সর্বশেষ সংবাদ-
পুনরায় সচল বৈছাআ, অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের ঘোষণা দিলেন সাতক্ষীরার আহ্বায়কজাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাসাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভাসীমান্ত প্রেস কাবের সভাপতি ইমন – সম্পাদক লিংকন,সাতক্ষীরায় জেলা তাঁতীদলের সভাপতি রিপন – সম্পাদক সাহেব আলীআশাশুনিতে এক রাতে ৪ দোকানে দুঃসাহসীক চুরিসাতক্ষীরা সদরে বাঁশদহা সমাজকল্যাণ পরিষদের অফিস উদ্বোধনউত্তর-পশ্চিম কাটিয়া জামে মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে মামলা : প্রতিবাদে মানববন্ধনআশাশুনিতে কিশোরীকে অপহরনের অভিযোগ: ৮ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশশ্যামনগরে কিশোর কিশোরী-যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা  

full_991717193_1478975459অনলাইন ডেস্ক:সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার আহ্বান থাকবে, সংখ্যালঘু সম্প্রদায়কে আমাদের সর্বতভাবে নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব’।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ’। আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। প্রত্যেক ধর্মের মূল বাণীও তা–ই। জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ খুন করা কিন্তু ইসলামের পথ না।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই জনগণের প্রতি- সকলে আমার ডাকে সাড়া দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন’। যে কারণে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্ম-কর্ম পালন করতে পারবেন। এটাই ইসলামের কথা, এটাই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর কথা এবং আমরা সেটাই মেনে চলি।

তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেব না। আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ’। কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া একটি দেশের উন্নয়ন সম্ভব না। এটা হচ্ছে বাস্তবতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই বিএনপির কোনো এক নেতা কিছুদিন আগে বলেছিলেন, আওয়ামী লীগ আন্দোলনের কী দেখেছে, নভেম্বর মাসে হবে আসল আন্দোলন’। তাদের আন্দোলন যদি হয় আবারও এই মানুষ খুন করা, মানুষের ঘরবাড়ি পোড়ানো, সংখ্যালঘুদের ওপর আঘাত-নির্যাতন করা এবং এর মাধ্যমে দেশের সম্প্রীতি নষ্ট করা, সেই আন্দোলন কোনো দিনও মানুষের সমর্থন পাবে না। এই পথ জনগণের কল্যাণ বয়ে আনবে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটাই চাইব যে আমাদের দেশের সকলে, যেমন মসজিদের ইমামরা জুমার নামাজের আগে যে খুতবা দেন, সেখানে জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে আমাদের ইসলাম ধর্মে কী আছে, নবীজি কী বলেছেন, কোরআন শরিফে কী বলা আছে, তা মানুষের কাছে তুলে ধরবেন।’ বিষয়টা মানুষকে ভালোভাবে জানাতে হবে। যাতে কেউ বিপথে না যায়। এ ধরনের আত্মঘাতী পথে পা না বাড়ায়।’

‘আমি অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মজীবী, সাধারণ জনগণ সবাইকে আহ্বান জানাব, সকলের যৌথ উদ্যোগেই আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে পারব’।

প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা ও মানুষকে পুড়িয়ে মারা—এটা কখনো মানুষের কাজ নয়। এ কথা সব সময় সবাইকেই মনে রাখতে হবে। তিনি আরও বলেন, ‘আমি চাই আমাদের দেশে সব সময় সম্প্রীতি বজায় থাকবে, দেশ উন্নত হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিশ্ববাসী স্বীকার করে, বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল’। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেকে ঈর্ষান্বিত হয়। আমরা দেশ স্বাধীন করেছি ৪৫ বছর হয়ে গেছে। আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন, তাহলে এই বাংলাদেশ আরও বহু আগেই উন্নত হতে পারত। কিন্তু তার সেই অসমাপ্ত কাজ আমাদের সম্পন্ন করতে হবে। মানুষের মুখে হাসি ফোটাতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উন্নত জীবন পাবে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

10বিনোদন ডেস্ক: পুনম পান্ডে মানেই বিতর্ক। ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ চলার সময় তিনি ঘোষণা করেছিলেন, ভারত কাপ জিতলে তিনি জনসমক্ষে নগ্ন হবেন। ভারত বিশ্বকাপ জেতার পর অবশ্য কথা রাখেননি পুনম।

বিসিসিআই-এর অনুমতির অভাবেই নাকি তিনি নগ্ন হতে পারেননি তিনি। তা না পারলেও নিজের অর্ধ নগ্ন ছবি তিনি ক্রমাগত পোস্ট করে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি বিভিন্ন সময়ে করেছেন নানা বিস্ফোরক মন্তব্য। এবার আর এক বিস্ফোরক মন্তব্যে তিনি দাবি করলেন, বলিউডের ‘খান’-রা অর্থাৎ শাহরুখ, সালমান আর আমির খানই নাকি তাঁকে শরীর দেখাতে বাধ্য করেছন!

নিজের শর্ট ফিল্ম ‘দি উইকএন্ড’ সংক্রান্ত সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, কয়েকবছর আগের কথা। আমি আমার কয়েকজন সাংবাদিক বন্ধুর সঙ্গে বসে আলোচনা করছিলাম যে, কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা যায়। আমি তার আগে প্রায় ২৫-৩০টা ক্যালেন্ডার শুট করেছিলাম। কিন্তু তারপরেও কেউ আমাকে চিনত না। ভেবে দেখলাম, ইন্ডাস্ট্রিতে এমন মেয়ের সংখ্যাও তো অনেক যারা ‘খান’দের সঙ্গে কাজ করেছে। কিন্তু তারপরেও তাদের কেউ চেনে না। ‘খান’রাই সমস্ত পরিচিতিটা পেয়ে যেত।

ভেবে দেখলাম, বিতর্কই মানুষের দৃষ্টি আকর্ষণ করার সহজতম রাস্তা। আর শরীর দেখিয়ে সবচেয়ে সহজে বিতর্ক তৈরি করা যায়। সেই সময় থেকেই নিজের অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করলাম। ফলে কার্যত ‘খান’রাই আমাকে শরীর দেখাতে বাধ্য করেছে। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দিতায় টিকে থাকতেই শরীর দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1866644800_1478966489ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৬ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে ফল প্রকাশের কথা জানানো হয়।

মৌখিক পরীক্ষা আগামী ১ ডিসেম্বরের মধ্যে নেয়া হবে। উত্তীর্ণ প্রার্থীকে এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে।

গত ২৯ অক্টোবর সারাদেশে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) একযোগে লিখিত পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষায় ৩৫ হাজার ৪৬৩ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা ইতিমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।

উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ মুক্তিযোদ্ধা সনদ, মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্ক সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এতিম সংক্রান্ত সনদ, প্রতিবন্ধী সংক্রান্ত সনদ, পোষ্য সনদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সনদ, উপজাতি সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে আগামী ২০ নভেম্বরের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।

মৌখিক পরীক্ষা বোর্ডে দেখানোর জন্য জমা দেয়া সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে রাখতে হবে।

গত ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

image_143_50322ডেস্ক: বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন রোববার।

এ উপলক্ষে আজ ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় তার পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

এছাড়া নূহাশপল্লীতে বিশেষ অনুষ্ঠানমালা এবং চ্যানেল আই প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও হবে মাসব্যাপী অনুষ্ঠানও।

এ উপলক্ষে আগামীকাল সকাল ৬টায় কার্জন হল থেকে হিমু/রূপার একটি দল পায়ে হেঁটে নূহাশপল্লী উদ্দেশ্যে যাত্রা করবে। যাত্রা পথে তারা বিতরণ করবে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট।

গাজীপুর ‘টিম হিমু পরিবহণ’ সকালে নূহাশ পল্লীতে পুষ্পস্তবক অর্পণ করবে।

আগামীকাল চ্যানেল আই চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে ‘৫ম হিমু মেলা’। এবারের মেলার নামকরণ করা হয়েছে ‘ডিউ-চ্যানেল আই হিমু মেলা’ ১৬। কাল দুপুর আড়াইটায় হিমুপ্রেমিদের একটি দল হলুদ পাঞ্জাবী গায়ে চ্যানেল আই প্রাঙ্গণের এ মেলায় উপস্থিত হবে।

এ সময় মেলার উদ্বোধনী পর্বে অংশ নেবেন হুমায়ূন আহমেদের পরিবারের সদস্য মেহের আফরোজ শাওন ও দুই ছেলে এবং বিভিন্ন অঙ্গণের বিশিষ্টজনরা।

মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র ও নাটকের গান। প্রবীন শিল্পীদের পরিবেশনার পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। আরো থাকবে নাচ, কবিতা আবৃত্তি স্মৃতিকথা। থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন। চ্যানেল আই ও রেডিও ভুমি পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে। ‘হিমু মেলাতে একজন বিশেষ ব্যক্তিত্বকে পুরস্কার প্রদান করা হবে।

হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই’তে আগামীকাল সন্ধ্যা ৬টায় জামাল রেজার প্রযোজনায় হুমায়ূন আহমেদ’র কিছু কালজয়ী চরিত্র নিয়ে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার মাঝেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ’ প্রচারিত হবে। আরো থাকবে দিনব্যাপী টক শো, স্মৃতিচারণ ইত্যাদি।

বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বিকাল সাড়ে ৪টায় হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকবে হুমায়ূন আহমেদ এর জন্মবার্ষিকীর বিশেষ ক্রোড়পত্র ‘নক্ষত্র’র মোড়ক উন্মোচন এবং ‘হিমু পরিবহণ’র ওয়েবসাইট এর শুভ উদ্বোধন। এছাড়া টরেন্টোতে চলছে হুমায়ূন আহমেদের একক বই মেলা।

হুমায়ূন আহমেদ স্মরণে সারাদেশেই হিমু পরিবহণের সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের প্রায় ৫০টি জেলায় হিমু পরিবহণের সদস্যরা মাসব্যাপি নানা কর্মসূচী পালন করবে। দেশব্যাপী হিমু পরিবহণের শাখাগুলোতে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হুমায়ূন আহমেদ এর নাটক ও সিনেমার প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার করবে।বাসস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_1143937979_1478970630ডেস্ক: মোসাদ্দেক হোসেনের ঝড়ো ইনিংসের পর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় জয় পেয়েছে ডাকা ডায়নামাইটস। এদিন নাঈম ইসলামের রংপুরকে ৭৮ রানে হারিয়েছে সাকিবের দল।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর এগোতে পারেনি বেশিদূর।  সাকিব-নাসিরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯২ রানেই শেষ হয়ে যায় রংপুরের ইনিংস।

সানজামুল ইসলামের বলে নাসিরকে ক্যাচ দিয়ে ১১ রান করে ফিরেন রংপুরের ওপেনার শাহজাদ।

তার আগেই সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনকে হারায় রংপুর। দ্বিতীয় ওভারে নাসিরের বলে বোল্ড হন সৌম্য। পরের ওভারে মিঠুনকে বোল্ড করেন সাকিব।

২৩ রানে ৩ উইকেট হারানো রংপুর উইকেট হারাতে থাকে নিয়মিতই। বিস্ফোরক ব্যাটসম্যান শহিদ আফ্রিদিও পারেননি কিছু করতে। ১০ বলে ৬ রান করে ফিরেন এই অলরাউন্ডার। অন্য ব্যাটসম্যানরাও বেশিক্ষণ টিকেননি।

এর আগে ঢাকার ইনিংসে তিন নম্বরে এসেই চড়াও হন নাসির। সাঙ্গাকারার সঙ্গে ৬৯ রানের দারুণ জুটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান।

১০ ওভারে ১ উইকেটে ৭৯ রানের সুবিধাজনক জায়গায় থেকে পরপর দুই উইকেট হারায় ঢাকা। একাদশ ওভারে কোনো রান না দিয়ে নাসির ও রবি বোপারাকে ফেরান আফ্রিদি।

৩৩ বলে ৬টি চারে ৩৮ রান করা নাসিরও বেশিক্ষণ টিকতে পারেননি। এলবিডব্লিউ হন ইংলিশ অলরাউন্ডার বোপারাও। পরের ওভারে সাঙ্গাকারাকে ফিরিয়ে দেন অফ স্পিনার সোহাগ।

১০ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ঢাকাকে পথ দেখান অধিনায়ক সাকিব ও মোসাদ্দেক। ৩৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। এরপর ১০ রান করে ফিরে যান সাকিব।

সাকিবের বিদায়ের পর চড়াও হন মোসাদ্দেক। একের পর এক বাউন্ডারি হাকিয়ে মোসাদ্দেক ২৮ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। এরপর  দুই ছক্কায় ১৩ রান করে অপরাজিত থাকেন সিকুগে প্রসন্ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_144329305_1478956624ডেস্ক: আগামী ১৪ নভেম্বর, সোমবার পৃথিবীর সবচেয়ে নিকটে আসছে চাঁদ। বিগত ৭০ বছরে চাঁদ এত কাছে আর আসেনি। শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি।

জানা গিয়েছে, ওইদিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের কেন্দ্রবিন্দুর দূরত্ব দাঁড়াবে ২ লক্ষ ২১ হাজার ৫২৪ মাইল অর্থাত্‍ ৩ লক্ষ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। পৃথিবীর প্রায় ৮৫ মাইল কাছে চলে আসছে। যাকে বলা হচ্ছে ‘সুপারমুন’। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় চাঁদকে আকারে ১৪% বড় দেখাবে।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারির পর যেহেতু এত কাছে চাঁদ আসেনি, তাই মিডিয়া তো বটেই এই সুপারমুনকে ঘিরে সাধারণের মধ্যেও তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

এবার যদি আপনি কোনও ভাবে মিস করেন ধৈর্য ধরে আরও ১৮ বছর অপেক্ষা করতে হবে। কারণ, ২০১৬-র পর আবার ২০৩৪-এর নভেম্বর পৃথিবীর এত কাছাকাছি আসবে চাঁদ।

সূত্র: ডেইলি মেইল

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

full_753047256_1478976259পাকিস্তানের বেলুচিস্তানে সুফি মুসলিমদের শাহ নূরানি মাজারে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক মানুষ।

স্থানীয় কর্মকর্তারা জানান, গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচি নিয়ে যাওয়া হচ্ছে।

ডন অনলাইনের প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বোমা হামলার সময় সুফি মুসলিমদের ঐহিত্যবাহী নৃত্য চলছিল। তবে মাজারটি প্রত্যন্ত কুজদার জেলায় হওয়ায় উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সিতে ওই হামলা দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বাগতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওই বিস্ফোরণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন’।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ উপজেলা কমান্ড কার্যালয়ে ২০ নভেম্বর কালিগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় বাংলদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে এবং ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২০ নভেম্বর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় কালিগঞ্জ মুক্ত দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান আসাদুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এসএম শাহাদাত হোসেন, মনির আহম্মেদ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকসহ সন্তান কমান্ডের নেত্ববৃন্দ এবং সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest