সর্বশেষ সংবাদ-
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যেকোনো `চ্যালেঞ্জ’ নিতে প্রস্তুত নতুন সিইসিসাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি : সম্পাদক জাহাঙ্গীর হোসেনআশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে সাঁকো নির্মানকালীগঞ্জে কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়তালার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধারসাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি :ইমদাদুল সম্পাদকআসুন! নতুন স্বাধীনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করি -ডা: গালিবদেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা : প্রত্যেককে ১ লাখ টাকা প্রদানতারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরন ও মানবিক রাষ্ট্র গঠনে গণসমাবেশ

photo-1473868356ডেস্ক রিপোর্ট: প্রথমদিকে নাগরিকরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব সম্পর্কে খুব বেশি সচেতন ছিলেন না। কিন্তু দিন দিন নাগরিকদের কাছে এনআইডির গুরুত্ব বাড়ছে। এখন ব্যাংক হিসাব থেকে শুরু করে পাসপোর্ট, জমিজমা বিক্রি করাসহ নানা কাজে এর ব্যবহার হচ্ছে। আর এসব কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকের এনআইডিতেই বিভিন্ন তথ্য ভুল রয়েছে, যা সংশোধন করার প্রয়োজন পড়ছে।
এখন এনআইডির সংশোধন নিয়ে একেকজনের মনে একেক ধরনের প্রশ্ন আসে। এনআইডির কোনো তথ্য সংশোধনের জন্য কী করতে হবে এসব প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো—

প্রশ্ন : কার্ডের তথ্য কীভাবে সংশোধন করা যায়?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/থানা/জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। সংশোধনের পক্ষে পর্যাপ্ত উপযুক্ত দলিলাদি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

প্রশ্ন : কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে?
উত্তর : সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকে।

প্রশ্ন : ভুলক্রমে পিতা/স্বামী/মাতাকে মৃত হিসেবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কী কী সনদ দাখিল করতে হবে?
উত্তর : জীবিত পিতা/স্বামী/মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দাখিল করতে হবে।

প্রশ্ন : ‘আমি অবিবাহিত। আমার কার্ডে পিতা না লিখে স্বামী লেখা হয়েছে’- এ ক্ষেত্রে কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদিসহ আবেদন করতে হবে।

প্রশ্ন : বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কী?
উত্তর : নিকাহনামা ও স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয় বরাবর আবেদন করতে হবে।

প্রশ্ন : বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। এখন জাতীয় পরিচয়পত্র থেকে স্বামীর নাম কীভাবে বাদ দিতে হবে?
উত্তর : বিবাহবিচ্ছেদ সংক্রান্ত দলিল (তালাকনামা) সংযুক্ত করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/সংশ্লিষ্ট উপজেলা/থানা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে।

প্রশ্ন : বিবাহবিচ্ছেদের পর নতুন বিবাহ যাঁরা করেছেন, তাঁরা আগের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কীভাবে সংযুক্ত করবেন?
উত্তর : প্রথম বিবাহবিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিননামাসহ সংশোধন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে লেখা পেশা পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে। উল্লেখ্য, আইডি কার্ডে এ তথ্য মুদ্রণ করা হয় না।

প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রের ছবি অস্পষ্ট, ছবি পরিবর্তন করতে হলে কী করতে হবে?
উত্তর : এ ক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে।

প্রশ্ন : নিজ/পিতা/স্বামী/মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, জন্ম সনদ, পাসপোর্ট, নাগরিকত্ব সদন, চাকরির প্রমাণপত্র, নিকাহ্‌নামা, পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হয়।

প্রশ্ন : নিজের ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সঙ্গে কী কী দলিল জমা দিতে হবে?
উত্তর : এসএসসি/সমমান সনদ, বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) সম্পাদিত এফিডেভিট ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, ওয়ারিশ সনদ, ইউনিয়ন/পৌর বা সিটি করপোরেশন হতে আপনার নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র।

প্রশ্ন : পিতা/মাতাকে ‘মৃত’ উল্লেখ করতে চাইলে কী কী সনদ দাখিল করতে হয়?
উত্তর : পিতা/মাতা/স্বামী মৃত উল্লেখ করতে চাইলে তাদের মৃত্যুর সনদ দাখিল করতে হবে।

প্রশ্ন : ঠিকানা কীভাবে পরিবর্তন/ সংশোধন করা যায়?
উত্তর : শুধু আবাসস্থল পরিবর্তনের কারণেই ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে ফরম নম্বর ১৩-এর মাধ্যমে আবেদন করা যাবে। তবে একই ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানার তথ্য বা বানানগত কোনো ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফরমে আবেদন করে সংশোধন করা যাবে।

প্রশ্ন : বৃদ্ধ ও অত্যন্ত দরিদ্রদের বয়স্কভাতা বা অন্য কোনো ভাতা খুব প্রয়োজন। কিন্তু নির্দিষ্ট বয়স না হওয়ার ফলে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। লোকে যে বলে, জাতীয় পরিচয়পত্রে বয়সটা বাড়ালে ওই সব ভাতা পাওয়া যাবে?
উত্তর : জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত বয়স প্রামাণিক দলিল ব্যতীত পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, প্রামাণিক দলিল তদন্ত ও পরীক্ষা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশ্ন : একই পরিবারের বিভিন্ন সদস্যের কার্ডে পিতা/মাতার নাম বিভিন্নভাবে লেখা হয়েছে, কীভাবে তা সংশোধন করা যায়?
উত্তর : সবার কার্ডের কপি ও সম্পর্কের বিবরণ দিয়ে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে পর্যাপ্ত প্রামাণিক দলিলসহ আবেদন করতে হবে।

প্রশ্ন : পাস না করেও অজ্ঞতাবশত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তদূর্ধ্ব লিখেছেন, এখন বয়স বা অন্যান্য তথ্যাদি সংশোধনের উপায় কী?
উত্তর : হাকিম আদালতে (ম্যাজিস্ট্রেট কোর্ট) এসএসসি পাস করেননি, ভুলক্রমে লিখেছিলেন মর্মে হলফনামা করে এর কপিসহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে।

প্রশ্ন : জাতীয় পরিচয়পত্রে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে। এ ভুল কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : ভুল তথ্যের সংশোধনের পক্ষে পর্যাপ্ত দলিল উপস্থাপন করে এনআইডি রেজিস্ট্রেশন উইং/উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাই করার পর সঠিক পাওয়া গেলে সংশোধনের প্রক্রিয়া করা হবে।

প্রশ্ন : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কী করতে হয়?
উত্তর : রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায়াগনস্টিক প্রতিবেদন দাখিল করতে হয়।

প্রশ্ন : বয়স/জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কী?
উত্তর : এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এসএসসি বা সমমানের সনদপ্রাপ্ত না হয়ে থাকলে সঠিক বয়সের পক্ষে সব দলিল উপস্থাপনপূর্বক আবেদন করতে হবে। আবেদনের পর বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা সাপেক্ষে সঠিক নির্ধারণ করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।

প্রশ্ন : স্বাক্ষর পরিবর্তন কীভাবে করতে হবে?
উত্তর : নতুন স্বাক্ষরের নমুনাসহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যাবে।

প্রশ্ন : জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি, প্রামাণিক কোনো দলিল নেই, তারপরও কীভাবে সংশোধন করা যাবে?
উত্তর : সংশ্লিষ্ট উপজেলা/জেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে হবে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন : একটি কার্ড কতবার সংশোধন করা যায়?
উত্তর : এক তথ্য শুধু একবার সংশোধন করা যাবে। তবে যুক্তিযুক্ত না হলে সংশোধন হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473874873ডেস্ক রিপোর্ট: মুহূর্তেই যেন ঈদ আনন্দ, আপ্যায়ন-পরিবেশন সবই থমকে গেল। নানা রঙের ঝিকিমিকি আলোকসজ্জায় হঠাৎ চমকে দেওয়া আলো আঁধারের মধ্যে একটি বহুল পরিচিত মুখ। লম্বা ও পাতলা দেহ নিয়ে দণ্ডায়মান বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের আতঙ্ক কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।
সবার মুখে তখন ‘মুস্তাফিজ এসেছেন’। এগিয়ে গেলেন সবাই। তারপর কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের পালা। বুধবার রাত ৯টার এ খবর মুহূর্তে চাউর হয়ে গেল। শুরু হলো ছবি তোলার পালা। সেলফি তোলার ধুম। মুস্তাফিজ তাদের শুধুই হাসি উপহার দিলেন। প্রথমেই মুস্তাফিজকে স্বাগত জানালেন পুলিশ সুপার আলতাফ হোসেন ও তাঁর স্ত্রী।
ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার পুলিশ সুপারের সরকারি বাসভবনে নিমন্ত্রণ নিয়ে বসেছিল এক মিলনমেলা।
সাতক্ষীরার চারজন সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক থেকে শুরু করে প্রশাসনের সব পর্যায়ের অতিথি, আওয়ামী লীগের নেতা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, পৌর মেয়র, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতা, ক্রীড়ামোদী, শিক্ষাবিদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা,  সমাজসেবক, ধর্মীয় নেতা সবার মুখে তখন একই হাসি। মুস্তাফিজ আমাদের ছেলে। একই হাসি হাসলেন সাতক্ষীরার আরেক ক্রিকেট তারকা সৌম্য সরকারের বাবা জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার।
আপ্যায়ন টেবিলে শ্বেতশুভ্র বসনে উপবেশন করলেন মুস্তাফিজ। সেই শিশুসুলভ হাসি আর এদিক ওদিক তাকানো। এভাবেই শুভেচ্ছা বিনিময়। কথায় কথায় বললেন, ঢাকায় যাব তাড়াতাড়িই। কারণ অনুশীলনে নামতে হবে। সামনেই খেলা। এরপর খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক কথা বললেন কাটার-মাস্টার। গ্রামে মায়ের পরশে এসে খুব ভালো লাগছে। কিন্তু বেশি সময় মাকে দিতে পারেন না।
বিশ্বজয়ী এই ক্রিকেটার মঙ্গলবার নিজ বাড়িতে গরু কোরবানি দিয়েছেন ত্যাগের মহিমায়। একই সময়ে নিজ গ্রাম কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পশ্চিমপাড়া ঈদগাহের উন্নয়নে এক লাখ টাকাও দিয়েছেন তিনি। কোরবানির পর নিজ হাতে মাংস বিলিয়েছেন। আর সবার দোয়া চেয়েছেন ‘ফিজ’। পুলিশ সুপারের বাসভবনেও সবার কাছে বললেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473870180ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা যাওয়ার পথে বুধবার বিকেলে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ১৫ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
লন্ডনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শেখ হাসিনা উত্তর আমেরিকার দুটি দেশ সফরের উদ্দেশে সকালে ঢাকা ত্যাগ করেন। লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতির পর তিনি এয়ার কানাডার একটি ফ্লাইটে কানাডার মন্ট্রিলের উদ্দেশে রওনা হবেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কানাডায় ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফিফ্থ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগ দেবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর কানাডা থেকে নিউইয়র্ক যাবেন।
তিনি ১১ দিন কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91195563_907a6009-ada9-40e3-a32a-1a54eaba1dd7ডেস্ক রিপোর্ট: ভারতে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে টাটা শিল্পগোষ্ঠীর কারখানার জন্য ১০ বছর আগে অধিগৃহীত প্রায় ১০০০ একর জমি বুধবার আবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষকদের হাতে ফিরিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত মাসে এই জমি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশের পর বুধবার সিঙ্গুরে এক বিশাল উৎসবের মধ্যে দিয়ে কৃষকদের মধ্যে নয় হাজারেরও বেশি জমির পর্চা বিলি করেছেন তিনি। তুলে দিয়েছেন ক্ষতিপূরণের চেক।

তবে মুখ্যমন্ত্রী সেই সঙ্গেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার শিল্প ও কৃষি দুইই চায় – এবং টাটা বা বিএমডব্লিউ কারখানা গড়তে চাইলে রাজ্যের অন্যত্র সরকার তাদের জমির ব্যবস্থা করে দিতে পারে।

পশ্চিমবঙ্গে সাড়ে তিন দশকের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পেছনে এককভাবে যে ইস্যুটির সবচেয়ে বড় ভূমিকা আছে বলে মনে করা হয়, সেই সিঙ্গুরের কৃষিজমি আন্দোলন আজ একটি বৃত্ত সম্পূর্ণ করলো বলা যেতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

jailনিজস্ব প্রতিবেদক: জেলে আটক মিলনের স্বাক্ষর নেওয়ার জন্য কর্তৃপক্ষকে কয়েকদিন আগেও অনুরোধ করেছিলেন খোদ সাংসদ নিজেই। এ কারণে  সাংসদপুত্র রুমনও  যান জেলগেটে। লাভ হয়নি।  মিলন পালের কাছ থেকে কাগজে সই করার জন্য তার হাত টেনে ধরে  চাপাচাপিও করেন তিনি। কিন্তু পারেন নি।
অবশেষে অন্য এক ব্যক্তিকে কারা গেটে পাঠিয়ে সেই একই চেষ্টা করে এবারও ব্যর্থ হয়েছেন। আর কারারক্ষীরা ওই ব্যক্তিকে চ্যাংদোলা করে ধরে এনে স্ট্যাম্পটি জব্দ করেছেন।
সাতক্ষীরা জেলা কারাফটকে এ ঘটনা ঘটেছে গতকাল ঈদের দিন মঙ্গলবার। আর এতে করে প্রশ্ন উঠেছেÑ সাতক্ষীরা কি তবে এখন মগের মুল্লুক হয়ে গেল? একজনের বাড়ির তালা ভেঙে জিনিসপত্র নিয়ে আসছেন। ইচ্ছেখুশি যাকে-তাকে তুলে নিয়ে এসে মারছেন-পিটাচ্ছেন, বেসামালভাবে গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন, সাংসদের নিজের নামে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে যেখানে সেখানে রাত কাটান তার পুত্র। এতকিছুর পরও রুমনের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। জনমনে সংগত কারণেই প্রশ্ন উঠেছে আইনের শাসন সাতক্ষীরায় কার্যকর আছে কিনা তা নিয়ে। যদি থেকে থাকে তাহলে সাংসদপুত্র কি আউনের উর্ধ্বে?
নির্ভরযোগ্যসূত্র জানিয়েছে, সাতক্ষীরার নারী সাংসদ মিসেস রিফাত আমিনের পুত্র রাশেদ সরোয়ার রুমনের অজ্ঞাতনামা সহযোগী সোনা চোরাচালান মামলায় সাতক্ষীরা কারাগারে আটক মিলন পালের সাথে দেখা করতে যান। সেখানে তার কাছে ২৫০ টাকার একটি সাদা স্ট্যাম্প ধরে তাতে স্বাক্ষর দেওয়ার কথা বলেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই তা কেড়ে নেন কারারক্ষীরা। জব্দ করেন স্ট্যাম্পটি। অজ্ঞাত ওই যুবককে জেল গেট থেকে দ্রুত সরিয়ে দেন তারা।
সাতক্ষীরা জেলা কারাগারের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান ‘কয়েকদিন আগে নারী সাংসদ মিসেস

গণপিটুনিতে আহত রুমন। ফাইল ছবি।

গণপিটুনিতে আহত রুমন। ফাইল ছবি।

রিফাত আমিন টেলিফোনে তাকে অনুরোধ করেছিলেন স্ট্যাম্পে মিলনের সই করিয়ে দিতে। এজন্য স্ট্যাম্পসহ  পুত্র রুমনকেও পাঠিয়েছিলেন’। তিনি বলেন ‘এটা আইনসিদ্ধ নয়। কেবলমাত্র জেলা ম্যাজিস্ট্রেট অথবা সংশ্লিষ্ট কোনো আদালতের নির্দেশনা ছাড়া সই করানো বেআইনি, কারাবিধির লংঘন’। তিনি জানান ‘আমি রুমনকে ফেরত পাঠিয়েছিলাম’।
এদিকে ঈদে জেল সুপারসহ কয়েকজন ছুটিতে যাওয়ায় সাতক্ষীরা কারাগারে জনবল কম রয়েছে। এই সুযোগে মঙ্গলবার মিলন পালের কাছ থেকে স্বাক্ষর নিতে পাঠানো হয়েছিল রুমনঘনিষ্ঠ অজ্ঞাত ব্যক্তিকে। কিন্তু কারারক্ষীদের কড়া নজরদারিতে শেষ পর্যন্ত স্ট্যাম্পটিও খোয়া গেল।
সাতক্ষীরার মিলন জুয়েলার্সের মালিক মিলন পাল সোনা চোরাচালান মামলায় গত ৩ সেপ্টেম্বর থেকে জেলে  আটক রয়েছেন।
মিলন পরিবারের দাবি, মিলন জেলে রয়েছে এই সুযোগে তাদের  শহরতলির মাগুরা  গ্রামের বাগানবাড়ির সম্পদ লুটপাট শুরু হয়েছে। কয়েকদিন আগে রুমন বাগানবাড়ির খামারের ১৩ টি নেপালি জাতের মূল্যবান গরু ধরে নিয়ে গেছেন। ঈদ উপলক্ষে এর দুটি নিজেদের জন্য   রেখে বাকি ১১ টি গরু বিক্রি করে দিয়েছেন। তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর ঈদের দিন সকালে রুমন ও তার মা নারী সাংসদ রিফাত আমিনসহ বেশ কয়েকজন মিলন পালের বাগান বাড়িতে যেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে তাদের রেখে যাওয়া পিস্তল, গুলি ও গরু বিক্রির টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছেন। একই দিনে ফের এসে রুমনের কথিত স্ত্রী বেলী পুলিশের উপস্থিতিতে মিলনের এলিয়ান মডেলের প্রাইভেটের গ্লাস ভেঙে জিনিসপত্র বের করে নিয়ে গেছেন। মিলনের বাবা দেবদাস পাল বলেন, মিলনকে মুক্ত করানোর নামে রুমন তার মার কথা বলে তাদের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়েছেন। এরপর আরও দশ লাখ টাকা না হলে এলিয়ান প্রাইভেট কারটি চেয়েছেন। শম্পা বলেন ‘তারা এখন নতুন ফন্দিতে জেলে থাকা আমার স্বামীর সই স্বাক্ষর নিয়ে আমাদের সম্পদ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন। এ কারণেই জেল থেকে সই আনার চেষ্টা করেছেন তারা’।
এর আগে সাংসদ মিসেস রিফাত আমিন এই প্রতিবেদককে বলেন, ‘মিলন তার গাড়িটি আমার ছেলে রুমনের নামে লিখে দিয়ে গেছেন। তাছাড়া ওর বাগানবাড়িতে থাকবার  লিখিত অনুমতিও দিয়েছেন  তিনি’। তিনি বলেন মিলন ও রুমন যৌথভাবে বাগানবাড়িতে গরুর খামার বাবস্থাপনা চালিয়ে আসছে।
তবে সাংসদের এই বক্তব্য প্রত্যাখ্যান করে মিলনের স্ত্রী শম্পা রানী পাল বলেন ‘আমার স্বামী রুমনের নামে গাড়ি বাড়ি কোনো কিছুই লিখে দেন নি’। অপরদিকে রুমন বলেছেন তিনি মিলনকে ছাড়াতে কোনো টাকাও নেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

photo-1473822270ডেস্ক রিপোর্ট: ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা রাসায়নিক অস্ত্রভাণ্ডারে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি হ্যারিংটন এ কথা জানান।

জেফরি হ্যারিংটন জানান, অস্ত্রভাণ্ডারে আঘাতের জন্য ১২টি বিমান ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা নিশ্চিত জানি না, কী ধরনের রাসায়নিক সেখানে ছিল।’ অস্ত্রভাণ্ডারটি আগে ওষুধ কারখানা ছিল।

গত মাসে অভিযোগ ওঠে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও আইএসের লোকজন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। জাতিসংঘ-সমর্থিত একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাসায়নিক অস্ত্র নিবারণ সংগঠন নামে এক প্রতিষ্ঠানে বছরব্যাপী চলা অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০১৩ সালের পর সিরিয়ার সরকার, বিশেষ করে এর বিমানবাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে।

হ্যারিংটন বলেন, মসুলের কাছে আইএসের রাসায়নিক অস্ত্রভাণ্ডারে সোমবার হামলা চালানো হয়। যুদ্ধবিমান এফ-১৫এস,  এফ-১৬এস, এফ-১৮এস এবং বি-২ এতে অংশ নিয়েছে।

২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা দেন, রাসায়নিক অস্ত্রের ব্যবহার ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করা হবে। এর পর সামরিক হস্তক্ষেপ করা হবে। ২০১৩ সালে সিরিয়া সরকার রাজধানী দামেস্কের উপকণ্ঠে সারিন গ্যাস দিয়ে হামলা চালালেও ওবামা সামরিক হামলা চালানো থেকে বিরত থাকেন। এ নিয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের মিত্র দেশগুলো নিন্দা জানায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ca7c4658c5d306452af8aab0ceb071d4-57d7cf1fbd3adবিনোদন ডেস্ক: টিভি-চলচ্চিত্রের নায়ক-নায়িকা হলে কী হবে! অনেকে কিন্তু শিক্ষাজীবনেও নায়ক। তবে ঢাকাই চলচ্চিত্রে উচ্চশিক্ষিত তারকাদের সংখ্যা হাতেগোনা। স্বল্পদিনের ব্যবধানে খ্যাতির চূড়ায় ওঠায় নিয়মিত পড়াশোনা থমকে রয়েছে অনেকের। তাই অনেকেই নিজেদের শিক্ষা নিয়ে পারতপক্ষে মুখ খোলেন না। তারকাদের শিক্ষাজীবন নিয়ে রয়েছে নানা মুখোরচক মিথও। দেশের উল্লেখযোগ্য চলচ্চিত্র ও টিভি তারকাদের ‘কার বিদ্যা কতদূর’? ঈদ বিশেষ ফিচারে সেই প্রশ্নের খোঁজ করা হয়েছে-

অগ্রজরা এগিয়ে
মঞ্চ ও নাটক মাধ্যমের শিল্পীদের বেশিরভাগই উচ্চশিক্ষিত। একই সঙ্গে সিনেমার সিনিয়র তারকাদের অনেকেই উচ্চশিক্ষায় সার্টিফিকেটধারী। ঢাকার ছবির শুরুটাও অনেক বর্ণাঢ্য।
জানা গেছে, চিত্রনায়ক আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন। পরবর্তীতে পাকিস্তানের করাচিতে তিনি পড়াশোনা করেছেন। ইলিয়াস কাঞ্চন স্নাতকসম্পন্ন। অভিনেতা ও পরিচালক সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্র রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। প্রয়াত খ্যাতিমান অভিনেতা হুমায়ুন ফরীদি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জনপ্রিয় অভিনেত্রী অপি করিম বুয়েট থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর শেষ করেছেন। জাকিয়া বারী মম নাট্যকলায় স্নাতক শেষ করে উচ্চতর পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সুমাইয়া শিমু পিএইচডি করছেন।

খ্যাতিমান খল অভিনেতা মিশা সওদাগর ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। একই প্রতিষ্ঠানের গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়েছেন চিত্রনায়ক ফেরদৌস। সিনিয়র অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন বলে দাবি করেন চিত্রনায়ক জায়েদ খান। ইডেন মহিলা কলেজ থেকে বাংলায় অনার্স-মাস্টার্স করেছেন অভিনেত্রী রুনা খান। ফিল্ম স্টাডিজের ওপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন স্বাগতা। চিত্রনায়ক রিয়াজের কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে। সেখান থেকে এইচএসসি পাস করে বাংলাদেশ বিমানবাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমিতে ১৯৯১ সালের জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএসসি সম্পূর্ণ করেন।

চিত্রনায়িকা ববি হক আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষ করেছেন। নায়িকা রত্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন। এছাড়াও রত্না সাফল্যের সঙ্গে এলএলবি পাস করেছেন সম্প্রতি। তিনি ঢাকা ক্যাপিটাল ল’ কলেজ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী হিসেবে এলএলবি পরীক্ষা দিয়েছিলেন। এই কলেজের পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে রত্না মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছেন।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ইংরেজিতে অনার্স করেছেন। চিত্রনায়িকা আলিশা প্রধান ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান থেকে এ লেভেল সম্পন্ন করে অর্থনীতি পড়ছেন ইডিক্সেল-এ। আর নায়িকা আঁচল স্ট্যামফোর্ড থেকে বিবিএ সম্পন্ন করেছেন। অর্চিতা স্পর্শিয়া ইউল্যাব বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন। মডেল-অভিনেত্রী পিয়া লন্ডনকেন্দ্রিক একটি কলেজে আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন এখনও।

যারা ক্লাসে নিয়মিত নন
হালের তরুণ প্রজন্মের তারকাদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে শিক্ষাজীবন ধারাবাহিক রাখলেও নিয়মিত ক্লাস করতে পারছেন না। চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। একই অবস্থা চিত্রনায়িকা নুসরাত ফারিয়ারও। তিনি এআইইউবিতে বিবিএ’তে অষ্টম সেমিস্টারের ছাত্রী। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়াশোনা করেছেন পিয়া বিপাশা। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন।

নতুনদের মধ্যে সাবিলা নূর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী। অভিনয়শিল্পী জোভানও একটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক করছেন। মডেল বিথী রানী সরকার ফ্যাশন ডিজাইনিংয়ে (শান্তা মারিয়াম-উত্তরা ক্যাম্পাস), মৌসুমী হামিদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনার একটি কলেজে অনার্সে পড়ছেন বলে জানিয়েছেন। তবে তিনি কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ক্লাসে যেতে পারেন না।

জানা যায়, বিদ্যা সিনহা মিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বেশি দিন ক্লাস করতে পারেননি। নতুন করে ভর্তি হয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানকার পড়াশোনাও শেষ করতে পারেননি এ লাক্স সুন্দরী। নিয়মিত ক্লাস না করেও শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি জানান, ক্লাসে না গেলেও নিয়মিত পরীক্ষাগুলোয় অংশ নেন। পাশাপাশি শিডিউল না থাকলে ক্লাস করেন তিনি। তমা মির্জা আইনে পড়ছেন মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যে পরীক্ষা দিয়েছেন বলেও জানান তিনি।

বড় তারকাদের শিক্ষাজীবন, অন্ধকারে তথ্য
চলচ্চিত্র অঙ্গনের অনেকে বলছেন, বড় নায়ক নায়িকারা তাদের শিক্ষাজীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন না। ব্যস্ততা ও খ্যাতির খাতিরেই পড়াশোনা থেকে ক্রমশ দূরে সরে যান তারা।
চিত্রনায়িকা মৌসুমীর শিক্ষাজীবন নিয়ে কোনও তথ্য জানা যায়নি। বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জনমত ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি তিনি ও বাংলাদেশের খ্যাতনামা জাদুকর জুয়েল আইচ ইউনিসেফ অ্যাডভোকেটের দায়িত্ব পালন করেছেন।
জানা যায়নি এক সময়ের স্বনামখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী শাবনুরের শিক্ষা জীবনের কোনও খবরও। তবে তিনি অস্ট্রেলিয়ায় চলচ্চিত্র বিষয়ক পড়াশোনা করেছেন বলে খবর মিলেছে।
এই সময়ে বাংলা সিনেমার সবচেয়ে বড় তারকা চিত্রনায়ক শাকিব খান। অনেক কাছের মানুষও জানেন না তার শিক্ষা জীবন সম্পর্কে। তার এক ছবির প্রযোজক বাংলা ট্রিবিউনকে জানান, ‘শাকিব খান কাছের মানুষদের বলতে শুনেছেন, তিনি উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন এবং প্রায়শই তাকে বলতে শোনা যায়, তিনি প্রকৌশলী হতে চেয়েছিলেন। কয়েকটি সাক্ষাৎকারে অবশ্য তিনি নিজেকে স্নাতক পাসও দাবি করেছিলেন। ইদানীং বিষয়টি তিনি সচেতনভাবে এড়িয়ে যান। তবে একাধিক ঘনিষ্ট ব্যক্তির মতে শাকিব খান এইচএসসি পাস করেছেন।
নায়িকা অপু বিশ্বাস পড়েছেন এসওএস হারম্যান মেইনার স্কুলে। এরপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তবে এরপর তার শিক্ষা জীবনের পরিস্থিতি কী, তা নিয়ে রয়েছে রহস্য। অপু বিশ্বাস নিজে কখনও কাউকে এ বিষয়ে বলেননি।
এছাড়া নায়িকা সিমলা শৈলকূপা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শৈলকূপা সরকারী কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন। কিন্তু দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন বলে পড়াশোনার অকাল মৃত্যু ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

_91185285_kashmirডেস্ক রিপোর্ট: ভারত-শাসিত কাশ্মীর রাজ্যে ঈদের দিনে কারফিউ-এর সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে দু’জন বিক্ষোভকারী নিহত হয়েছে।
ঈদের দিন সাধারণত কারফিউ না থাকলেও কর্মকর্তারা বলেন, এবার শ্রীনগরে বিচ্ছিন্নতাবাদীদের জাতিসংঘ পর্যবেক্ষকদের কার্যালয়ের দিকে এক মিছিলের পরিকল্পনা ঠেকানোর জন্যই তারা এ পদক্ষেপ নেন।
এ কারণে গত ২৬ বছরের মধ্যে এই প্রথমবার হযরতবাল মসজিদ এবং ঈদগাহের মত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঈদের জামাত হতে পারে নি।
গতকাল কয়েকটি প্রধান মসজিদের দিকে যাবার পথগুলো নিরাপত্তা বাহিনী বন্ধ করে দিলে সহিংসতা সৃষ্টি হয়। এতে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
বান্দিপোরা, শোফিয়ান ও শ্রীনগরে সংঘর্ষের সময় পুলিশ ছররা গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
টিয়ারগ্যাস শেলের আঘাতে ১৯ বছর বয়স্ক এক তরুণ,এবং ছররা গুলিতে অন্য আরেক ব্যক্তি নিহত হয়।
পিটিআই জানিয়েছে, বড় মসজিদগুলোতে জামাত না হওয়ায় বিভিন্ন পাড়া মহল্লায় ছোট আকারে বিকল্প জামাত হয়।
কাশ্মীরের সংবাদ মাধ্যম জানিয়েছে, এবার ঈদের আগে বাজারগুলোতেও ক্রেতার সংখ্যা ছিল অনেক কম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest