ডেস্ক রিপোর্ট: কোরবানির ঈদে নির্ধারিত ছুটির সঙ্গে আরও এক দিন বেশি ছুটি কাটানোয় আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর রোববার ছুটি ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরকে কর্মদিবস হিসেবে ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে গত ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করে তার বদলে ২৪ সেপ্টেম্বর কর্মদিবস হিসেবে অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল।
১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর এবারের কোরবানির ঈদের ছুটি পুনঃনির্ধারণ করে সরকার। ফলে টানা ছয় দিন ঈদের অবকাশ পান সরকারি চাকুরেরা।
১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে সরকারি আদেশে বলা হয়েছিল, যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
ফলে যেসব প্রতিষ্ঠান গত ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেনি, তাদের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না।
বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। সূত্র: বাসস।