধ্যে সাড়ে তিন কেজি ওজনের পরিমাণ স্বর্ণ ফেরত নেওয়ার জন্য ১৮২ জন গ্রাহক কাগজপত্র দিয়েছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের কাছে। তাদের সবার মোট স্বর্ণের পরিমাণ মাত্র সাড়ে ৩ কেজি। সোমবার (২৯ মে) সকাল ১০টায় শুল্ক গোয়েন্দা, আপন জুয়েলার্স কর্তৃপক্ষ ও জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতাদের উপস্থিতিতে গ্রাহকদের অলঙ্কার ফেরত দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মঈনুল খান বলেন, ‘আমাদের পাঁচটি টিম আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় সোমবার সকাল ১০টায় উপস্থিত থাকবে। এসময় ১৮২ জন গ্রাহকের স্বর্ণালঙ্কার ফেরত দেওয়া হবে। গ্রাহকদের স্বর্ণ ফেরত দেওয়ার সময় জুয়েলারি কর্তৃপক্ষ ও জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।’
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক আরও বলেন, ‘আমরা মোট ১৮২ জন ক্রেতার রিসিট পেয়েছি, যারা তাদের অলঙ্কার রিপেয়ারিং বা পরিবর্তন করতে দিয়েছিল। এই ক্রেতাদের অলঙ্কারের পরিমাণ মাত্র সাড়ে ৩ কেজি। কিন্তু আমরা জব্দ করেছি প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার।’
ডিজি বলেন, ‘গ্রাহকদের স্বর্ণ ফেরত দেওয়ার সময় তাদের রিসিট, পরিচয়সহ বিভিন্ন বিষয় নিশ্চিত হবেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

b04a1f3bdafa506c0db1cbbefdf41892-592aeff676836আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে স্থানীয় শেরিফের এক ডেপুটিসহ আটজন নিহত হয়েছেন। রবিবার সকালে অঙ্গরাজ্যটির  গ্রামীণ এলাকা লিংকন কাউন্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তিনটি পৃথক এলাকায় বন্দুকধারীর হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এখনও নিহত ও পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম কোরি গডবল্ট বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ক্যারিয়ন-লেজার ঘটনাটির একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যায়, হাতকড়া পরা এক ব্যক্তি সড়কে বসে আছে। তার চারপাশে ঘিরে রয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ব্যক্তিই সন্দেহভাজন বন্দুকধারী বলে মনে করা হচ্ছে।
ওই ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণকারী এক ব্যক্তি জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যার চেষ্টা করছিলেন।
তাৎক্ষণিকভাবে লিংকন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিনিধি ও মিসিসিপি ব্যুরো অব ইনভেস্টিগেশন কর্তৃপক্ষের মন্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স। কর্তপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, হত্যাকা-ের মোটিভ সম্পর্কে এখনই স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
স্থানীয় পত্রিকা দ্য ডেইলি লিডার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ১৬ বছরের একটি ছেলেকে জিম্মি করেছিল। তবে ছেলেটির নিরাপদ রয়েছে।
মিসিসিপি গভর্নর ফিল ব্রায়ান্ট ঘটনাটিকে অর্থহীন ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2828আশাশুনি ব্যুরো : আশাশুনিতে সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন, সরকার দেশব্যাপী যে উন্নয়নের উদাহরণ সৃষ্টি করেছে, আশাশুনিতে তার কম কিছু হয়নি। সরকারের হাতকে শক্তিশালী করতে উপজেলা চেয়ারম্যান আমার ছোট ভাই মোস্তাকিম ও আমি আমরা দু’ভাই একসাথে কাজ করতে চাই। আগামীতে এর ব্যত্যয় ঘটবে না। আশাশুনিতে এখনো অনেক কিছুর দরকার আছে। অডিটোরিয়াম, শিল্পকলা একাডেমি, আইসিটি ভবন, লোকাল গভর্মেন্ট ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সবকিছুই করা হবে। ইতিমধ্যে কিছু কাজ এগিয়ে গেছে। উপজেলার শিক্ষা, সড়ক যোগাযোগ, মসজিদ-মন্দিরসহ সকল সেক্টরে উন্নয়ন করা হয়েছে। উন্নয়নে বাধা সৃষ্টি করতে অতীতে সরকার বিরোধী চক্র ষড়যন্ত্র করে এসেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ ও জনপ্রতিনিধিদের একসাথে কাজ করতে হবে। যারা আমাদের নৌকা প্রতীককে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে তাদের কল্যাণে আমাদের মনোযোগী হতে হবে। মানিকখালী ব্রিজ, আশাশুনি টু ঘোলা সড়ক নির্মাণ, হাসপাতালের সমস্যা সমাধানসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ এবং আইনের শাসনের আবশ্যকতার কথা জোর দিয়ে তিনি বলেন, যারা অপরাধী-সন্ত্রাসী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নিরাপরাধীরা ভোগান্তির শিকার না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। রবিবার দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ বি এম মোস্তাকিম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল। সভায় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, স ম সেলিম রেজা মিলন, প্রভাষক মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার ও উপজেলা প্রকৌশলী শামীম মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি এবিএম মোস্তাকিম তার বক্তব্যে বলেন, এমপি রুহুল হক আমার বড় ভাই, আমাদের নেতা। আমরা এক সাথে কাজ করবো। অতীতে নির্বাচনের সময় তার সাথে থেকে যেভাবে নৌকা প্রতীককে বিজয়ী করেছি, আগামীতে সকল ক্ষেত্রে আমি ও সকল চেয়ারম্যান এক কাতারে দাঁড়িয়ে সরকারের উন্নয়নের এজেন্ডা বাস্তবায়ন করবো।
এর আগে এমপি রুহুল হক বড়দলে সাংঘাতিকভাবে শারীরিক প্রতিবন্ধী খায়রুল ইসলামকে দেখতে যান। খায়রুল ইতিমধ্যে প্রতিবন্ধিতাকে জয় করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি তার চাকরির ব্যপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর সন্ধ্যায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি যোগদান করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Picture-Kaliganj-28-5-17ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জে সাংবাদিক শেখ আনোয়ার হোসেনের পুত্র ১ বোতল ফেন্সিডিল আটক হয়েছে। থানার উপ-পরিদর্শক রাজিব কুমার রায় রোববার সন্ধ্যা ৭টার  দিকে উপজেলার ফুলতলা মাছের সেট সংলগ্ন পুকুরের পাশে ফিল্টারের নিকট থেকে তাকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত মাদকসেবীর নাম শেখ আল-নূর আহম্মেদ ওরফে ইমন (২২)। এ ঘটনায় থানার এসআই সুধাংশু বাদি হয়ে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) লস্কর জায়াদুল হক জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার সময় শেখ আল-নূর আহম্মেদ ওরফে ইমন ফেন্সিডিল ক্রয় করার জন্য বাজারগ্রামের আকবরের পুত্র তার ফুফাতো ভাই নয়নের নিকট থেকে এক বোতল ফেন্সিডিল ক্রয় করে। বিষয়টি জানার পর স্থানীয় যুবকরা তাকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে এসআই রাজিব কুমার রায় ঘটনাস্থলে এসে ১ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। দীর্ঘদিন যাবত মৎস্য সেটের পিছনে সরকারি পুকুরের পাড়ে স্থানীয় এবং বহিরাগত মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা করে। এর ফলে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। যুবসমাজকে মাদক ব্যবসায়ীদের কবল থেকে রক্ষা করতে স্থানীয় এলাকাবাসী সম্প্রতি সার্বক্ষণিক ডিউটি করে মাদক ব্যবসায়ীদের ধরে আইনের সোপর্দ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedনিজস্ব প্রতিবেদক: এবার পবিত্র রমযান মাসে সাতক্ষীরা পৌরসভার ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে। সারাদিন রোযা থাকার পর মধ্যবিত্ত ও ধনী পরিবারের সদস্যরা দামী দামী ইফতার সামনে নিয়ে বসেন। কিন্তু গরিবের ইফতার হয় অতি সামান্য। গরিবের সে কষ্ট লাঘব করতে এবার সাতক্ষীরা পৌরসভার অসহায় গরিবদের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইফতারের ব্যবস্থা করেছেন। যে মোতাবেক রমযানের প্রথম দিনে সাতক্ষীরা পৌর শাখার ৪নং ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সুলতানপুরস্থ আতীর আমবাগানে সাতক্ষীরা পৌর সভার আয়োজনে এলাকার সকল শ্রেণির মানুষদের নিয়ে এ ইফতার মাহফিল করা হয়। ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনীমা রানী ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভার ইমাম হাফেজ শেখ কামরুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

unnamedমাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে-রমজানের রহমতের প্রথম দিনে সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সাথে ইফতার করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার প্রথম রমজানে সাংসদের নিজ উদ্যোগে  এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় তিনি ইফতারের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে এতিম শিশুদের  সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং রজমানের শুভেচ্ছা জানান। প্রায় শতাধিক এতিম শিশুদের সাথে কথা বলেন এবং তাদের কষ্টের কথা শুনেন। ছোট ছোট এতিম  শিশুকে বুকে টেনে নিয়ে তিনি আদর করেন। শিশুরাও এমপি রবিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পরে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।  ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক  হাফেজ মাওলানা ইউনুছ আলী। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও কামনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

qdU7RT_1508060পরিবারে নানা ধরণের সমস্যার কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ফেসাদ হতেই পারে। কিন্তু এবার ঘটল ভিন্ন ধরণের ঘটনা। ফ্যান বন্ধ করেছিলেন স্ত্রী ব্যস তাতেই রেখে স্ত্রীকে তালাক দিয়ে ফেললেন স্বামী।

তিন বছর আগের অগাস্ট মাসের কথা। ঘরের ফ্যানটা বড্ড শব্দ করছিল। এ সময় দূর থেকে স্বামী কিছু একটা চান। কিন্তু ফ্যানের শব্দে স্ত্রী শুনতে পাননি। কথা শুনতে ফ্যান সুইচ অফ করে দেন তিনি। ব্যস, আর যায় কোথায়! স্বামীর মাথায় চড়ে যায় রক্ত। দু’জনকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে তিন তালাক বলে দেন! ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ে।

ভারতের খবরে বলা হয়েছে, ৩ বছর আগের এই ঘটনা নিয়ে মুম্বাইয়ের পাইধনির পাবলিক কমপ্লেইন্ট সেন্টারে শুনানি শুরু হয়েছে। এই সেন্টারে শরিয়ত সংক্রান্ত কোনো বিতর্ক দেখা দিলে সমঝোতার মাধ্যমে সমাধান করা হয়। এক্ষেত্রে অবশ্য শুনানি তালাকের বৈধতা নিয়ে নয়, তালাক পাওয়ার পরেও স্ত্রী কেন বাড়ি ছাড়ছেন না, তা নিয়ে।

তালাক দেওয়া স্বামীর বয়স ৬৫। আগে ট্যাক্সি চালাতেন, এখন দীর্ঘদিন বেকার। ৫৫ বছরের স্ত্রীকে তালাক দিয়ে দায় চুকিয়েছেন ৩ বছর আগে। তাঁদের ৫টা ছেলেমেয়ে রয়েছে। এখন স্বামীর ক্ষোভ, স্ত্রী বাড়ি ছাড়ছেন না কিছুতেই, ফলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারছেন না।

এদিকে, পাবলিক কমপ্লেইন্ট সেন্টার স্ত্রীর প্রতি নোটিশ ইস্যু করেছে।

খবরে আরও বলা হয়েছে, স্থানীয় হাজি আলি দরগার মুফতি বিচ্ছেদ নিয়ম মেনে হয়েছে জানিয়ে স্ত্রীর প্রতি ফতোয়া জারিও করেছেন। পাবলিক কমপ্লেইন্ট সেন্টার এখন চেষ্টা করছে, অসহায় বয়স্ক নারী যাতে একই বাড়িতে ছেলে-মেয়েদের সঙ্গে থাকতে পারেন, তা দেখতে। যদিও গতকালের শুনানিতে স্বামী হাজির হননি।

এখানেই অবশ্য শেষ নয়। এই সংস্থার হাতে এমন আরও একটি তালাকের মামলা এসেছে। এক্ষেত্রে দুই ভাই একসঙ্গে চিঠি লিখে তালাক দিয়েছেন তাঁদের স্ত্রীদের, যাঁরা আবার সম্পর্কে দুই বোন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest