সর্বশেষ সংবাদ-
কালিগঞ্জের সাবেক সমাজসেবা অফিসার শহিদুরের বিরুদ্ধে প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগসাতক্ষীরায় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: ভোলা জেলাকে ৪-১ গোলে হারাল সাতক্ষীরাদেবহাটার নোড়ারচকে নাটক সাজিয়ে অস্ত্র মামলায় বৃদ্ধাকে গ্রেফতার করানোর অভিযোগসাতক্ষীরায় সংলাপ বক্তারা: আগামী নির্বাচনে সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিশ্রæতি চায়হাসানের পরিবারের দাপট অব্যাহত: পাটকেলঘাটায় মানববন্ধনে প্রকাশ্য হামলাচতুর্থ মৃত্যুবার্ষিকী স্মৃতিতে অম্লান চিকিৎসক ডা. আনিছুরসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের অনুকুলে ২৬ লাখ টাকার চেক বিতরণশ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পদেবহাটা উপজেলা জামায়াতের সুধী সমাবেশপ্রাণসায়ের খাল বাঁচাতে সাতক্ষীরায় মানববন্ধন ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট: মনে আছে মুর্তজা আহমাদি নামের সেই আফগান বালকের কথা? এ বছরের শুরুতে প্লাস্টিকের ব্যাগ দিয়ে লিওনেল মেসির জার্সি বানিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল ছয় বছর বয়সী আহমাদি। নজর কেড়েছিল আর্জেন্টাইন তারকা মেসিরও। খুদে এই ভক্তকে নিজের স্বাক্ষর করা সত্যিকারের জার্সিও পাঠিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার।আহমাদির আফসোস ছিল শুধু একটাই। সামনাসামনি দেখা হয়নি মেসির সঙ্গে। এবার সেই আক্ষেপও ঘুচে গেল আফগানিস্তানের ‘প্লাস্টিক মেসির’। দোহায় দেখাও হয়ে গেল দুই মেসির।কাতারের ক্লাব আল আহলির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য বার্সেলোনা দল এখন আছে দোহায়। দলের প্রধান তারকা মেসিও গিয়েছেন দলের সঙ্গেই। আর ‘প্লাস্টিক মেসি’ আহমাদি আগে থেকেই ছিল কাতারের রাজধানীতে। এত কাছাকাছি এসেও নিজের এই খুদে ভক্তর সঙ্গে দেখা করার সুযোগটা হাতছাড়া করেননি মেসি। বেশ খানিকটা সময় কাটিয়েছেন তার সঙ্গে। কোলে নিয়ে ছবিও তুলেছেন। সেই ছবিটিই টুইটারে প্রকাশ করেছে কাতারের ২০২২ বিশ্বকাপ আয়োজক কমিটি। সঙ্গে লেখা হয়েছে, ‘এই ছবিটা পুরো বিশ্বই দেখতে চেয়েছে। ছয় বছর বয়সী এই বালকের স্বপ্ন ছিল তার নায়ক মেসির সঙ্গে দেখা করার। সেটা শেষপর্যন্ত সত্যি হয়েছে।’সত্যিই যে স্বপ্নটা এভাবে সত্যি হবে তা হয়তো মুর্তজা আহমাদি বা তার পরিবার ঘুণাক্ষরেও ভাবেনি। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বেশ কষ্টেই দিন কাটাতে হতো আহমাদিদের। মেসির প্রচণ্ড ভক্ত হলেও তাঁর একটা সত্যিকারের জার্সি কিনে গায়ে দেওয়ার মতো অবস্থাও ছিল না এই আফগান বালকের। তবে তাতে দমে যায়নি আহমাদি। প্লাস্টিকের ব্যাগ দিয়ে বানিয়ে নিয়েছিল মেসির জার্সি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে দাবানলের মতো।শুরুতে জানাই যাচ্ছিল না কে এই খুদে মেসিভক্ত। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা যায় তার নাম-ঠিকানা। খুদে ভক্তের এই কাণ্ড দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন মেসিও। ইউনিসেফের মাধ্যমে নিজের স্বাক্ষর করা জার্সি পাঠিয়েছিলেন আফগানিস্তানে।সেটা নিয়েও কাণ্ড কম হয়নি। মেসি জার্সির সঙ্গে টাকা-পয়সাও পাঠিয়েছেন, এমনটা ধরে নিয়ে আহমাদির পরিবারের ওপর কুদৃষ্টি দিয়েছিল দুর্বৃত্তরা। সেগুলো এড়ানোর জন্য আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছিল আহমাদিরা।এখন অবশ্য এই সব কিছুই তুচ্ছ মনে হতে পারে আহমাদির কাছে। সে যে উঠেছে স্বপ্নের নায়ক লিওনেল মেসির কোলে! বার্সেলোনার ম্যাচেও সে মাঠে নামবে মেসির হাত ধরে। কে জানে, একদিন হয়তো মেসির পথ ধরে পেশাদার ফুটবলারও হয়ে উঠবে আফগানিস্তানের এই বালক!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1496177655_1481585498ডেস্ক: সুন্দরী হতে হলে রোগা হতে হবে এমন প্রচলিত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিলেন ১২০ কেজির মডেল এস্টেফানিয়া কোরিয়া।

আর্জেন্টিনার এই মডেল তার দেশের সৌন্দর্য প্রতিযোগিতা ‘কুইন অফ ভেন্ডিমিয়া’য় সেরার শিরোপা পেয়েছেন।
সৌন্দর্যের মাপকাঠি শুধু ছিপছিপে ফিগার নয়, বুদ্ধিমত্তাই সৌন্দর্যের নতুন সংজ্ঞা। এই ধারণাকে হাতে-কলমে বাস্তবায়িত করলেন ২৪ বছরের এস্টেফানিয়া। প্রশ্নোত্তর পর্বে যতটা স্বাভাবিক ছিলেন তিনি, ততটাই স্বতঃস্ফুর্ত বিকিনি রাউন্ডে। নিজের ওজন নিয়ে বিন্দুমাত্র ইতস্তবোধ ছিল না তার মধ্যে। জয়ের পর তার আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়।

এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। একটি মডেলিং এজেন্সিতেও নিজের নাম লেখান তিনি। তার চেহারার জন্য কখনও সমস্যার মুখে তাকে পড়তে হয়নি বলে জানিয়েছেন এস্টেফানিয়া। কুইন অফ ভেন্ডিমিয়া’র পর আরও বড় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ভাবছেন ৫ ফুট ৩ ইঞ্চির এস্টেফানিয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photos-ssa-2মাহফিজুল ইসলাম আককাজ: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক পত্রদূত পত্রিকার বার্তা সম্পাদক এস.এম শহীদুল ইসলাম। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ।
ফলাফলে সভাপতি পদে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আরটিভি’র ক্যামেরাপার্সন জাকির হোসেন মিঠু। তার নিকটতম প্রার্থী বিটিভি’র ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক প200দে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কাফেলা’র স্টাফ রিপোর্টার মোঃ আব্দুর রহমান। তার নিকটতম প্রার্থী দৈনিক আজকের সাতক্ষীরার বার্তা সম্পাদক এম. বেলাল হোসাইন পেয়েছেন ৬ ভোট।
নির্বাচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, দৈনিক কালের চিত্র পত্রিকা’র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, এনটিভি ও যুগান্তেরে’র জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, মাছরাঙ্গা টিভি’র জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কাশেম, ভোরের কাগজে’র জেলা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক আজকের সাতক্ষীরা’র মফস্বল বার্তা সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, বিজয় টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেদী আলী সুজয়, আব্দুর রহিম, খন্দকার আনিসুর রহমান, মাহফিজুল ইসলাম আককাজ,  আমিনুর রহমান আজিজ, হাবিবুর রহমান পলাশ, সৈয়দ সাদিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, আসাদুজ্জামান মধু, রাহাত রাজা, আয়েজ বিল্লাহ শিমুল, সেলিম হোসেন প্রমুখ। নির্বাচন শেষে অতিথিবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার আহবান জানান। পরে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

চাকরি ডেস্ক: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন। ‘ফ্রন্ট অফিস সুপারভাইজার বা সিনিয়র ফ্রন্ট অফিস সুপারভাইজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।যোগ্যতা যেকোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে দক্ষ ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। আবেদন প্রক্রিয়া বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীরা কভার লেটারসহ জীবনবৃত্তান্ত ডাকযোগে ‘অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, হিউম্যান রিসোর্স অ্যান্ড ট্রেনিং, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ পাওয়া যাবে ১৮ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিনোদন ডেস্ক: ঢালিউডে তাঁরা নতুন নন, বেশ কিছু ছবিতে কাজ করে এরই মধ্যে নিজেদের পরিচিতি তৈরি করে নিয়েছেন। তবে একসঙ্গে কাজ করা হয়নি। তবে এবারে সেই অপেক্ষা ফুরোচ্ছে। চলতি মাসেই বড়পর্দায় জুটি বেঁধে আসছেন শাহরিয়াজ ও জলি। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা।ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হকের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। নায়ক শাহরিয়াজ বলেন, ‘আমরা এই মধ্যে ছবির ডাবিং শেষ করেছি। কয়েকদিনের মধ্যে সেন্সরে জমা দেওয়া হবে। এই মাসেই ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। চলতি মাসের ২৩ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।’শাহরিয়াজ আরো বলেন, ‘আমরা ১২ আক্টোবর থেকে টানা শুটিং করেছি। চলতি মাসের ৬ তারিখ পযন্ত শুটিংয়ে ছিলাম। টানা কাজ করায় মনে হয়েছে আমি চরিত্রটা ভালো ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার মাথায় গল্পের চরিত্রটাই ছিল। এখন থেকে চেষ্টা করব টানা শিডিউল দিয়ে ছবির কাজ শেষ করতে।’এই কম সময় কীভাবে সেন্সরে জমা দেওয়া হবে জানতে ছবির সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী বলেন ‘ছবির শুটিং শুরু হয়েছিল অক্টোবরে। একদিকে শুটিং হয়েছে, আরেকদিকে আমরা এডিটিং করে ফেলেছি। ডাবিং করেছি ফাইনার এডিটিংয়ের পর। এখন মিউজিকগুলো সিংক করা হচ্ছে, সাথে কালারের কিছু কাজ। আমরা আগামী শুক্রবারের মধ্যে সব ধরনের সম্পাদনা শেষ করে ফেলব। শনিবার ছবিটি সেন্সরে বোর্ডে জন্য জমা দেওয়া হবে। সেক্ষেত্রে চলতি মাসে ছবিটি মুক্তি দিতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।’

 

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1250397005_1481625915ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮৪ হাজার মানুষের বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে শতাধিক মানুষ নিহত হয়। হাজার হাজার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ মাটির সাথে মিশে যায়।

জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পূর্ব নুগ্রহো বলেন, এখন পর্যন্ত ৮৩ হাজার ৮শ’ বেশি মানুষ ঘরছাড়া হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, বাসিন্দারা এখন আফটারশক হওয়ার ব্যাপার নিয়ে উদ্বিগ্ন ও ভীত রয়েছে। তারা সাময়িক আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে বেশি আগ্রহ বোধ করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_143935291_1481619012ডেস্ক: রাশিয়ার ঘনিষ্ঠ তেল ব্যবসায়ী রেক্স ডব্লিউ টিলারসনকেই যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করলেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দলের বিভিন্ন সূত্রের কথা উল্লেখ করে খবরটি জানিয়েছে সিএনএন ও ওয়াশিংটন পোস্ট।

জ্বালানি তেলবিষয়ক যুক্তরাষ্ট্রের অনত্যম শীর্ষ প্রতিষ্ঠান এক্সন মোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসন। এর আগে বিভিন্ন সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করে তাকে ‘বিশ্বমানের খেলোয়াড়’ হিসেবে আখ্যা দিয়েছেন।

সিএনএন জানিয়েছে, ট্রাম্পের মতোই টিলারসন ৬৪ বছর বয়সী। এছাড়া মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই তাঁর। তবে ইউরোপ-এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকারপ্রধানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মনোনয়নে টিলারসন ছিলেন কালো ঘোড়া। দলীয় সভায় সাক্ষাৎকার গ্রহণ ও দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে তার নাম চূড়ান্ত করা হয়েছে। এই পদের মনোনয়নের জন্য আরো যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – নিউইয়র্কের মেয়র রুডি জিউলিয়ানি, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি এবং সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান বব কোরকার।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছিল, আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও হয়তো আগামী সপ্তাহেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নাম ঘোষণা করতে পারেন ট্রাম্প। আর উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জন বোল্টন।

৬৪ বছর বয়সী রেক্স টিলারসন কয়েক দশক ধরে এক্সন মোবিলের শীর্ষ পদে আছেন। এ সময়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেছেন। আর রাশিয়ায় এক্সন মোবিলের বিস্তৃত ব্যবসার সুবাদে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তার সম্পর্ক ভালো।

এর আগে ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন রেক্স টিলারসন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_2114933535_1481599884ডেস্ক: জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে শপথ নিয়েছেন অ্যান্টনিও গুটেরেস। সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশন হলে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

৬৬ বছর বয়সী পর্তুগালের সাবেক এই প্রধানমন্ত্রী জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থায় ১০ বছর নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest