সর্বশেষ সংবাদ-
আশাশুনিতে ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালাজলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা তৈরিতে সাতক্ষীরায় অবহিতকরণ সভাসাতক্ষীরায় জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদানে সামাজিক অর্ন্তভূক্তির জন্য সেমিনারএ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনআমীরে জামায়াতের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভাচিন্ময়ের জামিন বাতিল : মুক্তির দাবিতে সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভাআত্মসমর্পনকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরায় মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ তরুণ-তরুণী

4
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি,এম, আকবর কবীরের মাতা আয়েশা খাতুন (৮২) বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। গতকাল সকাল ১০টা ৫৫মিনিটে নিজ বাসভবনে তিনি না ফেরার দেশে চলে যান (ইন্না…….রাজেউন)। তিনি উপজেলার হায়বাতপুর গ্রামের মরহুম মাষ্টার আলহাজ্জ্ব মাওলা বকস গাজীর সহধর্মিনী ও ডাঃ আনোয়ার হোসেনের মাতা। তার মৃত্যুকালে ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্যক গুনাগ্রাহী রেখে গেছেন। ওইদিন আছর নামাজবাদ নকিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার স্বামীর পাশে তাকে কবরস্থ করা হয়। তার জানাযা নামাজে ইমামতি করেন আলহাজ্জ মাওঃ আঃ হামিদ। জানাযা নামাযে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এম.পি আলহাজ্জ্ব এ.কে. ফজলুল হক, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.মোঃ ইয়াহিয়া মোল্যা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আহসান উল্লাহ শরিফী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এস. আতাউল হক দোলন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বি.এন.পির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জি.এম সাদেকুর রহমান সাদেক, উপজেলা যুবদল সেক্রেটারী শফিকুল ইসলাম দুলু, রমজান নগর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ আঃ খালেক সহ বিভিন্ন স্তরের মানুষ। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদায়ী আত্মার মাগফিরত কামনা করে বিবৃতি দিয়েছেন স্থানীয় এম.পি এস.এম জগলুল হায়দার,  শ্যামনগর ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ, উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
শ্যামনগর ব্যুরো: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গতকাল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাওঃ আবুবকর ছিদ্দিককে সভাপতি ও হাফেজ মাওঃ মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক কওে উপজেলা কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠনকল্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নায়েব এ আমীর হাফেজ মাওঃ আব্দুল আওয়াল(পীর সাহেব).ঢাকা মহানগর (পূর্ব) সেক্রেটারী মোস্তফা আল মামুন ,সাতক্ষীরা জেলা সভাপতি মাওঃ এ. কে. এম রেজাউল করিম ও সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

8
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার ৩নং সখিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে ৭নং ওয়ার্ডের চিনেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত কমিটি গঠন হয়। কমিটি গঠন অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি শেখ ফারুক হোসেন রতন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্নুর। বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাহবুব আলম খোকন, সখিপুর ইউনিয়ন আওয়ামীলগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, সাবুর আলী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহববত আলী, গোলাম মঈনউদ্দীন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন খোকন প্রমুখ। এসময় বক্তরা বলেন, বর্তমান সরকারের অঙ্গিকার ইতিমধ্যে বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সখিপুর ইউনিয়নকে আগামী ১৭ সালের মধ্যে প্রতিটি এলাকায় বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এলাকার উন্নয়নে সব কিছু করা হবে। এসময় অনুষ্ঠানের প্রধানবক্তা বলেন, ২০০৬ সালে বর্তমান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবুর নেতৃত্বে আওয়ামীলীগ অফিস ভাংচুর, অগ্নিসংযোগসহ সহিংসতার বীজ বপন করেন। আর সেই ধক্ষংসলীলার সমাপ্তি হয়েছে গত ২০১৩-১৪ সালে। তারা সরকারের সকল উন্নয়নের বাধাগ্রস্থ সৃষ্টির পাশাপাশি প্রতিটি এলাকায় সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তাছাড়া বর্তমান সরকার প্রতিটা ওয়ার্ডে ৪০-৭০টি ভিজিডি কার্ড প্রদান করা হচ্ছে। শুধু তাই নয় সামগ্রীক উন্নয়ন অব্যহত রয়েছে। আগামী ২১ সালের স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে একত্রে কাজ করতে হবে। আর কোন অপশক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না। এলাকা জুড়ে গ্রেপ্তার আতঙ্ক আর থাকবে না। আমরা সুন্দর সুষ্ঠ সমাজ গড়তে চাই। সে জন্য যুব সমাজকে সংগঠিত করতে যুবলীগকে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে আবু মুছাকে সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: কুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হয়েছে। শনিবার উপজেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে উক্ত প্রতীক বরাদ্ধ করা হয়। প্রার্থীদের পছন্দ অনুযায়ী আসাদুল ইসলামকে ফুটবল, মোশারফ হোসেনকে বৈদ্যুতিক পাখা এবং আবুল কাশেমকে মোরগ প্রতীক দেওয়া হয়। এদিকে প্রার্থীরা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমেছে। তাছাড়া এলাকায় নির্বাচনী হাওয়া বয়তে শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৮শে অক্টোবর। এ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এইচ এম এস (হরিহরনগর, মুড়াগাছা, শাহাপুর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম মোবারক হোসেন চেয়ার প্রতিক নিয়ে দিন রাত ভোটারদের মাঝে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তালা উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৬৯৫ জন ভোটারদের মনজয় করার জন্য তিনি ইতোমধ্যে প্রায় সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটারদের কাছে দোয়া ও সার্বিক সমর্থন কামনা করে চলেছেন। গতকাল তিনি তালা উপজেলার তেঁতুলিয়া, মাগুরা, খলিলনগর এবং সরুলিয়া ইউনিয়নের প্রায় সকল মাধ্যমিক বিদ্যালয়ে প্রচারনা চালিয়েছেন। এসময় সফর সঙ্গী হিসাবে ছিলেন প্রধান শিক্ষক হাফিজুর রহমান, তপন চ্যাটার্জী, সুকুমার দেবনাথ, অশোক দাশ, পরিতোষ দাশ, শিক্ষক হাসিবুল ইসলাম হাসিব, প্রহলদ চন্দ্র, সুকুমার চন্দ্র দাশ প্রমুখ। তিনি চেয়ার প্রতিকের জয়লাভ করার জন্য এবং সমিতির উন্নয়নের গতি তরান্বিত করার জন্য সকল ভোটারদের সমর্থন কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

kalaroaপ্রভাষক আরিফ মাহমুদ: কলারোয়ায় শ্রীশ্রী লক্ষ্মী পূজা উদযাপিত হয়েছে। শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতেসহ কলারোয়া দক্ষিণপাড়া কালী মন্দির কমিটির উদ্যোগে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, দক্ষিণপাড়া কালী মন্দির কমিটির উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষ্যে গরিব, অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে ১৫০ জন দুঃস্থদের মাঝে মাথাপিছু ৪ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ করেন মন্দিরের সভাপতি নিখিল অধিকারী। এসময় উপস্থিত ছিলেন কালি মুন্দিরের সাধারণ সম্পাদক নিত্যরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক কার্ত্তিক চন্দ্র, ক্যাশিয়ার পরিতোষ বিশ্বাস, প্রচার সম্পাদক সন্তোষ সরদার, সদস্য উজ্জল কুমার অধিকারী, দেবাশীষ ঘোষ, সেবায়াতি পদ্মা রাণী বিশ্বাস প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল আলম মনা, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল আহসানকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির আহবায়ক জি,এম, আব্দুস সাত্তার, মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, চেয়ারম্যান এস,এম, এনামুল হক, আলাউদ্দীন রাজা, কাউন্সিলর এস,এম, ইমদাদুল হক, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকী, কাউন্সিলর সেলিম নেওয়াজ, এস,এম, নাজির আহমেদ, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, স.ম. আব্দুল জব্বার, প্রভাষক শহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা প্রতিনিধি: রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান পরিবর্তন, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে জাতীয় ঐক্য গঠন ও গ্যাসের মূল্য বৃদ্ধির তৎপরতা বন্ধের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা শাখার উদ্যোগে পাইকগাছা পোস্ট অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেএসডি’র খুলনা জেলা কমিটির সহ-সভাপতি আজিজুল হক সরদার। প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি এ্যাডঃ আ.ফ.ম. মহাসিন, সাধারণ সম্পাদক কওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, শেখ আব্দুল হালিম, নুরুল ইসলাম খা ও আইয়ুব আলী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest