কবিরুল ইসলাম: সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আফজাল হোসেন মারুফ (৩৮)। গত ১০জানুয়ারি ২০১৭ তারিখে সদর উপজেলার আলিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক, সহ-সভাপতি আব্দুস সোবহান, সম্পাদক মোঃ মগরেব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ অজিয়ার রহমান, আব্দুর রশিদ, রেজাউল করিম মিঠু। এছাড়াও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অলিউর রহমান সুমন, যুগ্ম-আহবায়ক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম সহ ওয়ার্ড আওয়ামীলীগের নের্তৃবৃন্দ।



আশাশুনি ব্যুরো: আশাশুনি কলেজকে জাতীয়করণ করায় কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা আনন্দ র্যালি, মিষ্টি বিতরণ ও আলোচনা সভা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার ১০/১/১৭ তাং ৩৭.০০.০০০০.০২.০১৭.২০১৫-০১ নং স্মারকে আশাশুনি কলেজকে জাতীয়করণের পত্রজারী করে। সিনিঃ সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত পত্রে “মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আশাশুনি কলেজ ৯ জানুয়ারি ২০১৭ হতে জাতীয় করণ করা হলো” মর্মে জানান হয়েছে। খবর প্রাপ্তির পর বুধবার সকাল ১০.৩০ টায় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিনকে কলেজের শিক্ষকমন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী ও ছাত্রছাত্রীরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ অভিভাবকদের সমন্বয়ে বিশাল একটি আনন্দ র্যালি বের করা হয়। কলেজ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক, বাজার ও উপজেলা পরিষদ চত্বর হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। ব্যান্ডপার্টি বাদ্যসহকারে র্যালির সামনে ভ্যানে করে মিষ্টির ডালি নিয়ে সর্বস্তরের মানুষকে মিষ্টিমুখ করা হয়। পরে কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে সভায় গভর্নিং বডির সদস্য অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, অধ্যাপক সুশীল কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক: “উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও বর্ণাঢ্য আয়োজনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে মিলন মেলায় পরিণত হয়েছে সাতক্ষীরার উন্নয়ন মেলা। সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষ মেলার বিভিন্ন স্টলে সামনে গিয়ে সেবার কার্যক্রম দেখছে এবং শুনছে। এক নজরে সাতক্ষীরার উন্নয়নের খতিয়ান দেখছে। সাতক্ষীরার ভূমি উন্নয়ন কর, মিউটেশন করতে কত দিন সময় লাগে, কত টাকা খরচ হয়। এবিষয়ে ভূমি উন্নয়ন কর্মকর্ত কান্তি বাবু জানান, সাধারণ মানুষের মধ্যে ব্যপক সাড়া পড়েছে। গত দুই দিনে মানুষ উদ্বুদ্ধ হয়ে দেড় লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। এদিকে ব্যাংকার্স ফোরাম, সাতক্ষীরার স্টলের সামনে মানুষের ভিড়। এখান থেকে মানুষ ব্যাংকের সেবাসমূহ জানতে পারে। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ নাছিম হাসান জানায় ব্যাংকিং সেবা আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। দশ টাকায় হিসাব, বিনা সুদে কৃষি ঋণ, জনতা ব্যাংক এ মেলায় ৫০ হাজার টাকা গাভি ঋণ বিতরণ করেছে। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কর বিভাগ, এল,জি,আর,ডি, সড়কও জনপদ, পৌরসভা, আই,টি বিভাগ, ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ৭৭টি স্টল তাদের বিভিন্ন সেবাসমুহের লিফলেট, ফেস্টুনের পষড়া সাজিয়ে বসে আছে। মেলায় প্রতিদিন সেমিনার, লোক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভিডিও চিত্রে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী শেষ হয়েছে। এতে জাতীয় উন্নয়নের পাশাপাশি সাতক্ষীরার উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হবে।