সর্বশেষ সংবাদ-
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠনচোরের উপদ্রবে অতিষ্ঠ কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়ার বাসিন্দারা : মিথ্যা মামলার অভিযোগসাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে শােকসাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা: আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগশ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মদ জব্দআশাশুনিতে জলবায়ু-স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব নেতৃত্বাধীন প্রচারনাসাতক্ষীরা জেলা স্কাউট ভবন এর উর্ধ্বমুখি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধনখুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদারশ্যামনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ‌দুর্নীতির অভিযোগল স্টুডেন্টস ফোরাম এর নবনির্বাচিত কমিটি নির্বাচন কমিশনের সাথে শুভেচ্ছা বিনিময়

78a0a305c64c1e349cf3b1c3f6e2f9aa-590729fe16099বাজার পাওয়া যাচ্ছে গ্রীষ্মের ফল আম। রসালো এই ফলটি কেবল খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। অনেকে মনে করেন আম খেলে মেদ বাড়ে। এটি একেবারেই ভুল ধারণা। মেদ বাড়া অথবা কোনও ধরনের অসুস্থতার চিন্তা ছাড়াই প্রতিদিন খেতে পারেন আম।

জেনে নিন আম খাওয়া কেন জরুরি-

  • আমে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন আছে যা ত্বক উজ্জ্বল ও সুন্দর করে।
  • আমে রয়েছে ভিটামিন সি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • প্রাকৃতিকভাবে মিষ্টি ফল আম খেতে পারেন ডায়াবেটিকস রোগীরাও।
  • আমে থাকা ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে আমে থাকা আঁশজাতীয় উপাদান।
  • আমে রয়েছে ভিটামিন বি৬। এটি সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় একটি উপাদান।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

b53f45c34286a3d3e42184dff2fe1b44-590729c628169‘বাহুবলী’র যুদ্ধে লণ্ডভণ্ড বক্সঅফিস! মুক্তির প্রথমদিন থেকেই তাক লাগানো ‌বাহুবলীর দ্বিতীয় কিস্তি ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ কাঁপিয়ে দিয়েছে ভারতীয় ছবির ইতিহাস। ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এ ছবিটি মাত্র তিন দিনেই ঘরে তুলেছে ৫৪০ কোটি রুপি! মুক্তির তৃতীয় দিনে যা সর্বকালের সেরা অর্জনের রেকর্ডও!

এসএস রাজমৌলির পরিচালিত এ ছবিটির সিন্দুক এখন থৈ থৈ করছে ভারতের প্রেক্ষাগৃহের ৪১৫ আর সংযুক্ত আরব আমিরাত, কানাডা ও আমেরিকা থেকে পাওয়া ১২৫ কেটি রুপিতে! সব মিলিয়ে- ৫৪০ কোটি রুপি।

এদিকে ভারতীয় বক্সঅফিসের পুরনো অধ্যায়গুলো জানাচ্ছে, তাদের সর্বাধিক ব্যবসাসফল ছবি আমির খানের ‘পিকে’ (৭৯২) ও ‘দাঙ্গাল’ (৭৩০)। এরপরই আছে বাহুবলীর প্রথম কিস্তি ‌‌‘বাহুবলী দ্য বিগেনিং’। এটির আয় ৬৫০ কোটি রুপি।
মোট মিলিয়ে যা জানান দেয় তা হলো- ‌‘বাহুবলী-২’ এর জন্য এগুলো রেকর্ড এখন ‘ছেলেখেলা’ মাত্র। অনেকই ধারণা করছেন, মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি এগুলো রের্কড ধুলিসাৎ করে দেবে। এমনকি এ সপ্তাহেই এটি ১ হাজার কোটির ঘরেও লাফ দিতে পারে! আর তা হলে ‘বাহুবলী’র বাহুবলী-কাটাপ্পা রণক্ষেত্রের ফল হবে আকাশছোঁয়া অর্থপ্রাপ্তি।

উল্লেখ্য, ২০১৫ সালে নির্মিত ‌‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর দ্বিতীয় পর্ব ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। ‘বাহুবলী: দ্য কনক্লুসন’ মুক্তি পায় শুক্রবার। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন, প্রভাষ, আনুশকা শেঠি, রানা দাগ্গুবতি ও সত্যরাজ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

bdসাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন ম্যাচে ডিউক অব নরফোক একাদশকে ৩৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে প্রথম ব্যাট করে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান করে টাইগাররা।

ইংলিশ কন্ডিশনে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জটা ভালই সামলান সফরকারী ব্যাটসম্যানরা। বিনা উইকেটে ৯ ওভারে ৫৭ রান তোলার পর ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে দুশো রান পেরিয়ে যায় বাংলাদেশ। পরে মুশফিকের অনবদ্য শতরানে বড় স্কোর পায় টাইগাররা। ১৩৪ রানে অপরাজিত থাকেন মুশফিক। মাত্র ৯৮ বলে ১৪টি চার একটি ছক্কায় এ রান করেন তিনি।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেছেন সৌম্য সরকার। এই রান করতে সৌম্য বল খেলেছেন ৬৪টি। এছাড়া ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৪৪ রান। মেহেদী হাসান মিরাজ ৩১ ও নাসির হোসেন করেন ২৬ রান।

অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজে এ তথ্য জানানো হয়েছে।

তবে টাইগাররা ব্যাট হাতে রাজত্ব চালালেও সুবিধা করতে পারেননি সফরকারী বোলাররা। স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোন উইকেট না হারিয়েই ১৮ ওভারে ১০১ রান তুলে ফেলেন। এরপরই বৃষ্টির হানা। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। অফিশিয়ালরা পর্যাপ্ত অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন।

নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা না থাকায় সোমবার অধিনায়কত্ব করেছেন মুশফিকুর রহিম। পিঠে ব্যথার কারণে বিশ্রামে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

trump-kimনর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে দেখা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নর্থ কোরিয়ার সাথে সম্পর্কের ক্রমাবনতির মধ্যে, দেশটির উপর হামলার আশঙ্কার মধ্যেই এমন বক্তব্য দিলেন ট্রাম্প। ‘সঠিক পরিস্থিতিতে’ কিমের সাথে দেখা করতে পারলে ‘সম্মানিত’ বোধ করবেন বলে জানান তিনি। এর একদিন আগে কিমকে ‘যথেষ্ট বুদ্ধিমান’ বলে প্রশংসা করেছিলেন তিনি।

“যদি তার সাথে দেখা করাটা আমার জন্য যথাযথ হয়, তাহলে অবশ্যই আমি তা করবো। এটা করতে আমি সম্মানিত বোধ করবো।” সোমবার সংবাদ সংস্থা ব্লুমবার্গকে এমনটি জানান মার্কিন প্রেসিডেন্ট। নর্থ কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অস্থিরতার মধ্যেই এমন মন্তব্য আসলো।

ট্রাম্পের এমন মন্তব্যের পর হোয়াইট হাউজ একটি বিবৃতিতে জানায়, এই দুই নেতার (ট্রাম্প-কিম) মধ্যে কোন ধরণের বৈঠক হওয়ার আগে নর্থ কোরিয়াকে অনেক শর্ত পূরণ করতে হবে। হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার বলেন, অবিলম্বে নর্থ কোরিয়ার উস্কানিমূলক আচরণের সমাপ্তি দেখতে চায় ওয়াশিংটন। স্পষ্টত এখন কোন শর্ত নেই বলেও যোগ করেন তিনি।

রোববারের সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে নর্থ কোরিয়ার নেতার প্রশংসা করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘বেশ কঠিন লোকদের’ মোকাবেলা করে তরুণ বয়সেই কিম ক্ষমতা গ্রহণ করেন। কিমের মানসিক সুস্থতা নিয়েও এসময় সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প।

নর্থ কোরীয় নেতা কিম ক্ষমতা গ্রহণের দু’বছর পরই তার চাচাকে মৃত্যুদণ্ড দেন। সম্প্রতি মালয়েশিয়ায় সৎভাই কিম জং ন্যামের হত্যাও তার নির্দেশে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন, “লোকজন প্রশ্ন করে, সে (কিম) কি মানসিকভাবে সুস্থ? আমার কোন ধারণা নেই। যখন তার বাবা মারা যায় তখন সে ২৬-২৭ বছরের তরুণ। অবশ্যই বেশ কঠোর লোকজনকে নিয়ে তার চলতে হয়। বিশেষ করে জেনারেল এবং অন্যান্যরা।”

“এবং এতো কম বয়সে, সে ক্ষমতা গ্রহণ করতে সক্ষম হয়। আমি নিশ্চিত যে অনেকেই এই ক্ষমতা কেড়ে নিতে চেয়েছিলো, সেটা তার চাচা বা অন্য কেউ হতে পারে। কিন্তু সেই (কিম) ক্ষমতাসীন হয়েছে। তাই অবশ্যই, সে একজন বেশ বুদ্ধিমান ব্যক্তি।”

শনিবার আবারও ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় নর্থ কোরিয়া, দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের এই প্রচেষ্টাও ব্যর্থ হয় বলে দাবি যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার। সাম্প্রতিক মাসগুলোতে নর্থ কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েই যাচ্ছে, ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা চালানের হুমকিও দিয়েছে দেশটি।

ট্রাম্প সিবিএসকে জানায়, এমন পরীক্ষা আবার চালানো হলে যুক্তরাষ্ট্র খুশী হবে না। এর মানে কি সামরিক পদক্ষেপ? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি জানিনা। দেখা যাক।”

সাম্প্রতিককালে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। নর্থ ও সাউথ কোরিয়ার সামরিক কার্যক্রমের কারণেই এই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে কোরিয় উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে সাউথ কোরিয়ায় একটি বিতর্কিত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা প্রতিষ্ঠার কাজও শুরু করেছে যুক্তরাষ্ট্র।

কিমকে নিয়ে সাম্প্রতিক ট্রাম্পের বক্তব্যে অনেকটা নমনীয় ভাব থাকলেও অপরপক্ষে এমনটা নেই। বরং তারা বেশ কঠোরভাবই বজায় রেখেছে। রবিবার নর্থ  কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দিয়ে তাদের বোকামিপূর্ণ সামরিক উস্কানির বিপর্যয়কর ফলাফল বিবেচনা করতে আহ্বান জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মে দিবসে সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

মে দিবসে সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি

মাহফিজুল ইসলাম আককাজ : ‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা হোটেল শ্রমিকলীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিউ মার্কেটস্থ শহিদ আলাউদ্দীন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা হোটেল শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক মো. ফরহাদ খান সুমন, যুগ্ম সম্পাদক মো. গোলাম কিবরিয়া, সাংগঠনিক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ উদয় কুমার, প্রচার সম্পাদক ইউসুফ আলী, কার্যকরী রবিউল ইসলাম, আনারুল ইসলাম, জয়নাল আবদীন, মোস্তফা, মো. সিরাজ ও নওয়াব আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা যশোরের মহিলা হোটেল শ্রমিক ছায়া খাতুন হত্যার দ্রুত বিচারের দাবী করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর-রশিদ।

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের খুলনা রোড মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মাকসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। আরো বক্তব্য রাখেন কাজী আক্তারুজ্জামান, অধ্যাপক ইদ্রিস আলী, রেজাউল হক, ইদ্রিস আলী, এস.এম আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে উপস্থিত সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
05

মহান মে দিবস উপলক্ষে জেলা মটর শ্রমিক ইউনিয়নের মরোণত্তোর চেক পারিবিারের হাতে তুলে দিচ্ছেন জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মনিরুজ্জামান মনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন জজ কোর্টের এপিপি এাড. তামিম আহমেদ সোহাগ, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শেখ তহিদুর রহমান, যুগ্ম সম্পাদক মহিদুল ইসলাম মন্টু, অটো রিক্সা, অটো টেম্পু মালিক সমিতির সাধারন সম্পাদক সহিদুল ইসলাম কালু প্রমুখ। এসময় জেলা মটর শ্রমিক ইউনিয়নের ১৪জন মৃত সদস্যদের পরিবারবর্গের হাতে ২লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. জাহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মহান মে দিবসে নারিকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি।

মহান মে দিবসে নারিকেলতলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি।

মাহফিজুল ইসলাম আককাজ : ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের কাটিয়া নারিকেলতলাস্থ ইউনিয়ন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সংগঠনের সাধারন সম্পাদক মো. আব্দুল কাদের কাদু, সহ-সভাপতি মিলন রহমান, সহ সাধারন সম্পাদক শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী, মো. আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মো. আশরাফুজ্জামান ময়না, অফিস সম্পাদক মো. সেলিম আহমেদ, নির্বাহী সদস্য মো. কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. আবু সিদ্দিক, মো. আব্দুল কাদের, মো. আক্তার হোসেন, আব্দুল আল মামুন, শহিদুল বিশ্বাস ও মো. আয়ুব আলী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest