সোনাবাড়িয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বেলী গ্রামের মোশারাফ হোসেন (২৮) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে একই মোঃ হারুন সরদারের (৮১) ছোট ছেলে। জানাযায়, বৃহস্পতিবার সকাল ৫.৩০ মিনিট সবার অজান্তে পাশের একটি আমগাছে গলায় রশি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। পারিবারিক সূত্রে জানা যায় তার স্ত্রীর সাথে পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারনে সে কিছু দিন আগে জেল খেটে এসেছে। জেল থেকে ১৫ দিন পরে এসে সে আত্মহত্যা করে। তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার এসআই মহিদুল ইসলাম ঘটনার সংবাদ পেয়ে সকাল ৮টার সময় ঘটনাস্থলে পৌছে লাশ গাছ থেকে নামিয়ে মর্গে পাঠান।




আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক চিকিৎসক সাংবাদিকদের নিজের চেম্বারে ডেকে ঘোষণা করেছেন যে তিনি জীবিত ও সুস্থ আছেন।
অনলাইন ডেস্ক: ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৮টি সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডর দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি।