সর্বশেষ সংবাদ-
ল’ স্টুডেন্টস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকুমিরা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মামুনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুবুধহাটায় খালেদা জিয়ার সুস্থতা ও কোকোর মৃত্যু বার্ষিকীতে দোয়াআশাশুনির শ্রীউলায় সাইকেল ম্যাকানিক অনিমেষের লাশ উদ্ধারসাবেক এমপি এন্তাজ আলীর ২৭তম মৃত্যু বার্ষিকী ২৬ জানুয়ারিদেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশদেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দেওয়ার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: হামিদুর রহমান আযাদতারুণ্যের উৎসব উদযাপনে সাতক্ষীরায় ম্যারাথন দৌঁড়সাতক্ষীরায় দলিত অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

full_37290414_1475916819ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য ফ্লোরিডা, জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা ও উত্তর ক্যারোলিনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যারিবীয় অঞ্চল বিধ্বস্ত করে হারিকেন ম্যাথিউ আঘাত হেনেছে দেশটিতে। ফ্লোরিডায় ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
ফ্লোরিডার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঝড়ের আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সেন্ট লুসি কাউন্টির এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের তাণ্ডবে সেখানে দুইজন মারা যায়। প্রবল ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের কারণে আর্তদের কাছে সময়মতো পৌঁছানো যায়নি। ভলুসিয়া কাউন্টিতে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তিনি ঝড়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে এক বিবৃতিতে জানা গেছে।
ফ্লোরিডায় আঘাত করার সময় ম্যাথিউ অনেকটাই শক্তি হারিয়েছে বলে জানা গেছে। হাইতিতে আঘাতের সময় যেখানে সেটি ছিল ক্যাটাগরি চার মাত্রার ঝড়, সেখানে ফ্লোরিডায় তা পরিণত হয়েছে ক্যাটাগরি দুই মাত্রার ঝড়ে। অঙ্গরাজ্যটির জলোচ্ছ্বাসদুর্গত এলাকা জ্যাকসনভিলের দক্ষিণে অবস্থিত সেন্ট অগাস্টিনে মাপা বাতাসের গড় গতিবেগ পাওয়া গেছে ঘণ্টায় প্রায় ১৩৭ কিলোমিটার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ হারিয়ে ফ্লোরিডা, জর্জিয়া এবং দক্ষিণ ক্যারোলিনায় প্রায় ১২ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।
এর আগে ফ্লোরিডার অন্তত ১৫ লাখ মানুষকে জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। অঙ্গরাজ্যটির গভর্নর আর্তদের সহায়তায় উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন বাহিনী মোতায়েন রেখেছে।
সূত্র: সিএনএন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_154513469_1475811759ডেইলি সাতক্ষীরা ডেস্ক: সারাদিন আমরা বিভিন্ন ধরণের খাবার গ্রহণ করে থাকি। খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা অনেকেই না জেনে ভুল সময়ে ভুল খাবার খেয়ে থাকি। কিছু খাবার আছে যেগুলো সকালে খেোলে বেশি উপকার পাওয়া যায় আবার অনেক খাবার রাতে খাওয়া ভাল। জেনে নিন কিছু খাবার খাওয়ার সঠিক সময়-
# কলা: দুপুরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ত্বক সুন্দর করে। আর রাতে হজম ও শ্লেষ্মাজনিত সমস্যা হতে পারে।
# আলু: সকালে আলু কোলেস্টরেল কমাতে সাহায্য করে ও মিনারেলের অভাব পূরণ করে। প্রচুর ক্যালরি থাকার কারণে ওজন বৃদ্ধি পেতে পারে।
# মাংস: দুপুরে এই খাবার খেলে অবসাদ দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মাংস চার-পাঁচ ঘণ্টা ধরে হজম হয় বলে হজম শক্তিতে বাঁধা দেয়। তাই রাতে এই খাবার গ্রহণ করা ঠিক নয়।
# বাদাম: বাদাম দুপুরে খেলে উচ্চ রক্তচাপ কামায় ও হার্ট সুস্থ রাখে। এতে প্রচুর পরিমাণ ফ্যাট ও ক্যালরি থাকায় ওজন বৃদ্ধি পেতে পারে।
# দই: রাতে দই খেলে এটি খাবার হজমে সাহায্য করে। কিন্তু সকালে খালি পেটে দই খেলে খালি পাকস্থলিতে প্রচুর পরিমাণে এসিড তৈরি করে।
# ভাত: দুপুরে ভাত আপনাকে প্রচুর কার্বোহাইড্রেট সারাদিন শক্তি যোগায়। কিন্তু রাতে এটি ওজন বৃদ্ধি করে।
# কমলা: সন্ধ্যায় কমলা হজম শক্তি বৃদ্ধি করে ও মেটাবলিজমে সাহায্য করে। আর সকালে খালি পেটে খেলে পাকস্থলিতে গ্যাস তৈরি হয়।
# চকলেট: সকালে চকলেট খেলে এন্টি অক্সিডেন্টের মাধ্যমে ত্বক সুন্দর রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায়।
# টমেটো: সকালে হজম শক্তি বৃদ্ধি করে ও মেটাবলিজমে সাহায্য করে। আর রাতে পেকটিন ও অক্সালিক এসিড নিঃসৃত হওয়ার ফলে পেট ফেঁপে যায়।
# আপেল: রক্ত থেকে সুগার ও কোলেস্টরলের পরিমাণ কমাতে সাহায্য করে। রাতে আপেল হজম হতে সময় নেয় ও পাকস্থলিতে এসিডের পরিমাণ বৃদ্ধি করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1590372822_1475912757ডেস্ক রিপোর্ট: সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থার আগের চেয়ে ভাল। সে চোখ খুলেছে, হাত-পাও নেড়েছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার। আজ শনিবার দুপুর একটার সময়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এরআগে স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘আপনারা জানেন গত ৪ অক্টোবর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯ বছরের একটি রোগী আমাদের এখানে আসেন। তার মাথায় কোপানোর আঘাত রয়েছে। একারণে তার মাথায় একটি অপারেশনও করা হয়েছে।
তার চিকিৎসার ব্যাপারে আপনাদের বেশ আগ্রহ রয়েছে। ওই রোগীকে ৭২ ঘন্টা পর্যবেকক্ষণ করার পরেও আরো কিছু সময় পর্যবেকক্ষণে রাখা হয়েছিল। সময়ই বলে দিবে কতক্ষণ লাগতে পারে। কি উন্নতি হয়েছে আর কি উন্নতি হতে পারে তা বলতে পারবেন নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার। তাই এ ব্যাপারে বিস্তারিত তিনিই বলবেন।
ডা. রেজাউস সাত্তার বলেন, ‘৭২ ঘন্টা পর্যবেকক্ষণ করার পরেও আরো কিছু সময়ে পর্যবেকক্ষণে রাখা হয়েছিল। পর্যবেকক্ষণে রাখার উদ্দেশ্যে পার্ট অফ ট্রিটমেন্ট প্রথমত আমাদের চিকিৎসার উদ্দেশ্যে ছিল তার কনসাসনেসের উন্নতি করা। আরো ৯৬ ঘন্টার পরে বলা যাবে তার কি অবস্থা। তবে সে চোখ খুলেছে এবং ডান হাত ডান পা নেড়েছে।
প্রসঙ্গত গত ৩ অক্টোবর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে প্রেমে সাড়া না দেয়ায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম।
পরে জনতা তাকে গন পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেন। পরের দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘বদরুল এখন ছাত্রলীগের কেউ নন। আমরা তার বিচারের দাবি করছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ডেস্ক রিপোর্ট: গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক পৃথক জঙ্গি আস্তানায় পুলিশ-র‍্যাবের অভিযানে কমপক্ষে ৪ জঙ্গি নিহত ও বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে কাছাকাছি দু’টি বাড়িতে পুলিশ-র‍্যাব জঙ্গি বিরোধী অভিযান চালায়। একটি বাড়িতে অভিযানে ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। সেই বাড়িতে তল্লাশী চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক আটক করা হয়েছে। তবে এব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
চার সহযোগীসহ নিউ জেএমবির ঢাকা বিভাগীয় প্রধান আকাশ আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে গাজীপুর শহরের কাছে আরেকটি বাসা ঘিরে রেখেছে পুলিশ। বাড়ির ভেতর কমান্ডো অপারেশন চালাচ্ছে সোয়াট। এর আগে হ্যান্ড মাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ।
তাদের সঙ্গে অপারেশনে যোগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টারের এলআইসি ইউনিট, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশ। বাড়ির ভেতর জঙ্গিদের অবস্থান নিশ্চিত হওয়ার পর কমান্ডো অভিযান চালাতে ডাকা হয় সোয়াট-কে।

টাঙ্গাইল:
টাঙ্গাইলের সদর উপজেলার কাগমারা মির্জামাঠ এলাকায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে ২ জন নিহতের খবর পাওয়া গেছে।

র‍্যাব জানায়, মির্জামাঠ এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় জঙ্গি আস্তানার খবর পেয়ে শনিবার সকালে অভিযান চালানো হয়। ওই অভিযানের সময় বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়। ওই বাড়ির মালিকের নাম বাবুল বলে র‍্যাব জানিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

masrafi_b20161008030539ডেস্ক রিপোর্ট: প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।
মাত্র ১৭ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারিয়ে মুহূর্তেই ম্যাচ হেরে গেলো বাংলাদেশ। অথচ সাকিব-ইমরুলের ১১৮ রানের পার্টনারশীপ যেভাবে চলছিলো তাতে মিরপুরে উৎসব হওয়ার কথা ছিলো লাল-সবুজের। কিন্তু হয়েছে উল্টো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিমর্ষ অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘এই ম্যাচ আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। একেবারেই জেতার মতো অবস্থায় গিয়ে হারাটা আমাদের জন্য খুবই হতাশার। আসলে এর জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। এ রকম ম্যাচ হারলে খারাপই লাগে। দলের সবাই এতে খুবই হতাশ।’
টাইগার অধিনায়ক বলেন, ‘এই ধরনের হার মেনে নেওয়া আসলেই কঠিন। শেষ দিকের ব্যাটসম্যানরা একটু সতর্কভাবে খেললে তাহলে হয়তো আমরা জিতেও পারতাম।’
সেঞ্চুরি করেও ম্যাচ বাচাতে না পারা বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েসের প্রশংসা করেছে ইংলিশরাও। তবে টাইগারদের হতাশার দিনটিই স্মরণীয় হয়ে থাকলো পেসার জ্যাকব বলের। অভিষেকেই ৫ উইকেট নেওয়া পেসার সিরিজে করতে চান আরও অনেক কিছু।
তবে সবকিছুর পরও এখানেই ছেড়ে দিতে চান না ম্যাশ। এখনও সিরিজের আশা রাখছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মাশরাফি বলেন,‘হ্যাঁ, এটা ঠিক সিরিজে আমরা পিছিয়ে পড়েছি। তবে এখনো আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। এখনো দুটি ম্যাচ হাতে আছে। আশা করছি পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারবো’।
এই হারকে ইতিবাচক দিক থেকেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই হারটা মেনে নেওয়ার মতো না হলেও, এখান থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। বিষয়টাকে আমরা ইতিবাচক দিক থেকেই দেখছি’।
রোববার মিরপুরেই সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের আর ইংলিশদের সিরিজ দখলে নেওয়ার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

t5iccf1jnoxmডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে  ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা।
আগের ম্যাচেই রোনালদোকে ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। তাই অ্যান্ডোরার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা পর্তুগালের আক্রমণভাগ অবশ্য একাধিক সুযোগ নষ্ট না করলে ব্যবধান হতে পারতো আরও বড়।
প্রথমেই কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে জটলার মধ্যে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। এরপর ৪, ৪৭ ও ৬৮ মিনিটে তিন গোল করেন রিয়াল তারকা। মাঝে ৪৪ মিনিটে ও শেষ ৮৬ মিনিটে আরো দুটি গোল পায় পর্তুগাল।
এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল।
একই রাতে বুলগেরিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয় তুলে নিয়েছে ফ্রান্স। কেভিন গামেইরো ও অঁতোয়ান গ্রিজমানদের নৈপুণ্যে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

hhhhhমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে শান্তির প্রতীক ও মঙ্গলের প্রতীক দেবী দুর্গার আগমনে বিভিন্ন পূজা মন্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনিতে মন্ডপগুলো নতুন সাজে সেজেছে। শনিবার সকালে পৌরসভায় ডেকে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎস উৎসব উপলক্ষে অসহায় দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর। তার ব্যক্তিগত উদ্যোগে ৯ নং ওয়ার্ডের  ৬০টি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, চিনি, তেল ও ডাউল। অন্যান্য পরিবারের মত এই অসহায় দরিদ্র মানুষগুলো দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ব্যক্তিগত নিজ অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এ সময় কাউন্সিলর সাগর বলেন, আমি পৌরবাসীর ভালবাসায় সিক্ত। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি সকল মানুষের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌরবাসীর সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুবল কুমার বিশ্বাস ও আরিফুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

veluquxtpidsস্পোর্টস ডেস্ক: বাংলাদেশের উৎসব থামিয়ে মিরপুরের প্রথম ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজের এ টুর্নামেন্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা। ইমরুলের ছয় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি। সাকিবের ঝড়ো ইনিংস। তারপরও শেষ রক্ষা হলো না টাইগারদের। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসার দিনে সাকিব-ইমরুলের ৯০ বলে ১১৮ রানের দুর্দান্ত পার্টনারশিপটিও যথেষ্ট হয়নি টাইগারদের জয়ে। সর্বোচ্চ ১১২ রান করেন ইমরুল।
অনেক দিন থেকে দলে রিপ্লেস ওপেনার কিংবা টেষ্ট ক্রিকেটের তকমা গায়ে লেগে যাওয়া ইমরুলের এটি ইংলিশদের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে, এই ইংলিশদের বিপক্ষেই একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ৯১ বলে ১২১ রানের ঝড়ো সেঞ্চুরি তুলে নেন এ বাহাতি। অবশ্য, আগের ম্যাচে সেঞ্চুরি পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর বিরতিতে ইমরুলের শতক।
আশা জাগিয়ে ২১ রানে হারের দিনেও ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে আসা হয়েছে প্রশ্নবিদ্ধ। এছাড়া ইংলিশদের বিপক্ষে টিম কম্বিনেশনের দিকে হাত তুলেছেন কেউ কেউ। দলে তিন পেসার থাকতে কেনো পার্টটাইম স্পিনারদের বেশি ব্যবহার করা হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে এই রকম স্পিন সহায়ক পিচে তিন পেসার খেলানোর যৌক্তিকতা। শাফিউল-মাশরাফি তাসকিনের মধ্যে শুধুমাত্র মাশরাফিই বল করেছেন পুরো দশ ওভার। এ ছাড়া তাসকিন করেছেন ৬ এবং শফিউল ৯ ওভার বল।
শুরুতে টসে জিতে ব্যাট করতে নামা ইংলিশরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করতে সমর্থ হন।
জবাবে ব্যাট করতে নামা নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের একটা পর্যায়ে ১৫৩ রানে চার উইকেট হারায়। কিন্তু তামিম-সাব্বির-মাহমুদউল্লাহ-মুশফিকদের আসা যাওয়ার মধ্যে একপ্রান্তে অবিচল থেকে ব্যাট চালাতে থাকেন ইমরুল। পঞ্চম উইকেট জুটিতে সাকিবকে সঙ্গী করে ৯০ বলে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন ইমরুল।
তবে ৪১তম ওভারে পরপর দুই বলে সাকিব এবং মোসাদ্দেক প্যাভিলিয়নের পথ ধরলে আবারও চাপে পড়ে যায় টাইগাররা। দলীয় স্কোর তখন ৪১ ওভার তিন বল শেষে ২৭১ রান। ৩ রান বাদে মাশরাফি বাটলারের হাতে ক্যাচ দিলেও আশার আলো দেখাচ্ছিলেন ইমরুল কায়েস। কিন্তু দলীয় ২৮০ রানে সবচেয়ে বড় ভুলটি করে বসেন আশার আলো জ্বালিয়ে রাখা ইমরুল।
রাশিদের স্পিনের ফাঁদে পড়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন ইমরুল। ফেরার আগে ১১৯ বলে ১১২ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। তখনও ৩৪ বলে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩০ রান। ম্যাচের এমন টার্নিং মুহূর্তে তার ক্রিজ ছেড়ে বেরিয়ে আসাটাই চোখে লেগে থাকবে টাইগার ভক্তদের।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে মাত্র ৭.২ ওভারেই ৪১ রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার জেসন রয় এবং জেমস ভিন্স।
শাফিউল অষ্টম ওভারে টাইগার দলপতি অধিনায়ক মাশরাফির তালুবন্দী হন ভিন্স (১৬)। এরপর মাত্র ২২ রানের ব্যবধানে জেসন রয় এবং জনি বেয়ারস্টো বিদায় নিলে প্যাভিলিয়নের পথ ধরলে চাপে পড়ে যায় ইংলিশ ব্যাটিং লাইন-আপ। ১২তম ওভারে হার্ডহিটার জেসন রয়কে ফিরিয়ে টাইগার শিবিরে বড় স্বস্তি নিয়ে আনে সাকিব আল হাসান। ফেরার আগে তার ব্যাট থেকে স্কোর বোর্ডে জমা হয় ৪১ রান।
পরের ওভারেই রান আউটের স্বীকার হন বেয়ারস্টো। মিড অফে ঠেলে দিয়ে দ্রুত রান নিতে চেয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু সেখানে দাঁড়ানো সাব্বিরের ক্ষিপ্রতার কাছে হার মানতে হয়। এরপরই ইংলিশদের হাল ধরেন দুই বেন। তারা দু’জনে ১৫৩ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বেন স্টোকস। অন্যদিকে অভিষিক্ত বেন ডাকেট ফেরেন ৬০ রানে। তবে আজ তাদের দু’জনের জন্য-ই আশীর্বাদ হয়ে এসেছে টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ এবং মোশাররফের পিচ্ছিল হাত।
তাদের বিদায়ে মঈন আলি ক্রিজে এলেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে তাতে খুব একটা ভুগতে হয়নি ইংলিশদের। বাটলারের ৩৮ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে টাইগারদের সামনে ৩১০ রানের টার্গেট দাঁড় করায় ইংলিশরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest