সরকার নিম্ন আদালতের মতো উচ্চ আদালতও নিজেদের কব্জায় নিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানিকালে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার যুক্তি খন্ডন শুরু করেন। বেলা ১১টা পর্যন্ত শুনানি চলার পর আধাঘণ্টার বিরতি দিয়ে সাড়ে ১১টা থেকে আবার শুরু হয়েছে শুনানি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের এই শুনানি চলছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অন্যদিকে রিটকারীর পক্ষে আছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
শুনানিতে আদালত আরো বলেন, নিম্ন আদলতের ৮০ পার্সেন্ট সুপ্রিমকোর্টের নিয়ন্ত্রণে নেই। আপনি বলছেন, বিচার বিভাগ কার্যকর, এক জেলায় ৫ মাস ধরে জজ নেই। বিচার বিভাগ কার্যকর হলো কিভাবে?
২০১৬ সালের ৫ মে সংবিধানের ১৬তম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ে দুই বিচারপতি ১৬তম সংশোধণী অবৈধ ঘোষণা করলেও এক বিচারপতি ওই সংশোধনী বহাল রেখে রিট আবেদন খারিজ করেন। কিন্তু নিয়মানুযায়ী সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে যে রায় দেয়া হয় সেটাই চূড়ান্ত রায়।

গত আট বছর ধরে সারাদেশে মোট সতের হাজার ছয়’শ পনেরটি পদে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদ শূন্য আছে। এরমধ্যে খুব শীঘ্রই ষোল হাজার শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাথে মতবিনিময় ও শিক্ষক পদোন্নতি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃক দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় মহিলা সেলাই প্রশিক্ষর্ণার্থীদের মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জিয়াউদ্দিন আহমেদ, আব্দুল খালেক, আব্দুর রশিদ, অধ্যাপক রফিউদ্দীন, আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৩টি ব্যাচের মোট ১২ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
মাহফিজুল ইসলাম আককাজ : ‘সাবধানে গাড়ি চালান, নিরাপদে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জন-সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল লতিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জনসচেতনতায় পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী গাড়ী চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহবান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।
জিল্লুর রহমান/ মোসলেম আহমেদ/ সোহেল পারভেজ/আজহারুল ইসলাম : বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্রে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ। উচ্চ শিক্ষার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর লক্ষ্যে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এবং এতদাঞ্চলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলার অভিপ্রায়ে ১৯৯৮ সালে এ কলেজে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতিতে স্মাতক শ্রেণি চালু করা হয় এবং ২০১০-১১ সেশন থেকে স্মাতকোত্তর শ্রেণি চালু করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অর্থনীতি বিভাগ এ কলেজে অত্যন্ত গৌরবের সাথে সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বিভাগের ফলাফল অত্যন্ত চমৎকার ও ঈর্ষণীয়। ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে সাতক্ষীরা কলেজের ছাত্র মফিজুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে সম্মলিত মেধাক্রমে ১ম স্থান অধিকার করেন।
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ মে) সারাদেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ঘোষণা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রাইভেট প্রাকটিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।
আবার খবরের শিরোনামে এলেন ভারতের স্বঘোষিত ধর্মগুরু স্বামী ওম। এক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে জনতার হাতে মার খেয়েছেন তিনি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখলেন সংগঠকরা।
মহাশক্তিধর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। কিন্তু তাতে কী আসে যায়। বউয়ের মন জুগিয়ে চলতে হয় তাঁকেও। এর প্রমাণ মিলল সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে।