সর্বশেষ সংবাদ-
কোন সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়–সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদেররাষ্ট্রপতির ক্ষমার আগে ভুক্তভোগী ও পরিবারের মতামত নেওয়ার প্রস্তাবতালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিতভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণসাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ইটাগাছা এলাকা পরির্দশনে সদর ইউএনওপ্রকাশিত সংবাদের প্রতিবাদসাতক্ষীরায় শিক্ষার্থীদের জন্য ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ !জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমানের পিতার মৃত্যুখুলনার নাছিরপুর খাল উন্মুক্ত হলো: ২০ গ্রামের মানুষের উচ্ছ্বাস উল্লাস

কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুজ্জামান জামু। সোমবার সকাল ১১ টায় তিনি কুশলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, ইউপি সদস্য রফিকুল বারী রফু, খায়রুল আলম, শহিদুর রহমান বাবু, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল গফফার সরদার, শেখ আজিবর রহমান, কাজী গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য খোদেজা বেগম, ডানিয়া পারভীন চুমকি, জাহানারা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোনা বাবু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। কালিগঞ্জ উপজেলার কুশলিয়া, মথুরেশপুর, ধলবাড়িয়া, রতনপুর ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরগণ জেলা পরিষদের একজন সদস্য নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সোমবার বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। জগলুল হায়দার (এমপি) সমর্থক গোষ্ঠির আয়োজনে খেলাটি উদ্বোধন করেন কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, সাধারণ সম্পাদক নাজমুস শাদাত রাজা, রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, জেলা মাধ্যমিক শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ। উদ্বোধনী খেলায় কালিগঞ্জ উপজেলার সাদপুর ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে শ্যামনগর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। হাজারও দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মোমেনুর রহমান ও জিএম মনজু আহমেদ। আগামী ১৯ অক্টোবর বুধবার টুর্নামেন্টের ২য় খেলা মৌতলা ফুটবল একাদশ ও ধলবাড়িয়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে মনিকা হাউলী (১৩) নামে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী অপহরণ হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চিংড়া গ্রামের মাখন হাউলীর মেয়ে ও উকশা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানা সূত্রে জানা যায়, মনিকা হাওলী রোববার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে উকশা বিজিবি ক্যাম্পের পাশে পৌছালে মুকুন্দপুর গ্রামের কালীপদ ঘাটীর ছেলে অমল ঘাটি (২১) তার বন্ধু একই গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাকির হোসেনের (২২) সহায়তায় জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর মেয়ের অভিভাবকরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে সন্ধান না পেয়ে মেয়ের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজিব রায় স্কুল ছাত্রী অপহরণের বিষয়ে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং অপহৃতাকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কলারোয়া প্রতিনিধি ঃ কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দলুইপুর নব-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কলারোয়া রির্পোটাস ক্লাবের কার্য নির্বাহী সদস্য সাংবাদিক এম আইউব হোসেনকে  বিদ্যালয়ের  বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত  করায় সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলারোয়া রিপোর্টার্স ক্লাব। গতকাল ক্লাবের এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষে বিবৃতি দিয়েছেন, সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সহ-সভাপতি এস এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক গোলাম রসুল, ক্রিড়া সম্পাদক আরিফুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আসাদুজ্জমান আসাদ, কার্য নির্বাহী সদস্য জি,এম জিয়া, এম এ কাসেম, এসএম ফারুক হোসেন, মোজাফফর হোসেন পলাশসহ ক্লাবের সকল সদস্য ও কর্মরত সাংবাদিকরা। বিবৃতিতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের কার্য নির্বাহী সদস্য সাংবাদিক এম আইউব হোসেনকে দলুইপুর প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মনোনিত করায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জি এম আবুল হোসনে হোসাইন: সদর উপজলোর শবিপুর ইউনয়িন পরষিদ মলিনায়তনে শবিপুরে শশিু ফোরাম সদস্যদরে সাথে মহেরেপুর জলোর এনসটিএিফ ও সভে দ্য চলিড্রনে প্রতনিধিদিরে মতবনিমিয় অনুষ্ঠতি হয়ছে।ে সোমবার বকিালে ৬নং ওর্য়াডরে কমলা শশিু ফোরামরে সভাপতি মোছা. খাদজিা সুলতানার সভাপতত্বিে উক্ত সভা অনুষ্ঠতি হয়। ৫নং শবিপুর ইউনয়িন পরষিদ, ব্রকেংি দ্য সাইলন্সে ও সভে দ্য চলিড্রনে এর  সহযোগতিায় সভায় উপস্থতি ছলিনে সভে দ্য চলিড্রনে’র সনিয়ির প্রকল্প র্কমর্কতা নাসদিুল হক, চাইল্ড লডে অ্যাডভোকসেি পলসি’ির সনিয়ির অফসিার আবু জাফর মোহাম্মদ হোসনে, আফরোজা আক্তার বানু, ব্রকেংি দ্য সাইলন্সে’র প্রোগ্রাম ম্যানজোর ড. তারকেুজ্জামান, শশিুদরে জন্য প্রকল্পরে প্রকল্প পরচিালক সুনীল কুমার রায়, মহেরেপুর উপজলো ভলান্টয়িার মো. আব্দুল মান্নাফ সহ এনসটিএিফ নতেৃবৃন্দ। এসময় অতথিবিৃন্দ সদর উপজলোর শবিপুর ইউনয়িনে চলমান অভযিোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রয়িা, শশিু ফোরামরে কাজ, তাদরে র্অজন, কভিাবে তারা এলাকার সমস্যাগুলো সমাধান কর,ে বাল্যববিাহ ও যৌন নর্যিাতন প্রতরিোধ, ওর্য়াড সভা প্রভৃতি বষিয়ে শশিু ফোরাম সদস্যদরে সাথে মতবনিমিয় করনে। অতথিবিৃন্দ  ইউনয়িনে চলমান অভযিোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রয়িা, শশিু ফোরামরে র্অজন, শশিু ও প্রতবিন্ধীদরে উন্নয়নে বাজটে বরাদ্দ রখেে পরকিল্পনা অনুযায়ী ব্যয় ও জবাবদহিতিা নশ্চিতি করার প্রক্রয়িা দখেে সন্তোষ প্রকাশ করে একাজ গুলি মহেরেপুর জলোর বভিন্নি এলাকায় বাস্তবায়ন করবনে বলে আশাবাদ ব্যক্ত করনে। এছাড়া আরো উপস্থতি ছলিনে সভে দ্য চলিড্রনে’র সনিয়ির প্রকল্প র্কমর্কতা হাসান সদ্দিকিী মলিন, পএিসকএেস এর টকেনক্যিাল অফসিার হোসনা বানু রানী, ব্রকেংি দ্য সাইলন্সে’র সাতক্ষীরা অফসি ইনর্চাজ মো. শরফিুল ইসলাম, প্রোজক্টে অফসিার মনরিুজ্জামান টটিু,  ইয়ূথ ভলান্টয়িার খাদজিা সুলতানা, আবুল হোসাইন সহ শশিু ফোরামরে সদস্যবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫২তম জন্ম বার্ষিকী উপযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৮ অক্টোবর সকাল ৯টা ১৫ মিনিটে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা : শিশু শ্রেণি হতে ২য় শ্রেণি “ক” বিভাগ,৩য় শ্রেণী হতে ৫ম শ্রেণী “খ” বিভাগ। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি “গ”  বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। চিত্রাংকনের বিষয় ও মাধ্যম-উন্মুক্ত, সময়-১ ঘন্টা। সকাল ১০টা ৩০ মিনিটে সুুন্দর হাতের লেখা প্রতিযোগিতা : শুধু মাত্র শিশু শ্রেণী হতে ২য় শ্রেণি পর্যন্ত। ১৯ অক্টোবর সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা : বিষয়- “ শেখ রাসেল আমাদের গর্ব ” সময়-৪০ মিনিট। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি “গ” – বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। সকাল ১০টায় নির্ধারিত বক্তৃতা  প্রতিযোগিতা। বিষয় Ñ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল” বক্তৃতার নির্ধারিত সময়-৫মিনিট। ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণী “গ ”- বিভাগ ও ৯ম শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত “ঘ” বিভাগ হিসেবে গণ্য করা হবে। দুপুর ১২টায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিদের শুধুমাত্র কাগজ সরবরাহ করা হবে। অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংগে আনতে হবে। অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরযুক্ত নামের তালিকা সংগে আনতে হবে। প্রতিযোগী অংশ গ্রহণ ও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আবু জাফর মোঃ আসিফ ইকবাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3
নিজস্ব প্রতিবেদক: জেল থেকে বেরিয়ে সদ্য দিনেই সাতক্ষীরার তালা উপজেলার খেসরার একটি ঘেরে সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান ও তার বাহিনী। এ সময় ঘেরে থাকা জমির মালিক পক্ষের চার নারীকে বেপরোয়া ভাবে মারধর করে ঘের দখল করে নিলেও পুলিশ তাদের হটিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। আহতদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আতাউর ও তার ক্যাডার বাহিনীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। তালা উপজেলার খেসরা ইউনিয়নের  বিশ্বাসের চক ঘেরে সোমবার ভর দুপুরে এই হামলা চালায় জেল থেকে আজ জামিনে আসা কয়েক মামলার আসামি আতাউর ও তার  বাহিনী। এদিকে ঘেরে হামলা করেই ক্ষ্যান্ত হয়নি আতাউর। আহতরা যাতে চিকিৎসা নিতে যেতে না পারে সেজন্য পথে ব্যারিকেড দেয় সে ও তার বাহিনী। পুলিশ এই ব্যারিকেডও সরিয়ে তাদের চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত চার নারী লক্ষ্মী রানী গাইন, শিবানী গাইন, নমিতা গাইন ও সুলতা গাইনের মাথা ফেটে গেছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।জমির মালিক সত্যরঞ্জন গাইন জানান ৫০ বছরেরও বেশি সময় ধরে দখলে থাকা বিশ্বাসের চকে তাদের পৈত্রিক ৪৫ বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। তিনি জানান এই জমি জনৈক প্রবীর নিজের দাবি করলেও  কোনো কাগজপত্র না থাকায় মামলায় সে বারবার হেরে যায়। খুলনার সেই প্রবীরের ভাড়াটিয়া হিসাবে স্থানীয় যুবলীগ নেতা আতাউর রহমান আগেও এই ঘেরে হামলা চালিয়েছিল। এ নিয়ে মামলা হলে আতাউর তার সহযোগি কাসেম ও আমিরুল জেল খাটে। তিনি জানান আজ সকাল থেকে তার পরিবারের নারী সদস্যদের সাথে নিয়ে তারা ঘেরে মাছ ধরছিলেন। এ সময় জামিনে বাড়ি এসেই আতাউর তার অপর সঙ্গী মুড়োগাছা গ্রামের মেহেদী হাসান বাবু, খাজো রবীন, সুরঞ্জন, মিলন, আবুল কাসেম ও আমিরুলসহ ৫০ থেকে ৬০ জন লোক লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘেরে হামলা করে। তাদের মার খেয়ে সুদর্শন গাইন, ফনীন্দ্র গাইন, সুজয় গাইন এবং তিনি নিজেসহ বাড়ির পুরুষ সদস্যরা প্রাণ বাঁচাতে  ছুটে বেরিয়ে যান। এ সময় তারা হামলা করে নারী সদস্যদের ওপর। আহতরা জানান তাদেরকে মারধর করে অচেতন অবস্থায় ঘেরের মাঝে দুই ঘন্টা ফেলে রেখে আতাউর বাহিনী পাহারায় থাকে। খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়ার নির্দেশে খেসরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান দ্রুত ঘটনাস্থলে যান। তিনি হামলাকারী দখলদারদের হটিয়ে দেন। তিনি আহতদের উদ্ধার করে সাতক্ষীরায় পাঠানোর ব্যবস্থা করলেও আতাউর ও তার বাহিনী বাথুয়ারডাঙ্গায় রাস্তায় ব্যারিকেড দেয়। এস আই হাসানুর রহমান জানান তিনি ফের সেখানে যেয়ে হামলাকারীদের ধাওয়া করে আহতদের সাতক্ষীরায় চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এসআই হাসান আরও জানান ‘ আতাউর একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি মামলা আছে। সে আজ সোমবার জেল থেকে বেরিয়ে এসে এই হামলা চালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন আমরা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করেছি। খেসরা ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজু জানান, আমি তালায় মিটিংয়ে আছি। এ সম্পর্কে কিছুই জানিনা। যোগাযোগের চেষ্টা করা হলেও আতাউরের ফোন বারবার বন্ধ পাওয়া গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

gold
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের জজ কোর্টের সামনে থেকে ১৬ কেজি স্বর্ণ চোরাচালান মামলার অন্যতম আসামী রবীন্দ্রনাথ দাসকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রবীন্দ্রনাথ দাস কলারোরোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের জ্ঞানেন্দ্রনাথ দাসের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, গত ২ সেম্পেম্বর ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে একটি মটর সাইকেলের সিটসহ বিভিন্ন স্থানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি স্বর্ণেরবারসহ আলিউজ্জামান নামে এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করে বিজিবি। তার কাছ থেকে উদ্ধারকৃত মটর সাইকেলটির মালিক এই রবী›ন্দ্রনাথ দাস। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, ১৬ কেজি স্বর্ণেরবার চোরাচালানীর ঘটনায় সদর থানায় দায়ের করা মামলায় রবীন্দ্রনাথ দাসকে আটক দেখানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest