সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

555555নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংবাদ জগতের প্রজ্জ্বলিত নক্ষত্র প্রথিতযশা সাংবাদিক দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান বলেন, “সংবাদপত্রে যাবতীয় তথ্য উপাত্ত তুলে ধরে সংবাদটিকে প্রতিষ্ঠিত করা যাবে, তবে সাংবাদিক ও সংবাদপত্র কারও বিচার করার দায়িত্ব নিতে পারে না। একাজ সাংবাদিকের নয়, আদালতের। আজকাল বিভিন্ন প্রশ্ন করে সংবাদের প্রকৃতি অন্য দিকে ঘুরিয়ে বিশেষ জায়গায় নেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে তাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি ১৯৭৬ সালের শেষ ভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নীহার বানু হত্যার প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি আরও বলেন চলমান প্রেক্ষাপট, মতাদর্শ ও দেশের অবস্থা যাই থাকুক না কেনো সত্য উদঘাটন, বিকাশ ও সংবাদ মাধ্যমে তা উপস্থাপন করাই দায়িত্ব একজন সাংবাদিকের। এ প্রসঙ্গে তিনি বলেন সংবাদপত্রে ট্রুথ ইজ দ্য লাস্ট ওয়ার্ড।
সাতক্ষীরার কৃতী সন্তান একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পিন্ডির প্রলাপ এর উপস্থাপক বরেণ্য সাংবাদিক তোয়াব খান বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া উষ্ণ সংবর্ধনার জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন মহান মুক্তিযুদ্ধে আমাদের পাঁচটি প্রত্যাশা স্বাধীকার রক্ষা, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার কথা বলার অধিকার ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার লক্ষ্যে ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। বর্তমান সময়ে সাংবাদিকতা পরিবর্তিত ও সম্প্রসারিত হয়েছে, লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বিষয় বৈচিত্র্যে বিস্ফোরণ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন এই পেশায় এখন অনেকেই আসছেন। কাগজ প্রকাশের সংখ্যাও বাড়ছে। সাংবাদিকদের দেশের স্বার্থ রক্ষার দায়িত্ব আছে, দেশের স্বার্থ বিরোধী কিছু করা সাংবাদিকের কাজ নয় বলে উল্লেখ করেন তিনি। তোয়াব খান এ প্রসঙ্গে জেফারসনের উক্তি তুলে ধরে বলেন স্টেটলেস নিউজ পেপার চাই, নাকি নিউজ পেপারলেস স্টেট চাই। তিনি সিন্ডিকেটেড নিউজ প্রত্যাখ্যান করে বলেন বিশ্বখ্যাত কলামিস্ট ওয়াটার লিফটম্যানের লেখা ৭২টি সংবাদপত্রে প্রকাশিত হতো। সিন্ডিকেটেড নিউজ বিপজ্জানক অবস্থার সৃষ্টি করে। তিনি বলেন সংবাদ মাধ্যমটি যেমন, ভাষা ও গঠন তেমন হবে। এক্ষেত্রে ভাষার তফাৎ আছে বলে জানান তিনি। সাংবাদিকদের নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন একই খবরের সকাল সন্ধ্যা নানা পরিবর্তন হতে পারে। সাংবাদিকের দায়িত্ব সমান গুরুত্ব দিয়ে তা তুলে ধরা। না হলে পাঠক প্রথম খবরটিই মনের মধ্যে ধারন করে রাখবেন। তিনি ম্যাক লোনের উদ্ধৃতি তুলে ধরে আরও বলেন, মিডিয়াম ইজ দ্য মেসেজ। অর্থাৎ গণমাধ্যমই বিষয়বস্তু। সাংবাদিকতা এখন আস্তে আস্তে ইলেকট্রনিক মাধ্যমে পরিণত হচ্ছে। পাওয়ারফুল ক্যামেরার ছবি যেমন সমুদ্র তীরে পড়ে থাকা মৃত প্রেমিকের মৃত্যুর ভ্রান্তি দূর করে দিয়েছিল, তেমনি একজন সাংবাদিক তার সংবাদ নির্মাণের পাওয়ার কীভাবে ব্যবহার করছেন সেটাই বড় কথা বলে মন্তব্য করেন তিনি।
তোয়াব খান তার দীর্ঘ বক্তৃতায় ১৯৪৭ পূর্ব সাংবাদিকতায় বৃটিশ বিরোধী দৃষ্টিভঙ্গি এবং ১৯৪৭ পরবর্তী সময়ে পাকিস্তানের ঔপনিবেশিক শাসন বিরোধীতার উল্লেখ করে বলেন মুক্তিযুদ্ধ পরবর্তী সাংবাদিকতায় গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটেছে।
তিনি বলেন ইউরোপে সভ্যতার বিকাশের সাথে সাথে সংবাপত্রের বিকাশ ঘটেছে। আর আমাদের এ অঞ্চলে পুঁজির বিকাশের সাথে সাথে সংবাদ মাধ্যমের সম্প্রসারণ ঘটেছে। সাংবাদিকতার অতীত বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে বলতে গিয়ে তোয়াব খান বলেন বিজ্ঞাপন এখন একটি বড় ফ্যাকটর হয়ে দাঁড়িয়েছে। এখন মিডিয়ায় অনেক বিনিয়োগ প্রয়োজন। ১৯৭০ সালে  ওয়েজ বোর্ড বিশেষজ্ঞ এ আর খান তার রিপোর্টে উল্লেখ করেন যে সুগার বার্নে ১৯ ভাগ মুনুাফা হলেও সংবাদপত্রে মুনুাফা হতো ৩৫ ভাগ। মানুষের সেবা করাই সাংবাদিকতার মুল উদ্দেশ্য উল্লেখ করে তোয়াব খান বলেন আজকের দিনে তথ্যের বিস্ফোরণ ঘটেছে। তথ্যের বিকাশ ঘটছে। মানুষ হয়ে মানুষের মতো কাজ করতে হবে উল্লেখ করে ৮৪ বছর বয়সের এই প্রবীন সাংবাদিক বলেন মানুষের সেবা করার জন্যই এই পেশা।
এর আগে একুশে পদক প্রাপ্ত সাংবাদিক তোয়াব খান সাতক্ষীরা প্রেসক্লাবে এসে পৌছালে তাকে স্বাগত জানান প্রেসক্লাব সম্পাদক ও সাধারন সম্পাদক এড. আবুল কালাম আজাদ ও এম কামরুজ্জামান নেতৃত্বাধীন সাংবাদিকবৃন্দ। তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানানো ছাড়াও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc04964-copyমাহাফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমেদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, সহকারি কমিশনার সাদিয়া আফরিন প্রমুখ। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, বি এ ডিসির উপ-পরিচালক মো. শামীম হায়দার, জেলা ডেপুটি কমান্ডার মো. আবুবক্কর সিদ্দীক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জি.এম.এ গফুর, জেলা মার্কেটিং অফিসার এস.এম আব্দুল্লাহ, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী শান্ত, কাজী সাইদুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2111মাহাফিজুল ইসলাম আককাজ: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা, সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার দিনব্যাপী সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালায় এডিএম সৈয়দ ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় তিনি বলেন, ‘জনসচেতনতায় পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। এজন্য পেশাজীবী গাড়ী চালকসহ সকলকে সম্মিলিতভাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি এবং সকল নিয়মের অনুশাসন মেনে চলার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোঃ সিরাজুল ইসলাম, খুলনা বিভাগের উপ পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) তপন কুমার মজুমদার। এসময় উপস্থিত ছিলেন মটরযান পরিদর্শন মোঃ আমির হোসেন, জেলা ট্রাংক ট্রাংকলরী কাভার্ট ভ্যান ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, ম্যাকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ আবু জামাল, অফিস সহকারী নাসির উদ্দীন, বিআরটি এর শেখ আমিনুর হোসেন, পেশাজীবী ড্রাইভার আব্দুল খালেক, ফজর আলী, লুৎফর রহমান, নারায়ণ চন্দ্র পাল, মারুফ হোসেন, মোঃ নুর আলী গাইন, আব্দুল লতিফ, আবুল কাদের রাসেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc04922-copy
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও স্থানীয় উদ্যোগে পতিত সেতু চলাচল উপযোগীকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের বিনেরপোতা স্ট্রীল ব্রিজ এলাকায় নিউ নাইস ফাউন্ডেশনের আয়োজনে জেলা ন্যাপের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হায়দার আলী শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্যে বলেন, আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের এ ঋণ কখনও শোধ করা যাবেনা। জেলার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এটাই হোক বিজয়ের মাসের অঙ্গিকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান, খেঁজুরডাঙ্গা আর. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাগফুর রহমান, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, আবুল হোসেন মো. মাকসুদুর রহমান, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবিদার রহমান, নিউ নাইস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরোজিত তরফদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবু সুফিয়ান সজল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

dsc04948-copy
নিজস্ব প্রতিবেদক : শ্রী শ্রী মহাশ্মশ্বান কালিপূজা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলার ছাকলা মহাশ্মশ্বান প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব কমিটির সভাপতি সুশীল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ দেশে হিন্দু- মুসলীম, বৈদ্ধ, খ্রিষ্টান শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তারা দেশ ও জাতির শত্রু। এ দেশ আপনাদের, এ দেশে আপনাদের নাড়ি পোতা। তাই এ দেশ থেকে আপনারা চলে যাবেন না। এ দেশে আপনারা আপনাদের অধিকার নিয়ে বসবাস করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এম.এ জলিল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলাম, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা হিন্দু-বৈদ্ধ্য, খ্রিষ্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ইউপি সদস্য ফজলুর রহমান মতি, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নিত্যনন্দন আমিন, জেলা যুব কমিটির উপদেষ্টা বিকাশ চন্দ্র দাশ, প্রাণনাথ দাস, পূন্য চন্দ্র বিশ্বাস, সনজীব বিশ্বাস, বাসুদেব দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব কমিটির সাধারণ সম্পাদক সুমন অধিকারী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সহ সদরের ভোমরা ইউনিয়ন নিয়ে গঠিত ৬ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (তালা প্রতিক) ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। গনসংযোগকালে প্রত্যেকটি ইউপির চেয়ারম্যান ও মেম্বরদের সাথে নির্বাচনি প্রচারনা ও মতবিনিময়সহ লিফলেট বিতরনের মধ্য দিয়ে ভোটারদের সমর্থন প্রত্যাশা করছেন। গতকাল সকাল ১০ টায় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে গণসংযোগ করেছেন তিনি। এসময় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য আকবর আলী, মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, নির্মল কুমার মন্ডল, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, হাফিজুর রহমান হাফিজ, আবুল হোসেন, মোনাজাত আলী, রেহেনা ইসলাম, আল্ফাতুন্নেছা, আরতী রানী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সখিপুর প্রতিনিধি : দেবহাটার সখিপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায়, গরিব, দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আব্দুল করিমসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

china-banarjee04-1016নিজস্ব প্রতিবেদক: উচ্চতর প্রশিক্ষণের জন্য ভিয়েতনামে গেছেন শিক্ষক চায়না ব্যানার্জী। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মালিন্দ এয়ারলাইন্সে তিনি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি সাতক্ষীরা সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
চায়না ব্যানার্জী ২০১১ সালে সাতক্ষীরা সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপর থেকে বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবেশগত পরিবর্তন আসতে থাকে। বর্তমানে বিদ্যালয়ের পরিবেশ ও শৃঙ্খলা চোখে পড়ার মতো। ২০১৫ সালে তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০১৬ সাতক্ষীরা সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়।
প্রশিক্ষণ শেষে ২০ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest