p-1নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের আয়োজনে ২নং ওয়ার্ড মাঘুরালী গ্রামে গতকাল শনিবার বিকাল ৪ টায় আ’লীগ সরকারের উন্নয়ন ও সংসদ সদস্য আলহাজ্জ ডাঃ আফম রুহুল হকের সুনাম প্রচারের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নলতা ইউনিয়ন মহিলা আ’লীগের নের্তী রেহানা পারভিনের সভাপতিত্বে ও নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এস.এম আসাদুর রহমান সেলিম,ইউপি সদস্য আফসার উদ্দীন,আব্দুল্যাহ গাজী,নলতা ইউনিয়ন আ’লীগের ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহিম খলিল,সহ-সভাপতি আব্দুল খালেক,২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, আ’লীগ নেতা সাইদুল সরদার, মহিলা আ’লীগ নের্তী রাবেয়া সুলতানা, স্বপ্না পারভিন, মমতাজ বেগম, ঝর্না পারভিন  প্রমূখ। এ সময় মোবাইল ফোনযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। অনুষ্ঠানে বর্তমান আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের উপর আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hajiনিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় প্রতি বছরের ন্যায় হাজী কল্যাণ সংস্থার উদ্যোগে ১১তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হাজী কল্যাণ সংস্থার আয়োজনে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে হাজী কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে ১১তম হাজী সম্মেলনের উদ্বোধন করে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, হাজীরা মক্কা-মনোরা তওয়াফ করে হজ্বব্রত পালন করে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সমাজে হাজীদের গুরুত্ব অনেক বেশী। যারা সমাজে ইসলামের কথা বলে বিশৃঙ্খলা করে তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে কাজ করতে হবে।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজী কল্যাণ সংস্থার উপদেষ্টা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু ও হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও দন্ত চিকিৎসক ডাঃ মো. আবুল কালাম বাবলা প্রমুখ। হাজী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ। এ সম্মেলনে হজ্বের স্মৃতিচারণ, পরিচ্ছন্ন সমাজ গঠনে হাজীদের ভূমিকা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

lyonকোহলি কী করতে চেয়েছিলেন তা বোঝা গেল না। আগের বলে লোকেশ রাহুলের সঙ্গে পরামর্শ করছিলেন। বল যেভাবে এদিক-ওদিক করছিলো, তাতে তার ভ্যাবাচ্যাকা না হয়ে উপায় ছিল না। শেষ পর্যন্ত সেটাই হলেন। নিচু হয়ে আসা এক বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন। ব্যাঙ্গালুরু টেস্টের প্রথমদিন নাথান লায়ন এভাবে সবাইকেই ভুগিয়েছেন। একা আট উইকেট নিয়ে ভারতকে শেষ করে দিয়েছেন ১৮৯ রানে।

ভারতের মাটিতে সফরকারী কোনো বোলারের এটাই সেরা বোলিং। এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার ৮ উইকেট নিতে খরচ করেছিলেন ৬৪ রান। লায়ন দিয়েছেন ৫০ রান।

ভারত এদিন টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনজুরির কারণে ছিটকে পড়া মুরালি বিজয়ের পরিবর্তে ওপেন করতে নামেন অভিনব মুকন্দ। মুকন্দ যখন দল থেকে বাদ পড়েন তারপর ভারত ৫৬টি টেস্ট খেলে ফেলেছে। এতদিন বাদে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাট হাতে নেমে বেশ নড়বড়ে ছিলেন। স্টার্কের হাত থেকে উড়ে আসা এক ফুলটসে এলবিডব্লিউ হন। ক্রিকেটের ভাষায় নামের পাশে তখন ‘ডাক’।

স্টার্ক এক উইকেট পেলেও গতিতে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে গেছেন। কোহলির মতো ক্ল্যাসিক ব্যাটসম্যানও তাকে জবুথবু হয়ে ডিফেন্স করছিলেন। ১৫ ওভার বল করে রান দিয়েছেন ৩৯। মেডেন পাঁচটি।

প্রথম টেস্টের নায়ক স্টিভ ও’কিফও কম যান না। ২১ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচ করে একজনকে ফিরিয়েছেন।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লোকেশ রাহুল শুধুমাত্র ব্যতিক্রম। ২০৫ বল খেলে ৯০ রান করেন। অন্যদের মধ্যে করুন নায়ার সর্বোচ্চ ২৬ করেন। শেষ পাঁচজনের কেউ সাতের বেশি করতে পারেননি।

ভারত প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে এমনিতে চাপে। টস জিতে সেই চাপ কাটানোর হাসি ফুটেছিল কোহলির মুখে। কিন্তু ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ধুঁকলেন, তাতে ওই হাসি উবে যাওয়ায় অবাক হওয়ার কিছু থাকছে না!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

30-1480482936-2অনলাইন ডেস্ক: ভাঙা আয়না নিয়ে সংস্কার প্রায় সব সংস্কৃতিতেই একই। রোমান আমল থেকেই এই ধারণা জনপ্রিয় হয়ে উঠে যে, আয়না ভাঙলে সাত বছরের জন্য দুর্ভাগ্য ছায়াসঙ্গী হয়ে থাকে। বাড়িতে ভাঙা আয়না রাখতে নিষেধ করে আধুনিক বাস্তুশাস্ত্রও।

হিন্দু শাস্ত্র মতে, আয়না মানুষের আত্মার অংশকে তার ভিতরে ধরে রাখে। আবার যখন দেবতা বা অপদেবতারা কোনও মানুষের সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আয়নার মাধ্যমেই তা করতে থাকেন। ফলে আয়না ভাঙা জীবনে বিপর্যয় ডেকে আনতেই পারে।

আবার অনেকেই বিশ্বাস করেন, আয়না ভাঙলে অর্থভাগ্য ক্ষতিগ্রস্ত হয়। ভাঙা আয়নার স্বপ্ন কোনও প্রিয়জনের আসন্ন মৃত্যুকে ব্যক্ত করে। তাই ভাঙা আয়না কালো কাপড়ে মুড়ে মাটিতে পুঁতে ফেলেন অনেকে।

তবে ভাঙা আয়না নিয়ে এসব সংস্কারের পেছনের যুক্তিও খুঁজে বেড়িয়েছেন অনেকে। তাদের মতে, প্রাচীন কালে আয়না তৈরির প্রক্রিয়া ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। সে কারণে আয়নার দামও ছিল সাংঘাতিক। তাই আয়না যাতে যত্নে ব্যবহৃত হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করতেই এসব সংস্কারের জন্ম দেয়া হয়।

তাছাড়া ভাঙা আয়না সংসারের জন্য বিড়ম্বনা। কাচের ভাঙা টুকরায় যে কেউ আহত হতে পারে। তাই ভাঙা আয়না ব্যবহারে নিরুৎসাহিত করতেই এমন নিষেধাজ্ঞা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3

অনলাইন ডেস্ক: আয়ারল্যান্ডের ডাবলিনে ওয়াইফাই সংযোগসহ জীবন্ত অবস্থায় এডওয়ার্ড নামের এক ব্যক্তিকে কফিনে ভরে তিনদিনের জন্য কবরে দাফন করা হয়। তার সঙ্গে সেই কফিনে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, একটি বালিশ ও একটি লেপ। সমাহিত করার আগে এডওয়ার্ড তার স্ত্রীর কপালে চুম্বন করেন। পরে স্বামীর সমাধির সঙ্গে ছবি তোলেন তার স্ত্রী।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল তাদের সেই প্রতিবেদনে বলছে, জন এডওয়ার্ড নামের ওই ব্যক্তি মাদকাসক্ত, আত্মহত্যার চেষ্টাকারী ও আহার বিশৃঙ্খলায় ভুগতে থাকা ব্যক্তিদের নতুন জীবন শুরুর প্রতি সচেতনতা তৈরি করতে এ স্ট্যান্ট করছেন।

এডওয়ার্ড অতীতে মাদকাসক্ত ছিলেন। এতে তিনি কঠিন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তিনি ক্যান্সারের সঙ্গে লড়েছেন অন্তত দুবার, হেপাইটাইটিস সি আক্রান্ত ছিলেন ও লিভার ট্রান্সপ্লান্ট করেছেন একবার।

২৩ বছর আগে মাদক ছেড়ে দেওয়া এডওয়ার্ড বলেন, ‘আমার পরিকল্পনা হলো তারা সেখানে যাওয়ার আগেই তাদের সঙ্গে কথা বলা এবং আশান্বিত করা।’

গত বুধবার তাকে তিনদিনের জন্য কবরস্থানে দাফন করা হয়। ইতোমধ্যে কবর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একবার লাইভ করেছেন তিনি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-

https://www.youtube.com/watch?v=L6K6oh6aRUY

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাকে বিয়ে করছেন কণা?

কর্তৃক Daily Satkhira

unnamedবিনোদন ডেস্ক: বাংলা গানের তরুণ প্রজন্মের শিল্পী কণা। অনেক চড়াই-উতরাই পার করে চলচ্চিত্র, অ্যালবাম ওস্টেজসহ প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। বর্তমানে স্টেজ শো নিয়ে পুরো বছরই ব্যস্ত থাকেন এতারকা।

গেল বছর কণার দুটি গান বেশ জনপ্রিয়তা পায়। এর মধ্যে একটি ‘রেশমি চুড়ি’ এবং অন্যটি ‘বসগিরি’ ছবির‘দিল দিল দিল’। বর্তমানে সিনেমার গান নিয়েই ব্যস্ততা বেশি। বেশ কয়েকটি ছবির প্লেব্যাক করছেন তিনি।

গেল বছর বিয়ে করার কথা জানিয়েছিলেন এ শিল্পী। কিন্তু, ইচ্ছে পূরণ হয়নি। তবে, এ বছর বিয়ে করা হচ্ছে কিনা জানতে চাইলে কণা বলেন, ‘আমার কাছে বিয়ে একটি পবিত্র বন্ধন ও শুভ একটি সম্পর্কের নাম। বিষয়টি নিয়ে তাই তাড়াহুড়ো করতে চাই না। এ বছরই বিয়ের বাদ্য বাজতে পারে। তবে আমি মনে করি, বিয়ের বিষয়টি সৃষ্টিকর্তার হাতেই রয়েছে। দেখা যাক কী হয়।’

তবে, কণার বর কে হচ্ছেন তা এখনো অজানা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

bistiডেস্ক: সারাদেশে বজ্রপাতসহ বৃষ্টি হবে এবং তা গড়াবে সোমবার অব্দি। ঢাকার আকাশের মত দেশের অন্যান্য এলাকাও হালকা মেঘাচ্ছন্ন। আগামী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শনিবারে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা ৪০ ভাগ। হতে পারে ১ মিলিমিটার বৃষ্টিপাত। রাত নাগাদ এটা বেড়ে হবে ৬০ ভাগ।

রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০ ভাগ এবং পরিমাণও এলাকাভেদে ৫ থেকে ১০ মিলিমিটার। আগামী ১৩ মার্চ পর্যন্ত রোজ এভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস জানাচ্ছে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্কগুলো।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই দিনগুলোতে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া ও বজ্রপাত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tala-picture-fahim-03-03-17-psdতালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় দূরারোগ্য রোগে আক্রান্ত প্রতিবন্ধি শিশু ফাইম শেখ (৬) বাঁচতে চায়।  সে তালা উপজেলার শিরাশুনী গ্রামের মোঃ বিল্লাল শেখের পুত্র।
ফাইম শেখের মা রেখসোনা বেগম জানান, এক ছেলে ও এক মেয়ের মধ্যে ফাইম সবার ছোট। দু’সন্তানকেই শিরাশুনী গ্রামে বাবার বাড়িতে রেখে ইটের ভাটায় শ্রমিকের কাজ করে স্বামী-স্ত্রী (ফাইমের মা-বাবা)। জন্ম থেকেই পুরুষাঙ্গে কোন ছিদ্র না থাকায় ঠিকমতো প্রসাব করতে পারেনা সে। পুরুষাঙ্গের গোড়া দিয়ে প্রসাব বের হয় তাঁর। মাঝে মাঝে যন্ত্রণায় ছটফট করে সে। দিনে দিনে সমস্যা বেড়েই চলেছে। এছাড়া জন্ম থেকেই ফাইমের ডান পা ও ডান হাত খাটো, মুখ ও মাথা কিছুুটা বড়। খুলনা ও সাতক্ষীরার বেশ কয়েকজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ-পত্র খাওয়ানো হচ্ছে। অন্ধ বিশ্বাসে অনেক কবিরাজের কাছ থেকে ঝাঁড়-ফুক করানো হচ্ছে। কিন্তু অপারেশন ছাড়া কোনভাবেই ফাইমের আরোগ্য লাভ হবেনা বলে জানিয়েছেন চিকিৎসকরা।  ফাইমের চিকিৎসার জন্য আড়াই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন।  যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। তাই সমাজের বিত্তবান ও দয়ালু ব্যক্তিদের সাহায্য কামনা করেছে ফাইমের পরিবার। এজন্য ফাইমের পরিবার ০১৯৬২-৬৯২৫৮৩ এবং ০১৯৫৬-১৩২২৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest