সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনাশ্যামনগরে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা-সংঘর্ষ : ১৪৪ ধারা জারিসাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তারদেবহাটায় শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আলোচনাজিয়াউর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় তাঁতীদলের দোয়াজেলা জে এস ডির শোকনওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা

কর্তৃক Daily Satkhira

photo-1474571003ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের খবর কি যমুনা নদীর স্রোতে ভেসে এসেছে। … এমন কি সমস্যা সৃষ্টি হয়েছে যে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বিষয়ে গণমাধ্যমকে জানানোর জন্য জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশে এখন সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বলবৎ থাকার কথা পুনরুল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে কোন মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এবারে তাঁর সাধারণ পরিষদের ‘৭১ তম অধিবেশনে অংশ গ্রহণকে সফল এবং ফলপ্রসু উল্লেখ করে এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করেছে বলেও মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে আমরা বাংলাদেশের এজেন্ডাগুলো জোরালোভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। বিভিন্ন ফোরামে আমাদের সক্রিয় এবং ফলপ্রসূ অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে আমার বিশ্বাস।’
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচন ও বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলের মধ্যে কোন সম্পর্ক নেই।
তিনি বলেন, ‘আপনারা জানেন আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তৃণমূল থেকে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলায় দলের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রীয় কাউন্সিল (দলের) অনুষ্ঠিত হবে এবং এই কাউন্সিলররা নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সব সময় অনুষ্ঠিত হবে এবং তিনি মনে করেন এ নির্বাচনের সঙ্গে দলের কাউন্সিলের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ‘এটা আমাদের রুটিন কাজ এবং প্রতি ৩ বছরে দলীয় কাউন্সিল হয়।’
শেখ হাসিনা বলেন, জরুরি অবস্থায় এবং সামরিক শাসনামলে দলের কাউন্সিল হয়নি। তিনি বলেন, ‘কিন্তু অন্য সময় আমরা নিয়মিত দলীয় কাউন্সিল করার চেষ্টা করেছি এবং আমরা সেই প্রস্তুতই নিচ্ছে।’
সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান সম্পর্কে বিএনপি ও কতিপয় অন্য দলের বিরোধিতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বিরোধীদলের প্রবণতা হচ্ছে প্রতিটি কাজের বিরোধিতা করা এবং এ ব্যাপারে ভয়ের কিছু নেই।
তিনি আরো বলেন, ‘সংসদে বিরোধীদল যথাযথভাবে তাদের ভূমিকা পালন করছে। কিন্তু বিশেষ করে যারা সংসদে নেই এবং গণতন্ত্রে বিশ্বাস করে না, গত সাধারণ নির্বাচন বানচাল করতে যারা পুড়িয়ে মানুষ হত্যা করেছে, ভোট কেন্দ্রে আগুন দিয়েছে এবং একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, বাস, ট্রেন, লঞ্চ ও ট্রাকে আগুন দিয়েছে, আপনি তাদের কাছ থেকে কোন কিছু আশা করতে পারেন না।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, গত নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত জোট এ ধরনের অপরাধ সংঘটিত করেছে। কিন্তু গত নির্বাচন বানচালে তারা তাদের প্রচেষ্টায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ‘তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে এবং যারা মানুষ পুড়িয়ে মারায় বিশ্বাসী তাদের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না।’
প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি কারণে এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার মধ্যে- প্রথমত, ইউরোপে চলমান শরণার্থী সংকট ও অভিভাসন সমস্যাসহ যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর লাখ লাখ আশ্রয় প্রতাশীদের সমস্যা। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে আইএস’সহ বিশ্বব্যাপী সহিংস জঙ্গী তৎপরতার উত্থান এবং পৃথিবীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের ভূমিকা। তৃতীয়ত, প্যারিস জলবায়ু সম্মেলনে ‘প্যারিস ক্লাইমেট ডিল’ অনুসমর্থনের বিষয়টি এবং চতুর্থত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্বলিত ‘২০৩০ এজেন্ডা ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর চূড়ান্ত অনুমোদনসহ আরো কয়েকটি আন্তর্জাতিক চুক্তির অনুসমর্থনের বিষয়াবলী সংশ্লিষ্ট থাকা।
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তাঁর সাধারণ অধিবেশনের সাইড লাইনে বিভিন্ন বৈঠক এবং বিশ্বনেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের বিষয়েও বিস্তারিত তুলে ধরেন।
তিনি সাধারণ অধিবেশনে তাঁর প্রদত্ত বক্তৃতা সম্পর্কে বলেন, ‘সাধারণ পরিষদের বিতর্ক অধিবেশনে আমি প্রতিবারের মত এবারেও মাতৃভাষা বাংলায় বক্তব্য রাখি।’
শেখ হাসিনা বলেন, ‘আমার বক্তব্যে সাম্প্রতিক সময়ে অভিভাসন সংকট, সন্ত্রাস ও জঙ্গিবাদ, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরি।’
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে আমার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্ব্যক্ত করি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সন্ত্রাসীদের পরামর্শদাতা, মূল পরিকল্পনাকারি, মদদদাতা, পৃষ্ঠপোষক, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং প্রশিক্ষকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।’
এছাড়াও, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য অর্থায়ন, বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন খাতে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে আন্তর্জাতিকভাবে প্রতিশ্রুত দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত জোরালো বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী।
কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনায় তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং নিউইয়র্কে নিজস্ব কনস্যুলেট ভবন নির্মাণে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে বলেও সংশ্লিষ্ট প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী জানান।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজস্ব আত্মজীবনী লেখার বিষয়ে আপাতত কোন চিন্তা-ভাবনা নেই উল্লেখ করে তিনি নিজেকে জাতির পিতার কন্যা এবং ‘ফাদার্স ডটার’ হিসেবেই জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান এবং এটাকেই জীবনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য বলেও উল্লেখ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1474559853ডেস্ক রিপোর্ট: কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ২০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধের আবহ। যদিও কোনো দেশ এখন পর্যন্ত সীমান্ত বিষয়ে আক্রমণাত্মক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু দুই দেশের সংবাদমাধ্যমই ছড়াচ্ছে যুদ্ধের ‘দামামা’।
পাকিস্তানে আঘাত হানার প্রস্তুতি বিষয়ে এর মধ্যেই ভারতের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনও জানালো পাকিস্তানের যুদ্ধবিমানের রাস্তায় নেমে বিশেষ মহড়ার খবর। দেশ দুটির মধ্যে উত্তেজনার এই সময়ে বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলের রাস্তায় নেমে মহড়া দেয় দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান। বিমানবাহিনীর এই বিশেষ মহড়ার পরিপ্রেক্ষিতে গুঞ্জন উঠেছে, তবে কি পরমাণু বোমার মালিক প্রতিবেশী দেশ দুটির যুদ্ধ আসন্ন?
যদিও যুদ্ধবিমানের রাস্তায় নেমে আসা প্রসঙ্গে বিমানবাহিনী কর্তৃপক্ষ জানান, এটা ছিল বিমানবাহিনীর  প্রশিক্ষণ মহড়া ‘হাইমার্কের’ একটি অংশ। যুদ্ধকালীন অবস্থায় বিমানবাহিনীর জরুরি অবতরণ বিষয়ক এ মহড়া দেওয়া হয়।
ডন জানায়, সাধারণত যুদ্ধকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী এই ধরনের মহড়ার আয়োজন করে এবং এ ধরনের মহড়ার জন্য এক মাসেরও বেশি প্রস্তুতিকালীন সময় নেওয়া হয়। খবর এসেছে দুই দেশের উত্তেজনার মধ্যে দেশটির সামরিক বাহিনীতে অঘোষিত এক ‘বিশেষ সতর্কাবস্থা’ চলছে। যদিও ডনের জিজ্ঞাসায় সেনাবাহিনী বা বিমানবাহিনীর কেউই এ খবর স্বীকার করেননি। তবে দুই দেশের যুদ্ধ আশংকায় এরই মধ্যে দরপতন ঘটেছে পাকিস্তানের শেয়ারবাজারে। যুদ্ধাবস্থার খবরটি অস্বীকার করে পাকিস্তানের সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ডনকে বলেন, আমার জানামতে পাকিস্তান সেনাবাহিনীতে কোনো ধরনের সতর্কতা ঘোষিত হয়নি। তবে ভারতের পক্ষ থেকে ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে অঘোষিত এক ধরনের ‘চরম সতর্কতা’ পরিস্থিতি বিরাজ করছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে শিগগিরই এই ধরনের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ৪ দলীয় ফ্রিজ-কালার টেলিভিশন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুশলিয়া কসমস ক্লাবের আয়োজনে খেলায় কালিগঞ্জ উপজেলার বাঁশতলা নিউ টেলিকম ফুটবল একাদশ ২-০ গেলে খুলনার খালিষপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করে কবির হোসেন এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সুকুমার দাশ বাচ্চু ও সৈয়দ মোমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন কুশলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, ইউপি সদস্য কাজী মোস্তফা ও সিরাজুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক ৫ জুয়াড়িকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক হেকমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলার রতেœশ্বরপুর গ্রামের আব্দুল হামিদের বাড়ি থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সাজা প্রাপ্তরা হলো ধলবাড়িয়া ইউনিয়নের রতেœশ্বরপুর গ্রামের মকবুল মোল্লার ছেলে আব্দুল হামিদ (৫০), মৌখালী গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রজব আলী (৪২), মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের মৃত শামছুর গাজীর ছেলে মিলন হোসেন (২৬), রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে ফারুক হোসেন (৫৮) ও ভাড়াশিমলা ইউনিয়নের ঘোনা গ্রামের গৌরপদ সরকারের ছেলে দিলীপ সরকার (৪৫)।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এস,এম,আহম্মাদ উল্যাহ বাচ্ছু: কালিগঞ্জ উপজেলার পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’ছাত্রী এক সাথে আকষ্মিক নিখোঁজ হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে নানামুখি সংশয় সৃষ্টির পাশাপাশি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি রেজাউল করিম ঢালী জানান, ২১ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী পারুলগাছা গ্রামের মনিরুল ইসলামের বাক প্রতিবন্ধি মেয়ে মমতাজ পারভীন (১০) ও একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী পারুলগাছা পূর্বপাড়ার আব্দুর ছাত্তার গাজী ওরফে বাটুলের মেয়ে রীনা পারভীন (১২) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। স্কুলের ছুটির পর ঐ দু ছাত্রী বাড়িতে না যাওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এক পর্যায়ে অভিভাবকবৃন্দ বিষয়টি পুলিশিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এক পর্যয়ে দুই শিশুকন্যা নিখোঁজের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী পারুলগাছা গ্রামের অলোক মন্ডলের ছেলে একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সুজন (১৩) ও একই গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে ই¯্রাফিল (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় খবর দেন। থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী আটক দু’জনকে বুধবার সন্ধ্যায় থানায় নিয়ে আসেন। তবে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় অভিভাবকদের জিম্মায় পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দুই ছাত্রীর সন্ধান পায়নি পুলিশ ও পরিবারের সদস্যরা। দুই শিশু কন্যা নিখোঁজ হওয়ায় এলাকাবাসী, অভিভাবক ও পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছেন।  এব্যাপারে জানতে চাইলে পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী রীনা পারভীন সকালে স্কুলে এসে ক্লাস করে। দুপুর ১২ টায় টিফিনের পর থেকে তাকে আর ক্লাসে পাওয়া যায়নি। চতুর্থ শ্রেণির ছাত্রী মমতাজ পারভীন স্কুলে এসে ছিল শ্রেণিকক্ষে বই রেখে ক্লাস শুরুর পূর্বে কাউকে না জানিয়ে চলে যায়। পরে বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হয়েছিল। কাউকে কিছু না বলে ওই দুই ছাত্রী একসাথে স্কুল ত্যাগ করেছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটিতে পুতুল বাছাড় (৫৫) নামে এক মহিলা বজ্রপাতে নিহত হয়েছে। নিহত পুতুল বাছাড় কাদাকাটি ইউনিয়নের খেজুয়ারডাঙ্গা গ্রামে মৃতঃ বিমল বাছাড়ের স্ত্রী। নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশে মৎস্য ঘেরে মাছ ধরার জন্য গেলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কাশিমাড়ী প্রতিনিধি: বুধবার বিকালে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর নতুন বাজার চত্বরে প্রয়াত মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক ও সমাজ হিতৈষী গাজী আবুল বাসারের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠান হয় । শুভাকাঙ্খী ব্যক্তিবর্গের আয়োজনে উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা আব্দুল হান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ,লীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ , গোবিন্দপুর কলেজের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্বা গাজী আব্দুল হাকিম , গোবিন্দপুর নতুন বাজার কমিটির সভাপতি গাজী অহেদুল ইসলাম সহ এলাকার সহস্রাধিক ব্যক্তি বর্গ। এসময় মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

download-1-medium
ফিংড়ী ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আব্দুল কাদের সঙ্গীয়ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রায় ১শত গ্রাম গাজা সহ ৩জনকে আটক করেছে। গত সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরা পারভীনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে ২জনকে ৬মাসের কারাদন্ড এবং ১জনকে ১০দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠায়। আটককৃতরা হলেন, ফিংড়ীর জোড়দিয়া গ্রামের আছির সানার পুত্র ইশার আলী (৫৫), একই গ্রামের মৃত খালেক সরদারের পুত্র মুক্তার আলী (৫০) কে ৬ মাসের এবং রায়হানের পুত্র ইলিয়াস হোসেন (২৬) কে ১০দিনের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest