নিজস্ব প্রতিবেদক: জেলার ৮ থানায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুই নেতা কর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নাশকতাসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ৯জন, কলারোয়ায় ৪জন, তালায় ৪জন, কালিগঞ্জে ৪জন, শ্যামনগরে ১০জন, আশাশুনিতে ৫জন, দেবহাটায় ২জন ও পাটকেলঘাটা থানায় ৩জন রয়েছে। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জেলা পরিষদ নির্বা নে চেয়ারম্যান পদে ২টি, সাধারণ সদস্য পদে ৭৯টি এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবুল কাশেম মোঃ মহিউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।