সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা‌র গণমাধ্যমকর্মীদের নিয়ে‌ পিআইবির দুই দিনের নির্বাচনকালীন প্রশিক্ষণসাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তাসাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতাসাতক্ষীরায় তারেক রহমানের ৮ দফার লিফলেট ছড়িয়ে দিল ‘আমরা বিএনপি পরিবার’সাতক্ষীরায় রাইচ মিলের কালো ধোঁয়া ও বর্জ্যে অতীষ্ট এলাকাবাসী: ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় মাদক এবং মাদক বিক্রির অবৈধ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতারতালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিতআশাশুনিতে হাইকোর্টের রিট পিটিশন মামলার তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

benh-tim-machসাতক্ষীরা সংবাদদাতা: ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাই হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক শেখ আব্দুস ছাত্তার (৫৫) ক্যান্সার জনিত রোগে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুর খবর শুনে বড় ভাই সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ মোজাফফর হোসেন (৬৫) হার্ট এ্যাটাক করে তিনিও মৃত্যুবরণ করেন। তাদের দুই ভাইয়ের মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বাদ আসর নিজ গ্রাম আশাশুনি উপজেলার দরগাহপুরে দুই ভাইয়ের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

16711870_1422784001087107_1514594816850312206_nweb-01নিজস্ব প্রতিবেদক: ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ডিস্ট্রিবিউটর এনএস ইন্টারন্যাশনাল, নন্দরানী টেলিকম ও রাবেয়া ফর্মেসীর আয়োজনে পশ্চিম সুন্দরবনের কলাগাছি টুরিস্ট স্পটে বার্ষিক প্রীতিভোজ ও আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন রকেট এর সাতক্ষীরার এরিয়া ম্যানেজার মো. আলতাফ হোসেন, এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার মো. মনির হোসেন, সেলস ম্যানেজারগণ, ডিএসআর, এসডিএসআর ও সুপারভাইজারগণ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

tariqঅনলাইন ডেস্ক: সাতক্ষীরার কৃতি সন্তান ও দেশের খ্যাতিমান অভিনেতা-নির্মাতা তারিক আনাম খান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লীতে নেয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গত ১৪ ফেব্রুয়ারি একটি নাটকে শুটিং করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার সকালে তাকে দিল্লীতে নেয়া হয়েছে।
পুরোপুরি সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগবে বলেও পারিবারিক সূত্রে জানা গেছে। এই জনপ্রিয় অভিনেতার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন  পরিবারের সদস্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

webমাহফিজুল ইসলাম আককাজ : মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুঁদে চিত্র শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। তিনটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী এম.এ জলিল প্রমুখ। মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1091565556_1487313965ডেস্ক: চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের আরিফিন শুভ, পূর্ণিমা, ভারতের প্রসেনজিৎ ও পাওলি দাম।

চিত্রনায়ক আলমগীর জানিয়েছেন, শুভ ছাড়া ছবিতে বাকি তিনজনের আনুষ্ঠানিক চুক্তি হয়নি এখনো।

তিনি আরো বলেছেন, ‘যৌথ প্রযোজনার বিষয়টি চুক্তি হয়েছে। পাওলি দাম ও প্রসেনজিতের বিষয়টি দেখছে এসকে মুভিজ। প্রযোজনা প্রতিষ্ঠানটি দুজনেরই শিডিউল দিয়েছে আমাকে। পূর্ণিমার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত। চুক্তি সময়ের ব্যাপার।’

ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হবে ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্টের।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

5555মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সকালে মো. নজরুল ইসলাম এর বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন তারা। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিকলীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও টেম্পু মালিক সমবায় সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সহ সভাপতি আকরাম আলী, সম্পাদক আব্দুল খালেক, সদস্য তাজমুল হুদা মিন্টু, হাফিজুর রহমান, মো. আলতাফ হোসেন, মো. হজ্জাতুল ইসলাম, মো. বাবুল হোসেন ও মো. আব্দুল মান্নান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3333মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছত্রছায়ায় কোচিং বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। কোচিং বাণিজ্য বন্ধের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর দরখাস্ত করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত ক্লাসের নামে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে কোচিং বাণিজ্যের রমরমা বাণিজ্য চলছে। কোচিং ক্লাস থেকে বাড়ি চলে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা স্কুলের ক্লাস করছেনা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকরা। উল্লেখ্য যে, কয়েকজন শিক্ষক ব্যবহারিক নাম্বার দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক তাদের কোচিংএ পড়তে বাধ্য করছে। শিক্ষক দীপক কুমার হোড়, জাহাঙ্গীর আলম, মঈনুল ইসলাম, ছরোয়ার হোসেনসহ কয়েকজনimages শিক্ষক এতে জড়িত। প্রতিদিন সকাল ৭টা থেকে ক্লাসের সময় বাদে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যালয়ের ভিতরের বিষয় প্রতি ২০০ টাকা হারে নিয়ে চালানো হচ্ছে এ কোচিং বাণিজ্য। সূত্রে জানা যায়, দীপক স্যার প্রতি ব্যাচে ৬৫-৭০ জন পর্যন্ত পড়িয়ে এবং বিজ্ঞান বিভাগের ছাত্রদের কাছ থেকে প্রতিমাসে ৬০০ টাকা করে নিচ্ছে। প্রত্যেক শিক্ষক ১ টা করে দরখাস্ত শিক্ষার্থীদের দিয়ে অভিভাবকদের সই করিয়ে রাখা হয়েছে তাতে প্রধান শিক্ষকের কোন স্বাক্ষর নেই। এমনকি ব্যাংকে হিসাব থাকা ও রশিদের মাধ্যমে টাকা আদায় করে ১০% টাকা স্কুলের উন্নয়ন খাতে জমা দেওয়ার বিধান থাকলেও সে সব কোন নিয়মের তোয়াক্কা করা হয়নি।
এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক  বলেন, অভিযোগটি আমি এখনও দেখেনি। শিক্ষানীতিমালা অমান্য করে কোচিং করলে অভিযোগ তদন্ত সাপেক্ষে ঐসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম বলেন, কোচিং বাণিজ্যের অভিযোগটি শুনেছি যখন। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ধরনের কোচিং বাণিজ্য চলতে থাকলে শিক্ষার মান ভেঙে পড়বে বলে মনে করছে অভিভাবক ও সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1-1স্পোর্টস ডেস্ক: দু’দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে স্পষ্ট। ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের দুয়ার বন্ধ রয়েছে বহুদিন ধরে। এমনকি আইসিসির কাছে ভারত অনুরোধ করেছে, কোনো টুর্নামেন্টে যেন পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে তাদের না রাখা হয়।

পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ তো খেলবেই না ভারত। কখনও আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হওয়ার সম্ভাবনাও মুছে দেয়ার পরিকল্পনা নিয়ে রেখেছে তারা।

কিন্তু ভারত না চাইলেও অনূর্ধ্ব-২৩ ক্রিকেটে বাংলাদেশেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কক্সবাজারে ১৫ মার্চ শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২৩ ইমার্জিং ট্রুফিতে মুখোমুখি হবে ক্রিকেটে সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ।

আট দলকে নিয়ে এ টুর্নামেন্টে এশিয়ার চার টেস্টখেলুড়ে দেশের সঙ্গে খেলবে আরও চারটি এশিয়ান অ্যাসোসিয়েট দেশ আফগানিস্তান, হংকং, নেপাল ও আরব আমিরাত। অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের নিয়ে এ টুর্নামেন্ট হলেও প্রতিটি দেশই তাদের জাতীয় দল থেকে চারজন করে ক্রিকেটার রাখতে পারবে। তাদের বয়স যতই হোক।

১৫ মার্চ শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৬ মার্চ পর্যন্ত। তবে এখন পর্যন্ত সূচি তৈরি হয়নি। তাই নির্ধারিত হয়নি কবে তারা মুখোমুখি হবে। সূচি নির্ধারিত হলেই হয়তো ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া নিয়ে উত্তেজনা শুরু হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest