সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালায় বিশ^ ভালবাসা দিবসে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে কথিত প্রেমিক ইমরান খান (১৭) নামের এক বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ঘোনা গ্রামের মনিরুদ্দীন খানের পুত্র। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এ রায় প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত বখাটে ইমরান খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর প্রতিনিধি: ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ Ñএই স্লোগানে পালিত হলো সুন্দরবন দিবস। মঙ্গলবার সকাল ১০ টায় সুন্দরবনের পাদদেশে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিক যৌথভাবে এ আয়োজন করে। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় যুব উদ্যোগ ও জনসচেতনতার উপর গুরত্বারোপ করেন বক্তারা। প্রায় অর্ধশতাধিক যুবক-যুবতী সুন্দরবন সুরক্ষার শফথ বাক্য পাঠ করেন।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দৈনিক পত্রিকা প্রথম আলো। ‘এক্সিকিউটিভ, এসইও’ (দুজন) এবং ‘এক্সিকিউটিভ, বিজনেস ইন্টেলিজেন্স’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘বিক্রয় প্রতিনিধি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সিটি কলেজ অধ্যক্ষ এবার সুপারিশ করেছেন বিধিবর্হির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের এমপিওভূক্তির জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা না মেনে অবৈধ সুবিধা নিয়ে তিনি এধরনের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় ওই শিক্ষকের এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাশ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর ২০১৪ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগের ১ম শিক্ষক অবসরে যাওয়ায় বিভাগে একটি পদ শূন্য হয়। ২য় শিক্ষক হিসাবে সেখানে রয়েছে বিধান চন্দ্র দাশ। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষামন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে প্যার্টানভুক্ত পদ শূন্য হলে উক্ত পদে এমপিওভুক্তির ক্ষেত্রে পূর্বে নিয়োগকৃত শিক্ষকরা পদায়ন পেয়ে এমপিও ভূক্তি হবেন। কিন্তু সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ আবু সাঈদ কলেজের হিসাববিজ্ঞান বিভাগে সৃষ্ট পদে ৩ জন শিক্ষক থাকা স্বত্বেও ২০১৫ সালের ৩ আগস্ট শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেন। ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে একই সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। যার নং ৯০৮১/২০১৫।
হাইকোর্ট উক্ত আবেদনটি আমলে নিয়ে ওই বিজ্ঞপ্তির উপর ৬ মাসের জন্য স্টে প্রদান করেন। এরপর অধ্যক্ষ আবু সাঈদ উক্ত রিট পিটিশনের বিপরীতে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে ২০১৫ সালের ৩ নভেম্বর ২০০২ নং মামলা করেন। উক্ত মামলায় রিট পিটিশন আদেশটির শুনানি ২০১৬ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্থাগিত রাখেন। ৩১ জানুয়ারি’১৬ তারিখে সুপ্রীম কোর্ট অ্যাপিলেট বিভাগে শুনানি অন্তে ৩০০২ মামলাটি খারিজ করে দেন এবং ৯০৮১ নং মামলাটি হাইকোর্টে শুনানির নির্দেশ দেন। হাইকোর্টের ৯০৮১ নং মামলাটি শুনানির জন্য চলমান আছে মর্মে ৫সেপ্টেম্বর ও ২৯ সেপ্টেম্বর’১৬ তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করলেও সিটি কলেজের অধ্যক্ষ এই সেটি অমান্য করে অবৈধভাবে ৪ ডিসেম্বর’১৬ তারিখে হিসাব বিজ্ঞান বিভাগে রুনা লাইলাকে নিয়োগদান করান। এছাড়া বর্তমানে তথ্য গোপন করে সম্পূর্ণ অবৈধভাবে তাকে এমপিও ভূক্তির চেষ্টা চালাচ্ছেন অধ্যক্ষ আবু সাঈদ। এতে করে দীর্ঘ ৭ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক বিধান চন্দ্র দাস। এঘটনায় হতাশা প্রকাশ করেছেন ওই শিক্ষক বিধান চন্দ্র। অন্যদিকে সিটি কলেজটির অধ্যক্ষ আবু সাঈদ দায়িত্ব নিয়ে কলেজের একাডেমিক পরিবেশের প্রতি মনোযোগ না দিয়ে একের পর এক নিয়োগ বাণিজ্যে মেতেছেন। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। অর্থের বিনিময়ে নাশকতা মামলার আসামি জামাত নেতাদেরও এমপিওভুক্তির সুপারিশ করেছেন তিনি। তবুও অজানা কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অবিলম্বে অধ্যক্ষ কর্তৃক অবৈধভাবে এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের বিধান চন্দ্র দাশ।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মীর মনিরুল ইসলাম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুর রশীদ ও বৃটিশ চন্দ্র রায়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম.এ খালেক, পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: ইভটিজিংয়ের অপরাধে আকাশ (২২) নামে এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, সোমবার দুপুরে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে একই গ্রামের মো. আব্দুল করিম খানের ছেলে মো. আকাশ (২২) স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে প্রবেশ করে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীতাহানীর চেষ্টা করে। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির টিএসআই আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছলে বিদ্যালয় কর্তৃপক্ষ বখাটে আকাশকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন (সজল) বাংলাদেশ দ-বিধি ৫০৯ ধারার অপরাধ দোষী সাবস্ত করে বাখাটে যুবক আকাশকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন এবং জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রেস বিজ্ঞপ্তি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে দৈনিক সমকাল এর সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতন তথা সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।