সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশদিনে ভোট, রাতে নয় আমার ভোট আমি দেব : আফরোজা আব্বাস অন্যায় কাজে কাউকে প্ররোচিত করবো না, উন্নয়নই হবে মূল লক্ষ্য : সাবেক এমপি হাবিবশোভনালীতে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন ডেস্ক উদ্বোধনআশাশুনির গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনজবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়ে নিতে গোলটেবিল সভাতালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সাংবাদিক সম্মেলনপুজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা: সাতক্ষীরার পুলিশ সুপারজলবায়ু পরিবর্তনে মানবাধিকার নিশ্চিতকরণে শ্যামনগরে এনগেজ প্রকল্পের অবহিতকরণ সভা

ক্রীড়া ডেস্ক: দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফরে একের পর এক চোট এলোমেলো করে দিয়েছে বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোস্তাফিজুর রহমান—চোটের তালিকা শুধু দীর্ঘই হয়েছে। নিউজিল্যান্ড সফর শেষ। আগামী মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের আগে চোটে পড়া খেলোয়াড়েরা সেরে উঠতে পারবেন তো? বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর আশা, আগামী মাসে ভারতের বিপক্ষে বহুল আলোচিত টেস্টের আগেই সেরে উঠবেন মুশফিক-ইমরুলরা। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্টে না থাকায় একটু আগেভাগেই দেশে চলে এসেছেন মুশফিক, ইমরুল ও মুমিনুল। তিনজনই দেশে এসে পুনর্বাসনপ্রক্রিয়া শুরুও করে দিয়েছেন। নিউজিল্যান্ড সফরে দুবার চোটে পড়েছেন মুশফিক। প্রথম ওয়ানডেতে রান আউট থেকে বাঁচতে গিয়ে চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। টেস্ট সিরিজে ফিরলেও ওয়েলিংটনে প্রথম ইনিংসে চোট পান আঙুলে। বাউন্সারের আঘাতে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে তাঁকে। মুশফিকের চোট নিয়ে দেবাশিস বললেন, ‘আঙুলে চোটের পর অস্ট্রেলিয়াতে এক্স-রে ও সিটি স্ক্যান করা হয়েছে। কোনো চিড় বা ফাটল পাওয়া যায়নি। যেহেতু আঙুলের চোট, ওখানে ব্যথা থাকবে। ওখানে বারবার বলের আঘাত লাগতে পারে বলে শুকাতেও সময় লাগবে। যেহেতু চিড় নেই, ধরে নিচ্ছি ব্যথা কমতে কয়েকটা দিন সময় লাগবে। ভারত টেস্টের আগে পুরোপুরি না হলেও ব্যথা অনেকটা কমে যাবে।’ ওয়েলিংটন টেস্টে বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন ইমরুল। বাঁহাতি ওপেনারকে নিয়ে ইতিবাচক খবরই শোনালেন বিসিবির চিকিৎসক, ‘ওর ব্যথাটা প্রায় কমে এসেছে। চোটের পর দু সপ্তাহ পেরোয়নি। আমরা ওকে এখনো বিশ্রাম ও কিছু ব্যায়াম দিয়েছি। ফিটনেসের অগ্রগতি দেখতে ৩১ জানুয়ারি আবারও কিছু পরীক্ষা করা হবে।’ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাঁজরে আঘাত পেয়েছিলেন মুমিনুল। ভারত টেস্টের আগেই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সেরে উঠবেন বলেই আশা দেবাশিসের, ‘সে দেশে ফিরে আসার পরে আমরা আবার স্ক্যান করেছি। কোনো চিড় বা গুরুতর কিছু নেই। যেহেতু পাঁজরের ব্যথা, সেরে উঠতে একটু সময় লাগে। কিছু ব্রিদিং ব্যায়াম ও ফিজিও থেরাপি দেওয়া হচ্ছে তাকে। ভারত সিরিজের আগেই আশা করি সেরে উঠবে।’ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হাত ফাটিয়ে মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ড ছেড়েছেন গলায় স্লিং বেঁধে। যেহেতু ভারতে কোনো সীমিত ওভারের ম্যাচ খেলবে না বাংলাদেশ, সেরে উঠতে মাশরাফি যথেষ্ট সময় পাচ্ছেন। বিসিবির চিকিৎসকের প্রত্যাশা, মার্চে শ্রীলঙ্কার সফরের আগে প্রস্তুত হবেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক, ‘মাশরাফির যে ইনজুরি, ৫-৬ সপ্তাহ সময় লাগে সেরে উঠতে। সে হিসেবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পার হয়ে যাবে। এর পর আমরা স্ক্যান করব। সব ঠিকঠাক থাকলে তার পুনর্বাসনের কাজ শুরু করব। শ্রীলঙ্কা সফরের জন্য তাকে প্রস্তুত করব।’ তবে মোস্তাফিজুর রহমানের কোনো চোট নেই বলেই জানালেন দেবাশিস, ‘মোস্তাফিজের নামটা কিন্তু আমাদের চোটের তালিকায় নেই। আমরা ধরেই নিচ্ছি ওর মারাত্মক চোট নেই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা (শ্যাডো কেবিনেট) থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। পার্লামেন্টে সরকারের আনা ব্রেক্সিট বিলের পক্ষে সমর্থন দেওয়ার জন্য লেবার পার্টির নেতা জেরেমি করবিন নির্দেশ জারি করেছেন। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন টিউলিপ। ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া টিউলিপ শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার (যা ব্রেক্সিট নামে পরিচিত) বিপক্ষে। টিউলিপই প্রথম কোনো সদস্য যিনি ব্রেক্সিটের বিরোধিতা করে ছায়ামন্ত্রী সভা থেকে পদত্যাগ করলেন। লেবার নেতা জেরেমি করবিনের উদ্দেশে লেখা পদত্যাগ পত্রে টিউলিপ বলেন, পার্লামেন্টে আনা ব্রেক্সিট বিলের পক্ষে ভোট দেওয়া হবে তার জন্য বিবেক বহির্ভূত কাজ। গণভোটে তাঁর নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ মানুষ ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়েছিল উল্লেখ করে টিউলিপ বলেন, এই বিলের পক্ষে ভোট দেওয়া তাঁর নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার শামিল হবে। ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়ে গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে বিল উত্থাপন করে সরকার। এদিন সকালেই লেবার দলের নেতা জেরেমি করবিন বিলটিকে সমর্থন দেবেন বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান। তখনই পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান টিউলিপ। যুক্তরাজ্যের রীতি অনুযায়ী মন্ত্রিসভা বা ছায়া মন্ত্রিসভায় থেকে কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ ২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার দলের এমপি নির্বাচিত হন। দলীয় এমপিদের বিদ্রোহের কারণে কিছুদিন আগে নতুন করে নেতৃত্বে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় লেবার নেতা জেরেমি করবিনকে। তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় নেতৃত্বে ফেরা করবিন তাঁর নতুন ছায়া মন্ত্রিপরিষদ গঠন করেন। যেখানে প্রথমবারের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান টিউলিপ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি। জেলা শিল্পকলা একাডেমির রেপটরি নাট্যদলের নাটক ‘বাঘে ধুরা মানুষ’ শুক্রবার সন্ধ্যায় ৬.১৫ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন শামীম পারভেজ। নিদের্শনায় জাহাঙ্গীর আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন। নাটকটি দেখার জন্য সকলকে আহ্বান জানিয়ে শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

স্বাস্থ্য ডেস্ক: সুস্থ শরীর সুস্থ জীবনের ইঙ্গিত দেয়। কিন্তু যেকোনো সময় আপনি ফুড পয়জনিংয়ের শিকার হতে পারেন আপনি৷ অনেকের ধারণা থাকে বাইরের খাবারে ফুড পয়জনিং হতে পারে। কিন্তু বাইরের খাবার না খাওয়ার পরেও হতে পারে এ সমস্যা৷ অনেক সময় বাড়ির রান্না করা খাবারে কিছু ভুলে হতে পারে ফুড পয়জনিং৷
সঠিক তাপমাত্রায় রান্না :
অনেক সময় বেশি তাপমাত্রায় রান্না করলে যদি মাংস পুড়ে যায় সেই ভয়ে আমরা কম তাপমাত্রায় রান্না করি৷ এ কাজটা প্রত্যেকের সঙ্গেই ঘটে থাকে৷ বিশেষত, এই ভুল মাইক্রোওয়েভে রান্নার ক্ষেত্রে বেশি হয়ে থাকে৷ সঠিক তাপমাত্রায় রান্না না করলে মাংসের মধ্যে থাকা জীবাণু ধ্বংস হয় না৷ ফলে তা খাদ্যের মাধ্যমে আমাদের শরীর অসুস্থ করে তোলে৷
স্লো-কুকারে হিমায়িত মাংস দেয়া :
ভীষণ ব্যস্ততার মধ্যে ক্রকপট সত্যিই প্রযুক্তির আশীর্বাদ স্বরূপ৷ রান্নার জন্য স্লো-কুকারে মাংস ও মশলা দিয়েই আমরা নিশ্চিন্ত হয়ে যাই৷ কিন্তু তাড়াহুড়োর চোটে রেফ্রিজারেটর থেকে মাংস বের করেই ক্রকপটে দিয়ে দেয়া অত্যন্ত ভুল কাজ৷ এক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রায় এলে তবেই তা স্লো-কুকারে দিন৷
ভালোভাবে পরিষ্কার না করা :
বাজার থেকে মাংস কিনে আনার পরই তা ভালো করে ধুয়ে পরিষ্কার পাত্রে রেখে রেফ্রিজারেট করুন৷ দোকানি আপনাকে কী রকম হাতে মুরগী কেটে দিচ্ছেন তা তো আপনার অজানা৷ ফলে নিজে পরিষ্কার থাকুন৷ মাংস রান্নার সময়ও পরিষ্কার ভাবে রান্না করুন৷ তাহলেই রোগজীবাণু ছড়াবার কোনো ভয় থাকে না৷
ঠাণ্ডা মাংস খাওয়া :
ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় এলে তা পরিবেশন করছেন? এ কাজটা প্রতিনিয়ত করছেন যা চরম ভুল। ফ্রিজ থেকে বের করে পরিবেশনের সময় ১৪০ ডিগ্রি তাপমাত্রায় গরম করে নিন৷ না হলে ফুড পয়জনিং-এর মতো সমস্যা হতেই পারে৷
মাংস অনেকক্ষণ ফ্রিজের বাইরে রাখা :
মাংস কখনও এক ঘণ্টার বেশি ফ্রিজের বাইরে রাখবেন না৷ তাহলে এতে রোগজীবাণু বাসা বাঁধে৷ তাছাড়া ধুলোবালিও পড়তে পারে৷ ফলে প্যাক করা মাংশ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান: ৩৮বিজিবির সদস্যরা গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২১ কোটি ৭হাজার ৮২২ টাকার মালামাল জব্দ করেছে। এ সময় বিজিবি সদস্যরা ৫৯জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৪৪টি (মালামালের মালিকসহ)। মালিক বিহীন আরো মামলা দায়ের করা হয়েছে ২ হাজার ৬২০টি। জব্দকৃতের মধ্যে ভারত থেকে আসার পথে ৭৪কোটি ২৯ লাখ ৯০ হাজার ৪’শ ৫৩ টাকার ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ৪৬ কোটি ৯৬ লাখ ১৭হাজার ৩৬৯ টাকার মালামাল। এদিকে, চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার বন্ধ, সীমান্তের মৃত্যুর সংখ্যা কমে আসাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দসহ বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে চলেছেন সাতক্ষীরা ৩৮বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন। বিশেষ অবদানের জন্য তিনি বিজিবি দিবসে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন। বিজিবি দিবসে বর্ডারগাড বাংলাদেশ মেডেল (বিজিবিএম) অপারেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরস্কার  তুলে দেন। সাতক্ষীরা ৩৮ বিজিবির পিআরও (তথ্য কর্মকর্তা) শামসুল আলম জানান, গত ২০১৬ সালে জানুয়ারি মাসে ৯ কোটি ২৯লাখ ৮২ হাজার ৬৪১টাকা, ফেব্রুয়ারি মাসে ১৩কোটি ৭০লাখ ৪ হাজার টাকা ও মার্চ মাসে ২ কোটি ৯৪ লাখ ৯৩ হাজার ১৮১ টাকা, এপ্রিল মাসে ১১ কোটি ১০লাখ  ৪৮হাজার ৭৩০টাকা, মে মাসে ৭কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৫৭০টাকা ও জুন মাসে ১ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ২০০টাকা। জুলাই মাসে ১৪ কোটি ৪৭লাখ ১০ হাজার ৩০টাকা, আগষ্ট মাসে ৫০ লাখ ৫৮ হাজার ৮৮০টাকা, সেপ্টম্বর মাসে ৮কোটি ৫১ লাখ ১৯ হাজার ৮৯৫টাকা, অক্টোবর মাসে ২কোটি ১৯লাখ ৭৯ হাজার ৭০০টাকা, নভেম্বর মাসে ১ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৬৪০টাকা ও ডিসেম্বর মাসে ১ কোটি ৮৭ লাখ ৪ হাজার ২৩০টাকার মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, শাড়ি, থ্রী-পিচ, শার্টের পিচ, লবন, ফেনসিডিল, গাজা, সাইকেল, রসুন, চামড়া, শাখা, শ্যাম্পু, পান, মদ, সোনা, রুপা, লবণ, মটরসাইকেল, সাইকেল পার্টস, চন্দন  কাঠ, আঙ্গুর, কমলা, প্রসাধনিসামগ্রী, গরুরগোস্ত, স্লাব, পাথর, জিরাসহ শতাধিক আইটেমের পণ্য। সাতক্ষীরা সীমান্তের চন্দনপুর, হিজলদি, মাদরা, ভাদিয়ালি, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, তলুইগাছা, কুশখালি, বৈকারি, ভোমরা, কলারোয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত পণ্য জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: আরমান হোসেন জানান, গত ১বছরে ১’শ ২১কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। মাদক উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ। আটক করা হয়েছে ৫৯ জন চোরাকারবারিকে। ৪৪ জনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার ও মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা সকল সময় তৎপর রয়েছে। মাদক পাচারকারিদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। সীমান্ত এলাকায় অপরাধ ও আইন শৃংখলা রুখতে যা যা করা প্রয়োজন বিজিবি সেই পদক্ষেপ গ্রহণ করবে। চোরাচালান, মাদক পাচার রোধে এলাকায় সভা, সমাবেশ, খেলাধুলাসহ বিভিন্ন প্রচার প্রচারনা চালানো হচেছ। মাদক, চোরাচালান রোধে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষসহ সকলের সহযোগিতা কমনা করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

img_20170125_122506-copy-large
বুধহাটা প্রতিনিধি: বুধহাটা এন,এস,মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় বিদ্যালয় হলরুমে এই বিদায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ বাবু চিত্তরঞ্জন ঘোষ। শিক্ষক আব্দুল ওয়াদুদ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান, মর্জিনা খাতুন, মেহেরুন খাতুন,জহির আলিম, সন্দ্বীপ দাশ, আহসান উল্ল্যাহ লেলিন, শারমিন সুলতানা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1480997113নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পালিয়ে থাকা ২ বছরে সাজা প্রাপ্ত আসামিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।  মঙ্গলবার দিবাগত রাতে শ্যামগনরের গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি গোবিন্দপুর গ্রামের দিরাজতুল্লার ছেলে রফিকুল ইসলাম। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রফিকুল ইসলাম চিটিং মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার নিজস্ব বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc05575-large-copyনিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রাহমতউল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলিমের নির্দেশে মঙ্গলবার বিকালে আমতলাস্থ হালিমা খাতুন শিশু সদনের এ দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি শের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোদাচ্ছেরুল হক হুদা, জেলা বিএনপির শাহীনুর রহমান, নুরে আলম সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, সদর থানা ছাত্রদলের আনারুল ইসলাম, সাইফুল ইসলাম বাবুল, ফারুক, সোহেল, ইসমাইল, আল মাসুম রাজ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সকলের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest