সর্বশেষ সংবাদ-
দুই মেয়ের পর আবারো মেয়ের জন্ম :  ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হত্যা- মা আটকবিএনপির কণ্ঠে স্বৈরাচারের সুর শুনতে পাচ্ছি– সাতক্ষীরায় গোলাম পরওয়ারজাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় বিআরটির রোড শোতালায় বালু বিক্রয় নিয়ে সংঘর্ষে আহত ৪ : ভুক্তভোগী পরিবারের অভিযোগলাবণ্যবতী খালের উপর কাঠের ব্রিজটি যেন মৃত্যুর ফাঁদসাতক্ষীরা-২ আসনে এবি পার্টির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জি এম শাকিলবর্ণিল সাজে সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’র উদ্বোধনপিআর পদ্ধতির দাবিতে সাতক্ষীরায় সেমিনারশ্যামনগরে আজাবা শাকের মেলা ও রান্না প্রতিযোগিতাসংকটের মুহূর্তে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠা কালবেলার সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে

শ্যামনগর ব্যুরো: শ্যামনগরের হরিনগরে জমি বিরোধেকে কেন্দ্র করে মারপিট ও ক্ষতি সাধনের অভিযোগে মামলা হয়েছে। বিজ্ঞ আদালতে সি.আর,পি মামলা নং ২২৮ ও শ্যামনগর থানা মামলা নং-০১। মামলাটি দায়ের করেন-হরিনগর গ্রামের আঃ মজিদের পুত্র মাহফুজুর রহমান। মাহফুজুর রহমানের দায়েরকৃত অভিযোগে জানা যায়, সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান স্বাক্ষরিত এক নির্দেশ পত্রে ৩ দিনের মধ্যে বিষয়টির উপর এজাহার হিসাবে গণ্য করতে শ্যামনগর থানা কে নির্দেশনা দেওয়া হয়। ফলে শ্যামনগর থানা গত ১ নভেম্বর হরিনগর(মক্তব)গ্রামের শওকত আলি বৈদ্য ,আঃ হামিদ,গফফার মোল্যাসহ ১৩ জন কে আসামি করে মামলাটি রেকর্ড হয়। বর্তমানে আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলার বাদী মাহফুজুর রহমানকে খুন ,জখম,মিথ্যা মামলা সহ তার পরিবারকেও নানাবিধ হুমকী অব্যাহত রেখেছে আসামীরা। এমনকি এ মামলাটি থেকে আসামিরা অব্যহতি পেতে ও ভিন্নখাতে প্রবাহিত করতে পুলিশ প্রশাসন কে ম্যানেজ করতে দৌড়ঝাপ শুরু করেছে মর্মে মাহফুজুর অভিযোগ করেন। মামলার বাদী নিরীহ ও অসহায় গরীব হওয়ায় দারুণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে শওকত বৈদ্য জানান, জমি বিরোধে তাদের নামে মামলা হয়েছে সত্য,ঐ জমিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত কাজে শ্যামনগর থানা পুলিশ তাদের বাড়িতে আসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

2
সখিপুর প্রতিনিধি: সাধারণ মানুষের হয়রানী কমাতে এবং সঠিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সকল দলিল লেখক, অফিস সহকারিসহ কর্মরতদের পরিচয় পত্র প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিসারের কার্যালয়ে উক্ত পরিচয়পত্র প্রদান করা হয়। সখিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্টার নারায়ন চন্দ্র মন্ডল সকলের হাতে পরিচয়পত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দলিল লেখক  নজরুল ইসলাম, ওয়ালীউল¬াহ, কালী চরণ স্বর্ণকার, হাজের আলী, সন্তোষ কুমার সরকার, রমজান আলী, প্রফুল্য কুমার তরফদার, এস.এ. জামান, শেখ মমিনুল ইসলাম, মোঃ মানিক গাজী, শেখ মোকররম হোসেন, আবুল কালাম আজাদ, প্রশান্ত কুমার মন্ডল, শেখ মারুফ হোসেন, আবু তালেব, আকবার হোসেন, শেখ আবু হাসান সাঈদ, শেখ মনিরুল ইসলাম, শেখ হাসাৃনুজ্জামান, মশিউর রহমান, আবদুল¬াহ আল মামুন, শেখ জাহিদ আলমসহ সকল দলিল লেখক, অফিস সহকারিসহ কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছা আলোকিত পৌরসভা নামে খ্যাত এ পৌরসভায় চলছে যত্রতভাবে একের পর এক দখল হয়ে যাচ্ছে জেলাসহ পৌরসভার জায়গা। দেখার কেউ নেই। কর্তৃপক্ষ নিরব। স্বচ্ছ পৌরসভার দাবি জানিয়েছেন পৌরবাসী। তথ্যে প্রকাশ, জেলা সদর হতে ৬৫ কিলোমিটার দক্ষিণে খুলনার প্রথম পৌরসভা পাইকগাছা। যার আয়তন ২.৫২ বর্গকিলোমিটার। প্রায় ২০ হাজার লোকের বসবাস। পৌর সীমানার মধ্যে সদর সহ ৭টি হাট বাজার, ২৫টি মসজিদ, ৭টি মন্দির সহ সংখ্যা প্রতিষ্ঠান নিয়ে ১৯৯৭ সালের ১ ফেব্র“য়ারি শিবসা ও কপোতাক্ষ নদীর অববাহিকতায় গড়ে ওঠে এই পৌরসভা। যা ধীরে ধীরে আলোকিত পৌরসভায় রূপ নেয়। সন্ধ্যার পর বৈদ্যুতিক সংকট দেখা গেলেও পৌর কর্তৃপক্ষের চেষ্টায় সমস্ত শহরে সৌর বাতি জ্বলে ওঠে। যার দাবি রাখে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ তার পরিষদ। কিন্তু পৌরসভা আলোকিত করলেও জেলা পরিষদসহ পৌরসভার জায়গা দখল করে চলেছে ভূমিদস্যুরা। পৌর সদর সহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী চলছে খেয়াল খুশি মত। রাস্তা দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীরা গড়ে তুলেছে শতশত প্রতিষ্ঠান। মাংস বাজার চলছে সিন্ডিকেটের মাধ্যমে। চাঁদনী না থাকায় কাঁচা বাজার চলছে এলোমেলোভাবে। রয়েছে যানজটের বড় সমস্যা। ট্রাফিক না থাকায় বাজার হতে জিরোপয়েন্ট পর্যন্ত যান চলাচল ঝুকিপূর্ণ থাকতে দেখা যায়, রাস্তার উপর বাস-মিনিবাস সহ মালবাহী ট্রাক। দখল হয়ে যাচ্ছে পৌর সদর সংলগ্ন শিবসা নদীর চর ভরাটি জায়গা। বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় বাজার সংলগ্ন নদীর পাশে ফেলে গন্ধে পরিবেশ দূষিত করছে। রয়েছে মাছ, কাঁকড়া ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জুয়ারে নদীর দূষিত পানিতে পৌর সদরের বিভিন্ন রাস্তা তলিয়ে যায়। নেই শহর রক্ষা বাঁধ। সমস্যা রয়েছে পৌরসভা নিয়ন্ত্রিত আদর্শ শিশু বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, লাইব্রেরির পাশে জীম ঘরের ব্যবস্থা। সবকিছু মিলিয়ে যেন পাইকগাছা আলোকিত পৌরসভা চলছে যত্রতত্রভাবে। অত্র এলাকার স্থায়ী বাসিন্ধা সরকারি চাকুরীজীবি সহ ব্যবসায়ীরা স্বচ্ছ পৌরসভা গড়ে তোলার জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পাইকগাছা ব্যুরো : পাইকগাছা আইনজীবী সমিতির ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ১১টি পদে ২টি প্যানেলে ২২জন প্রার্থী বুধবার সকালে মনোনয়নপত্র জমা দিয়েছে। জাতীয়তাবাদী প্যানেলে সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মোজাফফর হাসান, আককাছ আলি, সম্পাদক পদে দিপঙ্কর কুমার সাহা, যুগ্ম সম্পাদক অনাদি কুমার মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. মুহতাছিম বিল্লাহ, লাইব্রেরিয়ান সম্পাদক বেলাল আহমেদ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য আব্দুল মালেক, আব্দুল মজিদ ও আমিনুল ইসলাম এবং আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি, পংকোজ কুমার ধর, সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর, যুগ্ম সম্পাদক সেলিনা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান মিঠু, লাইব্রেরী সম্পাদক শিবু প্রসাদ সরকার, ক্রীড়া সম্পাদক অজিত কুমার সরকার, সদস্য পদে পরিমল কুমার মন্ডল, সমরেশ মন্ডল ও সঞ্জয় কুমার মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭২জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

6
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশনের প্রতিষ্ঠাতার নামানুসারে সাতক্ষীরায় ই,এফ, সুমেখার টেকনোলজি জাসটিস কর্ণারের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভা চত্বরে এ ভবনের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। পরে সাতক্ষীরা পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাকটিক্যাল এ্যাকশনের ইন্টারন্যাশনাল ডাইরেক্টর মিস এমি মিনার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, প্রাকটিক্যাল এ্যাকশনের কান্ট্রি ডাইরেক্টর মিস হাসিন জাহান, পৌর কাউন্সিলর শফিক-উ-দ্দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জোছনা আরা প্রমুখ। আলোচনা সভায় জানানো হয়, ২০১১ সাল থেকে প্রাকটিক্যাল এ্যাকশন প্রতিষ্ঠানটি পৌরসভায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। বর্তমানে তারা উন্নত উপায়ে বাসাবাড়ির আবর্জনা ও বর্জ্য সংগ্রহ করে তা থেকে উন্নত মানের সার ও গ্যাস উৎপাদনের কাজ করছে। আলোচনা সভায় আরো জানানো হয়, ই,এফ, সুমেখার টেকনোলজি জাসটিস কর্নার থেকেই প্রাকটিক্যাল এ্যাকশন ও সাতক্ষীরা পৌরসভা কর্তৃক তৈরিকৃত বিভিন্ন টেকনোলজি প্রদর্শন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

অনলাইন ডেস্ক: অবশেষে প্রধানমন্ত্রীর তরফ থেকে পাঠানো ত্রাণ গ্রহণ করেছেন গাইবান্ধায় হামলার শিকার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। আজ বুধবার বেলা দেড়টার দিকে জেলা প্রশাসন কর্তৃপক্ষ এ ত্রাণ পৌঁছে দেয়।

গত সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান ত্রাণ দিতে গেলে তাঁরা নেননি। কারণ, তাঁদের অভিযোগ, ইউএনওর নির্দেশে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে, সেই ইউএনওর হাত দিয়ে ত্রাণ বিতরণ মশকরা ছাড়া আর কিছুই না।

গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বড়জয়পুর গ্রামে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভবনের সামনে পরিবারপ্রতি ২০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি লবণ ও দুটি করে কম্বল বিতরণ করা হচ্ছে। ১৫০টি পরিবার এই ত্রাণ পাবে। সেখানে ত্রাণ সহায়তা নিয়ে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমিন বাস্কে মুঠোফোনে বলেন, ‘আমাদের সঙ্গে সরকারের কথা হয়েছে। সেখানে সরকারের লোকজন আমাদের পুনর্বাসনের ও হয়রানি না করার আশ্বাস দিয়েছেন। এরপর ত্রাণ গ্রহণ করার সিদ্ধান্ত হয়।’

গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাঁওতালদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাঁদের মধ্যে তিরবিদ্ধ হয়েছেন নয়জন এবং গুলিবিদ্ধ হন চারজন। এ সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। এ ঘটনায় শুধু পুলিশের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় ওই রাতে ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করা হয়। গত সোমবার বিকেল পর্যন্ত চারজন সাঁওতালকে গ্রেপ্তার দেখানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

432e669d4f9ccf599254c29f8e0b4240-untitled-4বিনোদন ডেস্ক : আলিয়া ভাট ও রণবীর কাপুরঅনেক দিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটার ও পতৌদির প্রয়াত নবাব মনসুর আলী খানের জীবন নিয়ে বলিউডে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো হবে। কিন্তু ছবির প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি। মনসুর আলীর স্ত্রী বলিউডের গুণী অভিনেত্রী শর্মিলা ঠাকুর চাইছেন এই ছবিতে তাঁর চরিত্রে আলিয়া ভাট অভিনয় করুন। আর টাইগার পতৌদির চরিত্রে তিনি রণবীরকে দেখার ইচ্ছা প্রকাশ করেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে মনসুর আলী খানের (যাঁকে অনেকে আবার টাইগার পতৌদি নামেও চেনেন) ‘বায়োপিক’ প্রসঙ্গে শর্মিলার কাছে জানতে চাওয়া হয়েছিল পর্দায় নিজেদের বেশে কাকে দেখতে চান তিনি? তখন তিনি বলেন, ‘মনসুর আলীর জীবনের ওপর কোনো ছবি তৈরি হলে আমার নিশ্চয়ই ভালো লাগবে। তবে ছবি তৈরির আগে পরিচালককে তাঁর জীবন ও তাঁকে নিয়ে অবশ্যই অনেক গবেষণা করতে হবে।’
শর্মিলা ঠাকুর আরও মনে করেন, পতৌদির বর্ণাঢ্য জীবন নিয়ে কোনো ছবি তৈরি হলে রণবীর কাপুর বা ছেলে সাইফ আলী খান নাম–ভূমিকায় অভিনয় করতে পারেন। কারণ, এই দুজনের সঙ্গে টাইগারের চেহারার বেশ মিল আছে। আর শর্মিলা নিজের চরিত্রে দেখতে চান আলিয়া ভাটকে। ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক ২০১১ সালের সেপ্টেম্বরে মারা যান। ১৯৬১ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। হিন্দুস্তান টাইমস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

russian-ministerআন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি তেল কোম্পানির কাছে থেকে ২০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার অভিযোগ উঠে এই রুশ মন্ত্রীর বিরুদ্ধে।

রাশিয়ার প্রধান দুর্নীতি বিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে) জানায়, উলিইউকায়েভ সরকারি মালিকানাধীন তেল কোম্পানি থেকে এই বিপুল অর্থ ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসকে’র মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, উলিইউকায়েভ হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে ঘুষ দাবি করেন। ১৪ নভেম্বর ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।

তিনি আরো বলেন, ঘুষের অর্থ নেয়ার সময় ওই মন্ত্রী হাতেনাতে ধরা পড়ায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে উলিইউকায়েভের ৮ থেকে ১৫ বছরের সাজা হতে পারে।

উলিইউকায়েভকে গ্রেফতারের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে জানানো হয়েছে। এ ব্যাপারে ব্যাপক অনুসন্ধান চালানোর তাগিদ দিয়েছেন রুশ প্রধানমন্ত্রী। তদন্তের বিষয়ে সম্পূর্ণ অবগত আছেন পুতিন।

উলিইউকায়েভের মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের পর গত অক্টোবরে সরকার নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানি বাশনেফটের ৫০ শতাংশ কিনে নেয়। পরে রোসনেফটের কাছ থেকে উলিইউতকায়েভের ঘুষ নেয়ার অভিযোগ ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest