সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় ভূমি কর্মকর্তা তপন কর্তৃক না মেনে প্রাচীর নির্মান বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনসাংবাদিক জুলফিকারের পিতা রাহাতুল্লাহ সরদারের সুস্থতা কামনাপ্রতিপক্ষ প্রার্থী কর্তৃক হুমকি ধামকির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদের সংবাদ সম্মেলনফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগের অবস্থান কর্মসূচিসাতক্ষীরায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধী নারীসহ ৪ জনকে পিটিয়ে জখমের অভিযোগশ্যামনগরে “সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত” শীর্ষক সেমিনারফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সামেকের ডা. পলাশসাতক্ষীরায় পাওয়ার ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে শরবত বিতরণসাতক্ষীরায় কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

photo-1480787093অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। ওই ঘটনায় নিখোঁজ আছেন ২৫ জন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডে একটি ক্লাবে এ ঘটনা ঘটে। এ ভেন্যুতে একটি কনসার্ট হওয়ার কথা ছিল।

অপরদিকে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে ৫০ জন মানুষ ছিলেন।

আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা জানান, ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থাই ছিল না। এমনকি ধোঁয়া বের হওয়ারও কোনো ব্যবস্থা ছিল না।

অকল্যান্ডের অগ্নিনির্বাপক বিভাগের প্রধান তেরেসা রিড জানান, ৫৫ জন কর্মী টানা কাজ করেছেন। ভবনটির এলোমেলো অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

ভবনের দ্বিতীয় তলা থেকে বেশির ভাগ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা প্রেসকøাব নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাই এবং আপত্তি গ্রহণ ও শুনানি শেষে কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের বিপরীতে দাখিলকৃত ২৬টি মনোনয়ন পত্রের মধ্যে ২৫টি বৈধ বলে গণ্য হয় এবং ১টি বাতিল ঘোষিত হয়। ৩ সদস্যের নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে কমিশনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ৩৭টি মনোনয়ন পত্র বিক্রয় হয় এবং ১৩ (তের) টি পদের বিপরীতে ২৬ (ছাব্বিশ) টি মনোনয়নপত্র দাখিল করা হয় যার মধ্যে শেখ আব্দুল ওয়াজেদ (কচি) কর্তৃক দাখিলকৃত সহ-সভাপতি পদের মনোনয়ন পত্রে ৫০০ (পাঁচশত) টাকার ক্রয় রশিদের পরিবর্তে ৩০০ (তিনশত) টাকার রশিদ সংযুক্ত পাওয়া যায়। দাখিলকৃত মনোনয়ন পত্রগুলি যাচাই বাছাই শেষে এবং আপত্তি শুনানী অন্তে নির্বাচন কমিশনের সর্বসম্মতিক্রমে নি¤œরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:- সাতক্ষীরা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১২ (ড) ধারা অনুযায়ী নির্ধারিত ফরমে মনোনয়নপত্র দাখিল করতে হবে মর্মে উল্লেখ রয়েছে এবং মনোনয়ন পত্রের ৭ নং ক্রমিকে মনোনয়নপত্র গ্রহণের রশিদ নং উল্লেখ করার বিধান রয়েছে। একই সাথে মনোনয়ন ফরমের ২য় পৃষ্ঠায় বর্ণিত নির্দেশনাবলীর ৫ নং ক্রমিকে মনোনয়ন পত্র দাখিলের সময় মনোনয়ন পত্র গ্রহণের মূল রশিদ জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
সহ-সভাপতি পদের প্রার্থী শেখ আব্দুল ওয়াজেদ (কচি) তাঁর মনোনয়ন পত্রের ৭নং ক্রমিকে মনোনয়ন পত্রের রশিদ হিসেবে ১৫(পনের) নং রশিদের উল্লেখ করেছেন যার মূল্যমান ৩০০/- (তিনশত) টাকা। নির্বাচনী তফশিল অনুযায়ী সহ-সভাপতি পদের মনোনয়ন পত্রের মূল্যমান ৫০০/-(পাঁচশত) টাকা নির্ধারিত রয়েছে। কিন্তুু শেখ আব্দুল ওয়াজেদ (কচি) ৫০০/-(পাঁচশত) টাকার পরিবর্তে ৩০০/-(তিনশত) টাকার মনোনয়ন পত্র দাখিল করেছেন যা নির্বাচনী তফশিল পরিপন্থী। সার্বিক বিবেচনায় আব্দুল ওয়াজেদ (কচি) কর্তৃক দাখিলকৃত সহ-সভাপতি পদে মনোনয়ন পত্রটি যাচাই-বাছাই এবং আপত্তি গ্রহণ ও শুনানি অন্তে বাতিল করা হয় এবং দাখিলকৃত অন্যান্য ২৫ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০১৬-১৭ এর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর আহমেদ মাসুম, সদস্য ও জেলা তথ্য অফিসার শেখ শাহানওয়াজ করিম এবং সদস্য ও উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বরদের সাথে তিনি মতবিনিময় করেন। সকাল থেকে উপজেলার লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, কেরালকাতা, কয়লাসহ বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময়কালে তিনি নিজের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। ইউনিয়ন পরিষদের হলরুম, চেয়ারম্যানের কক্ষে ও অন্যান্য স্থানে মতবিনিময় সভা গুলো অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর উপজেলার কেরালকাতা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আ.হামিদ সরদারের সভাপতিত্বে তার কাজিরহাটের অফিসে আয়োজিত তাৎক্ষনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন আ.লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তৃণমূলের চাপে ও দাবির প্রেক্ষিতে প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি। আমি নির্বাচিত হলে জেলা পরিষদ থেকে প্রদত্ত বিভিন্ন বরাদ্দগুলোর স্বচ্ছতা নিশ্চিত করবো। জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আ.রশিদ, ফিংড়ি ইউপি চেয়ারম্যান শামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক অয়ন, কালিগঞ্জ ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কর, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.রশিদ, ইউপি সদস্য আ.ওয়াদুদ, শহীদুল ইসলাম, মিজানুর রহমান, জিয়াউর রহমান, রহিমা খাতুন, মাছুরা ইয়াসমিন হিরা, মজিবর রহমান, ওসমান গণি প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালায় আবহাওয়া পরিবর্তন জনিত কারনে বিভিন্ন প্রকার রোগের প্রার্দূভাব দেখা দিয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডাক্তারখানা গুলোতে ঠান্ডায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। জ্বর, সর্দি-কাশী, এলার্জি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হাপানী, ডায়রিয়া মাথাব্যথার রোগীর সংখ্যাই বেশী ভিড় জমাচ্ছে ঔষধ ফার্ম্মেসী গুলোতে। তালা উপজেলারা বিভিন্ন ডাক্তার খানা ও ক্লিনিকগুলোতে দেখা গেছে কাঁকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আবহাওয়া পরিবর্তন হওয়ায় বিভিন্ন প্রকার রোগের চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ডাক্তাররা জানান, সর্দি কাশী, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশী। এদের ভিতরে শিশু ও বয়ঃবৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। গরম থেকে হঠাৎ ঠান্ডা পড়ার কারনে এধরনে রোগ শুরু হয়েছে। তবে একটু সচেতনায় থাকলে এ ধরনের রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এদিকে উপজেলা সদরসহ গ্রামগঞ্জের ঔষধের দোকান গুলোতে ভাইরাস জ্বর ও ঠান্ডা জনিত রোগের ঔষুধ বেশী বিক্রি হচ্ছে বলে দোকানীরা জানান। তারা বলেন অনেক সকালেই দোকান খুলে বসছি অনেক রাত অবদি বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন প্রকার ঔষধ দিতে হচ্ছে। এমন কি রাতেই ফার্ম্মেসীতেও ঘুমাতে হচ্ছে। এ ব্যাপারে  গ্রাম ডাক্তার সু-প্রদাশ মজুমদার বলেন, প্রতিবছরই ঠান্ডার সময় এ ধরনের রোগের রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এসময় ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যায় বেশী হয়ে থাকে। শিশু ও বয়স্কদের সাবধানে থাকতে হবে। আর একটু সচেতন হলেই আবহাওয়া পরিবর্তন জনিত রোগের থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : তালায় গাঁজা সেবনের অপরাধে এক যুবককে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হোসেন। গাঁজা সেবনকারী যুবক তালা উপজেলার রহিমাবাদ গ্রামের ইয়াছিন শেখের ছেলে খায়রুল ইসলাম (২৮)। গত শুক্রবার রাতে তালা কাচাবাজার এলাকা থেকে গাঁজা সেবনের সময় পুলিশ তাকে আটক করে। তালা থানার ওসি ছগির মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর ব্যুরো : মায়ানমারে নির্বিচারে মুসলমানদের গণহত্যা, নারী ও শিশু ধর্ষন এবং অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে শ্যামনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ জামে মসজিদ এর সামনে থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ করে চৌ-রাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়। সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের  উপদেষ্টা আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাসুদ রানাসহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। সমাবেশে বক্তারা অচিরেই মায়ানমারের মুসলমানদের গণহত্যা বন্দের দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি একতা যুব সংঘ আয়োজিত ৮ দলীয় নাইট সর্ট পিস নক আউট ক্রিকেট টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে হাজরাকাটি মাদ্রাসা মাঠে উক্ত টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা  আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য আক্কাজ আলী, তালা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ তুইন, তালা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী সেলিম হোসেন, আফজাল হোসেন, শেখ লিয়াকত হোসেন,তালা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম পল্টু। অনুষ্ঠান পরিচালানা করেন মাষ্টার মোঃ হাফিজুর রহমান বিশ্বাস ও মোড়ল আবুল কাশেম। শত শত দর্শক শীতের তিব্রতা উপেক্ষা করে খেলাটি উপভোগ করেন। খেলাটি বারুইহাটি ক্রিকেট একাদশ ও মাছিয়াড়া ক্রিকেট একাদশের মধ্যে হয়। বিজয়ী হন বারুইহাটি ক্রিকেট একাদশ। বিজয়ী দলের অধিনায়কের হতে খেলা শেষে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা ও পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্ভোধন করা হয়েছে। শনিবার বিকালে সোলাদানা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইকগাছা শিবসা ব্রিজের পাশে আদর্শ গ্রামের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান এস,এম,এনামুল হককে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথি ইউপি চেয়ারম্যান আদর্শ গ্রামে শেখ রফিকুল ইসলাম পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংবর্ধনা ও মসজিদের ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে ইউপি সদস্য আবুল কাশেম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিৎ কুমার সরদার, পৌর কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, বিএম আরেফিন আলী, আজিজুর রহমান লাভলু, যুবলীগ নেতা নূর মোহাম্মদ নুরুল, আজিজুল হাকিম, মোল্যা আনিছুল ইসলাম, শফিকুল ইসলাম, যুব স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক ইদ্রিসুর রহমান সানা, আব্দুল হান্নান গোলদার, আমজাদ হোসেন, শওকত গাজী, আজগার হোসেন সহ এলাকাবাসী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest