সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

_92949717_kolkata_tipu_sultans_mosque3অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্বন্ধে কটূক্তি করার অভিযোগে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিকে ঢিল মেরে বাংলা ছাড়া করার ফতোয়া দিয়েছেন কলকাতার এক ইমাম।
পশ্চিমবঙ্গের বিধায়ক এবং বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি মন্তব্য করেছিলেন যে যদি তারা চাইতেন, তাহলে মমতা ব্যানার্জীর ‘চুলের মুঠি ধরে’ দিল্লি থেকে বার করে দিতে পারতেন ।
নরেন্দ্র মোদীর নোট বাতিল ঘোষণার বিরুদ্ধে পর পর কয়েকবার দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সে প্রসঙ্গেই বিজেপি নেতা ঐ বক্তব্য দেন।
মি. ঘোষের ওই মন্তব্যেই ক্ষিপ্ত হয়ে কলকাতার বহু পুরনো টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতি এক সংবাদ সম্মেলন ডেকে তার ঐ ফতোয়া ঘোষণা করেন।

পরে মি. বরকতিবলেন, “পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন নারী। তার সম্বন্ধে যে কথা দিলীপ ঘোষ বলেছেন, তার বিরুদ্ধেই আমি ফতোয়া জারি করেছি। উনাকে ছোট ছোট পাথর বা ঢিল ছুঁড়ে বাংলার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছি ওই ফতোয়ায়। নারীদের প্রতি অসম্মানের এটাই সাজা হওয়া উচিত।”

কলকাতার টিপু সুলতান মসজিদ একটি প্রাচীন মসজিদ এবং সেখানকার শাহী ইমাম মি. বরকতির যথেষ্ট প্রভাব আছে মুসলমান সমাজের ওপরে। তবে তিনি মাঝে মধ্যেই রাজনৈতিক মন্তব্যও করে থাকেন। ঘটনাচক্রে মি. বরকতি যখন এই ফতোয়ার ঘোষণা দেন, সে সময়ে তার পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ইদ্রিস আলি।

“মমতা ব্যানার্জীর মতো একজন ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদ, সৎ জীবনযাপন করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি, তার সম্বন্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তাতে তো প্রশ্ন ওঠে মি. ঘোষ রাজনৈতিক নেতা নাকি গুণ্ডা?” প্রশ্ন শাহী ইমামের।

এই ফতোয়া জারির বিষয়ে অনেকবার চেষ্টা করেও বিজেপি-র রাজ্য সভাপতি মি. দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা যায় নি। তবে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “মি. বরকতির জানা উচিত এখানে শরিয়তের আইন চলে না। পাথর ছুঁড়ে শাস্তি দেওয়ার রীতি পশ্চিমবঙ্গে নেই বা তাঁর অনুগামীদের ক্ষমতা থাকে, তাহলে একটা পাথরও ছুঁড়ে দেখুন না তাঁরা! বাংলার মানুষ ওই পাথরের পরিবর্তে কেউ রসগোল্লা ছুঁড়বে না।”

মি. ভট্টাচার্য বলেন, তার দলের রাজ্য সভাপতি মমতা ব্যানার্জীর সম্বন্ধে যে মন্তব্য করেছেন, তার রাজনৈতিক বিরোধিতা হতেই পারে, কিন্তু তার জন্য মানুষকে উস্কানি দেওয়া যায়না।
টিপু সুলতান মসজিদের শাহী ইমামের গ্রেপ্তার দাবী করেছেন মি ভট্টাচার্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_92952294_mikhail_gorbachevঅনলাইন ডেস্ক:অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচফ বলেছেন, রক্তাক্ত এক গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পরমাণু অস্ত্রধর একটি দেশে বিপজ্জনক রক্তপাত এড়াতে ২৫ বছর আগে তিনি ক্ষমতা ছেড়েছিলেন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার সময় তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট।
২৫ বছর পর গুরুত্বপূর্ণ সেই অধ্যায় সম্পর্কে মস্কোতে বিবিসির সংবাদদাতা স্টিভেন রোজেনবার্গের সাথে কথা বলেন মি গর্বাচফ।
শীতল যুদ্ধ শেষ করার জন্য সে সময় পশ্চিমাদের বাহবা কুড়িয়েছিলেন এই নেতা। তাকে নোবেল শান্তি পুরকার দেওয়া হয়। স্ন্কিন্তু এখন তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার জন্য অনুশোচনা করেন।
“সেটি ছিল অভ্যুত্থান…বিশ্বাসঘাতকতা…অপরাধ। দেশকে গৃহযুদ্ধের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের মত একটি পারমানবিক অস্ত্রধারী দেশে ক্ষমতার লড়াই, বিভেদ কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি তা কল্পনাও করতে পারবেন না…অমি রক্তপাত এড়াতেই পদত্যাগ করেছিলাম।”
৮৫ বছরের মি গার্বাচফ এখন পশ্চিমা বিশ্বের কড়া সমালোচক হয়ে উঠেছেন।
তিনি বলেন, তিনি নিশ্চিত ভ্লাদিমির পুতিনকে দুর্বল করার জন্য পশ্চিমা দেশগুলো উঠেপড়ে লেগেছে।

“পশ্চিমা সংবাদমাধ্যমগুলোকে এ ব্যাপারে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিশ্চিত বিবিসিকেও সেই নির্দেশ দেওয়া হয়েছে .. তারা পুতিনকে ক্ষমতা থেকে সরাতে চায়।”

মি গর্বাচফ বলেন, পশ্চিমাদের এই নীতির কারণেই পুতিন দিন দিন রাশিয়ানদের কাছে জনপ্রিয় হচ্ছেন। “৮৬ শতাংশ মানুষ পুতিনকে সমর্থন করেন।”

মি পুতিন কি কখনো কোনো পরামর্শের জন্য তার দ্বারস্থ হন? এই প্রশ্নে মি গার্বাচফ বলেন, “সে (পুতিন) সব কিছু জানে.. আসলে সব মানুষই তার মত করে কাজ করতে চায়।”

তার হাত দিয়েই সোভিয়েত ইউনিয়ন শেষ হয়েছিলো, কিন্তু এখনো ঘরে বসে সোভিয়েত আমলের পুরনো গান শোনেন মিখাইল গর্বাচফ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1481608776অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে মজার মানুষটি কে? প্রশ্নটি করলে তালিকার প্রথমেই আসবে কৌতুক অভিনেতা হারিছ ইসকান্দারের নাম।

ফিনল্যান্ডের লেভিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘বিশ্বের সবচেয়ে মজার মানুষ’ প্রতিযোগিতার এ বছরের জন্য সেরা তকমাটি গায়ে লাগিয়েছেন মালয়েশিয়ার হারিছ ইসকান্দার।

এ বিষয়ে ইসকান্দার বলেন, ‘এটা আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমার কাজ হলো জীবনের মজার দিকগুলোকে খুঁজে বের করা। আর তা কৌতুকের মাধ্যমে তুলে ধরা।’

‘আমি মনে করি পশ্চিমা বিশ্ব এখন একজন এশিয়ান কৌতুক অভিনেতার কণ্ঠ শুনতে প্রস্তুত আছে। আমার রয়েছে মালয়েশিয়ার কণ্ঠ ও কৌতুকের ভঙ্গি।’

বিশ্বের সেরা মজার ব্যক্তিত্ব খেতাবটি নিজের ঘরে তুলে নিতে ইসকান্দারকে টপকাতে হয়েছে সেরা চার প্রতিদ্বন্দ্বীকে। অনলাইনে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে সবেচেয়ে মজার মানুষকে। ইসকান্দারকে জয়ী করার জন্য তাঁর ভক্তরা সময় পেয়েছেন মাত্র ২৪ ঘণ্টা।

তবে বিশ্বকে হাসানোর পাশাপাশি নিজেও হাসছেন ইসকান্দার। কারণ প্রাইজ মানি হিসেবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পুরো ১ লাখ ডলার যোগ করে নিয়েছেন তিনি। এ ছাড়া কৌতুক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণও পেয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_92949711__92945977_burma1216_mapb-01ডেস্ক: স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়া পিক নামে একটি রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্‌ ওয়াচ (এইচআর ডব্লিউ) বলছে বার্মিজ সৈন্যরাই গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।
ছবিতে দেখা গেছে গ্রামটি যখন জ্বলছিলো, তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিলো।
এইচআরডব্লিউ বলছে, ছবিতে প্রমাণিত হয়েছে যে আগুন দেয়ার সময় সেনাবাহিনী সেখানে ছিলো।
এইচআরডব্লিউ এই নিয়ে তৃতীয়বারের মত রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করলো।
কিন্তু মিয়ানমার সরকার সবসময় বলছে, সৈন্যরা নয় বরঞ্চ রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।
এইচআরডব্লিউ’র এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস্‌ বলছেন, “এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়া পিকের ৩০০ বাড়ি এক মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা সেটা বসে বসে দেখলো।”
তিনি বলেন, “স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন, তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিৎ।”
এইচআরডব্লিউ’র সর্বশেষ এই বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইছে, মিয়ানমার সরকারের একজন মুখপাত্র জ ঠেই বলেছেন রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে, সুতরাং এখন তারা কোনো মন্তব্য করবেন না।
সরকারি একটি তদন্ত দল পাঁচদিন ধরে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা গ্রামগুলো সফর করেছে। জানুয়ারির শেষ দিকে তারা তাদের তদন্ত রিপোর্ট দেবে বলে আশা করা হচ্ছে।
অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনা অভিযানের পর ২৭,০০০ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ক্রীড়া ডেস্ক: দিবারাত্রির টেস্ট। ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজের একটি ম্যাচ খেলা হবে ফ্লাডলাইটের আলোয়, গোলাপি বলে।শুরুতে সবার মধ্যেই কিছুটা সন্দেহ-সংশয় থাকলেও এখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে দিবারাত্রির টেস্ট। সেই ধারাবাহিকতায় পরবর্তী অ্যাশেজ সিরিজেও ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলতে দেখা যাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে এই দিবারাত্রির টেস্ট। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে দুটি দিবারাত্রির টেস্ট। আগামী মঙ্গলবার থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটিও অস্ট্রেলিয়া খেলবে ফ্লাডলাইটের আলোয়। আগামীতে যে এটি আরো জনপ্রিয় হয়ে উঠবে এমন আশাই প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তিনি বলেছেন, ‘কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে, অ্যাশেজে দিবারাত্রির টেস্ট আয়োজনের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাদের মনে হয় আগামীতে অনেক দিবারাত্রির টেস্ট আয়োজিত হবে। অ্যাডিলেডে অনুষ্ঠিত দুটি ম্যাচে আমরা কেমন সফলতা পেয়েছি, তা সবাই দেখেছে।’২০১৭ সালের নভেম্বরে শুরু হবে ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় লড়াই, অ্যাশেজ সিরিজ। ব্রিসবেনের গ্যাবায় প্রথম টেস্টটি শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত দ্বিতীয় ম্যাচটিই হবে দিবারাত্রির টেস্ট। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলা হবে মেলবোর্ন ও সিডনিতে। তৃতীয় ম্যাচটি আয়োজন করার কথা পার্থের নতুন স্টেডিয়ামে। কিন্তু সেই স্টেডিয়ামের নির্মাণকাজ যদি যথাসময়ে সম্পন্ন না হয়, তাহলে ম্যাচটি আয়োজন করা হবে পুরোনো ওয়াকা স্টেডিয়ামে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করা রাজাকারদের তালিকা করা হচ্ছে। আগামী ১ জুলাই থেকে তালিকা তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, চলমান মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ শেষ হলেই রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু হবে।

কীভাবে এই তালিকা তৈরি করা হবে জানতে চাইলে আ ক ম মোজাম্মেল হক বলেন, এ জন্য ইউনিয়ন পর্যায়ে সার্চ কমিটি গঠন করে দেওয়া হবে। এই কমিটিতে থাকবেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিরা। তাঁরাই স্থানীয় রাজাকারদের খুঁজে বের করবেন।

সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজাকারদের শাস্তি দেওয়া হবে কি না -এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ‘ইতিহাস সংরক্ষণ করাটাই হচ্ছে মূল বিষয়।’ যুদ্ধাপরাধের বিচার চলমান আছে জানিয়ে তিনি বলেন, ‘অপরাধের মাত্রা বিবেচনা করে রাজাকারদের শাস্তি দেওয়া হবে। তবে যাঁরা লঘু অপরাধী, তাঁদের কী করা হবে বা কী প্রক্রিয়ায় শাস্তি দেওয়া হবে, সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এদের সামাজিকভাবে প্রত্যাখ্যানের ডাক দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেই জন্যই তালিকা করা। লোকজন তাঁদের অপরাধ সম্পর্কে জানবে। পরবর্তী প্রজন্ম এটা কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।’

মন্ত্রী আরো বলেন, “এখন আমরা যেমন ‘কুকুর হইতে সাবধান’ বলি, তখন হয়তো পরবর্তী প্রজন্ম বলবে ‘রাজাকার হইতে সাবধান থাকুন’।”

‘আমার দায়িত্ব তালিকা করে দেওয়া। এরপর নেক্সট জেনারেশন কীভাবে নেবে সেটা তারাই ভালো জানে,’ বলেন মন্ত্রী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1478682743অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের জয় আবারও নিশ্চিত হয়েছে। তিনি উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট পুনর্গণনাতেও জয় পেয়েছেন। এমনকি পুনর্গণনার পর আগের চেয়ে ১৬২টি ভোট বেশি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটনকে ২২ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারালেন ট্রাম্প।

দেশটির আদালত অন্যান্য অঙ্গরাজ্যেও গ্রি পার্টির জিলি স্টেইনের ভোট পুনর্গণনার আবেদন বাতিল করে দিয়েছেন।

স্থানীয় সময় সোমবার উইসকনসিনে ভোট পুনর্গণনা চূড়ান্ত হয়। একই দিন কেন্দ্রীয় বিচারকরাও পেনসিলভানিয়া ও মিশিগানে গ্রিন পার্টি সমর্থিত পুনর্গণনার আবেদন নাকচ করে দেন।

প্রেসিডেন্ট নির্বাচনে জিল স্টেইন মাত্র ১ শতাংশ ভোট পেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোট বেশি পেয়েছে জয় পেয়েছেন। তবে জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন হিলারি।

পেনসিলভানিয়ার বিচারক পল ডায়মন্ড বলেছেন, ছয়টি কারণে তিনি গ্রিন পার্টির ভোট পুনর্গণনার আবেদন নাকচ করেছেন। এই আবেদনে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়েছিলেন ট্রাম্প, পেনসিলভানিয়ার রিপাবলিকান পার্টি ও পেনসিলভানিয়ার অ্যাটর্নি জেনারেল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) সম্প্রতি জানায়, ডোনাল্ড ট্রাম্পের জয়ে ভূমিকা রেখেছে রাশিয়া। তবে তা অস্বীকার করেছেন ট্রাম্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আলিয়ার টেনশন

কর্তৃক daily satkhira

বিনেদন ডেস্ক: ভীষণ ‘টেনশনে’ ছিলেন আলিয়া ভাট। শাহরুখ খানের সঙ্গে এখন কাজ করা যে টেনশনের। ছবি হিট হবে তো! শাহরুখের গত বেশ কয়েকটি ছবি যে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি।আলিয়ার ভয় ছিল। তবে তাঁর উদ্বেগ অন্য কারণে। ভারতে সম্প্রতি রুপি নিয়ে টানাটানি চলছে। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর ভারতে খরচ কমানোর একটা প্রবণতা দেখা দিয়েছে। এর প্রভাব বলিউডে পড়তে বাধ্য। আলিয়ার ভয় ছিল, ডিয়ার জিন্দেগি হয়তো শুরুতে বক্স অফিসে ততটা ভালো করবে না। আর শুরুটা ভালো না হলে সাধারণত সেই ছবির কপালে ‘ফ্লপ’ সিলটাই জোটে। শাহরুখ-আলিয়ার নতুন ছবিটা অবশ্য বেশ ভালো করছে।আলিয়া বলেছেন, ‘ছবিটা এত সাড়া পাওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছি। আমরা সবাই আসলে উদ্বিগ্ন ছিলাম। তবে কোনো ছবি যদি ভালো হয়, সেটা সব সময় ভালো সাড়া পাবেই।’তবু প্রত্যাশার চেয়ে কম আয় তো করছেই। আলিয়া বলেন, ‘এটা (নোট বাতিল) ৫-১০ শতাংশ প্রভাব তো ফেলেছেই। তবু দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি সত্যিই খুব খুশি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest