পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার শারিরিক অসুস্থতায় বর্তমানে শয্যাশয়ী। ১৯ নভেম্বর পিঠে যন্ত্রণা ও ব্যাথা অনুভব করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ হালিম, অশোক পাল ও কামরুজ্জামানের স্মরণাপন্ন হলে পরীক্ষা শেষে মেরুদন্ডে পর্যাপ্ত ক্যালসিয়াম সংকট রয়েছে যে কারণে প্রচন্ড ব্যথা অনুভুত হয়ে অসুস্থ হয়েছেন বলে জানতে পারেন। অদ্যবধি তিনি ডাক্তারের পরামর্শে ঔষুধ সেবন সহ বিশ্রামে রয়েছেন। চেয়ারম্যান ঘোষ কুমার জানান, আগের থেকে অনেকটা ভালো অনুভব করছি। আগামী ২/৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গভাবে অফিস করতে পারব। সোমবার সকাল ৯ টায় তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবু দাউদের নেতৃত্বে শয্যাশয়ী চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে দেখতে তার তালার নিজ বাসভবনে যান। নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার আশু সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও জাতীয় কৃষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক আদিত্য মল্লিক, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বাস আব্দুল কাদের, সদস্য নুর মোহাম্মাদ নুরু, তালা উপজেলা শাখা নির্মাণ শ্রমজীবী ইউনিয়নের সভাপতি কবিরুল ইসলাম মোল্ল্যা, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, তালা উপজেলা শাখা কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের সভাপতি আফসার আলী মোড়ল, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী বাংলাদেশিদের একাংশ। বাংলাদেশের সংখ্যালঘুরা ভয়াবহ জঙ্গি-হুমকিতে রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে ওবামার হস্তক্ষেপ করেন তারা।
বিনোদন ডেস্ক: গানের কয়েকটি বাক্য এমন- ‘মিম মিম মিম তুই আমার মনের স্মার্টফোন, থ্রিজি সিম, তোকে পটাতে গিয়ে খাই হিমশিম।’ হ্যাঁ, এটা অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকেই উদ্দেশ করে বলা! আর তার তালে তালে নাচা!
মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে মধুমাল্লারডাঙ্গার রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসটার্মিনাল এলাকা থেকে মধুমাল্লারডাঙ্গীর রাস্তা পাকাকরণ এ নির্মান কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। ৫ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে ৫শ’ ২৫ ফুট রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, উপ-সহকারি প্রকেীশলী সাগর দেবনাথ, আশা এনজিও’র ফিল্ড কো-অর্ডিনেটর লক্ষন কুমার দত্ত প্রমুখ। অপর দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালের পীছনে নির্মানাধীন বায়োগ্যাস প্লান ও পানির প্লান পরিদর্শণ করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।