বিনোদন ডেস্ক: বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউড আঙিনায় যাত্রা শুরু নবাগত নায়িকা বুবলির। প্রথম ছবিতেই প্রচুর সাড়া পেয়েছেন এ নায়িকা। তাই তার ব্যস্ততার তালিকাও বেশ লম্বা। ফটোসেশন থেকে শুরু করে শুটিং- নানা কাজে ব্যস্ত থাকেন তিনি। কাজের মাঝে নিজেকে ডুবিয়ে রাখতে ভালোবাসেন এ অভিনেত্রী। অল্প সময়ের মাঝেই লম্বা তালিকার ভক্ত হয়ে গেছে তার। ভক্তদের জানার আগ্রহও রয়েছে নায়িকা সম্পর্কে।
পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন বুবলি। এরপরেই তার সবচেয়ে পছন্দের কাজ ঘুম। অবসর সময়ে তার প্রথম এবং প্রধান কাজ হয়ে থাকে এটি।সচারচর রাত ১ টা থেকে ১:৩০ এর মধ্যে ঘুমিয়ে পড়েন। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চোখ বোলান সারাদিনের কাজের তালিকায়। সময়ের কাজ সময়ে করতেইপছন্দ করেন। তাই সিডিউলে থাকা কাজগুলোকে তিনি আগের থেকেই তালিকাবদ্ধ করে নেন। অন্যদিকে রুপচর্চার বিষয়টি যতটা সম্ভব এড়িয়ে চলেন। খুব বেশি হলে বাসায়বসে ভ্রু প্লাক আর আপার লিপ করে থাকেন। কিন্তু তিনি যথেষ্ট স্বাস্থ্য সচেতন। বাইরের খাবার এবং ভাজাপোড়া বুবলি সম্পূর্ণ এড়িয়ে চলেন। আর সারাদিনে প্রচুর পানিপান করেন।
বুবলির পছন্দের খাবার ভাজা মাছ আর মায়ের হাতের রান্না করা যেকোনো খাবার। আর দিনের শুরুতে তিনি খালি পেটে লেবুপানি খেয়ে থাকেন। এরপর সকালের নাস্তায় খান রুটি তার সঙ্গে বিভিন্ন সবজি আর ডিম। তবে এ তালিকায় থেকে কিছু বাদ পরলেও ডিম থাকবেই। দুপুরের খাবারে থাকে মাছ, মাংস, ডাল, ভাত, ভাজি কিংবা ভর্তা। দুপুরের খাবারে কিছুটা বেশি খাওয়া হয়ে থাকে মাছ আর মাংস। রাতের খাবারের পরিমাণ কিছুটা কম থাকে। রাতের মেনুতে থাকে ভাত সাথে মাছ নয়তো মাংস।
বুবলির পছন্দের অভিনেতা আফজাল হোসেন, শাকিব খান, টুম ক্রুজ। অভিনেত্রী শাবানা, ববিতা, শাবনূর আর মৌসুমী। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ আর প্রিয় গায়ক সুবীর নন্দী, ইমরান, শ্রীকান্ত, মিতালী মুখার্জি, এবং মিমি। প্রিয় জায়গা তার নিজের বাসা। তিনি নিজেকে ঘরকুনো বলে আখ্যা দেন। অবসর সময় পেলেই তিনি ঘুমান। তার সর্বোচ্চ ঘুমের রেকর্ড ১৫ ঘণ্টা। পছন্দের সিনেমা আগুনের পরশ মণি, জার্মান বিভিন্ন ফিল্ম, এবং সুইট নভেম্বর।
জুয়েলারির মধ্য বুবলির পছন্দ ঘড়ি। বিভিন্ন নামী দামী ব্যান্ডের ঘড়ি এবং সুগন্ধি ব্যবহার করেন বুবলি। ঘড়ির ক্ষেত্রে তার পছন্দের ব্যান্ড রেডো, টাইটানিক, রোলেক্স। আর সুগন্ধির ক্ষেত্রে লাবাম্বা, শ্যালিমার গার্লিয়ান এবং বিভিন্ন নামিদামী ব্যান্ডের ডিও ড্রেন। কাজল, মেকাপ, আইলাইনারের ক্ষেত্রে তার সারা জীবনের সঙ্গী ম্যাকের পন্য। শ্যাম্পুর ক্ষেত্রে থিসিমি, লরিয়াল এবং ডাভ ব্রান্ডের পণ্য ব্যবহার করেন তিনি। তবে পোশাক এবং জামার ক্ষেত্রে তিনি ব্যান্ডকে সেভাবে মাথায় রাখেন না। সেক্ষেত্রে তার মাথায় থাকে তিনি কতটা স্বচ্ছন্দ সেই জামা কিংবা জুতো জোড়ার সাথে।
বুবলির কাছে ফ্যাশন মানে কী জানতে চাইলে তিনি বলেন ফ্যাশন মানেই স্বাচ্ছন্দ্য। আপনি কতটা তা ধারণ করতে পারছেন তার ওপর নির্ভর করে আপনাকে তা মানাচ্ছে কী না। নিজেকে সঠিকভাবে উপস্থাপনা করতে জানাটাই বুবলির কাছে ফ্যাশন।

অনলাইন ডেস্ক: নিম্নচাপ ‘নাডা’র প্রভাবে সারাদেশে বৃষ্টি ও বৈরি আবহাওয়া চলছে। আর এ কারণে গতকাল শুরু হওয়া বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াইনি।
অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি সামান্য উত্তর দিকে সরে এসেছে। তবে এটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলার কৃতি সন্তান স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশের বিশিষ্ট শিশু চিকিৎসক জাতীয় অধ্যাপক ডা: এম আর খান আর নেই(ইন্নালিল্লাহে ……..রাজেউন)। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় নিজের প্রতিষ্ঠিত রাজধানীর সেন্ট্রাল হসপিটালে তার মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : শুধু একটি পত্রিকা নয়, প্রথমআলো একটি আন্দোলনের নাম। এই আন্দোলন মাদকের বিরুদ্ধে, এই আন্দোলন এসিড সন্ত্রাসের বিরুদ্ধে, এই আন্দোলন সকল অপশক্তির বিরুদ্ধে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্যদিয়ে প্রথমআলো ৫৫ লক্ষ পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শনিবার সকাল দশটায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে দেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। সাংবাদিকতা ও সংবাদপত্র জগতে প্রথম আলো সকলের অনুসরণীয় উল্লেখ করে বক্তারা আরও বলেন, বাংলাদেশের প ্রতিটি মানুষের জীবনে ১৮ নেমে আসুক। আঠারো হলো প্রতিটি ক্ষেত্রে তারুণ্য ও উদ্দীপনার জম্ম দেয়। ‘প্রথম আলো’ পাঠকদের হৃদয়ে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। বস্তুনিষ্ঠতার কারণেই প্রথমআলো সকলের কাছে প্রিয়। যেকোন সংবাদ যাচাইয়ে প্রথম আলো না দেখলে আশ্বস্ত হওয়া যায় না। শুধু তাই নয়, দেশের সাহিত্য-সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে প্রথমআলো অগ্রণী ভূমিকা পালন করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরদ্ধেও প্রথম আলোর অবস্থান অত্যন্ত দৃঢ়। অনুষ্ঠানে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. আবুল কালাম বাবলা, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা ঘাতক দালার নিমূল কমিটি সভাপতি হাফিজুর রহমান, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহি, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব দত্ত, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি ও সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার সভাপতি রাশিদুল ইসলাম। অনুষ্ঠানের গান পরিবেশন করেন, ইন্দ্রজিৎ সাধু, জেসমিন নাহার ও অতীশ দাশ। প্রতিকুল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সুশলী সমাজ, সাংবাদিক, শিক্ষক, অ্যাডভোকেট, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ছাত্র-ছাত্রী, পাঠক ও শুভনাধ্যায়ীদের সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। পরে সকালের উপস্থিতিতে অতিথিবৃন্দ ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। উল্লেখ্য, সকাল ১০টা ১৮ মিনিটে অনুষ্ঠান শুরু করা হয়। ১১টা ১৮মিনিটে ১৮ পাউন্ড কেক কাটা হয়।
থীদের বিরুদ্ধে কাজ করে সমালোচিত হওয়ার পর, এবার হিন্দু সম্প্রদায়কে গালি দিয়ে নিন্দিত হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। হিন্দু সম্প্রদায়দের উদ্দেশে ‘মালাউন’ বলার প্রতিবাদে মুখর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম। যোগাযোগ মাধ্যমগুলোয় সমাজের নানা স্তরের মানুষ মন্ত্রীর এই বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানি বলে মনে করছেন। তারা জানতে চেয়েছেন, হিন্দু সম্প্রদায়কে অশ্লীল ভাষায় গালি দিয়ে এখনও পর্যন্ত ছায়েদুলের মন্ত্রীত্ব কিভাবে টিকে আছে। ফেসবুকে বিশিষ্টজনেরা অবিলম্বে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।