সর্বশেষ সংবাদ-
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পুষ্টি কমিটির সভাআত্মসমর্পনকৃত বনদস্যুদের পুনরায় সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে মানববন্ধনসাতক্ষীরায় মাত্র ১২০ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৫৮ তরুণ-তরুণীসাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধনসাতক্ষীরায় ৮৯ টি হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল পুলিশআশাশুনিতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যুঅবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেকোনো `চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত নতুন সিইসিসাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি : সম্পাদক জাহাঙ্গীর হোসেনআশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে সাঁকো নির্মানকালীগঞ্জে কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়

p-copy
প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার সুরক্ষকদের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করনের লক্ষে সাতক্ষীরায় (সু-না-ম) এর কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা ক্যাথলিক মিশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম)  এর কার্যক্রম পরিচালনার জন্য সভায় সর্ব সম্মত ভাবে এ্যাড সোমনাথ ব্যানার্জীকে সভাপতি এবং এ্যাড নাজমুন নাহার ঝুমুরকে সম্পাদক করে সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, যুব গোষ্ঠী, উন্নয়ন সহযোগি সংগঠন,  মানবাধিকার সংগঠনের প্রতিনিধির সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বেসরকারি সংগঠন সারি ও স্বদেশ এর সহযোগীতায় অন্ষ্ঠুানের সভাপতিত্ব করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সারির নির্বাহী পরিচালক প্রিয়বালা বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বক্সী নুপু। সভায় মানবাধিকার নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, বাকসিস সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি প্রমুখ। আগামি তিন বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1

কলারোয়া ডেস্ক : কলারোয়া সাব-রেজিস্ট্রার অফিসের সকল স্টাফদের মধ্যে আইডি কার্ড, পরিচয় পত্র প্রদান করা হয়েছে। সোমবার সকালে কলারোয়া উপজেলা রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মন্ডল উপস্থিত থেকে সকল স্টাফদের মধ্যে এ আইডি কার্ড, পরিচয় পত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক রশিদুর রহমান খান চৌধুরী, জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, নকলনবীশ আবুল খায়ের সহ অফিসের সকল স্টাফবৃন্দ। কার্ড বিতরণ শেষে সাব-রেজিস্ট্রার নারায়ন চন্দ্র মন্ডল বলেন আগামীতে কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সকল কর্মকর্তা ও সদস্যদের মধ্যে একই ভাবে আইডি কার্ড, পরিচয় পত্র প্রদান করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা প্রতিনিধি : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপি’র কর্মকর্তাবৃন্দের আশাশুনির কর্মকর্তা সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুল্যায় অবস্থিত ওয়ার্ল্ড ভিশন আশাশুনি এডিপি’র হল রুমে সোমবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপি’র আয়োজনে অনুষ্ঠিত মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা উজ্জল মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডিপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি তার বক্তব্যে আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের বিগত এক বছরের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এসময় ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার পলভক্ত মন্ডল, লাভলী লাকী বিশ্বাস, জনপল ডি রোজারিও, স্পন্সরশীপ কর্মকর্তা জেম্স অপূর্ব সরদার। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি এস এম অমির হামজা, আশাশুনি প্রেসক্লাব সেক্রেটারি এস এম আহসান হাবীব, সাংবাদিক অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক মাসুদুর রহমান, সমীর রায়, গোপাল কুমার, আইয়ুব হোসেন রানা ও এস কে হাসান। অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

pronob-ghosh-babluসেলিম হায়দার, তালা: তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু আসন্ন শারদীয় দুর্গা উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
রোববার বিকালে তালা উপশহরের নিজস্ব অফিস কক্ষে তিনি তালায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।
প্রণব ঘোষ বাবলু বলেন,এবছর তালা উপজেলার ১৭৮টি পূজা ম-পে সার্বজনিন ভাবে পূজা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার ধানদিয়া ইউনিয়নে ১৫টি, নগরঘাটা ইউনিয়নে ৯টি,সরুলিয়া ইউনিয়নে ১৮টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, তেঁতুলিয়া ইউনিয়নে ৮টি, তালা সদর ইউনিয়নে ২০টি, ইসলামকাটী ইউনিয়নে ১৮টি, মাগুরা ইউনিয়নে ১০টি, খলিশখালী ইউনিয়নে ২১টি, খেশরা ইউনিয়নে ১৩টি, জালালপুর ইউনিয়নে ১৩টি এবং খলিলনগর ইউনিয়নে ২০টি পূজা ম-প রয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পুরোহিত হত্যা ও জঙ্গিবাদের উত্থানের কারনে অনেক পূজা কমিটি দূর্গা পূজা করতে অনিহা প্রকাশ করলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গিবাদ বিরোধি পদক্ষেপ, প্রশাসনের এবং পূজা উদযাপন পরিষদের আশ্বাসের উপর আস্থা রেখে সকল পূজা কমিটি যথাযোগ্য মর্যাদা ও সাড়ম্বরের সহিত দূর্গাৎসব পালনের প্রস্তুতি গ্রহন করেছে। আর এজন্য তিনি প্রশাসনের নিকট বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তালা উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি হলেও জঙ্গিবাদের অপতৎপরতা, পূজা ম-পে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এবং অনেক স্থানে গুরুত্বপূর্ন রাস্তার পাশে পূজা ম-প স্থাপিত হওয়ায় তিনি- মুড়াগাছা পূজা ম-প, নলকুড়া পূজা ম-প, নগরঘাটা রথখোলা পূজা ম-প, পার কুমিরা হরিসভা পূজা ম-প, পাটকেলঘাটা বলফিল্ড পূজা ম-প, কুমিরা বাসস্ট্যান্ড পূজা ম-প, তালা বাজার পূজা ম-প, তালা মেলা বাজার পূজা ম-প, মাঝিয়াড়া মহাশ্বশ্মান পূজা ম-প, গোপালপুর ময়রাঘাটা পূজা ম-প, ইসলামকাটী হরিতলা পূজা ম-প, সুজনসাহা বাজার পূজা ম-প, দলুয়া বাজার পূজা ম-প, তেঘরিয়া পূজা ম-প, কানাইদিয়া মধ্যপাড়া পূজা ম-প ও মহান্দি দাসপাড়া পূজা ম-পকে ঝুকিপূর্ন বলে আখ্যায়িত করেছেন।
তিনি তালার পূজা ম-পগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া পূজা চলাকালিন সময়ে অধিক ঝুকিপূর্ন পূজা ম-পগুলোতে পুলিশি টহল জোরদার করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহবান জানান। তাছাড়া পূজা চলাকালে প্রতিটি পূজা ম-পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পূজা ম-পে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠনের জন্য সংশ্লিষ্ট ম-প কমিটির নেতৃবৃন্দকে আহবান জানান।
প্রণব ঘোষ বলেন, তালা উপজেলায় জি.আর এর চাল এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দ কম। এতে করে পূজা উদযাপন করতে যেয়ে সংশ্লিষ্টদের ভোগান্তি পেতে হয়। এজন্য তালা উপজেলার পূজা ম-পগুলোর অনুকূলে অন্যবারের তুলনায় এবার সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1474830306ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। নতুন একটি রেকর্ড গড়ার পাশাপাশি এ পুরস্কার পেয়ে বেশ আনন্দিত তিনি। তবে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান না থাকার কারণেই এ পুরস্কার পেয়েছেন বলে মনে করেন তিনি।
রোববার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সাকিব ব্যাট ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে খেলেছেন ৪৮ রানের দারুণ একটি ইনিংস। আর বল হাতে ২৬ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সাকিবের ঝুলিতেই জমা পড়েছে।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব অনেকটা হাসির ছলে বলেন, ‘অনেক দিন পর পাওয়া এই পুরস্কার আমার কাছে খুবই আনন্দের। তবে মুস্তাফিজ নেই বলেই হয়তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি আমি পেয়েছি। সে থাকলে হয়তো পেতাম না।’
গত একটি বছর ঘরের মাঠে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক ছিলেন মুস্তাফিজুর রহমান। স্বাভাবিক কারণেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারগুলো কাটার-মাস্টারেরই দখলে ছিল তখন। এবার মুস্তাফিজ নেই বলেই হয়তো সাকিব পেয়েছেন এই পুরস্কার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

mlm
আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামের একটি বিল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বালিয়া গ্রামের টি আর এম খাল এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বালিয়া গ্রামের টি আর এম এলাকায় একটি বিলের মধ্যে এক নারীর গলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ যেয়ে তার লাশ উদ্ধার করে। তবে, ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা এ ঘটনার সত্যতা নিশ্চি করে জানান, অজ্ঞাত ওই নারীর লাশটি খুলনা জেলার পাকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে ভাসতে ভাসতে তালা উপজেলার বালিয়া গ্রামের বিলের মধ্যে এসেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই নারী ২/৩ দিন আগে পানিতে পড়ে মারা গেছেন। তিনি আরো জানান, তার গলিত লাশটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি কি কারনে মারা গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1474827998ডেস্ক রিপোর্ট: পাঁচ মাস ২২ দিন গর্ভে থাকার পর ভূমিষ্ঠ হয়েছিল গালিবা হায়াত। কিছু সময় পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিল। এর পর দাফনের সময় কেঁদে ওঠে বাঁচার আকুতি জানিয়েছিল সে। বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা হিসেবে গত শনিবার হেলিকপ্টারে ফরিদপুর থেকে ঢাকায় আনাও হয়েছিল তাকে। জেগেছিল আশা। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুই হলো তার নিয়তি।
গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গালিবার মৃত্যু হয়।
দাদা আবুল কালাম জানান, স্কয়ার হাসপাতালের চিকিৎসক আফতাব ইউসুফ রাজের তত্ত্বাবধানে গালিবার চিকিৎসা চলছিল। তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।
আবুল কালাম আরো জানান, আজ সোমবার সকাল ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের কাছে লাশ হস্তান্তর করবে। এরপর ঢাকা থেকে রওনা হয়ে বিকেলে গালিবার লাশ শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হবে। গত শনিবার বিকেলে গালিবাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।
ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা নাজমুল হুদা (২৬) ও নাজনীন আক্তার (২৩) দম্পতির প্রথম সন্তান ছিল গালিবা। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে শিশুটি ভূমিষ্ঠ হয়। জন্মের দেড় ঘণ্টা পর শিশুটিকে মৃত বলে ঘোষণা দেন চিকিৎসক। পরে সকাল ৬টার দিকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করার সময় শিশুটি কেঁদে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91365242_elephantzambia2ডেস্ক রিপোর্ট: নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, গত ১০ বছরে এই মহাদেশে হাতির সংখ্যা কমেছে এক লাখ ১১ হাজারের মতো। আফ্রিকান এলিফ্যান্ট স্ট্যাটাস রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশ করে বলা হয়েছে, এর পেছনে মূল কারণ হাতি শিকার। বলা হচ্ছে, গত সিকি শতাব্দীতে হাতির জন্যে এখনই সবচে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে গবেষকরা বলছেন, হাতির বসতি ধ্বংস হয়ে যাওয়াও দীর্ঘ মেয়াদে এই প্রাণীটির জন্যে বড়ো ধরনের হুমকি হয়ে উঠতে পারে। ধারণা করা হয়, আফ্রিকায় আর চার লাখের মতো হাতি রয়েছে।
হাতি বাঁচানোর আন্তর্জাতিক এক সম্মেলনে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। সম্মেলনে নতুন কিছু প্রস্তাবনার কথাও উল্লেখ করা হয়েছে। হাতির মল গণনা করে আর প্রত্যক্ষদর্শীদের হিসাব বিবেচনায় নিয়ে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। হাতির মূল্যবান দাঁতের জন্যে প্রতি বছর আফ্রিকাতে ৩০ থেকে ৪০ হাজার হাতির শিকার করা হয়। সংঘবদ্ধ অপরাধী চক্র এই হাতির দাঁতের ব্যবসা করে থাকে।
এই হারে হাতি শিকার অব্যাহত থাকলে আফ্রিকায় আর কতো দিন হাতি থাকবে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গবেষকরা।
এবছরেরই আরো আগের দিকে গ্রেট এলিফ্যান্ট সেনসাসে যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছিলো তাতে বলা হয়েছে আফ্রিকায় গত সাত বছরে হাতির সংখ্যা কমেছে ৩০ শতাংশের মতো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest