স্বদেশ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে, যা ঢাকা থেকে ৪০৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে পাঁচ দশমিক তিন। উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হানিফ শেখ বলছেন, ভূমিকম্পের মাত্রা মাঝারি মানের চেয়ে একটু কম ছিল।