নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮ জন আটক হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা ১০ জন, কলারোয়া থানা ০৩ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৮ জন, আশাশুনি থানা ০২ জন, দেবহাটা থানা ০১ জন, পাটকেলঘাটা থানা ০১ জন ও ডিবি পুলিশ ০১ জনকে আটক করেছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পায়ের গন্ধের কারণে কর্মক্ষেত্র থেকে শুরু করে স্কুল কলেজ সর্বত্র অনেকেই অস্বস্তিজনক পরিস্থিতিতে পরতে হয়৷ পা-ঢাকা জুতো পরে কিছু বিশেষ জায়গায় যেতেই হয় অনেককেই৷ আর সেখানেই বাঁধে সমস্যা৷ এই জুতোর গন্ধে অনেকেই কাছে ঘেঁসে না৷ অস্বস্তিকর এই পরিস্থিতি লজ্জারও কারণ হয়ে দাঁড়ায়৷ মূলত যাদের পা ঘামে, তাদেরই বেশি এই সমস্যার মুখোমুখি হতে হয়৷ কিন্তু এর থেকে আপনি মুক্তি পেতে পারেন সহজেই৷ আসুন জেনে নেই পায়ের গন্ধ দূর করতে দেখে নিন তার কিছু কৌশল –
স্পোর্টস ডেস্ক:যুগে যুগে অনেক সুদর্শন ক্রিকেটারই মাতিয়ে গেছেন ২২ গজের পিচ। তাদের থেকে বেছে নেয়া হয়েছে সর্বকালের সেরা একাদশ।
স্পোর্টস ডেস্ক: অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৪ রানে। দ্বিতীয়বারের মুখোমুখি লড়াইয়েও রংপুরের বিপক্ষে জয় পেল না খুলনা। এবারও সাত উইকেটের সহজ জয় পেয়েছে রংপুর। খুলনাকে হারিয়ে দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
নিজস্ব প্রতিবেদক: ‘আমরা কচু শাক বাড়ির পাশ থেকে তুলে খেতাম, কলার মুচা খেয়ে বড় হয়েছি। কিন্তু আজ সেগুলো আর দেখা যায় না। এসব অচাষকৃত শাকসবজি পুষ্টিগুণে ভরপুর, খেলে স্বাস্থ্য ভাল থাকে।’