
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সাথে ফুলের শুভেচ্ছা এবং মতবিনিময় করেছে জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। রোববার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য শেখ আব্দুল কাদের, আনোয়ার হোসেন আনু, আবুল কাশেম বাবর আলী, স.ম সেলিম রেজাসহ নেতৃবৃন্দ।



সেলেব্রিটি ইমেজ, উঠতি বয়সসহ বিভিন্ন কারণেই ক্রিকেটাররা স্ক্যান্ডালে জড়াচ্ছেন বলে সমাজবিজ্ঞানী ও সাবেক ক্রিকেটাররা মনে করছেন। করণীয় হিসেবে তারা বলেছেন, নতুন যারা ক্রিকেটে আসছেন তাদেরকে শেখাতে হবে কীভাবে দেশকে প্রতিনিধিত্ব করা যায়। ওরিয়েন্টেশনের মাধ্যমে নৈতিক শিক্ষা সর্ম্পকে ধারণা দিতে হবে।
গত ১৩ জানুয়ারি শুক্রবার দিনগত রাতে সাতক্ষীরা শহরের রাধা নগর সড়কে নিউ আধুনিক জুয়েলার্সে দূঃসাহসিক চুরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখা। রোববার দুপুরে শহরের শহিদ নাজমুল স্মরণি রোডস্থ খান মার্কেটের সামনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুকুমার দাস, মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড. অনিত মুখার্জী, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলু, প্রাক্তন সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সাংগঠনিক সম্পাদক গৌরপদ রায়, দপ্তর সম্পাদক রায় দুলাল চন্দ্র, স্বর্ণ শ্রমিক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মজুমদার প্রমুখ।
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমন হত্যার ঘটনায় আটক তিনজনকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অতিরিক্ত ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ওজন। তবে হাতের নাগালেই আছে এর মহৌষধ। দামেও খুব বেশি না। বলছিলাম নারিকেলের কথা। সহজলভ্য এই ফলটি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সহায়ক হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগে নারীদের অধিকারসহ অন্যান্য নাগরিক অধিকার ঝুঁকির সম্মুখিন বলে শঙ্কিত অসংখ্য মানুষ। তাই শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বেই ট্রাম্পকে নিয়ে ভীতি রয়েছে। সেই ভীতি যে কতটা প্রবল তার নজির রাখলো বিশ্ববাসী।