সর্বশেষ সংবাদ-
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা তৈরিতে সাতক্ষীরায় অবহিতকরণ সভাসাতক্ষীরায় জেন্ডার বৈষম্যহীন ও অধিকারভিত্তিক য²া পরিসেবা প্রদানে সামাজিক অর্ন্তভূক্তির জন্য সেমিনারএ্যাডভোকেট সাইফুল হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনআমীরে জামায়াতের সাতক্ষীরায় আগমন উপলক্ষে প্রস্তুতি সভাচিন্ময়ের জামিন বাতিল : মুক্তির দাবিতে সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহতদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভাআত্মসমর্পনকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরায় মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ তরুণ-তরুণীসাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

কৃষ্ণনগর প্রতনিধিি : কৃষ্ণনগররে ৬৪ নং রহমতপুর সরকারি প্রা: বদ্যিালয়ে ক্যাম্পাসে রোপণকৃত ১৭টি মহেগণি গাছরে মধ্যে কয়কেটি গাছ উপড়ে দয়িছেে র্পাশ্বর্বতী জমরি মালকি রমছিা খাতুনরে দুইপুত্র আক্তার হোসনে ও আশারাফ হোসনে। গাছ উপড়ানোর সময় শক্ষিকরা বাঁধা প্রদান করলে তারা শক্ষিদরে অকথ্য ভাষায় গালি গালাজ সহ হুমকি ধামকি প্রদান করনে এবং তারা বলতে উক্ত স্থানে কউে যদি চারা লাগায় তবে তাদরে দখেে নবে। প্রতপিক্ষরে এমন আচরণে কোমলমতি শশিুদরে মনে আতংকরে সৃষ্টি হয় ফলে কছিু পাঠদানরে বঘিœ ঘট।ে তাছাড়া প্রতপিক্ষরা বদ্যিালয়রে জানালার পাশে রান্নাঘর তরৈি করছে যার ফলে শ্রণেকিক্ষে পাঠদান করাও কষ্টকর হয়ে পড়ছেে ও শক্ষর্িাথীরা বরিক্তবিোধ কর।ে তাই এলাকাবাসীর প্রশাসনরে কাছে দাবি যারা সরকারি জায়গায় গাছ উপড়ে ফলেছে ও বদ্যিালয়রে জানালার পাশে রান্নাঘর বঁেধে কোমলমতি শক্ষর্িাথীদরে পাঠদানে বঘিœ ঘটাচ্ছে তাদরেকে এরূপ কাজ থকেে বরিত রাখার জন্য র্কতৃপক্ষরে হস্তক্ষপে কামনা করছনে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2-large
কুলিয়া প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা বাজারে গতকাল বিকাল ৫টায় বেসরকারি সংস্থা ন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এলাকার জনসাধারণের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান এর সভাপতিত্বে উক্ত গাছের চারা বিতরণ অনষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কুলিয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি নুরুল মোমিন সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, বহেরা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক মিঠু, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমদুুল হাসান, অর্থ সম্পাদক রমজান মোড়ল, আ”লীগ নেতা ওহাব শাহজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাশনাল ফাউন্ডেশন এর প্রধান সমন্বয় কারী আবির হোসেন লিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

cimg2566-large
প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সুস্থ্যতা কামনা করে সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের পলাশপোল এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, সহ-সভাপতি মোস্তাক মোহাম্মদ, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সহ-সম্পাদক মহাসিনুর রহমান কিসলু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক শাহিনুর রহমান শাহীন। এছাড়া পৌর মৎস্যজীবী দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন, সদস্য মনিরুল ইসলাম, শহীদুল ইসলাম, ফয়সাল, ইসমাইল, খলিদ, রাকিব, জব্বার, সোহেল, রবিউল, রাশেদ, শাহীদ, বাবু, জনি, রাজা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কলারোয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে জাসদ উপজেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সভাপতি কাজী রিয়াজ, কেন্দ্রীয় কার্যকরি কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু, মোঃ আব্দুল হাকিম, আবু বকর মল্লিক, মনসুর আলী, মোঃ রেজাউল ইসলাম, শাজাহান মোড়ল, মৃণালকান্তি যোশেফ, ডা: আব্দুর রাজ্জাক, গোবিন্দ কুমার ঘোষ, মিজানুর রহমান, আব্দুল মজিদ, আইনাল দফাদার, মোঃ আব্দুল গফফার প্রমুখ। সাধারণ সভায় আগামী ২৫ অক্টোবরের মধ্যে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের ও কলারোয়া পৌরসভার সদস্য সংগ্রহ অভিযান সমাপ্ত করা হয়। আগামী ৩১ অক্টোবর জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমোকভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি নিমূল, জঙ্গি সঙ্গী বর্জন ও বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_2060494050_1476351822ডেস্ক রিপোর্ট: হয়তো অনেকেই ফিরে যাবেন অতীতে। কয়েক বছর আগে প্রতি শুক্রবারে ঠিক রাত ৮টার খবরের পর বিটিভির সামনে বসে পড়ত সবাই। কারণ ‘আলিফ লায়লা’।
সেই সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিলো এই সিরিজটি। বাচ্চাদের লেখার খাতাতেও উঠে এসেছিলো আলিফ লায়লার হিরো- সৎ মানুষ সিন্দাবাদ। উঠে এসেছিলো রহস্যময় সব ভিলেনরা।
বিটিভির পর একুশে টেলিভিশনও প্রচার করেছিলো ‘আলিফ লায়লা’। আরব্য রজনীর গল্প অবলম্বনে নির্মিত তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকর আবারও দেখা যাবে টিভি পর্দায়! আরব রূপকথার এ প্রশংসিত সিরিজটি এবার প্রচারে আনছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)। আগামী নভেম্বর থেকে এটি প্রচার করবে বলে নিশ্চিত করেছে টেলিভিশনট কর্তৃপক্ষ।
তারা জানায়, ভারতীয় প্রতিষ্ঠান সাগর ফিল্মস প্রাইভেট লিমিটেডের নির্মিত পুরনো সেই সিরিজটিই প্রচার করবে জিটিভি। সপ্তাহে একাধিক দিন এটি প্রচার হবে।
আলিফ লায়লা ইসলামী সভ্যতার অন্যতম একটি সাহিত্য নিদর্শন। খলিফা হারুন-অর-রশীদের খিলাফতকালে রাজধানী বাগদাদের বিখ্যাত সাহিত্যিকরা লেখেন এই কাহিনি। যা পরবর্তীতে ‘আরব্য রজনী’ নামে সারাবিশ্বে খ্যাতি অর্জন করে।
এই সিরিজের প্রধান গল্প ও চরিত্রগুলোর মধ্যে রয়েছে- আলাদিনের জাদুর চেরাগ, আলী বাবা ও চল্লিশ চোর, আল্লাহর উপর আস্থাবান সাহসী নাবিক সিন্দবাদের যাত্রা, সাহসী যুবক জালাল তালেবর, অত্যাচারী ডাকাত কেহেরমান এবং মায়াময়ী জাদুকরী মালিকা হামিরার কাহিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1476420488স্বাস্থ্য ডেস্ক: ফল খেতে ভালোবাসেন অনেকে। ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে আপনি কি জানেন, শুধু ফল নয়, কিছু কিছু ফলের খোসার মধ্যেও রয়েছে অনেক স্বাস্থ্যগুণ? এসব ফলের খোসা না ফেলাই ভালো বলে মতামত বিশেষজ্ঞদের।
জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. কমলার খোসা
কমলার খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চর্বি কাটাতে কাজ করে; কোষ্ঠকাঠিন্য কমায় এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমায়।

২. কলার খোসা
কলার খোসা দাঁত সাদা করতে কাজ করে। এটা ত্বকে মাখলে ত্বকের পোড়া ভাব ও র‍্যাশ কমে।

৩. আনারের খোসা
আনারের খোসার মধ্যে রয়েছে পুষ্টি ও ভিটামিন। এটি হৃদরোগ প্রতিরোধে কাজ করে; গলাব্যথা কমায় এবং হাড় শক্তিশালী করে।

৪. তরমুজের খোসা
তরমুজের খোসার সাদা অংশ ওজন কমায়। এটি ত্বক ও চুলকে ভালো রাখে এবং কোষে পুষ্টি জোগায়।

৫. আপেলের খোসা
আপেলের খোসার মধ্যে রয়েছে আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

৬. লেবুর খোসা
লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি। এ ছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। লেবুর খোসা খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়।

৭. পেঁপের খোসা
পেঁপের খোসা অন্ত্রকে পরিষ্কার রাখে; স্বাস্থ্য ভালো রাখে। তবে যেকোনো খাবার খাওয়ার আগে বা ব্যবহারের আগে শরীরের অবস্থা বুঝেই খাওয়া নিরাপদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1476442810ডা. শাকিল মাহমুদ: হাত আমাদের দৈনন্দিক জীবনে সবচেয়ে ব্যবহৃত অঙ্গ। এটি দিয়ে আমরা অসংখ্য কাজ করি। প্রতিদিন আমাদের হাত প্রায় পাঁচ হাজারের মতো জীবাণুর সংস্পর্শে আসে। এগুলো খাবারের মাধ্যমে পেটে গিয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে। এই জীবাণুমিশ্রিত হাত থেকে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে বাঁচতে এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়।

সাবান দিয়ে ভালোভাবে হাত কেন ধোবেন?

১) হাত নানা ধরনের জীবাণু বহন করে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই নিজে ও পরিবারকে রোগমুক্ত রাখতে নিয়মিত সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে।

২) সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস একটি ভালো ভ্যাকসিনের চেয়ে বেশি কাজ করে।

হাতের মাধ্যমে কী কী রোগ ছড়ায়

১) ডায়রিয়াসহ পেটের বিভিন্ন রোগ

২) শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ

৩) কৃমিরোগ

৪) বিভিন্ন ধরনের চর্মরোগ

৫) ফুড পয়জনিং

৬) চোখের ট্রাকোমা

৭) সেপসিসসহ বিভিন্ন মারাত্মক রোগ অপরিষ্কার হাতের মাধ্যমে ছড়ায়।

কোন কোন সময় হাত ধোয়া উচিত

১) যে কোনো খাবার খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোবেন।

২) বাথরুম থেকে আসার পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

৩) হাত দিয়ে নাক মোছা এবং হাঁচি, কাশি মোছার পর

৪) হাতে মাটি লাগলে

৫) হাত দিয়ে কাচা মাংস, মাছ, ডিম, দুধ ধরার পর

৬) হাত দিয়ে ময়লা, আবর্জনা পরিষ্কার করার পর

৭) পোষ্য প্রাণী ধরার পর

৮ ) অসুস্থ ব্যক্তির সেবা করার পর এবং দেখতে যাওয়ার পর

৯) ছোট বাচ্চাদের কোলে নেওয়া এবং আদর করার আগে

১০) খাবার রান্না করার আগে ও পরে

১১) বাচ্চাদের ডায়াপার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের পর

১২) সাধারণ ব্যবহারিক জিনিস যেমন টাকা-পয়সা, দরজার নক, ব্যায়ামের জিনিসপত্র ইত্যাদি ধরার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

১৩) ডাক্তার, নার্সসহ চিকিৎসাসেবায় নিয়োজিত সবাইকে কিছুক্ষণ পরপর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে জীবাণুর বিস্তার রোধে এগিয়ে আসতে হবে।

হাত ধোয়ার সঠিক নিয়ম

১) শুধু পানি দিয়ে হাত ধুলেই হাত জীবাণুমুক্ত হয় না। তাই বিশুদ্ধ পানি দিয়ে হাতের কব্জি পর্যন্ত ভিজিয়ে সাবান বা সাবানমিশ্রিত পানি দিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত হাতের উভয় পাশ, আঙুলের ফাঁকে ফাঁকে, নখের চারপাশে পানি দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করুন।

২) পরিষ্কার হাত অবশ্যই পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন।

লেখক : সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, পুলিশ ও র‌্যাব এই দুই বাহিনী মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে দুই বাহিনীর সম্পর্ক নষ্ট হয়। যদি কিছু হয়ে থাকে তবে তা নিজেরাই মিটিয়ে ফেলবে। পুলিশের সঙ্গে কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব মহাপরিচালকের চিঠি পাঠানোর পর দুই বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব বিষয়ে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
পুলিশের সঙ্গে কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ এনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে র‌্যাব মহাপরিচালকের চিঠি পাঠানোর পর দুই বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ পায়। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে আইজিপি জানিয়েছিলেন বিষয়টি সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের কাছে দুই বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিষয়টি বড় কোনো সমস্যা নয়।
বলেন, র‌্যাব পুলিশের মধ্যে ছোটখাটো দুয়েকটি ভুল বোঝাবুঝি থাকতেই পারে। ভাইবোন বা সংসারেও তেমন হয়। সেজন্য একেবারে বিশালভাবে প্রচারের সেই সময় এখনও হয়নি। এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে মিডিয়ার মাধ্যমে কথা বলতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, এক সঙ্গে কাজের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা হতেই পারে, সে ক্ষেত্রে নিজেদের মধ্যেই এর সমাধান সম্ভব। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরও তো ধাক্কাধাক্কি হয়। র‌্যাব-পুলিশের মধ্যে কিছু হয়ে থাকলে তারাই সেটা ঠিক করে নিবে। এখানে চিন্তিত হওয়ার কিছু নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest