সর্বশেষ সংবাদ-

54545কলারোয়া ডেস্ক : জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃৃপ্ত উচ্চারণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলা ঘৌড়দৌড়সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় ১৪২৪ বাংলা নববর্র্ষ উদযাপিত হচ্ছে।  শুক্রবার সকাল ৮টায় মঙ্গল প্রদীপ ও শোভাযাত্রার মাধ্যমে নববর্ষ উদযাপন শুরু হয়। কলারোয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপযাপন পর্র্ষদের উদ্দ্যোগে বলফিল্ড শহীদ মিনার থেকে এই শোভাযাত্রা বের হয়। উৎসবে মাতোয়ারা হাজার হাজার মানুষ রঙ-বে রঙের ফানুস আর আল্পনায় সজ্জিত প্রায় ১কিলোমিটার দীর্ঘ এ শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে বলফিল্ড ময়দানে বৈশাখী মঞ্চের সামনে গিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন এড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার রায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার গোলাম মোস্তফা, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারিক, ক.পা.ই সাধারণ সম্পাদক এড শেখ কামাল রেজা, ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ খান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল স্কুল-কলেজের শিক্ষার্র্থী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃৃন্দ উপস্থিত ছিলেন। কৃষক কামার কুমার তাঁতি জেলে মুচি সাধারণ মানুষ চরকি মাটির পুতুল তৈজসপত্রসহ রঙিন মৃৎশিল্প হাতি কুঁড়েঘর পালকি ঘোড়া বাঘ ও পাখির প্রতিকৃতি গ্রামীণ বধু নৌকা রাজা-রানী উজির-নজির টেপা পুতুলের মুখসহ নানা কারু কাজে সজ্জিত হয়ে কলারোয়া সদরের বিশাল মঙ্গল শোভাযাত্রায় স্বতঃস্ফূর্র্তভাবে অংশ নেই এবং পুরস্কৃত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

klmr71_aliyaফোর্বসের অনূর্ধ্ব ৩০ বিশ্বসেরাদের তালিকায় নাম এল ২৪ বছর বয়সী আলিয়া ভাটের। ফোর্বস যে তালিকা প্রকাশ করেছে, আলিয়া ভাটের নাম রয়েছে সেখানে বিনোদনের বিভাগে। এটা এই অভিনেত্রীর আপাত জীবনের অন্যতম সেরা গর্বের প্রাপ্তিও বটে।

ফোর্বস ম্যাগাজিনে আলিয়ার নামের পাশে লেখা রয়েছে, ‘ভারতের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ইতিমধ্যে ২০টিরও বেশি সুপার হিট ফিল্মে অভিনয় করেছেন। যার মধ্যে অন্তত হাফ ডজন সিনেমা এমন যেগুলো প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ১৫ মিলিয়ন ডলারের উপর ব্যবসা করেছে। ভারতে তো বটেই, গোটা বিশ্বেই রয়েছে তাঁর ফ্যান।

২০১৬ সালে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন। আর ২০১২ তে তিনি মাত্র ১৮ বছর বয়সেই লিড রোলে অভিনয় শুরু করেছেন।’ ফোর্বসের পাতায় আলিয়ার এত সুনাম, তাঁকে নিশ্চয়ই আগামিদিনে আরও এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

133010boss-bg20160514182717হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় নয়, শাকিব খান যাবেন তার ছবির মহরত অনুষ্ঠানে। আজ শুক্রবার ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনি এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যায় রাজধানীর গুলশানের টপক্যাপি রেস্টুরেন্টে ছবিটির মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শাকিবের সঙ্গে চিত্রনায়িকা বুবলীও থাকবেন।

ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান এখন আছেন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে। পেটে তীব্র ব্যাথা অনুভব হওয়ায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভারের সমস্যায় ভুগছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের মতে, তিনি এখন কিছুটা সুস্থ, তবে তাকে অনেক নিয়ম মেনে চলতে হবে। তাকে আজ শুক্রবার বিকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বিকালে ছেলেকে সঙ্গে নিয়ে শাকিব খানকে হাসপাতালে দেখতে যান তার স্ত্রী অপু বিশ্বাস। সেখানে ১৫ মিনিট ছিলেন তিনি। এর আগে দুপুরে তিনি মুঠোফোনে বলেন, ‘তার তো আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। কিছু খাওয়ার ব্যাপারে নিষেধ করেছেন। কিন্তু শাকিব তা একেবারেই মানছে না। গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সবকিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

এদিকে গত বুধবার রাতে অপু বিশ্বাসের বাসায় যান শাকিব খান। সেখানে তিনি স্ত্রী ও ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে সময় কাটিয়েছেন।

গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয়ের কাছ থেকে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন। তবে এ ব্যাপারে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি।
অপু বলেন, ‘আমি তো সব সময়ই ওর বাসায় যাই। কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

nvy8ux_pmপহেলা বৈশাখ উপলক্ষে গণভবনে আসা অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে গণভবনের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে এক হয়ে বৈশাখের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উপভোগ করেন তিনি। এসময় সেখানে নববর্ষ বরণ উপলক্ষে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা। আর তা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত সকলেই।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন বছরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। মানুষ বাস করবে আনন্দলোকে।

তিনি বলেন, দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। দেশে শান্তি বিরাজ করুক, আজকের দিনে এটাই প্রত্যাশা করি। সেই সঙ্গে দেশের সকল মানুষ যে যেখানে রয়েছেন, তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা ছাড়াও সেখানে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতি ছিলেন। সকলের উপস্থিতিতে গণভবনের মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠে তৈরি মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে ইশারায় কথা বলেন। অনেকের সঙ্গে সালাম বিনিময় করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ybzk4r_bankভারতে এক কোটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে গেছে। অ্যাকাউন্ট প্রতি ১০ থেকে ২০ পয়সা দরে বিক্রি করে দেওয়া হয়েছে সেই তথ্য। একটি প্রতারণার ঘটনার তদন্ত করতে যেয়ে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি দেশটির দিল্লির গ্রেটার কৈলাশের এক ৮০ বছরের বৃদ্ধার ক্রেডিট কার্ড থেকে দেড় লক্ষ টাকা উধাও হয়ে যায়। সেই ঘটনারই তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে থলের বিড়াল।

জানা যায়, ব্যাংককর্মীদের কাছ থেকেই এই তথ্য নেওয়া হত। তথ্য চুরি হয়েছে কল সেন্টার থেকেও। প্রতারকদের হাতে তুলে দেওয়া হত সেই তথ্য।

দিল্লি (south east)-এর ডেপুটি পুলিশ কমিশনার রোমিল বানিয়া জানিয়েছেন, এই চক্রের মূল হোতাকে গ্রেফতার করার পর তার কাছে ১ কোটি ভারতীয়ের ডেটা মিলেছে। যাতে রয়েছে কার্ড নম্বর, কার্ড হোল্ডারের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদি। বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধাদের অ্যাকাউন্টের তথ্য চুরি করা হয়েছে।

ওই চক্রের মূল হোতার নাম পুরাণ গুপ্তা। যে পাণ্ডব নগরের বাসিন্দা। জেরায় সে জানিয়েছে, ১০ থেকে ২০০০০ টাকায় সে ৫০০০০ মানুষের ডেটা বিক্রি করেছে। মুম্বাইয়ের একজন সাপ্লায়ারের কাছ থেকে ডেটা নিত সে। ওই সাপ্লাইয়ারকে গ্রেফতার করার জন্য জারি রয়েছে তল্লাশি।

জানা গেছে, প্রতারকদের হাতে তুলে দেওয়া হত এই তথ্য। তারা মানুষকে ভুল বুঝিয়ে CVV নম্বর কিংবা OTP জোগাড় করে টাকা তুলে নিত। বেশির ভাগ সময় এই প্রতারকরা ফোন করে বলে যে সন্দেহজনক লেনদেন রুখতেই এই নম্বরগুলো চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dlq4ri_misailসিরিয়ার পর এবার ট্রাম্পের নজরে উত্তর কোরিয়া।  পিয়ংইয়ংয়ে আগাম হামলার প্রস্তুতি নিতে শুরু করল আমেরিকা।  মার্কিন নিউজ চ্যানেল এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া পরমাণু বোমা পরীক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে যদি মার্কিন আধিকারিকরা  বিশ্বাস করলে আগাম হামলা চালানো হবে।  মার্কিন কয়েকজন পদস্থ গোয়েন্দা আধিকারিকদের ‘কোট’ করে এমনটাই চাঞ্চল্যকর খবর দিয়েছে এনবিসি।  এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালাতে প্রচলিত অস্ত্র ব্যবহার করবে আমেরিকা।

যদিও এর আগে মার্কিন আধিকারিকদের ‘কোট’ করে খবরে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া সুড়ঙ্গে পরমাণু বোমা স্থাপনের কাজ শেষ করেছে। এবং আগামী শনিবারের মধ্যে এ বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে।

উত্তর কোরিয়ায় একটি ‘বড় ধরণের ঘটনা’ ঘটতে চলেছে বলে পিয়ংইয়ংয়ের ঘোষণাকে কেন্দ্র করে এ দাবি করা হয়।  এদিকে, ওয়াশিংটনের ৩৮ নর্থ জানিয়েছে, উত্তর কোরিয়ার পাংগি- রি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে।  গত কয়েক সপ্তাহ ধরে এ তৎপরতা চলছে বলে জানানো হয়েছে।  রাষ্ট্রসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনও পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।  এ ছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও অব্যাহত রেখেছে দেশটি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : বাংলা নতুন বছরের শুভ আগমনে নববর্ষ-১৪২৪ কে বরণ এবং আনন্দ উচ্ছাসকে সবার মাঝে বিলিয়ে দিতে মিষ্টি উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজুন্নাহার ঝর্ণার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মিষ্টি উৎসবে এতিম শিশুদের মুখে মিষ্টি তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মিষ্টি উৎসবের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক ও শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রওশনারা রুবি, মাহফুজা রুবি, সোনিয়া পারভীন শাপলা, শিম্মি, সুলেখা চন্দ্র দাস, মমতাজ, মাহমুদা, মর্জিনা ও সাবিত্রী প্রমুখ।  এ সময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেজুতি।
ক্যাপশন : বাংলা নতুন বছরের শুভ আগমনে নববর্ষ-১৪২৪ কে বরণ করতে এতিম শিশুদের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপিসহ অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 ক্যাপশন : সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের আয়োজনে বৈশাখী পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।


ক্যাপশন : সাতক্ষীরা জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের আয়োজনে বৈশাখী পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

মাহফিজুল ইসলাম আককাজ : ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি¤œানে সুচি হোক ধরা” এই কথা ও সুরকে ধারণ করে নতুন আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৪ কে স্বাগতম জানিয়ে বাঙালিয়ানায় পহেলা বৈশাখ উদ্যাপন করলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। জেলা অফিসার্স ক্লাব ও জেলা লেডিস ক্লাবের আয়োজনে পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোয় বৈশাখ বাঙালী’র মিলন মেলায় পরিণত হয়। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসাহ উদ্দীপনায় সকলেই সমবেত হয়। এসময় জেলা প্রশাসকের ব্যতিক্রমধর্মী বাঙালী আনা দেশী ফলের সমাহারে অতিথিপরায়ণতার মাধ্যমে সকলকে স্বাগত জানান। খই, দই আর পান সুপারী, চিড়া, মুড়ির মোয়া। হরেক রকম মিষ্টি-মিঠাই আরো ছিল ঘোল। ডাব, তরমুজ, শাহী গজা আর হাওয়াই মিঠাই। ছিল বেলের সরবত। বিজয় তৃপ্তি পেল সকল সুধিজন। শুক্রবার সকাল ৯টা ৩০মিনিট থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাংলোয় এ আয়োজনে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈশাখী এ অনুষ্ঠানে সকল অতিথিদের মাঝে পান্তা ও বিভিন্ন রকম ভত্তা পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, ৩৮ বিিিজবি’র অধিনায়ক মেজর আরমান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, জেলা পুলিশ সুপার পত্মী মেহের নিগার আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পত্মী সেলিনা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পত্মী শাহনাজ বুলবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পত্মী রঞ্জনা মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা নির্বাহী অফিসার পত্মী ফারাহ নূর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, তালা-কলারোয়া -০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ পত্মী প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সদর সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) পত্মী সোমা দাস চৌধুরী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল হক প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest