সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি : সম্পাদক জাহাঙ্গীর হোসেনআশাশুনির বুধহাটা খেয়াঘাটে বেতনা নদীতে সাঁকো নির্মানকালীগঞ্জে কৃষিজমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়তালার কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধারসাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি :ইমদাদুল সম্পাদকআসুন! নতুন স্বাধীনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য কাজ করি -ডা: গালিবদেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় সাফজয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা : প্রত্যেককে ১ লাখ টাকা প্রদানতারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরন ও মানবিক রাষ্ট্র গঠনে গণসমাবেশসাতক্ষীরা বোটানীক্যাল সোসাইটির হেমন্তকালীন পরিবেশ আড্ডা

photo-1472774672ব‌হি‌র্বিশ্ব: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষার-নিরীক্ষার সময় রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগামী শনিবার বিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুকে’র প্রথম স্যাটেলাইট নিয়ে যাত্রা শুরু করার কথা ফ্যালকন-৯ নামে ওই রকেটের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এতে যাত্রার আগেই ধ্বংস হয়ে যায় ফেসবুকের প্রথম স্যাটেলাইট। ফ্লোরিডার কেপ কেনাভেরাল এয়ারফোর্স স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

রকেটটি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রকেটটিতে কোনো মানুষ ছিল না। আর এতে হতাহতেরও কোনো ঘটনা ঘটেনি। স্পেস এক্সের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ করার সময় কোনো ‘অনিয়ম’ ঘটতে পারে।

বিস্ফোরণের কারণে বেশ দূরে থাকা ভবনগুলো কেঁপে ওঠে।

রকেটটি বিস্ফোরণের কারণে ধ্বংস হয়ে যায় স্যাটেলাইট অ্যামোস-৬। যার মাধ্যমে বিশ্বের প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ আফ্রিকার এলাকায় ইন্টারনেট নেটওয়ার্ক বাড়াতে চেয়েছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বর্তমানে আফ্রিকার কেনিয়ায় আছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাকারবার্গ জানিয়েছেন, তিনি ‘খুবই হতাশ’।

মেইল অনলাইন জানিয়েছে, ওই স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকার ১৪টির বেশি দেশে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়া যেতে পারত। অ্যামোস-৬-এর মালিক স্পেসকম। আর ওই ইন্টারনেট স্যাটেলাইটে ফেসবুকের খরচ ছিল ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

ফেসবুকে এ ব্যাপারে জাকারবার্গ বলেন, ‘আমি এখন আফ্রিকায় আছি। স্পেস এক্সের ব্যর্থতায় আমাদের স্যাটেলাইটের ধ্বংসের খবর শুনে আমি খুবই হতাশ। এটা এ মহাদেশের অনেক উদ্যোক্তাকে যোগাযোগের আওতায় নিয়ে আসতে পারত।’

তবে অন্য সব কারিগরি দিকেও ফেসবুক কাজ করছে জানিয়ে জাকারবার্গ জানান, মানুষের মধ্যে যোগাযোগ বজায় রাখার ব্যাপারে প্রতিজ্ঞ তিনি। আর স্যাটেলাইট নিয়ে ভবিষ্যতে ফেসবুক কাজ করবে বলে জানান তিনি।

বিস্ফোরণের ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থার (নাসা) মুখপাত্র এল ফেইনবার্গ জানান, নাসা বিষয়টি তদারক করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা বিএনপির উপদেষ্টা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব ডি, এম, আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্জ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি,এম মফিজ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মোকতার হোসেন, শেখ মফিজুর রহমান, শামছুর রহমান, মোঃ নজরুল ইসলাম, শেখ রহমত আলী, শাহিনূর রহমান ও গোলাম রসুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। BNP_A

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এবং কৃষিবিদ খামার ও প্রেরণা শ্যামনগরের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টায় সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সভাপতি আকবর কবীর, সেক্রেটারী জাহিদ সুমন, উপদেষ্টা শেখ আফজাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ সহ কর্তব্যরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।Picture-001

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে মৎস্য অধিদপ্তরের আওতায় বেষ্ট প্রকল্পের অধীন একদিনের চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। মান সম্মত নিরাপদ মাছ ও চিংড়ী উৎপাদনে একোয়া কালচার মেডিমিনাল প্রোডাক্ট (এএমপি) নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩০ জন চিংড়ী মাছ চাষী, মাছের খাদ্য ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুলের হলরুমে প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বক্তব্য রাখেন প্রেসক্লাব উপদেষ্টা প্রাক্তন শিক্ষক একেএম ইমদাদুল হক,সমীরণ বিশ্বাস, সহকারি প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল,মানেজিং কমিটির সদস্য জিএম আল ফারুক, সহকারী শিক্ষক আসিব ইকবাল, মৈত্রি সুন্দর রায়,আমান উল্লাহ,রাম প্রসাদ, সেলিনা আক্তার,পারভীন সুলতানা লিপি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষার্থী শুভ্র ও তোয়া।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আশাশুনি প্রতিনিধি॥ আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা বিএমআরবি মাধ্যমিক বিদ্যালয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুলের প্রধান শিক্ষক শ্যামাপদ রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন থানা অফিসার্স ইনচার্জ গোলাম রহমান। তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গী ও নাশকতাকারীদের কোন দল নেই। ইসলামকে পুঁজি করে একটি গোষ্ঠী মেধাবী ছাত্র-ছাত্রীদের বিপথগামী করে ফায়দা হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন সন্দেহভাজন কোন অপরিচিত ব্যক্তিকে এলাকায় ঘোরা-ফেরা করতে দেখলে অবশ্যই জনপ্রতিনিধি সহ পুলিশকে জানাতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই পিযুশ দাস, এএসআই শরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম,ধ্র“ব ঢালী, সহকারি প্রধান শিক্ষক রমেশ চন্দ্র মন্ডল,আবু মুসা,দীপশিখা সরকার, নিত্যানন্দ সরকার, সুভাষ চন্দ্র সানা, মৃন্ময় গাইন, যুগল মন্ডল, সুকোমল পালিত, বিশ্বজিত ঢালী প্রমুখ। এছাড়া একই দিনে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলি সরদারের সভাপতিত্বে অনুরুপ সমাবেশে প্রধান আলোচক ছিলেন ওসি গোলাম রহমান। স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে আলোচনা শেষে স্কুল দু’টির উপস্থিত সকল শিক্ষার্থীকে দু’হাত তুলে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

এস.এম আবু রায়হান, ঝাউডাঙ্গা : সাতক্ষীরা সদর উপজলো ঝাউডাঙ্গা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রথম মডেল টেস্ট পরিক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দেড়টা র্পযন্ত ইংরেজি পরিক্ষায় শির্ক্ষাথীরা স্বত:স্ফুতভাবে অংশ গ্রহণ করে। ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মোট ৪টি কেন্দ্র অনুষ্ঠিত হয়। সরেজমিনে এসব কেন্দ্রে গিয়ে জানা যায় বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি স্কুলের ১৪৮ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কেন্দ্রে সচিব মো. জাকির হোসনে বলেন, মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঝাউডাঙ্গা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে মোট ৬টি স্কুলের১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তর দেবনগর সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ৮১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এবিষয়ে সহকারি শিক্ষা অফিসার মো. বাবলু রহমান জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল কেন্দ্রে প্রাথমকি শিক্ষা সমাপনীর প্রথম মডলে টেস্টের প্রথম দিনে শান্তিপূর্ণ ভাবে পরিক্ষা সম্পন্ন হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পরণের শাড়ি গলায় পেচিয়ে হাফিজা খাতুন (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানাযায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের শামছুর গাজীর স্বামী পরিত্যক্তা মেয়ে হাফিজা খাতুন কিছুদিন যাবত তার ভগ্নিপতি দক্ষিণ শ্রীপুর গ্রামের শুকচাঁদ মোড়লের ছেলে আনছার আলীর বাড়িতে ছিলেন। সম্প্রতি ওই গৃহবধূ মানসিক ভারসাম্য হারিয়ে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পরিবারের অগোচরে ঘরের আড়ার সাথে নিজের পরণের শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এব্যাপারে গতকাল কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং ৩২।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest