সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলসাতক্ষীরা-০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আ’লীগ নেতা মুজিবের মনোনয়ন জমাসাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের ফলাফল প্রকাশExploring the Flavorful Journey of Ground Beef Enchiladasজেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনা

আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলায় সুসমাজ ফাউন্ডেশনের ভিজিডি ২০১৭-১৮ চক্রের মাঠ প্রশিক্ষক পদে ৪ জন কর্মীকে ষড়যন্ত্রমুলক ভাবে চাকুরী থেকে অব্যহতি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রশিক্ষক পদে নিয়োগ ও অব্যহত পত্র সুত্রে জানাযায়, নাভারণ শার্শা যশোর সু-সমাজের নিবার্হী পরিচালক এনএনএম মুজিবুদৌলা সরদার কনক, সুসমাজ /নাভা/ ভিজিডি/২০১৭-২০১৮/৯৬(৫) স্মারক নম্বরে শেখ ফিরোজ হোসেন, খাদিজা খাতুন, রাবেয়া খাতুন, রোমিছা খাতুনকে মাঠ প্রশিক্ষক হিসেবে ২৫/২/১৭ তারিখে নিয়োগ প্রদান করে। ইতিপূর্বে ঐ চারজন প্রশিক্ষক কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ সরকারের আত্মসামাজিক নিরাপত্তা বেষ্টনির আওয়তায় সে সকল কর্মসূচি আছে তার মধ্যে সর্ববৃহৎ ভিজিডি কর্মসূচি প্রকল্পের আওতায় তিন ধাপে ৬ বছর সুনামের সাথে চাকুরী করে আসছিল। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধিন, মহিলা বিষায়ক অধিদপ্তরের বাস্তবায়নে সরকারের সহযোগী সংস্থা হিসাবে প্রকল্পটিতে উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এলাকার অসহায় হতদরিদ্র নারীদের ভিজিডি বিষয়ে সচেতনতা ও জীবন দক্ষতা মুলক কার্যক্রমে ২০১১-১২, ২০১৩-১৪ ও ২০১৫-১৬ সালে প্রশিক্ষক হিসাবে সুসমাজ ফাউন্ডেশনে ৬ বছর যাবৎ চাকুরী করে আসছিল। পরবর্তীতে এই প্রকল্প ২০১৭-১৮ সালের জন্য উপজেলার সুসমাজ ফাউন্ডেশন ৮টি ইউনিয়নে এবং ইডা সংস্থা ৪টি ইউনিয়ন পরিষদে সরকারের সহযোগি হিসাবে ভিজিডি কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ৯ মে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত দুটি সংস্থার ১১জন মাঠ প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগকারী প্রশিক্ষকরা চুক্তিপত্র আলোকে তাদের মাসিক বেতন ভাতা ৫ হাজার টাকার পরিবর্তে ৮ হাজার টাকা দাবীর বিষয়টি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী ও  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহারের নিকট উপস্থাপন করলে বাড়তি বেতন সম্পর্কে সুসমাজ ও ইডা সংস্থা কতৃপক্ষ তাদের উপর ক্ষুব্দহয়। পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিষয়টি সরকারি পরিপত্র অনুযায়ী দ্রুত নিজেদের মধ্যে সমাধান করার নির্দেশ দেয়। এরই জের ধরে সুসমাজ ফাউন্ডেশন মে মাসের শেষের দিকে ৪জন প্রশিক্ষকের বিরুদ্ধে সঞ্চায়ের টাকা অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকুরী হতে অব্যহতি দিয়ে ডাকযোগে তাদের কাছে চিঠি পাঠায়। এই প্রকল্পটিতে সুসমাজ ফাউন্ডেশন প্রথম থেকেই ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে আসছে। ২০১৭ সালে জানুয়ারী থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হলেও সঞ্চয় আদায় কার্যক্রম শুরু হয় মে মাস থেকে। এবং ভিজিডি সদস্যদের মাসিক ২শ টাকা সঞ্চায়ের কথা থাকলেও সেখানে উপজেলার ভাড়াশিমলা, তারালী ও বিষ্ণপুর ইউনিয়নে ২১০ ও ২২০ টাকা হারে সঞ্চায় আদায় করে সংস্থাটি। সরকারি পরিপত্র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত ভিজিডি কর্মসূচির রেজুলেশন উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায়ের কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে পড়েছে। এদিকে সুসমাজ ফাউন্ডেশনের বিরুদ্ধে প্রকল্পের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তদন্ত করে প্রতিকার চেয়ে অব্যহতি প্রাপ্ত ৪জন মাঠ পর্যায়ের প্রশিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে সুসমাজের মনিটরিং অফিসার আবু সাঈদের সাথে দূর্নীতি ও ষড়যন্ত্র মুলকভাবে কর্মীদের বাদ দেওয়ার বিষয়ে কথা বললে তিনি বলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাথে কথা বলে সব পেয়ে যাবেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন সুসমাজ ফাউন্ডেশনের কোন কর্মকর্তাকে তাদের কে একাধিকবার ডেকেও পাইনে। ইউনিয়ন পরিষদের ভিজিডি কর্মসূচি ট্রেনিংয়ের বিষয় তাদের দায়িত্বে রয়েছে। তারা যে দূর্নীতি করেছে এটা আমি বিভিন্ন সময় লোক মারফত শুনেছি। উপজেলা পরিষদের মিটিংয়ে তাদের আমি কখনো আসতে দেখিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

18622189_1397282280364993_4145606926983165879_n

নলতা প্রতিনিধি : নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাথে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নলতা কেন্দ্রীয় মিশন কার্যালয়ে এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

এসময় তিনি বলেন, খান বাহাদুর আহ্ছানউল্লা (রহ.) একজন আধ্যাত্বিক সাধনায় সিদ্ধিলাভকারী মহাপুরুষ। তাঁর প্রধান বৈশিষ্ট্য ছিল অপূর্ব বিনয়ী। তিনি সব সময় পরস্পরের সহিত মহব্বত, ভক্তি ও শ্রদ্ধার সাথে কথা বলতেন। আমাদের উচিত তার আদর্শকে অনুসরণ করা। তিনি আরো বলেন, পীর কেবলার আদর্শ ও আহ্ছানিয়া মিশনের মত ও পথ সম্পর্কে আমাদের জানতে হবে। কেন্দ্রীয় মিশনের সাথে প্রতিটি শাখা মিশনের সুসম্পর্ক ও মহব্বত সৃষ্টি করতে হবে। পীর কেবলার প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ এবং শাখা মিশনগুলোকে বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক চৌধুরী আমজাদ হোসেন, আবু সাঈদ, আবুল ফজল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pic dhaka copy
প্রেস বিজ্ঞপ্তি : চিহ্নিত কয়েকজন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চললেও সারাদেশে হাজার হাজার আলবদর,রাজাকার ও শান্তি কমিটির নেতারা এখন প্রকাশ্যে ৭১ এর মত দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। মৃত্যুদন্ড প্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর সেকেন্ড ইন কমান্ড, চট্টগ্রাম আলবদর বাহীনির চট্টগ্রামের অপারেশনাল ইনচার্জ ও জামাতের অর্থ যোগান দাতা শিল্পপতি টি কে আবুল কালাম, চট্টগ্রাম আলবদরের আরেক শীর্ষ কমান্ডার মওলানা আবু তাহের, রাজাকার কমান্ডার ও হেফাজত ইসলামী নেতা মাওলানা আব্দুল হালীম বোখারী সহ দেশের সকল যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। ১৯৭৩ সালে গঠিত ৭৩ টি বিশেষ ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত ও পুন:গঠনের  মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে সকল যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত বক্তাগণ,অবিলম্বে টি কে কালাম সহ সকল আঞ্চলিক যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। সমাবেশে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বীর মুাক্তিযোদ্ধা আখতার জাহান, এম.পি, অধ্যাপক গোলাম মোস্তফা এম.পি, সেলিনা জাহান লিটা এম.পি, জন প্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব আলী কবির, আবুল কালাম আজাদ এম.পি, যুগ্ন-মহাসচিব, সেক্টর কমান্ডার্স ফোরাম,অধ্যাপক আবুল কালাম পাটোয়ারী, বিশ^ বাঙ্গালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোজ্জামেল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলী আমান প্রমূখ। বিজয় সংগঠনের সভাপতি আবু তৈয়ব ও বিভিন্ন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশটি আঞ্চলিক যুদ্ধাপরাধী নির্মূল কমিটির সমন¦য়ক তারেক হায়দারের উপস্থাপনায় এবং আহ্বায়ক কামরুজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে আগামী ৭ ই জুলাই ২০১৭ রোজ শুক্রবার, শাহবাগ প্রজন্ম চত্বরে আঞ্চলিক সকল যুদ্ধাপরাধীদের বিচার ও ১৯৭৩ সালের ৭৩ টি বিশেষ ট্রাইব্যুনালকে পুন:গঠনের দাবিতে বৃহত্তর নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC06505 (Large)
প্রেস বিজ্ঞপ্তি: ২৬ মে শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ সাতক্ষীরা সাংগঠনিক জেলার উদ্যোগে জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে মাহে রামাজানের পবিত্রতা রক্ষার্থে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব মাও: আব্দুল মান্নান, জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব মাওঃ আলতাফ হোসেন, যুব সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, আন্দোলনের জেলা প্রচার সম্পাদক শাহীনুর রহমান, সদর উপজেলা সভাপতি মোঃ আব্দুল খালেক, সেক্রেটারী আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল মালেক, প্রচার সম্পাদক মাওঃ আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, তালা উপজেলার অর্থ সম্পাদক ক্বারী শাহাদৎ হোসাইন, আহলেহাদীছ যুব সংঘের জেলা সহ-সভাপতি মাওঃ আসাদুল্লাহ বিন মুসলিম, সেক্রেটারী মাওঃ মুজাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক নাজমুল আহসান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান, আবহাওয়া অধিদপ্তরের অবসর প্রাপ্ত কর্মকর্তা  বজলুর রহমান, সদর উপজেলার সেক্রেটারী আরাফাত বিন আহসান প্রমুখ। র‌্যালিটি আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুর রাজ্জাক পার্কে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে আহলান সাহলান মাহে রামাজানের পবিত্রতা, সুদ ঘুষ লাটারী, অশ্লীলতা বেহায়পনা বন্ধ কর করতে হবে। ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়। র‌্যালি শেষে আহলেহাদীছ আন্দোলনের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওঃ আলতাফ হোসেন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দোয়া পাঠের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1495793930২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি শিরোপা জয় প্রভাব ফেলেছে পুরো ক্রিকেট বিশ্বে। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে ভারত আয়োজন করেছিল ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা, আইপিএল। কালক্রমে সেটি হয়ে উঠেছে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। ভারতের দেখাদেখি প্রায় সবগুলো ক্রিকেট খেলুড়ে দেশই আয়োজন করা শুরু করেছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। বাদ যাচ্ছে না ক্রিকেটের নবীনতম উঠতি সদস্য আফগানিস্তানও।

আইপিএলের আদলে আফগানিস্তানও আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি লিগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে তার নিলামও। যেখানে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। নিলামে তামিমের দাম উঠেছে ২১ লাখ আফগান মুদ্রা। বাংলাদেশের টাকার হিসেবে যে অঙ্কটা দাঁড়াবে ২৪ লাখ টাকায়।

এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তানের এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগের তিনটি আসর। তবে সেগুলোতে বিদেশি খেলোয়াড় সেভাবে ছিল না বললেই চলে। পাকিস্তান ও জিম্বাবুয়ের হাতে গোনা কিছু খেলোয়াড় গিয়েছিলেন সেই লিগ খেলতে। তবে ২০১৭ সালে প্রতিযোগিতাটি আরেকটু জাঁকজমকের মধ্যেই করতে চাইছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এরই মধ্যে তারা অনুমোদন পেয়ে গেছে পাকিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলোর অনুমোদন। তামিম ছাড়াও আফগানিস্তানের এই টি-টোয়েন্টি লিগের নিলামে নাম উঠেছে সাব্বির রহমান ও ইমরুল কায়েসের।

আগামী ১৮ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত কাবুলে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি লিগ। তবে বাংলাদেশের ক্রিকেটাররা শেষপর্যন্ত সেখানে খেলতে যাবেন কি না, তা এখনো নিশ্চিত না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1475351b4bb7cc9eba4c4cb06cdee71a-59280d61cf3fbবিপিএলের গত আসরে নতুন দল হিসেবে নাম লিখিয়েছিল খুলনা টাইটানস। আর প্রথমবারেই আলো ছড়িয়ে তৃতীয় হয়েছিল দলটি। সেই সাফল্যে উজ্জীবিত হয়ে খুলনা টাইটানস নিয়ে আসছে মাহেলা জয়াবর্ধনেকে। শ্রীলঙ্কার এই ব্যাটিং-কিংবদন্তিকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে খুলনা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাইটানস।

এবারের আইপিএলের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে থাকা জয়াবর্ধনে গত মৌসুমেও ছিলেন বিপিএলে। তবে গতবার কোচ নয়, ঢাকা ডায়নামাইটসের খেলোয়াড়ের ভূমিকায় ছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে খেলছেন শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক। এ মৌসুমে ইংল্যান্ডের টি২০ ব্লাস্টে তিনি খেলবেন ল্যাঙ্কাশায়ারের হয়ে।

জয়াবর্ধনের মতো কিংবদন্তিকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ। তিনি বলেছেন, ‘বিপিএলের আগামী দুই মৌসুমের জন্য টাইটানসের প্রধান কোচ হিসেবে মাহেলা জয়াবর্ধেনেকে নিয়োগ দিতে পেরে আমরা রোমাঞ্চিত। মাঠের মধ্যে তিনি সব সময়ই একজন দুর্দান্ত নেতা। শ্রীলঙ্কার হয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জিতেছেন। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে তাকে আইপিএল জিততে দেখে আমরা রোমাঞ্চিত। আমি নিশ্চিত, টাইটানসের সবাই তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তার উপস্থিতিতে এই টুর্নামেন্ট আরও সমৃদ্ধ হবে।’

গত বছর খুলনার কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এবার টাইটানসের দায়িত্ব পেয়ে জয়াবর্ধনে আনন্দিত। তিনি বলেছেন, ‘গত বছর বিপিএলে খেলাটা দারুণ উপভোগ করেছিলাম। তখনই ভালোমতো উপলব্ধি করেছিলাম, ২০১৭ সালের টুর্নামেন্টে সফল হওয়ার জন্য কী প্রয়োজন।’

তিনি আরও বলেছেন, ‘বিপিএল শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই একটা উত্তেজনাপূর্ণ টুর্নামেন্ট। প্রতিযোগিতার অন্যতম সম্মানিত ও ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা করা দল খুলনা টাইটানস। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ‍যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চ অনুভব করছি।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াবর্ধনের আন্তর্জাতিক ক্যারিয়ার দারুণ উজ্জ্বল। টেস্ট ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি সহ ১১ হাজার ৮১৪ রান করেছেন তিনি। এর মধ্যে ডাবল সেঞ্চুরির সংখ্যা ৭টি। টেস্টে তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে শুধু ডন ব্র্যাডম্যান, কুমারা সাঙ্গাকারা ও ব্রায়ান লারার।  ওয়ানডেতেও ব্যাট হাতে দারুণ সফল জয়াবর্ধনে। ১৯টি সেঞ্চুরি সহ ১২ হাজার ৬৫০ রান সেই সাক্ষ্য দিচ্ছে। ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ এবং ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা দলের গর্বিত সদস্য তিনি।

অধিনায়ক হিসেবেও জয়াবর্ধনে সফল। শ্রীলঙ্কাকে ৩৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় এনে দিয়েছেন তিনি। ২০০৭ বিশ্বকাপে তিনিই ছিলেন দলের অধিনায়ক।

পুরো  ক্যারিয়ারে  মোট ৬৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জয়াবর্ধনে।  লঙ্কানদের মধ্যে যা  সর্বোচ্চ।  এই তালিকায় তার চেয়ে এগিয়ে আছেন শুধু শচীন টেন্ডুলকার।  ভারতের ব্যাটিং-গ্রেট খেলেছেন ৬৬৪টি ম্যাচ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5190c064bab955a488a64323f65c2816-592816a7c4f7cআন্তর্জাতিক ডেস্ক : মিসরের মিনিয়া প্রদেশে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন। মেডিক্যাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। এর আগে প্রাদেশিক গভর্নরের পক্ষ থেকে নিহতের সংখ্যা ২৩ বলে জানানো হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি বাস ও একটি ট্রাকে করে কপটিক খ্রিস্টানরা প্রার্থনার জন্য সেন্ট স্যামুয়েল আশ্রমে যাচ্ছিলেন। আচমকা মুখোশধারী বন্দুকধারীরা তাদের বহনকারী যানগুলোতে হামলা চালায় এবং ফাঁকা গুলি ছুড়তে শুরু করে। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
মিসরের মোট জনসংখ্যার ১০ শতাংশ খ্রিস্টান। সশস্ত্র সংগঠনগুলো প্রায়ই খ্রিস্টানদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে। গত এপ্রিলে পাম সানডে উৎসব চলার সময় তান্তা আলেক্সান্দ্রিয়া শহরের বিভিন্ন গির্জায় দুটি আলাদা বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হন। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে কায়রোর বৃহত্তর কপটিক ক্যাথেড্রোলে বোমা হামলায় ২৫ জন নিহত এবং ৪৯ জন আহত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

indexআসাদুজ্জামান ঃ কোন বৈধ পাশ ছাড়াই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্যে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কচুখালীখাল থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের নূর আলী গাজীর ছেলে আমিনুর গাজী, একই উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে কামরুল ইসলাম জোয়াদ্দার ও গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত রুপচাঁদ গাজীর ছেলে রেজাউল করিম গাজী।
বনবিভাগের সদস্যরা জানান, কোন বৈধ পাশ ছাড়াই সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়রান্য কচুখালী খাল এলাকায় মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে বৈধ পাশ ছাড়াই মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ উক্ত তিন জেলেকে আটক করা হয়।
বনবিভাগের কৈখালী ষ্টেশন কর্মকর্তা মিঠু তালুকদার বিষয়টি নিশ্চিত কওে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest