সর্বশেষ সংবাদ-
নওয়াবেঁকীতে রাতের আধারে বাচ্চাসহ গরু জবাই : ৭ হাজার টাকা জরিমানাশ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভসাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাতক্ষীরায় এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটাসাতক্ষীরার বিভিন্ন সীমান্ত জব্দ হওয়া বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংসআশাশুনিতে এনসিটিবি’র অনুমোদনহীন বই বাজারজাতে চুক্তিবদ্ধ হওয়ার অভিযোগদেবহাটায় ফেয়ার মিশনের অসহায় শীতার্তদেরকে কম্বল বিতরনদেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময়আমতলা উদিয়মান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনসাতক্ষীরায় কায়পুত্র স¤প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা

তালা প্রতিনিধি : চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারের মেসার্স চৌধুরী হামিদা অটো প্রসেসিং (অটো রাইচ মিল) নামে একটি চাউলে মিলে হামলা করেছে দূবৃর্ত্তরা। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জাতপুর বাজারের ব্যবসায়ী প্রতিষ্টান মেসার্স চৌধুরী হামিদা অটো প্রসেসিং নামে চাউলের মিলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ভাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে পিটিয়ে জখম করে তারা। ওই রাতে মেসার্স চৌধুরী হামিদা অটো প্রসেসিং-এর মালিক অশিউর রহমান চৌধুরী বাদী হয়ে ৬ জনের নামে তালা থানায় এজাহার দাখিল করেন।
অভিযুক্তরা হলেন- তালা উপজেলার আলাদীপুর গ্রামের ছবেদ মোড়লের ছেলে মো. মোসলেম উদ্দীন (৫২), জোহর আলী মোড়লের ছেলে সাদ্দাম মোড়ল (৩০), আলাউদ্দীন সরদারের ছেলে মো. হেলাল সরদার (২৮), সাহবুদ্দীন সরদারের ছেলে ইমরান সরদার (২৫), আনার মোড়লের ছেলে আলমগীর মোড়ল (৩৫) ও কাশেম সরদারের ছেলে নাজমুল সরদার (২৭)। থানায় এজাহার দাখিল করলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, মেসার্স চৌধুরী হামিদা অটো প্রসেসিং নামে চাউলের মিলটি গত দুই বছর ধরে জাতপুর বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে। ব্যবসা চালুর পর থেকে উক্ত আসামীরা বিভিন্ন সময়ে তাদের কাছে চাঁদা দাবী করে আসছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোসলেম উদ্দীনের হুকুমে তাদের প্রতিষ্ঠানে হামলা করা হয়। এসময় আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে তারা।  এসময় ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা নেয় এবং যাওয়ার সময় আরও পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করে। মামলার বাদী অশিউর রহমান বলেন,‘থানায় মামলার এজাহার জমা দেওয়া হয়েছে। পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তবে একজনকে এলাকাবাসির সহযোগিতায় আটক করছে পুলিশ। অভিযুক্ত মোসলেম উদ্দীন জানান, বাজারে একটি ঘটনা ঘটেছে। ঘটনায় একজন আটক আছে। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মিমাংসা করার চেষ্টা করছেন। আশাকরি বিষয়টি মীমাংসা হয়ে যাবে। তালা থানার উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান মামলার এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একজন আটক আছে। তবে এখনও মামলা রেকর্ড হয়নি। bloody_knife_by_uchihavenger1

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

তালা প্রতিনিধি : তালায় জাগরণী চক্র ফাউন্ডেশন উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মাস ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার সম্পন্ন হয়েছে ।
ইউনিসেফের অর্থায়নে ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় রবিবার সকালে সুজনশাহা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এবিএল ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক  অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনশাহা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মানিক চন্দ্র। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট পরিচালক ফিরোজ রহমান,উপজেলা সমন্বয়কারী মোঃ আব্দুল কাইয়ুম,এছাড়া ইউপি সদস্য সোহরাব সরদার,সুপারভাইজার তাসলিমা খাতুন প্রমূখ। উল্লেখ্য,তালা উপজেলার ১২টি ইউনিয়নের ৭৮টি এবিএল স্কুলের জাগরণী ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে রবিবার তালা সদর ইউনিয়ন,ইসলামকাটি ইউনিয়ন,ধানদিয়া ইউনিয়ন, সরুলিয়া ইউনিয়ন ও খলিশখালী ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। Picture Tala 04.09.16

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের রায় অনুযায়ী জামায়াত নেতা ও ৭১ এর বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার এবং কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের পরামর্শে কালিগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে অনুষ্ঠিত আনন্দ মিছিলে ৫ নং কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগসহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তরুণলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।Picture-Kaliganj-4 Sep

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি কো-অডিনেশন সিসি টিমের ত্রৈমাসিক সভা গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সহযোগিতায় পাচারের শিকার মানুষদের সমন্বিত স্বাস্থ্য সেবা প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। সিসি টিমের সভাপতি এবং দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন রূপান্তরের কালিগঞ্জ এফও শেখ সাব্বির আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রূপান্তরের খুলনা ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া। তিনি বলেন, পাচারের শিকার মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। রূপান্তরের ওডাবলু ইতিআরা পারভীনের সঞ্চালনায় সভায় আরও মধ্যে বক্তব্য রাখেন সিসি টিমের সদস্য ও ইউপি সচিব খাঁন আহাদুর রহমান, ইউপি সদস্য চিত্রা রানী সরকার, রফিকা ও মমতাজ বেগম, মিজানুর রহমান সাহাজী, সাংবাদিক মৃত্যুঞ্জয় মিস্ত্রী, হাবিবুর রহমান, স্থানীয় ক্লাব সদস্য মুনজিরা খাতুন, গ্রাম্য ডাক্তার আবুল কাশেম এবং রূপান্তরের ওয়ার্ড প্রমোটর নূর হোসেন, রুহুল আমিন সাহাজী মুকুল প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Razzak

গত ৩ সেপ্টেম্বর ১৬ শনিবার সাতক্ষীরা পৌরসভাধীন ১৪ নং দক্ষিণঘোষপাড়া সরকারি প্রাইমারী স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিস্ট ব্যবসায়ী মৃত. বাদশা মোড়লের ছোটপুত্র আব্দুর রাজ্জাক সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হওয়ায়  অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিস আহমেদ খান চৌধুরী বকুল, সহ-সভাপতি শেখ নাসেরুল হক, যুগ্ম সম্পাদক  রাশিদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র, সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ব্রহ্মরাজপুর প্রতিনিধি॥ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতি বছরের ন্যায় এবারও এই মাঠে দূর দূরান্ত থেকে কোরবানির পশু ক্রয়ও বিক্রয়ের জন্য এখানে আনা হচ্ছে। ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে এই পশুর হাট ঈদের আগের দিন পর্যন্ত চলবে। ক্রেতাদের অভিযোগ আছে দামটা একটু বেশি। কিন্তু বিক্রেতা বলছে দাম ঠিক আছে।20160904_161535 (Large)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ০৩ নেতা-কর্মীসহ ৩৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা ০৫ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০১ জন, আশাশুনি থানা ১১ জন, দেবহাটা থানা ০২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। download (1) (Medium)

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : ১জুলাই ২০১৬ হতে সরকারি শিক্ষক- কর্মচারিদের অনুরুপ বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক-কর্মচারিদের পাঁচ শতাংশ প্রবৃদ্ধি প্রদান, পূর্বের ন্যায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমবেতন স্কেলে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল উন্নীত করণ, বৈশাখী ভাতা ও পাহাড়ী ভাতা প্রদানসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং অর্থ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন’র হাতে উক্ত স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: শফিউদ্দীন, শিক্ষক সংগঠনের উপদেষ্টা ইউনুছ আলী, সহ-সভাপতি রেজাউল করিম, আব্দুল আজিজ, আমান উল্লাহ, আব্দুল গণি,এনামুল হক, যুগ্ম সম্পাদক এম. ইদুজ্জামান ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক বিএম. শামসুল হক। DSC00606

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest