সাতক্ষীরা সংবাদদাতা: ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুস ছাত্তার (৫৫) ক্যান্সার জনিত রোগে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুর খবর শুনে বড় ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ মোজাফফর হোসেন (৬৫) হার্ট এ্যাটাক করে তিনিও মৃত্যুবরণ করেন। তাদের দুই ভাইয়ের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আসর নিজ গ্রাম আশাশুনি উপজেলার দরগাহপুরে দুই ভাইয়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


নিজস্ব প্রতিবেদক: ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ডিস্ট্রিবিউটর এনএস ইন্টারন্যাশনাল, নন্দরানী টেলিকম ও রাবেয়া ফর্মেসীর আয়োজনে পশ্চিম সুন্দরবনের কলাগাছি টুরিস্ট স্পটে বার্ষিক প্রীতিভোজ ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কৃতি সন্তান ও দেশের খ্যাতিমান অভিনেতা-নির্মাতা তারিক আনাম খান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লীতে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাহফিজুল ইসলাম আককাজ : মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুঁদে চিত্র শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। তিনটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী এম.এ জলিল প্রমুখ। মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শন করা হবে।
ডেস্ক: চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের আরিফিন শুভ, পূর্ণিমা, ভারতের প্রসেনজিৎ ও পাওলি দাম।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মো. নজরুল ইসলাম এর বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন তারা। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সহ সভাপতি আকরাম আলী, সম্পাদক আব্দুল খালেক, সদস্য তাজমুল হুদা মিন্টু, হাফিজুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. হজ্জাতুল ইসলাম, মো. বাবুল হোসেন ও মো. আব্দুল মান্নান প্রমুখ।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছত্রছায়ায় কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। কোচিং বাণিজ্য বন্ধের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর দরখাস্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লাসের নামে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোচিং বাণিজ্যের রমরমা বাণিজ্য চলছে। কোচিং ক্লাস থেকে বাড়ি চলে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস করছেনা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকরা। উল্লেখ্য যে, কয়েকজন শিক্ষক ব্যবহারিক নাম্বার দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের কোচিংএ পড়তে বাধ্য করছে। শিক্ষক দীপক কুমার হোড়, জাহাঙ্গীর আলম, মঈনুল ইসলাম, ছরোয়ার হোসেনসহ কয়েকজন
শিক্ষক এতে জড়িত। প্রতিদিন সকাল ৭টা থেকে ক্লাসের সময় বাদে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যালয়ের ভিতরের বিষয় প্রতি ২০০ টাকা হারে নিয়ে চালানো হচ্ছে এ কোচিং বাণিজ্য। সূত্রে জানা যায়, দীপক স্যার প্রতি ব্যাচে ৬৫-৭০ জন পর্যন্ত পড়িয়ে এবং বিজ্ঞান বিভাগের ছাত্রদের কাছ থেকে প্রতিমাসে ৬০০ টাকা করে নিচ্ছে। প্রত্যেক শিক্ষক ১ টা করে দরখাস্ত শিক্ষার্থীদের দিয়ে অভিভাবকদের সই করিয়ে রাখা হয়েছে তাতে প্রধান শিক্ষকের কোন স্বাক্ষর নেই। এমনকি ব্যাংকে হিসাব থাকা ও রশিদের মাধ্যমে টাকা আদায় করে ১০% টাকা স্কুলের উন্নয়ন খাতে জমা দেওয়ার বিধান থাকলেও সে সব কোন নিয়মের তোয়াক্কা করা হয়নি।
স্পোর্টস ডেস্ক: দু’দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে স্পষ্ট। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের দুয়ার বন্ধ রয়েছে বহুদিন ধরে। এমনকি আইসিসির কাছে ভারত অনুরোধ করেছে, কোনো টুর্নামেন্টে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে তাদের না রাখা হয়।