সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান চেয়ারম্যান আলিমেরএসএসসি ২০০০ সালের ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরায় সিলভার জুবিলি “মেঘা মিটআপ-২০২৫” অনুষ্ঠিততালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি : নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটসাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠনপাইকগাছা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ মাদরাসা ছাত্রকলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়াদেবহাটায় তীব্র শীতে ব্যাহত জীবন যাত্রাOntdek de wereld van Supergame: Alles wat u moet weten over online casino’s in Belgiëসাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনদেবহাটার বিস্তীর্ণ মাঠে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের টুঙ্গীপাড়া গ্রামের অমিয় মল্লিকের উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, প্রতিমা ভাংচুর, অগ্নি সংযোগ, লুটপাটের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসুচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কালিগঞ্জ দক্ষিণপার খানবাহাদুর আহছানউল্লা ব্রীজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালের পাদদেশে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট উপজেলা শাখার সভাপতি ডাঃ পতিরাম মন্ডল, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদার, যুব মহাজোটের সভাপতি গোপাল চন্দ্র ভাইয়া, সহ-সভাপতি দিনেশ সরকার, সম্পাদক দেবপ্রসাদ মন্ডল, বিজিত কুমার বর্মন, নিরঞ্জন কুমার মন্ডল, নিত্য সরকার, জয়দেব কুমার দাস, মনীন্দ্র মন্ডল, বিশ্বনাথ মন্ডল, শান্তিরঞ্জন দাস, পুলক মল্লিক, পুলক ঘোষ, সমির মোড়ল, বাপী অধিকারী, কিংকর ঘোষ, নিতাই মন্ডল, ডা: হরিদাস সরকার, গৌরপদ কুণ্ডু, সংকর দাস, নিরঞ্জন সরদার, রামপ্রসাদ, লক্ষণ চন্দ্র রায়, স্বপন শর্মা, বিল্লু বিশ^াস,মৃনাল সরকার, অবন্তি সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাঁশদহা প্রতিনিধি: বাঁশদহা ইউনিয়নের ১নং হাওয়ালখালী ওয়ার্ডের সাবেক জামায়াত নেতা আজিজুল হককে আ”লীগের প্রত্যায়ন দিল ১নং ওয়ার্ড আ”লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত জোট সরকারের আমলে গাছ কাটা, রাস্তা কাটাসহ নাশকতামূলক নানা অপকর্মে সক্রীয়ভাবে জড়িত ছিল এই নেতা। আর এই অপরাধের দায়ে গত বৃহঃপতিবার রাত ১টার সময় সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করলে উক্ত ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতি আ”লীগের দলীয় প্রত্যয়ন পত্র দিয়ে ছাড়িয়ে নেয়। এছাড়া আরও সূত্রে জানাযায় এই ওয়ার্ড নেতা অর্থের বিনিময়ে আ”লীগের প্রত্যয়ন পত্র দেন। যে প্রত্যয়ন পত্রে ইউ,পি চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতির সীল স্বাক্ষর আছে। যা এলাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই জামায়াত নেতাকে প্রত্যয়ন দেয়ার ফলে নানা গুনজন সৃষ্টি হয়েছে। তাই এই ধরনরে নেক্কার কাজ ভবিষ্যতে আর না ঘটে সেই কামনা করেন স্থানীয় আ”লীগ নেতারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

সোনাবাড়ীয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলাধীন মাদরা কাম্পে শুক্রবার সকাল ৮:২০ মিনিটের সময় লাঃ নায়েক বিজিবি মোকলেছ গোপন সূত্রে সংবাদ পেয়ে ১১নং পিলিয়ার রাজপুর এর কাছে ইন্ডিয়া থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ আসামিকে আটক করেন। যাহাদের নাম যথাক্রমে- ১। মোঃ ইকরামুল হোসেন (২৫), পিতা-আইনুদ্দিন সরদার, ২। মোঃ জাহিদুর ইসলাম (২৬), পিতা-মুনছুর আলী, ৩। মোঃ জাহাঙ্গীর আলম (২০) পিতা-অজিয়ার সরদার, সর্বগ্রাম-বোয়ালিয়া ও ৪। কবিরুল ইসলাম (২১), পিতা-ছাত্তার, গ্রাম-পূর্ব ভাদিয়ালী, সর্বথানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা-কে আটক করে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় আট দলীয় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা মর্ডাণ ফুটবল একাডেমীকে ট্রাইব্রেকারে পরাজিত করে সেমিফাইল নিশ্চিত করেছে পাটকেলঘাটা ফুটবল ক্লাব। ঐতিহ্যবাহী পাটকেলঘাটা ফুটবল মাঠে শুক্রবার বেলা ৩টার খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্থে উভয় দল ১টি করে গোল করে নির্ধারিত সময় শেষ করলে খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। ট্রাইব্রেকারে সাতক্ষীরা মর্ডান ফুটবল একাদশ ০৩ এবং পাটকেলঘাটায় ফুটবল একাদশ ক্লাব ০৫ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে নিশ্চিত করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আছাদ। সহযোগী হিসেবে ছিলেন বাবর ও সঞ্জয়। ধারাভাষ্যকর ছিলেন শিক্ষক অলিউর ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রতারক চক্রের দু’সদস্য ভূয়া সোনার কয়েন লেনদেনের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১২টার দিকে আসাননগর রাকিব অটো রাইস মিলের পাশে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানার ধুলিহর যুগীপোতা গ্রামের আব্দুল গফুরের পুত্র লাভলু সরদার (৩০) ও একই গ্রামের আলাউদ্দীন সরদারের পুত্র হাফিজুর রহমান (৩২) প্রতারক চক্রের দু’সদস্য পাটকেলঘাটার পাঁচপাড়া গ্রামের আকশেদ আলী গাজীর পুত্র মনি (৪০) এর সাথে গোপন ৬ লক্ষ টাকা চুক্তিতে ২৩শ পিস সোনার কয়েন দেওয়ার কথায় সকাল সাড়ে ১১টার দিকে থানার আসান নগর রাকিব অটোরাইল মিলের সন্নিকটে আসলে আগে থেকেই ওত পেতে থাকা থানা পুলিশের এস আই উজ্জ্বল কুমার দত্ত ও এ এস আই শরিফুল ইসলাম তাদের কে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা একটি পিতলের কলসি, একটি সুপার গ্লু আটা, পিচ কয়লা ও পিতল সাদৃশ্য কয়েন উদ্ধার করেন। প্রতারক চক্রের সদস্যরা এ ধরনের প্রতারনা এর আগেও বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের সাথে করেছে বলে স্বীকার করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, এ ধরনের প্রতারক চক্র ধরতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি: তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারের মিলন ফার্মেসীর স্বত্বাধীকারি মাষ্টার আব্দুল গফুর মোড়লের সাথে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারের রায় ফার্মেসীর মালিক জগদীশ রায়ের প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে জানা যায় ,২০১৫ সালে মাষ্টার আব্দুল গফুর মোড়ল ড্রাগ লাইসেন্স নবায়ন করার জন্য খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনির জগদীশ রায়ের কাছে ৭,৫০০ টাকা , ব্যাংক চালান , ব্যাংক রশিদ, ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির যাবতীয় রশিদ, ট্রেড লাইসেন্স, ব্যাংক ক্লিয়ারেন্স ইত্যাদি কাগজপত্র দেন। এখানে উল্লেখ্য যে, ড্রাগ লাইসেন্স নবায়ন ক্ষেত্রে প্রত্যেক কেমিষ্ট স্বশরীরে হাজির না হয়ে ড্রাগ সুপারের কার্যালয়ে যাদের সুসম্পর্ক আছে, এমন লোক মারফত নবায়নের কাজটি করে থাকেন বিভিন্ন এলাকার কেমিষ্টগন। সে হিসাবে জগদীশ রায়কে উক্ত টাকা ও কাগজপত্র দেন মাষ্টার আব্দুল গফুর মোড়ল। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হতে গেলেও লাইসেন্স নবায়নের কাজটি করে দেননি জগদীশ রায়। এদিকে মাষ্টার আব্দুল গফুর মোড়ল অভিযোগ করেছেন, আমার লাইসেন্সটি অন্যত্র মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন জগদীশ রায়। বারংবার জগদীশ রায়ের কাছে ড্রাগ লাইসেন্সের নবায়িত কপি পেতে ব্যর্থ হয়ে আব্দুল গফুর মোড়ল এ প্রতিবেদকের স্বরণাপন্ন হন। এছাড়া আব্দুল গফুর মোড়ল জানান, তিনি জগদীশ রায়ের এহেন প্রতারণামূলক কাজের বিরূদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। উল্লেখ্য , মাষ্টার আব্দুল গফুর মোড়লের মিলন ফার্মেসির লাইসেন্স নং-জউখ-১৩৪৫৪/

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

দেবহাটা ব্যুরো: দেবহাটার সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গায় আহছানিয়া মিশনের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিনেডাঙ্গা আহছানিয়া মিশনের আয়োজনে মিশন চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিনেডাঙ্গা আহছানিয়া মিশনের সভাপতি সফিকুল সরদারের সভাপতিত্বে মিশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের চঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন শাহী জামে মসজিদের ইমাম কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ রংপুরী। বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান, আলহাজ্ব আবুল ফজর, আবুল কাশেম, আলহাজ্ব মুজিবর রহমান, চিনেডাঙ্গা জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ, মোহাম্মাদালীপুর জামে মসজিদের ইমাম আবু মুছা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবুর আলী, এছাক আলী, মাঘরী আহছানীয়া মিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৈয়ব খান, ইউপি সদস্য মোনাজাত আলী, হাফিজুর রহমান হাফিজ, চিনেডাঙ্গা আহছানিয়া মিশনের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম -সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নিন্টু, হিসাবরক্ষক সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, আলহাজ্ব আব্দুল আজিজ, আলহাজ্ব আব্দুল মজিদ, মেছের আলী, দেলোয়ার হোসেন, সাহমোত আলী, আবুল কালাম সহ মিশনের সকল সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ স্কাউট সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে নির্বাহী কমিটির সভা আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সভাপতিত্ব করবেন জেলা রোভারের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। উক্ত সভায় নির্বাহী কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আনুরোধ জানিয়েছেন জেলা রোভারের কমিশনার ও সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest